Blog

  • গৌরীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আ.লীগের সভাপতি পপি, সম্পাদক সোমনাথ শাহা

    গৌরীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আ.লীগের সভাপতি পপি, সম্পাদক সোমনাথ শাহা

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ শাহার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

    রোববার বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রেসক্লাবে মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

    প্রেসক্লাবের আহ্বায়ক এইচএম খায়রুল বাসারের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবগঠিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহামেদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।

    সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, নতুন-পুরাতন নেতৃত্বের সমন্বয়ে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ডের উপর সংবাদ পরিবেশনের জন্যও সাংবাদিকদের তিনি অনুরোধ জানিয়েছেন।

    আ’লীগের সভাপতি নিলুফার আনজুম পপি তাঁর বক্তব্যে বলেন, সন্ত্রাস, মাদকমুক্ত ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষাসহ গৌরীপুরের উন্নয়নে নিরলসভাবে নতুন কমিটি কাজ করে যাবেন।

    একই দিনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ শাহা গৌরীপুর সংগীত নিকেতন কর্তৃক আয়োজিত সংগীত প্রতিযোগিতা ২০২২ উপলক্ষ্যে পুরষ্কার বিতরণ, সংবর্ধনা, আলোচনা ও সংগীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসময় তাদের সাথে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সাংবাদিকগন, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহে ওসি কামালের নেতৃত্বে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ২৮

    ময়মনসিংহে ওসি কামালের নেতৃত্বে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ২৮

    ষ্টাফ রিপোর্টারঃ
    মাদক,ছিনতাই,সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে জিরো টলারেন্স নিয়ে কাজ করছেন ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে
    সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের দায়ে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ।

    কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি প্রতিরোধ, আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
    এর মাঝে এসআই শাহ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টীম আকুয়া ভাঙ্গাপুল থেকে মাদক ব্রবসায়ী মোঃ সজল ওরফে পটলা, মোঃ আজহার, মোঃ অন্তর, মোঃ জহিরুল, ফয়সাল আহম্মেদ রাজু, বাবু ও ফাহিম আহম্মেদ সোহানকে ২৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম কৃষ্টপুর থেকে মাদক ব্যবসায়ী মোঃ অন্তর, মোঃ আলামিন হোসেন বাবু, হানিফ, মোঃ তপুকে ৫২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই মুহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম ব্রাহ্মপল্লী এলাকা থেকে চুরি মামলায়র আসামী মোঃ খলিল ও মোঃ শাকিব, এসআই ফারুক আহম্মেদ ১নং ফাড়ির নেতৃত্বে একটি টীম কাঠগোলা বাজার এলাকা থেকে চুরি মামলার আসামী শিপন মিয়া, এসআই ফারুক আহম্মেদ, ১নং ফাড়ির নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয় বাংলা চত্বর থেকে মাদক ব্যবসায়ী শ্রী চন্দন ঋষিকে ৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করে।
    এসআই আশিকুল হাসানের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ মোড় থেকে নিয়মিত মামলার আসামী মোঃ শরিফুল ইসলাম, এসআই ফারুক আহম্মেদ, ১নং ফাড়ির নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে বিষ্ফোরক মামলার আসামী মোঃ মফিজুল হক মজি, এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম ধর্ষন মামলার আসামী মোঃ রুবেল মিয়া, এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম নিয়মিত মামলার আসামী মোঃ আব্দুল জলিল, এএসআই গোলাম ফারুক আহম্মেদ, চরপাড়া নয়াপাড়া থেকে মামলার আসামী মোঃ শাকিব, মোঃ মিজানুর রহমান সিরাত ও মোঃ কবির হোসেনকে গ্রেফতার করে।
    এছাড়াও এএসআই আব্দুস ছাত্তার, এএসআই মাহমুদুল হাসান, এসআই টিটু সরকার, সোহেল রানা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত সহ চারজনকে গ্রেফতার করে। তারা হলো, দেলোয়ার হোসেন, মোঃ জাবেদ হোসেন, মোঃ কলি, শামীম, জোবেদা খানম শিল্পী ও মোঃ গোলাম হোসেন। গ্রেফতারকৃত আসামীদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

  • মহালছড়িতে আজ রাস মহৌৎসবে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও শুভ অধিবাস

    মহালছড়িতে আজ রাস মহৌৎসবে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও শুভ অধিবাস

    রিপন ওঝা,মহালছড়ি।

    মহালছড়ি সেনা জোন কর্তৃক মহালছড়ি শ্রীশ্রী দক্ষিণা কালী মন্দিরের ঐতিহ্যবাহী ৪৭তম সার্বজনীন রাস মহৌৎসব উপলক্ষ্যে আয়োজিত ষোড়শ প্রহরব‍্যাপি তারকব্রহ্ম মহানাযজ্ঞ-২০২২ অনুষ্ঠান পরিদর্শন ও উপহার সামগ্রী প্রদান করেন।

    মহালছড়ি জোনের জোন কমান্ডারের পক্ষে লেঃ আব্দুল্লাহ আল জামিল উপস্থিত থেকে মহালছড়ি সনাতন ধর্মাবলম্বীদের ৪৭তম রাস মহৌৎসব সার্বজনীন ষোড়শ প্রহরব‍্যাপি তারকব্রহ্ম মহানামযজ্ঞ রাসমহোৎসব-২০২২ উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

    আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, দক্ষিণা কালী মন্দিরের ও ৪৭তম পরিচালনা পর্ষদের সভাপতি এবং ১নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, ৪৭তম পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সুনীল দাশ।

    মহালছড়ি জোনের জোন কমান্ডারে পক্ষে লেঃ আব্দুল্লাহ আল জামিন উপস্থিত ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী প্রদান করেন।

    আজ ৭নভেম্বর রোজ সোমবার পূর্ণিমার রাতে অধিবাসের শুভ লগ্নের মধ্যে দিয়ে ষোড়শ প্রহর ঐতিহ্যবাহী রাস মহৌৎসবের নামসংকীর্তন প্রারম্ভ হবে,তা বৃহস্পতিবার ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি অনুষ্ঠান ও নগর পরিক্রমায় সম্পন্ন হবে ২০২২ সালের, ১৪২৯ বজ্ঞাব্দের ৪৭তম রাস মহৌৎসবের মহাযজ্ঞের আয়োজন।

  • দেলুটী ইউনিয়ন দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

    দেলুটী ইউনিয়ন দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার দেলুটী ইউনিয়ন দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় রোববার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্তিত ছিলেন, উপজেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা শাহদাৎ হোসেন রানা, জহিরুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী আবু সাঈদ, অনীল কুমার মল্লিক, সুকৃতি মোহন সরকার, সুকান্ত সরকার, শেখ মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা মিনা আলাউদ্দীন, ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ্বাস, রামচন্দ্র চিকাদার, কিংশুক রায়, পলাশ কাÍি রায়, রিংকু রায়, বদিয়ার হোসেন, লক্ষ্মী রানী সরকার, বিনতা সরকার, ইউপি সচিব বিজয় কৃষ্ণ পাল, চ লা রানী মন্ডল, কৃষ্ণপদ চক্রবর্তী, শিমুল মন্ডল, মিলন সরকার, স্মৃতিশ রায়, সিপিপি প্রতিনিধি প্রসেনজিত মন্ডল মিঠু, সুচিত্রা বিশ্বাস, দেবশ্রী বিশ্বাস ও প্রতীমা ঢালী।

    ইমদাদুল হক,
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

  • পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত; অনুপস্তিত ৬৯

    পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত; অনুপস্তিত ৬৯

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৫টি কেন্দ্রে ও ৪টি ভেন্যু কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ২৩ জন। যার মধ্য অংশগ্রহণ করে ১ হাজার ৯৫৪ জন। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্তিত ছিল ৬৯ পরীক্ষার্থী। অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান, পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ২২৯ পরীক্ষার্থীর মধ্য উপস্তিত ছিল ২২১, অনুপস্তিত ৮। উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ দাশ জানান, সরকারি উচ্চ বিদ্যালয় বিএম কোর্স ভেন্যু কেন্দ্রে ৯৭ পরীক্ষার্থীর মধ্য উপস্তিত ছিল ৯৫, অনুপস্তিত ২। অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ২৬২ পরীক্ষার্থীর মধ্য উপস্তিত ছিল ২৫৯, অনুপস্তিত ৩। অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার জানান, কপিলমুনি কলেজ কেন্দ্র ও কপিলমুনি হরিঢালী মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ৩৭৮ পরীক্ষার্থীর মধ্য উপস্তিত ছিল ৩৬৬, অনুপস্তি ১২। অধ্যক্ষ গোপাল ঘোষ জানান, রাড়ুলী আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট ও কলেজিয়েট কেন্দ্র ও রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৪৯৮ পরীক্ষার্থীর মধ্য উপস্তিত ছিল ৪৮৯, অনুপস্তিত ৯। অধ্যক্ষ আজহার আলী জানান, পাইকগাছা আলীম মাদ্রাসা কেন্দ্রে ১৫৩ পরীক্ষার্থীর মধ্য উপস্তিত ছিল ১৪১, অনুপস্তিত ১২। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ জানান, শহীদ আবু ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ কেন্দ্রে ৩৬৯ পরীক্ষার্থীর মধ্য উপস্তিত ছিল ৩৪৬, অনুপস্তিত ২৩ ও গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট বিএম কোর্স ভেন্যু কেন্দ্রে ৩৭ পরীক্ষার্থীর মধ্য ৩৭ পরীক্ষার্থী উপস্তিত ছিল।

  • পাইকগাছায় খেজুরের রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা

    পাইকগাছায় খেজুরের রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা

    ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা )।।
    গ্রীষ্মকে বিদায় জানিয়ে শীতের আগমনে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক খেজুর গাছ তোলার কাজ। সারা দেশের ন্যায় তাই যেন বসে নেই সুন্দরবন উপকূলীয় অ ল দক্ষিণ জনপদের পাইকগাছা এলাকার গাছিরাও, প্রতিটি মুহূর্ত রস সংগ্রহের কাজে এ উপজেলার গ্রামে গ্রামে ব্যস্ত সময় পার করছেন তারা । খেজুর গাছের অগোছালো শুকনা পাতাগুলো ফেলে দিয়ে গাছগুলোকে নতুন চেহারায় আনছে গাছিরা। রস বের করার জন্য গাছকে প্রস্তুত করে নলি ও ঠিলে (ভাড়) ঝুলিয়ে দিবেন। তারা এই রস দিয়ে তৈরি করেন সুস্বাদু গুড় এবং পাটালি। এক সময় পাইকগাছা উপজেলার মাঠ-ঘাট এবং রাস্তার দুইধারে সারি সারি অসংখ্য খেজুর গাছ ছিলো। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই সব খেজুর গাছ। কিন্তু এখনো যে গাছ গুলো আছে তা থেকেই শীতের রস সংগ্রহের কাজ চালাচ্ছেন গাছিরা।ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। ছয় ঋতুর মধ্যে হেমন্ত একটি উল্লেখযোগ্য ঋতু আর এই ঋতুতেই আসে শীত। সারা বছর অবহেলায় পড়ে থাকা খেজুর গাছগুলোকে নতুন করে সুসজ্জিত করেন গাছিরা এবং রস সংগ্রহের প্রতিযোগিতায় মেতে উঠেছেন তারা। এর ফলে অযতেœ অবহেলায় পড়ে থাকা খেজুর গাছগুলোর কদর বেড়ে গিয়েছে। এখনো তেমন শীতের প্রভাব না পড়লেও খেজুর রস সংগ্রহের জন্য প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছেন অনেকেই। গাছের সংখ্যা অল্প থাকার কারণে চাহিদা অনুযায়ী রস পাওয়া যাবে না বলে আশঙ্কা করেছে অনেক গাছিরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১২হাজার রস আহরণ যোগ্য খেঁজুরগাছ আছে। উপজেলার গদাইপুর, গোপালপুর, মঠবাটী, পুরাইকাটী, মালথ, সিলেমানপুর,রাড়ূলি ও চাঁদখালী সহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের গাছিরা জানান, অন্য মৌসুমে তারা বিভিন্ন কাজ করেন। কিন্তু শীত এলেই খেঁজুরগাছ কাটায় ব্যস্ত হয়ে পড়েন। এ অ লে খেঁজুর রসের পর্যাপ্ত চাহিদা থাকায় ভালো আয় করেন তারা। এছাড়া শীতের সময় ধনী-গরীব সকলের কাছে খেঁজুরের গুড়েরও বেশ চাহিদা। তারা আরো জানান, তাদের নিজের গাছের সংখ্যা খুবই কম। বেশির ভাগই অন্যের গাছ কেটে রস সংগ্রহ করতে হয়। তাই গাছের মালিককে রসের একটা অংশ দিতে হয়। তারপরেও প্রতিবছর তারা রস ও গুড় বিক্রি করে লাভবান হন। এ ব্যাপারে গাছিরা আরো বলেন, খেজুর গাছের সংখ্যা কমে যাওয়া রস, গুড় ও পাটালির দাম থাকে একটু চড়া। তবু এই রস নিতে ভুল করেন না সকল শ্রেণীর মানুষ।গাছে রস সংগ্রহের জন্য যে মাটির পাত্র পাতা হয়,এলাকায় ভাড় বলে পরিচিত। কাঁচা রস প্রতি ভাড় ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়ে থাকে। আর পাটালী প্রতি কেজি ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হয়। শীতের পুরো মৌসুমে চলে রস, গুড়, পিঠা, পুলি ও পায়েস খাওয়ার পালা। এছাড়া খেজুর পাতা দিয়ে তৈরী করা হয় আর্কষণীয় ও মজবুত শীতল পাটি। কিন্তু জলবায়ু পরিবর্তনসহ বন বিভাগের নজরদারী না থাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পরিবেশবান্ধব খেজুর গাছ এখন প্রয়ই বিলুপ্তির পথে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম জানান, খেঁজুরগাছ ও রসের সঠিক ব্যবস্থাপনার অভাবে খেঁজুর রস আহরণ ক্রমশ হ্রাস পাচ্ছে। তাছাড়া গাছির অভাবে অনেক গাছ থেকে রস আহরণ করা যায় না। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে খেঁজুরগাছের ভূমিকা অপরিসীম। তাই কৃষি অফিস থেকে এলাকার খেঁজুরগাছ রোপন করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তিনি আরো জানান,পাইকগাছা উপজেলাতে প্রায় ১২হাজার খেজুর গাছ রয়েছে। সেখান থেকে কৃষকরা খেজুরের রস সংগ্রহ করবে এবং তা থেকে বিভিন্ন ধরণের মিষ্টি পণ্য তৈরি করে সেটা বাজারে বিক্রি করে তারা ব্যাপক ভাবে লাভবান হবেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

  • জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হওয়া এতো সহজ নয়

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হওয়া এতো সহজ নয়

    হেলাল শেখঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হওয়া এতোটা সহজ নয়। ছাগল ও গরু চুরি করে বড় বড় কথা যারা বলেন তাদের লজ্জা নেই বললেই চলে। ইতিহাস জানতে হলে বই পড়তে হবে, ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন আর ১৫ আগস্ট মৃত্যু বার্ষিকী পালন করেন জাতি। শক্রমুক্ত হোক দেশ, স্বাধীনতা সে আমার-স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন, স্বাধীনতা প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা। বাংলাদেশের স্থপ্রতি বঙ্গবন্ধুর নাম উচ্চারণ ও দেশের জন্য মরতে পারি প্রয়োজনে মহারণ, তবুও শক্রমুক্ত হোক বাংলাদেশ থেকে, এই কথাগুলো আমরা ভুলতে পারি না, যা শেখ মুজিবুর রহমান বলেছিলেন তা এখন ইতিহাস।
    ১৯৭১ সালে স্বাধীনতার পতাকা বুকে নিয়ে ঐক্যে সেদিন গোটা দেশ, একটি কথা একটি আশা শক্রমুক্ত হবে বাংলাদেশ। লাখো মায়ের আহাজারি, স্বাধীনতা তোমার লাগি ঝড়ছে কত রক্ত, কত অশ্রুবারি হয়েছে মানুষের। লক্ষ প্রাণের বিনিময়ে গড়লো যারা নতুন দেশ, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের রক্তে আজ এই বাংলাদেশ স্বাধীন। আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। দেশ ও জাতির স্বার্থে যারা কাজ করেছেন, যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আর যারা রাজনৈতিক ফায়দা নিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর করে এবং অপমান করে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
    বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হয়ে অনেকেই ফেসবুক নেতা, ফেসবুক সাংবাদিক বনে গেছেন, যা পায় তাই খায়, দলের শীর্ষ নেতা ও পুলিশ অফিসারের সাথে ছবি তুলে সেই ছবি দেখিয়ে দুষ্টুলোকগুলো ফায়দা নিচ্ছে বলে অভিযোগ রয়েছে, আবার বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে বিভিন্ন ফায়দা নিতে যারা চেষ্টা করছে সঠিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক। সবখানে সিন্ডিকেট জটিলতা সৃষ্টি করছে এক শ্রেণীর প্রতারক চক্রের সদস্যরা। কিছু প্রভাবশালীরা অবৈধ কর্মকান্ড পরিচালনা করতে কিছু শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নাম ব্যবহার করে ফায়দা লুটছে। তাদের মুখে বঙ্গবন্ধুর নাম মানায় না, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হওয়া সহজ বিষয় না। শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের যারা হত্যা করেছে তাদেরকে বাংলার মাটিতে বিচার দাবি করছি। শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারের মধ্যদিয়ে জাতীয় দিবসগুলো পালন করে আসছে জাতি। সবাইকে বাংলাদেশের ইতিহাস জানা দরকার। বাংলাদেশের নাম লেখা হতো না, লাল সবুজের পতাকা উঁড়তো না, যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এই দেশ স্বাধীন না হইতো। ইতিহাস পড়–ন, জাতির সবকিছু জানুন, শেখ মুজিবুর রহমান কেমন মানুষ ছিলেন। কোথায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছে? ইতিহাস বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায়, ২ মার্চ ১৯৭১ সালে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নায়ক হিসেবে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।
    ২৪তম বিসিএস ২০০৩ সালের ১২২ পাতায় কম্পিউটার বিসিএস প্রিলিমিনারী গাইডের সুত্র: বাংলাদেশের মোট জমির পরিমাণ ৩ কোটি ৬৬ লক্ষ ৭০ হাজার একর। বাংলাদেশে মাথাপিছু আবাদী জমির পরিমাণ প্রায় ২৫ একর (২৫শতাংশ)। বাংলাদেশের মোট শ্রমশক্তির কতভাগ লোক কৃষি কাজে নিয়োজিত, তা আমরা অনেকেই জানিনা। তথ্যমতে প্রায় ৬৬ভাগ মানুষ কৃষি কাজ করেন। কিন্তু আবাদী জমিতে ইটভাটা ও কল কারখানা হওয়ায় এখন ফসলি জমি কমে যাচ্ছে। প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮০ সালে। এরপর ২০০২ সালে ৪র্থ কৃষি শুমারি হয়। কৃষি জমি ও কৃষকের উন্নয়নের জন্য ২০০০ সাল পর্যন্ত মহাপরিকল্পনা নেয়া হয়, কিন্তু দেশের রাস্তা-ঘাট, ব্রীজ বা সেতু নির্মাণ করছে সরকার-এতে তেমন কোনো সমস্যা হচ্ছে না, এতে যোগাযোগব্যবস্থা উন্নত হচ্ছে, শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। অতথ্যমতে কয়েক বছর আগেও বাংলাদেশে জনসংখ্যা ছিলো মাত্র ৭কোটি, যা বর্তমান ২০২২ইং সালে প্রায় ১৮ কোটির মতো। মানুষের খাদ্য বস্ত্র ও চিকিৎসা সেবা দিচ্ছে সরকার।
    বর্তমানে উন্নয়নমুখী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন, এরইজন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। ধন্যবাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। লিখতে গিয়ে থামতে মন চায় না, শেখ মুজিবুর রহমান তোমাকে আমরা ভুলিনি আর কোনদিন ভুলবো না। সারাদেশে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ ও শ্রমিক সংগঠনসহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীসহ বাঙ্গালি জাতি জাতীয় শোক দিবস পালন করেছেন, সবাইকে ধন্যবাদ। আগামী জাতীয় নির্বাচনে জানা যাবে কারা প্রকৃত ভাবে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।

  • নওগাঁ সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর

    নওগাঁ সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর

    রওশন আরা পারভীন শিলা,নওগাঁ প্রতিনিধি: সরাদেশের বরেণ্য কবি, উপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, ইতিহাসবীদের নিয়ে নওগাঁ সাহিত্য পরিষদ এর দুই দিনব্যাপী সাহিত্য সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর।
    শনিবার দুপুরে শহরের কাজীর মোড়ে সংগঠনের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভার এ সিদ্ধান্ত গৃহীত হয়।
    এসময় নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি হাবিব রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান গবেষক, ইতিহাসজ্ঞ ড.মোহাম্মদ শামসুল আলম, কবি শাহীন খন্দকার, সহসভাপতি অরিন্দম মাহমুদ, রবিউল মাহমুদ, অনিন্দ্য তুহিন, সাধারন সম্পাদক আশরাফুল নয়ন, নির্বাহী সদস্য খান মোঃ নৌফেল,শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ নাসির সহ অন্যান্যরা।
    সভায় সম্মেলনের প্রস্তুতিমূলক বিভিন্ন আলোচনা সহ আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংগঠনের মূখপত্র লিটল ম্যাগাজিন বৈকুন্ঠ প্রকাশের সিদ্ধান গৃহীত হয়।
    উল্লেখ্য প্রতি বছর নওগাঁ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আয়োজিত সাহিত্য সম্মেলনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা হতে শতাধীক বরেণ্য কবি, উপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, ইতিহাসবীদ অংশ গ্রহন করে।#

  • নওগাঁয় ৫৭৮ বীর মুক্তিযোদ্ধার মধ্যে সনদপত্র ও স্মার্ট পরিচয়পত্র বিতরন

    নওগাঁয় ৫৭৮ বীর মুক্তিযোদ্ধার মধ্যে সনদপত্র ও স্মার্ট পরিচয়পত্র বিতরন

    রওশন আরা পারভীন শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সনদপত্র ও স্মার্ট পরিচয়পত্র বিতরন করা হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সনদপত্র ও স্মার্ট পরিচয়পত্র বিতরন কার্যক্রম শুরু হয়।

    নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ভার্চূয়ালী যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

    সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মীর্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, আবুল কালাম কালাম আজাদসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে ৫৭৮ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে ইস্যুকৃত সনদপত্র এবং স্মার্ট পরিচয়পত্র বিতরন করা হয়।#

  • নড়াইল জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৪৪ পরীক্ষার্থী অনুপস্থিত

    নড়াইল জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৪৪ পরীক্ষার্থী অনুপস্থিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৪৪ পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৫৬৪ জন।
    এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৫ হাজার ৪২০ জন। অনুষ্ঠিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪৪ জন।

    অনুপস্থিত পরীক্ষার্থীর অধিকাংশই ছাত্রী।
    জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৬৩৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪ হাজার ৫৩৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ জন।

    এইচএসসি ভোকেশনালে ৭৭ জন পরীক্ষার্থীর সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ব্যবসায় ব্যবস্থাপনায় ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

    পরীক্ষার্থীর সংখ্যা ২৩ জন। আলিম পরীক্ষায় ৩২০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২২ জন।

    এদিকে পরীক্ষা চলাকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
    এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, এর প্রধান কারণ হচ্ছে অনেকের চাকরি হয়ে যাওয়া। এবং অনেকের বিবাহ হয়ে যাওয়া।