Blog

  • মহেশপুরে বি’আর’এ’কে’এস মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপে মারামারি আহত ৭ পাল্টা পাল্টি মামলা

    মহেশপুরে বি’আর’এ’কে’এস মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপে মারামারি আহত ৭ পাল্টা পাল্টি মামলা

    শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

    ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে বলিভদ্রপুর গ্রামে অবস্থিত বি’আর’এ’কে’এস ( B,R,A,K,S ) মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রূপে মারামারির ঘটনায় ৭ জন আহত হয়েছে। এর মধ্যে ১জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হযেছে। এবিষয়ে গত ২৭ ও ৩০ অক্টোবর দু’গ্রুপের পক্ষ থেকে মহেশপুর থানায় পাল্টা পাল্টি মামলা দায়ের করেছে।
    জানা গেছে B,R,A,K,S মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ কমিটি গঠন নিমিক্তে সরকারি ক্যাটাগরি বিধি অনুযায়ী গত ১৪ই অক্টোবর ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক বীর জনতা পত্রিকায় তফসিল বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়। তারই পরিপ্রেক্ষিতে ১৫ই অক্টোবর থেকে ১৮ই অক্টোবর মনোনয়ন ফর্ম ক্রয় করা সহ গত ২৩ অক্টোবর পর্যন্ত যাচাই বাছাই ও প্রত্যাহার করার দিন ধার্য্য শেষে আগামী ৫ নভেম্বর অভিভাবক সদস্য নির্বাচনের দিন তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু তফসিল ঘোষনা অনুযায়ী কোন মনোনয়ন ফর্ম বিক্রি না হওয়ায় সমন্ময়ের ভিত্তিত্বে নতুন ম্যানেজিং কমিটি গঠন নিমিক্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ-জামিরুল ইসলামের স্বাক্ষরিত বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ৩৭২ জন অভিভাবক গন বরাবর চিঠি ইসু করেন। এবিষয়ে গত ২৭ অক্টোবর ছাত্র/ছাত্রী অভিভাবক গন বিদ্যালয়ে উপস্থিত হয়ে মৌখিক সিলেকশনের মাধ্যমে সদস্য নির্ধারণের জন্য মৌখিক ভাবে প্রস্তাব দিয়ে অভিভাবক সদস্য গঠন করা কালিন নাম প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি জালাল উদ্দীন ও অপর পক্ষ রেজাউল ইসলাম গ্রুপের মাঝে তর্কবিতর্কের সৃষ্টির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। এর মধ্যে আনোয়ার নামের এক ব্যক্তি মারাক্তক ভাবে আহত হয। তাহার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এঘটনায় মহেশপুর থানায় উভয় পক্ষে পাল্টা পাল্টি মামলা দায়ের করেছে। যাহা রেকর্ড হয়ে আদালতে চলমান রয়েছে। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ- জামিরুল ইসলাম জানান আমি সরকারি ক্যাটগরির বিধি অনুযায়ী পত্রিকায় তফসিল ঘোষণা দিয়ে নির্বাচনের দিন তারিখ ধার্য্য করেছি। মনোনয়ন ফর্ম বিক্রি না হওয়ায় এ্যাঢক কমিটির আহবায়ক মোঃ মুক্তার হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসারের অনুমতি ক্রমে সিলেকশনের মাধ্যমে অভিভাবকদের চিটির মাধ্যমে বিদ্যালয়ে আহবান করে সমন্ময়ের মাধ্যমে নির্বাচিত সদস্য গঠন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। অভিভাবক গন উপস্থিত হয়ে সিলেকশনে গ্রাম ওয়ারি দুই জনের নাম গৃহত হয়। দুঃখের বিষয় পরবর্তিত্বে কাশিপুর গ্রামের রেজাউর ইসালাম নামের এক ব্যক্তির নাম প্রস্তাব করলে অভিভাবকদের মাঝে তর্ক বিতর্কের সৃষ্টি হয়ে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে ৭জন ব্যক্তি আহত হয়। এর মধ্যে আনোয়ার হোসেন নামের এক অভিভাবক মারাক্তক আহত হয়ে খুলনা মেডিকেল ভর্তি রয়েছে। এমন ঘটায় বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবক গনের মাঝে হতাসা বিরাজ করছে।

  • ঝিনাইদহে কিশোরীদের কাবাডি খেলায় জালালপুর মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ান

    ঝিনাইদহে কিশোরীদের কাবাডি খেলায় জালালপুর মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ান

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    লম্বা দম রেখে কাবাডি-কাবাডি বলে চিৎকার দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করায় ব্যস্ত কিশোরীরা। একে অপরকে ছুয়ে দিয়ে পয়েন্ট তালিকা ভারি করে চলেছে তারা। শেষে তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীদের ১৮ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীরা। বরিবার ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতা।জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এই প্রতিযোগীতায় অংশ নেন চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দলগুলো হচ্ছে জালালপুর মাধ্যমিক বিদ্যালয় দল, কুশনা মাধ্যমিক বিদ্যালয় দল, তালিনা টিআইসি মাধ্যমিক বিদ্যালয় দল ও তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয় দল।সকাল সাড়ে ১০ টায় খেলা শুরু হয় জালালপুর আর তালিনা দলকে দিয়ে। এই খেলায় ২৩ পয়েন্ট পায় জালালপুর দল আর তারিণার সংগ্রহ হয় ১৮ পয়েন্ট। দ্বিতীয় খেলায় অংশ নেয় কুশনা দল আর তালসার দল। এই খেলায় ৩৩ পয়েন্ট পায় তালসার দল, বিপরীতে কুশনা পায় ২৫ পয়েন্ট। শেষে চুড়ান্ড খেলায় অংশ নেয় জালালপুর মাধ্যমিক দল আর তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয় দল। এই খেলায় জালালপুর দল ৫০ পয়েন্ট আর তালসার দল পায় ৩৩ পয়েন্ট। পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে চ্যাম্পিয়ান হয় জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীরা। খেলা পরিচালনা করেন জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ হামিদুল ইসলাম।শেষ খেলায় অংশ গ্রহনকারী জালালপুর দলে ছিল অধিনায়ক রিয়া, আখিঁ, গ্লোরী, মিমমা, জান্নাতুল, হোসনে আরা, মহুয়া, মুন্নি, তমা, টিয়া, ঐশি ও লাখি। রানার্সআপ দলে ছিল অধিনায়ক মাইমুনা, ফারজানা, তাজিয়া, সিমা, রিমা, রুমি, সাদিয়া, ফারজানা, মিম, জান্নাতুল ও সুবর্ণা।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আহসানুজ্জামান বাদল, সদস্য আমিরুল ইসলাম, মফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান, সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ, হারুন-অর রশিদ, সাকিব হাসান, রুবেল আলম প্রমূখ।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • উদীচীর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    উদীচীর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    উজ্জ্বল রায়,
    বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ শাখা সংসদের আয়োজনে উদীচীর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

    “শোষণের বেড়াজালে মানুষের প্রাণ লড়াইয়ের মিছিলে মুক্তির গান” এই শ্লোগানে সারাদেশে পালিত হল একুশে পদকপ্রাপ্ত লড়াই, সংগ্রাম ও গৌরবের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এ বছর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে।

    উদীচী ময়মনসিংহ জেলা সংসদ উদীচী ভবনে ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উদীচী শিল্পীগোষ্ঠী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শংকর কুমার রাহা বিকাল ৪টায়

    একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উদীচী ভবনে এসে শেষ হয়। উদীচী ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি ডাঃ প্রদীপ চন্দ্র কর এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে “আমার উদীচী-জীবনে স্মরণীয় ঘটনা” শীর্ষক স্মৃতিচারণ ও বিচিত্রানুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বিচিত্রানুষ্ঠানে জেলা উদীচীর শিল্পীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য, আবৃত্তি এবং ড. রতন সিদ্দিকী রচিত নাটক “অজ্ঞাতনামা” মঞ্চায়ন করে। এছাড়াও উদীচী মুক্তাগাছা, শ্যামগঞ্জ এবং গোপালপুর শাখা সংসদ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।

  • নড়াইলে ডিবি’র পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নড়াইলে ডিবি’র পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে ডিবি’র পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। নড়াইলের পুলিশ সুপার (এসপি) নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে নড়াইল জেলায় Robust Policing কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, এরই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর (সোমবার) রাতে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি নান্নু গাজী (৪০)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি চৌকস টিম। তিনি লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের আবু গাজীর ছেলে।
    ওসি ডিবি পুলিশের তত্ত্বাবধানে এসআই (নি:) সাইফুল ইসলাম এ এস আই শরীফ সঙ্গীয় ফোর্স পার্থ ও হৃদয় সহ ইতনা গ্রামে অভিযান চালিয়ে জিআর (সাজা)-১৩১/১৭ ও জিআর- ৯০/১৮ গ্রেফতারি পরোয়ানা মূলে তাকে আটক করে।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আনসার ভিডিপির উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আনসার ভিডিপির উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত ৩০শে অক্টোবর ২০২২ রবিবার বিকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপির কর্মকর্তা ও উপজেলা ভিডিপি প্রশিক্ষক মোঃ নাহিদ সুলতান এবং ইউনিয়ন,ওয়ার্ড দলনেতা দলনেত্রীবৃন্দ।

    অনুষ্ঠানে মহতি বৃক্ষ রোপণ কর্মসূচীতে স্থানীয় অনেক দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন এবং সকলের মাঝে আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়।

    বৃক্ষ রোপণ কর্মসূচীতে ফলজ বৃক্ষের চারা ৪টি,ঔষধি বৃক্ষের চারা ২টি,বনজ বৃক্ষের চারা ৪টি আনসার ভিডিপির নিজস্ব অফিস চত্বরে রোপণ করা হয়।

    সে সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    গীতি গমন চন্দ্র রায় গীতি
    স্টাফ রিপোর্টার।

  • জার্মান আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত- সভাপতি বশিরুল আলম-সম্পাদক আব্বাস আলী

    জার্মান আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত- সভাপতি বশিরুল আলম-সম্পাদক আব্বাস আলী

    স্টাফ রিপোর্টারঃ জার্মান আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল ইউরোপিয়ান জার্মান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম৷ এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়া মীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মালটা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মশিয়ার রহমান, সহসভাপতি মুন্সী জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক সহ সমস্ত ইউরোপিয়ান দেশের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন৷ সম্মেলনে জার্মান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাবেক জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম সাবু এবং ২য় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্বাস আলী চৌধুরী৷

  • ধামইরহাটে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

    ধামইরহাটে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    ধামইরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৩১ অক্টোবর সোমবার বেলা ১১ টায় ধামাইরহাট বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলাম। যুব দলের কার্যক্রম তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মোহাম্মদ ফারুক, প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক মাসুম হায়দার টিপু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র আহবায়ক ফেরদৌস খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধামইরহাট পৌরসভার সাবেক প্রশাসক মাহবুবুর রহমান চৌধুরী চপল, সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম, পৌর বিএনপি’র সাবেক সম্পাদক রেজোয়ান হোসেন, যুবদল নেতা রুহুল হোসেন সুমনের সঞ্চালনায় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অগ্নিঝরা বক্তব্য প্রদান করেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • নাগেশ্বরীতে নকল সোনার বার সহ গ্রেপ্তার ২

    নাগেশ্বরীতে নকল সোনার বার সহ গ্রেপ্তার ২

    কুড়িগ্রাম প্রতিনিধি:
    কুড়িগ্রামের নাগেশ্বরীতে নকল সোনার বারসহ কচাকাটা থানা পুলিশ কর্তৃক দুইজনকে গ্রেপ্তার করেছে।

    ৩০অক্টোবর আনুমানিক রাত ৯টায় দিকে থানার কেদার ইউনিয়নের গোলেরহাট বাজার থেকে এসআই আব্দুর রব তার সঙ্গী ফোর্স নিয়ে এ দু‍‍`জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে হাসিবুল ইসলাম মোনেম (২০) ও দুলাল মিয়ার ছেলে আব্দুল করিম (৩২)।

    পুলিশ জানায়, রোববার রাত নয়টার দিকে থানার কেদার ইউনিয়নের গোলের হাটের পাকা রাস্তার উপর মোটরসাইকেল যোগে আসা ওই দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে সোনা সাদৃশ্য দুই ভরি ওজনের একটি বার ও ওইরুপ আর একটি মাটির বস্তু পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে একটি রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেলসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মূর্তজা জানান, গ্রেপ্তার দুইজনকে ১৫১ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

  • মঙ্গলবার শুরু হচ্ছে দুবলার শুটকি মৌসুম, ব্যস্ত সময় পার করছে জেলেরা

    মঙ্গলবার শুরু হচ্ছে দুবলার শুটকি মৌসুম, ব্যস্ত সময় পার করছে জেলেরা

    মোংলা প্রতিনিধি।
    মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দুবলার শুটকি মৌসুম। এ মৌসুম চলবে ১লা নভেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত। ৫ মাস ধরে জেলেরা থাকবেন এ চরে। চরে থাকার জন্য ঘর, মাছ শুকানো চাতাল, মাঁচা ও শুটকি মাছ সংরক্ষণের গোডাউন তৈরিতে ব্যস্ত কাজ করছেন জেলে-মহাজনেরা। এসব সম্পন্ন করেই জেলেরা গভীর সমুদ্রে নানা প্রজাতির মাছ আহরণে ট্রলার নিয়ে নেমে পড়বেন। প্রজাতি ভেদে মাছ বাছাই করে কাঁচা ও শুটকি তৈরি করে বাজারজাত করে থাকেন জেলে-মহাজনেরা।গতবারের তুলানায় এবার দুবলার চরে জেলেদের সমাগম বেশি হয়েছে। গত মৌসুমে সাড়ে ৯শ জেলে ঘর দেয়া হলেও এবার দেয়া হয়েছে সহস্রাধিক। বেড়েছে ডিপো ও দোকান ঘরের সংখ্যাও। ১ হাজার ৩০টি জেলে-মহাজনদের ঘর, ৬৩ টি ডিপো ও ৯৬টি দোকান ঘরের অনুমোদন দিয়েছে বনবিভাগ। ১০৩০টি ঘরে জেলে-মহাজনেরা থাকবেন, ৬৩ টি ডিপো মালিক জেলেদের কাছ থেকে মাছ কেনা-বেচা করবেন, ৯৬টি দোকানের মধ্যে মুদি, জ্বালানী তেল, সেলুন ও ওষুধসহ বিভিন্ন দোকান দিয়ে জেলেদের চাহিদা পূরণ করে থাকেন। শুরু হতে যাওয়া এ মৌসুমে জেলেদের নির্বিঘ্ন করতে টহল ও নিরাপত্তা নিশ্চিতে থাকবেন র‍্যাব, কোস্ট গার্ড, নৌবাহিনী, বনবিভাগ।
    তবে সাগরে দস্যুতা না থাকায় এখন জেলেরা নির্ভয়ে মাছ শিকারসহ শুটকির কারবার করতে পারছেন।
    তবে এ সকল জেলেদের দাবী চরে টেকসই সাইক্লোন শেল্টার, বয়া বাতি, দুর্যোগ সংকেত, সুপেন পানির ব্যবস্থা করার। আর তাদের বড় দাবী হলো একটি অস্থায়ী ভাসমান হাসপাতাল স্থাপনের। কিন্তু তাদের এ দাবী দীর্ঘ বছরে পূরণ হয়নি। জেলেরা বলেন, হাসপাতালটি খুবই জরুরী, কারণ চরে জেলেরা হঠাৎ করেই বিভিন্ন রোগে আক্রান্ত হন। তখন হাসপাতালের অভাবে আহত ও অসুস্থদেরকে ট্রলারে নিয়ে যেতে হয় শহরে। তারা আরো বলেন, আমরা প্রতি মৌসুমে কয়েক কোটি টাকা সরকারকে রাজস্ব দিয়ে আসছি, কিন্তু আমাদের একমাত্র সুচিকিৎসার ব্যবস্থার দাবী থাকলেও তা উপেক্ষিত। আমরা সরকারের কাছে জোর দাবী জানাই একটি ভ্রাম্যমান হাসপাতাল, আর হাসপাতাল না হওয়া পর্যন্ত একটি হাইস্পিড বোটের ব্যবস্থা করবেন, তাহলে অসুস্থ ও আহতদেরকে দ্রুত চিকিৎসা দেয়া সম্ভব হবে। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, চরে একটি মৌসুম ভিত্তিক হাসপাতাল দেয়ার প্রস্তাবনা ও পরিকল্পনা রয়েছে। আপাতত হাসপাতাল না থাকলেও হাসপাতালের আদলে ওষুধের দোকানের ব্যবস্থা করা হয়েছে। আর দুর্যোগ সর্তক করতে চরে টেলিটকের নেটওয়ার্ক রয়েছে। তবে সেখানে আশ্রয় কেন্দ্রের প্রয়োজনীয়তাও রয়েছে বলে জানান তিনি।

  • সময় নষ্ট না করে লেখাপড়ায় করে ভাল রেজাল্ট করতে চেয়ারম্যান শাহানশাহের আহবান

    সময় নষ্ট না করে লেখাপড়ায় করে ভাল রেজাল্ট করতে চেয়ারম্যান শাহানশাহের আহবান

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর কানহর এ ডি এস আলিম মাদ্রাসার ২০২২সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৩১অক্টোবর) সকাল সাড়ে ১০টা মাদ্রাসার হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম।

    বইলর বইলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা রহমান, ইউপি সদস্য আব্দুল লতিফ মজনু, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার হাসনা বেগম সহ মাদ্রাসার প্রিন্সিপাল,সহকারী শিক্ষকবৃন্দ ও অত্র প্রতিষ্ঠানের প্রাত্তন ছাত্র-ছাত্রী, প্রমুখ।

    অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্যে ইউপি চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ বলেন লেখা-পড়ার পাশা-পাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন,কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাদঁ,নক্ষত্র,নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে, পৃথিবীর মানুষ আজ জ্ঞান বিজ্ঞান দিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে,আগামীতে আরো এগিয়ে যাবে।

    তিনি ছাত্র-ছাত্রীদের উদ্যোশ্যে বলেন,প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভাল ভাবে পড়ালেখা করে পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে,সময় খুবই মূল্যবান অযথা সময় নষ্ট করার মত সময় এখন নাই। যে যত বেশী সময়ের মূল্য দিয়ে সময়কে লেখা পড়ায় জ্ঞান আহরনের কাজে ব্যয় করবে,সে ততবেশী জীবনে উন্নতি সাধন করতে পারবে।

    বক্তারা বলেন, আজকের শিক্ষিত জনগোষ্ঠী আগামী দিনের দেশের কর্ণধার,একটি শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না,শিক্ষায় জাতির মেরু দন্ড,জ্ঞানী বলেছেন, আমাকে একটি মা দিলে আমি একটি শিক্ষিত জাতি উপহার দিবো। তাই আমাদের ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে,ইসলামের প্রকৃত জ্ঞানের বাণী সমাজে প্রচার করে সমাজ তথা দেশ থেকে জঙ্গীবাদ,সন্ত্রাস দুর করতে হবে।