Blog

  • চারঘাটে জুলাই গণঅ-ভ্যুত্থানে আহ-ত ও শহি-দদের স্মরণে স্মরণ সভা

    চারঘাটে জুলাই গণঅ-ভ্যুত্থানে আহ-ত ও শহি-দদের স্মরণে স্মরণ সভা

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে জুলাই শহিদ দিবস-২০২৫ উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

    সভার শুরুতে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সওয়ারদ্দিন, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, বৈষম্য বিরোধী  আন্দলোনের ছাত্রনেতা ফারদিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, শহীদ আহত পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ।

    সবশেষে উপজেলা মডেল মসজিদ ঈমামের দোয়ায় জুলাই আন্দোলনে আহত ও শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে শেষ হয় স্বরণ সভা।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • গোপালগঞ্জে এনপিপির পদযাত্রায় আওয়ামী হাম-লার প্রতিবা-দে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অব-রোধ

    গোপালগঞ্জে এনপিপির পদযাত্রায় আওয়ামী হাম-লার প্রতিবা-দে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অব-রোধ

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    গোপালগঞ্জে এন সি পির পদযাত্রায় হামলার প্রতিবাদে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্লকেড দিয়েছে এনসিপির কুমিল্লা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। অবরোধ ব্লকেড কর্মসূচি শুরু হয় কুমিল্লা আলেখার চর থেকে কোটবাড়ি বিশ্ব রোড, পদুয়া বাজার বিশ্বরোড পর্যন্ত। ব্লকেড অবরোধ কর্মসূচীর ফলে যানবাহন আটকে যায়, এতে সাধারণ যাত্রীরা ভোগান্তির স্বীকার হয়। অবরোধ ব্লকেড কর্মসূচী বিকাল ৫. ৩০ মিনিট থেকে ঘন্টা ব্যাপী এই ব্লকেড অবরোধ কূমসূচী চলে এসময় বৈষম্য বিরোধী আন্দোলনের মহানগর কমিটির সভাপতি আবু রায়হান বলেন গোপালগঞ্জের সন্ত্রাস বাহিনী আমাদের আন্দোলন পদযাত্রা দাবিয়ে রাখতে পারবেনা,গোপালগঞ্জ সাবধান হয়ে যাও। এতে
    নেতৃত্ব দেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মাজহারুল ইসলাম হানিফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ইন্টেরিম সরকার বিপ্লবের মহানায়কদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে এনসিপি নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের কে গ্রেফতার করতে হবে। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান, জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংসের জেলা আহ্বায়ক ফজলে এলাহী রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • গাজীপুরে চাঁদাবা-জি মাম-লার আসা-মীদের গ্রেফ-তার দাবিতে মানববন্ধন

    গাজীপুরে চাঁদাবা-জি মাম-লার আসা-মীদের গ্রেফ-তার দাবিতে মানববন্ধন

    রাসেল শেখ,
    গাজীপুর প্রতিনিধি:
    গাজীপুরে অটোষ্ট্যান্ডে চাঁদাবাজির মামলায় আসামী ভূমিদস্যু ইসলাম উদ্দিনসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধনে বক্তব্য এসব দাবী করেন।

    বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জেলার সদর উপজেলা বাঘের বাজারে এ কর্মসূচী পালন করা হয়।

    মানববন্ধনে বক্তাতারা বলেন, ইসলাম উদ্দিন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতাকর্মীদের সাথে মিলে বাঘের বাজার এলাকার সাধারণ নিরীহ মানুষের জমি দখল করেছে। তাঁর নেতৃত্বে একটি চক্র বাঘের বাজার ও আশপাশের এলাকায় ভূমি দখল এবং অটোস্ট্যান্ডে চাঁদাবাজি করে আসছে।

    শুক্রবার (১১ জুলাই) বিকেলে বাঘের বাজার-সাফারি পার্ক সড়কে অটোস্ট্যান্ড থেকে তার লোকজন চাঁদা তুলতে আসলে চালক ও এলাকাবাসী তাদের বাধা দেয়। এসময় নিরীহ এক অটোচালককে মারধর এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী দেলোয়ারকে তার (ইসলাম উদ্দিনের) দোকানে আটক করে নির্যাতন করে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় রবিবার (১৩ জুলাই) দেলায়ার হোসেন বাদী হয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসামী করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। এদিন ওই মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামী ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহকে আটক করে জেল হাজতে পাঠায়।

    বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা অরো বলেন, ইসলাম উদ্দিনের নেতৃত্বে তার সহযোগীরা চাঁদাবাজি করছিল। আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল অটোস্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধে অবস্থান নিয়েছি। তার এসব অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ জানালে তার লালিত বাহিনীর সদস্যরা আমাদের নিরীহ চালকদেরকে হামলা ও মারধর করে। তারা মামলার প্রধান আসামী গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনসহ অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের দাবী জানান।

    জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) তৌহিদ আহমদে বলেন, ইতোমধ্যে ওই মামলার দুই নম্বর আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। সে এখনো কারাগারে রয়েছে। অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যহত রয়েছে।

  • ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে কুমিল্লায় জামায়াতের গণমিছিল

    ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে কুমিল্লায় জামায়াতের গণমিছিল

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ ১৬ জুলাই বুধবার বিকাল সাড়ে ৫ টায় কুমিল্লা টাউনহল মাঠ থেকে এক গণমিছিল বের করে। কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণমিছিলে সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনতা অংশ গ্রহণ করে। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর মোসলেহ উদ্দিন, নগর জামায়াতের নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন, সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান সোহেল, কাউন্সিলর মোহাম্মদ মোশাররফ হোসাইন ও এ্যাডভোকেট নাছির আহম্মেদ মোল্লা, অফিস সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, কর্মপরিষদ সদস্য সৈয়দ মোতাহার আলী দিলাল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মুজিবুর রহমান সহ নগর জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ। গণমিছিলের আগে কুমিল্লা টাউনহল মাঠে সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশে দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে গণমিছিল টউনহল মাঠ থেকে বের হয়ে কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ হয়ে ছাটিপট্টি গিয়ে শেষ হয়।

  • মহাসমাবেশ সফল করতে সলঙ্গায় জামায়াতের মিছিল

    মহাসমাবেশ সফল করতে সলঙ্গায় জামায়াতের মিছিল

    সিরাজগঞ্জ প্রতিনিধি : আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সলঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার আয়োজনে গতকাল বুধবার বাদ আছর ডাক বাংলো হতে একটি মিছিল বের হয়ে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।শেষে কদমতলা সমাজ কল্যাণ পাঠাগার চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা শুরু হয়। সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা আসনে জামায়াতের মনোনীত প্রার্থী,কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য,শায়খ ড. মাও: আব্দুস সামাদ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা ছাত্র শিবির সভাপতি মহসিন,জেলা ছাত্র শিবির নেতা আব্দুল্লাহ,সলঙ্গা থানা শ্রমিক ফেডারেশনের সভাপতি আনিছুর রহমান,হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমীর মাও: রাকিবুল ইসলাম,সলঙ্গা থানা জামায়াত কর্ম পরিষদ সদস্য মাও: আব্দুর রহমান,রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জামায়াত নেতা এ বি এম আব্দুস ছাত্তারসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

  • পলাশবাড়ীতে চারদিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার শুভ উদ্বোধন

    পলাশবাড়ীতে চারদিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার শুভ উদ্বোধন

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে চারদিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

    বুধবার (১৬ই জুলাই) দুপুরে উপজেলা টাউন হলরুমে বইমেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমী সুপারভাইজার আলমগীর হোসেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমী সুপারভাইজার আলমগীর হোসেন বলেন,“মানুষের জীবনে পূর্ণ জ্ঞান অর্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। সমাজে বই পাঠের প্রবণতা যত বাড়বে,জ্ঞানের পরিধিও তত বিস্তৃত হবে। যে কোনো জাতি গঠনে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

    তিনি আরও বলেন,“এই ভ্রাম্যমাণ বইমেলায় পাঠক সমাজসহ স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের শেখার মতো অনেক কিছু রয়েছে। চারদিনব্যাপী এই মহতী আয়োজন নতুন প্রজন্মের মাঝে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করবে।”

    উদ্বোধনী অনুষ্ঠানে ভ্রাম্যমান বইমেলা ইউনিট ইনচার্জ কামরুজ্জামান,পলাশবাড়ী উপজেলা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য ও প্রধান অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান,আবদুল্লাহ আদিল নান্নু,পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান মিজান, প্রভাষক নবীউল ইসলাম ও অবসরপ্রাপ্ত ব্যাংকার উত্তম কুমার,এসময় উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী দিনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বইমেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ বইমেলা চলবে ১৬ই জুলাই বুধবার থেকে আগামী ২১শে জুলাই শনিবার পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বইমেলা পাঠক,ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।।

  • বাগআঁচড়ায় মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সুধি সমাবেশ ও ম-রণোত্তর ভাতা প্রদান  

    বাগআঁচড়ায় মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সুধি সমাবেশ ও ম-রণোত্তর ভাতা প্রদান  

    আজিজুল ইসলাম, যশোরঃ :  যশোরের বাগআঁচড়া নাভারণ বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সুধি সমাবেশ ও মৃত শ্রমিক পরিবারের হাতে মরণোত্তর ভাতা প্রদান করা হয়েছে।

    বুধবার(১৬ জুলাই) দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে  শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রার্থী রুহুল আমিন টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রার্থী শহিদুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার ডিষ্ট্রিক বাস সিন্ডিকেট যশোরের সহসভাপতি এবিএম শামসুল আলম কাজল।

    বিশেষ অতিথি ছিলেন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

    এসময় শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন,সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা,কায়বা ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান,

    উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন,ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান সহ মটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান শেষে ৩১ জন মটর শ্রমিক পরিবারের হাতে নগদ ৩৫ হাজার টাকা করে মোট ১০ লাখ ৮৫ হাজার টাকা মরণোত্তর ভাতা প্রদান করা হয়।

  • চট্টগ্রামে ‘জুলাইয়ের গান ও ড্রোন শো’—তরুণদের হৃদয়ে বিপ্লবের আলোর রেখা

    চট্টগ্রামে ‘জুলাইয়ের গান ও ড্রোন শো’—তরুণদের হৃদয়ে বিপ্লবের আলোর রেখা

    শহিদুল ইসলাম,

    নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:

    চট্টগ্রামের ইতিহাসপ্রেমী তরুণদের জন্য এবার এক অনন্য সন্ধ্যার আয়োজন—‘জুলাইয়ের গান ও ড্রোন শো’। আগামী বুধবার, ১৬ জুলাই, চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে (সাবেক এম এ আজিজ স্টেডিয়াম) অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ব্যতিক্রমী আয়োজন।

    ১৯৭২ সালের জুলাই গণজাগরণ ও বিপ্লবের ইতিহাসকে সামনে রেখে সাজানো হয়েছে এই প্রযুক্তি ও সংস্কৃতির সম্মিলিত সন্ধ্যা। গানের ঝঙ্কার আর আকাশভরা আলোর ভেলায় ইতিহাসের স্মৃতিচারণ ও উদ্দীপনার মিলন ঘটবে একই মঞ্চে।

    সন্ধ্যায় গানে গানে বিপ্লবের স্মৃতি
    অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা পরিবেশন করবেন দেশাত্মবোধক ও প্রেরণামূলক গান। গান হবে ‘জুলাই বিপ্লব’ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। এই গানের সঙ্গে সমান্তরালে ড্রোন শো-তে ফুটে উঠবে ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর দৃশ্যরূপ—আকাশে ভেসে উঠবে বর্ণিল আলোর মাধ্যমে বিপ্লব, গণআন্দোলন ও বীরত্বগাথা।

    প্রযুক্তির সংযোজন, নিরাপত্তার সর্বোচ্চ প্রস্তুতি
    খোলা আকাশের নিচে আয়োজিত এই বিশাল জনসমাগমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
    সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। স্টেডিয়াম চত্বর ও আশপাশে স্থাপন করা হবে উচ্চক্ষমতার সিসিটিভি ক্যামেরা, ড্রোন পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কক্ষ।

    সমন্বয় সভায় ছিল প্রশাসনের শীর্ষ মহল
    ১৫ জুলাই, মঙ্গলবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান ঘিরে প্রস্তুতিমূলক সমন্বয় সভা।
    সভায় উপস্থিত ছিলেন: সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী,,সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান
    চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন
    পুলিশ কমিশনার হাসিব আজিজ,,জেলা প্রশাসক ফরিদা খানম
    চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলামসহ,অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা ও সাংস্কৃতিক কর্মীরা।

    “ইতিহাসের সাথে হৃদয়ের সংযোগ”—ফারুকীর বক্তব্য

    সংস্কৃতি উপদেষ্টা ফারুকী বলেন—“এই আয়োজন কেবল একটি অনুষ্ঠান নয়, এটি একটি ঐতিহাসিক আবেগের বহিঃপ্রকাশ। তরুণ প্রজন্মের হৃদয়ে প্রযুক্তির আলোয় ছড়িয়ে দিতে হবে অতীতের বীরত্ব, সংগ্রাম ও চেতনা। এই উদ্যোগ আমাদের ভবিষ্যৎ চিন্তাকে আরও ঐতিহাসিকভাবে গঠিত করবে।”

  • ভালুকায় উচ্ছে-দের পর ফের ব্যবসার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ফুটপাতের দোকানিরা

    ভালুকায় উচ্ছে-দের পর ফের ব্যবসার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ফুটপাতের দোকানিরা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ জেলার শিল্প বান্ধব ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র ভালুকা উপজেলার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।

    এরই অংশ হিসেবে ডাস্টবিন স্থাপন, ব্যাটারি চালিত ভ্যানগাড়ি সরবরাহ, ময়লা পরিষ্কারের সরঞ্জাম (ঝাড়ু, বেলচা, বালতি) প্রদান, উপজেলা চত্বরের আলোকসজ্জা, ট্রাফিক ভলান্টিয়ার নিয়োগ এবং তাদের জন্য পোশাক, বাঁশি, লাঠি ইত্যাদি সরবরাহ এবং ফুটপাত দখলমুক্ত করণের পাশাপাশি উচ্ছেদকৃত দোকানীদের পুনর্বাসন করা হয়েছে। এসব কর্মকান্ডে উপজেলাব্যাপী ব্যাপক প্রশংসিত হয়ে উঠেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। পরিচ্ছন্ন ভালুকা গড়তে ইউএনও’র উদ্যোগ নজর কেড়েছে উপজেলাবাসীর।

    তার মেধাবী পরিকল্পনায় ভালুকা উপজেলাকে পরিচ্ছন্ন ও সুন্দর করার লক্ষ্যে গত ৮ জুলাই ২০২৫ ভালুকা বাসস্ট্যান্ডে মহাসড়কের পাশ থেকে
    অবৈধ চা স্টল উচ্ছেদের পর উচ্ছেদ হওয়া দোকানি ও
    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুণর্বাসন করতে ২৮টি
    লোহার তৈরি বাহারি টি-স্টল নতুন দোকান তৈরী করে ১৫ জুলাই ২০২৫ মালিকদের হস্তান্তর করা হয়। এদের নামকরণ করা হয়েছে মেঘমালা’, ‘তিথিডোর’, ‘চারুদ্বীপ’, ‘উড়োচিঠি’, ‘ছায়াবীথি’নামে। প্রতিটি দোকানে ফুলের টব ও ডাস্টবিন বাধ্যতামূলক এবং ১০ ফুট এলাকা পরিষ্কার রাখার শর্তে এই দোকান বরাদ্দ দেওয়া হয়েছে।এসবের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন ও ভালুকা পৌরসভার কর্মকর্তারা এতে সহযোগিতা করেছেন।

    রাস্তার পাশে এসব বাহারি নামের টি-স্টল চোখে পড়বে ময়মনসিংহের ভালুকায়। যানবাহন ও জনসাধারণের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহাসড়কের পাশের অবৈধ দোকান উচ্ছেদ করে সেই দোকানিদের পুনর্বাসনের অংশ হিসেবে নান্দনিক টি-স্টলগুলো হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন ও ভালুকা পৌরসভা। ইউএনও’র এই উদ্যোগ ভালুকাকে একটি নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তুলছে বলে দাবী করে উপজেলার সচেতন মহল জানান ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ!

    দোকান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জায়েদা ফেরদৌসী, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।

    মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আবদুল্লাহ আল মাহমুদ পৌর এলাকার ২৮ জনের মধ্যে দোকানগুলো হস্তান্তর করার আগে তিনি ফেসবুকে ঘোষণা দেন, দোকানগুলো বিনা মূল্যে দেওয়া হচ্ছে না। দোকানদারকে দুটি ফুলের টব কিনতে হবে, একটি ডাস্টবিন কিনতে হবে এবং চারপাশ পরিষ্কার রাখার চুক্তি করতে হবে, তবেই দোকানি একটি দোকান পাবেন।

    ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভালুকায় গড়ে ওঠা অস্থায়ী চায়ের দোকানগুলো যানজট ও জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। জনস্বার্থে সেই দোকানগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদ হওয়া দোকানিদের বিনা মূল্যে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে প্রশাসন। হস্তান্তরের আগে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে ছোট ছোট দোকান সারিবদ্ধ করে সাজানো হয়।

    দোকান পাওয়া কয়েকজন দোকানিরা বলেন, ‘নিজের দোকানটি ভাঙায় বিপাকে পড়েছিলাম। দোকানের ডাস্টবিন, ফুলের টব ও পরিষ্কার রাখার কথা দিয়ে আজ নতুন একটি দোকান পেয়েছি। দোকানটা পেয়ে ভালো লাগছে। উচ্ছেদ করার পর ফের ব্যবসার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ফুটপাতের এসব দোকানিরা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ভালুকাকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও তদারকি শুধু উপজেলা প্রশাসন বা ব্যবসায়ী সমিতির দায়িত্ব নয়, এটি সকলের সম্মিলিত দায়িত্ব। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, নালায় আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে, ট্রাফিক আইন মেনে চলা ও ফুটপাতে হকারদের নিয়ন্ত্রণে সকলকে একযোগে কাজ করতে হবে।”

    ইউএনও আরো বলেন, ‘উচ্ছেদের পর দোকানিরা বেকার হয়ে পড়েন। মানবিক দিক বিবেচনায় তাঁদের পুনর্বাসনের জন্য বিনা মূল্যে দোকানগুলো দেওয়া হয়েছে। তাঁরা যেন এসব দোকান পরিচ্ছন্ন রাখেন, সাজিয়ে-গুছিয়ে পরিচালনা করেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

  • চসিকের নতুন পরিচ্ছন্নতা ছ-ক: চলবে না আর ময়লার নামে লু-টপাট

    চসিকের নতুন পরিচ্ছন্নতা ছ-ক: চলবে না আর ময়লার নামে লু-টপাট

    শহিদুল ইসলাম,
    নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রামঃ

    চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনায় নৈরাজ্য ও অর্থ বাণিজ্যের অবসানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবার কঠোর অবস্থান নিয়েছে। ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে চলমান অনিয়ম, ইচ্ছেমতো অর্থ আদায় এবং দায়িত্বহীনতার বিরুদ্ধে ‘শৃঙ্খলা ও স্বচ্ছতা’–এই নীতিকে সামনে রেখে একটি নতুন ছক বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে।

    মঙ্গলবার চসিকের প্রধান নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, “চলবে না আর ময়লার নামে চাঁদাবাজি। নগরবাসীর টাকা ও আস্থার অপব্যবহার কঠোরভাবে রোধ করা হবে।”

    ডোর-টু-ডোর সেবায় নির্ধারিত ফি, বন্ধ অতিরিক্ত আদায়

    চসিক প্রধান জানান, নতুন নীতিমালায় প্রতিটি বাসাবাড়ির জন্য নির্ধারিত হারে সেবামূল্য নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত অর্থ আদায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। “কেউ অতিরিক্ত টাকা দাবি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে,”—তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

    নতুন নীতিমালার আওতায় নগরীর ৪১টি ওয়ার্ডের জন্য দরপত্র আহ্বান করে ১৯২টি শিডিউল বিক্রি করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অভিজ্ঞ ও সক্ষম ঠিকাদারদেরকেই দায়িত্ব দেওয়া হচ্ছে।

    চুক্তিবহির্ভূত কোম্পানির নামে অর্থ আদায়: আইনি পদক্ষেপ শুরু
    তিনি অভিযোগ করেন, “বর্তমানে কিছু কোম্পানি মসজিদ-মাদ্রাসা থেকে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আদায় করছে, অথচ তাদের সঙ্গে সিটি কর্পোরেশনের কোনো বৈধ চুক্তি নেই। এছাড়া একটি প্রতিষ্ঠান হাইকোর্টে রিট করে কিছু এলাকায় সেবা বন্ধ রেখে নাগরিকদের জিম্মি করে রেখেছে। আমরা আইনি পথে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।”

    ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি বাস্তবায়ন
    চসিকের আওতায় ডোর-টু-ডোর সেবার জন্য নিয়োগপ্রাপ্ত প্রায় ২০০০ পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে অনেকে তিন মাস ধরে কাজে অনুপস্থিত রয়েছেন। এ অবস্থায় ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি গ্রহণ করে তাদের বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন জনবল নিয়োগের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

    প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বলেন, “প্রতিদিন ৩০ থেকে ৪০টি অভিযোগ পাই— মানুষ টাকা দিচ্ছে, কিন্তু ময়লা নিচ্ছে না। এ অবস্থার পরিবর্তন আনতেই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।”

    সক্ষমতা যাচাই করেই অনুমোদন
    নতুন ব্যবস্থায় প্রতিটি কোম্পানির শ্রমিকের সংখ্যা, গাড়ির পরিমাণ ও কার্যক্ষমতা যাচাই করে অনুমোদন দেওয়া হচ্ছে। যেসব প্রতিষ্ঠানের শ্রম মন্ত্রণালয় থেকে বৈধ লাইসেন্স রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

    যন্ত্রপাতির সংকটে ময়লা অপসারণে বাধা
    চসিকের নিজস্ব যানবাহন ও ইকুইপমেন্টের সংকট সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেন কমান্ডার ইখতিয়ার। তিনি বলেন, “অনেক যন্ত্রপাতি ২০-২৫ বছরের পুরনো। স্কেভেটর ও চেইন ডোজার ভাড়া করে ময়লা সরাতে হচ্ছে। এই খাতে বড় পরিসরে বাজেট প্রয়োজন।”

    নাগরিক অসচেতনতা ও জলাবদ্ধতা: চসিকের উদ্বেগ
    তিনি জানান, “নগরীতে জলাবদ্ধতার একটি বড় কারণ হচ্ছে বাসাবাড়ি থেকে জানালা দিয়ে ময়লা ফেলা। ড্রেন পরিষ্কারের কিছুদিন পরই ফের বন্ধ হয়ে যাচ্ছে। নগরবাসীকে সচেতন না করলে পরিচ্ছন্নতা টিকবে না।”
    সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্যরা
    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি এবং ডা. এস এম সারোয়ার আলম।

    ক্যাপশন:-
    নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় চসিকের নতুন পরিকল্পনা ও কঠোর অবস্থানের বিষয়ে বক্তব্য রাখছেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী।