Blog

  • গোদাগাড়ীতে হা-তুড়ী দিয়ে পি-টিয়ে হ-ত্যার ঘটনায় ৭ আসামি দিনাজপুর থেকে গ্রে-প্তার

    গোদাগাড়ীতে হা-তুড়ী দিয়ে পি-টিয়ে হ-ত্যার ঘটনায় ৭ আসামি দিনাজপুর থেকে গ্রে-প্তার

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জেরে মনিরুল ইসলামকে লোহার হাতুড়ী দিয়ে পিটিয়ে
    হত্যার ঘটনায় প্রধান আসামীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৬ জুলাই মনিরুল ইসলামকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলো- গোদাগাড়ীর দেলসাদপুর গ্রামের মোঃ আশরাফুল ইসলাম (৬০), আকবর আলী (২৮), বাবর আলী (১৯), নারায়নপুর গ্রামের মফিজুল ইসলাম (৫০), সাদ্দাম হোসেন (৩৭), মোঃ হানিফ (২৯) ও মোঃ রমজান আলী (২০)।

    ঘটনা সূত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম (৪৭) একজন ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। গত ৬ জুলাই রাত ৯টার দিকে তিনি জমি সংক্রান্ত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় গোদাগাড়ী থানাধীন আইহাই (রাহি ) গ্রামস্থ সাগরা মোড়ে পৌছালে আশরাফুল ইসলামসহ তার সহযোগীরা পূর্ব-পরিকল্পিত ভাবে পূর্ব শত্রুতার জেরে হাতে হাতুড়ী, বাঁশের লাঠি, লোহার রডসহ মনিরুলের পথরোধ করে এলোপাথারী ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। মনিরুলকে গ্রামের অন্যান্য লোকজন বাঁচাতে গেলে তাদেরকেও বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায় হামলাকারীরা।

    পরবর্তীতে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় মনিরুল দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় গোদাগাড়ী থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। কিন্তু তার আগেই আসামীরা সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।

    এরই মধ্যে আসামীদের গ্রেফতারে র‌্যাব-৫, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল আসামীদের গতিবিধি অনুসরণ ও বিশ্লেষণ করে। তারই প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীদেরকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী

  • পাইকগাছা আঠারমাইল মেইন সড়ক খা-নাখন্দে ভরা; অল্প বৃষ্টিতেই হাঁটুপানি;যাতয়াতে চর-ম দু-র্ভোগ

    পাইকগাছা আঠারমাইল মেইন সড়ক খা-নাখন্দে ভরা; অল্প বৃষ্টিতেই হাঁটুপানি;যাতয়াতে চর-ম দু-র্ভোগ

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    টানা ভারী বৃষ্টিপাতের ফলে পাইকগাছা-আঠারমাইল মেইন সড়ক বেহাল হয়ে পড়েছে। পাইকগাছা আঠার মাইল সড়কের কাশিমনগর হতে পাইকগাছা জিরো পয়েন্ট পর্যন্ত সড়কটি সংস্কার না করায় বৃস্টিতে রাস্তা ভেঙ্গে খানা-খন্দ ও ডোবায় পরিণত সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলে জমছে হাঁটু পানি। কয়েক দিনের টানা বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে গেছে সড়ক। গোলাবাটি মোড়ের সড়কটি খালে পরিণত হয়েছে। অধিক ঝুকিপূর্ণ স্থান সতর্ক করতে লাল পতাকা দেওয়া হয়েছে। যানবাহন ঝুকি নিয়ে চলাচল করছে।

    সড়কের পাইকগাছা জিরো পয়েন্ট, মানিক তলা, নতুন বাজার, হাবিব নগর, আগড়ঘাটা, গোলাবাটি ও কপিলমুনি বাজার মোড় সড়কটিতে সামান্য বৃষ্টি হলে পানি জমে তলিয়ে যায়। বিশেষ করে পাইকগাছা জিরো পয়েন্ট ও গোলাবাটি মোড়ের সড়কে বৃষ্টি হলেই হাঁটুপানি জমে তলিয়ে যায়। পুরো সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির পানি, ড্রেনেজের ময়লা পানি সড়কে এসে জমা হওয়ায় ভোগান্তিতে পড়েছে এ সড়ক দিয়ে চলাচলরত পথচারী ও এলাকাবাসী।
    উপকূল এলাকার গুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিদিন ঢাকাগামী পরিবহন, বাস-ট্রাক, ছোট যানবাহনসহ হাজার হাজার যানবাহন চলাচল করে। প্রতিদিন তাদের মালামাল বহনের জন্য ব্যবহার হয় মালবাহী বড় বড় ট্রাক। সব মিলিয়ে সড়কটি চলাচলের জন্য গুরুত্ব অনেক।
    জানা গেছে, পাইকগাছা জিরো পয়েন্ট হতে কপিলমুনি বাজার পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। সংস্কার না হওয়ায় রাস্তার ইট, খোয়া, পাথর, উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কার্পেটিং উঠে এবড়ো-থেবড়ো হয়ে পড়েছে। রাস্তার গর্তের মাটি, ইট সরে খালে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় গর্তে পড়ে যানবাহনের এস্কেল ও পাতি ভেঙ্গে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাছাড়া ভাঙ্গাচুড়া সড়কে যানবাহন চলাচলের কোন শৃংখলা নেই। যে যেভাবে পারছে সে সেভাবেই চলছে। ছোট যানবাহন ও অটোরিকশা উল্টে ঘটেছে দুর্ঘটনা। এতে করে সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা বাড়ছে।
    সড়কের বেহাল অবস্থার কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছে পথচারি ও স্থানীয় বাসিন্দারা। যাতায়াতের বিকল্প কোনো রাস্তা নেই। ফলে বাধ্য হয়ে সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়েই প্রতিদিন যাতায়াত করছে হাজারো মানুষ ও যানবাহন। চালক, যাত্রী সাধারণ ও এলাকাবাসি উপকূলের জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে খুলনা জেলা সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের সু-দৃস্টি কামনা করেছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • বৃষ্টিরদিনে পাইকগাছায় ছাতা কারিগররা ব্যস্ত সময় পার করছেন

    বৃষ্টিরদিনে পাইকগাছায় ছাতা কারিগররা ব্যস্ত সময় পার করছেন

    ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা ) ।।

    বর্ষায় ছাতা কারিগরদের কদর বাড়ছে। ঋতুর এই দেশ বাংলাদেশ। বর্ষার দুই মাস হলো আষাঢ় আর শ্রাবণ মাস। এ বছর আষাঢ় মাস থেকে বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টি মানুষের ভোগান্তি বেড়েছে। তাই বর্ষাকালে ছাতার ব্যবহার অন্য সময়ের তুলনায় বেড়ে যায়। সেই সঙ্গে ব্যস্ততা বেড়ে যায় ছাতা কারিগরদের।

    সারা বছর তেমন একটা কাজ থাকে না ছাতা কারিগরদের। তবে বর্ষা যেন তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। কারণ, বর্ষা এলেই কদর বাড়ে তাদের। আর গেলো কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পাইকগাছায় ছাতা কারিগররাও ব্যস্ত সময় পার করছেন।

    সারা বছর পাইকগাছা উপজেলার পৌরসভা বাজার, নতুন বাজার, আগড়ঘাটা, কপিলমুনি বাজারে ছাতা মেরামতের কাজ করে কারিগররা, তবে বর্ষাকালে উপজেলার পৌরবাজার, নতুন বাজার, গদাইপুর, চাঁদখালী,আগড়ঘাটা, কপিলমুনি,গড়ইখালী, বাকা বাজারসহ বিভিন্ন হাটবাজারে রাস্তার পাশে ফুটপাতে বসে মৌসুমী কারিগররা ছাতা মেরামত করছে। এসব স্থানে নষ্ট ছাতা মেরামত কর লোকজনের ভিড় করছে। কারিগরদের ব্যস্ততা অনেক বেড়েছে। তারা নাওয়া-খাওয়া ভুলে ভোর থেকে রাত পর্যন্ত একটানা কাজ করে যাচ্ছেন।

    পাইকগাছা পৌরসভা বাজার পোস্ট অফিসের সামনে ফুটপাতে ছাতা মেরামতে ব্যস্ত ছিলেন কামাল শেখ। দীর্ঘ ২০ বছর ধরে তিনি ছাতা মেরামতের কাজের সঙ্গে যুক্ত। কামাল শেখ বলেন, বৃস্টি হলে কাজও বেশী হয়। বৃষ্টির দিনে ছাতা মেরামতের কাজ একটু বেশি হয়। এসময় তিন থেকে পাচ শত টাকা রোজগার হয়। টানা বৃস্টির দিনগুলিতে ১৫ শত টাকা থেকে দুই হাজার টাকার কাজ করেছি। তবে অন্য সময় তেমন একটা কাজ থাকে না। ছাতা মেরামতের সামগ্রীর দাম বেড়েছে আর মুজুরিও বেশি টাকা নিচ্ছেন বলে অভিযোগ ছাতা মেরামত করতে আসা জনসাধারণের।

    উপজেলার সরল গ্রামের আব্দুর রহিম বলেন, ছেলে-মেয়েরা বিদ্যালয়ে লেখাপড়া করে। এখন বৃষ্টির সময়। বাতাসে ছাতার শিক ভেঙ্গে গেছে, তাই স্কুল ও প্রাইভেট পড়তে গেলে বৃষ্টিতে ভিজতে হয়। ছেলেমেয়েদের জন্য ছাতা দুইটা মেরামত করতে এসেছি।

    নতুন বাজারের ছাতার কারিগর গনেশ দাশ বলেন, ছাতার কারিগরদের দুর্দিন চলছে। তাই অনেকেই এই পেশা ছেড়ে অন্য পেশাই গেছে।আবার অনেকে পূর্বপুরুষের এ পেশা ছাড়তেও পারেনি। পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হয়। এ পেশায় কেউ আসতে চায় না। তাই দিন দিন এই পেশার কারিগররা হারিয়ে যাচ্ছে।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছা পৌরসদর সহ নিন্মাঞ্চল প্লা-বিত হয়ে ফসলের ব্যাপক ক্ষ-তি- বেড়েছে জনদু-র্ভোগে

    পাইকগাছা পৌরসদর সহ নিন্মাঞ্চল প্লা-বিত হয়ে ফসলের ব্যাপক ক্ষ-তি- বেড়েছে জনদু-র্ভোগে

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা ) ।।

    ভারী বর্ষায় উপকূলীয় পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি আর বেড়েছে জনদূর্ভোগ। উপজেলা কৃষি অফিস ও আদালত চত্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর,শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। কয়েক দিনের মধ্যে কয়েকবার একটানা ভারী বর্ষণে পাইকগাছার বিস্তির্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এবছর বর্ষকালের শুরু আষাঢ় মাসের প্রথম থেকে একটানা গুড়ি গুড়ি, হালকা ও ভারি বৃষ্টি লেগে আছে। এতে আমন ধানের বীজ তলা, সবজি ক্ষেত, মৎস্য লীজ ঘের, নার্সারী, পুকুর, বাগান, রাস্তা ও বসতবাড়ী তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    পাইকগাছার গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়ুলী উঁচু এলাকা হলেও বাকী ৬টি ইউনিয়ন নিচু এলাকায় অবস্থিত। সামান্য বৃষ্টি হলে এ সকল এলাকা পানিতে তলিয়ে যায়। তবে গত দিনের ভারী বর্ষণে উঁচু এলাকাও পানিতে তলিয়ে গেছে। পৌর বাজারের স্বর্ণ পট্টি, মাছ বাজারসহ বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। উপজেলার বেশিরভাগ গ্রামীন রাস্তাগুলি পানিতে তলিয়ে থাকে। বাড়ির উঠানে পানিতে তলিয়ে থাকায় সাধারণ মানুষ বিড়াম্বনায় পড়েছে। কয়েক দিনের বৃষ্টিতে শ্রমজীবী মানুষরা কাজেে যেতে না পারায় কর্মহীন হয়ে পড়ে আর্থিক অনাটনের মধ্যে পড়েছে।

    উপজেলার সদর ইউনিয়ন গদাইপুরের কয়েক’শ নার্সারী ক্ষেত পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সবজি ক্ষেত ও আমন ধান ঝড়ো হাওয়ায় পড়ে পানিতে তলিয়ে গেছে। কয়েক দিনের একটানা বৃষ্টিতে মানুষের জনদূর্ভোগ বেড়েই চলেছে। গদাইপুর ইউনিয়নের কৃষক সামাদ গাজী জানান, ভারী বৃষ্টিতে নার্সারী, সবজি ও ধানের ক্ষেত তলিয়ে গেছে। তার কুল, পেয়ারা ও লেবুর প্রায় তিন হাজার ছোট চারা পানির নিচে তলিয়ে আছে। বাড়ির উঠান পর্যন্ত তালিয়ে রয়েছে।

    উপজেলার বিভিন্ন এলাকা থেকে এলাকাবাসির একই অভিযোগ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ানের পানি নিষস্কাশনের ড্রেন ভরাট হয়ে যাওয়ায় পানি বের হতে পারছে না। তাছাড়া ব্যক্তি স্বার্থে কিছু মানুষ তার বাড়ির সামনের বা পাশের ড্রেনটি বন্ধ করে রাখায় বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে রয়েছে। পানি ঠিক মত বের হতে পারছে না। এতে করে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

    পাইকগাছা মেইন সড়কের ঘোলাবাটি, সলুয়া, নতুন বাজার ও জিরো পযেন্ট এলাকার ভাঙ্গা রাস্তা আরো ভেঙ্গে ছোট ছোট ডোবায় পরিণত হয়েছে। যানবাহন ঝুকি নিয়ে চলাচল করছে।

    এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, কয়েক দিনের ভারী বর্ষণে এলাকা প্লাবিত হয়ে আমন ধানের বীজ তলা তলিয়ে গেছে ও সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। আমাদের উপসহকারি কর্মকর্তারা ইউনিয়ানে কাজ করছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই প্লাবিত এলাকা পানি সরে গেলে আমন ধানের চারার তেমন ক্ষতি হবে না।

    উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানি নিষস্কাশনের জন্য নদীর স্লুইস গেটগুলি উন্মুক্ত রাখাসহ বিভিন্ন পানি নিঃস্কাশনের ড্রেনগুলি পরিস্কার করার জন্য টিমগুলি কাজ করছে।

  • নড়াইলে ইয়া-বা ট্যাব-লেটসহ একজন গ্রেফ-তার

    নড়াইলে ইয়া-বা ট্যাব-লেটসহ একজন গ্রেফ-তার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রিয়াজুল শেখ (৩২) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গ্রেফতারকৃত মোঃ রিয়াজুল শেখ (৩২) নড়াগাতী থানাধীন মাউলি(উত্তর পাড়া) গ্রামের মোঃ মোশারেফ শেখ মশার ছেলে। (মগ্লবার ৮ জুলাই) নড়াগাতী থনাধীন ৪ নং মাউলি ইউনিয়নের অন্তর্গত ধৃত আসামীর বসত বাড়ি হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমান ও এএসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রিয়াজুল শেখ (৩২)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • বাবুগঞ্জের পশ্চিম রহমতপুরে চু-রির ঘটনা, প্রশাসনের দৃষ্টি আ-কর্ষণ

    বাবুগঞ্জের পশ্চিম রহমতপুরে চু-রির ঘটনা, প্রশাসনের দৃষ্টি আ-কর্ষণ

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
    বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর ৩ নম্বর ওয়ার্ডে ভারি বর্ষার সময় গতকাল মধ্যে রাত্রে একটি চুরির ঘটনা ঘটেছে। আজ স্থানীয় মসজিদবাড়ি এলাকার বাসিন্দা ও আলফা ড্রাইভার মামুনের ঘরে সিঁধ কেটে দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়।
    জানা যায়, চোরেরা ঘরে ঢুকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় ‘স্মৃতি’ হিসেবে একটি দা রেখে যায়।
    স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে যাদের মাটির ঘর রয়েছে তারা যেন সতর্ক থাকেন। ঘরে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে বা ব্যাংকে সংরক্ষণ করার অনুরোধ জানানো হয়েছে।
    স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—অত্যন্ত জরুরি ভিত্তিতে এলাকায় রাত্রীকালীন পাহারা বৃদ্ধি, চোর শনাক্তে কার্যকর তদন্ত এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

  • মধুপুরে পরিবেশের জন্য ক্ষ-তিকর ৮০ হাজার  গাছের চারা ধ্বং-স

    মধুপুরে পরিবেশের জন্য ক্ষ-তিকর ৮০ হাজার গাছের চারা ধ্বং-স

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে পরিবেশের জন্য ক্ষতিকর ৮০ হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ জুলাই) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন নার্সারী থেকে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা এনে নার্সারী মালিকদের সামনেই ধ্বংস করা হয় এসব চারা।
    সরকার আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধ ঘোষণা করার পর মধুপুরে প্রথমবারের মতো ক্ষতিকর গাছের চারা ধ্বংস করা হলো
    মধুপুরে পরিবেশের বিপর্যয় সৃষ্টিকারী এই গাছের চারা ধ্বংস কার্যক্রম মঙ্গলবার (৮ জুলাই) শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশিক পারভেজ। এসময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনও বেশ কিছু ইউক্যালিপটাস গাছের চারা কেটে ধ্বংস করেন। এরই ধারাবাহিকতায় বুধবার(৯ জুলাই) দ্বিতীয় দিনও ৪০ হাজার গাছের চারা ধ্বংস করা হয়। এনিয়ে মধুপুরে দুই দিনে ৮০ হাজার আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে।মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন বলেন , ইউক্যিালিপটাস, আকাশমনি গাছ পরিবেশের জন্য সম্পূর্ণ খুবই ক্ষতিকর। ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন বিপনণ হবে সেখানেই সরকারের নীতিমালা অনুযায়ি ক্ষতিকর গাছের চারা ধ্বংস করা হবে।
    এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজনী নূর রাত্রী, সহ উপসহকারী কৃষি কর্মকর্তা গন উপস্থিত ছিলেনন।

  • সেতুবন্ধন বৌদ্ধ ম্যাগাজিন এর প্রধান উপদেষ্টা হয়েছেন মংশি মারমা

    সেতুবন্ধন বৌদ্ধ ম্যাগাজিন এর প্রধান উপদেষ্টা হয়েছেন মংশি মারমা

    খাগড়াছড়ি প্রতিনিধি।

    সেতুবন্ধন বৌদ্ধ ম্যাগাজিন দীর্ঘ বহু বছর ধরে প্রকাশিত হয়ে আসছে।মংশি মারমা এই ম্যাগাজিনের নিয়মিত গ্রহক এবং শুভাকাঙ্ক্ষী ছিলেন।এই ম্যাজিনের উন্নয়নে মংশি মারমা বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছেন।

    ম্যাজিনের সম্পাদক বসুমিত্র বড়ুয়া বলেন,মংশি মারমা সব সময় এই ম্যাগাজিনের সাথে ছিলেন তিনি একজন শিক্ষানুরাগী,এবং ধর্মানুরাগী মানুষ। তিনি সবসময়ই ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করে থাকেন।এই ধারাবাহিকতায় তাঁকে আজকে আমাদের ম্যাগাজিনের প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। 

    এ সময় মংশি মারমাকে সম্মাননা স্বারক ও প্রসংশাপত্র প্রধান করা হয়।

    এতে আরো উপস্থিত ছিলেন ভাইবোনছড়া কলেজ এর অধ্যক্ষ সবিনয় চাকমা,আম্রা মারমা,মংনুপ্রু মারমাসহ আরো অনেকে।

    উপস্থিত সকলেই এ ধরনের কাজের প্রসংশা করেন

  • গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এর দায়িত্ব গ্রহণ

    গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এর দায়িত্ব গ্রহণ

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব পেয়েছেন টানা চার বার এর অধ্যক্ষ(ভারপ্রাপ্ত ) সহকারী অধ্যাপক নির্মল চন্দ্র হালদার।

    গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে টানা পনেরো মাস দায়িত্ব পালনের পর মঙ্গলবার ০৮ জুলাই বিকালে অব্যাহতি নিলেন সহকারী অধ্যাপক জওহর লাল পাল। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোঃ আলীমুজ্জামান, প্রভাষক মোঃকামরূজ্জামান, প্রভাষক রাফিয়া পারভীন, প্রভাষক মোহাম্মদ মাসুদ করিম, প্রভাষক আফসানা কুমকুম, সহকারী প্রধান শিক্ষক আলী আজীম খান পলাশ, সহকারী শিক্ষক মোঃ গিয়াসউদ্দিন প্রমূখ।

    দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নির্মল হালদার বলেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ঐতিহ্য ধরে রাখা ও শিক্ষার মান আরও উন্নতির স্বর্নশিখরে আরোহন করার জন্য সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন।

  • পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের পরিচিতি সভা

    পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের পরিচিতি সভা

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধার পলাশবাড়ীতে কর্মরত বসুন্ধরা শুভ সংঘের উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ৯ই জুলাই বুধবার দুপুরে সরকারি হাসপাতাল সংলগ্ন পল্লী অগ্রগতির সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়।

    বসুন্ধরা শুভ সংঘের উপজেলা কমিটির সভাপতি ও পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক লিটনের সভাপতিত্বে পরিচিতি সভায় বসুন্ধরা শুভ সংঘের কার্যক্রম তুলে ধরা হয়।

    সভায় সদস্যদের দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন,সংগঠনের উপদেষ্টা সংবাদ কর্মী ফজলুল হক দুদু,নুরুল ইসলাম,মাসুদার রহমান মাসুদ,শুভ সংঘের সহ-সভাপতি গোলজার সরকার রাজিব,সাধারণ সম্পাদক শিক্ষক সাবিনা ইয়াসমিন, তৌফিক আহম্মেদ,আব্দুস সোবাহান, সুমন,লাবুনী আক্তার,সুবর্ণা আকতার,হাবিবা,মেধা খাতুন প্রমুখ।

    সংগঠনের সেবামূলক কার্যক্রম গতিশীল করার উপর গুরুত্বারোপ করা হয় এবং মানবিক ও মানবতার কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।।