Blog

  • ধামইরহাটে শ্রমিকদলের নতুন কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

    ধামইরহাটে শ্রমিকদলের নতুন কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে সদ্যঘোষিত জাতীয়তাবাদি শ্রমিকদলের ধামইরহাট উপজেলা ও পৌর শাখার কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত শ্রমিকদলের সাবেক সভাপতি ও সদস্যবৃন্দ। ১৮ অক্টোবর বেলা ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে ভ্যান, অটোভ্যান শ্রমিকদের নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দুপুর ১২ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদি শ্রমিকদলের সাবেক সভাপতি মো. ইব্রাহীম হোসেন জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি আওয়ামী রাজনীতিতে সম্পৃক্তদের নিয়ে ঘোষিত শ্রমিকদলের কমিটি বাতিল করে কারানির্যাতিত শ্রমিকদলের ত্যাগীদের নিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি নির্বাচনের দাবী জানান । এ সময় উপজেলা বিএনপি নেতা হানজালা, মহিলাদল নেত্রী শাহিনা ইয়াসমিন, উপজেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মেহেবুব হোসেন, সহ-সভাপতি সেকেন্দার হোসেন, রেজাউল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও পৌর কমিটির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক আবু হোসেন, সহ সভাপতি জহুরুল ইসলাম ধোলাই, নজরুল হোসেন, সাবেক সাংগঠনিক জয়নাল আবেদীন, উপজেলা সাংস্কৃতিক সম্পাদক মিঠুন হোসেনসহ ১৫০ জন শ্রমিক উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • স্বরূপকাঠিতে মুক্তিযোদ্ধাদের মাঝে ষ্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ বিতরন

    স্বরূপকাঠিতে মুক্তিযোদ্ধাদের মাঝে ষ্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ বিতরন

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি,

    স্বরূপকাঠিতে মুক্তিযোদ্ধাদের মাঝে ষ্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ
    বিতরন করা হয়েছে। গতকাল নিজ অফিসে ওই কার্ড ও সনদ বিতরন করে ইউ্ওনে মো.মাহাবুব উল্লাহ মজুমদার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা
    মো. নজরুল ইসলাম প্রমুখ।
    ###

    আনোয়ার হোসেন
    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি

  • স্বরূপকাঠিতে নৌ পুলিশের আয়োজনে জেলেদের সাথে মতবিনিময় সভা

    স্বরূপকাঠিতে নৌ পুলিশের আয়োজনে জেলেদের সাথে মতবিনিময় সভা

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি,

    স্বরূপকাঠিতে নৌ পুলিশের আয়োজনে জেলেদের সাথে মতবিনিময় সভা
    অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের নৌ পুলিশের খুলনা অঞ্চরের পুলিশ সুপার মো. শরীফুর রহমান প্রধান অতিথি হিসেবে ওই সভায় বক্তৃতা করেন। এসময় আরো বক্তৃতা করেন নৌ পুলিশের নেছারাবাদ এলাকার পরিদর্শক শেখ মো. এহতেশামুল ইসলাম, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি মো. মোশারফ হোসেন প্রমুখ। এসময় মা ইলিশ নিধর বন্ধে উপকারিতা সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়। এসময় উপস্থিত জেলেরা মাা ইলিশ ও ঝাটকা মাছ না ধরার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে তিনি সন্ধ্যা নদীতে
    অভিযান চালিয়ে একটি জাল আটক করে পুড়িয়ে দেন। এসময় ওই জালে পাওয়া ইলিশ মাছ স্থানীয় ইয়াতিম খানায় বিতরন করা হয়। তিনি জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লখ্যে লিফলেট ও তার ফোন সম্বর সম্বলিত কার্ড বিতরন করেন।###

  • স্বরূপকাঠিতে শেখ রাসেল দিবস পালিত

    স্বরূপকাঠিতে শেখ রাসেল দিবস পালিত

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি,

    স্বরূপকাটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তর শেখ রাসেলের প্রতিকৃতিতে
    পুস্পার্পনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলা পরিষদ চত্তর থেকে একটি রেলি শুরু হয়ে প্যের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে এসব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, ওসি আবীর মোহাম্মদ হোসেন,ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত
    হোসেন, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, ইউপি
    চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা চপলকৃষ্ণ নাথ সভার সঞ্চালনা করেন।

  • নাচোলে ইলা-মিত্র স্মৃতি ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

    নাচোলে ইলা-মিত্র স্মৃতি ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইলা-মিত্র স্মৃতি ফুটবল প্রিতি ম্যাচ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল মঙ্গলবার বিকেলে নাচোল ইলা-মিত্র স্মৃতি, সাংস্কৃতিক যুব একাডেমীর আয়োজনে উপজেলার নেজামপু্র উচ্চ বিদ্যালয় মাঠে নেজামপুর বাজার একাদশ বনাম নেজামপুর উত্তর পাড়া ফুটবল দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

    খেলায় ইলা মিত্র স্মৃতি, সাংস্কৃতিক যুব একাডেমীর সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এনামুল হক।
    বিশেষ অতিথি ছিলেন মুসলিমপুর গার্লস একাডেমীর সহকারী শিক্ষক মফিজুল ইসলাম, নেজামপুর বাজার সমিতির সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, বিশিষ্ট সমাজ সেবক মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, ইলা মিত্র স্মৃতি, সাংস্কৃতিক যুব একাডেমীর সাধারণ সম্পাদক হৃদয় চন্দ্র বর্মন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান প্রমূখ।

    নেজামপুর উত্তর পাড়া ১-০ গোলে নেজামপুর বাজার একাদশ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

    খেলায় রেফারির দায়িত্ব পালন করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশা।

    খেলা শেষে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন অতিথি বৃন্দ।

  • কেশবপুরে ৫ দফা দাবিতে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি

    কেশবপুরে ৫ দফা দাবিতে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি

    কেশবপুর (যশোর) প্রতিনিধি
    কেশবপুর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯ ও ২০ অক্টোবর দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে কেশবপুরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

    ৫ দফা দাবির মধ্যে রয়েছে- দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।

  • কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

    কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

    কেশবপুর (যশোর) প্রতিনিধি
    কেশবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ সহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    ১৮অক্টোবর সকালে পরিষদের হলরুমে
    উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ আব্দুর রহমান।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে ১১৯ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক; মোটর সাইকেল জব্দ।

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে ১১৯ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক; মোটর সাইকেল জব্দ।

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ১৭/১০/২০২২ তারিখ বিকেল ০২.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদর কোম্পানী এবং স্পেশাল কোম্পানীর যৌথ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কালীয়া হরিপুর ইউনিয়নের বনবাড়ীয়া গ্রামস্থ জনৈক মোঃ আলামিন হোসেনের বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৯(একশত ঊনিশ) বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়া ও তাহার নিকট থেকে মাদক বহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটর সাইকেল জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীঃ মোঃ নোমান সাদিক (২৩), পিতা-মোঃ নাছির উদ্দিন, সাং-পাইকপাড়া, থানা- সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    প্রেস সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ০১৭৭৭৭১১২৪৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিতঃ

    এম. রিফাত-বিন-আসাদ

    মেজর

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২৫৮

  • নড়াইলে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট সুবাস চন্দ্র বোসকে ফুলের শুভেচ্ছা

    নড়াইলে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট সুবাস চন্দ্র বোসকে ফুলের শুভেচ্ছা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট সুবাস চন্দ্র বোসকে ফুলের শুভেচ্ছা জানান, কিশোর দাস, প্রলয় চক্রবর্তী, মোঃ হাসিবুর রহমান ও মোঃ কামরুল হাসানসহ বিভিন্ন পেশাজীবী নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
    নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাডঃ সুবাস বোস বিপুল ভোটে বিজয়ী। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান,
    নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি আ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস (আনারস) নির্বাচিত হয়েছেন। তিনি ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী লোহাগড়া উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু (মোটর সাইকেল) পেয়েছেন ১৭৭ভোট ও সাবেক জেলা পরিষদের প্রশাসক লোহাগড়া উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোঃ সুলতান মাহমুদ (চশমা) পেয়েছেন ৯২ভোট।
    নড়াইল জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে বিজয়ী হয়েছেন, ১নং সংরক্ষিত নারী ওয়ার্ডে শাহীনুর আক্তার রুমা এবং ২নং সংরক্ষিত নারী ওয়ার্ডে জেসমিন সুলতানা।
    এছাড়া সাধারণ ১নংওয়ার্ডে (কালিয়া উপজেলা) খান শাহীন সাজ্জাদ, ২নং ওয়ার্ডে (নড়াইল সদর) খোকন সাহা এবং ৩নং ওয়ার্ডে (লোহাগড়া উপজেলা) শামসুল আলম কচি জয়লাভ করেছেন। নির্বাচনে সংরক্ষিত দু’টি নারী আসনে ৭জন এবং সাধারণ ৩টি ওয়ার্ডে ১২জন নির্বাচন করেন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে নড়াইলের ৩টি কেন্দ্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
    এদিকে নির্বাচন সম্পর্কে জানতে পরাজিত প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটুর সাথে ১টা ৩০মিনিটে ফোনে কথা হলে নির্বাচন ভালো হচ্ছে বলে মন্তব্য করলেও ফলাফলের পরে তাকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

  • ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শেখ রাসেল দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপিত

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শেখ রাসেল দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৮ অক্টোবর ২০২২ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত।

    এ দিবসটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বালিয়াডাঙ্গী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী (৫৯ তম জন্মদিন) উদযাপন করা হয়।

    এ দিবস উপলক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ৮.০০ টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ প্রাঙ্গনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।এরপর ৮.১৫ মিনিটে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ করা হয়। সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ সকাল ৯.৩০ টায় বিটিভিতে সরাসরি সম্প্রচারিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেম থেকে শেখ রাসেল দিবস-২০২২ এর কেন্দ্রীয় মূল অনুষ্ঠান উপভোগ করেন।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বিপুল কুমার।সে সময় বিভিন্ন কড়মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।