Blog

  • গৌরনদীতে জাতীয় শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

    গৌরনদীতে জাতীয় শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

    বি এম মনির হোসেনঃ-

    “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।
    এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষকদের একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। র‍্যালিতে গৌরনদী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষক অংশ নেয়।
    র‍্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা নিবার্হী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, বেগম আখতারুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, গাউছিয়া আবেদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রব, প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন সহ অন্যান্যরা। এসময় গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

  • আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ

    আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ

    বি এম মনির হোসেনঃ-

    সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার দায়িত্ব মুক্তিযোদ্ধাদেরই নিতে হবে। জাতির পিতা মুক্তিযুদ্ধের চেতনায় যে সংবিধান প্রণয়ন করেছিলেন তা ’৭৫ পরবর্তি সরকারগুলো মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ইতিহাস বিকৃতি হিসেবে তারা ‘মহান মুক্তিযুদ্ধকে “গন্ডগোল” আখ্যায়িত করে প্রচারনা চালিয়েছিল। জিয়া সরকার মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়েছিল। তখন সরকারী চাকুরীতে কোন লোক মুক্তিযোদ্ধার সনদ দিয়ে চাকুরী করতে পারেনি। চাকুরী হারানোর ভয়ে মুক্তিযোদ্ধার সন্তান তাও পরিচয় দেয়নি তারা। বর্তমানে চাকুরী ও শিক্ষা ভর্তিতেও মুক্তিযোদ্ধা কোটা চালু রয়েছে। বর্তমান সরকারের সময়ে মুক্তিযোদ্ধারা বিভিন্ন ভাতা প্রাপ্তির পাশাপাশি মাসিক ২০হাজার টাকা সম্মানী ভাতা পাচ্ছেন আর পূর্ববর্তি সরকারের সময়ে সেই ভাতা দেয়া হতো ৩শ টাকা। বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাই মুক্তিযোদ্ধাদের প্রথম শ্রেণির নাগরিক হিসেবে গণ্য করে তাদের জন্য সকল ধরনের সাহায্য সহযোগীতা আর সম্মান অব্যাহত রেখেছেন।
    অসাম্প্রদায়িক দেশ গঠনে শেখ হাসিনার সরকারকে পুনারায় ভোটের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত করতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, দক্ষিণাঞ্চলীয় মুজিব বাহিনীর প্রধান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)।
    বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বৃহস্পতিবার উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ অডিটোরিয়মে উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদের দ্বায়িত্বপ্রাপ্ত কমান্ডার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
    এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই পদ্মা সেতুসহ গোটা দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্যরে উন্নয়ন ঘটেছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দক্ষিণাঞ্চল বাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
    উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আও উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, মন্ত্রীর একান্ত সচিব খায়রুল বাশার, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার হোসেন,আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেনসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগনসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা।
    পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা কৃষক কুলের নয়নমনি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের ছোট নাতি, বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র হাতে ডিজিটাল সনদপত্র প্রদানের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র এবং স্মার্ট কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন। উপজেলায় ৫৬৪জন বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদপত্র এবং ও স্মার্ট কার্ড পাবেন।

  • জয়পুরহাটে সন্তানকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন মা মৌমিতা পাল

    জয়পুরহাটে সন্তানকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন মা মৌমিতা পাল

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাট পৌর শহরের বারিধারা মহল্লায় সদর থানার সামনে (০৪) বছরের এক শিশু সন্তানকে চার্জার তার দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে আপন মা মৌমিতা পাল৷

    হত্যা নিশ্চিত করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ঘাতক মা। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ৯ টায় এঘটনা ঘটে৷

    নিহত ওই শিশুর নাম কণিনীকা (০৪) পিতা নয়ন কুমার পাল একজন ব্যাংক কর্মকর্তা। চাকুরির সুবাদে নয়নকুমার পাল জয়পুরহাটের বাড়িধারা এলাকায় সন্দীপের ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে। সে জয়পুরহাট পাঁচবিবি উপজেলা সোনালী ব্যাংকে চাকরি করেন।

    নিহত কণিকার বাবার স্থায়ী বাড়ি বগুড়ার নন্দীগ্রামে।
    প্রতিবেশী ভারাটিয়ারা জানান গত কাল রাতে এক ঠাকুর এসেছিলো ওই ঘাতক মহিলা বার বার বলছেন এই সব আলোচনা করতে শুনি৷

    জয়পুরহাট সদর থানার ডিউটি অফিসার রায়হান জানান সকালে ওই অভিযুক্ত পাষণ্ড মা নিজেই থানায় এসে বলেন আমাকে শাস্তি দেন আমি আমার বাচ্চাকে মেরে ফেলছি আপনারা আমাকে শাস্তি দেন এভাবেই বিস্তারিত জানান৷
    বর্তমানে ওই শিশুটির মরহদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে৷

    জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সন্তানকে হত্যা করে মৌমিতা পাল নিজেই থানায় হাজির হন। থানায় এসে তিনি জানান, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত তিনি। মানসিক চাপ নিতে না পেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনের চার্জার পেঁচিয়ে হিয়াকে হত্যা করেন। এ সময় হিয়ার বাবা অফিসে ছিলেন।

  • পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে

    পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় দুই শতাধিক হতদরিদ্রের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছেন ৩বিজিবি লোগাং জোন।

    ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টার সময় পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইনে উপজাতীয় জনগোষ্ঠীর লোকজনরা এই সেবা গ্রহণ করেন।বিনামূল্যে চিকিৎসা (মেডিকেল ক্যাম্পেইন) এ উপস্থিত ছিলেন ৩ বিজিবি পানছড়ি ব্যাটেলিয়ন এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃমোঃমশিউর রহমান এএমসি।

    মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় জনগণ বিজিবির নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

    এ ব্যাপারে পানছড়ি ৩বিজিবি লোগাং জোন এর জোন কমান্ডার লেঃকর্ণেল জাহিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে পানছড়ি ব্যাটেলিয়ন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে। ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

    এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

    মোঃ সেলিম মিয়া (ফুলবাড়িয়া) প্রতিনিধি : ফুলবাড়িয়া উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে অন্যতম ‘এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠন’। ২৬ অক্টোবর ছিল সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কেক কাটা সহ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন ছিল সংগঠনের কার্যালয়ে। বিকাল ৩টায় সংগঠনের কার্যালয়ে কেক কাটা হয়। এরপর ফিতা কেটে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি একেএম সায়ফুল ইসলাম কাজল, ময়মনসিংহ মেডিকেল কলেজের ডাক্তার ডা. কুতুব উদ্দিন আইবেক, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সিনিয়র সহ-সভাপতি সেলিম মিয়া, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস ছাত্তার প্রমুখ।

  • বানারীপাড়ায় শের-ই-বাংলার জন্মদিন উদযাপন ও হক স্পোটিং ক্লাবের  উদ্বোধন করেন মেয়র সাদিক

    বানারীপাড়ায় শের-ই-বাংলার জন্মদিন উদযাপন ও হক স্পোটিং ক্লাবের উদ্বোধন করেন মেয়র সাদিক

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় অবিভক্ত বাংলার প্রথম মূখ্যমন্ত্রী শের-ই বাংলার জন্মদিন উদযাপন ও হক স্পোটিং ক্লাবের ৪তলা ভবন উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু,পায়রা সমুদ্র বন্দর,কর্নফুলি টানেল,মেট্রোরেল ও রূপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রসহ দেশজুড়ে যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন দক্ষিণাঞ্চলবাসীসহ দেশের জনগণ তাঁর কাছে চির কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হয়েছেন। শের-ই-বাংলা ও বঙ্গবন্ধুর মত বাঙালী জাতির অবিসংবাদিত মহান নেতাদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে সোনারমানুষ তৈরী করে স্বপ্নের সোনারবাংলা বির্নিমাণ করতে হবে। ২৬ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭ টায় বরিশালের বানারীপাড়ার চাখারে অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী শের-ই-বাংলা আবুল কাসেম ফজলুল হকের ১৪৯তম শুভ জন্মদিন উদযাপন ও হক স্পোটিং ক্লাবের নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চাখার ইউপি চেয়ারম্যান ও হক স্পোটিং ক্লাবের সভাপতি সৈয়দ মজিবুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন শের-ই-বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু,জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শাহজাহান হোসেন পিপিএম,বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি,বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,মুলাদী পৌরসভার মেয়র শফিকুজ্জামান রুবেল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার প্রমুখ। প্রভাষক কাজী হারুন-অর-রশিদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও অতিথি ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওলিউল্লাহ অলি ও সাজ্জাদ সেরনিয়াবাত,মহানগর ছাত্রলীগের আহবায়ক রইস আহম্মেদ মান্না,বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ আলম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাষ্টার রুহুল আমিন,ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান ও সাইফুল ইসলাম শান্ত,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে চাখার হক স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক শামছুল হক সিকদার সান্টুসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • তারাকান্দায় হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

    তারাকান্দায় হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খাদ্য দ্রব্যে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি এবং হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে
    এক হোটেল ব্যবসায়ী কে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    ২৫ অক্টোবর বিকালে মঙ্গলবার জনস্বার্থে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মিজাবে রহমত এই
    মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেয়াদুত্তীর্ণ খাবার পরিবেশনের দায়ে ব্যবসায়ীকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

    জানা গেছে, উপজেলার তারাকান্দা বাজারে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় একজন হোটেল ব্যবসায়ী নগদ জরিমানা করা হয়।

    ইউএনও মিজাবে রহমত জানান- অভিযান পরিচালনা কালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা,মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি নিষিদ্ধ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

    অপরদিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়। পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। এ সময় তারাকান্দা থানা এস.আই রায়হান সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে অভিযান অবহ্যত থাকবে বলেও জানান ইউএনও মিজাবে রহমত।

  • ময়মনসিংহে ওসির নির্দেশে ১২লক্ষ টাকা মুল্যের পামওয়েলসহ ট্রাক জব্দ করেছে এসআই উত্তম

    ময়মনসিংহে ওসির নির্দেশে ১২লক্ষ টাকা মুল্যের পামওয়েলসহ ট্রাক জব্দ করেছে এসআই উত্তম

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ট্রাকভর্তি পামওয়েলসহ এক তেল চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চোরাকারবারীর নাম ওয়ালি উল্লাহ। সে শেরপুরের নকলা ডাকাতিয়াকান্দার আব্দুল খালেকের ছেলে।

    মঙ্গলবার (২৬অক্টোবর) নগরীর শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। তিনি জানান- এসময় আটককৃত ট্রাক থেকে ৬০ ড্রাম পামওয়েল উদ্ধার করা হয়েছে। যার অনুমানিক মুল্য প্রায় ১২ লাখ টাকা।

    ওসি শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার এসআই উত্তম কুমার দাস সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকাস্থ মেসার্স রাজ ট্রেডিং কর্পোরেশনের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট রাস্তায় কতিপয় তৈল চোরদলের সদস্যরা চোরাই তৈল কেনা-বেচা করছে। তাৎক্ষনিক পুলিশ কর্মকর্তা
    এসআই উত্তম কুমার দাস আমার সাথে পরামর্শ করে নির্দেশনা মোতাবেক দ্রুত ওয়ালি উল্লাহ নামে এক তেল চোরকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৬০টি ড্রামে পামওয়েল তেল ভর্তি একটি জব্দ করে। ওসি জানায় – অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারীদলের আরো ৫/৬ সদস্য পালিয়ে যায়। জব্দকৃত দশ চাকার ট্রাক, যার রেজিঃ নং-ঝিনাইদহ-ট-১১-১৭৩৬। তিনি আরো জানান,জব্দকৃত তেলে অনুমান মুল্য প্রায় ১২ লাখ টাকা। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ। এদিকে এত টাকা মুল্যের চোরাইমাল উদ্ধার করায় ময়মনসিংহ বাসীর মাঝে ওসি ওসি শাহ কামাল আকন্দ ও এসআই উত্তম কুমার দাস আলোচনা স্থান দখল করে নিয়েছেন। তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এমন অভিযান অব্যাহত রাখার দাবী জানান কোতোয়ালি মডেল থানা এলাকার সর্বস্তরের জনতা।

  • লিবারেল ডেমোক্রেটিক পার্টির ১৬তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন পটিয়ায়

    লিবারেল ডেমোক্রেটিক পার্টির ১৬তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন পটিয়ায়

    মহিউদ্দীন চৌধুরীঃ
    লিবারেল ডেমোক্রিটিক পার্টি এলডিপির ১৬তম প্রতিষ্টাবার্ষী পালন করেছে পটিয়া উপজেলা, পৌরসভা এলডিপি।গতকাল ২৬ অক্টোবর বুধবার বিকাল গাজী কনভেনশন সেন্টারে কেক কেটে প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করেন পটিয়া উপজেলা এলডিপি’র সভাপতি মুনছুর আলম। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক মোঃ আয়ূব আলী, দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদল সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান,নজরুল ইসলাম সিদ্দিকী, পৌরসভা গনতান্ত্রিক যুবদলের সভাপতি গাজী আমির,জাহাঙ্গীর আলম সওঃ, আবদুর রশিদ, আসিফ হুদা,মোঃ বেলাল,মোঃ সৈয়দ,আমিনুল হক তামিম, ফোরকান,সিরাজ, মৌলনা মনির, মোঃ ফারুক প্রমুখ। চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা এলডিপি’র সভাপতি মুনছুর আলম বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরোও বলেন, বর্তমান সরকার সবকিছুতে ব্যার্থ চাল ডাল সব জিনিসপএ দাম বৃদ্ধি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সাধারণ মানুষ মুক্তি চাই। জনগণের ভাগ্য পরিবর্তনে জন্য সরকার পরিবর্তন দরকার, দেশ আইনের শাসন নেই, সুশাসন নিশ্চিত করার লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপিকে ক্ষমতায় আনতে দেশবাসীর প্রতি আহবান জানান।

  • ময়মনসিংহে  ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন

    ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    দিন দিন জমি কমছে, কিন্তু বাড়ছে খাদ্য চাহিদা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাড়াতে হবে ফসলের উৎপাদন। জমি যেহেতু বাড়ানো সম্ভব নয়, তাই কৃষি উৎপাদন বাড়াতে হলে ফসলের নিবিড়তা বাড়াতে হবে। এজন্য এক ফসলী জমিকে দুই ফসল, দুই/তিন ফসলী জমিকে তিন/চার ফসলী জমিতে রূপান্তরিত করতে হবে। কৃষিতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। সুষ্ঠুভাবে ফসলের জাত নির্বাচন করতে হবে, স্বল্পকালীন ফসলের আবাদ করার মাধ্যমে একই জমিতে একাধিক শস্য উৎপাদন করে ফসলের নিবিড়তা বাড়াতে হবে।

    মঙ্গলবার (২৫অক্টোবর ) সকালে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ মাঠে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পে”র আওতায় ময়মনসিংহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফ হোসাইন কৃষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার জুবায়রা বেগম সাথীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান (শাহীন), আঞ্চলিক কৃষি ও তথ্য যোগাযোগ বিশেষজ্ঞ এ. এস. এম ফারহানা হোসাইন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুস ছালাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী, কৃষকদের পক্ষ থেকে মত প্রকাশ করেন-কৃষক মোঃ নুর হাবীব।

    কৃষির উপর গুরুত্বআরোপ করে আশরাফ হোসাইন বলেন, বর্তমান সরকার কৃষিখ‍াতে ব্যাপক ভর্তুকি দিচ্ছে। কৃষিতে অগ্রগতি পেতে হলে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উন্নত জাতের ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে। তবেই দেশের খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন‍্যান‍্য কর্মকর্তা-কর্মচারীগণ।