Blog

  • জাতির উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা

    জাতির উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির উদ্দেশ্যে এক বার্তা দিয়েছেন যা নিচে হুবুহু তুলে ধরা হলো।

    ” শোকের সময়ে আমি সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানাচ্ছি।

    বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।

    নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উসকে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এই সকল গোষ্ঠীকে অনুরোধ করবো— বাংলাদেশের ইতিহাসের এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন।

    এর পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেয়া উচিত। আমাদের শক্তি ব্যয় হোক- নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা, নিহতদের সঠিকভাবে হিসাব করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার মূল কারণ নির্ধারণে কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেওয়ার কাজে।

    প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিবর্গ এবং তাদের শোক-সন্তপ্ত পরিবারগুলোর পাশে আমাদের হৃদয়ের সকল অনুভূতি। বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সঙ্কটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে।”

  • ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নিমার্ণে উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রায় ৫ কোটি মানুষ সুবিধা পাবে

    ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নিমার্ণে উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রায় ৫ কোটি মানুষ সুবিধা পাবে

    হেলাল শেখঃ রাজধানী- উত্তরা, মিরপুর ও ঢাকার আশপাশের এলাকার নাগরিক জীবনে সবচেয়ে বড় অস্বস্তির নাম হলো যানজট। বিশেষ করে এই যানজট থেকে মানুষকে মুক্তি দিতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু করা হয়। অভিযোগ রয়েছে যে, জনগণের চরম ভোগান্তি-এই কাজ কবে শেষ হবে তা অনিশ্চিত।
    মঙ্গলবার (২২ জুলাই ২০২৫ইং) ঢাকার আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। সড়ক ও জনপদে বিভিন্ন প্রান্তে নির্মিত হচ্ছে ফ্লাইওভার। বিশেষ করে দেশে অনেক আগেই চালু হয়েছে মানুষের স্বপ্নের পদ্মা সেতু ও মেট্রোরেল। তবে ঢাকার মানুষের জন্য স্থায়ী সুখবর নিয়ে আসতে পারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। যেখানে একযোগে দুটি এক্সপ্রেসওয়ের কাজ চলমান। এর মধ্যে একটির একাংশ চালু হয়েছে। এসব প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে ঢাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি দ্রুতসময়ে রপ্তানিপণ্য পরিবহনে আসবে বৈপ্লবিক পরিবর্তন। বাড়বে উৎপাদন বা জিডিপি কিন্তু সড়কের দুই পাশের জমি, বাড়ি, মার্কেটের মালিকরা দিশেহারা, তাদের অনেকেই কোনো নোটিশ পাননি বলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন।
    ঢাকার যানজট নিরসনে সম্প্রতি বহুল প্রতীক্ষিত দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ঢাকা উড়াল সড়কের একাংশে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত ২ সেপ্টেম্বর ২০২৪ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের এ উড়াল সড়ক উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উড়াল সড়কটি বিমানবন্দর থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে। যার মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। যেখানে প্রথম পর্বে চালু হয়েছে ১১ দশমিক ৫ কিলোমিটার। এখন পর্যন্ত প্রকল্পটির ৬০-৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাঙ্ক্ষিত সুফল পেতে এখন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে চোখ বর্তমান সরকারের। এর কারণে সব বাধা কাটিয়ে দ্রুত গতিতে এগোচ্ছে এ প্রকল্পের কাজ। সংশ্লিষ্টরা বলছেন, এ প্রকল্পের বাস্তবায়ন ছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল মিলবে না। কারণ নির্মাণাধীন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দরের কাওলা প্রান্তে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে মিলিত হবে। সেটি হলে সাভার উপজেলার আশুলিয়া ডিইপিজেড সংলগ্ন শিল্পাঞ্চল ও ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে সরাসরি সংযুক্ত হবে। তখন ঢাকা থেকে চট্রগ্রাম রপ্তানিপণ্য পরিবহন অনেক সহজ ও সাশ্রয়ী হবে।
    বাংলাদেশ সেতু কতর্ৃপক্ষ মনে করেন, এ দুটি প্রকল্পের কাজ শতভাগ শেষ হলে এসব অঞ্চলে রপ্তানিযোগ্য পণ্য পরিবহনে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে। সময়ের পাশাপাশি পরিবহন খরচও হবে সাশ্রয়ী। উন্নত ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা আশুলিয়া শিল্পাঞ্চলে নতুন নতুন বিনিয়োগ আকর্ষণ করবে। এতে প্রচুর নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি ঢাকার গাবতলী, সাভার, আশুলিয়া, নবীনগর ও ইপিজেড সংলগ্ন এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা সেসব এলাকায় শিল্প বিকাশে আরো সহায়ক হবে। এ এক্সপ্রেসওয়েটি ডিইপিজেড থেকে আশুলিয়া- বাইপাইল-আব্দুল্লাহপুর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা প্রন্তে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে। এতে দেশের ৩০ জেলার অন্তত ৫কোটি মানুষ উপকৃত হবে।
    ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়েটির মোট দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। অন্যদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। দুটি এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য দাঁড়াবে ৪৩ দশমিক ৭৩ কিলোমিটার। রাজধানী ও ঢাকা শহরের উত্তরাঞ্চল তথা সাভার, আশুলিয়া, নবীনগর ও ইপিজেড সংলগ্ন শিল্প এলাকার যানজট নিরসন এবং যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নয়নের লক্ষ্যে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয়, শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় ১৬ হাজার ৯০১ কোটি টাকা। যার ৬৫ শতাংশ অর্থাৎ ১ দশমিক ২ বিলিয়ন ডলার বা ১০ হাজার ৯৪৯ কোটি টাকা দিচ্ছে চীনা এক্সিম ব্যাংক। ঢাকা- আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ হলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ২০টি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৫ থেকে ৬টি জেলার মানুষ আশুলিয়া-নবীনগর-বাইপাইল হয়ে সহজে দ্রুত ঢাকায় প্রবেশ করতে পারবে। সব মিলিয়ে প্রায় ৩০ জেলার আনুমানিক ৫ কোটি মানুষ এ প্রকল্পের সুবিধাভোগী হবে। কিন্তু সামান্য বৃষ্টি হলে এই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয় আর এই সড়কে চলাচলকারী লাখ লাখ শ্রমিক, হাজার হাজার ছাত্র-ছাত্রিসহ এলাকাবাসীর চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে সরকার আসে যায় কিন্তু এ এলাকাবাসীর রাস্তায় চলাচলের সমস্যার শেষ নাই।
    প্রকল্প পরিচালক মোঃ শাহাবুদ্দিন খান গণমাধ্যমকে বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। এভাবে পরিকল্পনা করেই দুটি প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এ দুটি এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হলে ইপিজেড থেকে সরাসরি পণ্যবাহী যানবাহন ঢাকার ওপর দিয়ে চট্রগ্রাম চলে যাবে। এখন ঢাকার ভেতরে যানজটের কারণে দিনে পণ্যবাহী যানবাহন চলে না। দুটি এক্সপ্রেসওয়ে চালু হলে তা থাকবে না। তখন রাজধানী ও ঢাকা শহরে কোনো ধরণের যানজট বা প্রতিবন্ধকতা তৈরি না করেই পণ্যবাহী যানবাহণ চলাচল করবে। এতে আমাদের রপ্তানি খাতেও বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি আরো বলেন, বর্তমানে ঢাকা-আশুলিয়া উড়াল সড়ক নির্মাণ কাজে কোনো সমস্যা নেই। সব বাধা কাটিয়ে দ্রুতগতিতে এগোচ্ছে প্রকল্পের কাজ। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের জুন মেয়াদে প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হওয়ার সময় নির্ধারণ ছিলো। মেয়াদ চার বছর বাড়িয়ে এখন ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। সূত্র জানায়, উক্ত ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে উড়াল সড়কের নির্মাণ কাজ দেখিয়ে আশুলিয়ার ড্রেনেজ ব্যবস্থা ও শাখা রোডগুলোর কাজ তেমন করছেন না সংশ্লিষ্টরা। এদিকে সরকারি নয়নজুলি খালটি প্রভাবশালীদের দখলে, যা শত বছরেও উদ্ধার হয়নি। এই খালটি প্রভাবশালীদের কাছ থেকে উদ্ধার করা হলে আশুলিয়ার ড্রেন সচল রাখা যাবে বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে ধারাবাহিক ভাবে প্রতিবেদন প্রকাশ করা হবে।##

  • রংপুর আদালতে ১৫ টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মা-মলা দা-য়ের

    রংপুর আদালতে ১৫ টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মা-মলা দা-য়ের

    প্রেস বিজ্ঞপ্তি

    রংপুর আদালতে ১৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের
    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে অনুযায়ী ২২ জুলাই ২০২৫ খ্রি: তারিখে নিম্ন বর্ণিত ১৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, রংপুর বরাবর মামলা দায়ের করা হয়।

    মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচ্ছে:
    ০১। মোঃ মোস্তাফিজার (৩৬), মেসার্স মাহি মায়ের দোয়া বেকারী, লাহিরীরহাট, সদর, রংপুর; পণ্য- ব্রেড ও কেক;
    ০২। বিপ্লব কুন্ডু (৫১), মেসার্স ননী গোপাল মিস্টান্ন ভান্ডার, উপজেলা রোড, বদরগঞ্জ, রংপুর; পণ্য- মিস্টি
    ০৩। মোঃ সোহেল মিয়া (৪২), মেসার্স নিউ ঈগলু আইসক্রিম ফ্যাক্টরী, এলএসডি রোড, বদরগঞ্জ, রংপুর; পণ্য- আইসক্রিম
    ০৪। মোঃ জমশেদ আলী জুয়েল (৪২), মেসার্স ফুজি আইসক্রিম ফ্যাক্টরী, এলএসডি রোড, বদরগঞ্জ, রংপুর; পণ্য- আইসক্রিম
    ০৫। পুলক কুন্ডু (৫৫), মেসার্স শান্তি মিষ্টান্ন ভান্ডার, বড় মসজিদের বিপরীতে, বদরগঞ্জ, রংপুর; পণ্য- মিস্টি ও ফার্মেন্টেড মিল্ক (দই)
    ০৬। মোঃ মামুনুর রশীদ, মেসার্স মামুন সুইটস, মীর মার্কেট, হাসপাতল রোড, বদরগঞ্জ, রংপুর; পণ্য- মিস্টি ও ফার্মেন্টেড মিল্ক (দই)
    ০৭। মোঃ গোলাম রব্বানী (৫০), মেসার্স সাগর দইঘর, উত্তর শেখপাড়া, মডার্ন মোড়, মহানগর, রংপুর; পণ্য- ফার্মেন্টেড মিল্ক (দই)
    ০৮। মাহাফুজ (৩৫), মেসার্স মেহনাজ ফুডস প্রোডাক্টস, শেখপাড়া, আলামীন বাজার, মহানগর, রংপুর; পণ্য- ফার্মেন্টেড মিল্ক (দই)
    ০৯। মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৮), মেসার্স প্রাইড কসমেটিকস এন্ড কোম্পানী, আরাজী তামপাট, নগরমীরগঞ্জ, তাজহাট, মহানগর, রংপুর; পণ্য- লাচ্ছা সেমাই, সরিষার তেল ও লন্ড্রিসোপ
    ১০। মোছাঃ মাহমুদা খাতুন (৩৭), মেসার্স এংরি বার্ডস, মন্ডলপাড়া, রবার্টসনগঞ্জ, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম
    ১১। রবিউল ইসলাম (৫৫), মেসার্স ভাই বোন আইসক্রীম ফ্যাক্টরী, জিএলরায় রোড, আঙ্গুরমিয়ার ব্রীজ সংলগ্ন, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম
    ১২। আসিফ মাহমুদ (৪৩), মেসার্স নিউ বনফুল আইসক্রীম কেজি মার্কেট, আলমনগর, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম
    ১৩। মোঃ তৌহিদুল হক (৩৫), মেসার্স এংরি বার্ডস-১ আইসক্রীম ফ্যাক্টরী, রবার্টসনগঞ্জ, মন্ডলপাড়া, আলমনগর, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম
    ১৪। মোঃ মোরশেদুল হক (৫০), মেসার্স নিউ পপি আইসক্রীম ফ্যাক্টরী, ডাঙ্গীপাড়, মাস্টারপাড়া, কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম
    ১৫। তোফায়েল আহমেদ (৭০), মেসার্স ফুজি আইসক্রীম, কেজি মার্কেট, আলমনগর, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীর কাছে ১৫ লা-খ টাকা চাঁ-দা দাবি-বাড়ি ঘর ভাং-চুরের অভি-যোগ

    আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীর কাছে ১৫ লা-খ টাকা চাঁ-দা দাবি-বাড়ি ঘর ভাং-চুরের অভি-যোগ

    হেলাল শেখ ঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের (ফকির বাড়ি বটতলা) এলাকার জাকির হোসেনের মেয়ে প্রবাসী বাবুল হোসেনের স্ত্রী মোছাঃ নিলুফা বেগম বাড়িতে একা থাকার সুযোগে এলাকার মাদক সন্ত্রাসী মোঃ সুজন (৩০) বিভিন্ন সময় তাকে বিরক্ত করে এবং ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে আর সেই দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় বাড়ি ঘর ভাংচুর করে সুজনসহ তার লোকজন।
    মঙ্গলবার (২২ জুলাই ২০২৫ইং) জানা গেছে, ঢাকার আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুঁইয়া ছাত্র জনতা হত্যা মামলার আসামী হয়ে ভারতে পালিয়ে আছেন, তার বাহিনীর সদস্য থেমে নেই মোঃ সুজন (৩০), পিতা মৃতঃ হাবিব স্থানীয় (ফকির বাড়ি বটতলা), জামগড়া, আশুলিয়া ঢাকাগং আরো ৪-৫জন মাদক সন্ত্রাসী চাঁদাবাজ মাদকের টাকার জন্য বিভিন্ন সময় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে। এসবের টাকা না পেয়ে মানুষের বাড়ি ঘর ভাংচুর করে। কেউ এসব ব্যাপারে প্রতিবাদ করলে তাদেরকে হত্যা করে গুম করার হুমকি প্রদান করে সন্ত্রাসীরা।
    এ ব্যাপারে প্রবাসী বাবুল হোসেনের স্ত্রী ভুক্তভোগী মোছাঃ নিলুফা বেগম আশুলিয়া থানায় মামলা করার জন্য একটি অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগে নিলুফা বেগম জানান, আমি গৃহিনী, আমার স্বামী প্রবাসী মোঃ বাবুল হোসেন (৪৫) এর আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন জামগড়া ফকির বাড়ি বটতলা এলাকায় ক্রয় করা ৫ শতাংশ জমি আছে। উক্ত জমি সম্পত্তির উপর ৮টি রুম আছে, সেখানে আমিসহ আমার পরিবার সুখে শান্তিতে বসবাস করে আসছি। উক্ত বিবাদী মোঃ সুজন এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেতা সুমন ভুঁইয়ার বাহিনীর সদস্য সুজন প্রতিনিয়ত মাদকদ্রব্য সেবন করে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। সে কোনো অপরাধ করলেও তার ভয়ে মানুষ কেউ মুখ খুলে না। সুজন আমার অতিরিক্ত বিরক্ত করে এবং ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে, তার দাবিকৃত টাকা দিলে সে আর বিরক্ত করবে না বলে। আমি একজন প্রবাসীর স্ত্রী বাড়িতে একা থাকি এখন নিরাপত্তাহীনতায়। আমি তাকে টাকা না দেয়ায় আমার বাড়ি ঘর ভাংচুর করেছে, আমি এ ঘটনার সঠিক বিচার চাই। বিবাদী সুজন এর কাছে এ বিষয়ে জানতে তার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
    আশুলিয়া থানার (এসআই) আকরাম বলেন, নিলুফা বেগমের অভিযোগ পেয়েছি, তদন্ত করে চাঁদাবাজদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।##

  • রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় বিএসটিআই’র মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জ-রিমানা

    রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় বিএসটিআই’র মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জ-রিমানা

    প্রেস বিজ্ঞপ্তি।।

    অদ্য ২২.০৭.২০২৫খ্রি. তারিখে উপজেলা প্রশাসন, মিঠাপুকুর, রংপুর এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সমন্বয়ে রংপুর মহানগরীতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    উক্ত মোবাইল কোর্টে- মেসার্স সঞ্চিতা ফিলিং স্টেশন, জায়গীর হাট, মিঠাপুকুর, রংপুর প্রতিষ্ঠানকে প্রতি ১০ লিটার ডিজেলে ১৩০ মি:লি: কম প্রদান করার অপরাধে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” এর ২৯/৪৬ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিল্লুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, মিঠাপুকুর, রংপুর এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর অফিসের কর্মকর্তা জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ আহসান হাবীব, পরিদর্শক (মেট্রোলজি)।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • মান্নার গাও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন আবু হেনা আহবায়ক ইসমাইল আলী যুগ্ম আহবায়ক

    মান্নার গাও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন আবু হেনা আহবায়ক ইসমাইল আলী যুগ্ম আহবায়ক

    হারুন অর রশিন।।
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নার গাও ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

    মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলা বিএনপির কার্যালয় থেকে
    উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু”র স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়। মান্না’র গাও ইউনিয়ন বিএনপির কমিটিতে আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছে
    মান্নার গাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা আজিজ, যুগ্ম আহবায়ক ইসমাইল আলী, অন্যান্য সদস্যরা হলেন, আব্দুল আলীম, তারেক আজিজ,মুজিবুর রহমান, আলা উদ্দিন, আইয়ুব আলী, আব্দুল গফুর খান, গৌছ আলী, মকবুল হোসেন, আবু বক্কর প্রমুখ।

    ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনায় দলীয় লোকদের মাঝে আনন্দের জোয়ার বইছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন ও জানিয়েছেন। বিএনপি ও সহযোগী সংগঠন সম্মিলিত ভাবে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন।

  • মাইলস্টোনে নিহ-তদের স্মরণে,বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র  উদ্যোগে-দোয়া মাহফিল

    মাইলস্টোনে নিহ-তদের স্মরণে,বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র উদ্যোগে-দোয়া মাহফিল

    বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম

    ঢাকার উত্তরার একটি স্কুলের পাশেই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ প্রাণহানির মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)।

    এ ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রত্যাশায় বিজেসি’র উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ দোয়া ও মোনাজাত মাহফিল।
    ২২ জুলাই ২০২৫, সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগরের বন্দরটিলা অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়।

    দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিজেসি’র সম্মানিত চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান,সঞ্চালনায় ছিলেন ক্লাবের মহাসচিব এম. নজরুল ইসলাম খান।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,,মোসলেহ উদ্দিন বাহার, সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের মানব সময়,মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক ঘোষণা,,প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আবু হানিফ মুজাহিদ
    মোঃ মনির তালুকদার, মোঃ নাছির মোল্লা, মোঃ ওমর ফারুক মোঃ বেলাল হোসেন, মোঃ নূরনবী, মোহাম্মদ রুবেল, মোঃ ফারুক আহমেদ ঢালী, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ রিপন প্রমুখ।

    দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সম্মানিত আলেম মাওলানা মুহাম্মদ আবু হানিফ, তিনি বলেন,“আল্লাহ যেন শহীদদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং আহতদের পূর্ণ সুস্থতা দান করেন।”

    অনুষ্ঠানে বক্তারা বলেন—জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া এ দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) এই শোকের সময় একাত্মতা প্রকাশ করে, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার জানাচ্ছেন।”

    এই আয়োজনের মাধ্যমে বিজেসি আবারও প্রমাণ করেছে, তারা শুধু সাংবাদিকতার কল্যাণে নয়— জাতীয় দুর্যোগ, শোক ও মানবিক সংকটে পাশে দাঁড়ানোরও প্রতীক।

  • জুলাই চেতনার বাস্তবায়নে মাদারীপুরে ইসলামী যুব আ-ন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী

    জুলাই চেতনার বাস্তবায়নে মাদারীপুরে ইসলামী যুব আ-ন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী

    আরিফুর রহমান, মাদারীপুর।।

    জাতীয় স্বার্থে ‘জুলাই চেতনা’র বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ার দাবিতে মাদারীপুরে পালিত হয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী।

    সোমবার (২২ জুলাই ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে মাদারীপুরের লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে এ উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, “এই দেশ ও জাতির মুক্তির একমাত্র পথ ইনসাফভিত্তিক ইসলামী শাসন প্রতিষ্ঠা। জনগণের অধিকার রক্ষায় ইসলামী যুব আন্দোলনের সংগ্রাম অব্যাহত থাকবে। সবাইকে দেখে ফেলেছেন—আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি—সবাইকে দেখা শেষ, এবার একবার ইসলামকে বিজয়ী করে দেখুন। ইসলামী শক্তির বিজয় হলে এই দেশের সকল ধর্মের মানুষের অধিকার বাস্তবায়নে কাজ করব ইনশাআল্লাহ।

    সব মার্কা দেখা শেষ। আগামী নির্বাচন হবে ইসলামের বাংলাদেশ। দেশের আজ চাঁদাবাজি আর লুটতরাজ বেড়ে গেছে। একমাত্র ইসলামী আদর্শ বাস্তবায়ন হলেই এইসব বন্ধ হবে। ইসলামই পারে শান্তি ও মুক্তির পথ দেখাতে। তাই একবার ইসলামকে ক্ষমতায় এনে দেখুন—আপনাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা যদি পূরণ না হয়, তাহলে আগামীতে আমরা ভোটের পরীক্ষায় অংশই নেব না।”

    এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে আরো উপস্থিত ছিলেন—

    ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ মারুফ

    কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী

    কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতী রেজাউল করীম আবরার

    কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা এস. এম. আজিজুল হক

    ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম

    জাতীয় শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ক্বারী মুহাম্মাদ ইব্রাহীম খলীল

    ইসলামী ছাত্র আন্দোলন, মাদারীপুর জেলার সভাপতি হাফেজ মুহাম্মাদ জাহিদুল ইসলাম

    ইসলামী শ্রমিক আন্দোলন, মাদারীপুর জেলার সভাপতি মুহাম্মাদ বশির উদ্দিন

    ইসলামী যুব আন্দোলন, মাদারীপুর জেলা শাখার সভাপতি তালুকদার মুহাম্মাদ দেলোয়ার হুসাইন

    বক্তারা বলেন, একটি কল্যাণমূলক, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা গড়তে হলে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনকে আরও গতিশীল করে আগামী জাতীয় নির্বাচনে ইসলামী মূল্যবোধ নিয়ে জনতার সামনে হাজির হওয়ার আহ্বান জানান নেতারা।

    আরিফুর রহমান
    জেলা প্রতিনিধি, মাদারীপুর।।

  • গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৫ জনের বিরু-দ্ধে চাঁ-দাবাজির মা-মলা

    গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৫ জনের বিরু-দ্ধে চাঁ-দাবাজির মা-মলা

    রাসেল শেখ,

    গাজীপুর প্রতিনিধি:
    গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় অটোরিকশা শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

    গত রবিবার (২০ জুলাই) বিকেলে বানিয়ারচালা গ্রামের বাসিন্দা জোসনা বেগম (৪৭) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুছ আলী ওরফে নছ মিয়া (৪০), যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওরফে জসিম তাজ (৩৫), রাকিব সরকার (২৩), দেলোয়ার হোসেন (৪২) ও তরিকুল ইসলাম হৃদয় (১৯)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

    জোসনা বেগমের অভিযোগ, তার স্বামী শাহজাহান আলী এবং প্রতিবেশী মিয়ার উদ্দিন দীর্ঘদিন ধরে বাঘেরবাজার থেকে সাফারি পার্ক রুটে অটোরিকশাচালকদের কাছ থেকে চাঁদাবাজির প্রতিবাদ করে আসছিলেন। এরই জেরে গত ১১ জুলাই দুপুরে অভিযুক্তরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং প্রাণনাশের হুমকি দেয়।

    একই দিন বিকেল ৪টার দিকে শাহজাহান আলী ও মিয়ার উদ্দিন বাড়ি ফেরার পথে বানিয়ারচালা এলাকার নূর উদ্দিন মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ অভিযুক্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

    এ সময় শাহজাহান, মিয়ার উদ্দিন, শহীদুল ইসলাম এবং মিয়ার ছেলে সুমন মিয়া গুরুতর আহত হন। সুমনের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ও গলা চেপে হত্যার চেষ্টা করা হয়। শহীদুল ইসলামকে লাথি ও রড দিয়ে পায়ে আঘাত করে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালানো হয়। হামলার সময় তরিকুল ইসলাম হৃদয় মিয়ার উদ্দিনের লুঙ্গির কোঁচ থেকে ১৮ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত সুমন মিয়াকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

    এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, “অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিনয়কাঠিতে ছি-নতাইয়ের অভি-যোগে জনগনের হাতে আ-টক ২ পুলিশে সোপর্দ 

    বিনয়কাঠিতে ছি-নতাইয়ের অভি-যোগে জনগনের হাতে আ-টক ২ পুলিশে সোপর্দ 

    রিপোর্ট : ইমাম বিমান 

    ঝালকাঠিতে শশুরবাড়ী বাড়ী বেড়াতে এসে স্থানীয়  ছিনতাইকারীরা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। গত কয়েকদিন আগে পিরোজপুর জেলার নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের ইদ্রিস শেখের ছেলে রবিউল শেখ ঝালকাঠি সদর উপজেলাধীন বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশা গ্রামে শশুর বাড়ীতে বেড়াতে আসেন। মিষ্টি কেনার ফাঁদে ফেলে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 

    এ বিষয় রবিউল শেখ জানান, দাদা শশুর অসুস্থ হওয়ায় তাকে দেখতে যাওয়ার জন্য গত ২০ জুলাই শশুর বাড়ীর পাশের বাড়ীর শফিকুলকে সাথে শফিকুলের পরিচিত মটর সাইকেল চালক জসীমের মটর সাইকেল যোগে মিষ্টি কিনতে বিনয়কাঠি বাজারে যান। বিনয়কাঠি বাজারে মিষ্টি না পেলে শফিকুল রবিউলকে নিয়ে কড়াপুর ইউনিয়নের বৌসেরহাট বাজারে মিষ্টি কিনতে যান।  যাওয়ার পথে পপুলার-বৌসেরহাট সড়কের মাঝ পথে (পূর্ব পরিকল্পিত ভাবে) বিনয়কাঠির বালকদিয়া গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে গোলাম রাব্বি মটর সাইকেল থামাতে বলে। তাদের পূর্ব পরিকল্পিত ভাবে চালক জসিম রাব্বিকে দেখে মটর সাইকেল থামিয়ে দেয়। পরে রবিউলকে মটর সাইকেল থেকে নামিয়ে মারধর করে একই মাদক (ইয়াবা)  দিয়ে ধরিয়ে দেয়ার কথা বলে ভয় দেখিয়ে তার কাছে থাকা ৩০০০/= টাকা ও তার ব্যক্তিগত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। একই সাথে এ বিষয় কাউকে কিছু বললে রবিউলকে মেরে ফেলার হুমকি দেয় রাব্বি। সেখান থেকে ফিরে এসে বিষয়টি রবিউল তার শশুর বাড়ীর লোকজনের কাছে বললে লোকজন শফিকুলের মায়ের কাছে গেলে শফিকুলের মা রবিউলকে দুই হাজার টাকা ফেরৎ দেয়। মোবাইল ফোন ফেরৎ চাইলে তারা দিতে পারবে না জানালে শফিকুলের স্ত্রী আজ বিনয়কাঠি ইউনিয়ন যুবদল এক নেতার কাছে জানালে তিনি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলকে সাথে নিয়ে রাব্বিকে ধরে জিজ্ঞাসা করলে রাব্বি বিষয়টি অকপটে শিকার করে। পরে রাব্বিকে ঝালকাঠি সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হলে পুলিশ রাব্বিকে নিয়ে শফিকুলের বাড়ী গিয়ে শফিকুল আটক করতে সক্ষম হয়। 

    এ বিষয় স্থানীয় সূত্রে জানাযায়, রাব্বি ও শফিকুল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। আওয়ামিলীগ ক্ষমতায় থাকা কালীন সময় ছাত্রলীগের ব্যানারে রাব্বি মাদক ব্যবসা সহ একজন মাদকসেবি ছিলো। তাকে কয়েকবার পুলিশ ধাওয়া করেছিলো। ছাত্রলীগ দল করায় তাকে এলাকায় কেউ কিছু বলতে সাহস পেতো না।