Blog

  • ত্রিশালে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের বসতবাড়ীতে হামলা-ভাংচুরের অভিযোগ

    ত্রিশালে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের বসতবাড়ীতে হামলা-ভাংচুরের অভিযোগ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশালে চাঁদা না পেয়ে জোরপূর্বক জমি দখলে নিতে পরিকল্পিত হামলা চালিয়ে ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে। রবিবার (৩০ অক্টোম্বর) বেলা প্রায় ১২ঘটিকার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি বাজারস্থ এলাকার নিরীহ বারেকের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। এসময় বাড়ীর বাউন্ডারি ওয়াল ভাঙচুর করাসহ ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় ভুক্তভূগী বাড়ীর মালিক আব্দুল বারেক জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা পানি ঢেলে তাকে জ্ঞান ফিরে, পরে স্থানীয় পল্লী ডাক্তার দ্বারা প্রাথমিক চিকিৎসায় সুস্থ করেন। এব্যাপারে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী বারেক।

    অভিযোগকারী পোড়াবাড়ি এলাকার মৃত রুস্তম আলীর পুত্র আব্দুল বারেক জানায়- পোড়াবাড়ি মৌজায় বাজারে একপাশে ২৪৫ ও ২৪৬ দাগে পুরাতন ৫৩৭ দাগে স্থানীয় দাতা আব্দুল মজিদ ও আলম মিয়া গং দের নিকট থেকে প্রায় ২০বছর পুর্বে ২৫শতাংশ জমি ক্রয় করেন তিনি। ক্রয়কৃত সম্পত্তিতে আব্দুল বারেক ঘরবাড়ী ও মার্কেট নির্মাণসহ বিভিন্ন ফসলী চাষাবাদ করে ভোগ দখল করে আসছে। পোড়াবাড়ি বাজারের নিকটস্থ এই জমির মুল্য বৃদ্ধি পাওয়ায় উক্ত জমিতে ভাগ বসাতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল করে আসছেন অলহরী দুর্গাপুর এলাকার মৃত আফাজ নায়েবের পুত্র আলমগীর কবির হারুন, পোড়াবাড়ির আব্বাস আলীর পুত্র আব্দুল হাকিম,মৃত যাদব ঋষির পুত্র দুলাল ঋষি গংরা। এনিয়ে একাধিকবার গ্রাম্য শালিস হলেও অভিযুক্তরা জমির মালিকানার কোন কাগজপত্র বা প্রমাণাদি উপস্থাপন করতে না পারায় শালিসি গণ্যমান্যরা আব্দুল বারেক পক্ষে রায় দেন।
    এদিকে ক্রয় করা ২৫শতক জমির একক মালিক হয়ে বাসাবাড়ি, দোকানপাট করা, পুকুর খনন ও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে একটি পরিপূর্ণ বসতবাড়িতে পরিনত করে তুলেন আব্দুল বারেক।

    আব্দুল বারেক তার অভিযোগে আরো বলেন- প্রতিপক্ষরা শালিসে জমির কাগজ পত্র দেখাতে না পেরেও জমি ছাড়তে আমাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিলো।গত ১০/১২দিন পুর্বে অভিযুক্তরা আমার কাছে চাঁদা চেয়ে বলেছিলেন এখানে থাকতে হলে তাকে মোটা অংকের অর্থ চাঁদা দিতে হবে। আমি তাদের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে গত ৩০শে অক্টোবর বেলা ১২টার দিকে আলমগীর কবির হারুন, আবদুল হাকিম, দুলাল ঋষির নেতৃত্বে ৩০/৪০জনের একটি সন্ত্রাসী চক্র তার বাড়ীতে অনাধিকার ভাবে ঢুকে বাড়ী ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। তারা আব্দুল বারেকের বাড়ীর পাকা ওয়ালের প্রাচীর ভাংচুরসহ বসত বাড়ীতেও ভাংচুর চালায়। এসময় তারা অস্ত্র শস্ত্র নিয়ে বসত ঘরে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করেন।

    এ বিষয়ে মঠবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল মোতালেব বলেন, জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলমান ছিল,তবে বারেক ক্রয় সুত্রে এই জমির প্রকৃত মালিক,তারা জমির দাবী করলেও এনিয়ে কয়েকবার শালিস দরবার হলেও অভিযুক্তরা কোন কাগজপত্র দেখাতে পারেননি। জোরপূর্বক জমি দখল করার চেষ্টা করছে বলেও তিনি জানান।

    স্থানীয় জৈন উদ্দিনের পুত্র আব্দুল খালেক ও মন্তাজ আলীর পুত্র হাবিবুর রহমান জানান-জমির প্রকৃত মালিক বারেক। সে এই জমি সাবকাওলা মুলে ক্রয় করে বিগত প্রায় ২০ বছর যাবৎ বসবাস করছে। পোড়াবাড়ি বাজারে আরো একাধিক ব্যবসায়ীরাও জানান আমরা জানি জমির প্রকৃত মালিক বারেক। হঠাৎ করে তারা কোন সুত্রে জমির মালিকানা দাবী করছে তাদের একই প্রশ্ন। একজন বললেন-আলমগীর কবির হারুন আওয়ামী লীগের নেতা, আর বারেক নীরীহ লোক, দলীয় ক্ষমতা আছে বলে নীরীহ বারেকের উপর প্রভাব খাটানো হচ্ছে।

    মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল বলেন, বিরোধে লিপ্ত উভয় পক্ষকে নিয়ে একাধিক শালিস দরবার হয়েছে। তাদের মধ্যে সম্পত্তি নিয়ে নিয়ে বিরোধ হলেও দখল ও দলিলমুলে বারেক জমির প্রকৃত মালিক। দুপক্ষের বিরোধ নিস্পত্তির জন্য এর আগে আমাদের বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম নিজেও ভূমিকা রেখেছেন। তিনি একজন ‘আমিন’পাঠিয়ে জমির মাপযোগও করেছেন।

    তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম জানান- ঘটনাটি সমাধানের লক্ষে আমি একজন আমিন কে পাঠিয়েছিলাম তবে আমিন সেখানে গিয়ে কি করে আসছে সেই বিষয়ে আমি আর কিছু জানিনা।

    অভিযোগের তদম্তকারী কর্মকর্তা এএসআই ইসমাইল হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান-ঘটনার তদন্তে গিয়ে আমি দু’পক্ষকে কাগজপত্র নিয়ে মঙ্গলবার থানায় যোগাযোগ করতে বলেছিলাম,তবে ওসি স্যার অসুস্থ থাকায় তাদের না করা হয়েছে পরবর্তীতে ডেকে তাদের কাগজ পত্র দেখে স্যার প্রয়োজনীয় সিদ্ধান্ত দিবেন।

  • শুভসংঘের রংতুলিতে কাঁচাকুল গ্রামের সৌন্দর্য

    শুভসংঘের রংতুলিতে কাঁচাকুল গ্রামের সৌন্দর্য

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    সূর্য উঠে রোদও ছড়াতে শুরু করেছে। ঘড়ির কাঁটা ৭টা ছুঁয়েছে। একদল তরুণ-তরুণী হাঁটছেন গ্রামের পথে। কারো হাতে রঙের ডিব্বা, কারো হাতে তুলি।কারো কারো হাতে ঝাড়ু। গ্রামবাসী তাদের দেখে অবাক হতে বাধ্য হয়েছে। এদের মধ্য অনেক মুখ পরিচিত। কিন্তু উদ্দ্যেশ্য কী খুঁজে পাচ্ছিল না গ্রামের লোকজন।
    পরে জানা গেল ওই তরুণ-তরুণীরা কালের কণ্ঠের শুভসংঘের বন্ধু। তারা কাজ করছেন গ্রামের সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্নতায়।
    জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই-পাঠানপাড়া হাইওয়ের মাঝে অবস্থিত কাঁচাকুল গ্রামের ঘটনা এটি। রাস্তার পাশে থাকা গাছে রং করেছেন শুভসংঘের কালাই শাখার সদস্যরা। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই কার্যক্রম। আরো তিন দিন চলমান থাকবে এটি। এলাকার অনেকেই তাদের হাতে হাত লাগিয়ে সাহায্য করেছেন। ছোট-বড় সবাই অনেক আনন্দিত। তারা তাদের গ্রামকে নতুনরূপে দেখতে পারবে।
    রং পেয়ে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করেছে গাছগুলো। কাঁচাকুল গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তর করার লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ চালিয়ে যাচ্ছেন কালাই শাখার শুভসংঘ সদস্যরা। গ্রামটিকে পরিচ্ছন্ন ও পরিপাটি রাখার চেষ্টা করছেন তারা।
    কালাই শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, ‘নতুন গাছ লাগানোর পাশাপাশি পুরনো গাছগুলো সংরক্ষণের চেষ্টা করছি। তাই কীটপতঙ্গের হাত থেকে গাছগুলোকে রক্ষা করতে ও রাতের বেলায় হাইওয়ের ধারে গাছগুলোকে সহজেই দৃশ্যমান করে তুলতে সাদা রং ব্যবহার করেছি। ’
    এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আবু নাছের ফারুক, রাব্বিউল হাছান জিন্নাহ, মোস্তাক আহমেদ, রনি বাবু, মোর্শেদুল ইসলাম সুজন, শিহাব শামীম, আরমান হোসেন, আল আমিন, মেহেদী হাসান।

  • আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযান ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

    আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযান ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

    বি এম মনির হোসেনঃ-

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বরিশারের আগৈলঝাড়ার গৈলা বাজারে অভিযান চালিয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জরিমানা করেছে কর্মকর্তারা। আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া অভিযানে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে পন্য বিক্রি ও মেয়াদ উর্ত্তীন পন্য বিক্রি করায়এই জরিমানা আদায় করেন। মূল্য তালিকা না থাকায় মলয় ভদ্রকে ৪ হাজার টাকা, দেলোয়ার আকনকে ২ হাজার টাকা, শাহআলমকে ৩ হাজার টাকা, মর্ডান বেকারীকে ৪ হাজার টাকা, মেয়াদ উর্ত্তীন পন্য বিক্রি করায় দিলীপ বিশ্বাসকে ১০ হাজার টাকা,অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় কৃষ্ণ কান্ত পালকে ৫ হাজার টাকাসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার।

  • মোংলায় বুড়িরডাঙ্গা পরিষদের বর্ষপূর্তির দিনে ইউএনও কে বিদায় সংবর্ধনা

    মোংলায় বুড়িরডাঙ্গা পরিষদের বর্ষপূর্তির দিনে ইউএনও কে বিদায় সংবর্ধনা

    মোংলা প্রতিনিধিঃ
    ইউনিয়ন পরিষদের ১ বছর পূর্তি’র দিনে মোংলা উপজেলা ইউএনও’র বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার পহেলা নভেম্বর বিকেল ৩ টায় উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস’র সভাপতিত্বে এবং সচিব বিকাশ চন্দ্র বিশ্বাস’র সঞ্চালনায় বক্তৃতা রাখেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মো. জাফর রানা, দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কান্তি গাইন, জি,এম,এস মধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখর হালদার, প্রমূখ। এ সময় ইউনয়নের মেম্বর, গ্রামপুলিশ সহ বিভিন্ন শ্রেনিপেশা ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তৃতায় ইউএনও কমলেশ মজুমদার বলেন, ভালো থাকুক মোংলা উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকুরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচক ভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। উপজেলায় কর্মকালীন সময় ইউএনও কমলেশ মজুমদার সততা, দক্ষতা ও আপোষহীন হিসেবে উপজেলাব্যাপী সুনাম অর্জন করার পাশাপাশি সকলের মন জয় করে নিয়েছিলেন উল্ল্যেখ করে চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অত্যন্ত আন্তরিকতা ও সততার সহিত দায়িত্ব পালন করেছেন। সরকারি পদস্থ কর্মকর্তা হয়েও প্রতিনিয়ত উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করার পাশাপাশি সাধারণ জনগণের সুখ-দুঃখের সারথি হয়েছেন তিনি। করোনার সময়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার উত্তোরত্তর সফলতা কামনা করেন ইউপি চেয়ারম্যান। এর আগে চেয়ারম্যান উদয় শংকর বিশ্বস ও পরিষদের সদস্য বৃন্দ ইউএনও কমলেশ মজুমদার কে ফুলেল শুভেচ্ছা জানান। উল্ল্যেখ, ২০২১ সালের পহেলা নভেম্বর বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝে নেয় বর্তমান পরিষদ।

  • আগৈলঝাড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় যুব দিবস উপলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা নবেম্বর মঙ্গলবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যেগে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চত্তরে গিয়ে শেষ হয়। পরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জেল আলী খানের সভাপতিত্বে জাতীয় যুব দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমাসহ প্রমুখ।

  • নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মাট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ

    নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মাট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ

    নওগাঁর আত্রাই উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মাট কার্ড বিতরণ করা হয়েছে।
    সোমবার(31অক্টোবর) সকাল দশ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা উপজেলা নির্বাহী অফিমার(ইউএনও) মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের স্মাট কাড ও ডিজিটাল সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ড মোঃ আবুল কালাম আজাদ বীর সন্তানদের হাতে আনুষ্ঠানিক ভাবে সাটিফিকেট ও স্মাট আইডি কাড হাতে তুলেদেন। এসময় আরো উপস্থিত ছিলেন আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) তারেকুর সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী ননৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, নওগাঁ জেলা যুব উন্নয়ন উপ-পরিচালক মোঃ ফজলুল হক, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ড মোঃ সাজেদুর রহমান, মোঃ আব্দুল মালেকক মোল্লা,বীর মুক্তি যোদ্ধা শ্রী নীরেন্দ্র নাথ দাশ, বীর মুক্তি যোদ্ধা কাজী রুহুল,বীর মক্তিযোদ্ধা মোঃ খালেকুজ্জামান বুলু, বীর মুক্তি যোদ্ধা আব্দুল মান্নান,বীর মুক্তি যোদ্ধা অফিল উদ্দিন, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন টগরসহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। এদিনে উপজেলার মোট দুই শত চব্বিশ জনকে স্মাট কাড ও ডিজিটাল মুক্তিযোদ্ধা সনদ একশত চার জন মৃত সনদ একশত বিশ জনের মাঝে বিতরণ করা হয়েছে।অনুষ্ঠান টি সঞ্চলনা করেন মৃত মুক্তি যোদ্ধা ডাঃ সিরাজুল ইসলামের সন্তান ফজলে রাব্বী জুয়েল।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, তবুও স্বস্তি নেই ক্রেতাদের মাঝে

    বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, তবুও স্বস্তি নেই ক্রেতাদের মাঝে

    মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জঃ
    সব কিছুর দামই যে চড়াই থাকছে, বলে অসন্তোষ্ঠ সাধারণ মানুষ ও কৃষকরা। ৫০ টাকার নিচে এক কেজি সবজি কেনা দায়।
    আজ সোমবার নাচোলের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায়, আকার ভেদে পাতাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, বেগুনের কেজি ৪০-৫০ টাকা, সিমের কেজি ৮০ টাকা, করলা ৬০ টাকা, কচু
    ৫০টাকা, চাল কুমড়া পিস ১৫-২০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে ১৫ থেকে ২০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪৫ টাকা, পটল ২০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পেঁপের কেজি ১৫ টাকা, পালং শাক ২০ টাকা, বরবটি ৪০টাকা ,মুলা ৩০টাকা, কাঁচামরিচ ৭০- ৮০টাকা, এছাড়া কাঁচা কলা কেজি৩০টাকা, লেবুর হালি ১০থেকে ১৫টাকা, আলুর কেজি ২৫ টাকা, আদা ১০০টাকা, রসুন ৬০থেকে ১২০টাকা, বেড়েছে পেঁয়াজের দাম কেজি বিক্রি হচ্ছে ৪০থেকে ৫০টাকা।বাজারে খোলা চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০২ থেকে ১০৩ টাকায়। দেশি মুশুরের ডালের কেজি ৯০ টাকা। খোলা লবণ ২২ প্যাকেট লবণ ৩২টাকা ও ভোজ্যতেল বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। ফার্মের লাল ডিম, হাঁসের ও দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে প্রায় একই দামে ১৪৫ থেকে ১৫০ টাকা। গরুর মাংসের কেজি ৬৫০ টাকা, খাসির মাংস ৭০০-৭৫০টাকা
    ব্রয়লার-১৭০,সোনালি ২৮০-২৯০,লেয়ার-২৭০ -২৮০,দেশিমুরগি৩৮০- ৪০০টাকাকেজি দরে বিক্রি হচ্ছে।

    এতে করেও হতাশা বোধ করছেন সাধারণ মানুষ ও কৃষকরা। তারা বলেছেন কিছুদিন পূর্বে ভালো মত বাজার করতে পারতাম না। এখন কিছুটা দাম কমেছে। আরও কিছুটা কমলে আমরা ব্যাগ ভরে বাজার করতে পারতাম।

  • পঞ্চগড়ে  ৪৫২ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    পঞ্চগড়ে ৪৫২ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পুলিশ সুপার, পঞ্চগড় দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, পঞ্চগড় সদর থানা, পঞ্চগড় এর নের্তৃত্বে পঞ্চগড় সদর থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৩০/১০/২০২২ তারিখ ০৯.০০ ঘটিকার সময় পঞ্চগড় সদর থানাধীন পঞ্চগড় পৌরসভাস্থ পঞ্চগড় টু তেতুলিয়াগামী পাকা রাস্তার উপর আদর্শ ক্লিনিকের সামনে অভিযান পরিচালনা করতঃ ঘটনাস্থল আদর্শ ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর হইতে ৪৫২(চার শত বায়ান্ন) পিচ ইয়াবা সহ মোঃ আরিফুল ইসলাম(২৮) পিতা-মৃত আলকাজ আলী, সাং-বহরবুনিয়া, ডাকঘর-ফুলহাতা, থানা- মোড়েলগঞ্জ, জেলা- বাগেরহাটকে আটক করে থানায় নিয়ে আসে। এই সংক্রান্তে পঞ্চগড় সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু হইয়াছে।

  • নড়াইলে বীর মুক্তিযোদ্ধারা স্কুলের শিক্ষার্থীদের  শোনালেন যুদ্ধকালীন গল্প

    নড়াইলে বীর মুক্তিযোদ্ধারা স্কুলের শিক্ষার্থীদের শোনালেন যুদ্ধকালীন গল্প

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে বীর মুক্তিযোদ্ধারা স্কুলের শিক্ষার্থীদের শোনালেন যুদ্ধকালীন গল্প। জেলা তথ্য অফিস, নড়াইল কর্তৃক ৩১ অক্টোবর ২০২২ তারিখে সকাল ১১ ঘটিকায় গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় সামাজিক দূরত্ব বজায় রেখে নড়াইল লোহাগড়া উপজেলার লোহাগড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজগর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লোহাগড়া এবং জনাব এস. এম. সায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, নড়াইল

    অনুষ্ঠানে মূল আলোচকবৃন্দ হিসেবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হামিদ, কমান্ডার (ভারপ্রাপ্ত ) , লোহাগড়া মুক্তিযুদ্ধ সংসদ এবং বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ শামসুল আলম কচি, ডেপুটি কমান্ডার, নড়াইল মুক্তিযুদ্ধ সংসদ ও সম্মানিত জেলা পরিষদ সদস্য, নড়াইল ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: ইব্রাহিম-আল-মামুন, জেলা তথ্য অফিসার, নড়াইল ৷

    উক্ত অনুষ্ঠান আয়োজনে সার্বিকভাবে আন্তরিকতার সাথে সহযোগিতা করেন লোহাগড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মো হায়াতুজ্জামান হায়াত ৷

    অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা তাঁদের মুক্তিযুদ্ধের সময়কার অভিজ্ঞতা উপস্থিত শিক্ষার্থীদের সবিস্তারে তুলে ধরেন। মুক্তিযুদ্ধের চেতনা সবসময় হৃদয়ে ধারণ করে দেশ গড়ার জন্য উপস্থিত শিক্ষার্থীদের আহবান জানান।

    বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ নির্মাণের বুনিয়াদ ৷ তাদের কাঁধের ওপর দাঁড়িয়ে থাকবে উন্নত বাংলাদেশ ৷

    মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে ৷ আর এ জন্য পড়া ও চিন্তার বিকল্প নেই ৷ সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান বক্তারা ৷

    তাঁরা বলেন, আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে আজকের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে বাংলাদেশ পরিণত হবে অনুসরণীয় রাষ্ট্রে ৷ বাংলাদেশ বিশ্বের মাঝে শক্তিশালী রাষ্ট্রে রূপ লাভ করবে মুক্তিযুদ্ধের চেতনায় পুষ্ট হয়ে ৷

    এছাড়া বক্তারা করোনাকালীন মাস্ক পরিধান করে বিদ্যালয়ে আগমন, আসন্ন পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতন থাকার জন্য পরামর্শ প্রদান করেন।

    অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় ৷

    অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের লিখিত বই পুরস্কার হিসেবে তুলে দেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা ৷

  • ধামইরহাটে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

    ধামইরহাটে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    ধামইরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৩১ অক্টোবর সোমবার বেলা ১১ টায় ধামাইরহাট বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলাম। যুব দলের কার্যক্রম তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মোহাম্মদ ফারুক, প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক মাসুম হায়দার টিপু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র আহবায়ক ফেরদৌস খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধামইরহাট পৌরসভার সাবেক প্রশাসক মাহবুবুর রহমান চৌধুরী চপল, সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম, পৌর বিএনপি’র সাবেক সম্পাদক রেজোয়ান হোসেন, যুবদল নেতা রুহুল হোসেন সুমনের সঞ্চালনায় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অগ্নিঝরা বক্তব্য প্রদান করেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।