Blog

  • মাদ-কব্যবসায়ীরা কোটি কোটি টাকার মাদ-কসহ ধরা পড়লেও বন্ধ হচ্ছে না মাদ-ক

    মাদ-কব্যবসায়ীরা কোটি কোটি টাকার মাদ-কসহ ধরা পড়লেও বন্ধ হচ্ছে না মাদ-ক

    নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী পথগুলি দিয়ে ব্যাপকভাবে পাচার হয়ে আসছে হেরোইন, ফেনসিডিল, দামীমদ, গাঁজা, ইয়াবাসহ নানা ধরনের মাদক। কোনভাবেই যেন রোধ করা যাচ্ছে না। আন্তজাতিক মাদক চোরাকারবারের গডফাদার, মাদকসম্রাট, নারী মাদক চোরাকারবারি গ্রেফতার হলেও মাদকের বিস্তার বন্ধ হচ্ছে না।

    এবছর ২২ এপ্রিল কামলা থেকে শত কোটি টাকার মালিক বনে যাওয়া কুখ্যাত মাদকের ডিলার মাদকব্যবসায়ী তারেককে সাড়ে ৬ কেজি হেরোইন নগদ ১৩ লাখ টাকাসহ গ্রেফতারের পর থেকে কিছু দিন মাদক ব্যবসায়ী পালিয়ে গিয়েছিল। তারা কিছুদিন আত্নগোপনে থেকে মাদক কারবার পরিচালনা করলেও এখন তারা প্রকাশ্যে বীরদাপটে ঘুরে বেড়াচ্ছেন। পরিচালনা করছেন মাদক সিন্ডিকেট।
    এছাড়া উপজেলার দিয়াড়মানিকচক গ্রামের মোঃ নাজিমুল হোসেন (৩৭), কে ৫০ লাখ টাকার ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানার পুলিশ। তার পিতার নাম মোঃ আতাউর রহমান।

    ১৫ মার্চ গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানার পুলিশ ৫ কেজি হেরোইন উদ্ধার করে এর সাথে জড়িত থাকার অভিযোগে মোসাঃ নাজমা (৫৩) ও মোসাঃ তাহমিনা বেগম মিনু (৫৫) কে হাতেনাতে গ্রেফতার করে। মোসাঃ নাজমা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি গ্রামের মোঃ আবুল কাশেমের স্ত্রী এবং মোসাঃ তাহমিনা বেগম মিনু মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৫ কোটি টাকা।

    ২০২৪ ইং সনের ২৭ জানুয়ারি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পৌর এলাকার মাদারপুর এলাকার একটি খামারবাড়িতে বাজারের ব্যাগ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করে গোদাগাড়ী থানা মডেল থানার পুলিশ। ফরিদুল ইসলাম নামের এক ব্যক্তির খামারবাড়ি থেকে জব্দ করা ওই হেরোইনের আনুমানিক মূল্য আট কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছিল পুলিশ। এই ফরিদুল এখনো ধোরা-ছোঁয়ার বাইরে। এমনকি তার বিরুদ্ধে মামলাও করেনি পুলিশ। একাধিক সূত্র জানায়, এই ফরিদুল ইসলাম এখনো আড়ালে থেকে হেরোইনের বড় বড় চালান নিয়ন্ত্রণ করেন।

    ২০২৩ সালের ১২ মার্চ রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৬ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আশিককে গ্রেপ্তার করে র‌্যাব।

    “মাদক নির্মূল শুধু প্রশাসনের কাজ নয়—এটি সামাজিক আন্দোলন হওয়া প্রয়োজন। তাই জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা জরুর।
    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জামাদানী, হাটগোবিন্দপুর, রামনগর এলাকায় মাদক বিরোধী টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, গোদাগাড়ী মডেল থানা পুলিশ সার্বিক সহযৌগিতায়
    ১ কেজি গাঁজা জব্দ ও সেবনের উদ্দেশ্য রাখা গাজা ধ্বংস সহ প্রায় ২০০০ (দুই হাজার) লিটার চোলাই মদ জব্দ ও ধ্বংস করা হয়েছে।

    গাঁজা ব্যবসায়ী ও চোলাই মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রক্রিয়া করা হয়েছে। এসময় মাদক সংরক্ষণ ও সেবনের দায়ে নিন্মোক্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইন ২০১৮ সালের ৯(১) এর গ ধারা লংঘনের অপরাধে উক্ত আইনে ৩৬ (১) এর ২১ ধারা অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে ।
    মোঃ শরিফুল ইসলাম (৩৩), পিতা-মোঃ বাবলু হোসেন, সাং- জামাদানী, গোদাগাড়ী, রাজশাহীকে ০২ (দুই) বছর বিনাশ্রশ কারাদন্ড ও ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদন্ডে দন্ডিত হয়েছে। অর্থদন্ড অনাদায়ে আরো অতিরিক্ত ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
    মোঃ একরামুল হক (৫৮) পিতা-মৃত জমসেদ আলী, সাং- রামনগর, গোদাগাড়ী, রাজশাহীকে ০২ (দুই) বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদন্ডে দন্ডিত হয়েছে। অর্থদন্ড অনাদায়ে আরো অতিরিক্ত ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

    মোঃ হান্নান আলী (৪০), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-হাটগোবিন্দপুর, গোদাগাড়ী, রাজশাহীকে ০২ (দুই) বছর বিনাশ্রশ কারাদন্ড ও ৮০০/- (আটশত) টাকা অর্থদন্ডে দন্ডিত হয়েছে। অর্থদন্ড অনাদায়ে আরো অতিরিক্ত ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
    মোঃ রুবেল (৩৫), পিতা-মোঃ হাসেন, সাং-হাটগোবিন্দপুর, গোদাগাড়ী, রাজশাহীকে ০২ (দুই) বছর বিনাশ্রশ কারাদন্ড ও ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদন্ডে দন্ডিত হয়েছে। অর্থদন্ড অনাদায়ে আরো অতিরিক্ত ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তাই মাদকের বিরুদ্ধে এই অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।” “প্রশাসনের কাজ শুধু আইন প্রয়োগ নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনাও একটি বড় দায়িত্ব। গোদাগাড়ীতে মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে কাউকে ফিরিয়ে আনা গেলে সেটাই সবচেয়ে বড় সাফল্য।” আগামীতে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনসহ এধরনের কাজ অব্যাহত থাকবে ইনসাল্লাহ।

    গোদাগাড়ী মডেল থানা ওসি মোহম্মদ রুহুল আমিন বলেন, মাদক ব্যবসায়ীরা যতই শক্তিশালী হউন না কেন তাদেরকে কোনভাবে ছাড় দেয়া হবে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহতভাবে চলবে। পুলিশের একার পক্ষে মাদক নির্মুল করা সম্ভাব নয়। মাদক ব্যবসায়ীদর বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে তুলতে হবে। সচেতনতা সৃষ্টি করতে হবে তা হলেই মাদক কমে আসবে।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী,
    রাজশাহী।

  • নেছারাবাদে বসতঘরের পাশে বিএনপি নেতার করাতকল উঠাবার অভি-যোগ

    নেছারাবাদে বসতঘরের পাশে বিএনপি নেতার করাতকল উঠাবার অভি-যোগ

    নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।

    বসতবাড়ির ২০০মিটারের মধ্যে কোন কল কারখানা উঠাবার সরকারি নীতিমালা না থাকলেও সেই নীতিমালা অমান্য করে নেছারাবাদ উপজেলার ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠি এলাকায় জহির মেম্বারের বসতবাড়ী ঘেঁষে একটি করাতকল (স’মিল) স্থাপনের অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতা, সাবেক মেম্বার শাহাদাত হোসেন এর বিরুদ্ধে ।

    এ বিষয়ে জহির মেম্বার এর ছোটভাই জুয়েল কাজ বন্ধের নোটিশ চেয়ে পিরোজপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ধারা-১৪৪/১৪৫ ফৌজদারি মামলা করেন। সেই ৪৪/৪৫ আমান্য করে শাহাদাত গংরা স’মিল নির্মানের কাজ দ্রুত চালিয়ে যাচ্ছেন। এদিকে ঘরের পাশে শাহাদাত মেম্বার গংরা স’মিল উঠাবার পায়তারা করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    ৬জুলাই রবিবার নেছারাবাদ উপজেলা মাহামুদকাঠি গেলে কাজ করতে দেখা গেছে। করাতকল(স’মিল)র পাশেই রয়েছে একাধিক বসতঘর, রয়েছে, একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা।

    এবিষয়ে ভুক্তভোগী জহির মেম্বার বলেন, আমাদের যায়গায় জোর করে শাহাদাত হোসেন ও তার ভাইয়েরা স’মিল উঠাইতেছে আমি বাঁধা দিলেও তারা কর্নপাত করে নায়। পরে আমি আদালতে ৪৪/৪৫ করি। পরে পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়ে গেছে। কিন্তু শাহাদাত মেম্বার সেই আদালতে নিষেধাজ্ঞ অমান্য করে কাজ চলমান রেখেছে আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

    এ বিষয়ে শাহাদাত মেম্বার বলেন, আমি ১৩বছরের মেম্বার ছিলাম, বড় একটি রাজনৈতিক দলের সদস, ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব। জহির মেম্বারের সাথে আমাদের জমিজমা নিয়ে একটা বিরোধ চলমান আছে। আদালতের ৪৪/৪৫ অগ্রাহ্য করে কাজ চালু রাকার বিষয়ে জানতে চাইলে বলেন, না না ওখানে কাজ বন্ধ রয়েছে, সেখানে বালু আগেই ভরাট ছিলো। ঘরের পাশে স’মিল উঠাবার বিষয়ে জানতে চাইলে বলেন, জহির মেম্বার সেও তার যায়গায় স’মিল উঠাইতে চাচ্ছে। স্কুল কলেজ মাদ্রাসার পাশে করাতকাল উঠানো যায় কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান।

    এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বন বিভাগের কর্মকর্তা সালাউদ্দিন বলেন,পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী কোনো সরকারি অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, জনস্বাস্থ্য বা পরিবেশের জন্য ক্ষতিকর বিঘ্ন সৃষ্টি করে এরূপ কোনো স্থানের ন্যূনতম ২০০ (দুইশত) মিটারের মধ্যে করাতকল স্থাপন করা যাবে না। কিন্তু এ নিয়ম অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমিন জানান, আমি মহামান্য আদালতের দেয়া ৪৪/৪৫ এর নোটিশ অনুযায়ী উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য বলে কাজ বন্ধ করে দিয়েছি। এর পরেও যদি কাজ চালু রাখে বিষয়টি আদালতে জনাতে হব।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।

  • দোয়ারাবাজারে যুব জমিয়ত বাংলাদেশ’র কমিটি গঠন সভাপতি রায়হান সেক্রেটারী জিয়াউর

    দোয়ারাবাজারে যুব জমিয়ত বাংলাদেশ’র কমিটি গঠন সভাপতি রায়হান সেক্রেটারী জিয়াউর

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা
    যুব জমিয়ত বাংলাদেশ এর ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

    রবিবার (৬ জুলাই) দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সভায় যুব জমিয়ত বাংলাদেশ এর উপজেলা কমিটি গঠন করা হয়। সভায় সকলের সম্মতিক্রমে সভাপতি হাফিজ মাওলনা আব্দুল গফফার (রায়হান),
    সেক্রেটারী নির্বাচিত হয়েছেন, মুফতি জিয়াউর রহমান। সহসভাপতি মাওলানা উসমান আলী, সহসভাপতি মাওলানা তোফায়েল আহমদ, যুগ্ন সম্পাদক মুফতি শাহ তাহমিদুস সালাম, সহ সম্পাদক মাওলানা কাওসার আহমদ। সাংগঠনিক সম্পাদক মুফতি রশিদ সিরাজি, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের বিন আরিফ,
    প্রচার সম্পাদক আসাদুজ্জামান খান কামাল,
    সহ প্রচার সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূর হুসাইন, অফিস সম্পাদক মুহাম্মদ আলমগীর
    সাহিত্য সম্পাদক শামসুল হক নুমানি, ক্রীড়া সম্পাদক হাফিয রেজাউল করিম,
    সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা জিল্লুর রাহমান, সদস্য হাফিজ আমিনুর রাহমান
    রেজাউল করিম, শুয়াইব আহমদ,
    মাওলানা ইখলাছুর রাহমান, মুফতি মাসউদ আহমদ, মাওলানা শিব্বির আহমদ প্রমুখ।

  • দোয়ারাবাজারে শ্যামলবাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

    দোয়ারাবাজারে শ্যামলবাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্যামলবাজার (বান্দেরবাজার) ব্যবসায়ী কমিটির পকেট কমিটি বাতিল এবং প্রশাসনের তত্ত্বাবধানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

    রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের শ্যামলবাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী কমিটির সাবেক একাধিকবারের সভাপতি মো. নুরউদ্দিন। তিনি বলেন, ‘বাজারে দীর্ঘদিন ধরে প্রশাসনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি কারচুপির মাধ্যমে ব্যবসায়ীদের মতামত উপেক্ষা করে একটি পকেট কমিটি গঠন করেছেন। এটি অগণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য নয়।’

    তিনি আরও বলেন, ‘বাজারের সার্বিক উন্নয়ন ও স্বচ্ছ নেতৃত্বের স্বার্থে ব্যবসায়ীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।’

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ী আনসার মিয়া, আব্দুল মান্নান, রুবেল বাবু, রিওন মিয়া, মিজানুর রহমান, জায়েদ মিয়াসহ অনেকে।

    স্থানীয় ব্যবসায়ীদের মতে, অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানে যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে।

  • বিচার, সংস্কার তারপরেই নির্বাচন: গোদাগাড়ীতে এনসিপির আহ্বায়ক  নাহিদ ইসলাম

    বিচার, সংস্কার তারপরেই নির্বাচন: গোদাগাড়ীতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ জুলাই যোদ্ধা নাহিদুল ইসলাম নাহিদ, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ আরও এনসিপির যোদ্ধাগন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরের পাঁচ মাথার মোড় গোলচত্বরে রবিবার বিকালে এসে উপস্থিত হন। নেতারা উপস্থিত হলে হাজার হাজার নেতাকর্মী করতালি, ফুলের শুভেচ্ছা জানান।
    সমাবেশে বক্তব্য রাখেন এবং নাহিদ ইসলাম
    বলেন, “গণঅভ্যুত্থানের এক বছরপূর্তিতে মানুষের কাছে যাচ্ছি, শহীদদের যে স্বপ্ন ছিল তা জানাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে গোদাগাড়ীতে এসেছি। শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা রাজনৈতিক নয়, দলমত নির্বিশেষে শহীদ পরিবারের সাথে সম্পর্কটা আত্মার। শহীদ পরিবারের ক্ষতি অপূরণীয়। যে কারণে ছাত্র জনতা জীবন দিয়েছেন, সেই দেশ গড়তে আমাদের আরও সংগ্রাম করতে হবে। শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা সারাজীবনের।” নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা ঢাকায় বৈষম্যবিরোধী সমাবেশ করবো, যেখানে জুলাই আন্দোলনের সনদ বাস্তবায়নের ডাক দেওয়া হবে। বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণকেই আমাদের একমাত্র শক্তি হিসেবে বিবেচনা করছি।’

    ‘আমরা ক্ষমতার রাজনীতি করি না, জনগণের স্বার্থে রাজপথে আছি এবং থাকবো। এই পদযাত্রা বিচারের দাবিতে, শোষণমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যয়ে।’

    সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘রাজশাহী অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শ্রম—সবক্ষেত্রেই এখানে উপেক্ষা চলছে। কৃষকরা ন্যায্য মূল্য পায় না, শ্রমিকরা পায় না তাদের ন্যায্য মজুরি। বাজেট বরাদ্দেও রাজশাহী উপেক্ষা করা হয়।’

    তিনি সরকারপ্রধান শেখ হাসিনাকে ‘কালনাগিনী’ আখ্যায়িত করে বলেন, ‘এই কালনাগিনী দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, হাজার হাজার মানুষকে হত্যা ও পঙ্গু করেছে। যতদিন না তার বিচার হয়, আমাদের আন্দোলন চলবে। রংপুরবাসীর দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

    এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলনে তরুণ সমাজ যে আশা জাগিয়েছিল, তা গত এক বছরে বাস্তব রূপ পায়নি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মতো মৌলিক দাবিগুলো এখনো অধরা। তাই আমরা ৬৪ জেলায় যাব, জনগণের মত শুনে একটি গণতান্ত্রিক ইশতেহার তৈরি করবো।’

    সমাবেশে আরও উপস্থিত ছিলেন,
    এনসিপি নেতা রফিকুল ইসলাম কনক, ডা. তাসনিম জারা, আব্দুল মুনীম, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, শ্রমিক উইং নেতা আকিব উদ্দিন ও যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • ডিএমপির ক-ঠোর নি-রাপত্তা  সুষ্ঠুভাবে পালিত হল  তাজিয়া মিছিল

    ডিএমপির ক-ঠোর নি-রাপত্তা সুষ্ঠুভাবে পালিত হল তাজিয়া মিছিল

    সুমন খান:

    পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল রবিবার (৬ জুলাই ২০২৫ খ্রি.) সকাল ১০টা সময়‌ পুরান ঢাকার হোসাইনী দালান থেকে প্রধান শোক মিছিলটি শুরু হয়। শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ খালি পায়ে, বুক চাপড়ে, ’হায় হোসেন হায় হোসেন’ মাতম তুলে মিছিল শুরু করেন। মিছিলটি বকশি বাজার লেন, লালবাগ, শহীদ মাজার রোড, আজিমপুর, নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি আবাসিক এলাকা, বিজিবির ৪নং গেইট এবং সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হয়।

    এর আগে, ঢাকা মেট্রোপলিটন এলাকায় সুষ্ঠুভাবে শোক মিছিল সম্পন্ন করতে, ডিএমপি মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে।

    প্রসঙ্গত, ১০ মুহররম তথা পবিত্র আশুরা সারা পৃথিবীতে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন। শিয়া সম্প্রদায় এই দিনটি নানাবিধ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ব্যাপকভাবে পালন করে। এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য। পুরান ঢাকার লালবাগের ঐতিহাসিক হোসাইনী দালান ইমামবাড়া, বড় কাটারা ইমামবাড়া ও ঢাকা মহানগরীর শিয়া সম্প্রদায় বিভিন্ন অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী শোক মিছিল আয়োজন করে থাকে।

  • খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারনা দুইএকজন ছাড়া দেখা যাচ্ছে না

    খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারনা দুইএকজন ছাড়া দেখা যাচ্ছে না

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা )।

    আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষনার পর খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারনা নেই বললে চলে।জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দুই একজনকে ছাড়া তেমন কাউকে মাঠে দেখা যাচ্ছে না। তবে এই ৮জন প্রার্থীদের মধ্যে ১ জন বাংলাদেশ জামায়াতের দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি।আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ৭ জনের ভিতরে কাকে খুলনা-৬ (পাইকগাছা কয়রা) দিবেন সেটা দলীয় ভাবে এখনো ঘোষণা করা হয়নি।কে পাবেন দলীয় মনোনয়ন সেটা এখনো অনিশ্চিত রয়েছে।

    গত ৫ আগস্ট তৎকালীন আওয়ামীলীগ সরকার পতনের পর দলটি নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা মাঠে উত্তাপ ছড়াচ্ছেন।

    জামায়াতে ইসলামী প্রথমেই তাদের দলীয় একক প্রার্থী হিসেবে খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এরপর থেকে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে জাতীয় ও দলীয় বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহনের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে মতবিনিময় করে নিজের অবস্থান সম্পর্কে জানান দিচ্ছেন।

    অপর দিকে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসনটিতে এখন পর্যন্ত কাউকে চুড়ান্ত প্রার্থী ঘোষণা না করায় সেখানকার অন্তত ৭জন সম্ভাব্য প্রার্থী দলীয় ও জাতীয় বিভিন্ন কর্মসূচীতে অংশ নিচ্ছেন। আবার দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে দুইএকজন প্রার্থী প্রাচার-প্রচারনার অংশ হিসেবে

    গোটা নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন।

    বর্তমানে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, জিয়া ফাউন্ডেশনের ডাইরেক্টর (প্রেগ্রাম) আমিরুল ইসলাম কাগজী, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাঃ মো. আব্দুল মজিদ, জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এসএম রফিকুল ইসলাম, এম জুবায়ের আহমেদ ও এস রহমান।

    রাজনৈতিক দল বিএনপি দীর্ঘ দিন জোটবদ্ধ নির্বাচনে অংশগ্রহন করায় শরীক দল জামায়াতকে ছাড় দেওয়ায় আসনটিতে প্রার্থী দিতে পারেনি। ১৯৯৬ সালে প্রার্থী দিলেও আওয়ামীলীগের প্রার্থীকে প্রধান প্রতিদ্বন্দ্বি মনে করায় সাধারণ ভোটাররা জামায়াতের দিকেই ঝুঁকে পড়ে। বিশেষ করে আওয়ামী এন্ট্রি ভোটাররা জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুসকেই ম্যান্ডেট দেয়। ঐ নির্বাচনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জি,এ সবুর ১৬,৮৩৫ ভোট পান। আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট শেখ মো. নূরুল হক ৬৬,০৩৩ ভোট পেয়ে বিজয়ী হলেও জামায়াতের প্রার্থী শাহ্ মুহাম্মদ রুহুল কুদ্দুস ৪৯,০২৩ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দি থাকেন। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী মঈন উদ্দিন সরকার ৬,৬০২ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে ছিলেন। ঐ নির্বাচনে জামায়াতের প্রার্থী রুহুল কুদ্দুস ৫৮,৩৬৯ ভোট পেয়ে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের প্রার্থী শেখ নূরুল হক ৫৭,৬৬৯ ভোট পান। এরপর আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন প্রার্থী হতে। বিএনপির দাবি, সময়ের পরিক্রমায় আসনটিতে বিএনপির অবস্থান যেকোন সময়ের চেয়ে অনেক শক্ত। তাছাড়া আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ বাইরে থাকলে তাদের তৃণমূলের বুথমূখী ভোটারদের সমর্থন যে কারো বিজয়ের পথে টার্নিং পয়েন্ট হতে পারে। সবকিছু মিলিয়ে বিএনপিই এগিয়ে রয়েছে বলে মনে করেন তারা। তবে প্রার্থীকে অবশ্যই নির্বাচনী এলাকার বাসিন্দা ও সাদা ইমেজের জনবান্ধব হতে হবে।

    নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, এ আসনটিতে ১৯৭৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ৮টি জাতীয় সংসদ নির্বাচনে যথাক্রমে ১৯৭৩ সালের ৭ মার্চ নির্বাচনে আওয়ামী লীগের স.ম বাবর আলী, ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারী নির্বাচনে মুসলিম লীগের খান এ সবুর নির্বাচিত হন। এরপর সীমানা পরিবর্তনের পর ১৯৮৬ সালের ৭ মে নির্বাচনে জাতীয় পার্টির মোমিন উদ্দিন, ১৯৮৮ সালের ৩ মার্চ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জহুরুল হক, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী নির্বাচনে আসনটি শূণ্য থাকে। ১৯৯৬ সালের ১২ জুন নির্বাচনে আওয়ামী লীগের শেখ মো. নূরুল হক, ২০০১ সালের ১ অক্টোবর জামায়াতের শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের প্রার্থী সোহরাব আলী সানা নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারী, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ও ২০২৪ সালের ৭ জানুয়ারী বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা যথাক্রমে শেখ মো. নূরুল হক, আক্তারুজ্জামান বাবু ও মো. রশীদুজ্জামান নির্বাচিত হন।

    ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পরবর্তী অনুষ্ঠিত নির্বাচনগুলোর মধ্যে অধিকাংশ সময় আওয়ামীলীগ কখনো জামায়াত ইসলামী বিজয়ী হলেও ২০২৪ এর ৫ আগস্ট অভ্যুত্থান পরবর্তী সুন্দরবন উপকূলীয় জনপদের গুরুত্বপূর্ণ আসনটিতে নতুন উদ্যমে বেড়ে ওঠা বিএনপি ঠিক কি ধরনের প্রভাব ফেলবে তার বহুলাংশে নির্দ্ধারণ করছে প্রার্থীতার উপর। তাই আপাতত ভোটের আগে মাঠের লড়াইয়ে জামায়াতের একক ও বিএনপির অর্ধ ডজন প্রার্থী রাজনীতির মাঠ গরম করছেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • মহেশপুরে ব্যবসায়ীকে মা-রধর করে মোটরসাইকেল ছি-নতাই, আ-টক ৪

    মহেশপুরে ব্যবসায়ীকে মা-রধর করে মোটরসাইকেল ছি-নতাই, আ-টক ৪

    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ঝিনাইদহের মহেশপুরে এক মুদি ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন, যিনি স্থানীয় ইউপি সদস্য বলে জানা গেছে।

    পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলার নিমতলা (ফতেপুর) গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মো. আব্দুস সামাদ প্রতিদিনের মতো গত ৩ জুলাই রাত ১১টার দিকে মহেশপুর ডিগ্রি কলেজ মোড়ে নিজের মুদি দোকান বন্ধ করে কালো রঙের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল নিয়ে বাড়ির পথে রওনা দেন। রাত আনুমানিক ১১টার দিকে ফতেপুর ইউনিয়নের কদমতলা কাজলাবাড়ীর মোড়ে পৌঁছালে ওঁত পেতে থাকা দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ মারপিট করে।

    এঘটনায় ভুক্তভোগী আব্দুস সামাদ জানান, তারা তার চলন্ত মোটরসাইকেল লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করলে তিনি রাস্তার পাশে পড়ে যায়। পরে তারা এলোপাতাড়ি মারধর করে তার মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা, একটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
    ঘটনার পরদিন রাতে আব্দুস ছামাদ বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মহেশপুর থানার এসআই (নি.) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মহেশপুর শহরের গুলশানপাড়া এলাকা থেকে চারজনকে আটক করে।

    আটককৃতরা হলেন—কদমতলা গ্রামের মো. সুমন মিয়া (২৬), বগুড়ার নুনগুলা ইউনিয়নের লুৎফর রহমান (২৩), নাটিমা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোছা. সালমা খাতুন (৪৫) এবং কদমতলার সাকিল খান (২৬)।
    মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইফুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • প্রায় অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু পাইকগাছার ভরত চন্দ্র হাসপাতাল র-ক্ষায় মানববন্ধন

    প্রায় অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু পাইকগাছার ভরত চন্দ্র হাসপাতাল র-ক্ষায় মানববন্ধন

    পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছার কপিলমুনির ভরত চন্দ্র হাসপাতাল রক্ষার দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৬ জুলাই) সকালে হাসপাতালের সামনে আধুনিক কপিলমুনির রূপকার রায় সাহেব বিনোদ বিহারী সাধুর প্রতিষ্ঠিত ভরত চন্দ্র হাসপাতালের অবকাঠামো নির্মাণ কাজ সমাপ্ত, জনবল বৃদ্ধি ও জনকল্যাণে দানকৃত হাসপাতালের সম্পত্তি দখলে নিতে স্থানীয় চিহ্নিত দু’ ভূমি দস্যু মোঃ জয়নুদ্দীন গাজী ও গোপাল সাধু কর্তৃক দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    কপিলমুনি প্রেসক্লাবেরর আহবায়ক এইচ,এম,শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পানি কমিটি ও বিএনপির কপিলমুনি ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এম বুলবুল আহম্মেদ, উপজেলা জামাতের সম্পাদক মাওলানা আলতাপ হোসেন, স্থানীয় সাংবাদিক এস এম, মুস্তাফিজুর রহমান পারভেজ, অনলাইন পোর্টাল দীপ্ত নিউজের সম্পাদক ও প্রকাশক শেখ দীন মাহমুদ, কপিলমুনি কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান, বনিক সমিতির আহবায়ক শেখ আনারুল ইসলাম।

    কপিলমুনি প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে মাওলানা বুলবুল আহম্মেদ, বিনোদস্মৃতি সংসদের সভাপতি দিপংকর সাহা, সাবেক প্রেসক্লাবের সভাপতি হেদায়েত আলী টুকু, তপন পাল,মিন্টু অধিকারী, সাংবাদিক নজরুল ইসলাম, রামপ্রসাদ কর্মকার, শেখ খায়রুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন, ফরিজুল ইসলাম সহ সীমান্তবর্তী ৩ উপজেলার (পাইকগাছা,ডুমুরিয়া,তালা) বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    স্থানীয়রা জানায়, হাসপাতাল প্রতিষ্ঠার পর তৎকালীন সময়ে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা সহ এক্স-রে মেশিন স্থাপন করেন রায় সাহেব বিনোদ বিহারী সাধু। ওই সময়ে খুলনা সদর হাসপাতালেও উন্নত চিকিৎসার জন্য কোন এক্স-রে মেশিন ছিলনা। ফলে উর্দ্ধতন কর্মকর্তার বিশেষ অনুরোধে ভরত চন্দ্র হাসপাতালের এক্স-রে মেশিনটি সদর হাসপাতালে নিজ খরচে ভবন নির্মান সহ প্রতিস্থাপন করা হয়, যা আজও দৃশ্যমান।

    প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর প্রাথমিকভাবে এটি ভরত চন্দ্র দাতব্য চিকিৎসালয় এবং ভরত চন্দ্র হাসপাতাল হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে, ১৯৭৩ সালে তৎকালীন সরকার এটি জাতীয়করণ করে এবং ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করে। হাসপাতালটি বিস্তীর্ণ অঞ্চলের প্রায় অর্ধ কোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু।

    সর্বশেষ রোববার অনুষ্ঠিত মানববন্ধনে দক্ষিণাঞ্চলের প্রাচীনতম ঐতিহ্যবাহী এ হাসপাতালটি রক্ষায় সংশ্লিষ্ঠদের জরুরী হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

    ইমদাদুল হক
    পাইকগাছা, খুলনা।

  • সাংবাদিক শাহনেওয়াজ এর আরোগ্য  কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সাংবাদিক শাহনেওয়াজ এর আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শহিদুল ইসলাম,
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম বাসস এর ব্যুরো প্রধান সাংবাদিকদের অভিভাবক সাংবাদিক শাহনেওয়াজ অসুস্থতা জনিত কারণে বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সহ সকল সাংবাদিক যারা বিভিন্ন কারণে অসুস্থ রয়েছেন, প্রত্যেকের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন চেরাগী পাহাড়স্থ লুসাই হলে চট্টগ্রাম এর দৈনিক নিউজ গার্ডেন পত্রিকার পক্ষ হতে। নিউজ গার্ডেন সম্পাদক কামরুল হুদার সভাপতিত্বে ও নিউজ গার্ডেন বার্তা সম্পাদক মোঃ সাইফুর রহমান সাইফুলের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ প্রেস কাউন্সিল নির্বাহী পরিষদের সাবেক সদস্য ও চট্টগ্রাম প্রেসক্লাব বিপ্লবী অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক মাইনুদ্দিন কাদেরী শওকত। তিনি তার বক্তব্যে বলেছেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা যা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বর্তমান যুগে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে সাংবাদিকতার গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল সাংবাদিকতার উত্থান এই পেশার প্রতি আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

    অনেকেই এখন সাংবাদিকতাকে একটি আকর্ষণীয় এবং সম্মানজনক পেশা হিসেবে বিবেচনা করছেন। সাংবাদিকতা কিন্তু একটি চ্যালেঞ্জিং ক্ষেত্র, যেখানে সত্যতা, বস্তুনিষ্ঠতা এবং গভীর অনুসন্ধানের প্রয়োজন হয়। একজন ভালো সাংবাদিককে সমাজের বিভিন্ন দিক সম্পর্কে জানতে ও বুঝতে হয়, পাশাপাশি সমাজের সমস্যাগুলো তুলে ধরতে হয়। একজন সফল সাংবাদিক হওয়ার জন্য প্রয়োজন: গভীর জ্ঞান ও আগ্রহ, কথা বলার দক্ষতা, তথ্য সংগ্রহ, অনুসন্ধিৎসা, বস্তুনিষ্ঠতা, সংবেদনশীলতা, সংযম ও নৈতিকতা। সাংবাদিকতা পেশায় আসতে হলে, এই গুণাবলী থাকতে হবে। তিনি আরো বলেন, কেউ কেউ সাংবাদিকতাকে ব্যবসা হিসেবে নিয়েছে। সেকারণে যে কেউ এ পেশায় আশার জন্য হুমড়ী খেয়ে পড়ছে। এটা জাতির জন্য অশনী সংকেত। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

    দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের অন্যতম সংগঠন ও করোনা যুদ্ধা ইজিঃ মোঃ জাবেদ আবছার চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামের সাংবাদিক সমাজের আইকন, পরিচ্ছন্ন সাংবাদিক, জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির ঐক্যের প্রতীক, বাসস চট্টগ্রামের প্রধান, সিএমইউজে সভাপতি, মোহাম্মদ শাহনওয়াজ এর সুস্থতা প্রত্যাশা করছি। সাথে সাথে সমস্ত অসুস্থ সাংবাদিক ও তাদের পরিবারের সুস্থতা কামনা করছি। সবাই দোয়া করবেন যেন তারা দ্রুত আরোগ্য লাভ করে। আল্লাহ যেন সকলকে শেফায়ে কুল্লিয়া আজেলা কামেলা দান করে।

    এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক এম. নুরুল হুদা চৌধুরী, লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন।
    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিনিয়র সহকারী পরিচালক মোসতাক খন্দকার, রাজনীতিবিদ দ্বীন মোহাম্মদ, হাফেজ মাহমুদুল হাসান, রাজনীতিবিদ সামসু উদ্দিন সামসু, সাংবাদিক ইসমাইল, ফারমান উল্লাহ, দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শহীদুল ইসলাম, সরোয়ার উদ্দীন, জাকির হোসেন, মো: ছরওয়ার কামাল সহ প্রমুখ নেতৃবৃন্দ।

    আলোচনা শেষে অসুস্থ সাংবাদিক মোহাম্মদ শাহ নওয়াজসহ সকল অসুস্থ সাংবাদিক ও তাদের পরিবারের আরোগ্য কামনা করে মুনাজাত করেন বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক মাওলানা হাফেজ আনোয়ার হোসেন রাব্বানী।