Blog

  • জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় যুব হকি প্রতিযোগিতার শুভ উদ্বোধন

    জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় যুব হকি প্রতিযোগিতার শুভ উদ্বোধন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটে জাতীয় যুব হকি প্রতিযোগিতার শুরু হয়েছে। মঙ্গলবার(১৮ অক্টোবর) বিকেলে চিনিকল মাঠে ৩ দিনব্যাপী আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২৭ তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা খেলার শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক মো.শরিফুল ইসলাম।

    অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ”লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ.এ আদেল, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য টুর্ণামেন্ট কমিটির সেক্রেটারি খাজা তারেক লতিফ মুন্না,জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি,রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান ও আক্কেলপুর উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক আহসান কবির এপ্লব,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু,কোষাধ্যক্ষ মাসুদ রেজাসহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা।

    এ হকি প্রতিযোগিতায় খেলায় অংশ নিচ্ছেন,রাজশাহী বিভাগ,রাজশাহী জেলা, রাজশাহী শিক্ষা বোর্ড, নাটোর,নওগাঁ এবং জয়পুরহাট জেলা দল।

    বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে ও জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার প্রথম দিনের খেলায় রাজশাহী জেলা দল নওগাঁ জেলা দল’কে ৬/০ গোলে হারান।

  • জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে রমজান আলী সরদার নির্বাচিত-সাংবাদিকের শুভেচ্ছা

    জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে রমজান আলী সরদার নির্বাচিত-সাংবাদিকের শুভেচ্ছা

    স্টাফ রিপোর্টারঃ-

    আজ ১৭ অক্টোবর অনুষ্ঠিত জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে”জয়পুরহাট সদর উপজেলার ২ নং ওয়ার্ডের সদস্য পদে হাতি মার্কার পদপ্রার্থী ও জেলা সেচ্ছাসেবকলীগের সাঃ-সম্পাদক”রমজান আলী সরদার বিপুল ভোটে জয়লাভ করায় আক্কেলপুর উপজেলা প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ-(ইউএসবি) কেন্দ্রীয় কমিটির পক্ষথেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

    শুভেচ্ছান্তেঃ- নিরেন দাস
    (সাঃ-সম্পাদক)
    উপজেলা প্রেসক্লাব,আক্কেলপুর”জয়পুরহাট ও কেন্দ্রীয় (সহ-প্রচার বিষয়ক সম্পাদক) জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ-(ইউএসবি) কেন্দ্রীয় কমিটি।

  • তারাগঞ্জে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

    তারাগঞ্জে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    ‘‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।

    মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নীল রতন দেব, প্রাণী সম্পদ কর্মকর্তা একেএম ফরহাদ নোমান, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার, হাইওয়ে থানার ওসি মাহাবুব মোর্শেদ প্রমুখ। পরে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

    এর আগে সকাল ৯টায় পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, পেশাজীবি সংগঠনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • বানারীপাড়ায় শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উদযাপিত

    বানারীপাড়ায় শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উদযাপিত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম শুভ জন্মবার্ষিকী ও ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, র্্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপজেলা শাখার সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম-সাধারণ সম্পাদক এ. টি. এম. মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা, উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের বরিশাল জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান (নাসিম মোল্লা), পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ। বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত বরিশাল জেলা পরিষদের সদস্য মামুন-উর-রশিদ (স্বপন তালুকদার), নারী সদস্য শিউলী রহমান পুতুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নাজনীন হক মিনু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের বানারীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মু. মুনতাকিম লস্কর (কায়েস) ও সুমম রায় সুমন, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুজ্জামান মনির, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবিনা আক্তার, সাধারণ সম্পাদক লিমা আক্তার, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন (রাসেল মাল), সাধারণ সম্পাদক সজল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসন ও পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় দিবসটি উদযাপন করা হয়। উল্লেখ্য, এ বছরই প্রথমবারের মতো শেখ রাসেলের জন্মবার্ষিকীতে ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়। এখন থেকেই প্রতিবছর দিবসটি পালন করা হবে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • গৌরনদী উপজেলায় শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত

    গৌরনদী উপজেলায় শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন শেখ রাসেল দিবস পালন করেছেন। ১৮ অক্টোবর মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃর্তিতে পুস্পমাল্য অর্পণ শেষে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে শেখ রাসেল দিবসে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী,
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ প্রমুখ।

  • গৌরনদীতে আওয়ামীলীগের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

    গৌরনদীতে আওয়ামীলীগের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে
    শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা, র‌্যালী ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
    উপজেলা আওয়ামী লীগ, পৌর ও সহযোগি সংগঠনের আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টায় গৌরনদী বাসষ্ট্যান্ড দলিয় কার্যালয়ে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচণাসভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।
    অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহামেদ হারুনর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ নান্টু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান শামীম,
    ইউপি চেয়ারম্যান, আবদুর রব সরদার, আবদুর রাজ্জাক হাওলাদার, গোলাম হাফিজ মৃধা,
    সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সরদার আবদুল হালিম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নুরুল হক,
    উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বাচ্চু, মো.মাসুম মল্লিক খোকন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো.নান্টু হাওলাদার,
    উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুবুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো.আল-আমীন হাওলাদার, যুবলীগ নেতা কাজী মোস্তাফিজুর রহমান রনি,
    গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ,
    সরকারী গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মো.সুমন মাহমুদ, কাউন্সিলর মো.ইখতিয়ার হাওলাদার, মো.মিলন খলিফা,
    মো. সাখাওয়াত হোসেন সূজন, সাবেক কাউন্সিলর রেঝাউল করিম টিটু, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহীয়ান হোসেন রাতুল,
    উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো.ইমরান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.স্বপন হাওলাদার-প্রমূখ।

  • আগৈলঝাড়ায় আওয়ামীলীগ ও প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন

    আগৈলঝাড়ায় আওয়ামীলীগ ও প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের পৃথকভাবে শেখ রাসেল দিবস পালন করেছেন। ১৮ অক্টোবর মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃর্তিতে পুস্পমাল্য অর্পণ শেষে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামসহ প্রমুখ। অনদিকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুণীল কুমার বাড়ৈর সভাপতিত্বে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাহেল মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাইদুল সরদার, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ। পরে দোয়া-মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।

  • মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন কৃষকলীগ কমিটি অনুমোদন ও হস্তান্তর

    মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন কৃষকলীগ কমিটি অনুমোদন ও হস্তান্তর

    রিপন ওঝা,মহালছড়ি।

    খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা কৃষকলীগের মুবাছড়ি ইউনিয়ন শাখার ৬১জন বিশিষ্ট কমিটি অনুমোদন ও হস্তান্তর করা হয়।

    আজ হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠতম পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহের ছোট ভাই রাসেল ৫৯তম জন্মদিন বা শেখ রাসেল দিবসে সভাপতি রুইসা মারমা, সাধারণ সম্পাদক আথুই অং মারমা ও সাংগঠনিক সম্পাদক অংসাচিং মারমার নিকট পূর্ণাঙ্গ কমিটি হাতে তুলে দেওয়া হয়।

    উক্ত এ পূর্ণাঙ্গ ৬১ জন বিশিষ্ট কমিটি ০৩(তিন) বছরের জন্যে অনুমোদন করা হয়।

    উক্ত এ সময়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ লাল মিয়া এবং উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ, সহসভাপতি মোঃ আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক সংরক্ষিত নারী সদস্য শ্যাংথুইমা মারমা উপস্থিত ছিলেন।

  • বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মহালছড়িতে শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা

    বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মহালছড়িতে শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা

    রিপন ওঝা,মহালছড়ি।

    মহালছড়ি জোনের আওতাধীন সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহালছড়ি সরকারি কলেজ হতে দক্ষিণ- পশ্চিমে হাজাছড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী ঈশন চাকমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।

    মহালছড়ি সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এই মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার প্রতি আগ্রহের বিষয়টি জোন কমান্ডার লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়ার নজরে এলে ঈশন চাকমাকে প্রয়োজনীয় বই ও ষ্টেশনারী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

    মহালছড়ি জোন সদরে জোন অধিনায়ক এর পক্ষে শিক্ষা সহায়তা হস্তান্তর করেন ক্যাপ্টেন রাফাত হাসনাইন জুবেরী।

    এছাড়াও প্রদেয় মূল্যবান সামগ্রী বই সঠিকভাবে অধ্যয়নের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করতে মহালছড়ি জোনের এই মহৎ উদ্যোগ তাকে ভাল ফলাফল অর্জন করার প্রেরণা যোগাবে।

    বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি জোন হতে ঈশন চাকমা শিক্ষা সহায়তা পাওয়ার পর সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • বাংলাদেশ মিডিয়া ইন্সটিটিউট পরিচালিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    বাংলাদেশ মিডিয়া ইন্সটিটিউট পরিচালিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    বাংলাদেশ মিডিয়া ইন্সটিটিউট পরিচালিত ও বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ শাখার আয়োজনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর ২০২২) তারিখ সকাল ০৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মোমেনশাহী ডি এস কামিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়।

    উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ বিভাগের উপদেষ্টা ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক ড. ইদ্রিছ খান। প্রধান অতিথির বক্তব্যে বলেন উক্ত সংগঠন আমাদের প্রিয় একটি সংগঠন। উক্ত সংগঠনের আয়োজনে আজ সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় বহু সাংবাদিক অংশ গ্রহণ করেছেন তা দেখে আমার খুব ভালো লাগলো।

    তিনি আরও বলেন, ছাত্র অবস্থায় যে শিক্ষা নেয়া হয় তাহলো শিক্ষা। আর কর্ম জীবনে যে শিক্ষা নেয়া হয় তা হলো প্রশিক্ষণ। আজ সকলে প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করে আজ প্রশিক্ষিত হচ্ছেন। তা জাতীয় স্বার্থে ও জাতির স্বার্থে কাজ করবেন বলে আশা করি। এমনকি সমাজের অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে থেকে সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন।

    কর্মশালায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহসিন হোসাইন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুশিদুল আলম, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।

    এ সময় ময়মনসিংহ জেলার প্রতিটি উপজেলা থেকে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে প্রায় ৫৬ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।