Blog

  • চট্টগ্রামে ফায়ার সার্ভিসে খাদ্য ক্রয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

    চট্টগ্রামে ফায়ার সার্ভিসে খাদ্য ক্রয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

    মহিউদ্দীন চৌধুরী।
    নিজস্ব প্রতিনিধিঃ
    প্রতি কেজি মসুর ডাল ক্রয়ের সর্বনিম্ন দর ছিল ১১৮ টাকা ৯০ পয়সা। কিন্তু স্বজনপ্রীতি ও অনিয়ম করে ১৩২ টাকা দরে ক্রয় করা হচ্ছে। চট্টগ্রামে ফায়ার সার্ভিসে কর্মরত রেশনীদের জন্য মসুর ডাল ক্রয়ের টেন্ডারে এ ধরনের দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ইতোমধ্যে খাদ্য সরবরাহকারী এক ঠিকাদারী প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহা পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

    জানা গেছে, চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরতদের জন্য মসুর ডাল ক্রয়ের জন্য সম্প্রতি একটি টেন্ডার আহ্বান করা হয়। এতে অংশগ্রহন করেছে মের্মাস মাতৃভাষা ট্রের্ডাস (প্রতি কেজি ১১৮.৯০), মের্মাস এমরান এন্টারপ্রাইজ (প্রতি কেজি ১২২.৮০), মের্মাস শাহাজাহান ট্রের্ডাস (প্রতি কেজি ১২৪ টাকা), মের্সাস এমএজি ট্রের্ডাস (প্রতি কেজি ১২৬), মের্সাস ফোকাস (প্রতি কেজি ১২৬.৯৫), মের্সাস মা এন্টারপ্রাইজ (প্রতি কেজি ১৩১.৫০), মের্সাস নজির এন্ড সন্স (প্রতি কেজি ১৩২) ও ফ্রেন্ডশীপ এন্টারপ্রাইজ (প্রতি কেজি ১৪৮ টাকা) তাদের মূল্য তালিকা টেন্ডারের মাধ্যমে জমা করেন৷ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক অনিয়ম ও স্বজনপ্রীতি করে অতিরিক্ত ১৪ টাকা দরে মের্সাস নজির এন্ড সন্সকে মসুর ডাল সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়৷

    অভিযোগ ওঠেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক ও অফিসের উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার আবুল হাসেমের যোগসাজশে অতিরিক্ত দরে খাদ্য ক্রয় করা হচ্ছে। এতে সরকার যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, তেমনি সরবরাহকারী ঠিকাদারদের মাঝেও ক্ষোভ বাড়বে।

    টেন্ডারে অংশগ্রহণকারী মোঃ শরীফ উদ্দিন জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইজনের কারনে মসুর ডাল সরবরাহের টেন্ডারে ব্যাপক অনিয়ম হয়েছে। অফিসের দুইজন মোটা অংকের অর্থ নিয়ে বেশি দরে ডাল ক্রয় করছে। বিষয়টি তদন্তের দাবি জানান।

    এ বিষয়ে জানতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেককে ফোন করা হলে তিনি রেসিভ করেননি।

    তবে অফিসের উচ্চমান সহকারী আবুল হাসেম বলেন, মসুর ডাল ক্রয় সংক্রান্তে টেন্ডারে অনিয়মের বিষয়টি আমি জানি না। আপনারা আমার স্যারের সাথে কথা বলুন বলে ফোন রেখে দেন।

  • ব্ল্যাক রাইস’ চাষে সফল বিপ্লব বিক্রি নিয়ে শঙ্কা

    ব্ল্যাক রাইস’ চাষে সফল বিপ্লব বিক্রি নিয়ে শঙ্কা

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:

    ক্ষেতলালে কৃষক বিপ্লব প্রতিবছর প্রায়ই ২ একর জমিতে বোরো ধান চাষ করেন ফলনও ভালো পান। বোরো ধান বিক্রি করে পুরো বছর চলে তার সংসার। অনলাইন দেখে আগ্রহ জন্মে ব্ল্যাক রাইস বা কালো ধান চাষের।

    বোরো ধানের আমন মৌসুমের শুরুতে বিপ্লব ফেসবুকে ব্লাক রাইস বীজ ধানের এ্যাড দেখে ব্ল্যাক রাইজ ধান বীজ সংগ্রহ করেন বগুড়া জেলা নামুজা ব্ল্যাক রাইস বীজ ব্যবসায়ীর দোকান থেকে ২ কেজি বীজ সংগ্রহ করে ব্ল্যাক রাইজ চাষে পরামর্শ করেন৷

    কৃষি বিভাগ জানায়, এই ধানগাছের পাতা ও কাণ্ডের রঙ সবুজ হলেও ধান ও চালের রঙ কালো। তাই এ ধানের জাতটি কালো চালের ধান নামে পরিচিত। বীজ রোপনের পর কোনোটির পাতা সবুজ আবার কোনটির পাতা বেগুনি হলে চালের রং কালোই হয়। এ কারণে কোথাও সবুজ আবার কোথাও বেগুনি রঙের ধানপাতায় চমৎকার দর্শনীয় হয়ে ওঠে ধানক্ষেতগুলো।

    আমন মৌসুমে কালো ধান বা ব্ল্যাক রাইসের চাষ হলেও বোরো মৌসুমে এই ধান চাষ হয়নি। তবে ব্যক্তিগতভাবে কেউ চাষ করলে সেটি কৃষি বিভাগ জানে না।

    এই চালের ভাত আঠালো ও সুগন্ধি। পায়েস, খিচুড়ি, ঘি-ভাত, পাস্তা, পাঁপড়, নুডলস করেও খাওয়া যায়।

    কৃষক বিপ্লব বলেন, ‘অনেক আগ্রহ নিয়ে ব্ল্যাক রাইস ধান ২৫ শতক জমি চাষ করি। এগুলো জমি থেকে সংগ্রহ করে মাড়াই দিয়ে প্রায় ১৫ মণের মতো ধান পাই। এই ধানগুলো নিয়ে শঙ্কায় পড়েছি। বর্তমানে এই কালো ধান বিক্রি নিয়ে দুর্ভোগে পড়েছেন
    তিনি আরও বলেন, ‘কৃষি বিভাগ যদি ধান বিক্রিতে সহযোগিতা করে, তাহলে তিনি কিছুটা হলেও লাভবান হবেন। নয়তো তাকে লোকসানের মধ্যে পড়তে হবে।’

    ব্ল্যাক রাইস ধান বিক্রিও করতে পারছেন না। এতে ক্ষতির মধ্যে পড়তে হবে তাকে। এজন্য তিনি কৃষি বিভাগের সহযোগিতা চেয়েছে৷

    ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল রহমান বলেন উপজেলার মহব্বতপুরের বিপ্লব ব্ল্যাক রাইস ধান চাষ করেছে৷ আপনাদের মাধ্যমে জানলাম এই ব্লাক রাইস কালো চালের উপকারিতা সম্পর্কে বলেন, ‘কালো চালে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এই চালে সুপার অক্সিড থাকে, ফলে এর ভাতে শরীরে গ্লুকোজ তৈরি হয়। শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এ চাল শুধু ডায়াবেটিস রোগীই না, বৃদ্ধ বয়সের সব মানুষের জন্য খুব কার্যকর বলা হয়।এ ছাড়া, আমিষ, ভিটামিন, জিংক, খনিজ পদার্থসহ অন্য উপাদানগুলো সাধারণ চালের চেয়ে বেশি থাকে কৃষকরা যদি ব্লাক রাইস ধান চাষে আগ্রহী হয় ক্ষেতলাল কৃষি অফিস থেকে তাদের সহযোগিতা করা হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা।

  • সুনামগঞ্জে শেখ হাসিনার মুর‌্যাল থেকে এমপি ও উপজেলা চেয়ারম্যান এর ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি

    সুনামগঞ্জে শেখ হাসিনার মুর‌্যাল থেকে এমপি ও উপজেলা চেয়ারম্যান এর ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি

    কে এম শহীদুল সুনামগঞ্জঃ
    সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রানকেন্দ্রে সরকারী টাকায় শেখ হাসিনার মুর‌্যাল থেকে এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর ভাই উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করেন মধ্যনগর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মধ্যনগরে সরকারি টাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ম্যুরাল স্থাপন করা হয়। মুর‌্যালে স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত ডিজাইন উপেক্ষা করে, সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর ভাই মোজাম্মেল হোসেন রোকনের ছবি স্থাপন করা হয়েছে। এ কারণেই ফুঁসে উঠেছে এলাকাবাসী। এবং ৩ দফা দাবি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন তারা। দাবিগুলোর মধ্যে মুর‌্যাল থেকে এমপি ও তার সহোদরের ছবি অপসারণ, স্থাপত্যকর্মের মূল ডিজাইন পরিবর্তনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর সুউচ্চ মর্যাদায় আঘাত করার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান স্মারকলিপিতে।

    সুনামগঞ্জ।

  • পুঠিয়ার এক ইউপি সদস্য হেরোইন সহ  আটক

    পুঠিয়ার এক ইউপি সদস্য হেরোইন সহ  আটক

    পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি: 

    রাজশাহীর পুঠিয়ার উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদের এক সদস্য (মেম্বার) কে হেরোইনসহ আটক করেছে জেলা  ডিবি পুলিশ।

     পুঠিয়া উপজেলার বানেশ্বর-চারঘাট সড়কের শিশিতলা নামক এলাকা থেকে রবিবার (৬ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।

    আটক কৃত   ইউপি সদস্যের নাম ফরমান আলী। তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর  ইউনিয়নের ৩ -নংওয়ার্ডের মেম্বার। 

    রাজশাহী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চত করেছেন।

     তিনি আরও জানান, রবিবার দুপুরে চারঘাট-বানেশ্বর সড়কের শিশিতলা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবিপুলিশ ।

    ইউপি সদস্য ফরামান আলী মাদকাসক্ত। তবে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিনা তা কেউ নিশ্চিত করতে পারেনি এলাকাবাসী।

    ফরমান আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা। #

    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া রাজশাহী

  • লালমনিরহাটে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও আলোচনা সভা

    লালমনিরহাটে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও আলোচনা সভা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ০৩ মাসব্যাপী বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    কম্পিউটার প্রশিক্ষণ হাতে নিলে, দেশ-বিদেশে কর্ম মেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত
    ০৬ নভেম্বর ২০২২, রবিবার বেলা ২:৩০ মিনিট,লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার
    দলগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর সহযোগিতায় “প্রফিট ফাউন্ডেশন” কর্তৃক বাস্তবায়িত প্রান্তিক জনগোষ্ঠির বেসিক আইটি ট্রেনিং প্রকল্প ২য় পর্যায় এর আওতায় ৩মাস ব্যাপি ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষন কোর্স সমাপনি ও আলোচনা সভার।

    প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ০৩ মাসব্যাপী বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে লালমনিরহাট জেলার কালীগঞ্জ, আদিতমারি ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০০ জন প্রান্তিক জনগোষ্ঠী পরিবারে শিক্ষিত নারী-পুরুষদের কম্পিউটার প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।

    কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও আলোচনা সভায় প্রফিট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল মান্নান,কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি,
    প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,দলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন,এবং কম্পিউটার প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সানজিদা লিপি।

    প্রশিক্ষণ সমাপনী ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাব সভাপতি মোকলেছুর রহমান টুকু,ইলেকট্রনিক,প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ৩মাস ব্যাপী ফ্রী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ছাত্র ছাত্রী বৃন্দ সহ আরো অনেক।

    হাসমত উল্লাহ।।

  • আগৈলঝাড়ায় জাটকা ইলিশ মাছ উদ্ধার ও জরিমানা আদায়

    আগৈলঝাড়ায় জাটকা ইলিশ মাছ উদ্ধার ও জরিমানা আদায়

    বি এম মনির হোসেনঃ-

    জাটকা ইলিশ মাছ বিক্রির সময় বরিশালের আগৈলঝাড়ার গৈলা বাজার থেকে প্রায় ২শত কেজি ঝাটকা ইলিশ মাছ জব্দসহ মাছ ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে গৈলা বাজারে জাটকা ইলিশ মাছ বিক্রির সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (আগৈলঝাড়ার অতিরিক্ত দায়িত্বে)বিপিন চন্দ্র বিশ্বাসের আদালত। এসময় মাছ বিক্রেতা গোলাম রাব্বি হাওলাদারকে প্রায় ২শত কেজি জাটকা ইলিশ মাছ গ্রেফতার করা হয়। এসময় গোলাম রাব্বি হাওলাদারকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আটককৃত জাটকা ইলিশ মাছ বিভিন্ন এতিমখানার এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, আগৈলঝাড়ার উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলম, থানার এসআই মিজানুর রহমান মিশুসহ প্রমুখ।

  • আগৈলঝাড়ায় শান্তিপূর্ন পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় শান্তিপূর্ন পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় আগৈলঝাড়ায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১হাজার ৪৮জন শিক্ষার্থী। ৬ নবেম্বর রোববার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কেন্দ্র ছাড়াও বিএইচপি একাডেমীতে একটি ভেনুতে কঠোর নিরাপত্তার মধ্যে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কেন্দ্র ও বিএইচপি একাডেমীতে একটি ভেনুতে ৮০৫জন এইচএসসি পরীক্ষার্থী শান্তিপূর্ন ভাবে পরিক্ষা দিচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৪৩জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

  • আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    স্বাধীনতার স্ব-পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করে সকল রাজনৈতিক অপশক্তিকে মোকাবেলা করতে হবে। এই এলাকার লোকজন শান্তি প্রিয়, তাই ২০০১ সালের অশান্ত পরিবেশ তারা আর দেখতে চায় না। তারা দেখতে চায় না নির্বাচন পররর্তি হত্যা, লুটতরাজ, ধর্ষণ, অগ্নি সংযোগের মতো কোন ঘটনা। এলাকার উন্নয়ন যা দরকার সেই কাঙ্খিত উন্নয়ন হয়েছে, এখন মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে চায়। আর এই শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে প্রতিহত করতে হবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের। দলের নেতা কর্মীদের সাথে ধীর্ঘ দিন সু-সম্পর্ক রেখে ঘাপটি মেরে সুবিধা নেয়া জামাত-বিএনপির লোকজনকে চিনে রাখতে হবে। ওরাই নির্বাচন কালীন সময়ে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করবে। আগুন সন্ত্রাস তৈরী করবে। তাই তাদের প্রতিহত করতে হবে। ২০০১ সালের জামাত-বিএনপির ভয়াবহ নির্যাতনকে রোড ম্যাপ ধরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, জাতির পিতার ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহ। আগৈলঝাড়া উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে ৬ নবেম্বর রোববার দুপুরে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের সাথে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,
    গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া
    উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ সভাপতি মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেনসহ প্রমুখ।

  • তারাকান্দায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

    তারাকান্দায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

    ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এইচ.এস.সি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও সমমানের কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ।

    রবিবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে ওই সব কেন্দ্র গুলো পরিদর্শন করেন। উপজেলায় পরীক্ষা চলমান বিভিন কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচ.এস.সি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এ সময় তার সাথে উপজেলা মাধ্যমিক অফিসার, একাডেমিক সুপারভাইজারসহ কেন্দ্র সচিবগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

    ইউএনও মিজাবে রহমত জানান বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ, তালদিঘি উচ্চ বিদ্যালয় (ভেন্যু কেন্দ্র) ও শর্ষিনাবাদ আলিম মাদ্রাসা কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে এ পরীক্ষা বাস্তবায়নের জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে।

  • আত্রাইয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

    আত্রাইয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

    রওশন আরা পারভীন শিলা,নওগাঁ প্রতিনিধিঃ-“বঙ্গবন্ধুর দশন,সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর আত্রাইয়ে একান্ন তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে মাসের প্রথম শনিবার সকালেউপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কাযালয় এবংসমবায়ীবৃন্দ,আত্রাই-নওগাঁর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এস এম নিজাম উদ্দিন আহম্মেদ।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বামনীগ্রাম মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি অজিত কুমার,ইসলামগাথী ভূমিহীন সমবায়সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান কেন্দ্রিয় সমবায় লিঃ মোঃ ফজলে রাব্বী ‍জুয়েল, আত্রাই সমবায় সহকারী পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন, অবসর প্রাপ্ত অফিসার আলহাজ্ব জুলহাস উদ্দিন,অফিস সহকারী মোঃ জাকির হোসেন প্রমূখ। এসময় উপজেলা সমবায় অফিসের বিভিন্ন পযায়ের কমকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।পরে 2020-2021বাষিক নীরিক্ষায় প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন ক্যাটাগেরিতে দশটি প্রতিষ্ঠানতে সন্মননা দেয়া হয়।এবং আত্রাই উপজেলায় মৎস্যজীবি মঃসঃলিঃ শ্রেষ্ঠ সমবায়ী শ্রী ভূষন চন্দ্র হালদারকে সন্মননা প্রদান করা হয়।#

    রওশন আরা পারভিন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।