Blog

  • গ্রীন এন্ড ক্লিন ফুলবাড়িয়া গড়তে ২০টিরও অধিক প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন ইউএনও

    গ্রীন এন্ড ক্লিন ফুলবাড়িয়া গড়তে ২০টিরও অধিক প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন ইউএনও

    আরিফ রববানী ময়মনসিংহ
    ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘গ্রিন এন্ড ক্লিন ফুলবাড়িয়া ’ কর্মসূচির আওতায় একদিনে ৯৬০ জন শিক্ষার্থী এবং ২০ টিরও অধিক প্রতিষ্ঠানে বিভিন্নজাতের গাছের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক।

    বুধবার (৯জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন চত্তরে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর আগে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় গ্রীন এন্ড ক্লিন কর্মসূচীর আওতায় ফুলবাড়িয়াকে গ্রীন এন্ড ক্লিন গড়ে তুলতে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন উপজেলা নির্বাহী অফিসার।

    বৃক্ষরোপন কর্মসূচি অংশ হিসাবে চারা বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক বলেন, ‘গ্রিন এন্ড ক্লিন ফুলবাড়িয়া কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় বৃক্ষ রোপন কার্যক্রম শীঘ্রই সফলভাবে সমাপ্ত হবে। একইসাথে ক্লিন কার্যক্রমের অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা ও উপজেলার বড় খালগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের জন্য পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি ফুলবাড়িয়াবাসী এর সুফল ভোগ করবে।
    তিনি বলেন-বৃক্ষরোপণ কর্মসূচি হল পরিবেশ সুরক্ষার জন্য ব্যাপক আকারে গাছের চারা রোপণের একটি কার্যক্রম। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্বন ডাই অক্সাইড শোষণ, অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি এবং ভূমি ক্ষয় রোধ করা যায়। সাধারণত, জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এই কর্মসূচি চলে এবং ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় প্রশাসন ও হর্টিকালচারের সাথে যোগাযোগ করে সুলভ মূল্যে চারা সংগ্রহ করা যেতে পারে। এসময় বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব রয়েছে বলে জানিয়ে তিনি বলেন-গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে বিশুদ্ধ রাখে এবং গাছপালা ভূমি পৃষ্ঠের তাপমাত্রা কমাতে সাহায্য করে, যা পরিবেশের জন্য খুবই প্রয়োজনীয়। তিনি আশা পোষণ করেন শিক্ষার্থীরা এবং তাদের দ্বারা চারাগাছগুলো সযত্নে বেড়ে উঠবে।

  • গৌরনদীর যুবক কালকিনি থেকে নি-খোঁজ, উদ্বি-গ্ন পরিবার ‎

    গৌরনদীর যুবক কালকিনি থেকে নি-খোঁজ, উদ্বি-গ্ন পরিবার ‎

    কে এম সোয়েব জুয়েল।।
    ‎বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদি গরমগল গ্রামের বাসিন্দা মো. হাফিজুল মল্লিক (৩২) গত ২৮ জুন সকাল ১১টার পর থেকে নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

    ‎হাফিজুল মল্লিক কর্মরত ছিলেন মাদারীপুর জেলার কালকিনি থানার রমজানপুর ইউনিয়নের উত্তর চড়াইকান্দি গ্রামের বিসমিল্লাহ বেকারিতে। তিনি ওই বেকারির মালামাল ভ্যানগাড়িতে করে কালকিনি ও গৌরনদীর বিভিন্ন বাজারে সরবরাহ করতেন।

    ‎তার ছোট ভাই মো. সজীব মল্লিক জানান, ২৮ জুন (শনিবার) সকাল থেকে হাফিজুলের মোবাইল নম্বরে (০১৭৪৩-১১৮৪১০) বারবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। পরদিন ২৯ জুন (রবিবার) বেকারিতে খোঁজ নিতে গেলে মালিক মো. শওকত হোসেন জানান, হাফিজুল ২৮ জুন বেলা ১১টার দিকে মালামাল সরবরাহ শেষে গাড়ি জমা দিয়ে বেকারি থেকে বের হয়ে যান, এরপর আর ফেরেননি।

    ‎হাফিজুলের মা মোসা. আলেয়া বেগম বলেন, “আমার ছেলের কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। প্রশাসনের কাছে অনুরোধ করছি—আমার ছেলের সন্ধান পেতে সহযোগিতা করুন।”

    ‎নিখোঁজ যুবকের শারীরিক বর্ণনায় জানা যায়, তার গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমণ্ডল গোল এবং ছোট দাঁড়ি রয়েছে।

    ‎এ ঘটনায় কালকিনি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নম্বর ৩৬৭) করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ খন্দকার মো. সোহেল রানা বলেন, “নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ তৎপর রয়েছে। যদি কেউ তার সম্পর্কে কোনো তথ্য পান, তবে থানায় জানাতে অনুরোধ করা হচ্ছে।

  • সুন্দরগঞ্জে আরসিবি’র সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু 

    সুন্দরগঞ্জে আরসিবি’র সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু 

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ 

    জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাইবান্ধার সুন্দরগঞ্জে মাসব্যাপি সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলো সামাজিক সংগঠন রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ-আরসিবি। 

    বুধবার সকালে সামাজিক সংগঠন আরসিবির উদ্যোগে উপজেলার বেলকা ইউনিয়নের পঞ্চানন্দ আর ইউ দ্বি-মুখী দাখিল মাদ্রাসা মাঠে কর্মসূচির উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির। 

    এসময় বক্তব্য রাখেন আরসিবির প্রধান পৃষ্ঠপোষক এবং যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট ও বৃহত্তর রংপুর ছাত্র ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, মাদ্রাসার ভারপ্রাপ্ত শহীদুর রহমান, ইউপি সদস্য এবং সহকারী শিক্ষক আবু রায়হান। 

    আরসিবি সভাপতি হাবিবুল্লাহ সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, আরসিবি উপদেষ্টা সাংবাদিক সুদীপ্ত শামীম, হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক শাহিন আলম, পাঠাগার সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য ইয়াসিন আলী প্রমুখ। 

    বৃক্ষরোপন কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া। বৃক্ষরোপণ অনুষ্ঠানে সহযোগিতা করে স্কাউটস সদস্যরা। 

    সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে কৃষি  কর্মকর্তা রাশিদুল কবির বলেন, সামাজিক সংগঠন আরসিবির এই ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে শুধু বৃক্ষরোপণ নয় পরিচর্যাই মূল বিষয়। সবাইকে এই ধরনের উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

    আরসিবি সভাপতি হাবিবুল্লাহ সরকার জানান, প্রাথমিকভাবে বেলকা ইউনিয়নের ৩০টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মাসব্যাপী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপন পর্যায়ক্রমে করা হবে।

  • চারঘাটে উপজেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা

    চারঘাটে উপজেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে ‘‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’’ (গেটকা) প্রকল্প’র উপজেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকাল ১০ টায় ডাসকো ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স, কানাডার সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    ডাসকোর জেলা কো-অডিনেটর মদন দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

    এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: তৌফিক রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ, ডাসকো উপজেলা সমন্বয়কারী অনন্যা রানী দাস, উপজেলা আদিবাসী সংগঠনের সভাপতি ষষ্ঠী পাহাড়িয়াসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ।

    ডাসকো ফাউন্ডেশন রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ী ও চারঘাট উপজেলার ১৮টি ইউনিয়নে “জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’’ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। যা ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৭ মেয়াদে চলমান থাকবে। বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা-এর আর্থিক সহযোগিতায় এবং জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহাযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের জলবায়ূ ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার দায়বদ্ধ-জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়নে যুব ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্ব সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের মাধ্যমে জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল তৈরী ও বাস্তবায়ন করার লক্ষ্যে প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পের অধীনে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি জাতীয় পর্যায়ে এডভোকেসি কার্যক্রম পরিচালিত হবে।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।।

  • দুর্নী-তির অভি-যোগে দপদপিয়া ইউপি চেয়ারম্যানের অ-পসারণের দাবিতে সংবাদ সম্মেলন

    দুর্নী-তির অভি-যোগে দপদপিয়া ইউপি চেয়ারম্যানের অ-পসারণের দাবিতে সংবাদ সম্মেলন

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বিতর্কিত ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার অপসারণের দাবিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ইউনিয়নের নাগরিক সমাজ।

    বুধবার (৯ জুলাই) সকাল ১১টায়, নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান বাবুল মৃধার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ তুলে ধরা হয়।

    সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ বশিরুজ্জামান মিলন। তিনি অভিযোগ করে বলেন, সোহরাব হোসেন বাবুল মৃধা দীর্ঘদিন ধরে সরকারি দলের ছত্রচ্ছায়ায় বিনা ভোটে চেয়ারম্যান হয়ে ইউনিয়ন প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের তহবিল আত্মসাৎ, ট্রেড লাইসেন্স নবায়নের নামে শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করে তা ব্যাংকে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে।

    এছাড়া, বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম, ওয়ারিশ সনদ, ভাতা কার্ড ও ভিজিডি চালে দুর্নীতির অভিযোগও তোলা হয়।

    গ্রাম্য সালিশে অর্থের বিনিময়ে পক্ষপাতমূলক সিদ্ধান্ত গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়ন চালানোর অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে।

    নেতৃবৃন্দ বলেন, ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সেই সাথে নিরপেক্ষ প্রশাসক নিয়োগ দিয়ে জনভোগান্তি নিরসনের ও দাবী জানান তারা।

    নাগরিক সমাজ জানায়, আমরা তার অনিয়মের অভিযোগে দ্রুত অপসারণের দাবীতে ইউএনও এর কাছে স্মারকলিপি প্রদান করেছি ২২ জুন। আগামী ২ দিনের মধ্যে চেয়ারম্যানকে অপসারণ এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ রিমন মল্লিক, শেখ সজীব, মোঃ হান্নান সরদার, মোঃ রাসেল মল্লিক, মোঃ সেন্টু হাং প্রমুখ।

    তাঁরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে দপদপিয়া ইউনিয়নের জনগণ বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য দাবি আদায় করবে।

    এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার বিরুদ্ধে যারা কথা বলছে, তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই। আমি ২২ জুন থেকে পরিষদে যেতে পারছি না, তবে বাড়িতে বসেই কাজ চালিয়ে যাচ্ছি।

    নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, তারা আমাদের কাছে স্মারকলিপি দিয়েছে, আমরা তা গ্রহণ করেছি। যেহেতু তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তাই সরানো বা বসানো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। তবে তাঁর বিরুদ্ধে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হবে। আমরা প্রাপ্ত কাগজপত্র জেলা প্রশাসনে পাঠিয়েছি।

    নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, তারা আমাদের কাছে স্মারকলিপি দিয়েছে, আমরা তা গ্রহণ করেছি।  এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • গৌরনদীর নলচিড়ার মাদ্রাসা ছাত্র  নি-খোঁজ – উ-দ্বিগ্ন পরিবার

    গৌরনদীর নলচিড়ার মাদ্রাসা ছাত্র নি-খোঁজ – উ-দ্বিগ্ন পরিবার


    ‎কে এম সোহেব জুয়েল ঃ
    ‎বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামের মহিউদ্দিন খানের পুত্র মোঃ মাহফুজুর রহমান খান -১৪ গত ০৮ জুলাই ২৫ ইং রোজ মঙ্গলবার দুপুর দেরটার দিকে যোহোর নামাজ সেরে বাড়ি ফিরার পথে নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

    ‎‎তার চাচা জামাল খান জানান, গতকাল মঙ্গলবার যোহর নামাজ সেরে বাড়ি যাওয়ার পথে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

    তাকে (মাফুজ) বাড়ি ফিরতে বিলম্ব হওয়ায় বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করে না পেয়ে অদ্য পর্যন্ত তার সন্ধ্যান পেতে বিভিন্ন মহলে খোঁজ চলছে। এবং তাকে না পেয়ে পরিবারের লোকজন হতাশায় দিন কাটাচ্ছেন।

    ‎নিখোঁজের পরিবার তার সন্তানকে খুঁজে পেতে প্রশাসন সহ বিভিন্ন মহলের হস্তক্ষেপ কামনা করছেন।

    ‎নিখোঁজ যুবকের শারীরিক বর্ণনায় জানা যায়, তার গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট চুলের রং কালো গায়ে ছিল টি শার্ট কফি কালার, পরনে ছিল পায়জামা। নিখোোঁজ পরিবারের লোকজনের দাবি যদি কেউ তার সন্তানের সম্পর্কে কোনো তথ্য পান, তবে নিকটতম থানায় জানাতে অনুরোধ করা হচ্ছে।

  • বকশীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ  উন্নয়নে বহুমুখী উদ্যোগ ইউএনও মাসুদ রানার

    বকশীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ উন্নয়নে বহুমুখী উদ্যোগ ইউএনও মাসুদ রানার

    আরিফ রববানী ময়মনসিংহ।।

    জামালপুরের বকশিগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও মানসম্মত শিক্ষার পরিবেশ গঠনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা স্কুল পরির্দশনে মাঠে নেমেছেন। শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও প্রযুক্তিতে এগিয়ে নিতে শিক্ষা কার্যক্রম নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষানুরাগী ব্যক্তি ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।

    সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮জুলাই) তিনি
    আকস্মিক পরিদর্শনে তিনি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসে ঢুকে শিক্ষার্থীর সঙ্গে প্রথমে শুভেচ্ছা বিনিময় করেন। পরে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ-খবর সহ শিক্ষা বিষয়ক বিভিন্ন ধরনের আলোচনা করেন এবং ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত স্কুলের আসার জন্য অনুপ্রেরণামূলক বিভিন্ন বার্তা দেন এবং শিক্ষার্থীদের আসন সংকট নিরসনে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বেঞ্চ বিতরণ করেন। একই দিনে স্থানীয় একটি বিলে পোনা মাছ অবমুক্তকরণ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নারিকেল ও তালের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন।

    অন্যদিকে, নিলাক্ষীয়া বিলে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে স্থানীয় মৎস্যসম্পদ বৃদ্ধি এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে। এই উদ্যোগ মৎস্যজীবীদের জীবিকার উন্নয়নেও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

    এছাড়াও, পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে ইউএনও মাসুদ রানা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নারিকেল ও তালের চারা বিতরণ করেন। তিনি নিজেও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে চারা রোপণ করেন এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে তাদের ধারণা দেন। এই কার্যক্রমের মাধ্যমে একটি সবুজ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ তৈরির বার্তা দেওয়া হয়েছে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যত। আর শিক্ষার প্রাথমিক স্তর হচ্ছে জাতির মূল ভিত্তি তথা মূল শিকড়। তাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যথাযথ উপস্থিতি নিশ্চিত সহ মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরী করা আমাদের দায়িত্ব। বকশিগঞ্জ উপজেলার শিক্ষা ব্যবস্থাকে মডেল হিসাবে গড়ে তুলতে এই চেষ্টা অব্যাহত থাকবে।

    এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হোসনা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা।

  • পুঠিয়ার বানেশ্বর হাটে ময়লার স্তু-প দু-র্গন্ধে  বিপা-কে ক্রেতা ও বিক্রেতারা  

    পুঠিয়ার বানেশ্বর হাটে ময়লার স্তু-প দু-র্গন্ধে  বিপা-কে ক্রেতা ও বিক্রেতারা  

    পুঠিয়া, (রাজশাহী)প্রতিনিধিঃ

     কর্তৃপক্ষের  অবহেলায়  ময়লার স্তুপ ও দুর্গন্ধে জরাজীর্ণ পুঠিয়া উপজেলা ঐতিহ্যবাহী বানেশ্বর হাট। এমন অস্বাস্থ্যকর ও  নোংরা পরিবেশে বাধ্য হয়ে বেচাকেনা করছেন ক্রেতা এবং বিক্রেতারা।

    এ হাট থেকে প্রতি বছর ৫ থেকে ৬ কোটি টাকার  রাজস্ব আদায় হলেও উন্নয়নে তেমন কোন উদ্যোগ না নেওয়ার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। বর্তমানে পুঠিয়ার বানেশ্বর হাটে ময়লার স্তুপ দুর্গন্ধে  বিপাকে পড়েছে ক্রেতা ও বিক্রেতারা  

    শনিবার মঙ্গলবার সপ্তাহে দুইদিন বানেশ্বরের হাটবার। মঙ্গলবার সরজমিনে হাটে ঘুরে ক্রেতা বিক্রেতারা জানান, মাংস বিক্রেতা মালেক আলী বলেন, পাশেই ময়লার ভাগাড়  আর  দুর্গন্ধ। কেনা বেচা তো দূরের কথা এখানে টিকে থাকা দায় হয়ে গেছে আমাদের।   মাছ ও মাংস হাটার  পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় মাছের পানি, জবাই করা গবাদি পশুর  রক্ত জমে পচা-দুর্গন্ধময় পরিবেশের মধ্যে দীর্ঘদিন ধরে  বাধ্য হয়ে কেনা বেচা করছি।

    মাছ ব্যবসায়ী ইলিয়াস হোসেন বলেন, মাছ বাজারের পাশেই পরিনত হয়েছে ময়লার ভাগাড়ে।  শুকনো মৌসুমে কষ্ট করে কেনা বেচা করা গেলেও বর্ষার সময় দূরগন্ধযুক্ত  পানি ছড়িয়ে পড়ে পুরো হাটজুড়ে। এখানে  পচা দূরগন্ধযুক্ত ময়লা থাকায় ছোট ছোট পোকা মাছ ক্রয় করতে আশা ক্রেতা ও বিক্রেতাদের হাত পায়ে উঠায় এখানে অনেকে মাছ কিনতে আসছে না।  বার বার বলা হলেও কোন ব্যবস্থা নেয় না হাট কতৃপক্ষ। 

     

    আসলাম নামে এক ক্রেতা বলেন, বানেশ্বর হাট বর্তমানে খুবই নোংরা পরিবেশ।  দুর্গন্ধের কারণে এ হাটে বাজার করতে আসা যায়না। চারিদিকে শুধু ময়লার স্তুপ। শুনি ৬ কোটি টাকায় হাট ইজারা দেওয়া হয়ছে । ব্যাংকেও নাকি ৯/১০ কোটি টাকা আছে কিন্তু হাটের উন্নয়ন হয় না কেন জানিনা।

    সবুজ আলী নামে আরেক ক্রেতা বলেন, দীর্ঘদিন ধরে হাটের এই নোংরা অবস্থা।  শুকনো মৌসুমে কষ্ট করে বাজার করা গেলেও। বর্ষার সময় পুরো হাট পানির নিচে তলা থাকে আর সাথে নোংরা বর্জ্য, ছোট  ছোট পোকা মানুষের শরীরে উঠে। হাটে কেউ আসতে চাই না।

    বানেশ্বর বনিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি বলেন , আম, খেজুরের গুড়, সবজি গরু-ছাগল ও গৃহস্থালি পণ্যের জন্য বেশ পরিচিত এ হাট। প্রতিবছর কয়েক কোটি  টাকা দিয়ে হাটটি ইজারা নেওয়া হলেও   হাটটির সার্বিক উন্নয়নে কোন নজরদারি নেই কতৃপক্ষের। বার বার পুঠিয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা হাটের উন্নয়নের জন্য   আশ্বাস দিলেও এখনো কোন কার্যকরী পদক্ষেপ নেননি।

    এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নুর হোসেন নির্ঝর বরেন, হাটের নোংরা পরিবেশের অন্যতম কারণ ড্রেনেজ ব্যবস্থা না থাকা আমরা উপজেলা প্রশাসন ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নিয়েছি অল্পদিনের মধ্যে হয়তো কাজ শুরু হবে। হাটের মধ্যে সবজি, মাছ ও মাংশ পট্রিতে টিন সেডের ব্যবস্থা করা হচ্ছে। এবং বন্ধ ড্রেনটি সংস্কার করার পাশাপাশি হাটের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত  ব্যবস্থা নেওয়া হবে বলে কর্মকর্তা জানান।#

    মাজেদুর রহমান (মাজদার) 
    পুঠিয়া, রাজশাহী। 

  • বাবুগঞ্জের চু-রি হওয়া গাড়িটি ফরিদপুর ভাঙ্গায় উ-দ্ধার শিক্ষকের ছদ্ম-বেশে ডা-কাত চ-ক্র আ-টক

    বাবুগঞ্জের চু-রি হওয়া গাড়িটি ফরিদপুর ভাঙ্গায় উ-দ্ধার শিক্ষকের ছদ্ম-বেশে ডা-কাত চ-ক্র আ-টক

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।

    ফরিদপুরের ভাঙ্গায় চাঞ্চল্যকর একাধিক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন একজন স্কুল পরিচালক, একজন ইলেকট্রিক মিস্ত্রি এবং পেশাদার অপরাধী।

    পুলিশ জানায়, অভিযানে একটি মাইকো হাই এক্স রয়েছে ও পাঁচ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে,

    বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মোহনগঞ্জ প্রতাপপুর গ্রামে বাজার, এয়ারপোর্ট থানাধীন, গাড়ির মালিক মোঃ কবির মৃধার নিজ বাড়ির সামনে থেকে চুরি হওয়া গাড়িটি ঢাকা মেট্রো চ ১৩-৫২৮৯ নাম্বারের হাইয়েচ গাড়িটি উদ্ধার করা হয়েছে।

    গ্রেপ্তাররা হলেন—

    মোক্তার হুসাইন (৪৫), স্কুল পরিচালক, নগরকান্দা

    কিবরিয়া শেখ (৩৫), পূর্বসদরদী

    শহিদুল ওরফে শহিদ (৪৫), গোপালগঞ্জ

    পার্থ রায় (৪২), বোয়ালমারী

    ” দিনে সম্মানজনক পেশায়, রাতে ভয়ংকর অপকর্মে! চক্রের পলাতক সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।”

  • র‌্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ’র অভি-যানে  মাদ-ক মামলার যা-বজ্জীবন সা-জাপ্রাপ্ত পলা-তক আসামি গ্রে-ফতার

    র‌্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ’র অভি-যানে মাদ-ক মামলার যা-বজ্জীবন সা-জাপ্রাপ্ত পলা-তক আসামি গ্রে-ফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর অভিযানে কামারখন্দ থানা এলাকা হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। গত ২২ ফেব্রæয়ারি ২০২০ খ্রিঃ তারিখে আসামি মোঃ আবুল কামাল (৩৫), পিতা- মৃত চান্দু আলী, সাং-হোসেনপুর খলিফাপাড়া থানা ও জেলা-সিরাজগঞ্জকে ২৭ গ্রাম হেরোইনসহ সিরাজগঞ্জ সদর থানা কর্তৃক আটক হয় এবং উক্ত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণী এর ৮ (গ) ধারায় একটি মাদক মামলা দায়ের হয়। যার মামলা নং-৬৫, উক্ত মামলার বিচার কাজ শেষে অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০১, সিরাজগঞ্জ গত ১৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ উক্ত মামলায় অভিযুক্ত মোঃ আবুল কামালকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। রায় হওয়ার পর থেকেই উক্ত মামলার আসামি মোঃ আবুল কামাল দেশেরে বিভিন্ন প্রান্তে পরিচয় বদলে আত্মগোপনে থাকেন বলে তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    ২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ০৮ জুলাই ২০২৫ খ্রিঃ, রাত ১২.১৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ভদ্রাঘাট বাজার হতে’’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবুল কামাল পিতা- মৃত চান্দু আলী, সাং-হোসেনপুর খলিফাপাড়া থানা ও জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ৩। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ আবুল কামাল পিতা- মৃত চান্দু আলী, সাং-হোসেনপুর খলিফাপাড়া থানা ও জেলা-সিরাজগঞ্জ।

    ৪। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।