Blog

  • তারাকান্দায় জেলা প্রশাসক কর্তৃক  আশ্রয়ন প্রকল্পে উপকার ভোগীদের মাঝে হাস, মুরগি, গাছের চারা ও ফসলী বীজ বিতরণ

    তারাকান্দায় জেলা প্রশাসক কর্তৃক আশ্রয়ন প্রকল্পে উপকার ভোগীদের মাঝে হাস, মুরগি, গাছের চারা ও ফসলী বীজ বিতরণ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী উপকারভোগীদের ভাগ্যোন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ও পরিবেশ সুরক্ষা এবং পুষ্টিমান নিশ্চিতকরণে ইউএনও’র পক্ষ থেকে হাস, মুরগি, গাছের চারা ও ফসলী বীজ বিতরণ করা হয়েছে।

    মুজিববর্ষ উপলক্ষে উপজেলার বালিখা ইউনিয়নের আশ্রয়ন কেন্দ্রের উপভোগী ২৮টি পরিবারের মাঝে হাস, মুরগি, গাছের চারা ও পুষ্টি বাগান স্থাপনের লক্ষে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর উদ্যোগে তাদের ভাগ্যোন্নয়নে আত্মকর্মসংস্থান সৃষ্টি পরিবেশ সুরক্ষা ও পুষ্টিমান নিশ্চিতকরণে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের শুধু ঘর দেননি দিয়েছেন আশ্রয়। তিনি আরও বলেন, তার কর্মজীবনের শ্রেষ্ঠ কাজ হচ্ছে আশ্রয়নের ঘর নির্মাণ। ইউএনও র উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি উপকারভোগীদেরকে সরকারি সাহায্যের উপর নির্ভরশীল না হয়ে আত্মনির্ভর হওয়ার আহ্বান জানান।
    এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা প্রকৌশলী জুবায়ের হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মেম্বার, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় ব্যক্তিবর্গসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ। জীবন মানোন্নয়নে হাস, মুরগি, গাছের চারা ও ফসলী বীজ বিতরণ করায় নিজেদের আলোকিত ভবিষ্যত গড়ার সুযোগ পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক ও ইউএনও এর প্রশংসায় মেতে উঠেছেন আশ্রয় প্রকল্পে বসবাসকারী সুবিধাভোগীরা।
    উপকারভোগীরা জানান এসকল হাস মুরগী, গাছ ও ফসলের বীজ তাদের খাবারের যোগান দেয়া সহ উপার্জনের সুযোগ করে দেবে।

  • আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে নগত অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

    আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে নগত অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় বিপিইউএস এর উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মাঝে নগত অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ। বিপিইউএস এর উদ্যোগে সরকারের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তি ও বিপিইউএস এর নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুলের সভাপতিত্বে প্রতিবন্ধী শিশুদেরকে পড়াশোনার জন্য নগত অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্রি, স্বেচ্ছাসেবকলীগ আগৈলঝাড়া উপজেলার সভাপতি ফিরোজ শিকদার। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড এর মেম্বারগন সহ বিভিন্ন স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

  • গৌরনদীতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

    গৌরনদীতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    “উদ্ভাবনী জয়োল্লাসে র্স্মাট বাংলাদশে” এই প্রতিপাদ্য কে ধারন করে বরিশাল জেলার গৌরনদীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠতি হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা শহীদ সুকান্ত বাবু মিলোনায়তন,৮ নভেম্বর এ ডিজিটাল মেলা অনুষ্ঠতি হয়।উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০টায় ফিতা কেটে মেলার শুভ সূচনা ও একটি র্বনাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি উপজেলা চত্বরের প্রধান সড়ক পদক্ষিন করে। উদ্ভাবনী মেলায় অতিথি ছিলেন উপজলো পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম।উপজেলা প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম,জাইকা প্রতিনিধি মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা মোঃ আহসান হাবীব,উপজলো মহিলা বিষয়ক র্কমর্কতা জাহানারা পারভীন, সমবায় অফিসার রাখী আফসানা, উপজলো মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল,উপজলো ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ চুন্নু ফকির,মৎস্য র্কমর্কতা আবুল বাসারসহ উপজেলা বিভিন্ন দপ্তররে র্কমর্কতাসহ অন্যান্যরা।এতে নাগরকি বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশা পাশি সকল প্রক্রিয়ার অবহতিকরণ, উন্নয়ন ও সেবা সর্ম্পকে নাগরকিদরে মতামত গ্রহণরে ব্যবস্থা রাখা হয়এবং মেলায় স্থানীয় উদ্ভাবন সমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এছাড়াও বিকালে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

  • পাইকগাছা উপজেলায় আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শুরু

    পাইকগাছা উপজেলায় আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শুরু

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।
    খুলনার পাইকগাছাতে রবিবার থেকে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
    ০৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস পর্যন্ত উক্ত মৌলিক প্রশিক্ষণ চলবে। পাইকগাছার ৬নং লস্কর ইউনিয়নের খড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
    উক্ত মৌলিক প্রশিক্ষণের ২য় দিন সোমবার উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম উপস্থিত হয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী নির্যাতন বন্ধে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের করণীয় বিষয়ে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য প্রদান করেন।
    ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা মোট ৬৪ জন সদস্য-সদস্যা উক্ত প্রশিক্ষণ গ্রহণ করছেন বলে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।।

  • পাইকগাছায় হরিঢালী ইউপি চেয়ারম্যান রাজু’র পত্নীর দাফন সম্পন্ন: এমপি বাবু’র শোক

    পাইকগাছায় হরিঢালী ইউপি চেয়ারম্যান রাজু’র পত্নীর দাফন সম্পন্ন: এমপি বাবু’র শোক

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দীকি রাজু’র সহধর্মিনী জিনাত শারমিন (৩৬) রবিবার রাত ১১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। তিনি লিভার ক্যান্সারে আত্রুান্ত ছিলেন। মুত্যুকালে স্বামী ও ৩ কন্যা সহ অসংখ্যক গুনগ্রহী রেখে গেছেন। সোমবার জোহরবাদ গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষ পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজ পড়ান গদাইপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী জুনায়েদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা ০৬ ( পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম, ইকবাল হোসেন খোকন, সাবেক ছাত্রলীগ নেতা তানজিম মুস্তাফিজ বাচ্চু, কপিলমুনি ও হরিঢালীর ইউপি সকল সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    এদিকে হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দীকি রাজু’র স্ত্রী জিনাত শারমীন এর মৃত্যুতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউএনও মমতাজ বেগম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।

  • পাইকগাছায় পল্লীবিদ্যুৎ সমিতি পরিচালক পদে মুনছুর নির্বাচিত

    পাইকগাছায় পল্লীবিদ্যুৎ সমিতি পরিচালক পদে মুনছুর নির্বাচিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    খুলনা পল্লীবিদ্যুৎ সমিতি পাইকগাছা এলাকা-৬ এর পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরিচালক পদে মুনছুর নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। নির্বাচনে ৩ জন প্রার্থী অংশ গ্রহন করেন। তারা হলেন, মোঃ মুনছুর আলী সরদার (মাছ প্রতিকে) ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোড়ল মাহামুদ আসলাম(টেলিভিশন প্রতিক) ৭ ভোট, মোঃ জাহাঙ্গীর আলম(ছাতা প্রতিক) ৮ ভোট পেয়েছেন।উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌর সভায় ৭১ হাজার ভোটার রয়েছে। তার মধ্যে ৪৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১ টি ভোট নষ্ট হয়েছে।
    নির্বাচনে প্রধান রিটার্নিং কর্মকর্তা ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতয়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান, সদস্যরা হলেন, সহকারী পরিচালক নিয়ামত উল্লাহ, সহকারী প্রকৌশলী ইকরামুল ইসলাম, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল কর্মকর্তা তারেক বিন আব্দুল মান্নান। উপস্তিত ছিলেন, পাইকগাছা পল্লী বিদ্যুৎ সমিতির উপ- মহাব্যবস্থাপক মোঃ রেজায়েত আলী।

  • ৫১ দিনের দুধের শিশুকে নিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন মা

    ৫১ দিনের দুধের শিশুকে নিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন মা

    এম এ আলিম রিপন,সুজানগরঃ শুরু হয়েছে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রের একটি কক্ষে মাঝের এক বেে এক ছাত্রী বসে পরীক্ষা দিচ্ছেন। সাধারণ এক দৃশ্য কিন্তু একটু খেয়াল করলেই অসাধারণত্বটা চোখে পড়ে। তাঁর কোলে মাত্র ৫১ দিনের এক শিশু। গত রবিবার পাবনার সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ কেন্দ্র্রে গিয়ে এই ঘটনা দেখা গেল। আমি পরীক্ষা দেব, এটাই ছিল আমার ইচ্ছা। তাই ৫১ দিনের নবজাতককে নিয়ে পরীক্ষা দিচ্ছি বললেন পরীক্ষার্থী রাজিয়া সুলতানা। প্রায় ২০ বছর বয়সী রাজিয়া সুলতানা এবারের রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী। অদম্য তাঁর ইচ্ছাশক্তি। পরীক্ষার পর কথা বলে জানা গেল, গত সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ রাতে পাবনার একটি বেসরকারী ক্লিনিকে এই মায়ের কোল আলো করে আসে এক কন্যা সন্তান। সন্তান জন্মের ৫১ দিন পর পরীক্ষা। রাজিয়া সুলতানা তবু চলে আসেন পরীক্ষা দিতে। সন্তানের নাম রেখেছেন মোছা.সানজানা সুলতানা।পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কাঁচীপাড়া গ্রামের মো.সাগর খন্দকারের স্ত্রী রাজিয়া সুলতানা। এসএসসি পর্যন্ত স্বামী- স্ত্রী একই শিক্ষা প্রতিষ্ঠানে একই শ্রেণীতে পড়াশুনা করলেও বর্তমানে রাজিয়া সুলতানার স্বামী দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়ালেখা করার পাশাপাশি করছেন ব্যবসা। রাজিয়া সুলতানা অন্তঃসত্ত্বা অবস্থাতেই পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন। পরিবারের সবাই তাঁকে সহায়তা করেছেন। ২০২১ সালের ১১ এপ্রিল পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের রাজা হোসেন বিশ্বাসের মেয়ে রাজিয়া সুলতানার সঙ্গে সাবেক ইউপি সদস্য ও একই গ্রামের সুলতান খন্দকারের ছেলে সাগর খন্দকারের সাথে বিয়ে হয়। বিয়ের পরও রাজিয়া সুলতানা পড়াশোনা চালিয়ে যেতে চান। ২০২০ সালে তিনি পাবনা সদরের কাঁচীপাড়া নওশের মন্ডল উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে মানবিক শাখা থেকে জিপিএ-৩.৬৭ পেয়ে এসএসসি পাস করেন। এরপর ভর্তি হন সুজানগর পৌর শহরের সুজানগর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি মানবিক শাখায়। সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী জানান,রাজিয়া সুলতানা এই কলেজ থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক শাখা থেকে অংশগ্রহন করেছে। তার পরীক্ষার রোল নং-২৪২৩৯১,রেজি নং ১৭১২৭১৯৬৮৯। রাজিয়া সুলতানার মা রুপালী খাতুন বললেন, মেয়ে আমার ধৈর্যশীল ও সংগ্রামী। রাজিয়া সুলতানার শ্বশুর সুলতান খন্দকার যোগ করলেন, আমার পুত্রবধূ বিয়ের পর লেখাপড়া বন্ধ না করে রাত জেগে লেখাপড়া করেছে। সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং পরীক্ষাকেন্দ্রের সচিব আলমগীর হোসেন বলেন,আমার ২৪ বছর শিক্ষকতা জীবনে এমন পরীক্ষার্থী মা কখনো দেখিনি। এ রকম আত্মপ্রত্যয়ী মায়েরা যেন শিক্ষাজীবন শেষে কর্মসংস্থানের নিশ্চিত সুযোগ পান। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন,পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি আমার নজরে আসলে কেন্দ্র সচিবের সঙ্গে কথা বলে পরীক্ষা হলের পাশের রুমে ব্রেস্ট ফিডিং এর ব্যবস্থা করে দেই। সেখানে একজন ওই শিশুকে কোলে করে রাখবেন পরীক্ষা চলাকালীন সময়ে যতবার বাচ্চার প্রয়োজন ততবার তার মা যেন এসে তাকে দুধ পান করাতে পারেন। তিনি আরোও বলেন, নারীরা এখন যে কত আত্মনির্ভরশীল হয়েছে,তার একটা দৃষ্টান্ত এই পরীক্ষার্থী মা। নিজেদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে নারীরা আর পিছিয়ে থাকবে না। অন্য নারীরা তাঁকে দেখে অনুপ্রাণিত হবেন এবং এগিয়ে যাবেন এমন প্রত্যাশাও করেন তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ঝিনাইদহে ছাত্রলীগের মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন

    ঝিনাইদহে ছাত্রলীগের মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন করেছে ছাত্রলীগ। এ উপলক্ষে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সরকারি কেসি কলেজ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে। মিছিল শেষে এইচএসএস সড়কে জেলা ছাত্রলীগের সভাপতি সজিব আহম্মেদ ও সাধারণ সম্পাদক আল ইমরান বক্তব্য রাখেন। সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তারা আবারো আগুন সন্ত্রাস দিয়ে মানুষ খুন করবে। নেতৃবৃন্দ হুসিয়ার উচ্চারণ করে বলেন, আগামী নির্বাচন পর্যন্ত ঝিনাইদহ শহরে বিএনপিকে কোন নৈরাজ্য ও আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে না। ছাত্রলীগ রাজপথে থেকে বিএনপির সকল কর্মসুচি প্রতিহত করবে।

    আতিক রহমান
    ঝিনাইদহ।

  • ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া

    ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে ব্যবসায় প্রতিষ্ঠান। সোমবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে বিএনপি’র নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এসময় মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সরকারি কেসি কলেজ থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে পৌছালে অপর দিক থেকে আসা বিএনপি’র মিছিলের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ। বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা পিছু হটে সদর থানার মধ্যে চলে যায়। এতে ঝিনাইদহ মার্কেন্টাইল ব্যাংকের এক কর্মকর্তাসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে পোস্ট অফিস মোড়ে অবস্থান করলে বিএনপি নেতাকর্মীরা যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের মালিকাধীন মার্কেটের ‘বন্ড’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গøাস ভাংচুর করে। বিএনপি নেতাকর্মীরা শহরের মডার্ন মোড়ে অবস্থান নিলে ছাত্রলীগ আবারো বিক্ষোভ মিছিল নিয়ে জেলা বিএনপির অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুরের চেষ্টা চালায়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শহরে থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান জানান, বিএনপির মিছিল থেকে তাদের নেত্রীকে নিয়ে কুরুচিপুর্ন ও বাজে মন্তব্য করলে ছাত্রলীগ প্রতিবাদ করলে বিএনপি আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান জানান, আগামী নির্বাচন পর্যন্ত ঝিনাইদহ শহরে বিএনপিকে কোন নৈরাজ্য ও আগুন সন্ত্রাস করতে দেবে না। ছাত্রলীগ রাজপথে থেকে তাদের প্রতিহত করবে। এই সংঘর্ষে তাদের কোন নেতাকর্মী আহত হননি বলেও আল ইমরান দাবী করেন। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ অভিযোগ করেন, বিএনপির শািন্তপুর্ন মিছিলে পুলিশের সামনে ছাত্রলীগ রাম দা, ডাসা ও চাপাতি নিয়ে হামলার চেষ্টা করলে তারা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করে। এ সময় বিএনপির ধাওয়া খেয়ে ছাত্রলীগ সদর থানার মধ্যে আশ্রয় নেয়। এম এ মজিদ দাবী করেন হামলায় তাদের ৭ জন নেতাকর্মী কমবেশি আহত হন। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, বিএনপি ও ছাত্রলীগের পৃথক কর্মসুচি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে একে অপরের প্রতি হামলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। কোন আহত হওয়ার ঘটনা ঘটেনি। তবে কোন ক্ষতিগ্রস্থ দোকান মালিক অভিযোগ দিলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

  • সিংড়ায় চালকের গলায় গামছা পেঁচিয়ে অটোরিক্সা ছিনতাই, আটক-৪

    সিংড়ায় চালকের গলায় গামছা পেঁচিয়ে অটোরিক্সা ছিনতাই, আটক-৪

    সিংড়া (নাটোর) প্রতিনিধি।
    নাটোরের সিংড়ায় সাইদুল ইসলাম (২২) নামে এক অটোরিক্সা চালকের গলায় গামছা পেঁচিয়ে ও হাত বেঁধে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক ও অটোরিক্সা উদ্ধার করেছে। সাইদুল ইসলাম নাটোর সদরের রথবাড়ি রাজাপুর এলাকার মৃত আব্দুল ওহেদ শেখ এর ছেলে।

    পুলিশ ও ভূক্তভোগী জানায়, গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় নাটোর শহরের হরিশপুর থেকে অটোরিক্সা ভাড়া করে সিংড়ায় আসে ৪ যুবক। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় পৌঁছলে গামছা দিয়ে অটোচালকের গলা পেঁচিয়ে ও দুই হাত পিছমোড়া দিয়ে বেঁধে সড়কের পাশের জঙ্গলে ফেলে দিয়ে অটোরিক্সা ছিনতাই করে পালিয়ে যায় ঐ ৪ যুবক। চালক সাইদুল কয়েক মিনিট চেষ্টার পরে হাতের বাধন খুলে দৌঁড়ে গিয়ে বিষয়টি পাশের মোড়ে কয়েকজনকে বললে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ উপজেলার জামতলী বাজার এলাকা থেকে অটোরিক্সাসহ দুজনকে আটক করে। সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাৎক্ষণাত অপর দুজনকে উপজেলার দূর্গাপুর ও বগুড়ার শেরপুর উপজেলা থেকে আটক করে। আটককৃতরা হলেন, সিংড়ার মাঝগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৬), বেলোয়া গ্রামের বাচ্চু ডাকাতের ছেলে হৃদয় আহম্মেদ (৩৪). সিরাজগঞ্জের চৌহালী থানার রেহাইপুকুরিয়া গ্রামের আকরাম খানের ছেলে হোসেন খান (২৪) ও নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকার জোনাব আলীর ছেলে রবিন হোসেন (২৫)। পরে তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন ভূক্তভোগী অটোরিক্সা চালক সাইদুল ইসলাম।

    সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। ভূক্তভোগী মামলা করলে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।

    মোঃ এমরান আলী রানা
    সিংড়া, নাটোর