Blog

  • রাকসু নির্বাচনের তারিখ পেছা-লো ও ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর

    রাকসু নির্বাচনের তারিখ পেছা-লো ও ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর

    হেলাল শেখঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-(রাকসু) নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।পূর্বনির্ধারিত ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

    ২৭ আগস্ট (বুধবার) দুপুরে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    নতুন তারিখ অনুযায়ী, মনোয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ থেকে ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর, ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর, ফলাফল ও সেদিনই প্রকাশ করা হবে।

    সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, মনোনয়ন ফরম সংগ্রহের সময় ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া নির্বাচনের আরও কিছু তারিখ পুনর্বিন্যাস করা হয়েছে। ভোটগ্রহণের নতুন তারিখ আগামী ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর, ভোটার তালিকায় ছবি সংযুক্তি ও সাইবার বুলিং রোধে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে।

    পেছানোর কারণ হিসেবে তিনি উল্লেখ করে বলেন, প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ভোটকেন্দ্র একাডেমিক ভবনে নিয়ে আসার সিদ্ধান্ত ও ডোপটেস্ট করতে ৪-৫ দিন সময় লাগবে এবং নির্বাচন অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।

  • আশুলিয়ায় মা-দক কা-রবারি আলফাজ গ্রুপের অ-ত্যাচারে অ-তিষ্ঠ এলা-কাবাসী, থানায় জিডি

    আশুলিয়ায় মা-দক কা-রবারি আলফাজ গ্রুপের অ-ত্যাচারে অ-তিষ্ঠ এলা-কাবাসী, থানায় জিডি

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নিশ্চিন্তপুর হাজীপাড়া এলাকায় মাদক সন্ত্রাসী আলফাজ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। এ ঘটনায় ভুক্তভোগী শোভন মাহমুদ আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং: ৩১৯৬, তারিখ: (২৮ আগস্ট ২০২৫ইং)।

    বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার নিশ্চিন্তপুর হাজীপাড়া এলাকার মোঃ সাইফুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মোঃ আলফাজ (২৫), পিতা মৃত- রাজ্জাক মিয়া, মাতা- শান্তনা বেগম। ভাড়া বাড়িতে বসেই সে দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। শুধু তাই নয়, এলাকার চলাচলের রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছে। এ নিয়ে বিচার চাইতে গেলে উল্টো স্থানীয়দের ওপর হামলার চেষ্টা চালায় আলফাজ বাহিনী।

    অভিযোগ রয়েছে, আলফাজ ও তার সহযোগীরা মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করছে। কেউ বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে আলফাজ স্থানীয় এক যুবলীগ নেতার ছত্রছায়ায় ছিলো। বর্তমানে সে নতুন করে কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় মাদক ব্যবসা আরও জোরদার করেছে।

    এলাকাবাসী জানান, আলফাজকে এর আগেও একাধিকবার আশুলিয়া থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করলেও পরে আদালত থেকে জামিনে বের হয়ে আবারও সক্রিয় হয়ে ওঠে।

    ভুক্তভোগী শোভন মাহমুদ বলেন-
    “মাদক সন্ত্রাসী আলফাজ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি আশুলিয়া থানায় জিডি করেছি। সে ভাড়াটিয়া হয়ে এলাকার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এ নিয়ে প্রতিবাদ করলে এলাকার অনেক নারী-পুরুষকে মারধর করেছে। আমরা এলাকাবাসী এর সুবিচার চাই।”

    এ ব্যাপারে জানতে বিবাদীদের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।

    এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

  • সিরাজগঞ্জ শহরে ব্যবসায়ীর বাড়িতে দু-র্ধর্ষ চু-রির ঘটনায় দুইজন গ্রে-ফতার-১৫ ভরি স্বর্ণ উ-দ্ধার

    সিরাজগঞ্জ শহরে ব্যবসায়ীর বাড়িতে দু-র্ধর্ষ চু-রির ঘটনায় দুইজন গ্রে-ফতার-১৫ ভরি স্বর্ণ উ-দ্ধার

    হেলাল শেখঃ সিরাজগঞ্জ শহরের বড়বাজার বানিয়াপট্রিতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায়-দুইজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
    এসময় তাদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে চোরাইকৃত প্রায় ২৫ ভরি স্বর্ণের মধ্যে থেকে ১৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, গত ১৬ আগস্ট রাতের কোনো একসময় শহরের বড়বাজার বানিয়াপট্রিতে বসবাসকারি ব্যবসায়ী মোঃ রেজাউল করিম রোকনির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

    এসময় অজ্ঞাত চোরেরা ওই বাসা থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা পয়সা নিয়ে যায়।
    এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল করিম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার সুত্র ধরে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নাজরান রউফের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে সদর থানার ওসি মোঃ মোখলেছুর রহমান, ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ তাজমিলুর রহমান ও কামরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স অংশ গ্রহণ করেন।

    তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল জেলার কালিহাতি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ইছাপুর গ্রামের আজাহার আলীর ছেলে মোঃ সবুজ মিয়া এবং সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনী এলাকার আব্দুর রহমানের ছেলে শাহাদৎ হোসেন ওরফে কুটুম (৪০)-কে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে চুরি যাওয়া স্বর্ণের মধ্যে থেকে ১৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

  • আশুলিয়ায় বিপুল পরিমাণ জা-ল টাকাসহ দুই জনকে গ্রেফ-তার করেছে থানা পুলিশ

    আশুলিয়ায় বিপুল পরিমাণ জা-ল টাকাসহ দুই জনকে গ্রেফ-তার করেছে থানা পুলিশ

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নানের নেতৃত্বে (এসআই) জসিম এর সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ১ হাজার টাকা মূল্যের ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়।

    বুধবার (২৭ আগষ্ট ২০২৫ইং) রাত ৮ টার দিকে ঢাকার আশুলিয়ার আমবাগান এলাকার মিজানুর রহমানের ভাড়াবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা হাউজিং এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার তন্নী (২৬) ও আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)। সানজিদা আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় থাকতো। পুলিশ জানায়, বুধবার রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার আমবাগান এলাকার একটি ভাড়া বাড়িতে কতিপয় জাল টাকার কারবারি বিপুল পরিমাণ জাল টাকার নোট নিয়ে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে রাত ৮ টার দিকে ওই এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া সানজিদার বাসা থেকে ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া সানজিদাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গত রাতে এক হাজার টাকার নোট ৪ জাল লাখ টাকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

  • মোরেলগঞ্জে ডরপ ইভলভ প্রকল্পের স-মাপ্তি ও টেকস-ইকরণে প-রামর্শ ক-র্মশালা

    মোরেলগঞ্জে ডরপ ইভলভ প্রকল্পের স-মাপ্তি ও টেকস-ইকরণে প-রামর্শ ক-র্মশালা

    শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় হেলভেটাসের সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ-এর বাস্তবায়নে পরিচালিত “ইভলভ” প্রকল্পের সমাপ্তি এবং কার্যক্রম টেকসই করার লক্ষ্যে এক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন ফিল্ড ফ্যাসিলিটেটর চুমকি রায়।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রণজিৎ কুমার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ, যুব উন্নয়ন কর্মকর্তা একে এম ইকতিয়ার উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী শুভংকর মন্ডল।

    এছাড়া সিএসও প্রতিনিধি সুফিয়া বেগম, মো. খলিলুর রহমান, সুমন জোমাদ্দার এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ কর্মশালায় অংশ নেন।

    কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকল্পের ভবিষ্যৎ টেকসইতা এবং এলাকার সার্বিক উন্নয়নে এর প্রভাব নিয়ে আলোচনা করেন।

  • তারাগঞ্জে ভূ-ল চিকিৎসায় গরুর মৃ-ত্যু- বি-চার চায় খা-মারী

    তারাগঞ্জে ভূ-ল চিকিৎসায় গরুর মৃ-ত্যু- বি-চার চায় খা-মারী

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভিএফএ মো. ফিরোজ হোসেন এর ভুল চিকিৎসায় একটি গর্ভবতী গাভীর বাছুরের মৃত্যু ঘটে এবং গাভীটি আশঙ্কাজনক রয়েছে। বুধবার (২৭ আগস্ট)২০২৫ইং উপজেলার দোলাপাড়া গ্রামের আল-আমিন ইসলাম নামের খামারীর বাড়ীতে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের খামারী আল আমিনের ৪ মাসের গর্ভবতী গাভীটিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভিএফএ ভুল চিকিৎসার মাধ্যমে পূনঃকৃত্রিম প্রজনন করেন। ফলে ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট (ভিএফএ) ফিরোজ হোসেন ও বিলোজিক এ্যাগ্রোভেট ঔষধ কোম্পানির সেলস্ কর্মী ফারুক হোসেন(এআই কর্মী) কর্তৃক এ ঘটনার শিকার হয় খামারী আল-আমিন।

    খামারী আল-আমিন বলেন, গত ৪ মাস আগে তার গাভীকে কৃত্রিম প্রজনন করান। আজ (১৫ আগস্ট) হঠাৎ গাভীটির প্রসাবের রাস্তা দিয়ে লালা বের হতে দেখলে উপজেলা প্রাণিসম্পদ অফিসের ফিরোজ (ভিএফএ)কে মোবাইল ফোনে জানাই। পরে ভিএফএ ফিরোজ ও প্রাণিসম্পদ দপ্তর সম্পৃক্ত নয় (ভেটেরিনারি ঔষধ কোম্পানির কর্মী) ফারুক হোসেন নামের এমন একজন সহযোগীকে (এআই কর্মী) সাজিয়ে ঘটনাস্থলে নিয়ে গাভিটিকে ভুল চিকিৎসার মাধ্যমে (গাভীটি হিটে এসেছে বলে) একই সময়ে পরপর দুটো বীজ (পূণঃ কৃত্রিম প্রজনন) দেন। উল্লেখ্য যে- প্রতিটি পশু হাসপাতালে সরকারি ভাবে কৃত্রিম প্রজনন কর্মী (এআই কর্মী) নিযুক্ত রয়েছে।

    এ ঘটনার পরপরই গাভীটির যৌন পথ দিয়ে চারদিন ধরে রক্ত পড়তে থাকে এবং পেটে থাকা বাছুরটি মৃত. অবস্থায় ১৩ দিনে বেরিয়ে আসে। বর্তমান গাভীটির অবস্থাও আশঙ্কাজনক। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছি এবং উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। ভুল চিকিৎসায় বাছুরের মৃত্যু এবং গাভীটির আশঙ্কাজনক হওয়ায় এর ক্ষতিপূরণ ও দৃষ্টান্তমুলক বিচার চাই।

    ভুল চিকিৎসার বিষয়ে অভিযুক্ত ফিরোজ (ভিএফএ) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্যারের কাছে (উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা) খামারী আল-আমিন অভিযোগ দিয়েছে। তিনি তদন্ত করে যা ব্যবস্থা নেওয়ার নেবে।

    এ ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কেএম ইফতেখারুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে কল করলেও তিনি ফোন রিসিভি করেননি। ফলে ভুক্তভোগীর করা অভিযোগের বিষয়ে দাপ্তরিক ব্যবস্থার কোন তথ্য পাওয়া সম্ভব হয়নি।

  • চট্টগ্রামএ আঞ্চলিক টি ২০ টুর্নামেন্ট  উ-দ্বোধনী  ম্যাচে ফরটিস কুমিল্লা জে-লা দলের জয়

    চট্টগ্রামএ আঞ্চলিক টি ২০ টুর্নামেন্ট উ-দ্বোধনী ম্যাচে ফরটিস কুমিল্লা জে-লা দলের জয়

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    চট্টগ্রাম এ অনুষ্ঠিত আঞ্চলিক টি২০ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফরটিস কুমিল্লা জেলা দল ৩৬ রানে জয় দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে।
    খেলাটি উদ্ভোধন করেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। আরো উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ আকরাম খান, হাবিবুল বাশার সুমন ও জনাব নাজমুল আবেদীন ফাহিম।
    প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৩ রান সংগ্রহ করে।
    দলের পক্ষে শাহপরান ১৮ বলে ২৫ রান ১২ বলে ১৪ রান,
    সাইফুল ইসলাম ২৯ বলে ২৯ রান,ইয়াসিন আরাফাত ৩৪ বলে ৪২ রান,
    স্বপন দে ১৪ রান করেন।জবাবে ব্যাট করতে নেমে এবি ব্যাংক নোয়াখালী জেলা দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয় ১১৭ রান সংগ্রহ করে। ফরটিস কুমিল্লা দলের আশরাফুল হাসান রোহান ২২ রানের বিনিময়ে ৫ উইকেট লাভ করেন। ফরটিস কুমিল্লা ৩৬ রান এ জয় লাভ করে।
    এ ব্যাপারে দলীয় ম্যানেজার ফখরুল আলম উল্লাস জানান ২৮ শে অগাস্ট সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং ডিরেক্টর আকরাম খান মঞ্জুর আলম সহ আরো অনেক বিসিবি কর্তাব্যক্তিদের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান ফরটিস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ শাহাদাত হোসেন এবং ফরটিস গ্রুপের হেড অফ স্পোর্টস র্ম্যানেজমেন্ট আব্দুল আহাদ রিপন।দলের ম্যানেজার ফখরুল আলম উল্লাস আরও জানান এই টুর্নামেন্টে কুমিল্লা জেলা দলের নাম ফরটিস কুমিল্লা জেলা ক্রিকেট দল।

  • স্কুল শিক্ষকের ওপর হা-মলার প্র-তিবাদে রাঙ্গাবালীতে সব স্কুল-কলেজের ক্লাস ব-র্জন করে মা-নববন্ধন

    স্কুল শিক্ষকের ওপর হা-মলার প্র-তিবাদে রাঙ্গাবালীতে সব স্কুল-কলেজের ক্লাস ব-র্জন করে মা-নববন্ধন

    রফিকুল ইসলাম,
    স্কুল শিক্ষকের ওপর বিএনপি নেতার হামলার ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সদরের বাহেরচর বাজারে কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।

    এর আগে টানা তিনদিন ধরে শুধু চরমোন্তাজ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন কর্মসূচি পালিত হলেও আজ থেকে তা ছড়িয়ে পড়ে গোটা উপজেলায়। সকাল থেকে সব স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

    সমাবেশে বক্তারা বলেন, চরমোন্তাজ লক্ষ্মী বেষ্টিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু হানিফের ওপর স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল প্যাদা ও তার সহযোগীরা প্রকাশ্যে হামলা চালায়। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

    উল্লেখ্য, গত রোববার (২৪ আগস্ট) রাতে চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন গ্রামে মসজিদের খুতবায় মসজিদের খুতবায় চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আবু হানিফের ওপর দুই দফায় হামলা চালায় বিএনপি নেতা মোজাম্মেল প্যাদা ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় গুরুতর আহত শিক্ষককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • যে বয়সে বই-খাতা হাতে স্কুলে থাকার কথা, সেই বয়সে অটো-রিকশার স্টি-য়ারিং হাতে শি-শুদের

    যে বয়সে বই-খাতা হাতে স্কুলে থাকার কথা, সেই বয়সে অটো-রিকশার স্টি-য়ারিং হাতে শি-শুদের

    কুমিল্লা জেলা প্রতিনিধি দঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা অঞ্চলে ট্রাফিক পুলিশ লাইন দূর্বল হওয়ার কারনে প্রাইমারী শিক্ষা ঝড়ে যাচ্ছে।
    যে বয়সে বই-খাতা হাতে নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে ব্যাটারি চালিত অটোরিকশার স্টিয়ারিং ধরে রাস্তায় নামছে শিশুরা। মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় এখন প্রায়শই দেখা যায়, কোমলমতি স্কুলগামী শিশুদের একাংশ জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ যানবাহন চালাচ্ছে।

    শিশু শ্রমিকের সংখ্যা বেড়ে যাওয়ায় অভিভাবক, শিক্ষক ও সমাজ সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এভাবে শিশুদের শিক্ষা জীবন ব্যাহত হলে ভবিষ্যতে তারা হয়ে পড়বে অশিক্ষিত ও দক্ষতাহীন প্রজন্ম।

    সংশ্লিষ্টরা জানান, এসব ব্যাটারি চালিত অটোরিকশা চালাতে শিশুদের কোনো প্রশিক্ষণ নেই বা ট্রাফিক পুলিশ আইন সম্পর্কে ধারনা নেই। ফলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। একই সঙ্গে শিশুরা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যা সমাজ ও দেশের জন্য বড় হুমকি।

    উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদ থেকে এসব ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের কোনো লাইসেন্স প্রদান করা হয়নি। তবুও অবাধে রাস্তায় চলছে হাজারো ব্যাটারি চালিত রিকশা। শিশু চালকদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফলে তারা নিজেরা যেমন ঝুঁকির মধ্যে থাকছে, তেমনি যাত্রী ও পথচারীর জন্যও দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। নবীপুরের হানিফ, সাইফুল বলেন, পরিবার চালাতে হিমশিম খাচ্ছি। তাই ছেলে রিকশা চালায়, না হলে সংসার চলবে না। তবে এভাবে শিশুদের কাজে লাগানোকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন অনেকেই।

    এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা শিশু শ্রম ও অবৈধ যান চলাচল রোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। তারা দ্রুত অভিযান চালিয়ে শিশু শ্রম বন্ধ এবং এসব শিশুদের বিদ্যালয়ে ফেরানোর উদ্যোগ চান।

    শিক্ষকরা বলছেন, শিশুদের স্কুল থেকে ঝরে পড়া শিক্ষাব্যবস্থার জন্য বড় ক্ষতি। তাই তাদের আবারো বিদ্যালয়ে ফিরিয়ে আনতে সরকার ও সমাজের সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।

  • পঞ্চগড়ে বাড়ির পাশে যুব-কের মর-দেহ উ-দ্ধার

    পঞ্চগড়ে বাড়ির পাশে যুব-কের মর-দেহ উ-দ্ধার

    মোঃ বাবুর হোসেন. পঞ্চগড় জেলা প্রতিনিধি:
    পঞ্চগড়ের বোদায় পুকুর থেকে সোয়েল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়ায় বাড়ির পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

    প্রাথমিক সুরতহালে নিহতের গলায় শ্বাসরোধের মতো চিহ্ন দেখা গেছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    এ ঘটনায় নিহতের বড় ভাই সুলতান আলী (৩৬) ও স্থানীয় সাইদার রহমানকে (৪৩) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সোয়েল ওই গ্রামের সাবিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

    স্থানীয়দের বরাতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, নিহত সোয়েলের পরিবারের সাথে তার চাচা এনামুল হকের বিরোধ ছিল। দুদিন আগে চাচার সাথে মঙ্গলবার জমির আইল কাটা ও মাছ ধরা নিয়ে মারামারির ঘটনা ঘটে। বুধবার রাতে ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সোহেল। বৃহস্পতিবার সকালে তার মরদেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা।এদিকে ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ বাড়িতে গেল এ রিপোর্ট লেখা পর্যন্ত