Blog

  • লালমনিরহাটে গাঁ-জাসহ গ্রেফ-তার এক 

    লালমনিরহাটে গাঁ-জাসহ গ্রেফ-তার এক 

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।। 

    লালমনিরহাটে ৪কেজি মাদকদ্রব্য গাঁজা ও একটি মাদক বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার করছেন গোয়েন্দা পুলিশ। 

    জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম,এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাদ আহম্মেদের, নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ জেলার সদর থানাধীন মোগলহাট ইউপির ছয়মাথা ঘাট বাজার হতে অনুমান ২০০ গজ পূর্বে ছয়মাথা ঘাট যাওয়ার পাকা রাস্তার উপরে বিশেষ অভিযান চালিয়ে ৪কেজি মাদকদ্রব্য গাঁজা  ও মাদক বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ এক জনকে গ্রেফতার করেন। ঘটনার স্থান থেকে সুকৌসলে এক জন পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী হলেন  অমল বিশ্বাস (৩৫) ও পলাতক আসামী শান্ত কুমার (২২) গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন মোগলহাট ইউপির ছয়মাথা ঘাট বাজারে পাকা রাস্তার উপরে বিশেষ অভিযান চালিয়ে ৪কেজি মাদকদ্রব্য গাঁজা  ও মোটরসাইকেল সহ এক জনকে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ। 

    হাসমত উল্লাহ ।।

  • নগর কাঁপাল ‘জুলাই পদযাত্রা”চট্টগ্রামে এনসিপির বর্ণাঢ্য শো-ডাউন,স্লোগানে মুখরিত জনপথ

    নগর কাঁপাল ‘জুলাই পদযাত্রা”চট্টগ্রামে এনসিপির বর্ণাঢ্য শো-ডাউন,স্লোগানে মুখরিত জনপথ

    মোঃ শহিদুল ইসলাম,
    বিশেষ সংবাদদাতাঃ

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে রোববার চট্টগ্রাম নগরীতে দেখা গেছে এক ভিন্ন চিত্র।
    নগরীর রাস্তায় রাস্তায় ঢোল, স্লোগান আর ব্যানারে ভরে উঠেছিলো জনতার মিছিল।
    এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বিপ্লব উদ্যান থেকে দুই নম্বর গেট পর্যন্ত দীর্ঘ পদযাত্রায় অংশ নেয় হাজারো নেতাকর্মী।

    বিপ্লব উদ্যান থেকে দুই নম্বর গেট পর্যন্ত রঙিন ব্যানারে, স্লোগানে মুখর হয়ে ওঠে পথচলা
    রোববার সকালেই চট্টগ্রাম শহরের মোটেল সৈকতে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। শনিবার রাতেই বান্দরবান থেকে চট্টগ্রামে পৌঁছে সকালের এই আনুষ্ঠানিকতা সারেন তারা।
    দুপুরে রাঙামাটির কর্মসূচি শেষে বিকেল ৩টা থেকে বিপ্লব উদ্যানে শুরু হয় মিছিলের জমায়েত।

    স্লোগানে কাঁপে নগরী,,বহদ্দারহাট মোড় থেকে বিকেল সাড়ে ৬টায় শুরু হয় মূল বর্ণাঢ্য পদযাত্রা। স্লোগানে মুখর হয়ে উঠে পুরো পথ:“মুজিববাদ—মুর্দাবাদ”“আপোষ নয়, সংগ্রাম সংগ্রাম”“ক্ষমতা নয়, জনতা জনতা”

    নাহিদ ইসলাম-সহ কেন্দ্রীয় নেতাদের অভিনন্দনে বারবার উত্তাল হয়ে ওঠে মিছিলের সামনের সারি।

    বিভিন্ন সংগঠনের একাত্মতা
    এনসিপির এই কর্মসূচিতে জাতীয় যুব শক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ-এর নেতাকর্মীরাও অংশ নেন। বিশেষ করে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে বের হওয়া বিশাল মিছিল চোখে পড়ে সবার।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কাপ্তাই রাস্তার মাথা থেকে দুই নম্বর গেট পর্যন্ত কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়।
    প্রস্তুত রাখা হয় গোয়েন্দা ইউনিট ও ডগ স্কোয়াড।
    পুলিশের টহল দল পুরো সময়জুড়ে নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে।

    চট্টগ্রাম কর্মসূচি শেষ করে আজ সোমবার সকালে এনসিপি নেতারা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, যেখানে একই কর্মসূচি পালিত হবে।

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চট্টগ্রামে এনসিপির এই পদযাত্রা ছিল তাদের সংগঠনের নতুন ধারার জনসম্পৃক্ততা ও সাংগঠনিক শক্তিমত্তার প্রমাণ। এনসিপি’র জনসম্পৃক্ততা ও সুশৃঙ্খল উপস্থিতি রাজনীতির মাঠে তাদের সক্রিয় অবস্থানকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে বলে মনে করছেন অনেকে।

    “চট্টগ্রামে এনসিপির জনসম্পৃক্ত এই আয়োজন একদিকে যেমন নতুন রাজনীতির ইঙ্গিত দেয়, তেমনি জনভিত্তিক রাজনীতির চর্চায় ইতিবাচক দৃষ্টান্ত হিসেবেও স্থান করে নিচ্ছে।”

    শেষ হোক শোষণের রাজনীতি, শুরু হোক গণতান্ত্রিক জবাবদিহিতা—এমন প্রত্যাশা নিয়েই পা ফেলেছে জুলাই পদযাত্রা।

  • কালকিনিতে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

    কালকিনিতে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

    মোঃমিজানুর রহমান,
    কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ

    মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে সৈয়দ আবুল হোসেন একাডেমি হলরুমে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আশরাফুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, মাদারীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদ হোসেন, ডাসার সরকারি মহিলা মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা, সৈয়দ আবুল হোসেন একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলী মিয়া, সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন, জামাল হোসেন,শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীথ, কালকিনি সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান ও কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামা প্রসাদ মিন্টু পালসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

  • চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান 

    চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান 

    জিল্লুর রহমান,
    মাগুরা প্রতিনিধি 

       

    মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরমহেশপুর  মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি জিনাত সুলতানাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলার চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

    চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য সচিব জীবন কুমার মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমারসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানান।

    এ সময় এডহক কমিটির সভাপতি জিনাত সুলতানা জানান, অতীতের সব গ্লানি মুছে আমরা ঐক্যবদ্ধভাবে চরমহেশপুর  মাধ্যমিক বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি আমরা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা করবো। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রীরা যাতে ইভটিজিং বা কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে থাকবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আশা করছি অতি অল্প সময়েই চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয় শ্রীপুরে মধ্যে একটি মডেল বিদ্যালয়ে পরিনত করবো।

  • তারেক রহমানের বিরু-দ্ধে মি-থ্যাচারের প্রতি-বাদে  মাদারীপুরে শ্রমিকদলের বিক্ষো-ভ

    তারেক রহমানের বিরু-দ্ধে মি-থ্যাচারের প্রতি-বাদে মাদারীপুরে শ্রমিকদলের বিক্ষো-ভ

    আরিফুর রহমান মাদারীপুর: 

    সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা অপপ্রচার ও মিডফোর্ডে পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার যড়যন্ত্রের প্রতিবাদে সোমবার বিকেলে মাদারীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল।

    বিকেলে  এআর হাওলাদার জুট মিলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর পদক্ষিন শেষে মাদারীপুর সদর থানার সামনে গিয়ে শেষ হয়। 

    পরে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা শ্রমিক দলের কামরুল হাসান বাদল,যুগ্ম সম্পাদক দিপু আহমেদ,দপ্তর সম্পাদক কামাল হোসেন আলতাফ প্রমুখ।

    আরিফুল রহমান,মাদারীপুর।।

     

  • মোরেলগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ীকে কু-পিয়ে জ-খম

    মোরেলগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ীকে কু-পিয়ে জ-খম

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জে পাওয়া টাকা চাইতে গিয়ে নাসির হাওলাদার(৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুত্বর জখমীকে রবিবার রাত ১০টায় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়েছে।
    এ ঘটনায় আহত ব্যবসায়ীর ভাই সোবাহান হাওলাদার বাদি হয়ে কাওসার হাওলাদার ও পারভেজ হাওলাদারের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে জানাগেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামের মৃত. ইমান উদ্দিন হাওলাদারের ছেলে ব্যবসায়ী নাসির হাওলাদার ঘটনার দিন রবিবার রাত ৮টার দিকে একই গ্রামের প্রতিবেশী পারভেজ হাওলাদারের নিকট পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী নাসির উদ্দিনের ওপর এ হামলার ঘটনা ঘটে।

    হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, প্রতিবেশী পারভেজ হাওলাদার দুই মাস পূর্বে তার নিকট থেকে চিংড়ি ঘের করার জন্য দেড় লাখ টাকা ধার বাবদ নেয় পরবর্তীতে টাকা না দিয়ে ঘুরাতে থাকে। রবিবার রাতে টাকা চাইতে গেলে পারভেজ ও তার ভাই কাওসার হাওলাদার আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। থানায় অভিযোগ দিয়েছি। প্রশাসনের নিকট ন্যায় বিচার চাই।

    এ বিষয়ে পারভেজ হাওলাদার বলেন, আমার কাছে নাসির হাওলাদার কোন টাকা পাবে না। কথা কাটাকাটির সময়ে দোকানের ঝাপ পড়ে গিয়ে নাসির হাওলাদারের মাথায় আঘাত লেগেছে। আমিও আহত হয়ে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছি।

    এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি মতলুবর রহমান বলেন, জিউধরায় মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। #

    ** ছবি সংযুক্ত আছে।

  • বেলনগরের হাসমত আলী শিকদারের ই-ন্তেকাল — আগামী শুক্রবার দো-য়া ও কুল-খানি

    বেলনগরের হাসমত আলী শিকদারের ই-ন্তেকাল — আগামী শুক্রবার দো-য়া ও কুল-খানি

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের সিকদার পরিবারের প্রবীণ সদস্য হাসমত আলী শিকদার আর নেই। গতকাল রাত ১২টায় ঢাকার বিজিবি হাসপাতালের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৯ বছর। তিনি ছিলেন গফুর শিকদার ও ফুল জান বেবির চতুর্থ সন্তান।

    হাসমত শিকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সকালে সিকদারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

    তাঁর জীবনে দুই কন্যা, তিন পুত্র ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

    পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হবে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে।

  • শিখা প্রকল্পের স্কুল পর্যায় যৌ-ন হ-য়রানী  প্রতি-রোধ  কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত

    শিখা প্রকল্পের স্কুল পর্যায় যৌ-ন হ-য়রানী প্রতি-রোধ কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত

    কে এম সোয়েব জুয়েল,
    গৌরনদী প্রতিনিধি।।
    ব্র্যাক শিখা প্রকল্পের আওতাধীন কর্মএলাকা বরিশালের আগৈলঝাড়া উপজেলা কৃষি অফিসারের কার্যালয়
    প্রশিক্ষণ কক্ষে ( জিবিভি) প্রতিরোধ কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় কর্ম পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহাবুবর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে আগত শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মন্ডলী, সহকারী শিক্ষকগণ এবং স্কুল কমিটির সদস্য ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যগণ। কর্ম পরিকল্পনায় সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
    উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী যতিন্দ্রনাথ ম্রিস্ত্রি। ব্র্যাক শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা এই প্রকল্পটি ‘ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত। চার বছর মেয়াদী প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৯ পর্যন্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বরিশালসহ ছয়টি (ঢাকা, গাজীপুর, চট্রগ্রাম, নারায়ণগঞ্জএবংরাজশাহী) জেলা তেলিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক প্লেস, কর্মক্ষে এবং অনলাইন প্লাট ফর্মে, বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করতে ২৭০টি মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে, তৈরী পোশাক কারখানা, গণপরিবহন ও কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করবে।
    সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষক মন্ডলী এবং সাংবাদিকসহ ব্র্যাক প্রতিনিধিগণ। মূলত এ সভায় ব্র্যাক শিখা প্রকল্পের মাধ্যমে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এবং সমাজে বিদ্যমান নারী ও মেয়ে শিশুদের প্রতি যৌন হয়রানি, বাল্যবিবাহ, বুলিং- এর মত অপরাধক মানো যায় সে বিষয়ক কর্ম পরিকল্পনা করা হয়। এ লক্ষ্যে গবেষণালব্ধ তথ্য ব্যবহার করে শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সাথে জড়িত সকলের সাথে আলোচনা করে যৌন হয়রানি এবং বুলিং কমানোর উপায় সমূহ প্রকল্পের কর্মসূচীর আলোকে লিপিবদ্ধ করা হয়। উক্ত কর্মপরিকল্পনায় ব্র্যাক এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদার, বরিশাল জেলার শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃ তৌহিদুর রহমান, প্রজেক্ট অফিসারবৃন্দ – কিশোর মিস্ত্রি, মায়িশা খান, অনিক বিশ্বাস এবং ভলান্টিয়ারসহ ব্র্যাক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। শিখা প্রকল্পটি মূলত বরিশাল জেলার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরী পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম, স্থানীয়ক মিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করনে ভূমিকা রাখবে।

  • বরগুনা জেলার ঈষানা নারী ফাউন্ডেশন নির্বাচন স-ম্পন্ন

    বরগুনা জেলার ঈষানা নারী ফাউন্ডেশন নির্বাচন স-ম্পন্ন

    বরগুনা প্রতিনিধি।।
    বরগুনা জেলার ঈষানা নারী ফাউন্ডেশন নির্বাচন সম্পন্ন হয়েছে ২১ শে জুলাই রোজ সোমবার বিকাল ০৩ ঘটিকার সময় নিজস্ব কার্যালয়ের শ্রী শ্রী রতন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত কমিটির সম্পন্ন হয় সভানেত্রী মিসেস কাসপিয়া তালুকদার এবং সাধারণ সম্পাদিকা মিসেস কল্পনা রানী নির্বাচিত হয়েছেন,অন্যান্য কমিটির সদস্যরা হলেন সহ-সভানেএী মিসেস পূজা বিথী হাওলাদার,যুগ্ম সম্পাদিকা শিরীন সুলতানা, কোষাধ্যক্ষ মিসেস চান্দা ওয়েন ও প্রচার সম্পাদিকা শিমা রানী প্রমূখ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শ্রী শ্রী রতন কুমার বিশ্বাস,মো: হুমায়ুন কবির ও মি:সুবাস হাওলাদার। উল্লেখিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আগামী ০৩ বছর দায়িত্ব পালন করিবেন। উক্ত ফাউন্ডেশনে মোট সদস্য সংখ্যা ৩৫ জন।

    বরগুনা প্রতিনিধি।।

  • ভূঞাপুরে যৌথবাহিনীর অভি-যানে  মা-দকসহ আ-টক -১

    ভূঞাপুরে যৌথবাহিনীর অভি-যানে মা-দকসহ আ-টক -১

    স্টাপ রিপোটার, টাঙ্গাইল :-
    টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গাজাসহ গ্রেফতার হয়েছেন মো: সাহেব আলী মণ্ডল (৬৫) নামের একজন।
    উপজেলার খানুবাড়ী এলাকায় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতেও মো: সাহেব আলী মণ্ডলের বিরুদ্ধে মাদক সংক্রান্ত ২০০৮ ও ২০১৭ সালে দুটি মামলা ছিলো। সাহেব আরী মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
    এই ঘটনার বিষয়ে ভূঞাপুর থানা ওসি একেএম রেজাউল করিম বলেন, মাদকসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

    এবিষয়ে ভুঞাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান জানান গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা সেবনের দায়ে মোঃ সাহেব মন্ডল (৬০) নামের একজন মাদকসেবিকে আটক করা হয়। গাঁজা সেবনের সরঞ্জামাদি এবং উদ্ধারকৃত ৫ পুরিয়া গাঁজা জব্দ করে ধ্বংস করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।