Blog

  • সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    নেছারাবাদ সংবাদদাতা, (পিরোজপুর) প্রতিনিধি:

    ঐতিহ্যবাহী সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।
    রবিবার (৪ জানুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথকাঠী বন্দর ঘুরে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
    র‌্যালী শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
    আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ হালদারের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতিকুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান মানিক, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান, সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ এবং স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান।
    বক্তারা বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, শিক্ষার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

    অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আনোয়ার হোসেন।।

  • মহেশপুরে শ্যামকুড় ইউনিয়নে ৬০ জন অসহায় ও দু/স্থদের মাঝে কম্বল বিতরণ

    মহেশপুরে শ্যামকুড় ইউনিয়নে ৬০ জন অসহায় ও দু/স্থদের মাঝে কম্বল বিতরণ

    শহিদুল ইসলাম
    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

    ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৬০ জন শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৬০ পিচ কম্বল বিতরণ করা হয়েছে।
    ৪ জানুয়ারী রোজ রবিবার দুপুরে শ্যামকুড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ৬০ জন নারী / পুরুষ শীতার্ত মানুষের হাতে কম্বল গুলো তুলে দেওয়া হয়। শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষদের কষ্ট লাঘবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
    কম্বল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক’সহ ইউপি সদস্য / সংরক্ষিত মহিলা সদস্য, কর্মাচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে উপকারভোগীরা ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।

    শহিদুল ইসলাম
    মহেশপুর ঝিনাইদহ

  • নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থীর মনোনয়ন বৈ/ধ ঘোষণা

    নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থীর মনোনয়ন বৈ/ধ ঘোষণা

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ৯৩ নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৩ জানুয়ারি) বিকেলের দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এ ঘোষণা দেন। এর আগে এদিন বেলা সাড়ে ১১ টায় দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়।
    নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম জানান,জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছিলো। পরে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ দাখিল সাপেক্ষে তাদেরকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া দাখিলকৃত মনোনয়নপত্র যথাযথ থাকায় নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
    এদিকে নড়াইল-১ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল করা হয় এর মধ্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী সাকিব আল হাসান, লেফটেন্যান্ট কর্ণেল (অব:) মো. সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, আসজাদুর রহমান মিঠু, উজ্জল মোল্যা, মাহফুজা বেগম, গাজী মাহবুয়ার রহমান ইমরান, সুকেশ সাহা আনন্দ, গাজী খালেদ আশরাফ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
    স্থগিত দুই প্রার্থীর মনোনয় বৈধ ঘোষণার পর এ নিয়ে সংসদীয় ৯৩ নড়াইল-১ আসনে ১৫ জনের মধ্যে মোট ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। অন্যদিকে ও ৯৪ নড়াইল-২ আসনে ৯ জনের মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণার পর দুটি আসনে মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলো। এছাড়া নড়াইল-১ আসনের ১০ জন এবং নড়াইল-২ আসনে ৩ জনসহ মোট ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
    উল্লেখ্য, নড়াইলের দুইটি আসনে মোট ২৫ জন মনোনয়পত্র নেন এর মধ্যে নির্ধারিত সময়ে নড়াইল-১ আসনে ১৫ জন প্রার্থী এবং নড়াইল-২ আসনে ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • ঝিনাইদহে ঘন কুয়াশার কারণে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে হেলপার ও ড্রাইভার নিহ/ত

    ঝিনাইদহে ঘন কুয়াশার কারণে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে হেলপার ও ড্রাইভার নিহ/ত

    ঝিনাইদহ প্রতিনিধি-
    ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং ভেঙে নদীতে পড়ে গেলে ট্রাকের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। শনিবার রাত ১টার দিকে ঝিনাইদহ -কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রীজে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে হেলপার মুবারক হোসেন (২০) ও একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাক চালক সোহেল শেখ (২৭)।ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, রাতে যশোর থেকে একটি ডাল বোঝায় ট্রাক পাবনা যাচ্ছিলো। রাত ১টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রীজের উপর পৌঁছালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। রোববার ভোরে হেল্পার মুবারক হোসেন ও সকাল ৮ টার দিকে চালক সোহেল শেখের একজনের লাশ উদ্ধার করে । দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • মনোনয়নপত্র বাতি/লের বিরুদ্ধে আপিল করবেন নান্দাইলের  স্বতন্ত্র প্রার্থী প্রফেসর ড এ আর খান

    মনোনয়নপত্র বাতি/লের বিরুদ্ধে আপিল করবেন নান্দাইলের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর ড এ আর খান

    নিজস্ব প্রতিবেদক।।

    ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিধ প্রফেসর ড এ আর খান এর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তার মনোনয়ন পত্রটি বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে জানিয়েছেন।

    রোববার (৪ জানুয়ারি) যাচাই বাছাই শেষে এই মনোনয়নপত্রটি বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান।

    ঋণ খেলাপি ও ওয়ান পার্সেন্ট ভোটার তথ্যের সত্যতা যাচাইয়ে অসঙ্গতি এবং নির্বাচন বিধিমালা অনুযায়ী শর্ত পূরণ না করায় তার মনোনয়ন পত্রটি মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান। তবে সব নিয়ম মেনেই মনোনয়ন পত্রটি জমা দেওয়া হয়েছিলো বলে দাবী করে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর ড এ আর খান জানান-
    ওয়ান পার্সেন্ট ভোটার তথ্যের সত্যতা যাচাইয়ে অসঙ্গতির বিষয়টা একটা বানোয়াট বিষয় কারণ আমি প্রতিটি ভোটারের সাথে কথা বলে সমর্থন নিয়ে জমা দিয়েছি, অপরদিকে আমি যখন বিদেশে ছিলাম তখন হয়তো আমার একটা ক্রেডিট কার্ডের কোন একটা বাকী হয়তো পড়ে আছে। সেটা আমি জমা দিয়ে সার্টিফাইড কপি হাতে নিয়ে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন বলে জানিয়ে আশা পোষণ করেন আপিল বিভাগ আমাকে বৈধতা দিয়ে আমাকে নির্বাচন করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ।

    প্রফেসর ড এ আর খান আরও বলেন, মনোনয়নপত্র বাতিলের পুরো বিষয়টি শুধু রাজনৈতিক। এ আসনে তিনি একজন জনবান্ধব ও জনপ্রিয় প্রার্থী এবং তার বিজয় প্রায় নিশ্চিত ছিল। ক্ষমতাসীনেরা এটা বুঝেই, শুধু ষড়যন্ত্র করেই তাঁর মনোনয়নপত্র বাতিল করেছে।’

    প্রফেসর ড এ আর খান দাবী করেন, ‘শুধু রাজনৈতিক ইশারায় এটা করা হয়েছে। এখানে আমার জনপ্রিয়তা সর্বোচ্চ। ফলে আমার মনোনয়ন পত্র জমা দেওয়ার সংবাদে স্থানীয় ভোটারদের মাঝেও ব্যাপক সাড়া পড়েছে। সাংসদ হিসেবেও আমার বিজয় অনেকটাই নিশ্চিত ছিল বলেই প্রতিপক্ষ ক্ষমতাসীনরা ষড়যন্ত্র করে আমার মনোনয়নপত্র বাতিল করিয়েছে।’

    তিনি বলেন,নির্বাচনী মাঠে মিথ্যা অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল—এটি কেবল একজন প্রার্থীর নয়, বরং নান্দাইলবাসীর মত প্রকাশের অধিকারকে রুদ্ধ করার একটি অপচেষ্টা। যেখানে মানুষের ভালোবাসা ও সমর্থনই প্রকৃত শক্তি, সেখানে কাগজে হিসাব দেখিয়ে সত্যকে চাপা দেওয়া গণতন্ত্রের সাথে উপহাস ছাড়া কিছু নয়।

    নান্দাইলবাসীর উদ্দেশ্যে তিনি বলেন- প্রিয় নান্দাইলবাসী, আপনাদের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন প্রত্যক্ষ করেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেছিলাম। সেই মুহূর্ত থেকে আজ পর্যন্ত আপনাদের যে ভালোবাসা আমি অনুভব করছি, তা আমাকে দিন দিন নান্দাইলবাসীর প্রতি আরও বেশি ঋণী করে তুলছে। কিন্তু আপনারা জানেন, একটি কুচক্রী মহল আমার প্রাথমিক মনোনয়ন বাতিল করতে
    প্রশাসনকে সহযোগিতা করেছেন। তবুও আমার দৃঢ় বিশ্বাস—আপনাদের যে ভালোবাসা ও সমর্থন আমি পাচ্ছি, ইনশাআল্লাহ কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না।

    যারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং আপনাদের ভোটের ওপর আস্থা রাখতে পারে না, তাদের দ্বারা এই সমাজের কখনোই প্রকৃত উন্নয়ন সম্ভব নয়; তারা কখনোই মানুষের কল্যাণ কামনা করতে পারে না।
    পরিশেষে তিনি সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানান।

  • উজিরপুরে জাতীয় পানি নীতি বিষয়ক গণশুনানি ও তারুণ্যের মতামত গ্রহণ ক/র্মশালা অনুষ্ঠিত

    উজিরপুরে জাতীয় পানি নীতি বিষয়ক গণশুনানি ও তারুণ্যের মতামত গ্রহণ ক/র্মশালা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ পরিবর্তিত জলবায়ু বাস্তবতা, ক্রমবর্ধমান পানিসংকট এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পানির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় পানি নীতি–২০২৫ প্রণয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে বরিশালের উজিরপুরে গণশুনানি ও তারুণ্যের মতামত গ্রহণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ওয়ারপো’র মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান। ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পানিসম্পদের বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত ব্যবস্থাপনার বিকল্প নেই। জাতীয় পানি নীতি–২০২৫ প্রণয়নে স্থানীয় জনগণ ও তরুণ সমাজের মতামত অন্তর্ভুক্ত করাই এই গণশুনানির মূল উদ্দেশ্য।

    কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারপো’র পরিচালক মোঃ নুর আলম এবং উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল। তারা নদী-খাল সংরক্ষণ, জলাশয়ের অবৈধ দখল রোধ, নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

    কর্মশালায় সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আলী সুজা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় বাস্তবতা ও জনগণের চাহিদা প্রতিফলিত না হলে কোনো নীতিই কার্যকর হয় না। পানি সম্পদ ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত ভূমিকা নিশ্চিত করতে হবে।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ারপো’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা খসরুল আলম। তিনি কর্মশালার লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে জানান, গণশুনানি থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশসমূহ জাতীয় পর্যায়ে জাতীয় পানি নীতি–২০২৫ চূড়ান্তকরণে গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা হবে।

    কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পানির ন্যায্য বণ্টন, কৃষি ও মৎস্য খাতে পানির ব্যবহার, জলাবদ্ধতা নিরসন, নদী-খাল পুনরুদ্ধার এবং নিরাপদ পানির সংকট নিরসনে বাস্তবভিত্তিক মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন।

    কর্মশালাটি উন্মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্বে প্রাক-প্রাথমিক গ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কফিল বিশ্বাস,সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম,জয়শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেকেন্দার আলী ও প্রমূখ। এছাড়াও অংশগ্রহণকারীদের মতামত গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফলভাবে সম্পন্ন করা হয়।

  • সাভারে সা/জাপ্রাপ্ত ওয়ারেন্ট মূলে একজন আ/সামীকে গ্রে/ফতার করেছে ডিবি পুলিশ

    সাভারে সা/জাপ্রাপ্ত ওয়ারেন্ট মূলে একজন আ/সামীকে গ্রে/ফতার করেছে ডিবি পুলিশ

    হেলাল শেখঃ ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ০৩/০১/২০২৬ইং দিবাগত তারিখ রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সাভার আকরাইন এলাকা হইতে হৃদয় মন্ডল নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছেন।

    গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং-০৫(৫)২৩, জিআর সাজা গ্রেফতারি পরোয়ানা নং-২৩৬/২৫, ১৬৮/২৬ এর আসামী।

    ডিবি পুলিশ জানায় গ্রেফতারকৃত মোঃ হৃদয় মন্ডল (৪০) সাভারের আকরান এলাকার মোঃ জাকির হোসেন মন্ডলের ছেলে। উক্ত আসামীর বিরুদ্ধে ১ বছর ৬ মাস জিআর সাজার আদেশ রয়েছে।

    রবিবার (৪ জানুয়ারি ২০২৬ইং) ঢাকা উত্তর ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, উক্ত আসামীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • আশুলিয়ায় মা/দক স/ন্ত্রাসীদের কোনো জায়গা নেই-ক/ড়াকড়ি হুঁ/শিয়ার করলেন বিএনপি নেতা

    আশুলিয়ায় মা/দক স/ন্ত্রাসীদের কোনো জায়গা নেই-ক/ড়াকড়ি হুঁ/শিয়ার করলেন বিএনপি নেতা

    হেলাল শেখঃ
    ঢাকার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়া।
    তিনি বলেন, “আশুলিয়া একটি শিল্পাঞ্চল। এখানে লক্ষ লক্ষ শ্রমিক ও সাধারণ মানুষ বসবাস করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। যারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত-তারা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।”

    গতকাল (তারিখ উল্লেখযোগ্য) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের একটি স্থানীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এলাকায় কোনো অপরাধীকে আশ্রয় দেওয়া যাবে না এবং অপরাধের তথ্য প্রশাসনকে জানাতে সবাইকে সচেতন হতে হবে। আব্দুল গফুর মিয়া আরও বলেন, “বিএনপি কখনোই সন্ত্রাস ও মাদকের রাজনীতি করেনি। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। প্রয়োজনে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
    স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং আশুলিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
    উঠান বৈঠক শেষে উপস্থিত সাধারণ মানুষ জানান, এ ধরনের কঠোর অবস্থান আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

  • মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দো/য়া অনুষ্ঠিত

    মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দো/য়া অনুষ্ঠিত

    হেলাল শেখ: বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের রাজধানী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৪ জানুয়ারি ২০২৬ ইং) বিকেলে উত্তরা অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। এতে সহযোগিতা করে উত্তরা পশ্চিম থানা ও উত্তরা পূর্ব থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দল।
    দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলহাজ্ব বকুল ভুঁইয়া, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমসহ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
    বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করে বলেন, তার আদর্শ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

  • অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অ/ভিযানে দুই প্রতিষ্ঠানকে জ/রিমানা

    অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অ/ভিযানে দুই প্রতিষ্ঠানকে জ/রিমানা

    হেলাল শেখঃ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে
    দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    রবিবার (৪ জানুয়ারি ২০২৬ইং) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলার সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের বাগবাড়ী এলাকায় ভাই ভাই খন্দকার ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচারকে ৪হাজার টাকা জরিমানা আদায় ও অভিযোগকারী ভোক্তাকে তার অতিরিক্ত ১হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

    এছাড়াও ভরারী এলাকায় গ্রীন টাউন এলপি গ্যাস লিঃ এর ডিপোকে বিক্রয়কৃত চালানে গ্যাসের মূল্য উল্লেখ না থাকার কারণে ও বিস্ফোরকের লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
    অভিযান শেষে মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, অবৈধ মজুদকৃত এলপিজি গ্যাসের বিষয়ে তথ্য পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি। সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত অর্থ আদায়ের কোন সুযোগ নেই। ভবিষ্যতে বাজার অস্থিতিশীল করার লক্ষ্যে মূল্যবৃদ্ধি ও মজুদ করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।