Blog

  • বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

    সংবাদ বিজ্ঞপ্তি

    ঢাকা, ১৬ জুলাই ২০২৫ (বুধবার): আজ (১৬ জুলাই ২০২৫) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিওএ-এর প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্রটি কার্যনির্বাহী কমিটির এই বিশেষ সভায় অনুমোদিত হয় এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মতামতের জন্য প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি, উক্ত সভায় প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্সে ৩২টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও, সভায় আগামী আগস্ট মাসের শেষার্ধে সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার বাঘাবাড়ি ইউনিয়নের করতোয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

  • খুলনায় এনসিপি নেতাদের জরুরি প্রেস ব্রিফিং

    খুলনায় এনসিপি নেতাদের জরুরি প্রেস ব্রিফিং

    শেখ তৈয়ব আলী খুলনা।

    গোপালগঞ্জে হামলার প্রতিবাদে প্রশাসনের ব্যর্থতা তুলে ধরলেন আহ্বায়ক নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খুলনায় এক জরুরি প্রেস ব্রিফিং করেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯ টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আজ আমার ভাইদের উপর হামলা করেছে আওয়ামী দোসররা। মুজিববাদী আওয়ামী লীগ একটি জঙ্গি গোষ্ঠী—এটি আজকের হামলার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে।”

    তিনি আরও বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। কিন্তু গোপালগঞ্জে প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যদি প্রশাসন শুরু থেকেই সঠিকভাবে দায়িত্ব পালন করত, তাহলে এমন ঘটনা ঘটত না। গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে নয়—তবুও কেন নিরাপত্তা দেয়া হলো না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

    প্রেস ব্রিফিংয়ে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা, হাসানাত আবদুল্লাহ, সারজিস আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই-বিএমএসএফ চেয়ারম্যান আবু জাফর

    পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই-বিএমএসএফ চেয়ারম্যান আবু জাফর

    সুমন খান:

    রাজধানীর গত বুধবার, ১৬ জুলাই, ২০২৫ খ্রী: পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। অনৈক্য আর ষড়যন্ত্রের চোরাবালিতে পেশাটি আজ নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তলানিতে ঠেকেছে। রাক্ষুসে সাংবাদিকদের কারণে পেশাটি অরক্ষিত হয়ে উঠেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের তালিকা প্রণয়ন, নীতিমালা প্রণয়ন, সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায় করতে হবে। এ সময় তিনি পেশার স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সাংবাদিকদের এক কাতারে দাঁড়াতে আহবান জানান।

    তিনি গত ১৫ জুলাই ২০২৫ ইং রাত ৮টায় বিএমএসএফের ১৩তম জন্মদিন এবং চৌদ্দ বছরে পদার্পন উপলক্ষে মিরপুর পল্লবীতে একটি রেষ্টুরেন্টের হলরুমে ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।

    ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম জাকারিয়া সোহাগ, রফিকুল ইসলাম মিরপুরী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, শাখা কমিটির উপদেষ্টা ইব্রাহিম খলিল স্বপন, কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু।

    অতিথি ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক মীর আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা সুমন খান ও এস এম জীবন, ইসমাইল হোসেন পলাশ, মরিয়ম আক্তার মারিয়া, বাহার উদ্দিন , শানু আক্তার পারভিন , মানজারুল ইসলাম, খাইরুল ইসলাম , আশরাফুল ইসলাম মিন্ট, মোসাম্মৎ শিউলি আক্তারসহ সকল সাংবাদিকবৃন্দ ।

    ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক শাহিনা আক্তার ও যুগ্ম-সম্পাদক সৈয়দ নুর ইসলাম জুয়েলের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত এবং সাংগঠনিক সঙ্গীত চর্চার মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়। সভায় সংগঠনের সম্মানিত সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, ১৪ দফা দাবি আন্দোলনের সমর্থক ও দেশবাসী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

  • কুড়িগ্রাম আদালতে ৩টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মাম-লা দা-য়ের

    কুড়িগ্রাম আদালতে ৩টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মাম-লা দা-য়ের

    প্রেস বিজ্ঞপ্তি

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে অনুযায়ী ১৫ জুলাই ২০২৫ খ্রি: তারিখে নিম্ন বর্ণিত ০৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, কুড়িগ্রাম বরাবর মামলা দায়ের করা হয়।

    মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচ্ছে:
    ০১। মোঃ নজরুল ইসলাম (৫৫), মেসার্স সৈনিক বেকারী, পঁাচপীর বাজার, উলিপুর, কুড়িগ্রাম; পণ্য- ব্রেড ও বিস্কুট; মামলা নং- সিকে-৪১১/২৫,
    ০২। মোঃ শহিদুল ইসলাম (৪৫), মেসার্স বাবু বেকারী, কাঠালবাড়ী বাজার, সদর, কুড়িগ্রাম; পণ্য- ব্রেড, বিস্কুট, কেক, সরিষার তেল; মামলা নং- সিআর- ৬২১/২৫,
    ০৩। সৈয়দ আসাদুজ্জামান (৫১), মেসার্স আবিদ ট্রেডার্স, কাঠালবাড়ী বাজার, সদর, কুড়িগ্রাম; পণ্য- ব্রেড, বিস্কুট, কেক, সরিষার তেল; মামলা নং- সিআর- ৬২২/২৫,

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে-সেলিম রেজা হাবিব

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে-সেলিম রেজা হাবিব

    এম এ আলিম রিপন, সুজানগর : বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ও পাবনা -২ আসনের সাবেক সংসদ সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা -২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এ,কে,এম সেলিম রেজা হাবিব বলেছেন, ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বুধবার বেড়া উপজেলা বিএনপির ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কাজিরহাট ঘাট(বাসস্ট্যান্ড) মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
    বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করে তিনি আরো বলেন, বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ন করার জন্য নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং তাতে যুক্ত হয়েছে একটি দল। তারা যুগ যুগ ধরে আওয়ামীপন্থী ও পার্শ্ববর্তী দেশের পন্থী। তারাই সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে। কারা এসব করছেন তাদের পরিচয় আমরা জানি। ১৯৫২,১৯৬৬,১৯৬৯,১৯৭১,১৯৮৬ সালের নির্বাচন এবং ১৯৯৬ সালের নির্বাচনের কথা যদি বলি প্রত্যেকটা নির্বাচনের সময় তারা লোভী হয়েছে এবং লোভের বলি তারা হয়েছে। আবারো আমরা আজকে নতুনভাবে দেখতে পাচ্ছি তারা লোভে পড়েছে, তারা যদি এই পথ থেকে সরে না আসে তাহলে আবারো তাদের দলকে খেসারত দিতে হবে। বাংলার মানুষ কখনও লোভীকে প্রশ্রয় দেয়না। বাংলার মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। তিনি বলেন, গভীর চক্রান্ত চলছে এবং টার্গেট করা হয়েছে তারেক রহমানকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও অবমাননাকর বক্তব্য সহ্য করা হবেনা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান টার্গেট হওয়ার কারণ হলো- তিনি ১০ হাজার মাইল দূরে থেকে দেশের মানুষকে সংগঠিত করছেন। গ্রামাঞ্চল থেকে শহর এবং শহরাঞ্চল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তিনি মানুষকে সংগঠিত করেছেন। এ জন্যই কয়েকটি রাজনৈতিক দলের যত প্রতিহিংসা। তারেক রহমান কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি, এখন পর্যন্ত ৫ থেকে ৬ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। বিএনপি বৃহৎ পরিবার, বিভিন্ন জায়গায় অনেকে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মের চেষ্টা করছে, তবে এসব জানার সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীদের প্রতি কোনো উসকানির মুখে প্রতিক্রিয়া না দেখানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন ‘আধিপত্যবাদী শক্তি জাতীয়তাবাদী শক্তিকে কখনোই পছন্দ করে না। কারণ, তারা জানে জাতীয়তাবাদী শক্তি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে কোনো আপস করবে না।
    বেড়া উপজেলা বিএনপির সহ সভাপতি সামছুর রহমান সমেজের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর উপলো বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ন সাদারণ সম্পাদক হাজী মনিরুজ্জামান মনি,সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান,সাবেক সহ সভাপতি আতাউর রহমান টিপু, বিএনপি নেতা মির্জা শহিদুল আলম কিরণ ও আতাউর রহমান লাল। অন্যদের মাঝে বক্তব্য রাখেন
    সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, বিএনপি নেতা আহম্মদ আলী প্রামানিক লাটু, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দিন, ডাক্তার আব্দুস সালাম, মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, মোহাম্মদ আলী টুকু, সিদ্দিক প্রাং, আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু রহমান পিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর বিশ্বাসসহ সুজানগর ও বেড়া উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। গণসমাবেশে সুজানগর বিএনপি নেতা মোহাম্মদ আলী টুকু, হারুন মন্ডল, তোফাজ্জল হোসেন তোফা, ভঁায়না ইউনিয়ন বিএনপি নেতা সান্টু, উপজেলা তঁাতিদল নেতা আসাদুজ্জামান রোকন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শফিউল আযম শফি, আবু জাকারিয়া তরঙ্গ, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান ফজলু, যুগ্ন আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সাহেব আলী মন্ডল, রতন বিশ্বাস, সদস্য সচিব বিপুল প্রামানিক, স্বেচ্ছাসেবকদল নেতা রমজান মন্ডল, উপজেলা ছাত্রদল নেতা গাজী মাজাহারুল ইসলাম, আব্দুস সবুর জয়সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।এর আগে গণ সমাবেশে যোগ দিতে আসা হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে গণ সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পাইকগাছায় জুলাই শ-হীদ দি-বস পালিত

    পাইকগাছায় জুলাই শ-হীদ দি-বস পালিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে শহিদদের স্মরণে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, এসআই আতিকুর রহমান, প্রভাষক লুৎফা ইসলাম, শহিদ নবী নূরের কন্যা নাজমা খাতুন ও রকিবুল ইসলামের পিতা রফিকুল ইসলাম গাজী। ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, আহত সাত্তার গাজী ও রজব আলী গাজী, সাংবাদিক জিএম মিজানুর রহমান, আবুল হাশেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল কাদের নয়ন, তানভীর আহমেদ ও আফরোজা জাহান জনা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক

    ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • তেঁতুলিয়ায় বিএম কলেজে শিক্ষক নিয়োগে জা-লিয়াতির অভি-যোগ: পুনঃতদন্ত করলেন আঞ্চলিক পরিচালক

    তেঁতুলিয়ায় বিএম কলেজে শিক্ষক নিয়োগে জা-লিয়াতির অভি-যোগ: পুনঃতদন্ত করলেন আঞ্চলিক পরিচালক

    মুুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর নগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে তৎকালীন সভাপতির স্বাক্ষর ও সীল জালজালিয়াতির মাধ্যমে পাঁচ শিক্ষক নিয়োগের অভিযোগে পুনঃতদন্ত করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক খন্দকার মো. নাহিদ হাসান। বুধবার (১৬ জুলাই) সকালে ভজনপুর নগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এই তদন্ত পরিচালনা করা হয়।

    জানা যায়, চলতি বছরের গত মে মাসের ৫ তারিখ সোমবার ৫৭.০৩.০০০০.২৮.০০৩.১৭-২০২৫-৩০৬ নং স্বারকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইডব্লিউ) রুটিন দায়িত্ব প্রকৌশলী মো. মাকসুদুর রহমান স্বাক্ষরিত তদন্ত কর্মকর্তা মনোনয়ন পত্রে উপজেলার ভজনপুর নগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে তৎকালীন সভাপতির স্বাক্ষর ও সীল জালজালিয়াতির মাধ্যমে পাঁচ শিক্ষক নিয়োগের সাম্প্রতিক এমপিও পাওয়া শিক্ষকদের বেতন-ভাতার অফিস আদেশ জারিসহ তা স্থগিত রেখে তদন্ত কর্মকর্তা মনোনয়নের আদেশ করেন কারিগরি শিক্ষা অধিদপ্তর(ডিটিই)। পরে চলতি বছরের গত মে মাসের ১৮ তারিখ রোববার কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক খন্দকার মো. নাহিদ হাসান সরেজমিনে তদন্ত করেন। এরপর কারিগরি শিক্ষা অধিদপ্তর(ডিটিই) পূনরায় সরেজমিনে অধিকতর তদন্ত পূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ করেন রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালককে।

    উল্লেখ্য যে, এর আগে চলতি বছরের ৫ মে সোমবার বেলা ১১ টায় উপজেলার ভজনপুর নগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে তৎকালীন সভাপতির স্বাক্ষর ও সীল জালজালিয়াতির মাধ্যমে পাঁচ শিক্ষক নিয়োগের সাম্প্রতিক এমপিও বাতিল চেয়ে এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন।

    ওই সময় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এলাকাবাসী বলেন, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু সুফিয়ান নিজেই নিয়মিত কলেজে আসেননা। তিনি নিয়োগ বাণিজ্যের বিনিময়ে অবৈধভাবে ৫ শিক্ষক নিয়োগ দিয়েছেন। যাদের কলেজের দাঁড়েও আসতে দেখেননি তাঁরা। শুধু তাই নয়, যে প্রধান শিক্ষকের থাকার মত উপযুক্ত জায়গা ছিলনা সে আজ অবৈধ উপায়ে কোটি কোটি টাকা উপার্জন করে পঞ্চগড়ে গড়ে তুলেছেন বাসা বাড়ী। অনতিবিলম্বে জালিয়াতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত পাঁচ শিক্ষকের এমপিও বাতিলসহ বিদ্যালয় মাঠে পৈতৃক সূত্রে প্রাপ্ত অংশীদারদের জমিজমা বুঝে দিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোরদার দাবি তুলে ধরেন তাঁরা।

    আরও জানা যায়, ২০০৪ সালে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। যার কলেজ কোড নং ১১০২৩ ও ই.আই.আই.এন নং হচ্ছে ১৩২৮৫৩। প্রথমে বৈধতার সাথে গত ২০০৬ সালের জুন মাসের ২৫ তারিখ ৯জন শিক্ষক-কর্মচারী নিয়োগ পেলে দ্বিতীয় বার ওই সালের জুলাই মাসের ২৯ তারিখে ৫জন শিক্ষককে অবৈধ কাগজপত্রের প্রক্রিয়ায় নিয়োগ দেন অধ্যক্ষ আবু সুফিয়ান। প্রতিষ্ঠান প্রধানের জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেখানো সাম্প্রতিক এমপিও প্রাপ্ত শিক্ষকরা হলেন- বাংলা বিষয়ের প্রভাষক বিমল কুমার রায়, কম্পিউটার আপারেশন বিষয়ের প্রভাষক সফিকুল আলম, সাচিবিকবিদ্যা বিষয়ের প্রভাষক দিলিয়ারা বেগম, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক দিলারা বেগম এবং নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর উম্মে বিনতে সালমা।

    তদন্তকালে তদন্তকর্মকর্তার কাছে প্রায় অর্ধশতাধিক এলাকাবাসীর লোকজন গণস্বাক্ষরিত অভিযোগ/বক্তব্য পেশ করেন। যেখানে বলা হয়েছে, ওই প্রতিষ্ঠানে পাঁচ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ও নিয়োগ দেওয়া সম্পর্কে তারা কিছুই জানেননা এবং তারা কেউ পাঁচ শিক্ষককে চিনেননা। এছাড়া ওই পাঁচ শিক্ষক অত্র প্রতিষ্ঠানে এসেছিলেন বলে এলাকার কেউ দেখেন নাই।

    এ বিষয়ে অভিযোগকারী আব্দুস সালাম প্রধান বলেন, তিনি অভিযুক্ত পাঁচ শিক্ষককে কলেজের ত্রি-সীমায় কখনো আসতে দেখেননি এবং তাদের নিয়োগ বিষয়ে কোনো কিছুই জানেননা।

    এ ব্যাপারে কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক খন্দকার মো. নাহিদ হাসান বলেন, তিনি সরেজমিনে এসে যা জানতে পেরেছেন তাই তিনি অধিদপ্তরে প্রেরণ করবেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • নড়াইলে একজনকে কু-পিয়ে হ-ত্যা

    নড়াইলে একজনকে কু-পিয়ে হ-ত্যা

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি জমা নিয়ে দ্বন্দ্বের জেরে জাহাঙ্গীর শেখ (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ছেলে নাহিদ শেখ আহত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহিপাড়া গ্রামের আইয়ুব মোল্যার ভাটার পাশে এ ঘটনা ঘটে।
    লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
    নিহত জাহাঙ্গীর শেখ উপজেলার বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। আহত নাহিদ শেখ নিহত জাহাঙ্গীর শেখের ছেলে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহিরপাড়া গ্রামের কাওছার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার দু’পক্ষ শালিশ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিহত জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ জমির আইল (জমির সীমানা নির্ধারণের জন্য বাঁধ) কাটছিলেন। এসময় কাউসার শেখ পক্ষের কয়েকজন জাহাঙ্গীর ও নাহিদ শেখকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে জাহাঙ্গীর বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। আহত নাহিদ শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে অন্যত্র নেওয়ার পরামর্শ দেন।
    লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া এ হত্যার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • আশুলিয়ায় বিশেষ অভি-যানে সন্ত্রা-সী চাঁদাবা-জসহ ১০ জনকে গ্রেফ-তার

    আশুলিয়ায় বিশেষ অভি-যানে সন্ত্রা-সী চাঁদাবা-জসহ ১০ জনকে গ্রেফ-তার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান এর নেতৃত্বে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী চাঁদাবাজসহ অবৈধ দখলদারদের ১০ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা করেছেন পুলিশ।

    গ্রেফতারকৃত আসামিরা হলেন-১।মোহাম্মদ নাসির উদ্দিন (৩৩), ২।রাজিব (২৬), ৩।বাবু শ্রী শংকরদের (৪৭), ৪। হান্নান প্রামানিক( ৪২),
    ৫। সুমন ইসলাম (১৯), ৬।আল ইসলাম (২২), ৭।ইসমাইল হোসেন বাবু (২১), ৮।রবিউল আউয়াল (১৯), ৯। হালিম বাবু (২৬), ১০।মোঃ আব্দুল আউয়াল বাবলু (২২)।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান সাহেব বলেন, মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫ইং) দিবাগত রাতে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) স্যারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকায় থেকে সন্ত্রাসী চাঁদাবাজসহ ১০ জনকে গ্রেফতার করে বুধবার (১৬ জুলাই) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, অভিযান চলমান রয়েছে, অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না।

  • নাচনমহলে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

    নাচনমহলে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির নলছিটির নাচনমহল ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

    অদ্য বুধবার (১৬ জুলাই) ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং সরকারি খাস জমিতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

    কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি মোঃ রাকিব হোসাইন (আমির), বর্তমান সভাপতি হাফেজ সোহাগ বিন হাবিব, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাকিল, এবং ইউনিয়ন শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

    এ সময় বক্তারা বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছ লাগানোর বিকল্প নেই। ইসলামী ছাত্র আন্দোলন সবসময় দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখছে।”

    এ ধরনের উদ্যোগ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।