Blog

  • বাবুগঞ্জে চলমান সড়ক উন্নয়ন কাজ নিয়েও উঠছে প্রশ্ন

    বাবুগঞ্জে চলমান সড়ক উন্নয়ন কাজ নিয়েও উঠছে প্রশ্ন

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।

    বাবুগঞ্জের রাস্তাঘাটের বেহাল দশা নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে এলাকাবাসী দুর্ভোগ পোহালেও কাজের কাজ কিছুই হয় না। অথচ সম্প্রতি কিছু এলাকায় উন্নয়নমূলক কাজ শুরু হলেও, সেই কাজের মান ও পদ্ধতি নিয়েই উঠছে বড় প্রশ্ন।

    ছবিতে দেখা যাচ্ছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রাজগুরু ‘পাঁচরাস্তা ব্রিজ’ হইতে পশ্চিম দিকে বাবুগঞ্জ থানার সামনের রাস্তায় চলমান কাজের দৃশ্য। স্থানীয়দের অভিযোগ—কাজে নেই কোনো সুষ্ঠু পরিকল্পনা, নেই যথাযথ তদারকি। ফলে জনগণের ভোগান্তির পাশাপাশি অর্থের অপচয় হচ্ছে বলেই মনে করছেন অনেকে। এতে জনভোগান্তি চরমে পৌঁছায়। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলীম।
    তিনি উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত সংস্কারকাজ শুরুর আশ্বাস দেন। স্থানীয় জনগণ জানান, সামান্য বৃষ্টিতেই সড়ক ভেঙে যায়, এতে জনজীবন স্থবির হয়ে পড়ে। তারা সঠিক পরিকল্পনায় স্থায়ী সংস্কার চান। উপজেলা প্রকৌশলী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে জরুরি সংস্কারকাজ শুরু হবে।

    তবে প্রশ্ন থেকেই যায়—সমস্যাটা কোথায়? দোষটাই বা কার?
    আপনার মতামত কমেন্টে জানান।

  • কালকিনি পৌরসভার অর্থ বছরের প্রায় ৫৩ কো‌টি টাকার বাজেট ঘোষণা

    কালকিনি পৌরসভার অর্থ বছরের প্রায় ৫৩ কো‌টি টাকার বাজেট ঘোষণা

    ‌ মোঃমিজানুর রহমান,কালকিনি প্রতিনিধি

    মাদারীপুরের কালকিনি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫২ কো‌টি ৭লক্ষ ১ হাজার ৯৬৬ টাকার বাজেট ঘোষণা করা হয়। আজ বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মী ও পৌরসভার কমর্কর্তাদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ৫ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা, উন্নয়ন অনুদান ২ কোটি ৫০ লাখ টাকা, বিশেষ উন্নয়ন তহবিল ৪৪ কোটি ৬৩ লাখ টাকা ধরা হয়েছে। এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় বাজেটে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ও সমাপনী জেরসহ বিভিন্ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৭ লাখ ১ হাজার ৯৬৬ টাকা। এসময় পৌর প্রশাসক ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম,পৌর নির্বাহী কর্মকর্তা বাবুল চন্দ্র দাস, পৌর হিসাব রক্ষন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ রাকিব হাসান, উপসহকারী প্রকৌশলী মোঃ লিটন হোসেন ও উপসহকারী প্রকৌশলী হোসাইন শেখসহ প্রমুখ।

  • সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ডি-লার নিয়োগে ব্যা-পক অনি-য়মের বিরু-দ্ধে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ 

    সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ডি-লার নিয়োগে ব্যা-পক অনি-য়মের বিরু-দ্ধে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ 

    আনিসুর রহমান আগুন,
    গাইবান্ধা জেলা প্রতিনিধি:

    গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগ ২০২৫ এ ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লটারীর নামে প্রহসন এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার  সকালে সুন্দরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজনে বাহিরগোলা মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

    এতে বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল,মোস্তাক আহমেদ, জামিউল ইসলাম জমু, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব,আলম জামান মিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়েল মন্ডল, সদস্য সচিব হারুনুর রশীদ হারুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু,

    সদস্য সচিব আবু রায়হান, বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

    এসময় বক্তারা বলেন, ডিলার নিয়োগ প্রক্রিয়ায় সকল আবেদনকারীর আবেদনপত্র সঠিকভাবে যাচাই-বাছাই না করে ৭ জুলাই  দিবাগত রাত ২:৩০ ঘটিকা পর্যন্ত উপজেলা কার্যালয়ে প্রশাসনের সহায়তায় বিএনপি’র তিন চার জন নেতা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য অবস্থান করেছিল। তারই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন লটারীর নামে প্রহসন এর মাধ্যমে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগ ২০২৫ এ ব্যাপক অনিয়ম, দুর্নীতি করেছে।এ কাজের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানান। 

    তারা আরো বলেন, ডিলার নিয়োগে অনেকের সংযুক্ত কাগজ পত্র গায়েব করে ঘাটতি দেখানো হয়েছে। ঘাটতি কাগজের বিষয়ে আবেদনকারীকে অবহিত করা হয়নি। বৈধ আবেদন সমূহের সবাইকে লটারির তারিখ বিষয়ে অবগত করা হয়নি। অবৈধ আবেদন সমূহের আবেদনকারীদের কোন বক্তব্য নেয়া হয়নি। একই নামে একাধিক টোকেন দিয়ে লটারি করা হয়েছে। অবৈধ আবেদন সমূহের আবেদনকারীদের যাতে কোন জবাবদিহি না করতে হয় সেজন্য একই দিনে বাতিল ও লটারি করা হয়েছে।৭ তারিখে তালিকা প্রস্তুত ও স্বাক্ষর করা হলেও ৮ তারিখে নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে। যাদের কোন দোকান নেই তাদেরকে ডিলার বিয়োগ করা হয়েছে। ব্যাংকের আর্থিক সচ্ছলতা সনদ যাদের সঠিক নেই এরকম অনেককে ডিলার দেওয়া হয়েছে।

    তাই তারা পুনরায় স্বচ্ছতার মধ্য দিয়ে প্রত্যেক আবেদনকারীর উপস্থিতিতে সঠিকভাবে প্রার্থী যাচাই বাছাই করে লটারির মাধ্যমে ডিলার নিয়োগের আহ্বান জানান।

  • কুমিল্লার দুই ছেলে অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা

    কুমিল্লার দুই ছেলে অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    আগামী ১১ ই জুলাই বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ জাতীয় দল সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে যাচ্ছে। সাউথ আফ্রিকায় ৩ টি ওয়ানডে আর জিম্বাবুয়েতে সাউথ আফ্রিকা সহ ত্রি দেশীয় ওয়ান ডে ম্যাচ খেলবে মোট ৮ টি। কুমিল্লার ছেলে ফাস্ট বোলার সানজিদ মজুমদার ও ফয়সাল হোসেন ডিকেন্স ভাই (ফিল্ডিং কোচ) মূল দলে সুযোগ পাওয়াতে কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোঃ আমিরুল কায়ছার ৯ ই জুলাই তার কর্যালয়ে আনুষ্ঠানিকতায় ঐ দুই খেলোয়াড় কে সংবর্ধনায় শুভেচ্ছা জানান। এসময়
    সাথে আরো ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য বদরুল হুদা জেনু, অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের স্ট্যান্ডবাই আরো ২ জন কুমিল্লার খেলোয়াড় মোঃ সবুজ, ইয়াসির আরাফাত ও কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবীব মোহাম্মদ মোবাল্লেগ জেমস। এসময়
    বিভিন্ন মাধ্যমে আরো শুভেচ্ছা জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ,এছাড়া সাবেক খেলোয়াড়, কুমিল্লার সকল ক্রিকেট কোচ, অন্যান্য খেলার সদস্য ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের পক্ষ থেকেও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

  • সুনামগঞ্জ ডিবি পুলিশের অভি-যানে ৩০০ বোতল  ম-দসহ একজন গ্রেফ-তার

    সুনামগঞ্জ ডিবি পুলিশের অভি-যানে ৩০০ বোতল ম-দসহ একজন গ্রেফ-তার

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশৎঅভিযানে দেশীয় চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । এতে স্থানীয় লোকজন গ্রেপ্তারের সহযোগিতা করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আব্দুল হাকিম (৩০)। তিনি সুনামগঞ্জ সদর থানাধীন ডলুরা (উত্তর শহীদ মিনার) এলাকার বাসিন্দা।
    মঙ্গলবার (৮ জুলাই) রাতে ডিবি পুলিশের একটি টিম নিয়মিত আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটিতে থাকা অবস্থায় সংবাদ পায় যে, সুনামগঞ্জ পৌরসভার পশ্চিম হাজীপাড়াস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে রাস্তার পাশে একজন ব্যক্তি দেশীয় চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
    এই সংবাদ পেয়ে ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আব্দুল বাতেন-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতার সহায়তায় মোঃ আব্দুল হাকিমকে গ্রেফতার করে নেওয়া হয়। এসময় আসামির হেফাজতে থাকা তিনটি রেক্সিনের ব্যাগ তল্লাশি করে প্রতিটি ব্যাগে ১০০টি করে সর্বমোট ৩০০টি সাদা প্লাস্টিক বোতলে ভরা দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ১০৫ লিটার। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত মোঃ আব্দুল হাকিমের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।##

  • বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনি-য়ম, ৬০ হাজার টাকা জরি-মানা

    বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনি-য়ম, ৬০ হাজার টাকা জরি-মানা

    দিনাজপুর প্রতিনিধি – স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসাবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহরে অবস্থিত দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

    ৯ জুলাই বুধবার দুপুরে জাতীয় ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের জেলার সহকারী পরিচালক মাঃ বারহান উদ্দিন এবং বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফরাজ সুলতানা লুনার নেতৃত্বে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়।

    অভিযানে দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সটার এবং পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন কালে প্রশাসনিক ও চিকিৎসা সংক্রান্ত অনিয়মের প্রেক্ষিতে ভাক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়।

    দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩০,০০০ টাকা ও পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ৩০,০০০ টাকা সহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযান পরিচালনা কালে সার্বিক সহযাগিতায় ছিলন মেডিকেল অফিসার ডা: নিলয় দাস, বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লক্সের স্যানিটারি ইন্সপক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ফরিদ বিন ইসলাম।

    বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফরাজ সুলতানা লুনা জানায়, প্রতিষ্ঠান সমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়, যাতে ভবিষ্যতে সেবার মান উন্নত ও আইন মেনে পরিচালনা নিশ্চিত করে। জনস্বার্থ এ ধরনর অভিযান ভবিষ্যতও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

  • পটিয়ায় জো-রপূর্বক জায়গা দখ-ল চেষ্টার অভি-যোগ

    পটিয়ায় জো-রপূর্বক জায়গা দখ-ল চেষ্টার অভি-যোগ

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
    চট্টগ্রামের পটিয়ায় জোর পূর্বক জায়গা দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এক বৃদ্ধ।
    অভিযোগকারী হলেন,পটিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের আইয়ুব বাবুলের বাড়ির মৃত আবিদুর রহমানের ছেলে সোলতান আহমদ চৌধুরী (৬৯)।
    এ ঘটনায় পটিয়া থানায় সোলতান আহমদ চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায়
    একটি সাধারণ ডায়েরি করেন। বাদী ও ডায়েরি সূত্রে জানা যায়, আজ বুধবার (৯ জুলাই) সকাল ৮ ঘটিকার সময় সুচক্রদন্ডী মৌজার আর এস ২৩২১ ও ২৩২২ দাগে বাদীর জমি জোর নির্মাণ সামগ্রী মজুত করে কাজ করছে। উক্ত জায়গা নিয়ে বিবাদীদের সাথে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। বাদী সোলতান আহমদ চৌধুরী জানান, আমি বিবাদীগনের সহিত বিবাদ নিষ্পত্তি করার জন্য স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে একাধিকবার চেষ্টা করি। কিন্তু বিবাদীগন কাহারো বিচার মানে না বলে জানায়। বর্তমানে বিবাদীগন আমার খরিদেয় সম্পত্তির মধ্যে নির্মান কাজ করার প্রস্তুতি গ্রহন করেছে। বিবাদীগনকে আমার খরিদেয় সম্পত্তির মধ্যে নির্মান কাজ করিতে নিষেধ করলে বিবাদীগন আমার কথায় কর্নপাত না করে উপুযপরি আমার সহিত মারমুখী আচরন করে ও আমাকে বিবাদমান জায়গার দাবি ছেড়ে দিতে বলে। আমি বর্ণিত জমি দখল বেদখলকে কেন্দ্র করে উক্ত স্থানের আইন শৃঙ্খলা পরিস্থীতির অবনতি সহ রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা করিতেছি।
    বিবাদীরা হলেন, (১) মোঃ রেজাউল হক (৩৫), পিতা-মোঃ এ কে ফজলুল হক সাং-খানমোহনা ধলঘাট ইউপি ২। মোঃ রমজান আলী (৩২) পিতা-আবদুল আলিম সাং-করল মাহাবুব চেয়ারম্যানের বাড়ি, ভাটিখাইন ইউপি ৩। মোঃ সফিকুল ইসলাম চৌধুরী (৪০) পিতা-মৌলভী আব্দুর রহিম সাং-আজিমপুর অলিরহাট, আলী আকবর চৌধুরী বাড়ি, কচুয়াই ইউপি সর্ব থানা-পটিয়া জেলা-চট্টগ্রাম ৪। মোঃ রহমত উল্ল্যাহ (৩০) পিতা-মোঃ হোসেন সাং-দক্ষিন করলডেঙ্গা আহল্লা মাতব্বর বাড়ি থানা-বোয়ালখালী জেলা-চট্টগ্রাম।
    সোলতান আহমদ চৌধুরী পটিয়া থানার এসআই মো. কামাল মিয়া জানান, এ বিষয়ে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেছি।

    মহিউদ্দীন চৌধুরী
    পটিয়া, চট্টগ্রাম।

  • নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহ-ণ

    নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহ-ণ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটি উপজেলার ষাটপাকিয়া গ্রামের এক মা ও তাঁর ছেলে আনুষ্ঠানিকভাবে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আদালতের হলফনামার মাধ্যমে ধর্মান্তরের এই প্রক্রিয়া সম্পন্ন হয়।

    ধর্মান্তরিত ওই যুবকের পূর্বের নাম ছিল প্রীতিশ মল্লিক। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে আবদুর রহমান মল্লিক। তাঁর পিতার নাম প্রয়াত বিষ্ণুপদ মল্লিক। তাঁর মায়ের আগের নাম ছিল কল্পনা মল্লিক, বর্তমান নাম ফাতেমা মল্লিক।

    আবদুর রহমান মল্লিক বলেন, “আমি সুস্থ, বিবেক-বুদ্ধিসম্পন্ন এবং নিজ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রকার বলপ্রয়োগ বা চাপ প্রয়োগ করা হয়নি। ছোটবেলা থেকেই মুসলিম বন্ধুদের সঙ্গে বড় হয়েছি। তাদের চলাফেরা, আচার-আচরণ, ধর্মীয় অনুশাসন এবং বই-পুস্তক ও আলেমদের বক্তৃতা শুনে বুঝতে পারি, ইসলাম শান্তি ও সত্যের ধর্ম। এই ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি কালেমা পাঠ করে স্থানীয় মুসলমানদের উপস্থিতিতে মাওলানা সাব্বির হোসেনের মাধ্যমে ইসলাম গ্রহণ করি।”

    ধর্মান্তর প্রক্রিয়ার পুরো ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন নলছিটি হাসপাতাল সড়কের বাসিন্দা অ্যাডভোকেট মো. আল আমিন। তিনি নবদীক্ষিত মা ও ছেলের হাতে ইসলামিক বইসহ প্রয়োজনীয় উপহার তুলে দেন।

    স্থানীয়রা নব মুসলিমদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং তাঁদের নতুন জীবনের পথচলায় সফলতা কামনা করেছেন।

  • মাদারীপুরে ইমামকে নিয়ে কু-রুচিপূর্ণ মন্তব্যের প্রতি-বাদে সংবাদ সম্মেলন

    মাদারীপুরে ইমামকে নিয়ে কু-রুচিপূর্ণ মন্তব্যের প্রতি-বাদে সংবাদ সম্মেলন

    আরিফুর রহমান, মাদারীপুর:
    মাদারীপুর জেলা সদর জামে মসজিদের সম্মানিত ইমামকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মাদারীপুরে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সোমবার (৮ জুলাই) বাদ আসর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মাদারীপুর ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখা।

    উল্লেখ্য, গত ৭ জুলাই জেলা মডেল মসজিদের উদ্বোধনের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেন্টু খা নামের এক ব্যক্তি জেলা সদর জামে মসজিদের ইমামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

    নেতৃবৃন্দ বলেন, “একজন ইমামের বিরুদ্ধে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে কুরুচিপূর্ণ মন্তব্য করা শুধু একজন ব্যক্তির নয়, বরং গোটা ধর্মপ্রাণ মুসলিম সমাজের প্রতি অপমানজনক ও উস্কানিমূলক আচরণ। এটি ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা।”

    সংবাদ সম্মেলনে তাঁরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেন্টু খাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। পাশাপাশি অবিলম্বে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও জেলা মডেল মসজিদের দ্রুত উদ্বোধনের দাবি জানান।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
    হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা সভাপতি হযরত মাওলানা আলী আহমাদ (পীর সাহেব চন্ডীবর্দী), ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি মাওলানা জাহিদুল আলম খান, হেফাজতের জেলা যুগ্ম সম্পাদক মুফতী তাজুল ইসলাম ফারুকী, সাংগঠনিক সম্পাদক মুফতী জামাল উদ্দিন খান, দারুল উলুম মাদরাসার মুহতামীম মুফতী মাহমুদ হাসান, খেলাফত মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আল হাবীব এবং বিশিষ্ট চিকিৎসক ডা. আলতাফ হোসেন।

    আরিফুর রহমান মাদারীপুর ।।

  • গাইবান্ধা আদালতে ৮টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মা-মলা দা-য়ের

    গাইবান্ধা আদালতে ৮টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মা-মলা দা-য়ের

    প্রেস বিজ্ঞপ্তি

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে অনুযায়ী ০৯ জুলাই ২০২৫ খ্রি: তারিখে নিম্ন বর্ণিত ০৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, গাইবান্ধা বরাবর মামলা দায়ের করা হয়।

    মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচ্ছে:
    ০১। মোঃ মমিনুর রহমান (৪০), মেসার্স তানিয়া বেকারী, জাংগালিয়া, বারকোনা, কামালেরপাড়া, সাঘাটা, গাইবান্ধা; পণ্য- বিস্কুট ও ব্রেড
    ০২। আরিফুল ইসলাম (আরিফিন) (৩৫), মেসার্স সাঈদ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, আরিফ খা, বাসুদেবপুর, রামচন্দ্রপুর, সদর, গাইবান্ধা; পণ্য- বিস্কুট
    ০৩। মোঃ গোলাপ শেখ (৩৫), মেসার্স আশা ফুড, লক্ষীপুর, তুলসীঘাট, সদর, গাইবান্ধা; পণ্য- বিস্কুট
    ০৪। মোঃ ফিরিজুল ইসলাম, (৪৬), মেসার্স ফাতেমা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, দহিচড়া, জুমারবাড়ি, সাঘাট, গাইবান্ধা; পণ্য- ব্রেড
    ০৫। মোঃ সাহাবুল মিয়া (৩৫), মেসার্স সানজিদা ফুড প্রোডাক্টস, কামালেরপাড়া, সাঘাটা, গাইবান্ধা; পণ্য বিস্কুট ও ব্রেড
    ০৬। মোঃ নাজমুল হক (৪৯), মেসার্স নিলা বেকারী, উল্লা সোনাতলা, সাঘাটা, গাইবান্ধা; পণ্য- কেক
    ০৭। মোঃ রিপন মিয়া (৩২), মেসার্স তৃপ্তি বেকারী, জুমারবাড়ি, সাঘাটা, গাইবান্ধা; পণ্য- বিস্কুট ও ব্রেড
    ০৮। মোঃ মশিউর রহমান (৫০), মেসার্স সিয়াম ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, মামুদপুর, জুমারবাড়ি, সাঘাটা, গাইবান্ধা; পণ্য- বিস্কুট ও ব্রেড

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।