Blog

  • নাচোলে পুকুরে কেটে গেছে রাস্তা ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা

    নাচোলে পুকুরে কেটে গেছে রাস্তা ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুরে একটি পাকা রাস্তার অংশ পুকুরের পানিতে ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিশু শিক্ষার্থীরা। ওই রাস্তা পাড়ি দিয়েই শিক্ষার্থীদের নেজামপুর বিনোদ বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয়। শুধু শিক্ষার্থীরা নয়, রাস্তাটি ভেঙে যাওয়ায় গ্রামবাসীকেও দুর্ভোগে পড়তে হয়েছে।
    গুরুত্বপূর্ণ এই রাস্তাটি নাচোল উপজেলার নেজামপুর বাজার সংলগ্ন গুয়াবাড়ী দীঘিপাড়া গ্রামে অবস্থিত। এই গ্রামেই রয়েছে বিনোদ বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিদ্যালয় যেতে পুকুরটির অবস্থান। পুকুরটিতে দীর্ঘদিন থেকে স্থানীয় খাইরুল আলম মাস্টার মাছচাষ করে আসছেন।
    সরেজমিন দেখা গেছে, নেজামপুর ইউয়িনের ৪নং ওয়ার্ডের গুয়াবাড়ী দীঘিপাড়া গ্রামের এই রাস্তাটি নাচোল-আমনুরা প্রধান সড়কের নেজামপুর বাজার থেকে কয়েকশ ফুট দক্ষিণ দিক থেকে শুরু হয়ে পূর্ব দিকে গ্রামের মধ্য দিয়ে বিদ্যালয় ঘেঁষে নেজামপুর-হাটবাকইল সড়কে মিলিত হয়েছে। রাস্তাটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। এর মধ্যে স্কুলের উত্তর পাশে প্রায় ২৫ ফুট পর্যন্ত এখনো কাঁচা রয়ে গেছে। রাস্তাটি পুকুরের পাশ দিয়ে নির্মিত হয়েছে। রাস্তাটির প্রায় চারশত ফুট পুকুরের পানিতে ভেঙে গেছে। আট ফিট চওড়া রাস্তাটির কোনো কোনো জায়গায় ৫-৭ ফুট পর্যন্ত পুকুরে তলিয়ে গেছে। ফলে এই রাস্তা দিয়ে রিকশা, ভ্যান, অটোরিকশা এমনকি বাইসাইকেলও চলাচল বন্ধ হয়ে গেছে। তাই বাধ্য হয়েই গ্রামের শতাধিক পরিবারকে এই পথ দিয়ে হেঁটেই যাতায়াত করতে হচ্ছে।
    সবচেয়ে ভোগান্তিতে পড়েছে বিনোদ বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। হেঁটে এই পথ পেড়িয়েই তাদের বিদ্যালয়ে যেতে হয়। যানবাহনে চলাচলের কোনো উপায় নেই। বেশি দুর্ভোগে পড়ে বর্ষাকালে। ওই সময় অভিভাবকদের পাশাপাশি শিক্ষকরাও দুশ্চিন্তাগ্রস্ত থাকেন শিক্ষার্থীদের নিয়ে, পা পিছলে পুকুরে পড়ে যাওয়ার ভয়ে।
    গুয়াবাড়ী দীঘিপাড়া গ্রামের নাসিরুল জানান, অনেক দিন থেকেই নেজামপুর ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান ছাড়াও উপজেলা নির্বাহী অফিসারকে রাস্তা এবং পুকুরের প্রটেকশন ওয়াল বিষয়ে অবহিত করা হয়েছে; কিন্তু এখনো কাজ হয়নি।
    বিনোদ বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম জানান, রাস্তাটি পুকুরের পানিতে ভেঙে যাওয়ার কারণে ছাত্র-ছাত্রীরা হেঁটে আসা ছাড়া কোনো ধরনের যানবাহন ব্যবহার করতে পারে না। তিনি বলেন, বর্ষাকালে ছাত্র-ছাত্রীদের নিয়ে দুশ্চিন্তায় থাকি। কারণ পা পিছলে গেলে পুকুরে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া রাস্তাটির ২৫ ফুট পর্যন্ত কাঁচা থেকে যাওয়ার কারণেও বর্ষাকালে সবাইকে ভোগান্তি পোহাতে হয়।
    নেজামপুর ইউপির ৪নং ওয়ার্ড সদস্য আবু তাহের জানান, আমি স্বচক্ষে রাস্তাটি দেখেছি। তবে আমি এবার নতুন মেম্বার হয়েছি। চেয়ারম্যানের সাথে কথা বলে যতটুকু পারি ঠিক করার চেষ্টা করব।
    ইউপি চেয়ারম্যান আমিনুল হক জানান, এই বিষয়ে এর আগে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সামনে নিজ খরচে পুকুরের প্রটেকশন ওয়াল বেঁধে দেওয়ার করার কথা বলেছিলেন খাইরুল আলম মাস্টার। কিন্তু এখন পর্যন্ত কেন হয়নি, সেটা আমার জানা নেই।
    এবিষয়ে খাইরুল মাষ্টার জানান রাস্তার পাশের পুকুর পাড়ের ধার গুলো ইউনিয়ন বা উপজেলা পরিষদের পক্ষ থেকে বেঁধে দেয়া হয়, তবে এইটা কেন বেঁধে দিচ্ছে না সেটা বুঝতে পারছি না।

    আপনার বেঁধে দেওয়ার কথা আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কথা একটা হয়েছিল, সেটা ইউনিয়ন পরিষদের সমন্বযে কিন্তু ইউনিয়ন চেয়ারম্যান আর কোন পদক্ষেপ নেই নি।
    ঐ অবস্থায় থেকে গেছে।

    উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করলে বিষয়টি নিয়ে এলজিইডির সাথে কথা বলে ঠিক করার ব্যবস্থা করবেন বলে জানান তিনি।
    উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন জানান, আমি নতুন এসেছি, বিধায় বিষয়টি আমার জানা নেই। তবে যারা ভোগান্তিতে পড়েছেন তারা আবেদন নিয়ে এলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • পঞ্চগড় অমরখানা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম,দূর্নীতির বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ

    পঞ্চগড় অমরখানা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম,দূর্নীতির বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ

    মো: বাবুল হোসেন পঞ্চগড় :
    সদর উপজেলার অমরখানা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আমিরুল ইসলামের অনিয়ম,দূর্নীতির বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করেছে।এলাকাবাসীর ব্যানারে থেকে দুপুর ৩ টা পর্যন্ত স্কুল মাঠে এ সমাবেশ করে।এসময় বিক্ষুব্ধ জনতা স্কুলের শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনেন।

    এলাকাবাসীর অভিযোগ,অমরখানা উচ্চ বিদ্যালয়ে ১৯৯৮ সাল থেকে আয়া পদে চাকুরী করছে মোছা.আর্জিনা বেগম কিন্তু দীর্ঘদিনেও তার এমপিও করেননি প্রধান শিক্ষক কিন্তু এমপিও ভুক্ত করে দেওয়ার অযুহাতে দফায় দফায় বিভিন্নভাবে অর্থ নিয়েছেন প্রায় ১১ লাখ।সম্প্রতি স্কুলে কম্পিউটার ল্যাব অপারেটর পদে মোছা.তৃনা ইসলাম, অফিস সহায়ক পদে হাবিবুর রহমান, পরিচ্ছন্নতাকর্মী পদে মো.আশিকুজ্জামান নিয়োগ পেয়ে যোগদান করেন কিন্তু কবে কখন নিয়োগ হয়েছে কেউ জানেননা তারা।লাখ লাখ টাকা নিয়ে গোপনে নিয়োগ দেয়ার অভিযোগ তুলেন এলাকাবাসী।স্কুল পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বলেন,একজনকে নিয়োগ দিবে মর্মে আমার কাছে রেজুলেশনে স্বাক্ষর করে নেয়।বাকীদের বিষয়ে কিছু জানিনা।
    প্রতিবাদ সমাবেশে ইউপি সদস্য নাজির হোসেন,বীরমুক্তিযোদ্ধা মো.ইউসুফ, ফরহাদ,জাহিদ হোসেন,তরিকুল ইসলাম,আইবুক হক প্রমূখ বক্তব্য রাখেন। এসময় ২-৩ শতাধিক মানুষ এই প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

    স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আমিরুল ইসলাম জানান,আয়া পদে দীর্ঘদিনেও বেতন না হয়ে অন্যান্য কর্মচারীদের বেতন হওয়ায়। তাদের লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ সমাবেশ করেছে।যার সাথে অন্য তিন কর্মচারীদের কোন সম্পর্ক নেই। এমপিও জটিলতায় আয়া পদটির এমপিও বন্ধ হয়ে ছিল।এবার জটিলতা নিরসনে আমরা এমপিও করার চেষ্টা করছি।

    স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুস সামাদ জানান,প্রধান শিক্ষক ফাইল নিয়ে আসে স্বাক্ষর করে দেই। এর বেশি কিছু জানিনা।

  • নাচোলে অর্ধগলিত এক ব্যাক্তির লাশ উদ্ধার

    নাচোলে অর্ধগলিত এক ব্যাক্তির লাশ উদ্ধার

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অর্ধগলিত এক ব্যাক্তির লাশ উদ্ধার নাচোল থানা পুলিশ। মৃত ব্যাক্তি জেলার শিবগঞ্জ উপজেলার লাওঘাটা গ্রামের মৃত সেফাতুল্লার ছেলে মংলু (৬২)বলে জানাগেছে।
    নাচোল থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, আজ বৃহস্প্রতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নাচোল উপজেলা ফতেপুর ইউনিয়নের আলীশাহপুর আল আমিনের পেয়ারা বাগানের পাহাদার মংলু্র অর্ধগলিত লাশ এলাকাবাসী দেখতে পায়। পরে এলাকাবাসী বাগান মালিক আল আমিন ও পুলিশকে খবর দিলে পুলিশকে খবর দিলে, ঘটনা স্থলে পৌঁছে লাশের সুরতরহাল করে থানায় নিয়ে আসে পুলিশ।
    বাগান মালিক আল আমিন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল বুধবার থেকে তার সাথে ফোনে যোগাযোগ বন্ধ হলে আমি আজ পেয়ারা বাগানে আসার জন্য বের হয়ে আসি। বাগানে পৌঁছার আগেই এলাকা বাসী ফোন করে আমাকে মংলুর মৃত্যুর কথা জানান। এসে মংলুর লাশ দেখতে পাই এবং পুলিশকে খবর দিই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসল আজম ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।
    এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এবং নাচোল থানায় একটি ইউডি মামলা হয়েছে।

  • নড়াইলের কৃতি সন্তান নাজিয়া হোসেন বৃষ্টির সাফল্য বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায়

    নড়াইলের কৃতি সন্তান নাজিয়া হোসেন বৃষ্টির সাফল্য বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায়

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের কৃতি সন্তান নাজিয়া হোসেনের সাফল্য বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় দ্বিতীয় বারের মতো স্থান পেয়েছে। নাজিয়া নড়াইল পৌরসভার কুড়িগ্রামের প্রগতি ভাবনা প্রএিকার সম্পাদক সাংবাদিক এম মুরাদ হোসেনের একমাত্র কন্যা। ইঞ্জিনিয়ার নাজিয়া হোসেন বৃস্টি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক জন পি এ ইয়োনিডিসের সহযোগিতায় ১০ অক্টোবর বিশ্ববিখ্যাত পাবলিসার্স এলসোভিয়ার বিভি বিশ্বসেরা ২% বিজ্ঞান গবেষকের তালিকা প্রকাশ করে।
    বিজ্ঞানীদের প্রকাশনা, এসচ ইনডেক্স,সাইটেশন ও অন্যান্য সূচক বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয়। স্কোপস ইনডেক্সেড আর্টিকেল কে ভিত্তি হিসেবে ধরে ২২ টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৬ টি উপ ক্ষেত্রে শ্রেণীবন্ধ করে দুইটি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের এই তালিকায় ২০২০ সালে এবং গত ১০ই অক্টোবর প্রকাশিত ২০২১ সালের তালিকা স্থান পেয়েছেন।
    নড়াইলে এই কৃতিসন্তান ইঞ্জিনিয়ার নাজিয়া হোসেন বৃস্টি খাজানা এশিয়া স্কলারশিপে মালেশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে বায়োকেমিক্যাল ও বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বিএসসি ইঞ্জিনিয়ারিং, ব্রুনাই সরকারের স্কলারশিপে দারুস সালাম ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সঙ্গে গবেষণায় স্নাতকত্তর ডিগ্রী অর্জন করেন।
    তিনি বর্তমানে অস্ট্রেলিয়া সরকারের স্কলারশিপে রয়েল মেলবোর্ন ইন্সস্টিটিউট অব টেকনোলজি আর এম আই টি ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডিতে গবেষণা রত আছেন। তার ৯০ টি গবেষণা প্রবন্ধ স্নানামধন্য বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। প্রগতি ভাবনা প্রএিকার সম্পাদক সাংবাদিক এম মুরাদ হোসেন ও মিসেস শামসুন্নাহার মুরাদের একমাত্র কন্যা। নাজিয়া ও তার পরিবার সকলের কাছে দোয়া ও আর্শীবাদ প্রার্থী।

  • ছাতকে ব্রিজ একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্টিত

    ছাতকে ব্রিজ একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্টিত

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের ছাতকে ইংরেজী মাধ্যমের স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপি একাডেমির হলরুমে এ মেলা অনুষ্টিত হয়। বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে মেডেল ও সার্টিফিকেট বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নুরের জামান চৌধুরী।

    মেলায় নার্সারী থেকে ২য় শ্রেনী গ্রুপ এ, ৩য় থেকে ৬ষ্ট শ্রেনী গ্রুপ বি, ৭ম থেকে দশম শ্রেনী গ্রুপ সি, মোট তিন গ্রুপে ২শত জন শিক্ষার্থী আটাশটি প্রকল্প নিয়ে অংশগ্রহন করে। একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ এর সভাপতিত্বে ও শিক্ষিকা ফাহমিদা আমান জুম এর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি অনার্স কলেজের ভাইস প্রিন্সিপাল মহি উদ্দিন, মিডিয়া ব্যক্তিত্ব শামীম আহমদ তালুকদার।

    মেলায় বিজয়ী হয়েছে গ্রুপ এ, বায়ুর চাপ প্রকল্প, তত্বাবধানে ছিলেন একাডেমির শিক্ষিকা চন্দ্রিমা দাশ মৌ, গ্রুপ বি, বৃষ্টি নির্ধারক যন্ত্র, তত্বাবধানে ছিলেন একাডেমির শিক্ষিকা পল্লবী দাশ ও গ্রুপ সি, প্লাস্টিক পূর্ণব্যবহার যন্ত্র, তত্বাবধানে ছিলেন একাডেমির শিক্ষক মো. হাসিব মেহেদী পরশ। শেষে বিজীয়দের মধ্যে মেডেল ও সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নুরের জামান চৌধুরী। এর আগে তিনি প্রকল্পগুলো পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের সাথে অনুপ্রেরণামুলক কথা বলেন।

    এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন একাডেমির সিনিয়র শিক্ষিকা অগ্রনী গোস্বামী, মিতা ঘোষ ও শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দ।

  • চুরি মামলায় পাথরঘাটা বনিক সমিতির সেক্রেটারি ও পুজা পরিষদের সভাপতি অরুন কর্মকার জেলহাজতে

    চুরি মামলায় পাথরঘাটা বনিক সমিতির সেক্রেটারি ও পুজা পরিষদের সভাপতি অরুন কর্মকার জেলহাজতে

    পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধিঃ২০ অক্টোবর বৃহস্পতিবার বরগুনার পাথরঘাটা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কর্মকার চুরি মামলায় জেলহাজতে গেছেন। এঘটনায় তার সহযোগী শিবলাল কর্মকারকেও বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

    জানাগেছে,২০১৮ সালের ৯ সেপ্টম্বর পাথরঘাটা পৌরশহরের কালিবাড়ি মন্দির সংলগ্ন সুমন সেনের মুদি দোকানের মালামাল চুরির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী সুমন সেন। ওই মামলা দীর্ঘদিন সিআইডি, পিবিআই সহ বিভিন্ন গোয়েন্দারা বেশ কয়েকবার তদন্ত করেন।

    সিআর ১৫৪/২০ মামলায় কিছুদিন আগে তিনিসহ অপর আসামীদের বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট ইস্যু করেন। বৃহস্পতিবার বরগুনা জজ আদালতে ওই মামলার জামিনের জন্য হাজিরা দিতে গেলে বিচারক জামিন না মঞ্জুর করে অরুন কর্মকার ও তার সহযোগী শিবলাল কর্মকারকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।
    মামলার বাদী সুমন সেন বলেন,আমার দোকানের মালামাল সহ অন্যান্য সকল কাগজপত্র লুটপাট করে নিয়ে গেছে। আমি কোন কিছু বলতে পারিনি। আমার চেক বই চুরি করে নিয়ে আমাকে হয়রানির জন্য আমার বিরুদ্ধে মামলা করে। আমি আইনের আশ্রয় নিয়েছিলাম। আশাকরি এবার বিচার পাব #

  • দৈনিক ঢাকা পত্রিকার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    দৈনিক ঢাকা পত্রিকার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দৈনিক ঢাকা পত্রিকার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
    মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি নাজমুল হাসান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কাজী বিপ্লব হাসান, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসনে হাসানুল কবীর, সাধারণ সম্পাদক মোঃ রুবেল, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম, অর্থবিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ মিয়া, শিক্ষা ও আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ খান, প্রচার সম্পাদক মোঃ ফাহাদ মোল্লা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সালমান হাসান, কার্যনির্বাহী সদস্য এমএম রহমান, মোঃ মিনহাজুল ইসলাম, মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক লিটন মাহমুদ, আনিসুর রহমান রলিন প্রমুখ।
    দৈনিক ঢাকা পত্রিকাটি সুন্দর, বস্তুনিষ্ঠ ও জনসম্পৃক্ত সংবাদ পরিবেশ করার এবং সংবাদপত্র ও পত্রিকার জেলা প্রতিনিধির সাফল্য কামনা করে বক্তারা বক্তব্য রাখেন।
    আলোচনা শেষে পত্রিকাটির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

  • সুন্দরগঞ্জে অন্তঃসত্ত্বা মেয়ের ডাক্তার আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা

    সুন্দরগঞ্জে অন্তঃসত্ত্বা মেয়ের ডাক্তার আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চালককে হত্যা করে অটোবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের মৃত এনায়েত উল্লাহর ছেলে আব্দুল খলিল মিয়া সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় অটোবাইক(মিশু) নিয়ে বেরিয়ে যায়। পরে রাত নয়টার দিকে অন্তঃসত্ত্বা মেয়ের প্রসাব বেদনা উঠায় বাড়ি থেকে ফোন করলে খলিল জানায় আমি দ্রুত ডাক্তার নিয়ে আসতেছি। কিন্ত সে সময়মত না আসায় পরিবারের লোকজন অনবরত তাকে ফোন দিতে থাকে। এক পর্যায় রাত দশটার দিকে একজন ফোন ধরে বলে ফোনটি রাস্তায় কুড়িয়ে পেয়েছি এই কথা বলে ফোন বন্ধ করে রাখে। পরদিন বৃহস্পতিবার সকালে তার লাশ পাশ্ববর্তী রামজীবন ইউনিয়নের পাগলারতল গ্রামের রাস্তার পাশের ধান খেতে পাওয়া যায়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠায়। এ ঘটনায় রিপোর্ট টি পাওয়া পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। এব্যাপারে তদন্ত ওসি মোঃ সেরাজুল হকের সাথে কথা হলে তিনি,জানান লাশ উদ্ধার করে পরীক্ষা নিরীক্ষার জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এনিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড শালবন গ্ৰামে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণার আমেজ

    ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড শালবন গ্ৰামে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণার আমেজ

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
    ক্ষেতলাল উপজেলার শালবন ৯ নং ওয়ার্ডে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা।
    বিভিন্ন প্রকার প্রতিকে ছেয়ে গেছে অত্র গ্ৰামটি।
    দৈনিক নতুনবাজার পত্রিকা প্রতিনিধি মিলন মিয়া জানান, শালবন গ্ৰামে গিয়ে দেখা যায় প্রতিটি প্রাথী সুন্দর মনোরম পরিবেশে তৈরি করেছেন নির্বাচনী অফিস ঘর।

    গ্ৰামের সব জায়গায় অনাচে কানাচে গাছে ঝুলিয়ে থাকতে দেখা যায় বিভিন্ন প্রকার প্রতিক মার্কা।

    অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন
    তাদের নাম ও প্রতিক ।
    ১/ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পেয়েছে বোরহান উদ্দিন।
    ২/ সতন্ত্র প্রার্থী থেকে আনারস প্রতীক নিয়ে আ: বারিক মন্ডল।
    ৩/ সতন্ত্র প্রার্থী হোন্ডা প্রতিক নিয়ে খলিল হোসেন।
    ৪/ সতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিক নিয়ে নাজমুল হক।
    ৫/ সতন্ত্র প্রার্থী গোলাম আযম সাথী তিত্বিয় লিঙ্গ চশমা প্রতিক নিয়ে।

    এবং অত্র ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ৪ জন।
    ১/টিউবওয়েল প্রতিক নিয়ে আফজাল হোসেন।
    ২/ আপেল প্রতিক নিয়ে নাসির উদ্দিন সরদার।
    ৩/ ফুটবল প্রতীক নিয়ে কামরুজ্জামান।
    ৪/ মোরগ প্রতিক নিয়ে
    দুদু মিয়া।

    এবং অত্র ওয়ার্ডে মহিলা পার্থী আছে ২ জন।
    ১/ হেলিকপ্টার প্রতিক নিয়ে
    ফাহিম খাতুন।
    ২/ তাল গাছ প্রতিক নিয়ে
    আন্জুয়ারা।

  • ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড শালবন গ্ৰামে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণার আমেজ

    ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড শালবন গ্ৰামে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণার আমেজ

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
    ক্ষেতলাল উপজেলার শালবন ৯ নং ওয়ার্ডে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা।
    বিভিন্ন প্রকার প্রতিকে ছেয়ে গেছে অত্র গ্ৰামটি।
    দৈনিক নতুনবাজার পত্রিকা প্রতিনিধি মিলন মিয়া জানান, শালবন গ্ৰামে গিয়ে দেখা যায় প্রতিটি প্রাথী সুন্দর মনোরম পরিবেশে তৈরি করেছেন নির্বাচনী অফিস ঘর।

    গ্ৰামের সব জায়গায় অনাচে কানাচে গাছে ঝুলিয়ে থাকতে দেখা যায় বিভিন্ন প্রকার প্রতিক মার্কা।

    অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন
    তাদের নাম ও প্রতিক ।
    ১/ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পেয়েছে বোরহান উদ্দিন।
    ২/ সতন্ত্র প্রার্থী থেকে আনারস প্রতীক নিয়ে আ: বারিক মন্ডল।
    ৩/ সতন্ত্র প্রার্থী হোন্ডা প্রতিক নিয়ে খলিল হোসেন।
    ৪/ সতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিক নিয়ে নাজমুল হক।
    ৫/ সতন্ত্র প্রার্থী গোলাম আযম সাথী তিত্বিয় লিঙ্গ চশমা প্রতিক নিয়ে।

    এবং অত্র ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ৪ জন।
    ১/টিউবওয়েল প্রতিক নিয়ে আফজাল হোসেন।
    ২/ আপেল প্রতিক নিয়ে নাসির উদ্দিন সরদার।
    ৩/ ফুটবল প্রতীক নিয়ে কামরুজ্জামান।
    ৪/ মোরগ প্রতিক নিয়ে
    দুদু মিয়া।

    এবং অত্র ওয়ার্ডে মহিলা পার্থী আছে ২ জন।
    ১/ হেলিকপ্টার প্রতিক নিয়ে
    ফাহিম খাতুন।
    ২/ তাল গাছ প্রতিক নিয়ে
    আন্জুয়ারা।