Blog

  • চট্টগ্রামে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভি-যানে ১৪০০ পিস ই-য়াবা উদ্ধার, আ-টক ২

    চট্টগ্রামে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভি-যানে ১৪০০ পিস ই-য়াবা উদ্ধার, আ-টক ২

    শহিদুল ইসলাম,
    নিজস্ব প্রতিবেদকঃ
    চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

    রবিবার (১৪ জুলাই ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল করিম-এর নেতৃত্বে এক যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করেন।

    গ্রেফতারকৃতরা হলেন—
    আমিনুল ইসলাম তামিম (২৮), পিতা-মৃত আব্দুল হামিদ, মাতা-দিলুয়ারা বেগম, স্ত্রী-সাদিয়া সুলতানা লিপি, সাং–পহরচাদা সবুজপাড়া, সালেহ আহমদ কোম্পানির বাড়ি, ৮নং ওয়ার্ড, বড়ইতলী ইউপি, থানা–চকরিয়া, জেলা–কক্সবাজার।

    মোঃ হোসেন ওরফে কামাল হোসেন (২৮), পিতা–জামাল হোসেন, মাতা–শাহিনা আক্তার, সাং–সোসাইটি পাড়া, জামাল সওদাগরের বাড়ি, ৮নং ওয়ার্ড, থানা–চকরিয়া, জেলা–কক্সবাজার।

    অভিযানে দুই আসামির দখল হতে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা নং-২৩, তারিখ-১৪/০৭/২০২৫, ধারা– মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ)/৪১ মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

    এ বিষয়ে কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • নলছিটিতে হ-ত্যা মাম-লায় আমুর ব্যক্তিগত কর্মকর্তা শাওন রিমা-ন্ডে

    নলছিটিতে হ-ত্যা মাম-লায় আমুর ব্যক্তিগত কর্মকর্তা শাওন রিমা-ন্ডে

    ঝালকাঠি প্রতিনিধিঃ

    কারাবন্দি সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ব্যক্তিগত কর্মকর্তা আরিফুল ইসলাম শাওন ওরফে পিএস শাওনকে নলছিটির আলোচিত ইমরান হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার কারাবন্ধি শাওনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানী শেষে আদালত আসামীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। জানা যায়, নলছিটি থানার পরিদর্শক আশ্রাব আলী আসামীকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    পুলিশ জানায়, ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি পৌরসভার নান্দিকাঠি এলাকা ইমরান হোসেন (৩২) নামের উপজেলা শ্রমিক লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার করে সন্ত্রাসীরা। ইমরান উপজেলার ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি। তিনি উপজেলার খাজুরিয়া এলাকার আবদুর রশিদের ছেলে। এ ঘটনায় তার তার পিতা আবদুর রশিদ হাওলাদার খাজুরিয়া এলাকার ইদ্রিস হাওলাদারের পুত্র আল আমিনকে প্রধান আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।পরে আসামীদের জিজ্ঞাসাবাদে খুনের সাথে আমুর ব্যক্তিগত কর্মকর্তা শাওনের জড়িত থাকার তথ্য বেড়িয়ে আসে। মামলার অন্যতম আসামী বরগুনার আমতলী উপজেলার সেলিম মাতবরকে ঢাকার ডেমরা থানা পুলিশ আটক করে। পরে এজাহার নামীয় আসামী ভারাটে খুনি সেলিম মাতবর পুলিশের জিজ্ঞাসাবাদে শাওন ঢাকা থেকে খুনের উদ্দেশ্যে তাকে চুক্তি করে দেয় বলে স্বীকারউক্তি দেয়।এর সুত্র ধরে কারাবন্ধি আরিফুর রহমান শাওনকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে।

    জানা গেছে, গত ১৩ মে রাজধানীর শুভাঢ্যা এলাকার একটি বাসা থেকে কেরানীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। গ্রেফতারের পর থেকেই তিনি জেলা কারাগারে বন্ধি ছিলেন।

    জানা যায়, ০৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিল শাওন।জনশ্রুতি আছে ০৫ আগস্ট বিকালে ই আমুর ইস্কাটন বাসা থেকে প্রায় অর্ধকোটি নগদ টাকা, ডলার ও স্বর্ণালংঙ্কার নিয়ে গা ঢাকা দিয়েছিল। আটককৃত শাওন খান নলছিটি পৌরসভার ০৬ নং ওয়ার্ড সুর্যপাশা গ্রামের বাসিন্দা। তার বাবা উপজেলা কৃষকলীগ সভাপতি মো.ফিরোজ আলম।তিনিও একটি মামলায় জেলা কারাগারে বন্ধি ।

  • চট্টগ্রামে ‘নীরব ঝড়’ মোকাবেলায় প্রশাসনের টেকসই রূপরেখা

    চট্টগ্রামে ‘নীরব ঝড়’ মোকাবেলায় প্রশাসনের টেকসই রূপরেখা

    শহিদুল ইসলাম,
    নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

    চট্টগ্রামে অনির্বচনীয়ভাবে বেড়ে চলা অপরাধ, কিশোর গ্যাংয়ের দাপট, মাদকের অদৃশ্য নেটওয়ার্ক এবং অনিয়ন্ত্রিত চিকিৎসাব্যবস্থার বিরুদ্ধে ‘স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান’ ঘোষণা করলো জেলা প্রশাসন।

    আজ সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

    সভায় প্রধান আলোচক ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। তিনি বলেন, “চট্টগ্রামকে মাদক ও অস্ত্র চোরাচালানের করিডোর হতে দেওয়া যাবে না। আধুনিক গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত ও উপকূলীয় অঞ্চলে নজরদারি জোরদার করা হচ্ছে।”

    সভায় আলোচিত মূল এজেন্ডা:
    ডিজিটাল নজরদারিতে কিশোর গ্যাং চিহ্নিতকরণ ও দমন
    ড্রোন-সাপোর্টেড নজরদারিতে সীমান্তে মাদক ঠেকানো
    ভোক্তা অধিকার লঙ্ঘনকারী বাজারে স্মার্ট মনিটরিং টিম
    অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে জিরো টলারেন্স
    গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধিতে ইউএনওদের বিশেষ নির্দেশনা

    জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার দায় শুধু পুলিশের নয়, এটি সামগ্রিক সমাজের দায়িত্ব। একযোগে কাজ করতে হবে, যাতে অপরাধীরা আর সুযোগ না পায়।”

    তিনি আরও জানান, সরকারি কর্মসূচিগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয় থাকবে এবং কোনো অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

    সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ইউএনওগণ, গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    বিশেষ দৃষ্টি আকর্ষণ:
    অপরাধ দমনে ‘স্মার্ট প্রযুক্তি’ ব্যবহারের রূপরেখা
    গ্রামীণ বিচার ব্যবস্থাকে কার্যকর করতে জেলা প্রশাসনের নতুন কৌশল
    জননিরাপত্তায় প্রশাসনের সমন্বিত পদক্ষেপ
    প্রয়োজনে এই রিপোর্ট ইনডিজাইন/পেইজ ডিজাইন আকারে প্রস্তুত করে দেওয়া যাবে। বললেই প্রস্তুত!

  • বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ-বাহিনীর যৌথ অভি-যানে ইয়া-বা ও বিদেশী অ-স্ত্র, গু-লিসহ ১ জন আট-ক

    বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ-বাহিনীর যৌথ অভি-যানে ইয়া-বা ও বিদেশী অ-স্ত্র, গু-লিসহ ১ জন আট-ক

    শেখ তৈয়ব আলী খুলনা।

    খুলনায় আবাসিক হোটেলে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তল বল এবং ৪ শত ৭৪ পিস ইয়াবাসহ ১ জন আটক করেন।

    রবিবার ১৩ জুলাই ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুলাই ২০২৫ তারিখ শনিবার রাত ১১ টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার সোনাডাঙ্গা থানাধীন জেড.এন.প্যালেস আবাসিক হোটেলে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত হোটেলের একটি রুমে তল্লাশি চালিয়ে ১ টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তল বল, ২ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ৪ শত ৭৪ পিছ ইয়াবাসহ ১ জন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

    জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অস্ত্র পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক ও অস্ত্র পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • তারেক-খালেদা জিয়াকে ক-টূক্তির প্রতি-বাদে ময়মনসিংহ মেডিকেলে ড্যাবে ও ছাত্রদলের বিক্ষো-ভ কর্মসূচি

    তারেক-খালেদা জিয়াকে ক-টূক্তির প্রতি-বাদে ময়মনসিংহ মেডিকেলে ড্যাবে ও ছাত্রদলের বিক্ষো-ভ কর্মসূচি

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নেতৃবৃন্দ।

    রবিবার (১৩ জুলাই)সকালে মেডিকেল কলেজ ক্যাম্পাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ছাত্রদল এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

    বিক্ষোভ সমাবেশে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে ড্যাব নেতৃবৃন্দ বর্তমান সরকারের দমন-পীড়নমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন গুপ্তচর সংগঠনের সহায়তায় বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদ জানান। তারা বলেন, সরকারের ইন্ধনে জাতীয় নেতাদের সম্মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে, যা গণতন্ত্র ও মুক্ত মতপ্রকাশের পরিপন্থী।

    এ সময় নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, তা নিশ্চিত করাটা এখন আমাদের অন্যতম কর্তব্য। বর্তমানে একটি চিহ্নিত গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। এ অপশক্তি কে রুখতে হবে। অন্যদিকে আওয়ামী ফ্যাসিস্ট শক্তির প্রেতাত্মারা নানা ছলচাতুরী করে আবারো জাতীয়তাবাদী শক্তিকে কোণঠাসা করতে চাইছে, কিন্তু ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী চিকিৎসক সমাজ তা সফল হতে দেবে না।

    তারা আরও বলেন, বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। যার বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ও তারেক রহমানের জনপ্রিয়তার জন্যই একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে কোনো অপপ্রচারে কাজ হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলে জানিয়ে
    অবিলম্বে এই অপপ্রচার বন্ধ ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ ।

    কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ড্যাব নেতা ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী ,মমেক ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহবায়ক,জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং ড্যাব এর কেন্দ্রীয় নেতা ডাঃ মুহাম্মদ ইসহাক ,সাবেক ছাত্রনেতা এবং ড্যাব নেতা ডাঃ শেখ বশির আহাম্মেদ,সাবেক ছাত্রনেতা ডাঃ আরমান, সহ ড্যাব নেতৃবৃন্দ ডাঃ ইমদাদুল হক শাকিল ,ডাঃ আমিনুল ইসলাম শামীম ,ডাঃ আসাদুজ্জামান রতন ,ডাঃমাহমুদুল হাসান ফারুক , ডাঃ মহসিন উদ্দিন ,সহ মমেক ছাত্রদল নেতা নূর এ জাওয়াত রুতাব, মেহেদী হাসান,আকিফ ,মাইনুল সহ ড্যাব ও ছাত্রদলের নেতা কর্মীসহ কলেজ ও হাসপাতালের সকল জাতীয়তাবাদী বিশ্বাসী ডাক্তার, কর্মচারী, টেকনোলজিস্ট বৃন্দ।

  • নীলফামারী আদালতে ৭টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মাম-লা দায়ের

    নীলফামারী আদালতে ৭টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মাম-লা দায়ের

    প্রেস বিজ্ঞপ্তি।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে অনুযায়ী ১৩ জুলাই ২০২৫ খ্রি: তারিখে নিম্ন বর্ণিত ০৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, নীলফামারী বরাবর মামলা দায়ের করা হয়।

    মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচ্ছে:
    ০১। মোঃ নিজাম উদ্দিন (৫০), মেসার্স সোহান পিভিসি পাইপস, বিসিক শিল্প নগরী, সৈয়দপুর, নীলফামারী; পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ,ইউজড ফর পটেবল ওয়াটার সাপ্লাই; মামলা নং- ২৪/২৫,
    ০২। রমজান মামুদ (৩৬), মেসার্স এম আর একতা পাইপ, নাথখানা, গোল মসজিদ, সদর, নীলফামারী; পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ,ইউজড ফর পটেবল ওয়াটার সাপ্লাই; মামলা নং- ২৫/২৫,
    ০৩। নির্মল চন্দ্র সাহা (৬০), মেসার্স জনতা পিভিসি পাইপ, সওদাগরপাড়া, বিল্লালের মোড়, সদর, নীলফামারী; পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ,ইউজড ফর পটেবল ওয়াটার সাপ্লাই; মামলা নং- ২৬/২৫,
    ০৪। আব্দুল কুদ্দুস চৌধুরী (৫৯), মেসার্স নকীব পিভিসি পাইপ, পুরাতন গরুহাটি, ফায়ার সার্ভিস, সদর, নীলফামারী; পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ,ইউজড ফর পটেবল ওয়াটার সাপ্লাই; মামলা নং- ২৭/২৫,
    ০৫। মোঃ আতিকুর রহমান (আতিক) (৩৮), মেসার্স এ কে প্লাস্টিক ইন্ডাষ্ট্রিজ, ডাঙ্গাপাড়া, কৈমারী রোড, জলঢাকা, নীলফামারী; পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ,ইউজড ফর পটেবল ওয়াটার সাপ্লাই; মামলা নং- ২৮/২৫,
    ০৬। মোঃ মাহফুজুর রহমান (৩০), মেসার্স কল্পনা বেকারী, বড়ঘাট বাজার, জলঢাকা, নীলফামারী; পণ্য- বিস্কুট; মামলা নং- ২৯/২৫,
    ০৭। হাবিবুর রহমান (৫০), মেসার্স ভাই বোন বেকারী, বড়ঘাট, চেয়মারী, জলঢাকা, নীলফামারী; পণ্য- ব্রেড; মামলা নং- ৩০/২৫,

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • আশুলিয়ায় অপহ-রণের পর শিশুকে গ-লাকেটে হ-ত্যা ২৪ ঘন্টার মধ্যে হ-ত্যাকারী গ্রে-ফতার

    আশুলিয়ায় অপহ-রণের পর শিশুকে গ-লাকেটে হ-ত্যা ২৪ ঘন্টার মধ্যে হ-ত্যাকারী গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অপহরণের পর জীবন (১২) নামের এক শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ঘাতক রাব্বানী (১৯) কে গ্রেফতার ও লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি।

    রবিবার (১৩ জুলাই২০২৫ইং) দুপুর দেড়টায় আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অপস ও ট্রাফিক (উত্তর) আরাফাতুল ইসলাম। এর আগে গত রাতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণ ও হত্যায় জড়িত রাব্বানীকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে জঙ্গল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জীবন আশুলিয়ার কাঠগড়া এলাকার মজিবর শেখের ছেলে।

    গ্রেফতার রাব্বানী নওগাঁর মান্দা উপজেলার ছুতিপুর এলাকার মিলন মোল্লার ছেলে। সে আশুলিয়ার কাঠগড়া এলাকায় থেকে মাঝে মধ্যে নির্মাণ শ্রমিকের কাজ করতো।

    সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, গত (১০ জুলাই ২০২৫ইং) বিকেল ৪ টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে অপহরণের শিকার হয় মোঃ জীবন শেখ। পরে তার বাবার মুঠোফোনে মুক্তিপণ দাবী করে অপহরণকারী। পরের দিন ১১ জুলাই রাত ১১টার দিকে জীবনের বাবা আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির ব্যবহারসহ গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘাতক রাব্বানীকে গ্রেফতার করা হয়। এর পরে তার দেওয়া তথ্যমতে আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি জঙ্গল থেকে ভিকটিমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এসময় উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি ও একটি মোবাইল ফোন।

    অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, কথা কাটাকাটির জের ধরেই জীবনকে অপহরণ এবং পরে গলাকেটে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেফতারকৃত রাব্বানী।

    সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, অপারেশন (ওসি) সফিকুল ইসলাম সুমনসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

  • ময়মনসিংহ জেলা আইন শৃঙ্খ-লা কমিটির সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহ জেলা আইন শৃঙ্খ-লা কমিটির সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় ময়মনসিংহকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে হবে।”

    রবিবার (১৩ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ময়মনসিংহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

    সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, চুরি-ডাকাতি দমন এবং জনসাধারণের নিরাপত্তা জোরদারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

    এসময় জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন-
    জেলাকে এমনভাবে তৈরি করতে হবে যেখানে মানুষ নিরাপদে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এর জন্য প্রয়োজন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা, জনসাধারণের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং সকল প্রকার অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ করা।
    একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা গড়ে তোলার জন্য
    তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি:সচেতনতা ও শিক্ষা:যুব সমাজের ক্ষমতায়ন:দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি:অপরাধ দমন ও প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। যে কেউ যেন সহজে থানায় গিয়ে অভিযোগ জানাতে পারে এবং অপরাধ দমনে দ্রুত ব্যবস্থা নেয়া যায় সেলক্ষ্যে পুলিশের তত্ত্বাবধানে নিয়মিত টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও আহবান জানান ডিসি মুফিদুল আলম। এসময় তিনি মাদক দ্রব্য, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ কঠোরভাবে দমন করতে হবে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর আহবান জানিয়ে সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বাড়াতে এবং শান্তি ও ঐক্য বজায় রাখার জন্য কাজ করতে হবে বলে জানান। তিনি বলেন- জনগণকে আইনি অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করতে হবে এবং সমাজের বিভিন্ন স্তরে শান্তি ও নিরাপত্তা বিষয়ক শিক্ষা কার্যক্রম পরিচালনা করাসহ তরুণ সমাজকে গঠনমূলক কাজে উৎসাহিত করতে হবে এবং তাদের মধ্যে নেতৃত্ব ও দায়িত্ববোধের বিকাশ ঘটাতে হবে। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করলে একটি জেলাকে নিরাপদ ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তিনি।

  • কুমিল্লা নগরীর রাজাগঞ্জে ভ্রাম্যমানে ব্যাবসায়ীকে ৫০ হাজার জরি-মানা

    কুমিল্লা নগরীর রাজাগঞ্জে ভ্রাম্যমানে ব্যাবসায়ীকে ৫০ হাজার জরি-মানা

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লা নগরীতে ৯ টাকার একটি ওষুধ ৮০ টাকায় বিক্রি করায় একটি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    রোববার (১৩ জুলাই) দুপুরে নগরীর রাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে সাহা মেডিকেল হলকে একাধিক অনিয়মের অভিযোগে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

    ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, সাহা মেডিকেল হলের বিক্রেতারা নির্ধারিত খুচরা মূল্য (এমআরপি) উপেক্ষা করে রোগীদের কাছে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করছে। এমন কাজ ভোক্তার সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন অভিযান পরিচালনাকারীরা।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে তিনি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

    এ সময় অভিযানে সহায়তা করেন কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

    জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ‘এ ধরনের প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের নিয়মিত তদারকি চলবে।

  • পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দে’র পদত্যা-গের দাবিতে লিফলেট বিতরণ ও প্রতি-বাদ

    পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দে’র পদত্যা-গের দাবিতে লিফলেট বিতরণ ও প্রতি-বাদ

    মহিউদ্দিন চৌধুরী,
    পটিয়া প্রতিনিধি।।
    পটিয়ার উপজেলার হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগের দাবিতে ও স্কুলের এসএসসি ২৫ ইং চরম ফলাফল বিপর্যয়, ১২৯ জন শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বঞ্চিত হওয়ায় লিফলেট বিতরণ ও প্রতিবাদ সভা
    ত্রিপুরা দিঘীর হাটে অনুষ্ঠিত হয়।
    এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম বাদল, হাঈদগাও স্কুলের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খায়ের আহমদ, মুক্তিযোদ্ধা ইসহাক মেম্বার, স্কুল কমিটির সাবেক সভাপতি মাহবুব আলম তালুকদার, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সংগঠক জয়নাল আবেদীন, মোজাম্মেল হক লিটন, আবুল হোসাইন, মাইমুনুল ইসলাম মামুন, অভিভাবক সদস্য নূর মিয়া, হাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইসহাক, মো. আলী আকবর, মফজল সও:, জাহাঙ্গীর আলম, আব্দুল মাবুদ, মাহবুবুর রহমান, হারুনুর রশিদ, জসিম উদ্দিন, শামিম, মহিউদ্দীন, আইয়ুব আলী, শফি, সেলিম উদ্দিন, আবদুল মালেক, নুরুল আলম, শফিউল আলম (সুমন) আরিফ মিয়া, নাজিম উদ্দীন, মোহাম্মদ বেলাল, সৈয়দ, জামাল উদ্দিন, রিয়াদ, হাসান, মোরশেদ, সায়েম, আদনান প্রমুখ। এছাড়াও উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ক্রীড়া সংগঠন নেতৃবৃন্দ সহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সভায় বক্তারা বলেন, হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফ্যাসিষ্ট শ্যামল দের পদত্যাগ, স্কুলের এসএসসি ২৫ ইং শিক্ষার্থীদের চরম ফলাফল বিপর্যয় ও স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা না পাওয়া গভীর উদ্বেগ প্রকাশ করেন।