Blog

  • আটোয়ারীতে ভেজা-ল জ্বা-লানী তেলে সয়লাব

    আটোয়ারীতে ভেজা-ল জ্বা-লানী তেলে সয়লাব

    পঞ্চগড় প্রতিনিধি
    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ভেজাল জ্বালানী তেলে সয়লাব হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে ওই এলাকায় প্রতিষ্ঠিত মাহি প্রেট্রোল পাম্প থেকে এসব ভেজাল জ্বালানী তেল সরবরাহ করা হচ্ছে। স্থানীয়রা বলছেন দীর্ঘ এক যুগ থেকে এই পাম্প থেকে ভেজাল তেলের রমরমা ব্যবসা পরিচালনা করা হচ্ছে। প্রেট্রোল, ডিজেল থেকে দুর্গন্ধ বের হয়। এই তেল ব্যবহার করে অনেকের যানবাহন অল্প সময়ে বিকল হয়ে গেছে। অনেকে বলছেন জ্বালানী তেল মাপেও কম দেয়া হয়। বিগত সরকারের ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের ছত্রছায়ায় এই পাম্পে অবৈধভাবে পরিচালিত হতো। ৫ আগষ্টের পরে এই পাম্পে ভেজাল তেলের অভিযোগে স্থানীয়রা তাদেরকে সংশোধন হওয়ার তাগাদা দেয়। গত জুন মাসে ভেজাল তেল বিক্রীর অভিযোগে ভোক্তা অধিকারও পাম্মটিকে জরিমানা করে। কিন্তু তারপরও ভেজাল জ্বালানী তেল বিক্রী বন্ধ হয়নি। পাম্পটির বিস্ফোরক ছার পত্রও নেই। নেই পরিবেশ অধিদপ্তরের ছারপত্র। পাম্প কতৃপক্ষ বলছেন তারা পদ্মা ওয়েল কোম্পানীর পার্বতিপুর ডিপো থেকে স্যাম্পল সহ ভেজাল মুক্ত জ্বালানী তেল ক্রয় করেন। পরে তা আটোয়ারী এলাকার বিভিন্ন যানবাহন এবং খুচরা বিক্রেতাদের কাছে বিক্রী করেন। শুক্রবারে তেল কেনার নিয়ম না থাকলেও গভীর রাতে পাম্পের রিজার্ভ ট্যাংকে তেল ভরানো হয়। সরেজমিনে দেখা যায় মাহি পাম্পে পদ্মা ওয়েলের কোন স্যাম্পল পাম্পে নেই। পাম্প স্থাপনের অধিকাংশ শর্ত পুরন না করেই পাম্পটি স্থাপন করা হয়েছে। এ ব্যাপারে পদ্মা ওয়েল কোম্পানীর এ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ডিএমও আবু সাকিল জানান, পদ্মাওয়েলের কাছে জ্বালানী ক্রয় করার সময় কাঁচের বোতলে স্যাম্পল দেয়া হয় এবং তা পাম্পে রাখার নির্দেশনাও দেয়া হয়। যাতে কোন ভাবে পদ্মা ওয়েলের সুনাম নষ্ট না হয়। শুক্রবারে ডিপো থেকে কোন জ্বালানী তেল সরবরাহ করা হয়না। স্থানীয় কাঠ ব্যবসায়ি রফিকুল ইসলাম জানান, আর কোন পাম্প না থাকায় সব সময় এই পাম্প থেকে জ্বালানী তেল নিতে হয়। দীর্ঘদিন থেকে এই পাম্পে অবৈধভাবে ভেজাল জ্বালানী তেল বিক্রী হয়। গাড়ি খুব তাড়াতাড়ি বিকল হয়ে যায়। প্রেট্রোল, ডিজেল, অকটেন থেকে দুর্গন্ধ বের হয়। এই পাম্পের ভেজাল তেলে বাজার সয়লাব হয়ে উঠেছে। তেল নিতে আসা মোটরসাইকেল চালক মির্জাপুর এলাকার আব্দুল জব্বার জানান, তেলে অত্যন্ত দুর্গন্ধ। প্রেট্রোলে তো প্রেট্রোলের গন্ধ থাকার কথা । এগুলে ভেজাল তেল। পুরাতন আটোয়ারী এলাকার গোপাল চন্দ্র সরকার একই অভিযোগ করেন।
    পাম্পের ম্যানেজার আল আমিন জানান,একই মালিকানার আরেকটি পাম্প ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় রয়েছে। আলি ফিলিং স্টেশন নামের ওই পাম্প থেকে এই পাম্পে তেল পাঠানো হয়। দুুটি পাম্পের মালিকই আওয়ামীলীগ নেতা দবিরুল এমপির ছোট ভাই মোহম্মদ আলী। সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তার ছেলে কারাগারে রয়েছে। ভাই মোহম্মদ আলীর নামেও একাধিক মামলা রয়েছে। তিনি পলাতক রয়েছেন। মোহম্মদ আলীর মেয়ে রুনা আক্তার বর্তমানে পাম্প দুটি দেখা শোনা করছেন। তার স্বামী একজন পুলিশ কর্মকর্তা। রুনা আক্তার জানান, ৫ আগষ্টের পর আমার পাম্পগুলি ভাংচুর হয়েছে। তেল লুটপাট করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতা শাহাজাহান আলী আমার মামা। আমি মাসে একবার পাম্পে যাই। বালিয়াডাঙ্গিতে আমাদের আরেকটি পাম্প আছে। সেখানে সকল কাগজ পত্র আছে। ভেজাল তেল বিক্রী করা হয়না। যারা অভিযোগ করেছেন তারা মিথ্যা বলেছেন।

    উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান শাহজাহান আলী জানান ওই পাম্পের ব্যাপারে আমি কিছু জানিনা। তবে ভেজাল জ্বালানী তেলে আটোয়ারী উপজেলা সয়লাব হয়ে উঠেছে।
    উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান বলেন, পাম্পটির ব্যাপারে আমরা তদন্ত করবো। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • উত্তরায় যু-দ্ধবিমান বি-ধ্বস্ত–উদ্ধার তৎপরতা পরিচালনাকালে অ-নভিপ্রেত ঘটনায় সেনার বিজ্ঞপ্তি

    উত্তরায় যু-দ্ধবিমান বি-ধ্বস্ত–উদ্ধার তৎপরতা পরিচালনাকালে অ-নভিপ্রেত ঘটনায় সেনার বিজ্ঞপ্তি

    সংবাদ বিজ্ঞপ্তি

    ঢাকা, ২২ জুলাই ২০২৫ (মঙ্গলবার): গতকাল, ২১ জুলাই ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় শিশুসহ বেশকয়েকজন নিরীহ নাগরিক হতাহত হন। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর নিকটবর্তী ক্যাম্প থেকে সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে তৎপরতা চালানো হয়।

    উদ্ধার কার্যক্রম চলাকালে দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ব্যাপক ভিড় দেখা দেয়, যা ইভাকুয়েশন ও রেসকিউ কার্যক্রমকে বারবার ব্যাহত করে। সেনাবাহিনীর সদস্য এবং মাইলস্টোন স্কুলের স্বেচ্ছাসেবকবৃন্দ বারবার অনুরোধ করলেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঘটনাস্থল ত্যাগ না করায় সময়মতো আহতদের সরিয়ে নেওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলে, প্রাণহানির ঝুঁকিও বৃদ্ধি পায়। সেনাসদস্যগণ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। উল্লেখ্য যে, এই উদ্ধার কার্যক্রমে নিয়োজিত ১৪ জন সেনাসদস্য শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    উদ্ধার কার্যক্রম চলাকালীন, বিকেলের দিকে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু উৎসুক জনতা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধার কাজে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলশ্রুতিতে, একদল উৎসুক জনতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বাদানুবাদের সৃষ্টি হয়, যা এক পর্যায়ে একটি অনভিপ্রেত ঘটনার অবতারণা করে।

    বাংলাদেশ সেনাবাহিনী ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তে দোষী প্রমাণিত সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থেকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

  • বাংলাদেশ কোস্ট গার্ডের অভি-যানে ২৬৪ ক্যান বিদেশি বি-য়ার জ-ব্দ

    বাংলাদেশ কোস্ট গার্ডের অভি-যানে ২৬৪ ক্যান বিদেশি বি-য়ার জ-ব্দ

    শেখ তৈয়ব , খুলনা।

    মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ।

    মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ জুলাই ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মোংলা পোর্ট সংলগ্ন ইঞ্জিনিয়ারিং ভবনের সম্মুখে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ৮ শত টাকা মূল্যের ২ শত ৬৪ ক্যান বিদেশি বিয়ার পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। এ সময় মাদক পাচারকারী কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দকৃত বিয়ার ক্যানের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    তিনি আরও বলেন, মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • ময়মনসিংহ  বিভাগীয়  আই-নশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহ বিভাগীয় আই-নশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে বিভাগীয় আইনশৃঙ্খলার ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২২জুলাই) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। এছাড়াও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, চার জেলার জেলা প্রশাসক, সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন এর সঞ্চালনায় সভায় দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং ময়মনসিংহ থেকে জামালপুর বাস চালু করা যায় কি না, মাদক অপরাধ প্রতিরোধ, কিশোর অপরাধ প্রতিরোধ, যৌন হয়রানি ও ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতি বলেন, যে বিষয়টাগুলো আলোচনা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সহযোগিতা নিয়ে ময়মনসিংহ বিভাগকে আমরা একটা আদর্শ নগরে পরিণত করতে চাই।

    এছাড়াও শম্ভুগঞ্জ ব্রীজের টোল প্লাজা পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয় প্রেরিত আলোচনা সভার প্রস্তাব বিষয়ে উপস্থিত সকলেই টোল প্লাজা চালুর বিরোধিতা করেন। আলোচকরা বলেন, পুনরায় এটি চালু করা হলে বর্তমান সরকারের উপর জনগণের অনাস্থা তৈরি হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।

    ময়মনসিংহ বিভাগীয় পুলিশের ডিআইজি বলেন, পুলিশ জনগণের আস্থার জায়গা, পুলিশকে সহায়তা করুন। কথা কম বলে কাজ বেশি করাই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ। এছাড়াও ধর্ষণ প্রতিরোধে মসজিদের ইমামদের শুক্রবারের বয়ানে সচেতনতামূলক উপদেশ দেওয়ার অনুরোধ জানান তিনি।

    ২৪ এর জুলাই আন্দোলনে শহীদ ও আহত হওয়ার স্থানে ‘মেমরি স্ট্যাম্প’ নির্মাণ, জুলাই অভ্যুত্থানের স্মৃতি উৎযাপন করা হবে বলে জানান সভাপতি। তিনি বলেন, আমরা খুবই আশান্বিত যে আপনারা দল-মত নির্বিশেষে সুসংহত থাকলে ময়মনসিংহ একটি শান্তিপূর্ণ নগরী হিসেবে তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি

  • মাইলস্টোন স্কুলে বিমান বিধ্ব-স্তে নিহ-তদের জন্য গোবিপ্রবিতে দো-য়া মাহফিল

    মাইলস্টোন স্কুলে বিমান বিধ্ব-স্তে নিহ-তদের জন্য গোবিপ্রবিতে দো-য়া মাহফিল

    কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    আজ মঙ্গলবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    এছাড়াও বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
    এর আগে মর্মান্তিক এ দুর্ঘটনায় সোমবার গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: সোহেল হাসান পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

  • বীরগঞ্জে এনসিপি নেতা ও সাবেক ইউপি সদস্য সহ ১০ জনের বিরু-দ্ধে আদালতে মাম-লা

    বীরগঞ্জে এনসিপি নেতা ও সাবেক ইউপি সদস্য সহ ১০ জনের বিরু-দ্ধে আদালতে মাম-লা

    এন আই মিলন,
    দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে চাঁদাবাজী ও রাস্তার গাছ কাটার অপরাধের সাবেক ইউপি সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (NCP) বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে কুমোরপুর জনসংগঠন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, বীরগঞ্জ পৌর শহরের পার্শ্ববর্তী সুজালপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কুমোরপুর গ্রামের বাসিন্দারা কুমোরপুর জনসংগঠন সমিতি নামে একটি সংগঠন করে ২০১২ সালে ২০৮ জন সদস্যকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদের সাথে ২০ বছর মেয়াদে লিখিত চুক্তি করে গ্রামের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও নিজেদের সুবিধার জন্য বিভিন্ন রাস্তায় গাছ লাগায়। যার মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত রয়েছে। চুক্তি নামায় প্রথম পক্ষ ইউনিয়ন পরিষদ ও দ্বিতীয় পক্ষ কুমোরপুর জনসংগঠন সমিতি। ২০ বছর পর গাছ বিক্রির মুনাফা চুক্তিনামা অনুযায়ী ইউনিয়ন পরিষদ ২০%, ভূমির মালিক ৫% ও উপকারভোগীরা ৭৫% পাবেন। সংগঠনের পক্ষে কুমোরপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান গাছগুলি দেখাশোনার দায়িত্ব রয়েছেন। দাবি কৃত চাঁদা না পেয়ে ক্ষমতার অপব্যবহার করে কুমোরপুর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ সিদ্দিকুল ইসলাম, স্বাধীন রায়ের পুত্র জাতীয় নাগরিক পার্টি (NCP) বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জেমিয়ান রায় ও মাহাতাব আলীর পুত্র আবু বক্কর সিদ্দিক সংগঠনের কাউকে অথবা ইউনিয়ন পরিষদের অনুমোদন না নিয়ে গত ১ জুলাই হতে ৩ কিস্তিতে গ্রামীণ সড়কের ৫৩ টি ইউকিলিপটাস গাছ অবৈধভাবে কেটে বিক্রয় করেন। যাহার মুল্য ৩.৫৫.০০০ (৩ লক্ষ ৫৫ হাজার) টাকা। মামলার অপর আসামীরা হলেন গাছ ক্রেতা ৩ জন মানিক মিয়া, বরকত আলী, গনি মিয়া, তারা বানু, বিলকিছ বেগম, মোঃ আলম ও অব্দুল জব্বার।

    বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, বীরগঞ্জ, দিনাজপুর আদালতে এ মামলা টি হয়। যাহার নং ৩১৩/২৫। তারিখ- ১৪-০৭-২০২৫ ইং।

    আদালতে মামলার বাদী কুমোরপুর জনসংগঠন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ২২ জুলাই জানায়, সাবেক ইউপি সদস্য মোঃ সিদ্দিকুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ছাত্র সমন্বয়ক জেমিয়ান রায় গাছগুলির বাবদ তাদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা ক্ষমতার অপব্যবহার করে গাছগুলি কেটে নেয়। তিনি বিভিন্ন হুমকি ধমকির পরেও গত ১০ জুলাই বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করলেও কোন সুস্থ সমাধান পাননি। তিনি আরো বলেন, ১ নং আসামী সাবেক ইউপি সদস্য মোঃ সিদ্দিকুল ইসলাম পূর্বে ২০২০ সালেও ঐ রাস্তার ৪টি গাছ কাটার অপরাধে আদালতে ফৌজদারী মামলা হয়েছিলো। যার মামলা নং- সি.আর- ২১২/২০২০।

    অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মাজেদুল ইসলাম বলেন, প্রশাসনের কোন সহযোগিতা ও সুষ্ঠ সমাধান না পেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন তারা। উপকারভোগীরা গাছ কাটার বাধা ও বিচার দেওয়ার পরেও তারা গাছ কাটার পায়তারা শুরু করলে তার প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-পঞ্চগড়কেও অবোরধ করে। পরে পুলিশ প্রশাসনে আশ্বাসের প্রেক্ষতে অবোরধ তুলে নেয়।

    সুজালপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ মহিবুল ইসলাম বাবু বলেন, গাছ কাটার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে কয়েকটি গাছ সাময়িক আটক করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।

    বন বিভাগের রেন্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, প্রথম দিন গাছ কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক জেমিয়ান রায়কে সেখানে পাই। গাছ কাটা বন্দ করে ঘটনাটি বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করি।

    অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মোঃ সিদ্দিকুল ইসলাম বলেন, রাস্তাটি রেকর্ডিও নয়। পূর্বের মামলাটি আপোষ হয়েছে। বর্তমানে গাছ কাটার ব্যাপারে তিনি কিছুই যানেন না।

    বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, ঘটনাটি নিষ্পত্তি করার জন্য ১৬ জুলাই উভয় পক্ষকে বীরগঞ্জ পৌর কার্যালয়ে আসার জন্য বলা হয়। কিন্তু আসামী পক্ষরা উপস্থিত হয় নাই।

    সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম জানান, ২০১২ সালে আমার আমলেই চুক্তির মাধ্যমে গাছগুলি লাগিয়েছিলো কুমোরপুর জনসংগঠন সমিতির সদস্যরা। অনেক আগের থেকে চলাচলের রাস্তাটি পূর্বের রেকর্ড না থাকলেও সরকারি সকল কার্যক্রমের সহযোগিতা ওই রাস্তায় দেওয়া হয়েছে এবং ২০০৬ সালের সর্বশেষ জরিপে রাস্তাটি রেকর্ড হয়েছে। আমি উভয় পক্ষকে ডেকে ইউনিয়ন পরিষদের স্বার্থ রক্ষা করে দুই পক্ষের আপস মীমাংসা করার চেষ্টা করেছিলাম। কিন্তু গাছ কাটা পক্ষের কোন সহযোগিতা পাইনি।

    বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, গাছ কাটার সংবাদ পেয়েছিলাম। সংস্লিষ্ঠ দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

  • মাইলস্টোন স্কুলে বিমান বি-ধ্বস্তের ঘটনায় গোবিপ্রবি উপাচার্যের শো-ক

    মাইলস্টোন স্কুলে বিমান বি-ধ্বস্তের ঘটনায় গোবিপ্রবি উপাচার্যের শো-ক

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

    এক শোক বার্তায় তিনি, মর্মান্তিক এ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন।

  • বিমান বি-ধ্বস্তের ঘটনায় গোবিপ্রবি উপ -উপাচার্যের গভীর শো-ক প্রকাশ

    বিমান বি-ধ্বস্তের ঘটনায় গোবিপ্রবি উপ -উপাচার্যের গভীর শো-ক প্রকাশ

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    আজ বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 প্রশিক্ষণ বিমান একটি মর্মান্তিক দূর্ঘটনায় উত্তরা মাইলস্টোন কলেজ মাঠে বি-ধ্ব-স্ত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এই দুর্ঘটনায় পাইলটসহ অনেক প্রাণ ঝরে যায়।
    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র উপ- উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান এই দুর্ঘটনা ও প্রাণহানীতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করেছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

  • ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ ইউএনও ইসলামপুরের তৌহিদুর ও দ্বিতীয় বকশিগঞ্জের মাসুদ রানা

    ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ ইউএনও ইসলামপুরের তৌহিদুর ও দ্বিতীয় বকশিগঞ্জের মাসুদ রানা

    মোঃ আরিফ রববানী ময়মনসিংহ।।
    জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন ও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান এবং অপরদিকে উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত পরিবেশে বাস্তবায়নের মাধ্যমে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত জনপ্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার অবদানে বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বকশীগঞ্জের ইউএনও মোঃ মাসুদ রানা।

    এ বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার জানান গত রবিবার (২০ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও’দের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জামালপুরের জেলা প্রশাসক মোছা: হাছিনা বেগম।

    এবিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান এবং বকশীগঞ্জের ইউএনও মোঃ মাসুদ রানা তাদের প্রতিক্রিয়ায় জানান, ইসলামপুর ও বকশিগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকেই উপজেলাবাসীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে নানা ধরনের সহযোগিতা তারা পেয়েছেন। সব কর্মকাণ্ডে জেলা প্রশাসনের ঊর্ধ্বতনও কর্তৃপক্ষ সহযোগিতা করেছেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সচিব, ইউপি সদস্য, মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ, উদ্যোক্তাসহ সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতায় প্রতিটি কাজ করা তাদের পক্ষে সহজ হয়েছে। এ জন্য সবাইকে তারা ধন্যবাদ জানান। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ইউএনও টিম লিডার হিসেবে কাজ করেছে। তাই এই স্বীকৃতি পেয়ে আনন্দিত। তারা এ অর্জন ইসলামপুরবাসী ও বকশিগঞ্জবাসী সকলের বলে জানান। এই সাফল্য অর্জনে যারা পাশে থেকে সহায়তা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান ইউএনও দ্বয়।

    বকশীগঞ্জের ইউএনও মোঃ মাসুদ রানা জানান, উপজেলার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মুক্ত করেছেন আবেদনের জন্য এবং আবেদন ধরে ধরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন ইউএনও মাসুদ রানা। সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপকারভোগী নির্বাচনে তিনি লটারীর মাধ্যমে যোগ্যদের মধ্যে বিতরণ করেছেন। সকল স্কুলে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করেছেন।
    পিছিয়ে পড়া স্কুলগামীদের মধ্য স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। দুর্গম স্কুলগুলোতে স্কুল বেঞ্চ বিতরণ করেছেন। এছাড়াও ১০০ একর জমিতে ফসল উৎপাদনের সুযোগ করে দিয়েছেন ইউএনও মাসুদ রানা। একটি নদীতে (দশানী নদী) বাঁধ দিয়ে ১০০ একর জমির ফসল নষ্ট ও বন্যার সৃষ্টি করছিল একদল লোক।

    এ দিকে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ইসলামপুরের মোঃ তৌহিদুর রহমান এবং বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করায় বকশীগঞ্জের ইউএনও মোঃ মাসুদ রানাকে আন্তরিক অভিনন্দন ও জানিয়েছেন
    ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক আজকের ময়মনসিংহ ও দৈনিক নতুন বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আরিফ রববানী। এছাড়াও দায়িত্ব প্রাপ্ত নিজ-নিজ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে পাচ্ছেন অফুরস্ত শ্রদ্ধা ও ভালোবাসা। অনেকেই ফেসবুকে পোষ্ট করে ইউএনওদের উৎসাহিত করছে।

  • উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে চোখের আলো হাসপাতালে ১৫ হাজার টাকা জ-রিমানা

    উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে চোখের আলো হাসপাতালে ১৫ হাজার টাকা জ-রিমানা

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সোমবার (২১ জুলাই) উল্লাপাড়া পৌরশহরের চোখের আলো চক্ষু হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রতীতি প্রিয়া এ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই ক্লিনিকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের অপারেশন পরিচালনা বা চিকিৎসা সেবা কার্যক্রমের কোন অনুমোদন দেখাতে পারননি হাসপাতাল কতৃপক্ষ। পরে হাসপাতালের মালিক হাফিজুর রহমান বাবলুকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন না নিয়ে ওই ক্লিনিকে পরীক্ষামুলক বা অন্য কোন ধরনের অপারেশন কার্যক্রম পরিচালনা না করার জন্য ৫০ হাজার টাকা মুল্যের বন্ডে মুচলেকা দেন ক্লিনিক মালিক। এ অভিযানে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাদের, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম সহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় পাশ্ববর্তী ঢাকা ক্লিনিকেও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়, তবে এ ক্লিনিকে কোন ক্রটি পায়নি সংশ্লিষ্ট কতৃপক্ষ বা নির্বাহী ম্যাজিস্ট্রেট।