Blog

  • কুমিল্লায় সড়ক দূ-র্ঘটনায় প্রবাসীর  দ্বিখ-ণ্ডিত, লা-শ উ-দ্ধার, 

    কুমিল্লায় সড়ক দূ-র্ঘটনায় প্রবাসীর দ্বিখ-ণ্ডিত, লা-শ উ-দ্ধার, 

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা জেলা দঃ,

    বুধবার ২৪ সেপ্টেম্বর  সকালে কুমিল্লা- সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে মোটর সাইকেল আরোহীকে অজ্ঞাত এক গাড়ি চাপা দিয়ে দেহ দ্বিখণ্ডিত করায় ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

     নিহত  প্রবাসী যুবক কামরুল হাসান রানা (২৫) ডুবাই থেকে দেশে ফিরেছে, কিছু দিনের মধ্যে ইউরোপের  ফিজিতে যাওয়ার জন্য ভিশা এসেছিল।

    নিহতের চাচাত ভাই মাসুম ভূইয়া  জানান জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর উত্তর শ্যামপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মোঃ কামাল হাসান রানা (২৫) কয়েক মাস পূর্বে ডুবাই থেকে বাংলাদেশে এসেছে। তিনি দেশে এসে কুমিল্লা আলেখারচর বিশ্ব রোড কুমিল্লা হাইওয়ে ইন হোটেলে চাকুরী নেয়। 

    ২৪ সেপ্টেম্বর বুধবার সকালে বাড়ি থেকে মোটর সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার সময় কুমিল্লা – সিলেট মহাসড়কের পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে সকাল ৭ টায় অজ্ঞাত গাড়ির চাপায় তার দেহ দ্বিখণ্ডিত করে পালিয়ে যায়। এদিকে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। তিনি হোটেলে চাকুরির পাশাপাশি ফিজি যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেন এবং ভিসা এসেছিল কিছুদিনের মধ্যেই চলে যাওয়ার কথা ছিল। তার ফিজি যাওয়া আর হল না। এদিকে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ লাশ ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোঃ ইকবাল বাহার বলেন  সকাল ৭ টায় অজ্ঞাত গাড়ির চাপায় তার দেহ দ্বিখণ্ডিত হয়ে মারা যায়।দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়ার চলমান আর ঘাতক অজ্ঞাত গাড়িটি সনাক্তের চেষ্টা অব্যহৃত রয়েছে।

  • অটোয়ারী মাহি ফিলিং স্টেশন থেকে  চো-রাই বা-ইক উ-দ্ধার

    অটোয়ারী মাহি ফিলিং স্টেশন থেকে চো-রাই বা-ইক উ-দ্ধার

    পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার অটোয়ারী উপজেলার মাহি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিনের কাছ থেকেই তাঁর অফিস কক্ষে পঞ্চগড় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে (বুধবার) ২৪ সেপ্টেম্বর ২০২৫ বাজাজ ডিসকোভার ১২৫ সিসি বাইকটি উদ্ধার করে এ সময় ডিবি পুলিশের এস আই আবু সাঈদ সহ অন্যান্য ডিবির সদস্যরা অংশ নেয়। আসামী আল আমিন উপস্থিত ছিলেন অপর দুই আসামী ফিরোজ ইসলাম ও মেহেদী হাসান। মামলার বিবরনে প্রকাশ (মঙ্গলবার) ১২ আগস্ট ২০২৫ খ্রিঃ গভীর রাতে উল্লিখিত আসামীরা পঞ্চগড় সদর উপজেলার উত্তর জালাসী পাড়া এলাকার সফিকুলের বাড়ি থেকে চুরি করে বাইকটি । মামলার বাদী মোঃ সফিকুল ইসলাম বলেন অনেক খোঁজাখুঁজির পর গোপন সংবাদের ভিত্তিতে আমি নিশ্চিত হয়ে পঞ্চগড় সদর আমলী আদালত ১ মামলা দায়ের করি মামলা নং ৭৩৫/২৫ । পুলিশ জানিয়েছে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামী আল আমিন কোন কথা বলতে রাজি হননি। এদিকে গত কিছুদিন ধরে পঞ্চগড়ে জেলার বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি বৃদ্ধির ঘটনায় সাধারণ মানুষ সংকিত।

  • পঞ্চগড়ে টা-ইফয়েড টি-কাদান নিয়ে ক-র্মশালা

    পঞ্চগড়ে টা-ইফয়েড টি-কাদান নিয়ে ক-র্মশালা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।
    তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীলের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ। ভার্চুয়ালি যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন।
    প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, দুষিত খাবার ও পানির মাধ্যমে টাইফয়েড রোগের জীবাণু ছড়ায় এবং সঠিক সময় রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে এটি মারাত্মক আকার ধারণ করে। এজন্য টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। এই টিকা সম্পর্কে সঠিক তথ্য শিক্ষার্থীসহ সকলের নিকট পৌঁছে দিতে উপস্থিত সকলের কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি টিকা সম্পর্কে অপতথ্য প্রচার ও গুজব প্রসঙ্গে বলেন, টিকা নিয়ে অনেক অপতথ্য প্রচার ও গুজব ছড়াচ্ছে। এসব অপতথ্য প্রচার ও গুজব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এজন্য গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ কর্মসূচি সফল করতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
    এর আগে, জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল পাওয়ার পয়েন্টের মাধ্যমে টাইফয়েড ভ্যাকসিনেশন কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন।
    সিভিল সার্জন বলেন, আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড ভ্যাকসিনেশন কর্মসূচি। মাসব্যাপী হলেও মূলত ২০ কর্মদিবস চলবে এই কর্মসূচি। এর মধ্যে ১০ কার্যদিবস শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৮ কার্যদিবস কমিউনিটিতে এ কার্যক্রম চলবে। কর্মসূচির আওতায় নয় মাস থেকে ১৫ বছর বয়সী তিন লাখ ৬২ হাজার ১৭৭ জন শিশুকে টাইফয়েড ভ্যাকসিনেশন টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে জেলার এক হাজার ৮৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে দুই লাখ ৪৭ হাজার ২৫০ জনকে এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত এক লাখ ১৪ হাজার ৯২৭ জনকে এক হাজার ৬২টি কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
    তিনি এ কর্মসূচি সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। পরে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

  • স-ন্ত্রাস, ছি-নতাই ও মা-দক দ-মন: ইপিজেড থানার শ-ক্তিশালী পদক্ষেপে নাগরিকদের স-ম্পৃক্ততা

    স-ন্ত্রাস, ছি-নতাই ও মা-দক দ-মন: ইপিজেড থানার শ-ক্তিশালী পদক্ষেপে নাগরিকদের স-ম্পৃক্ততা

    শহিদুল ইসলাম,
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রামের ইপিজেড থানার উদ্যোগে এবং ওয়ার্ড সিটিজেনস্ ফোরাম কমিটির সমন্বয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আইন-শৃঙ্খলা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় নাগরিক নেতৃবৃন্দ এবং ইপিজেড থানার পুলিশ সদস্যরা।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (বন্দর বিভাগ), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাংগীর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর বিভাগ) এবং জনাব মাহমুদুল হাসান, সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন)।

    নাগরিক প্রতিনিধিদের মধ্যে ছিলেন জনাব রোকন উদ্দিন মাহমুদ খলিল, সভাপতি, সিটিজেনস ফোরাম সমন্বয় কমিটি, ইপিজেড থানা, জনাব মোঃ মজিবুল হক বকুল, সাধারণ সম্পাদক, এবং জনাব মোহাম্মদ জামির হোসেন জিয়া, অফিসার ইনচার্জ, ইপিজেড থানা।

    সভায় আলোচিত বিষয়ের মধ্যে ছিল আইন-শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, এবং স্থানীয় জনগণকে নিরাপত্তা সেবা প্রদান। নাগরিকরা সরাসরি তাদের অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন, যা পুলিশ ও সিটিজেনস ফোরাম কমিটির সমন্বিত উদ্যোগে দ্রুত সমাধান করার অঙ্গীকার ব্যক্ত করে।

    সভাটি অনুষ্ঠিত হয় দক্ষিন হালিশহর উচ্চ বিদ্যালয়, ইপিজেড, চট্টগ্রাম-এ, ২৪ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৪টায়, এবং এটি সরাসরি ইপিজেড থানার আয়োজনে বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একযোগে নাগরিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ মোকাবেলায় সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

    পুলিশ প্রশাসন ও নাগরিক প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত এই সভা চট্টগ্রামের আইন-শৃঙ্খলা ব্যবস্থায় স্বচ্ছতা, দ্রুত সেবা প্রদানে দক্ষতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, সভায় নাগরিকদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে স্থানীয় সমস্যা দ্রুত সমাধানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা আগামী দিনে শহরের নিরাপত্তা ও সামাজিক শান্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • পটুয়াখালী জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বাবু খানের বিরু-দ্ধে সংবাদ সম্মেলন

    পটুয়াখালী জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বাবু খানের বিরু-দ্ধে সংবাদ সম্মেলন

    আল আমিন মোল্লা।
    পটুয়াখালী প্রতিনিধি।

    দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সাবেক পৌর শ্রমিক দল।

    মঙ্গলবার ২৩- সেপ্টেম্বর সন্ধ্যায় পৌর শহরের ৭ নং ওয়ার্ড পুরাতন ফায়ার সার্ভিস রোডে পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি শামীম খন্দকার এর নিজ কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি শামীম খন্দকার এর আয়োজনে উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন , পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জলিল আকন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, পৌর শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক সান্টু মৃধা, পৌরসভা ৮ নং ওয়ার্ড সভাপতি লতিফ ব্যাপারি সহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

    সংবাদ সম্মেলনে বলা হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক নিয়ে পৌর সভার ১ নং ওয়ার্ডে শ্রমিক দলের অস্থায়ী কার্যালয় উদ্ভোধন করা হয়েছে। সেখানে জেলা ভারপ্রাপ্ত সভাপতি দলের অন্যান্য নেতৃবৃন্দকে না জানিয়ে উপস্থিত ছিলেন। এছাড়াও বিগত দিনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে উঠাবসা করার অভিযোগ রয়েছে। তিনি বহু মানুষকে শ্রমিক দলের নেতা বানানোর প্রতিশ্রুতি দিয়ে অর্থনৈতিক লেনদেন সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনর মাধ্যমে বাবু খানের অনৈতিক কর্মকান্ড ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপি ও কেন্দ্রীয় নেতাকর্মীদের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে আরও বলা হয় যদি তার এই কর্মকাণ্ড অব্যাহত থাকে তবে শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা সহ কঠোর কর্মসূচি পালন করা হবে জানান।

  • এবার শা-ন্তিপূর্ণ ও আ-নন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ময়মনসিংহে অতিঃ পুলিশ সুপার

    এবার শা-ন্তিপূর্ণ ও আ-নন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ময়মনসিংহে অতিঃ পুলিশ সুপার

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা বা দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মামুন ময়মনসিংহ নগরীসহ জেলার বিভিন্ন উপজেলার পুজা মন্ডপগুলোতে ঘুরে-ফিরে খোজ খবর নিচ্ছেন। দেখছেন শেষ পর্যায়ের প্রস্তুতি, জিজ্ঞেস করছেন সমস্যার কথা।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর
    জুবলীঘাট রঘুনাথ মন্দির, বড় কালীবাড়ী মন্দিরসহ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। এসময় তার সাথে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলামসহ মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    এসময় তিনি সকল সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা জানান। এবার শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পূর্ণ করার লক্ষ্যে, জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। প্রত্যেকটি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ, পুলিশ মোটরসাইকেল টহলে থাকবে এবং প্রত্যেকটি পূজামন্ডপ সিসি ক্যামেরা আওতায় থাকবে বলে জানান।

    অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আসন্ন দুর্গাপূজা ঘিরে কেউ গুজব বা অপপ্রচার চালালে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানি দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও ছাড় দেওয়া হবে না।

    তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ দমন, মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও চুরি-ডাকাতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।

    অতিরিক্ত পুলিশ সুপার জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য জেলা পুলিশ ইতোমধ্যেই বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। সব সম্প্রদায়ের সহযোগিতায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে।

    পূজামন্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন সকল পূজামন্ডপ এর কমিটির লোকজনের সাথে কথা বলেন এবং সকল মন্দিরের সিসি ক্যামেরা গুলো ঠিকমত আছে কি-না সেটার খোজ-খবর নেন ও পূজা তৈরীর কারিগরদের সাথে কথা বলে তাদের কোন সমস্যা আছে কি না- সে বিষয়েও খোঁজ খবর নেন এবং যে কোন বিষয়ে আইনি সহায়তা দিবেন বলেও আশ্বস্ত করেন।

  • ঝিনাইদহের শৈলকুপায় দুর্গা প্রতিমা ভা-ঙচুর, মা-নসিক প্র-তিবন্ধী আ-টক

    ঝিনাইদহের শৈলকুপায় দুর্গা প্রতিমা ভা-ঙচুর, মা-নসিক প্র-তিবন্ধী আ-টক

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহের শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতের দিকে উপজেলার ফুলহরি গ্রামের হরিতলা সর্বজনীন পুজা মন্দিরে । সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যায়, এলাকার মানসিক প্রতিবন্ধী মনজের আলী মন্দিরে প্রবেশ করেন। এর পর একে একে মূর্তিগুলোর মাথা ভেঙে সরিয়ে দিতে থাকেন এবং পানিতে ডুবাতে শুরু করেন। এ ঘটনায় মনজের বিশ্বাস (৫০) নামে মানসিক প্রতিবন্ধীকে আটক করেছে পুলিশ।

    মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, ‘আজ মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত আমাদের লোকজন মন্দিরে পাহারায় ছিল। মনজের বিশ্বাস অসুর, কার্তিক, স্বরসতিসহ ৬টি মূর্তিগুলোর মাথা ভেঙেছেন।সকাল ৯টার সময় আমরা এসে দেখতে পাই যে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন, ‘মনজের বিশ্বাস কিছুটা মানসিক প্রতিবন্ধী। যেখানে পুজা হয় তিনি সেখানে যান। আমাদের এই মন্দিরেও তিনি আসেন।আমাদের এখানে খাওয়া-দাওয়া করেন। এখন এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। ঘটনাস্থল থেকে শৈলকুপা থানার ওসি মাসুম খান গণমাধ্যম কর্মীদের বলেন, ‘সিসিটিভির ফুটেজ দেখে আমরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছি। বিষয়টি নিয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ সিদ্দিকী।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • নড়াইলে একুশ পিস ই-য়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রে-ফতার

    নড়াইলে একুশ পিস ই-য়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রে-ফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে একুশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত রাশেদ গাজী রিপন গাজী (২৮) ও রুবেল মীর (৩২) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত রাশেদ গাজী রিপন গাজী (২৮) নড়াগাতী থানাধীন যোগানিয়া গ্রামের আলম গাজীর ছেলে ও রুবেল মীর(৩২) নড়াগাতী থানাধীন কলাবাড়িয়া গ্রামের মৃত আশরাফ মীরের ছেলে। সোমবার (২২ সেপ্টেম্বর)’২৫ গভীর রাতে নড়াগাতী থনাধীন বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজীব পাল রাজু ও এএসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাশেদ গাজী রিপন গাজী (২৮) ও রুবেল মীর (৩২)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে একুশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ; রবিউল ইসলামের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • গোদাগাড়ীতে এস.এস.সি. তে  জিপিএ -৫  প্রা-প্তদের মাঝে পৌরসভা বৃত্তি প্রদান

    গোদাগাড়ীতে এস.এস.সি. তে জিপিএ -৫ প্রা-প্তদের মাঝে পৌরসভা বৃত্তি প্রদান

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : শিক্ষার উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৩টায় পৌরসভা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে জিপিএ – ৫ বৃত্তিপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ২ হাজার টাকার প্রাইজবন্ড, একটি সনদপত্র, দুটি বই এবং দুটি ফলের গাছ।

    গোদাগাড়ী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রাজশাহীর উপপরিচালক, মো: জাকিউল ইসলাম,

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক আমিরুল ইসলাম।
    আরও উপস্থিত ছিলেন,সমাজসেবা কর্মকর্তা
    মোহাঃ আব্দুল মানিক, পোরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ হেলাল উদ্দীন

    অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।
    শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এই ধরনের বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা তৈরি করে। বৃত্তির সঙ্গে বই ও ফলের গাছ দেওয়ার মধ্য দিয়ে শিক্ষা ও পরিবেশ সচেতনতার প্রতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে।

    প্রধান অতিথি মো: জাকিউল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের প্রতিভা বিকাশে সরকারি ও স্থানীয় পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। গোদাগাড়ী পৌরসভার এ উদ্যোগ প্রশংসনীয়।”

    সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ফয়সাল আহমেদ বলেন, “আমরা চাই আমাদের পৌর এলাকার শিক্ষার্থীরা শুধু পড়াশোনাতেই নয়, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধেও সমৃদ্ধ হোক। এ ধরনের বৃত্তি তাদের অনুপ্রাণিত করবে। ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার ব্যপারে আগ্রহী করে তুলবে।

    অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ কর্মসূচি আরও সম্প্রসারণের দাবি জানান।

    মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী রাইসা ও মাফিয়া বলেন, আমরা পৌরসভা চিনতাম না। আমাদের মত অনেকের অবস্থা একই। বৃত্তি অর্থ, বই, গাছ দারুন ভাল লাগছে। পৌরসভার কর্মকর্তার সাথে পরিচিত হলাম, সারা জীবণ মনে থাকবে। এর আগে পৌরসভা কোনদিন এধরনের উদ্যোগ গ্রহন করেন নি। এটা খুব ভাল কাজ। আগামীতে বৃত্তির এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন দুই মেধাবী ছাত্রী।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী

  • র‌্যাব-১২ এর অ-ভিযানে ২০ কেজি গাঁ-জাসহ ২ জন মা-দক ব্যব-সায়ী গ্রে-ফতার

    র‌্যাব-১২ এর অ-ভিযানে ২০ কেজি গাঁ-জাসহ ২ জন মা-দক ব্যব-সায়ী গ্রে-ফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে যমুনা সেতু পশ্চিম থানা এলাকা হতে ২০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

    ১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. সন্ধ্যা ১৯.২০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বরে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যান, ০২টি মোবাইল ফোন এবং নগদ ১৩০০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। আলী নেওয়াজ খোকন (৫৬), পিতা- মৃত জানে আলম, সাং- দূর্গাপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা, ২। রিপন চন্দ্র মন্ডল (৫০), পিতা- মৃত নিতাই চন্দ্র মন্ডল, সাং- ধর্মগঞ্জ, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন হতে লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা কাভার্ড ভ্যান যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।