Blog

  • তাঁতিবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদা-য় সংবর্ধনা অনুষ্ঠিত

    তাঁতিবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদা-য় সংবর্ধনা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগর : পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী তাতিবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক চাকুরী জীবন থেকে অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার তঁাতিবন্দ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হযরত আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্কাস আলীর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রায়হান আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল ওহাব, শিক্ষক প্রতিনিধি মনিরুল ইসলাম, তঁাতিবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে হাবিবুর রহমান হাবিব, মনিরুজ্জামান মান্নান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুজ্জামান, আমিনুল ইসলাম পল্টন, ইয়াকুতুন নাহার, কাউসার জাহান, কাজী উজ্জ্বল হোসেন, আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, মামুনুর রশিদ ও ইখতিয়ার রহমান প্রমূখ। মানপত্র পাঠ করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাহিদা ও রাইসা। শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক আনোয়ারুল হককে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।।

  • দোয়ারাবাজার সীমান্তে ৬ রা-উন্ড গু-লিসহ বি-দেশি রি-ভলবার উ-দ্ধার

    দোয়ারাবাজার সীমান্তে ৬ রা-উন্ড গু-লিসহ বি-দেশি রি-ভলবার উ-দ্ধার

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৬ রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে ৪

    ৮ বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মো. নুরুল হুদার নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১২৩৪/৩-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ রাউন্ড গুলিসহ বিদেশি (ইউএসএ) রিভলবার জব্দ করা হয়।

    সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক নাজমুল ইসলাম জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • গোদাগাড়ীতে  মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভি-ভাবকদের মত-বিনিময় সভা অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভি-ভাবকদের মত-বিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান উন্নয়ন, বাল্যবিয়ে, মাদক প্রতিরোধ, শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে উপস্থিতির বৃদ্ধির লক্ষ্যে আভিভবাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৮ অগস্ট, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ সময় বিদ্যালয়ের অডিটারিয়ামে প্রধান শিক্ষক মোঃ শিক্ষক মেঃ হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফয়সাল আহমেদ।

    বক্তব্য প্রদান করেন, ম্যানেজিং কমিটির সদস্য জবাইদা খাতুন, সহাকরী শিক্ষক আব্দুর রহিম, সহকারী শিক্ষক মোঃ আফজাল হোসেন, সহকারী শিক্ষক মোঃ মোমিনুল হক, সহকারী শিক্ষক আশরাফুল হক, অভিভাবকদের পক্ষ থেকে মোঃ দিনু, মজিবুর রহমান, শওকতার আলম, রকিয়া খাতুন প্রমূখ।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন,
    শিক্ষার্থীদের প্রথম কাজ হচ্ছে নিয়মিত বিদ্যালয়ে আসা, প্রতিদিনের পড়াটি প্রতিদিন শেষ করা। আভিভাবকদের কাজ কাজ তাদের ছেলে মেয়েরা নিয়মিত স্কুলে আসছে কিনা, পড়া লিখা করছে কি না খোঁজ খবর নেয়া, মাদক, বাল্য বিয়ে থেকে বিরত থাকা। শিক্ষার্থীদের বেশী বেশী করে সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশ গ্রহন নিশ্চত করা।

    শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের গর্ব। যারা সাফল্য অর্জন করেছেন, যারা দেশ গড়ার কাজে নিয়োজিত আছেন তাদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় তারা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ন করেছন। বিদ্যালয় থেকে নিয়ম শৃঙ্খলা শিখে এসেছেন।

    একজন যোগ্য শিক্ষক, একজন যোগ্য অভিভাবকের সততা, মহত্ব ও কর্মকুশলতা আমাদের গর্বের। একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য শিক্ষক -শিক্ষার্থী – অভিভাবক, এলাকাবাসী সহযোগিতা উপর নির্ভর করে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী

  • শারীরিকভাবে অ-ক্ষম ব্যক্তিকে ভ্যানগাড়ি ও বিক্রয়ের জন্য মালা-মাল দিলেন ইউএনও ফয়সাল

    শারীরিকভাবে অ-ক্ষম ব্যক্তিকে ভ্যানগাড়ি ও বিক্রয়ের জন্য মালা-মাল দিলেন ইউএনও ফয়সাল

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে শারীরিকভাবে অক্ষম এক ব্যক্তিকে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় একটি মোটরচালিত ভ্যানগাড়ি ও বিক্রির জন্য মিষ্টি দ্রব্য সরবরাহ করা হয়েছে।

    উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর গ্রামের শ্রী সুজন (পিতা রঞ্জিত) নামের ওই অক্ষম ব্যক্তিকে সহায়তা প্রদান করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।

    বুধবার উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে তাকে ভ্যানগাড়ি ও মালামাল তুলে দেন ইউএনও।

    এ সময় ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “আমরা চাই ভিক্ষুকরা যেন কর্মের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারেন। আশা করছি শারীরিকভাবে অক্ষম এই ব্যক্তি প্রদত্ত সহায়তা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারবেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে-ফতার

    নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে-ফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

    নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
    রকিবুজ্জামান পলাশ, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক
    নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে হামলার মামলায় নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশকে (৩৫) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

    বুধবার (২৭ আগস্ট) বিকেলে নড়াইল সদর পৌরসভার দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
    নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জামিল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

    রকিবুজ্জামান পলাশ দুর্গাপুর গ্রামের মিনা ওয়াহিদুজ্জামান নান্নুর ছেলে।

    জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছর আগস্টের ৪ তারিখ নড়াইলে সদরের মালিবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলে গুলি বর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে গত বছরের (১০ সেপ্টেম্বর) সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।
    এ মামলায় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে অভিযুক্ত করা হয়। ওই মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
    নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জামিল কবির বলেন, নাশকতা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • নড়াইলে ইয়া-বা ট্যাবলেটসহ দুইজন গ্রে-ফতার

    নড়াইলে ইয়া-বা ট্যাবলেটসহ দুইজন গ্রে-ফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইল নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মামুন ভূঁইয়া (২৫) ও মোঃ আব্দুল্লাহ সরদার (২০) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মামুন ভূঁইয়া (২৫) নড়াগাতী থানাধীন চাপাইল গ্রামের মোঃ হামিদ ভূঁইয়ার ছেলে ও মোঃ আব্দুল্লাহ সরদার (২০) একই থানার মূলশ্রী গ্রামের মোঃ ঠান্ডা সরদারের ছেলে।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
    নড়াইল থেকে জানান, বুধবার (২৭ আগস্ট) বিকাল নড়াগাতী থনাধীন পহড়ডাঙ্গা ইউনিয়নের চাপাইল গ্রাম থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মামুন ভূঁইয়া (২৫) ও মোঃ আব্দুল্লাহ সরদার (২০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • আনসার কোম্পানিতে নতুন প্রাণের সঞ্চার : প্রশি-ক্ষণ ও সং-স্কারে দেশসেবার অ-ঙ্গীকার

    আনসার কোম্পানিতে নতুন প্রাণের সঞ্চার : প্রশি-ক্ষণ ও সং-স্কারে দেশসেবার অ-ঙ্গীকার

    ।।এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।।

    দেশব্যাপী উপজেলা ও থানা আনসার কোম্পানিগুলোকে ঢেলে সাজাতে এবং এর সদস্যদের সক্ষমতা বাড়াতে একটি নতুন মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ঢাকার ধানমন্ডির বিসিএসআইআর স্কুল এন্ড কলেজে ঢাকা মেট্রোপলিটন আনসার-দক্ষিণ জোন আয়োজিত ২৭ আগষ্ট বুধবার এই প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তারুণ্য, দেশসেবা, সক্ষমতা, নৈতিকতা এবং শৃঙ্খলার এক নতুন সমন্বয় ঘটিয়ে বাহিনীকে একটি জাতীয় নিরাপত্তা প্ল্যাটফর্মে উন্নীত করা, যেখানে তারা অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণপ্রতিরক্ষা ও জাতীয় প্রয়োজনে কাজ করতে সক্ষম হবে। বাহিনীর মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, উপজেলা ও থানা আনসার কোম্পানি একসময় সামাজিক অপরাধ দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, সাধারণ আনসার সদস্যদের যথাযথ প্রশিক্ষণ সম্পৃক্ততা ও ধারাবাহিকতার অভাবে দীর্ঘদিন এর কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। চলমান সংস্কারের আওতায় অঙ্গীভূত আনসারদের সুনির্দিষ্টকরণের মাধ্যমে এই প্রশিক্ষণ ধারণাকে ঢেলে সাজিয়ে একটি নতুন রূপ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি আনসার সদস্য যদি এই মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব সম্পর্কে অবগত হন, তবে তারা বাংলাদেশ আনসার ও ভিডিপি’র যোগ্য দেশপ্রেমিক প্রতিনিধি হয়ে উঠবে। আনসার বাহিনী প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে অধিকতর তারুণ্য নির্ভর, নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন এবং রাষ্ট্রীয় নিয়ম-কানুনে শ্রদ্ধাশীল সদস্যদের নিয়ে উপজেলা আনসার কোম্পানি গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। এই লক্ষ্য পূরণের জন্য শারীরিকভাবে সক্ষম ও উত্তম চরিত্রের অধিকারী সদস্যদের এই প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে। এই প্রশিক্ষণে আধুনিক নিরাপত্তা ও মনস্তাত্ত্বিক যুদ্ধ বিষয়ক ধারণা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাহিনীর সক্ষমতাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।
    সংস্কারকৃত আনসার সদস্যরা এখন থেকে রাষ্ট্রের নিরাপত্তা, দুর্যোগকালীন কার্যক্রম, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং পূজা ও নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সরাসরি ভূমিকা পালন করবে। তাদের দায়িত্বপরিধি সুনির্দিষ্ট করা, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বাহিনীর বৃহত্তর সংস্কারমূলক কর্মপরিকল্পনার সাথে সমন্বিত করতে এই প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে যোগ্য সদস্যরা উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন এবং বিভিন্ন প্রকল্পভিত্তিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে পারবেন। একইসাথে, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক তাদের আর্থিক সহযোগিতা প্রদান করবে। এই ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রমটি ধাপে ধাপে সম্পন্ন করা হবে। ২৬ আগস্ট থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ ৮ ধাপে সারাদেশে অনুষ্ঠিত হয়ে ১০ জানুয়ারি ২০২৬ তারিখে সমাপ্ত হবে। প্রতিটি ধাপ ১৪ দিনব্যাপী এবং এতে ধাপে ধাপে সারাদেশের মোট ৫২,১৮৩ জন সদস্য অংশ নেবেন

  • ঐতিহাসিক পাকুড়িয়া গণহ-ত্যা দিবস উদযাপন

    ঐতিহাসিক পাকুড়িয়া গণহ-ত্যা দিবস উদযাপন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দায় বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উদযাপন করা হয়েছে ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস।
    জানা গেছে,গত ২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় চত্বরে শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটি, পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় এবং এলাকাবাসির যৌথ উদ্যোগে আয়োজন করা হয় দিনব্যাপী নানা কর্মসূচি।এসব
    কর্মসূচির মধ্যে ছিল শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, গণকবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
    এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ মতিন। শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুজাহিদ হোসেন প্রামাণিকের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে ও একেএম নাজমুল হক নাজু, উপজেলা বিএনপির সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, যুগ্ম-সম্পাদক বেলাল হোসেন খান ও আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল ও সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রমুখ।
    বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৮ আগস্ট ছিল পাকুড়িয়াবাসির জন্য এক বিভীষিকাময় দিন। সেদিন সকালে পাক হানাদার বাহিনী পাকুড়িয়া ও পাশ্ববর্তী বিল উথরাইল গ্রামের নিরীহ গ্রামবাসীদের অস্ত্রের মুখে জিম্মি করে পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে আসে। এরপর তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে নির্মমভাবে হত্যা করা হয়। এই বর্বর হত্যাকাণ্ডে শহীদ হন ১২৮ জন নিরীহ মানুষ, যাদের অধিকাংশই ছিলেন কৃষক ও শ্রমজীবী। সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান ১৭ জন। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং শহীদ পরিবারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।#

  • প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হা-মলার ঘটনায় গোবিপ্রবি উপাচার্যের নি-ন্দা

    প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হা-মলার ঘটনায় গোবিপ্রবি উপাচার্যের নি-ন্দা

    কে এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ

    রাজধানীর ঢাকায় গতকাল বুধবার (২৭ আগস্ট) তিন দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

    আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বার্তায় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই কাম্য নয়। পুলিশের হামলার ঘটনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গভীর দুঃখ প্রকাশ করেছেন।

    বার্তায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণে সরকারের প্রতি অনুরোধ জানান অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। সেই সঙ্গে ওই ঘটনায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবিও জানান তিনি।

  • রাকসু নির্বাচনের তারিখ পেছা-লো ও ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর

    রাকসু নির্বাচনের তারিখ পেছা-লো ও ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর

    হেলাল শেখঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-(রাকসু) নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।পূর্বনির্ধারিত ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

    ২৭ আগস্ট (বুধবার) দুপুরে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    নতুন তারিখ অনুযায়ী, মনোয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ থেকে ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর, ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর, ফলাফল ও সেদিনই প্রকাশ করা হবে।

    সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, মনোনয়ন ফরম সংগ্রহের সময় ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া নির্বাচনের আরও কিছু তারিখ পুনর্বিন্যাস করা হয়েছে। ভোটগ্রহণের নতুন তারিখ আগামী ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর, ভোটার তালিকায় ছবি সংযুক্তি ও সাইবার বুলিং রোধে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে।

    পেছানোর কারণ হিসেবে তিনি উল্লেখ করে বলেন, প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ভোটকেন্দ্র একাডেমিক ভবনে নিয়ে আসার সিদ্ধান্ত ও ডোপটেস্ট করতে ৪-৫ দিন সময় লাগবে এবং নির্বাচন অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।