Blog

  • ‎ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগ কালেক্টরেট স্কুলে শিক্ষার্থীদের রক্তের গ্রু-প নির্ণয়

    ‎ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগ কালেক্টরেট স্কুলে শিক্ষার্থীদের রক্তের গ্রু-প নির্ণয়


    ‎ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ‎ঝালকাঠির কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করেছে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট। রোববার (২৪ আগস্ট) সকালে বিদ্যালয়ের একটি কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিলা রহমান।

    ‎দুপুরে এই কার্যক্রম পরিদর্শন করেন ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক নান্নু। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য এডভোকেট মো. আককাস সিকদার। বিদ্যালয়ের আয়োজনে এই কার্যক্রমের সার্বিক সহযোগিতা করে ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিট।

    ‎এতে বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণির প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিদ্যালয়ের ।

    ‎রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান নাইম খান,  সহকারী যুব প্রধান আহমেদ রাজু, স্বাস্থ্যসেবা সমন্বয়ক হ্যাপি আক্তার ও আজমানুর রহমান জয়সহ মোট ১২ জন স্বেচ্ছাসেবক এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে।

    ‎ঝালকাঠি ইউনিটের সাধারন সম্পাদক মাহবুবুল হক নান্নু বলেন, শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। দুর্ঘটনা কিংবা যেকোনো জরুরি মুহূর্তে দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করতে এ তথ্য অমূল্য ভূমিকা রাখে। এজন্যই আমরা এ উদ্যোগ নিয়েছি। তিনি জানান, পর্যায়ক্রমে ঝালকাঠি সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এ কর্মসূচি চালানো হবে।

  • বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের আ-ঞ্চলিক সড়ক,পাকা করার দা-বিতে মা-নববন্ধন

    বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের আ-ঞ্চলিক সড়ক,পাকা করার দা-বিতে মা-নববন্ধন

    কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জে ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের বীরশ্রেষ্ট মাধ্যমিক বিদ্যালয় থেকে দক্ষিন দিকে মরহুম নাদের হাওালাদারের বাড়ির সম্মুখ হয়ে দক্ষিন চরআলগী খেয়াঘাট ও চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে চরআলগী উচু ব্রীজ পর্যন্ত কপাকা করনের দাবিতে জাহাঙ্গীরনগর ইউনিয়নে মানববন্ধন হয়েছে।

    রোববার বিকালে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে কাচা রাস্তায় এ মানববন্ধন করা হয়ছে।

    মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,সাবেক আহবায়ক সদস্য ও ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দীন,মোঃ দেলোয়ার হোসেন সাবেক বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক ও সাবেক ১নং জাহাঙ্গীর নগর ইউনিয়ন সাধারণ সম্পাদক, মোঃ হাবিবুর রহমান রিপন, থানা উপজেলা বিএনপি আহবায়ক সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক, মোঃ শাখয়াত খান জেলা যুব দলের সহ- সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলার সাংগঠনিক সম্পাদক, মোঃ ফারুক হোসেন মোল্লা সাবেক জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, মোঃ আমিনুল মোল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, তপন মন্ডল জেলা ছাত্র দলের সহ- সাধারণ সম্পাদক, মোঃ নাজমুল হোসেন নওশাদ জেলা ছাত্র দলের সহ- সাংগঠনিক সম্পাদক, নাবিদ হাসান শান্ত সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নগর ইউনিয়ন, মোঃ আবুবকর সিদ্দিক জাহাঙ্গীর নগর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ রাসেল হাওলাদার জাহাঙ্গীর নগর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক জেলা জিয়া মঞ্চের দপ্তর সম্পাদক, এছারাও উপস্থিত ছিলেন জেলা যুবদল, ছাত্রদল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল,চর আলগীর মসজিদ ইমাম, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী সহ ভুক্তভোগী স্হানীয় শতাধিক জনগন মানববন্ধনে অংশ গ্রহন করেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখ( নাদের হাওলাদার) বাড়ি সম্মুখ থেকে দক্ষিন চর আলগি খেয়াঘাট হয়ে পশ্চিম চর আলগী উচু ব্রিজ পর্যন্ত ৩:কিলোমিটার সড়ক কাঁচা রাস্তা থাকায় জনসাধারণ দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। স্বাধীনতার পর ও আওয়ামী লীগের ১৫ বছর এ আঞ্চলিক সড়ক পাকা সড়কের ব্যবস্থা করা হয় নাই। ৩ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি পাকা না করার কারণে কাঁচা রাস্তা দিয়ে প্রায়ই দুর্ঘটনাসহ যাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটছে।

    প্রতিদিন বাবুগঞ্জ সদর, বাটাজোর থেকে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন গন্তব্যে পাঁচ শতাধিক লোক এই সড়ক দিয়া চলাচল করে।
    এটি পাকা করনের দাবি জানান তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

    মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

    ।উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শওকত হোসেন, উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান, আগরপুর ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র যুগ্ন আহবায়োক জসীমউদ্দীন, যুবদলের সদস্য ফারুক মোল্লা আমিনুল মোল্লা, যুবদলের সদস্য ফিরোজ আমির প্রমুখ।

  • মোরেলগঞ্জে বাগেরহাট-৪ আসন বা-তিলের প্র-তিবাদে অব-রোধ পালিত

    মোরেলগঞ্জে বাগেরহাট-৪ আসন বা-তিলের প্র-তিবাদে অব-রোধ পালিত

    এস. এম. সাইফুল ইসলাম কবির .বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাট-৪ সংসদীয় আসন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং আসনটি পূর্ণ বহালের দাবিতে মোরেলগঞ্জে আজ রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

    অবরোধ কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, বাগেরহাট-৪ আসন বাতিলের সিদ্ধান্ত জনবিচ্ছিন্ন ও অগণতান্ত্রিক। আসনটি বহাল না রাখা হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

    আন্দোলনে নেতৃত্ব দেন বাগেরহাট-৪ আসনের গণমানুষের নেতা অধ্যক্ষ আব্দুল আলিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসেন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জামায়াতের পৌর আমির মাস্টার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইন, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সালেহ এবং বারইখালী জামায়াতের আমির মুহিবুল্লাহ রফিক প্রমুখ।

    সমাবেশে বক্তারা বলেন, “বাগেরহাট-৪ আসন আমাদের অস্তিত্বের প্রতীক। এটিকে মুছে ফেলা মানে আমাদের কণ্ঠরোধ করা। আমরা তা মেনে নেব না।

  • ঠাকুরগাঁওয়ের ৪ লক্ষ টাকার অ-বৈধ মাছ ধরা রিং জাল জ-ব্দ – আ-গুনে পু-ড়িয়ে ধ্বং-স

    ঠাকুরগাঁওয়ের ৪ লক্ষ টাকার অ-বৈধ মাছ ধরা রিং জাল জ-ব্দ – আ-গুনে পু-ড়িয়ে ধ্বং-স

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার সুক নদীর প্রায় ৫০ একর জমির উপর নির্মিত আখানগর বুড়ির বাঁধ মৎস্য অভয়াশ্রম।আর এই বুড়ি বাঁধের মৎস্য অভয়াশ্রমে নিষিদ্ধ জাল পাতানো হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান ৭০ টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন।জানা যায়, ২১-শে আগস্ট রোজ শনিবার ভোর ৫ থেকে দুপুর ১ পর্যন্ত প্রায় ৮ ঘন্টা বুড়ি বাঁধ মৎস্য অভয়াশ্রমের বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

    সে লঅভিযানে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সদর থানার অফিসার োইনচার্জ সারোয়ার আলম খান প্রমুখ।তব জানা গেছে, সুক নদীর উপর অবস্থিত বুড়ির বাঁধ মৎস্য অভয়াশ্রমে আশেপাশের বিভিন্ন স্থানে অসংখ্য অবৈধ রিং জাল ও কারেন্ট জাল পাতানো হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রায় আট ঘন্টা অভিযান চালিয়ে ৭০ টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়।জব্দকৃত অবৈধ রিং জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।পরবর্তী জব্দকৃত জাল গুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী স্থানীয়দের উপস্থিতিতেই আগুনে পুড়িয়ে দেওয়া হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকেই বুড়িরবাঁধ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদীতে এবং নদীর আশে পাশে পাতানো মাছ ধরার নিষিদ্ধ ৭০টি রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে জাল মালিকেরা আগেই পালিয়ে যায়। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী পুলিশ, মেম্বার ও স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়।জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ বলেন, রিং জাল ও কারেন্ট জাল সব ধরনের মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে দেশীয় ছোট মাছ ও মাছের পোনা সহজেই আটকা পড়ে মারা যায়। এজন্য এসব জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • ফুলবাড়িয়া থানার যিনি সংসদ সদস্য হবেন তিনি রাষ্ট্র নায়ক-মুফতি আব্দুল কাদির

    ফুলবাড়িয়া থানার যিনি সংসদ সদস্য হবেন তিনি রাষ্ট্র নায়ক-মুফতি আব্দুল কাদির

    মো.সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি : ফুলবাড়িয়া থানার যিনি সংসদ সদস্য হবেন তিনি ফুলবাড়িয়া থানার রাষ্ট্র নায়ক। উনি ইনসাফ ভিত্তিক ব্যক্তি, পরিবার, সমাজ ও থানা গঠন করবেন। শরীয়া ভিত্তিক আইন প্রতিষ্ঠা করতে চেষ্টা করবেন, যতটা সম্ভব!
    ভোট হচ্ছে আমানত, ভোট হচ্ছে স্বাক্ষী নামাজী ব্যক্তি আসে নাই, ভালো মানুষ আসে নাই বিধায় আমরা ঐখানেই (ভোট) দিয়েছিলাম তখন আমাদের কোন জবাবও থাকবে না। বিশেষ করে ঐ জবাব থেকে বিচারকের কাঠগড়া থেকে বাঁচার জন্য এই বয়সে আপনাদের সম্মুখে আসছি। ইসলাম ভিত্তিক রাজনীতিতে কোন পরাজয় নেই, ব্যর্থতা নেই, সফল। আমরা যদি জয়যুক্ত নাও হতে পারি আমরা সফল। ইসলাম ভিত্তিক রাজনীতিতে কোন পরাজয় নেই, ব্যর্থতা নেই- সহজ। আমরা যদি জয়যুক্ত নাও হতে পারি আমরা সফল। কেন? ধর্মের কাজে কোন ব্যর্থতা নেই। ব্যর্থতা যত আছে সব দুনিয়াবী কাজের ভেতরে।
    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৫০, ময়মনসিংহ -৬ ফুলবাড়িয়া আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল কাদির সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
    উপজেলা সদরের ফুড প্লেজার পার্টি সেন্টারে শনিবার সকাল ১১ টায় মত বিনিময় সভার আয়োজন করে সংগঠনটি।
    সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, আলহাজ্ব খাইরুল ইসলাম নূরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ কামরুল ইসলাম নূরী, হাফেজ মো: ওসামা প্রমুখ।
    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ মো: আব্দুল লতিফ, পৌর শাখার সাধারণ সম্পাদক মো: শাহজাহান নূরী, উপজেলা বাইতুল মাল সম্পাদক মুফতি মিনহাজ উদ্দিন প্রমুখ।

  • গাজিপুরের সফিপুরে আনসার প্রশিক্ষণের স-মাপনী অ-নুষ্ঠিত

    গাজিপুরের সফিপুরে আনসার প্রশিক্ষণের স-মাপনী অ-নুষ্ঠিত

    এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।।

    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণের পঞ্চম ধাপের সমাপনী অনুষ্ঠান ২৩ আগষ্ট গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের উদ্দেশে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি তাঁদের শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে দায়িত্ব পালনে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাহিনীর পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, দেশব্যাপী ১ লাখ ৮০ হাজার নতুন সদস্যকে প্রশিক্ষণের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হবে এবং আগামী ডিসেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন হবে। মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখের বেশি সদস্য মোতায়েন করা হবে।

    এ সময় মহাপরিচালক প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, সদর দপ্তরের উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ রফিকুল ইসলাম বিভিএম, পিভিএমএস, বিভিএমএস এবং আনসার-ভিডিপি একাডেমির উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ন আনসার সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

    সমাপনী অনুষ্ঠান শেষে মহাপরিচালক একাডেমির নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

  • তানোরে বিএনপির স্মর-ণকালের স-র্ববৃহৎ জ-নসভা

    তানোরে বিএনপির স্মর-ণকালের স-র্ববৃহৎ জ-নসভা

    আলিফ হোসেন, তানোরঃ
    রাজশাহীর তানোরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই-আগস্ট আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও নির্বাচনী জনসভা আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, ২৩ আগস্ট শনিবার বিকেলে গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডলের সঞ্চালনায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,শরিফ উদ্দিন মুন্সী, কামারগাঁ ইউপি বিএনপির সম্পাদক সাইদুর রহমান ডায়মন্ড,ডাঃ মিজানুর রহমান, ফিরোজ কবির,প্রভাষক শফিকুল ইসলাম, গোলাম মোর্তুজা,আব্দুর রশিদ,রায়হানুল ইসলাম রায়হান, রিমন রহমান, আনারুল মাস্টার ও মোতালেব হোসেন প্রমুখ।এছাড়াও গোদাগাড়ী উপজেলা, পৌরসভা, কাকনহাট পৌরসভা,তানোর উপজেলা, পৌরসভা, মুন্ডুমালা পৌরসভা এবং দুই উপজেলার ১৬টি ইউনিয়নের (ইউপি) বিভিন্ন স্তরের সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন।
    এদিন বিএনপির সমাবেশ ঘিরে নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এদিন বিভিন্ন কৌশলে বাধা ও গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই দুপুরের পর পরই জনসভা স্থল নেতাকর্মীদের পদচারনায় কানায় কানায় পুর্ন হয়ে উঠে। এদিকে সমাবেশ স্থানে স্থান সংকুলান না হওয়ায় সমাবেশ মঞ্চের সামনে যে নেতাকর্মী ছিল তার থেকে বেশী নেতাকর্মী ছড়িয়ে ছিটিয়ে সমাবেশের আশপাশে অবস্থান করছিলেন। তানোরে প্রায় দু’দশক পর বিএনপির এতো বড় জনসভা হয়েছে।
    এদিকে বিএনপির স্মরণকালের সর্ববৃহৎ এই জনসভার মধ্যদিয়ে একটি দুষ্টু চক্র গোষ্ঠীর আধিপত্যর অবসান হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা। বিশেষ করে যারা কখানোই প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের নেতৃত্ব মেনে নিতে পারেন না। তারা ব্যারিস্টার আমিনুল হক, ড, এম এনামুল হকের বিরোধিতা করেছে। যাদের সংখ্যা হাতে গোনা ১০ থেকে ১৫ জন। এদের চাওয়া বিএনপি সরকার গঠন করুক, তবে ব্যারিস্টার পরিবার যেনো নেতৃত্ব না দেয় অন্যকেউ এমপি হোক। তাহলে তারা রাজনৈতিক দুর্বৃত্তায়ন করে টাকার কুমির হতে পারবে। এতোদিন যারা বলতেন ওমুক ভাই,তমুক ভাই ছাড়া তানোরে বিএনপি অচল এবং বিএনপির বিজয় অসম্ভব ও শরিফ উদ্দিনের পক্ষে রাজনীতি করা দুরুহ তাদের স্বপ্ন উবে গেছে। এদিনের জনসভায় প্রমাণ হয়েছে বিএনপি দেশের সর্ববৃহৎ ও সবচাইতে বেশি জনপ্রিয় রাজনৈতিক দল। ওমুক ভাই,তমুক ভাই ছাড়া বিএনপি অচল নয় বরং বিএনপি ছাড়া তারাই অচল ও অস্তিত্বহীন বলে মনে করছেন উপস্থিত নেতাকর্মীরা। আয়োজক কমিটির দাবি সমাবেশে তানোর বিএনপির মুলস্রোতের নিপীড়িত -নির্যাতিত, আদর্শিক নেতা ও কর্মী-সমর্থকদের প্রাণের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটেছে। তানোরে জুলাই বিপ্লবের পর এটিই হচ্ছে বিএনপির স্বরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ।
    এদিকে সমাবেশ ঘিরে তানোরে দীর্ঘ প্রায় দেড় দশক পর উপজেলা বিএনপির রাজনীতিতে দেখা দিয়েছে ব্যাপক
    প্রাণচাঞ্চল্য। নেতাকর্মীদের দাবি, এই গণসমাবেশ প্রমাণ করেছে বিএনপিার তৃণমূলে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।অন্যদিকে কর্মসূচি সফল করায় নেতাকর্মীদের মাঝে বইছে ঐক্যর হাওয়া, রাতারাতি রাজনীতিতে এসেছে নাটকীয় পরিবর্তন। এতদিন যে সকল নেতা ও কর্মী-সমর্থকগণ ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে নিজেদের রাজনীতি থেকে দুরে সরিয়ে রেখেছিল তাঁরা আবারো রাজনীতিতে সক্রীয় ও গা-ঝাড়া দিয়ে নবউদ্দ্যোমে দলীয় কার্যক্রমে অংশ নিতে শুরু করেছেন। যে কারণে দীর্ঘদিন পর এখানে বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতিতে ফিরে এসেছে ব্যাপক প্রাণচাঞ্চল্য। বিএনপির নেতা ও কর্মী-সমর্থকরা অতীতের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। এদিকে সমাবেশ সফল করায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এদিন প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রস্তুতির অংশ হিসেবে ঐক্যের বার্তা দিযেছেন। তিনি বলেন, পিআর পদ্ধতি সম্পর্কে সাধারণ ভোটারগণ তেমন কিছু বোঝেন না, তাই যেটা সাধারণ ভোটারগণ বোঝেন না,সেটা কোনো গ্রহনযোগ্য পদ্ধতি হতে পারে না।
    এদিকে একইদিন জনসভার পুর্বে প্রধান অতিথি হক ফাউন্ডেশনের উদ্যোগে কামারগাঁ ইউপির মাদারিপুর প্রায় শতাধিক বাকপ্রতিবন্ধীর মাঝে পোষাক,খাবার ও আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও জনসভা শেষে গোল্লাপাড়া বাজারে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রধান কার্যালয়ের উদ্বোধন করেছেন।#

  • ময়মনসিংহে হেয-বুত তওহীদের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত*

    ময়মনসিংহে হেয-বুত তওহীদের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত*

    আরিফ রববানী ময়মনসিংহ
    ময়মনসিংহে হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেত্রী ও কর্মীদের উপস্থিতিতে আজ শুক্রবার (২২ আগস্ট) সকালে ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই নারী সমাবেশের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা নারীদের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। একদিকে ধর্মের নামে নারীদেরকে বাক্সবন্দী করা হয়েছে, অন্যদিকে পাশ্চাত্য জীবনদর্শন নারীদেরকে ভোগ্যপণ্য বানিয়েছে। তারা বলেন, সত্যিকার অর্থে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন একটি ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা যেখানে নারীদের অধিকার ও সম্মান – দুটিই সুরক্ষিত থাকবে।

    বক্তারা বলেন, চৌদ্দশ বছর আগে রাসুলুল্লাহ (স.) এমনই একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে পর্দার নামে কোনো নিপীড়নমূলক ব্যবস্থা নারীদের উপর চাপিয়ে দেয়া হয় নি। বরং কোরআনে যতটুকু পর্দা ফরজ করা হয়েছে ততটুকু পালন করেই নারীরা সমাজ ও রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন। পরবর্তীতে দীনের অতিবিশ্লেষণ করে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী নারীদের উপর পর্দার নামে জবরদস্তিমূলক ব্যবস্থা চাপিয়ে দেয়, ইসলামের প্রকৃত শিক্ষার সাথে যার কোনো সম্পর্ক নেই।

    বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে যদি ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠিত হয়, তাহলে নারীরা ইসলামের প্রাথমিক যুগের মতো স্বাধীনতা, সম্মান ও অধিকার চর্চা করতে পারবেন। এসময় ইসলামের সঠিক শিক্ষা বাস্তবায়নে নারীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বলেন, একমাত্র প্রকৃত ইসলামের আদর্শ ও তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ছাড়া নারীদের মুক্তি ও নিরাপত্তা অসম্ভব। তাই তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

    সংগঠনের ময়মনসিংহ জেলা নারী বিষয়ক সম্পাদক কাজল আক্তারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, সংগঠনটির ময়মসসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেত্রকোনা জেলা নারী বিষয়ক সম্পাদক সাকি আক্তার কলি।

  • বোদায় প-তিতাব্যবসায়ী আ-টক, মা-মলা নিতে গ-ড়িমসি

    বোদায় প-তিতাব্যবসায়ী আ-টক, মা-মলা নিতে গ-ড়িমসি

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়:

    পঞ্চগড়ের বোদা উপজেলায় দীর্ঘদিন ধরে চলা পতিতাব্যবসার বিরুদ্ধে অবশেষে সরব হয়েছেন স্থানীয়রা। উপজেলার ডকসাপাড়া গ্রামে শনিবার (২২ আগস্ট) রাতে জনতার হাতে এক নারীসহ আটক হয়েছেন কুখ্যাত ওসমান আলী ওরফে চান্দু মিয়া। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সহযোগিতায় তাদের থানায় সোপর্দ করা হলেও মামলা নেওয়া নিয়ে টালবাহানা করছে পুলিশ বলে অভিযোগ উঠেছে।

    স্থানীয়রা জানান, বোদার বামুনেরহাট এলাকার প্রভাবশালী ব্যক্তি কালামের ছত্রছায়ায় চান্দু মিয়া দীর্ঘদিন ধরে পতিতাব্যবসা চালিয়ে আসছে। বিভিন্ন এলাকা থেকে নারী এনে এ ব্যবসা পরিচালনা করতেন তিনি। 

    স্থানীয়দের উদ্যোগে শনিবার রাত ৯টার দিকে চান্দু মিয়া ও এক নারীকে হাতেনাতে আটক করা হয়। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে জানানো হয়। রাতেই তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    গ্রাম পুলিশ সদস্য সামিউল ইসলাম বলেন, “স্থানীয়দের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা নিজেদের দোষ স্বীকার করে। পরে রবিবার সকাল ১০টার দিকে আমরা তাদের থানায় হস্তান্তর করি।”

    ইউপি সদস্য রিনা পারভীন বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা দু’জনকে আটকে রেখেছে। মেয়েটি নিজেই স্বীকার করেছে যে এটিই তার পেশা। তাদের পরিবারের লোকজনকে ডাকা হলেও কেউ আসেনি। তাই সকালে থানার হেফাজতে দেওয়া হয়।”

    ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, থানায় নেওয়ার পরও মামলার বিষয়ে পুলিশ গড়িমসি করছে। স্থানীয়দের দাবি, থানার ওসি মামলা না নিয়ে আটককৃতদের ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন।

    এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজীম উদ্দিন বলেন, “অবৈধ কাজ করলে তা মানুষের ঘরের ভেতর থেকে ধরতে হয়। রাস্তায় আটক করা হলে আইনি ব্যবস্থা নেওয়া যায় না। স্বীকারোক্তি দিলেই মামলা হয় না।”

    পুলিশের এমন বক্তব্যে স্থানীয়রা হতাশা প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, হাতেনাতে ধরা পড়া সত্ত্বেও স্বীকারোক্তির ভিত্তিতে কেন ব্যবস্থা নেওয়া হবে না? তারা ন্যায়বিচারের স্বার্থে উচ্চপদস্থ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

    স্থানীয়রা বলেন, “আমরা বহুদিন ধরে চেষ্টা করছিলাম এই চক্রকে হাতেনাতে ধরার। অবশেষে গতরাতে সেটা সম্ভব হয়েছে। কিন্তু পুলিশ যদি এখন মামলা না নিয়ে তাদের ছেড়ে দেয়, তাহলে ভবিষ্যতে অপরাধীরা আরও উৎসাহিত হবে। আমরা চাই, আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।”

    ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ মনে করছেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এ ধরনের অনৈতিক ব্যবসা চালু থাকলেও প্রশাসনের চোখে তা অদৃশ্য থেকে গেছে। এবার হাতেনাতে ধরা পড়ার পরও যদি মামলা না হয়, তাহলে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে।

    স্থানীয়দের দাবি, এ ধরনের অনৈতিক ব্যবসা সমাজকে ধ্বংস করছে। তরুণ সমাজকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। তাই এ বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থান নেওয়া জরুরি।

  • চলনবিলে নৌকা ভ্রমণে “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপ

    চলনবিলে নৌকা ভ্রমণে “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপ

    সিরাজগঞ্জ প্রতিনিধি : পাবনা, নাটোর,সিরাজগঞ্জের ৯ টি উপজেলা নিয়ে বৃহৎ একটি বিল,যার নাম চলনবিল।যেটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়বিল বলে ইতিহাসে স্থান পেয়েছে।প্রতি বছরই ভরা বর্ষায় নৌকা যোগে চলনবিলে ঘুরতে ভ্রমণপিপাসু হাজার হাজার মানুষের ভীড় জমে। যে দিকে চোখ যায় শুধু পানি আর পানি। দেশীয় মাছের অভয়ারাণ্য বলেও পরিচিত এই চলনবিল।ছুটির দিনে কার না সাধ জাগে মনোমুগ্ধকর সৌন্দর্যের ডালি চলনবিলের মুক্ত বাতাস উপভোগ করতে।বর্ষা মৌসুমে চলনবিল ভ্রমণের কয়েকটি স্পটের মধ্যে উল্লেখযোগ্য স্পট হলো- হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯/১০ নং ব্রীজ, কুন্দইল ব্রীজ,বিলসা (বালসা) বাজার কফি হাউস,দেওয়ান ঘাসি বাবার মাজার নামে খ্যাত ঐতিহাসিক তিষিখালী মাজার,সিংড়া পয়েন্ট (নৌকা ঘাট)সহ আরও অনেক দর্শনীয় স্থান।”প্রিয় সলঙ্গার গল্প”নামে সংগঠনের আয়োজনে সদস্যদের নিজস্ব অর্থায়নে শুক্রবার (২২ আগস্ট)বাদ জুমা শুরু হয় চলনবিল ভ্রমণ।”প্রিয় সলঙ্গার গল্প”র চীফ এডমিন শাহ আলমের উদ্যোগে ভ্রমণের গ্রুপ লীডার ছিলেন,সলঙ্গার জুম ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী ও সংগঠনের সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল। সলঙ্গা থেকে দলবদ্ধ হয়ে মোটর সাইকেল যোগে রওনা দিয়ে তাড়াশ ওয়াপদা বাধ হয়ে পশ্চিমে দিঘি সগুনা বাজার নৌকা ঘাটে যাই। তারপর পুর্ব নির্ধারিত ভাগা করা নৌকায় উঠে সবাই সবাই ভ্রমণ যাক্রা করি। কিছুদুর যেতেই দক্ষিনে নজরে পড়ে চলনবিলের মাঝে দাঁড়িয়ে থাকা তাড়াশ- নাদোসৈয়দপুর সাইটখাল ব্রীজ।চারদিকেই শুধু পানি আর পানি।চলনবিলের বিশাল জলরাশির মাঝে দেখা মেলে শুধুই ভ্রমণপিপাসুদের নৌকা। কেউ কেউ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা সংগঠন থেকে গ্রুপ হয়ে এসেছেন। আবার কেউবা স্বপরিবারে ঘুরতে এসেছেন।যান্ত্রিক এ যুগে পড়ন্ত বিকেলে গ্রাম বা শহর ছেড়ে একটু খোলামেলা আকাশে নির্মল বাতাস আর ধু ধু করা জলরাশির উপর বেড়াতে কার না মন চায়?বাতাসের তালে তালে ঢেউ খেলা নয়নাভিরাম জলরাশির উপর প্রকৃতির দেয়া সবুজ গালিচা বিছানো লতাগুল্ম সত্যিই যেন মনোমুগ্ধকর।ভ্রমণ পিপাসুদের প্রতিটি নৌকায় খাদ্যখানা, বক্সের ডিজে গান ও নাচে যেন ভ্রমণকারীদের মনের ক্লান্তি দুর প্রশান্তি জেগে উঠে।আমাদেরও মধ্যাহ্ন ভোজ হয় নৌকার মধ্যেই অতি আনন্দে। হাসি,আনন্দ,গল্প ও আলাপচারিতায় তিষিখালী মাজার, বিলসা,কুন্দইল ব্রীজ বেড়ানো হয়। সময়ের অভাবে সিংড়া স্পট (নৌকা ঘাট) বেড়ানো সম্ভব হয়নি।সময়ের ব্যবধানে সব কিছুই বিলীন হয়ে যাবে।কিন্ত প্রকৃতির দেয়া চলনবিলের ইতিহাস আর চোখ জুড়ানো অপরুপ দৃশ্য মনের মধ্যে জমা থাকবে।