Blog

  • মায়ের অধিকার ও নিজের পিতৃপরিচয় দাবিতে দ্বারে দ্বারে ঘু/রছেন দ্বীনমনি,বাঁ/ধা হয়ে দাড়িয়েছে ফুফু

    মায়ের অধিকার ও নিজের পিতৃপরিচয় দাবিতে দ্বারে দ্বারে ঘু/রছেন দ্বীনমনি,বাঁ/ধা হয়ে দাড়িয়েছে ফুফু

    স্টাফ রিপোর্টারঃ
    অধিকার বঞ্চিত অনেক নারীরা তাদের সন্তানের পিতৃ- পরিচয়ের দাবীতে মানুষের দ্বারে-দ্বারে ঘুরেন এটা প্রায়ই দেখা যায়। তবে এবার সন্তান তার মায়ের অধিকার ও নিজের পিতৃ পরিচয় পেতে গণ্যমান্য ব্যক্তিবর্গ,প্রশাসন ও সাংবাদিকদের দ্বারে দ্বারে ঘুরছেন। জনপ্রতিনিধি থেকে এলাকারবসর্বস্তরের মানুষের হাতে পায়ে ধরছেন শুধু বাবার পরিচয়েটার জন্য। যেনো মানুষকে পরিচয় দিতে পারে। বাবার নামটা যেনো বলতে পারে। আর বাবার নামের জন্য স্কুলে লেখা পড়া, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয় পত্রসহ কোন কিছুতে সফল হতে পারছেনা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদিয়া গ্রামের আক্কাছ আলী আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী দ্বীন মনি নূর (১৭)। নবম শ্রেণিতে থাকাবস্থায় রেজিষ্ট্রেশনের সময় তার জন্ম নিবন্ধনের প্রয়োজন হলেও সেটা দিতে ব্যর্থ হয় দ্বিন মনি নূর। পরে স্থানীয় গণ্যমান্য ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের মানবিকতায় রেজিষ্ট্রেশন কার্যক্রম কোনভাবে সম্পন্ন করলেও সামনে এসএসসির ফরম পূরণ। সেখানে কি লিখবে পিতার স্থানে, ফরম পূরণ হবে কিনা তা নিয়েও সঙ্কায় আছে দ্বীন মনি নূর।

    দ্বীন মনি নূর জানায়- তার মাতা-মোছাঃ বকুল এর সাথে বালিদিয়া গ্রামের মোনতা মৌলভীর পুত্র আনোয়ার হোসেনের সাথে প্রায় ১৯ বছর পূর্বে প্রেম গঠিত সম্পর্কের ভিত্তিতে উভয়ের পরিবারের অজান্তে (কাবিন রেজিষ্ট্রি ব্যাতিরেকে) ইসলামী শরিয়া মোতাবেক মৌলভী দ্বারা বিবাহ হয়। তাদের ঔরস জাত সন্তান হিসাবে তার জন্ম হয়। তার মাকে মৌলভী পরিবার পুত্র বধু হিসাবে মেনে না নেওয়ায় দ্বিন মনি তার জন্মের পর থেকে এতিমখানায় বড় হয়। যখন সে বুঝতে পারে, তখন জানতে পারে মায়ের গর্ভে থাকাবস্থায় তার মা বকুল দ্বিনমনির পিতৃ পরিচয় স্বীকৃতি দাবী করলে বাবা আনোয়ার সহ তার পরিবারের সবাই অস্বীকার করে। সে পিতৃ পরিচয়ের দাবীতে এলাকার বিভিন্ন গন্যমান্য লোকজনের দ্বারস্থ হলেও তার ফুফু রহিমা খাতুন বাঁধা হয়ে দাঁড়ায় এবং এর আগে মা বকুল সন্তানের পরিচয় চাওয়ায় তার বাবা আনোয়ার হোসেনকে বিদেশে পাঠিয়ে দেয় ফুফু রহিমা। যেন আমি পিতৃ পরিচয় ও মা স্বামীর অধিকার নিয়ে কখনো বাবার সামনে দাঁড়াতে না পারে। দ্বিনমনি অভিযোগ করে- বাবা বিদেশ থাকার কারণে আমি তার সাথে অদ্যাবধি পর্যন্ত যোগাযোগ করতে পারি নাই। আমাকে সেই সুযোগ দেওয়া হয় নি। এমনকি আমার বাবার ফোন নাম্বারটিও আমাকে দেওয়া হয়নি। বর্তমানে আমি স্থানীয় আক্কাছ আলী আদর্শ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। আমার এস.এস.সি পরীক্ষার রেজিষ্ট্রেশন, জন্ম নিবন্ধ, ভোটার নিবন্ধনসহ বিভিন্ন কাজে পিতৃ পরিচয় আবশ্যকিয় বিধায় এসকল কাজ করতে পারছি না। এস.এস.সি পরীক্ষাসহ সামনের দিনগুলিতে আমার ভবিষ্যত জীবন অচল হয়ে পড়ার সম্মুখিন হয়ে পড়েছে। পিতৃ পরিচয় ছাড়া আমাকে অনেকের কথা শুনতে হয়। সমাজ আমাকে হেয় প্রতিপন্ন করছে, বিভিন্ন কুটুক্তি করছে এমতাবস্থায় পিতৃ পরিচয় না পেলে সামনের দিনগুলিতে আমার জন্য বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভাল।তাই প্রশাসন ও মানবাধিকার পরিষদের কাছে আইনি সহায়তা চাইছেন দিনমনি নূর। দাবি করছেন তার নিজের ও মায়ের অধিকার। বর্তমানে দ্বিনমনি নিজেকে অসহায় দাবি করে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান। সে তার মাসহ নিজের অধিকার প্রতিষ্ঠায় আইনের সহায়তা চাচ্ছেন।

  • ঝালকাঠিতে আওয়ামী নেতা ম/নু মিয়ার বিরুদ্ধে কর্মচারীর ধ/র্ষণ মামলা

    ঝালকাঠিতে আওয়ামী নেতা ম/নু মিয়ার বিরুদ্ধে কর্মচারীর ধ/র্ষণ মামলা

    রিপোর্ট  :‎ ইমাম বিমান 

    ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও আদি সাবিহা কেমিক্যাল ওয়ার্কস শাহী ৯৯ জর্দা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাসসুল হক মনু মিয়াসহ দুইজনের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ৫ জানুয়ারি সোমবার দুপুরে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে শাহী কোম্পানির শ্রমিক রুবিনা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। ট্রাইবুনালের বিচারক শরীফ মোহাম্মদ সানাউল হক অভিযোগটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে গ্রহন করার নির্দেশ দেন।

    বাদি পক্ষের আইনজীবী পার্থ সারথী রায় মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলার নালিশিতে বাদী রুবিনা উল্লেখ করেন যে, আসামি মনু মিয়ার তার জর্দা কারখানায় অপর আসামি ফরিদ হোসেন একজন বিশ্বস্ত শ্রমিক। ফরিদ হোসেন বাদি রুবিনাকে ফুসলিয়ে চাকুরির প্রলোভনে দিয়ে কোম্পানির মালিক মনু মিয়ার কাছে নিয়ে যায়। এরপর মনু মিয়া তাকে শারিরীক মেলামেশার প্রস্তাব দেয়। আমি তাকে এড়িয়ে থাকি। ২০২৪ সালের ৩ অক্টোবর আমাকে তারা কারখানায় আসতে বলে। সেখানে এলে মনু মিয়ার রুম পরিস্কার করতে বলে চলে যায় ফরিদ। রুমে প্রবেশের পর আসামি মনু মিয়া জোরপূর্বক আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। সেই থেকে আমি সেখানে চাকুরি করার সুবাধে একাধিকবার আমাকে ধর্ষণ করায় অমি গর্ভবতী হয়ে পড়ি। এ ঘটনায়, আসামি গর্ভের সন্তানকে বৈধতা দিতে আসামি মনু মিয়ার পরামর্শে ২নং আসামি ফরিদ হোসেন ২০২৫ সালের ১ জানুয়ারি কাবিন রেজিস্ট্রির মাধ্যমে আমাকে বিবাহ করে। এরপর একই বছরের ১৫ জুলাই আমার একটি কন্যা সন্তান ভুমিষ্ঠ হয়। একই বছরের ২৩ সেপ্টেম্বর ফরিদ হোসেন আমাকে তালাক দেয়। এতে আমি অসুস্থ হলে সাক্ষীদের সাথে আলাপ আলোচনা করে ২ ডিসেম্বর মামলা করতে থানায় যাই। থানা কতৃপক্ষ আমাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। 

    এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, এখন পর্যন্ত আদালতের নির্দেশ হাতে পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    এ বিষয়ে বিবাদী মনু মিয়ার ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উল্লেখ্য ২ নাম্বার আসামি মোঃ ফরিদ হোসেনকে এর আগে চট্টগ্রামে বিপুল পরিমাণে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিল।

  • ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্র/হসনের নির্বাচন হতে দেওয়া হবে না : সাংবাদিকবৃন্দ

    ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্র/হসনের নির্বাচন হতে দেওয়া হবে না : সাংবাদিকবৃন্দ

    নিজস্ব প্রতিবেদকঃ
    ময়মনসিংহ প্রেসক্লাবের বর্তমান কাঠামো, স্বচ্ছতার অভাব এবং সাংবাদিক সংগঠনগুলোর মধ্যকার বিভেদের কারণে প্রকৃত সাংবাদিকদের অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এমন অভিযোগ তুলে বিদ্যমান নীতিমালা সংস্কার ও পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন ছাড়া কোনো ধরনের প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ময়মনসিংহে কর্মরত সাংবাদিকবৃন্দ।

    সোমবার (৫ জানুয়ারি ২০২৬) তারিখ বিকাল ৫টায় ময়মনসিংহ বিভাগীয় নগরীর কাচারি ৪৭ রোডস্ত অস্থায়ী কার্যালয়ে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দেড় শতাধিক সাংবাদিকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

    বিবৃতিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরেই অধিকাংশ পেশাদার সাংবাদিক প্রেসক্লাব সংস্কার করে এর হারানো অধিকার ও মর্যাদা ফিরিয়ে আনার জন্য আন্দোলন করে আসছেন। অপরদিকে, একটি অংশ নির্বাচনের বৈধতা নিয়ে উচ্চ আদালতে আইনি প্রতিকার চেয়েছে। এর ফলে প্রেসক্লাবের অভ্যন্তরে দখলদারিত্ব, স্বেচ্ছাচারিতা ও অপেশাদার কর্মকাণ্ডের কারণে ত্রিমুখী সংকট ও স্নায়ুযুদ্ধ বিরাজ করছে।

    অধিকারবঞ্চিত সাংবাদিকরা দীর্ঘ বছর ধরে সংস্কারের দাবিতে আন্দোলন, সংগ্রাম, ঘেরাও, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সংবাদ প্রকাশসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় অপেশাদার ও অসাংবাদিকদের সদস্যপদ বাতিল করে শুধুমাত্র পেশাদার সাংবাদিকদের নিয়ে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” গঠনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরার মধ্যস্থতায় আলোচনা ও সমঝোতা প্রক্রিয়া শুরু হয় এবং একটি গঠনতন্ত্রের খসড়া প্রণয়ন করা হয়।

    তবে দুঃখজনকভাবে আজ পর্যন্ত তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং অসাংবাদিকদের সদস্যপদ প্রদান এবং পেশাদার সাংবাদিকদের তুচ্ছ অজুহাতে বহিষ্কারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

    ১৫১ সদস্যবিশিষ্ট প্রেসক্লাব সংস্কার কমিটির সভায় পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী গত বছর ময়মনসিংহ প্রেসকাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে বিদ্যমান সংকট নিরসনের লক্ষ্যে লিখিতভাবে দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে ছিল সাংবাদিকদের সঠিক তালিকা প্রণয়ন, নীতিমালা অনুযায়ী খসড়া ভোটার তালিকা নির্ধারণ, পারস্পরিক আলোচনার মাধ্যমে একটি এডহক কমিটি গঠন এবং সম্মিলিতভাবে সাধারণ সভা আয়োজন।
    বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

    বিবৃতিতে স্বাক্ষর করেন, সাংবাদিক মোঃ আজগর হোসেন রবিন, শিবলী সাদিক খান, জহর লাল যে, মোঃ আরিফ রেওগীর, আবুল হোসাইন বিনয়, বদরুল আমীন, ইউসুফ খান লিটন, আলমগীর কবির উজ্জল, গোলাম কিবরিয়া পলাশ, সজিব রাজভর বিপিন, সুমন ভট্টাচার্য্য, আশিকুর রহমান মিঠু, আবু জাফর গিফারী, আবুল হোসেন পাশা, মোঃ আজাহারুল ইসলাম, তসলিম সরকার, মীর শওকত আহসান বাবুল, মীর খালেদ হাসান, আরিফ রব্বানী, সুলতান রহমান বাপ্পী, তারিকুল ইসলাম লিটন, আজাহারুল আলম।

    এ ছাড়াও বিবৃতিকালে উপস্থিত ছিলেন, সৈয়দ মোর্শেদ কামাল মিজান, আমিনুল ইসলাম, সোহানুর রহমান সোহান, মাহমুদুল্লাহ রিয়াদ, দ্বীন ইসলাম, সেলিম সাজ্জাদ, আলমগীর, রনি, জুয়েল, স্বপন সরকার, জাহাঙ্গীর আলম, রোকসানা আক্তার, তাসলিমা রত্না, শিউলি রেখা, মমতাজ বেগম পপি, মোমেনা আক্তার, রাজিব সহ আরও অনেকে।

  • কালকিনিতে বেগম জিয়ার স্মরণে শো/কসভা ও দোয়া মাহফিল

    কালকিনিতে বেগম জিয়ার স্মরণে শো/কসভা ও দোয়া মাহফিল

    মোঃ মিজানুর রহমান,
    কালকিনি-ডাসার(মাদারীপুর) প্রতিনিধিঃ

    গনতন্ত্রের মাতা,আপসহীন নেত্রী, সাবেক সফল মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা বিএনপি,পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    আজ সোমবার বিকেল কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন মুন্সি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ গন শিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া,যুগ্ম আহবায়ক মোঃ সোহরাব হোসেন হাওলাদার সহ কালকিনি উপজেলা বিএনপি,পৌরসভা বিএনপি,অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • পুঠিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মা/গফিরাত কামনায় দো/য়া ও মি/লাদ মাহফিল

    পুঠিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মা/গফিরাত কামনায় দো/য়া ও মি/লাদ মাহফিল

    পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি ঃ

    পুঠিয়ায় বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোওয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পুঠিয়া সদরের ডাল মিল চত্বরে এ দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া-দুর্গাপুরের বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অনোয়ারুল ইসলাম জুম্মা, সাবেক পুঠিয়া পৌরসভার মেয়র আসাদুল হক আসাদ। সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একরামুল হক, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, পুঠিয়া উপজেলার সিনিয়র যুগ্ন আহবায়ক আবু হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবি ফোরামের যুগ্ন সম্পাদক ব্যারিস্টার রাজন মন্ডল, বিএনপি নেতা আতিক হাসান, কৃষক দলের আহবায়ক রিপন রেজা, সদস্য সচিব মাহাবুবুর রহমান, সেচ্ছাসেবক দলের সভাপতি ওয়াসিম আলী, সাধারণ সম্পাদক মিলন পারভেজ, জেলা যুবদলের সদস্য রানা মন্ডল প্রমুখ।#

    মাজেদুর রহমান (মাজদার) 
    পুঠিয়া, রাজশাহী।

  • খালেদা জিয়ার রু/হের মাগ/ফিরাত কামনায় সুজানগরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রু/হের মাগ/ফিরাত কামনায় সুজানগরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

    এম এ আলিম রিপন,সুজানগর : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুজানগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সুজানগর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে রবিবার উপজেলার মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজ মাঠে এ দোয়া মাহফিলঅনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, গণতন্ত্র রক্ষায় অবদান ও আপসহীন নেতৃত্ব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দোয়া পূর্ববর্তীতে সেলিম রেজা হাবিব বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আপসহীন নেতৃত্বের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার দৃঢ়তা আজও আমাদের প্রেরণা জোগায়।তিনি বলেন, ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ স্বীকার করেও দেশ ও মানুষের অধিকার থেকে কখনো পিছু হটেননি খালেদা জিয়া। খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তঁার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, দেশনেত্রীর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।দোয়া মাহফিলে,সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামছুর রহমান সমেজ, সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন, সাবেক যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান মনি,বিএনপি নেতা মাহমুদুর রহমান নান্নু, সুজানগর উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা ডাঃ আব্দুস সালাম, আব্দুল হাই,হাবিবুর রহমান মাস্টার, হারুন মন্ডল, পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান শেখ, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান,পাবনা জেলা ছাত্রদলের সহ সভাপতি শাকিবুল ইসলাম সনিসহ সুজানগর ও বেড়া উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শরীক হন। দোয়া পরিচালনা করেন ওলামাদল নেতা কাজী আনিছুর রহমান।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।।

  • তানোরে দলিল লেখক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল

    তানোরে দলিল লেখক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর তানোরে উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে সাব-রেজিষ্ট্রার কার্যালয় চত্ত্বরে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, রোববার সকালে (৪ ডিসেম্বর) সাব-রেজিষ্ট্রার কার্যালয়
    চত্বরে দোয়া মাহফিল আয়োজন করা হয়।এর আগে প্রয়াত বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির আহবায়ক আলহাজ্ব আব্দুস সামাদ, সিনিয়র দলিল লেখক আলহাজ্ব আরশাদ আলী, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, আহবায়ক কমিটির সদস্য সিনিয়র দলিল লেখক আলহাজ্ব খাইরুল ইসলাম, আবু রায়হান, ওবাইদুর রহমান দুলাল, মাহফুজুল হক লেলিন, মুঞ্জুর রহমান ও কোষাধ্যক্ষ সোহেল রানাপ্রমুখ।এদিন দোয়া পরিচালনা করেন দলিল লেখক হাফেজ মাওলানা আব্দুস সামাদ। দোয়ায় অংশ গ্রহণ করেন সকল দলিল লেখকসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ।

  • পাইকগাছায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভি/যোগে ব্যবসায়ীদের মানববন্ধন

    পাইকগাছায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভি/যোগে ব্যবসায়ীদের মানববন্ধন

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

    পাইকগাছায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন করেছে ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। ৪ জানুয়ারি রোববার দুপুরে উপজেলার চাঁদখালী বাজারের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ব্যবসায়ী ও এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ীরা অভিযোগ করেন স্থানীয় আওয়ামী দোসর গাজী শফিকুল ইসলাম ও মিনারুল ইসলাম কে ব্যবহার করে তৌহিদুল ইসলাম ও মুকুল হোসেন সহ কতিপয় ব্যক্তি এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করছে। তাদের এ ধরনের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসন সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। ইটভাটা ব্যবসায়ী খলিলুর রহমান গাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, আবু সুফিয়ান টিক্কা, পরিতোষ কুমার, আবেদা খাতুন, ইউনুস আলী সরদার, বজলুর রহমান, বাদশা গাজী, নজরুল গাজী, লুৎফর রহমান, জলিল সরদার, আকবর সরদার, জুয়েল গাজী, রিপন মোল্লা, চয়ন সরদার, সোহেল গাজী, তালেব মোল্লা, নাজমুল হোসেন, মনিরুল গাজী, মুন্না, রসুল সরদার, জয়নাল সরদার, ফরিদ হোসেন ও বেলাল হোসেন। মানববন্ধনে এলাকার শতশত নারী পুরুষ ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

    প্রেরক,
    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পাইকগাছায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

    পাইকগাছায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অবসরপ্রাপ্ত সচিব মোঃ তৌহিদুর রহমান এর দিকনির্দেশনায় ৪ জানুয়ারি রোববার দুপুরে ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম, সুধাংশু কুমার মন্ডল, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, জিএম মুনসুর আলী, গাজী নূর মোহাম্মদ, সহিদুল ইসলাম, আসাফুর রহমান, জিএম শফিকুল ইসলাম, হোসনেয়ারা খানম, তাপস কুমার মন্ডল, আব্দুল আলীম, সরদার আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম, নুরুজ্জামান, ময়নুল ইসলাম, আবু সাবাহ গাজী, বিবেকানন্দ সরকার, আদিত্য কুমার মন্ডল, অরিম্দম কুমার নাথ, মোস্তাফিজুর রহমান, প্রভাষক সাথী রাণী শিকদার, ঝর্ণা খাতুন, ইতি বৈরাগী, শাপলা খাতুন, রাবেয়া খানম, খান আব্দুস সেলিম, সাবেরা ফেরদৌসী, প্রশান্ত কুমার সরকার, তাপস সরকার, এসএম জাহাঙ্গীর আলম, মৃকঙ্কন মন্ডল, কুসুমকলি সরকার, মনজুরুল ইসলাম ও শিক্ষার্থী লিমা আক্তার। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের মীর আকবর আলী।

  • প্রচণ্ড শীতে কাঁ/পছে সন্ধ্যা নদীর ভাসমান ‘মানতা’ জেলেরা;

    প্রচণ্ড শীতে কাঁ/পছে সন্ধ্যা নদীর ভাসমান ‘মানতা’ জেলেরা;

    সাব্বির হোসেন, বানারীপাড়া(বরিশাল)//
    হাড়কাঁপানো শীতে স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। তবে এই তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে বসবাসকারী ভাসমান জেলে সম্প্রদায়—যাদের স্থানীয়ভাবে ‘মানতা’ নামে পরিচিত। উত্তর-দক্ষিণা হাওয়ার সঙ্গে নদীর বরফশীতল বাতাসে ছোট ছোট নৌকায় রাত কাটানো এসব মানুষের জীবন এখন চরম দুর্বিষহ হয়ে উঠেছে।
    মানতা সম্প্রদায়ের মানুষের জন্ম, বেড়ে ওঠা এবং মৃত্যুও ঘটে নৌকাতেই। ডাঙায় তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। রোদ-বৃষ্টি কিংবা কনকনে শীত—প্রকৃতির প্রতিটি প্রতিকূলতার সঙ্গেই আজন্ম লড়াই করে চলেছেন তারা। বর্তমানে বানারীপাড়ায় তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। নদীতীরবর্তী এলাকায় বাতাসের গতিও বেশি থাকায় নৌকায় বসবাসকারী মানতা জেলে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।
    তীব্র শীতের কারণে গত কয়েকদিন ধরে অনেক জেলেই মাছ শিকারে নদীতে নামতে পারছেন না। রাণী, রহিম ও কুলসুমসহ একাধিক ভুক্তভোগী জানান, নদী থেকে আসা হিমেল বাতাস শরীরে বরফের মতো বিদ্ধ হয়। হাড়কাঁপানো এই ঠান্ডায় নৌকার ভেতরে পাতলা কাপড়ে রাত কাটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন।
    মানতা সম্প্রদায়ের সদস্যরা আরও জানান, প্রতিবছর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারের পক্ষ থেকে কম্বল ও শীতবস্ত্র পেলেও এবার এখনো কেউ তাদের পাশে এসে দাঁড়ায়নি। পেটের দায়ে মাছ ধরতে না পারা এবং প্রচণ্ড শীতে জলবন্দি হয়ে থাকা এসব অসহায় মানুষ এখন মানবিক সহায়তার আশায় দিন গুনছেন।
    স্থানীয়দের দাবি, অবিলম্বে প্রশাসন ও সমাজের বিত্তবানদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণসহ প্রয়োজনীয় সহায়তা না দিলে মানতা সম্প্রদায়ের মানুষের জীবন আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে।

    মোঃ সাব্বির হোসেন।