Blog

  • বরিশালে পাশের হার মেয়েরা এগিয়ে

    বরিশালে পাশের হার মেয়েরা এগিয়ে

    নিজস্ব প্রতিবেদক, বরিশাল

    বরিশাল শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী। এদিকে বিগত বছরের ন্যায় গড় পাশের হারে এবং জিপিএ ফাইভের বেলায় এবারেও ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে।

    এ বছরে ছেলেদের পাশের হার ৪৮ দশমিক ৪৫ ও মেয়েদের পাশের হার ৬৩ দশমিক ৩৮ শতাংশ। পাশাপাশি মেয়েরা ১ হাজার ৬৮৫ টি জিপিএ-৫ পেয়েছে, আর ছেলেরা মোট ১ হাজার ৪২৯ টি জিপিএ-৫ পেয়েছে। আর বিষয় ভিত্তিতেও পাশের হারে বিজ্ঞান, মানবিক ও বানিজ্য বিভাগে এগিয়ে রয়েছে মেয়েরা।

    বরিশাল শিক্ষা বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, এ বছর পরীক্ষায় শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। আর মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল।
    এর মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।

    বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেন, বরিশালে এ বছর ফলাফলে এমন অবস্থার কারন বেশির ভাগ শিক্ষার্থীরা যারা গ্রামে পড়াশোনা করেন তারা ইংরেজি ও গনিতে ফেল করেছেন। ফলে ফলাফলের এমন অবস্থা। আমরা প্রতিটি জেলায় জেলায় শিক্ষকদের নিয়ে সমাবেশ শুরু করেছি। আশা করি দ্রুত এ অবস্থা কাটিয়ে ওঠা যাবে। এছাড়া এ ফলাফলের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রকৃত মান উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

  • ফেনী জেলায় ব-ন্যা পরিস্থিতির অব-নতি; মোকা-বেলায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী

    ফেনী জেলায় ব-ন্যা পরিস্থিতির অব-নতি; মোকা-বেলায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী

    ফেনী জেলায় টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। গত ০৮ জুলাই ২০২৫ তারিখে জেলা প্রশাসক, ফেনী এর তত্ত্বাবধানে বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সেনাবাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে আলোচনা হয়। এ প্রেক্ষিতে গত বছরের (২০২৪) ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে সেনাবাহিনী কর্তৃক প্রস্তুতি কার্যক্রম গ্রহণ শুরু হয়েছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলার সেনা ক্যাম্প সমূহে ইতোমধ্যে ট্রাইশার্ক বোট, ওবিএম ইঞ্জিন এবং লাইফ জ্যাকেট মোতায়েন করা হয়েছে, যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা হবে। এছাড়াও জরুরী পরিস্থিতিতে চিকিৎসা সেবা নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল জেলা সিভিল সার্জন এর সাথে সমন্বয় সভা করেছে। প্রয়োজনীয় সহায়তার জন্য জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী বন্যা মনিটরিং সেল হেল্পলাইন নম্বর ০১৮৯৮৪৪৪৫০০ এবং ০১৩৩৬৫৮৬৬৯৩ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

    দুর্যোগকালীন মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

  • কৃতিত্বে উজ্জ্বল আগামী সাংবাদিক পরিবারের তিন শিক্ষার্থীর সাফল্য

    কৃতিত্বে উজ্জ্বল আগামী সাংবাদিক পরিবারের তিন শিক্ষার্থীর সাফল্য

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

    দোয়ারাবাজার উপজেলার সাংবাদিক পরিবার থেকে উঠে আসা তিন শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ ফলাফল আমাদের সমাজে এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে ধরা দিয়েছে। এসএসসি ও দাখিল পরীক্ষায় তাদের কৃতিত্ব শুধু পরিবারকেই গর্বিত করেনি, বরং এটি প্রমাণ করে—সাংবাদিকতার মানবিক চর্চার আবহে বেড়ে ওঠা সন্তানেরাও শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল হতে পারে।

    🔹 জহিরুল ইসলাম জয়
    দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল ইসলাম জয় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ (A+) পেয়ে অনন্য সাফল্য অর্জন করেছে। সে সাংবাদিক হারুন অর রশীদ ও রুবিনা আক্তার দম্পতির সন্তান।

    🔹 মোঃ আব্দুর রহমান
    সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া আনোয়ারা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী মোঃ আব্দুর রহমান এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৪৪ অর্জন করেছে। সে সাংবাদিক আলাউদ্দিনের ভাতিজা এবং মোঃ শফিক মিয়া ও সালমা বেগম দম্পতির সন্তান।

    🔹 আশফাক আহমদ মহসিন
    দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আশফাক আহমদ মহসিন এবারের দাখিল পরীক্ষায় জিপিএ ৩.১৯ অর্জন করে উত্তীর্ণ হয়েছে। সে দোয়ারাবাজারের সিনিয়র সাংবাদিক ও কবি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী এবং নাসিমা আক্তার লোপা দম্পতির একমাত্র পুত্র।

    এই তিন শিক্ষার্থীর প্রচেষ্টা ও সাফল্য আমাদের জন্য আশাব্যঞ্জক বার্তা বহন করে—সংস্কৃতিমনা ও মানবিক পরিবেশে শিক্ষার আলোয় আলোকিত হওয়া সম্ভব।

    আমরা কামনা করি, এদের আগামী জীবন হোক নৈতিকতা, জ্ঞান ও মানবিকতায় পরিপূর্ণ।
    আল্লাহ তাঁদের জীবনের পথকে আরও আলোকিত করুন—এই শুভকামনায় রইল অভিনন্দন ও দোয়া।

  • পাইকগাছা পৌরসভা বিএনপি’র সম্মেলনে, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী – আহবায়ক মন্টু

    পাইকগাছা পৌরসভা বিএনপি’র সম্মেলনে, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী – আহবায়ক মন্টু

    ইমদাদুল হক,,পাইকগাছা (খুলনা)।।

    খুলনা জেলা বিএনপি আহবায়ক সাবেক ছাত্রনেতা মনিরুজ্জান মন্টু বলেছেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হওয়ায় সাংগঠনিক কাটামো শক্তিশালী করতে স্বচ্ছ ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকারের সময়ে গনতন্ত্র না থাকায় জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।

    বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেস ক্লাব মিলোনয়তনে পৌরসভা বিএনপি’র ১,২ও ৫ নং ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

    পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোল্লাহ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, জুলফিকার আলী জুলু, বিএম কারুজ্জাম টুকু, এনামুল হক সজল, সুলতান মাহমুদ, আব্দুস সালাম মল্লিক, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম এমদাদুল হক।

    পাইকগাছা পৌরসভার ১,২ এবং ৫ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫-২৬ শান্তিপূর্ণ ভাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ৩টি ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ করা হয়। এপদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৪২ ভোট পেয়ে রুহুল আমিন সরদার নির্বাচিত হয়।

    একাধিক প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বতায় নির্বাচিতরা হলেন ১ নং ওয়ার্ড সভাপতি, মোহাম্মদ আলী গাজী, সাংগঠনিক সম্পাদক, বেলাল হোসেন ২নং ওয়ার্ড সভাপতি- মনিরুল ইসলাম মন্টু , সাধারণ সম্পাদক পদে রুবেল সরদার, সাংগঠনিক সম্পাদক পদে আনারুল ইসলাম নির্বাচিত ঘোষনা করা হয়। ৫নং ওয়ার্ড সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

    নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান, সহকারী কমিশনার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রনব কান্তি মন্ডল, বিএল কলেজের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রভাষক শেখ আবু সাঈদ, পাইকগাছা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল ইসলাম।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা প্রতিনিধি।

  • বীরগঞ্জের একটি স্কুলেন কেউ পা-স করেনি, হ-তাশ অভিভাবকরা

    বীরগঞ্জের একটি স্কুলেন কেউ পা-স করেনি, হ-তাশ অভিভাবকরা

    দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সাতখামার উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

    দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে জানা গেছে, অংশ নেওয়া ৮ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। এটি দিনাজপুর জেলার একমাত্র প্রতিষ্ঠান যেখানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।

    স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই স্কুলের রেজাল্ট পেয়ে আমরা খুবই হতাশ। আমাদের সন্তানদের ভবিষ্যৎ যাতে অন্ধকারে না পড়ে, সেদিকে শিক্ষা বিভাগ এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”
     
    ঘটনার পর প্রধান শিক্ষক নিতাই চন্দ্র রায় এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি মোবাইল ফোন বন্ধ রাখার কারণে।
     
    এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়টি সম্প্রতি এমপিও ভুক্ত হয়েছে। শিক্ষকদের দায় এড়ানোর সুযোগ নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং আশা করছি আগামী বছর থেকে ফলাফলে ইতিবাচক পরিবর্তন আসবে।

    উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত সাতখামার উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ১০ জন শিক্ষক ও ৬ জন অফিস সহকারী কর্মরত আছেন। একসময় এই বিদ্যালয় ভালো ফলাফলের জন্য পরিচিত থাকলেও চলতি বছরের ফলাফল অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।

  • বঙ্গোপসাগরে ট্রলার ডু-বি ১২ জনার ৯ জনকে জী-বিত উদ্ধার

    বঙ্গোপসাগরে ট্রলার ডু-বি ১২ জনার ৯ জনকে জী-বিত উদ্ধার

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী
    মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে পায়রা চ্যানেলের শেষ বয়ার কাছে ০৬/০৭/২০২৫ তারিখ ১২ জন জেলে সহ ডুবে যায় ‘এফবি সাইফুল’ নামের একটি মাছ ধরার ট্রলার।
    টানা ৪ দিন পর সাগর থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৩ জন। জানা গেছে উদ্ধার হওয়া ৯ জন জেলে সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা, রাঙ্গাবালীর নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম ৯ জনকে জীবিত উদ্ধার করে চরমোন্তাজ মেডিকেলে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

    ট্রলারে মাঝি জানান,গত ০৬ তারিখ (রবিবার) বৈরী আবহাওয়া সাগরে উত্তাল ঢেউ থাকায় ১২ জন সহ ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়ার পরে চারদিন পরে ১২ জন জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছ এখনয় ৩ জন নিখোঁজ আছে তারা বেচে আছে কিনা তা আমরা জানি না।

    রাঙ্গাবালীর (চরমোন্তাজ) নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ শহিদুল ইসলাম জানান স্থানীয় জেলেরা সাগর থেকে আসার পথে তাদেরকে ভাসতে দেখে আমাদেরকে সংবাদে দেয় আমরা গিয়ে ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করে এনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি এবং স্বজনদের খবর দিয়েছি। স্বজনরা আসলে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • বিদা-য়ের আবেগে আপ্লুত আগৈলঝাড়ার ইউএনও, চোখের জ-লে বিদায়ী সংবর্ধনা

    বিদা-য়ের আবেগে আপ্লুত আগৈলঝাড়ার ইউএনও, চোখের জ-লে বিদায়ী সংবর্ধনা

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    ১০ জুলাই বৃহস্পতিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষো যেন রূপ নিল এক আবেগঘন মিলনমেলায়। শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা আর স্মৃতিময়তায় বিদায় জানানো হলো বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌকস নির্বাহী অফিসার ফারিহা তানজিন-কে। মঞ্চের আবহ ছিল ব্যতিক্রম। কোথাও চোখের কোণে জল, কোথাও প্রিয়জনের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা। সবার মুখে এক কথাই আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন শুধু একজন প্রশাসক ছিলেন না, ছিলেন ভালো মানুষ ও আগৈলঝাড়ার সকলের আপনজন।” উপজেলার রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, সাংবাদিক এবং শিক্ষাক্ষেত্রের প্রতিনিধিদের কাছেও ছিলেন একজন ভালো মানুষ। বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেন বিদায়ী ইউএনও-র কর্মযজ্ঞ ও মানবিকতার নানা দিক। নিজের বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। তিনি বলেন, আগৈলঝাড়া শুধু আমার কর্মক্ষেত্র ছিল না, ছিল আমার ভালোবাসার স্থান। এখানকার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমার জীবনের চিরস্মরণীয় সম্পদ হয়ে থাকবে। এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। অনুষ্ঠানে উপস্থাপিত হয় বিদায়ী ইউএনও-র কর্মকাণ্ডের নানা দিক৷ ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননাপত্রের মাধ্যমে জানানো হয় কৃতজ্ঞতা। অনেকের চোখেই ছিল অশ্রু, কিন্তু সেই অশ্রু ছিল গর্বের—একজন ভালো কর্মকর্তাকে যথাযথ বিদায় জানানোর গর্ব। উপজেলা পরিষদের সভাকক্ষে অফিসার্স ক্লাবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, কৃষি কর্মকর্তা পিজুষ রায়, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালাসহ অন্যান্যরা।

  • মেয়ে ঐশী খানের সম্পদের হিসাব চেয়ে শাজাহান খানের বাসভবনের দরজায় দুদকের নো-টিশ

    মেয়ে ঐশী খানের সম্পদের হিসাব চেয়ে শাজাহান খানের বাসভবনের দরজায় দুদকের নো-টিশ

    আরিফুর রহমান, মাদারীপুর ||

    দুর্নীতির অভিযোগে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের কন্যা ঐশী খানের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    গত বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর নতুন শহর এলাকার শাজাহান খানের নিজ বাসভবনের দরজায় নোটিশটি টানিয়ে দেয় দুদক। নোটিশ প্রদানের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ও থানা পুলিশের উপস্থিতিতে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

    নোটিশে আগামী ২১ কার্যদিবসের মধ্যে ঐশী খানকে তার স্থাবর ও অস্থাবর সম্পদের পূর্ণ বিবরণী দুদকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী জমা না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিঠিতে।

    দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, দুদকের প্রধান কার্যালয়ে একটি লিখিত অভিযোগ জমা পড়ে, যাতে বলা হয়—দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন ঐশী খান। অভিযোগ যাচাই–বাছাই শেষে তাকে দুদকে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

    তবে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তিনি হাজির না হওয়ায়, দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক জুয়েল আহম্মেদের নেতৃত্বে একটি দল মাদারীপুরে এসে তার বাসভবনের দরজায় আনুষ্ঠানিকভাবে নোটিশটি টানিয়ে দেয়।

    দুদক জানিয়েছে, সম্পদের হিসাব দাখিল না করলে ঐশী খানের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করা হবে।

    প্রতিবেদক: আরিফুর রহমান, মাদারীপুর।

  • পলাশবাড়ী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

    পলাশবাড়ী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    “ফল গাছ লাগান পরিবেশ বাঁচান,আসুন সবাই মিলে বৃক্ষরোপন করি,সবুজ পৃথিবী গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে পলাশবাড়ী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

    বৃহস্পতিবার ১০ই জুলাই সকালে সংস্থার অস্থায়ী কার্যালয় পলাশবাড়ী পৌর শহরের বৈরীহরিণমারী গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

    কর্মসূচি উপলক্ষে আলোচনা সভায় উক্ত সংস্থার সভাপতি গোলজার সরকার রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দীন আহমেদ খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নছোয়া কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের পরিচালক শাহজাহান মিয়া।

    এ সময় প্রধান অতিথি বলেন, পলাশবাড়ী সমাজ কল্যান সংস্থার এমন উদ্যোগ প্রশংসার দাবীদার, সমাজের ভাল কাজে আরো ভূমিকা রাখবে এই সংস্থা এমনটাই আশা করছি আমরা।

    সংস্থার সভাপতি গোলজার সরকার রাজিব বলেন,আমরা এই সংস্থার মাধ্যমে অনেক দিন থেকেই সামাজিক কাজগুলো করে আসছি,শুধু পলাশবাড়ী নয় আগামীতে দেশ ব্যাপী আমাদের সংস্থার পক্ষ থেকে সামাজিক কাজগুলো কবরো,এ সময় সবার সহযোগিতা আশা করেন তিনি।
    এ সময় উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক রিপন শেখ,অর্থ সম্পাদক মিজানুর রহমান,প্রচার সম্পাদক রাজু আহমেদ,সদস্য ডলার মিয়া,পলাশবাড়ী ব্লাড ডোনার সোসাইটির পরিচালক সাগর ইসলামসহ অনেকে।

    শেষে রাস্তার পাশে গাছের চারা রোপন আম,কাঁঠাল ও পেয়ারার চারা বিতরণ করেন অতিথিবৃন্দসহ সংস্থার সদস্যরা।।

  • উপজেলা পরিষদের রোপন করা গাছগুলো ঝোপঝাড়ে থাকা বিলে সবুজ প্রাণের স্পন্দন ছড়াবে

    উপজেলা পরিষদের রোপন করা গাছগুলো ঝোপঝাড়ে থাকা বিলে সবুজ প্রাণের স্পন্দন ছড়াবে

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি :
    রংপুর তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের হাতখোপা বিলে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জাতের প্রায় ৭ শতাধিক চারা রোপন করায় চারিদিক সবুজের সমারহ ঘটেছে। ঝোপঝাড়ে থাকা বিলে সবুজ প্রাণের স্পন্দন ছড়িয়েছে।

    আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের হাতঘোপা বিলপাড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। “আজকের গাছ, আগামীর নিশ্বাস” স্লোগানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিসের সরাসরি তত্ত্বাবধানে আয়োজনটি হয়ে ওঠে এক প্রাণবন্ত পরিবেশ উৎসব। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা।

    উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক , স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরা। বিলপাড়জুড়ে আম, কাঁঠাল, তাল, নারিকেল, বেলসহ বিভিন্ন জাতের শত শত চারা রোপণ করা হয়।

    ইউএনও রুবেল রানা বলেন, “ আজ যে গাছ আমরা রোপণ করছি, তা একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়ে এই এলাকার জলবায়ু, জীববৈচিত্র্য এবং মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় জানান, “আমাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, বরং তার সঠিক পরিচর্যার মাধ্যমে একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করা। হাতঘোপা বিলের সৌন্দর্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষাই আমাদের মূল উদ্দেশ্য।”

    বৃক্ষরোপন করতে আসা, সাদেক আলী বলেন, হাত ঘোপা বিলে বৃক্ষরোপন কর্মসূচি নিঃসন্দেহে ভালো উদ্যোগ, উপজেলা প্রশাসন কে আমরা এলাকাবাসীরা এমন উদ্যোগ নেওয়ায় সাধুবাদ জানাই।