Blog

  • পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে মেধাবী ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ

    পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে মেধাবী ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছা উপজেলায় এডিপি অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ছাত্রীদের মাঝে সাইকেল বিতারণ করা হয়েছে।
    বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ১৫ জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতারণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।
    উপস্থিত ছিলেন খুলনা বি আরডিপি উপ-পরিচালক নাসির উদ্দীন, পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আব্দুল ওহাব,কপিলমুনি মেহেরুনেছা বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা রহিমা আখতার সম্পা,মাওলানা সামছুর রহমান,দেবাশীষ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সাবেকক সম্পাদক এস,এম,আলাউদ্দিন সোহাগ,সাংবাদিক আবুল হাশেম, খোরশেদ আলম সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও নারী শিক্ষার্থীরা।

  • পাইকগাছার শিবসা নদীর সেতু নির্মাণ শেষ হলে  মানুষের যাতায়াত ব্যবস্থায় আসবে আমূল প-রিবর্তন

    পাইকগাছার শিবসা নদীর সেতু নির্মাণ শেষ হলে মানুষের যাতায়াত ব্যবস্থায় আসবে আমূল প-রিবর্তন

    ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা ) ।।

    খুলনার পাইকগাছার শিবসা নদীর ওপর সেতু নির্মান কাজ শেষ হলে পাঁচ উপজেলার সাথে নতুন সংযোগ হবে খুলনার। যাতায়াত ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। তবে সেতু নির্মানের কাজ চললেও তা নির্দিষ্ট সময়ে শেষ করার দাবী স্থানীয়দের। খোঁজ নিয়ে জানা যায়, খুলনা জেলার পাইকগাছায় উপজেলায় পল্লী সড়ক (সিআইবিআরআর) প্রকল্পের সেতু নির্মাণের কাজ চলছে। সেতুটি নির্মান কাজ শেষ হলে পাইকগাছার পাশ্ববর্তী উপজেলা কয়রা, দাকোপ,বটিয়াঘাটা, তেরখাদা এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মানুষ বিভাগীয় শহর খুলনার সাথে দ্রুততম সময়ে যাতায়াত করতে পারবে।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, পাইকগাছা জিসি-লস্কর বাজার,বাইনতলা, বগুড়ারচক , শুড়িখালী, ভান্ডার পোল, গিলাবাড়ী জিসি সড়কে দুই হাজার তিনশত মিটার চেইনজে লস্কর ও গড়ইখালী ইউনিয়নের কড়ুলিয়া গ্রামের শিবসা নদীর উপর প্রায় সাতশত আটচল্লিশ মিটার দীর্ঘ নির্মিত একটি সেতুর কাজ চলমান রয়েছে। সেতুর কাজ প্রায় ৬৩ ভাগ সম্পন্ন হয়েছে। সেতুটি দৈর্ঘ্য প্রায় পৌনে ১ কিলোমিটার ও ৯ দশমিক ৮ মিটার (৩২ ফুট) প্রশস্ত হবে। যার চুক্তিমূল্য একশত বিশ কোটি টাকা। ন্যাশনাল ডিভালপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিঃ (এনডিই) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু নির্মানের কাজ ২০২৩ সালের সেপ্টেম্বরে শুরু করে। যা ২০২৬ সালের সেপ্টেম্বরে শেষ হবে।

    স্থানীয় শহিদুল ইসলাম বলেন, ডাক্তার দেখাতে কিংবা গুরুত্বপূর্ণ কাজে খুলনা যেতে অনেক সময় লাগে। অনেক ভোগান্তি পোহাতে হয় এ অঞ্চলের মানুষের।সেতুটি নির্মান হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে।

    স্থানীয় ব্যবসায়ী সোলাইমান গাজী বলেন, ব্রীজ নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে।এমন‌ ভাবে কাজ যদি চালিয়ে যায় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে ব্রীজটি উন্মুক্ত করে দিতে পারবে। ব্রীজের কাজ শেষ হলে এই উপজেলা সহ পাশাপাশি অন্যান্য জেলা-উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। এতে করে ব্যবসা বাণিজ্য ও ভালো হবে। তিনি আরো বলেন তাদের ঘেরের (মাছের) ব্যবসা ব্রীজটি হওয়াতে অন্যান্য জেলা উপজেলার সাথে ব্যবসা বাণিজ্য খুব সহজেই করতে পারবেন।

    অন্য আরেক ব্যবসায়ী শাহিন গোলদার বলেন,আমাদের প্রতিদিন নদী পারাপার হতে হয়। বিশেষ করে ভাটার সময় নদী শুকিয়ে যায়, তখন পারাপার হতে খুব ভোগান্তিতে পড়তে হয়। এখন এখানে ব্রীজ নির্মাণ করা হচ্ছে। এই ব্রীজ নির্মাণের কাজ শেষ হলে আমাদের আর ভোগান্তি পোহাতে হবে না। আমরা সহজেই পাইকগাছা শহরে যাতায়াত করতে পারবো। আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য পাইকগাছা বাজারে প্রতিদিন বাজারে যাওয়া আসা লাগে। শিববাটী ব্রীজ দিয়ে ঘুরে যাওয়া অনেক সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এই ব্রীজের কাজ শেষ হলে সকলের জন্য ভালো হবে।

    স্থানীয় লস্কর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ প্রতিনিধিকে বলেন, উপজেলার কড়ুলিয়া নদীর উপর ব্রীজ নির্মাণের কাজ শেষ হলে যাতায়াত ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। ব্রীজের কাজ ও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই ব্রীজের নির্মাণ কাজ করার জন্য মালবাহী যে ট্রাক গুলো এ সড়ক নিয়ে আসছে, সেটা এই সড়কের জন্য উপযুক্ত না। এত ভারী যানবাহন চলাচল এই রাস্তার জন্য একেবারে অনুপযোগী। এছাড়াও বাইনতলা বাজারে মানুষের যাতায়াতের জন্য যে রাস্তা করছে সেটা একেবারেই অনুপযোগী। একটু বৃষ্টি হলে ওই রাস্তা দিয়ে মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা মেরামত করার জন্য জানানো হয়েছিল তারা বলছিলেন বৃষ্টি কমলে রাস্তায় ইট বসিয়ে দিবেন কিন্তু এখনো পর্যন্ত বসানো হয়নি। এছাড়াও ব্রীজের রাস্তা গীলাবাড়ীর সাথে সংযুক্ত হওয়ার কথা থাকলেও সেটা না হয়ে গড়ইখালীর সাথে সংযুক্ত হচ্ছে।এতে লস্করবাসী খুব বেশি উপকৃত হবে না। খড়িয়ার মানুষের এ ব্রীজে উঠতে যত সময় লাগবে তার ভিতরে শিববাটী ব্রীজে পৌঁছে যাবে।

    অন্যদিকে স্থানীয় সচেতন মহল বলেন, ব্রীজটি নির্মিত হয়ে মানুষের যেমন উপকার হবে তেমন অপকার (ক্ষতি) ও হবে। এই উপজেলায় আরো তিনটি ব্রীজ এর পূর্বেও নির্মিত হয়েছে।এটা দিয়ে চারটি ব্রীজ নির্মাণ করা হবে। নদীতে এত ব্রীজ নির্মাণ করায় নদীর নাব্যতা হারিয়ে ফেলছে , এতে করে আগামী কয়েক বছরে এ নদীতে পলি জমে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে না। ফলে এ উপজেলায় বন্যা দেখা দিবে। উপকারের থেকে তখন অপকারটা বেশি হবে।

    তদারকি কর্মকর্তা, সজল বিশ্বাস,উপ-সহকারী প্রকৌশলী, পাইকগাছা বলেন, ব্রীজের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যে কাজ শেষ হবে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের ভিতরে ব্রীজের কাজ সম্পন্ন করার। তিনি আরো বলেন লস্করের ঐ পাড়ে ব্রীজের গোড়ায় (তিন রাস্তার মোড়ে) একটি গোলচত্বর করা হবে যাহাতে গড়ইখালী,খড়িয়া, কয়রা এবং বড়দাল-আশাশুনির সকলের ব্রীজে উঠতে সুবিধা হবে।

    প্রকল্প ম্যানেজার সাহেব আলী বলেন, ব্রীজের কাজ ইতিমধ্যে তেষট্রি (৬৩) শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।আমরা দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছি। আগামি বছরের মাঝামাঝি সময়ের ভিতরে সকল কাজ শেষ হবে বলে জানিয়েছেন। তিনি আরো বলেন দু’পাড়ে তিন একর জমির প্রয়োজন। দু’পাড়ের জমি অধিগ্রহণের জন্য সমস্ত কাগজ পত্র ডিসি অফিসে পাঠানো হয়েছে।জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে পরিদর্শনেও আসছিলেন।

    উপজেলা প্রকৌশলী শাফীন শোয়েব জানান, লস্কর কড়ুলিয়া ব্রীজের কাজের অগ্রগতি ৬৩ ভাগ সম্পন্ন হয়েছে। সেতুটি দৈর্ঘ্য প্রায় পৌনে ১ কিলোমিটার ৯ দশমিক ৮ মিটার এবং (৩২ ফুট) প্রশস্ত হবে। দুই শত চল্লিশ (২৪০)টি পাইলের মধ্যে দুই শত সাতাশ (২২৭)টি সমাপ্ত হয়েছে।আশা করা যায় আগামী বছরের শেষের দিকে কাজ সম্পন্ন হবে। কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, ব্রীজটি নির্মিত হলে এই উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। এছাড়াও কয়েকটি উপজেলার মানুষ ও উপকৃত হবে। ব্রীজের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।আশা করা যাচ্ছে নির্দিষ্ট সময়ের ভিতরে উন্মুক্ত করা যাবে।

  • বরগুনার তালতলীতে বিশ্ব পানিতে ডু-বা প্রতিরো-ধ উপলক্ষে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    বরগুনার তালতলীতে বিশ্ব পানিতে ডু-বা প্রতিরো-ধ উপলক্ষে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    মংচিন থান
    তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
    ‘যে কেউ পানিতে ডুবে যেতে পারি সবাই মিলে প্রতিরোধ করি’ এ প্রতিপাদ্য সামনে রেখে বরগুনার তালতলীতে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৩ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ‘সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)’ আয়োজনে অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে সালমা এবং সভাপতিত্ব করেন, ইন্টারন্যাশনাল ড্রাউনিং প্রিভেনশন এন্ড রিসার্চ ডিভিশন এর উপ-পরিচালক আবুল বরকাত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল, একাডেমিক সুপার ভাইজার গৌতম চন্দ্র বসু। সিআইপিআরবি থেকে উপস্থিত ছিলেন, ডেপুটি কমিউনিকেশন ম্যানেজার ফারহানা ফেরদৗস, অ্যাসিস্টেন্ট এমইএল ম্যানেজার অংশুমান সরকার, তালতলী প্রকল্প এলাকার এরিয়া কোঅর্ডিনেটর রজত সেন প্রমুখ।

    আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • মাইলস্টোনে নিহ-তদের আ-ত্মার মা-গফিরাত কামনা ও আ-হতদের সুস্থতার জন্য বিশেষ দো-য়া

    মাইলস্টোনে নিহ-তদের আ-ত্মার মা-গফিরাত কামনা ও আ-হতদের সুস্থতার জন্য বিশেষ দো-য়া

    জিল্লুর রহমান,

    মাগুরা প্রতিনিধি

    বেসরকারি মালিকানাধীন ওয়ালটন প্লাজার আয়োজনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব শ্রীপুর ওয়ালটন প্লাজার শাখা কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার ইব্রাহীম খলিল ।

    গত ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ওয়েলটন প্লাজা এ কর্মসূচি পালন করা হয়েছে।

    দোয়ায় ওয়েলটন প্লাজার শাখার কার্যালয়ের সকল সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন

  • সবাই ঐক্যবদ্ধ থাকলে বকশিগঞ্জ  একটি শান্তিপূর্ণ ও  নিরাপদ উপজেলা হবে- ইউএনও মাসুদ রানা

    সবাই ঐক্যবদ্ধ থাকলে বকশিগঞ্জ একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হবে- ইউএনও মাসুদ রানা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

    বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। সভায় চুরি, মাদক, পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ করা, হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, মাদক ও কিশোর অপরাধ দমন, যৌন হয়রানি, ইভটিজিং এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।

    সভাপতি মাসুদ রানা বলেন, “এই আলোচ্য বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতা নিয়ে বকশিগঞ্জ উপজেলাকে একটি আদর্শ নগরে রূপান্তর করা সম্ভব।তিনি ধর্ষণ প্রতিরোধে সমাজের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং উপজেলার মসজিদগুলোর ইমামদের শুক্রবারের খুতবায় সচেতনতামূলক বার্তা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

    সভায় ২০২৪ সালের ২৪ জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে ‘মেমরি স্ট্যাম্প’ নির্মাণ এবং ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান স্মরণে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়।

    সভাপতি বলেন, আমরা আশান্বিত, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকলে বকশিগঞ্জ একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বাসযোগ্য উপজেলা হিসেবে তার ঐতিহ্য ধরে রাখতে পারবে।

    এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জন (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,,সাংবাদিকসহ আরও অনেকে।

    সভা শেষে উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করতে সব মহলের সহযোগিতা কামনা করা হয়।

  • শাল্লা থানা পুলিশের অভি-যানে  গাঁ-জাসহ মাদ-ক ব্যবসায়ী গ্রে-ফতার

    শাল্লা থানা পুলিশের অভি-যানে গাঁ-জাসহ মাদ-ক ব্যবসায়ী গ্রে-ফতার

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    সুনামগঞ্জ জেলার শাল্লা থানা পুলিশের অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জহিরুল ইসলাম (৩৬)। তিনি শাল্লা থানার উজানগাঁও গ্রামের বাসিন্দা।
    গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জহিরুল ইসলামের বসতবাড়িতে মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করে শাল্লা থানা পুলিশের একটি দল। অভিযানে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি মাদকদ্রব্য (গাঁজা) জব্দ করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। সঙ্গে ছিলেন এসআই তারেক নাজির ও সঙ্গীয় ফোর্স।
    গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাল্লা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।##

  • আগামি জাতীয় সংসদ নির্বাচন বান-চালের প্রতি-বাদে   গৌরনদীতে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ

    আগামি জাতীয় সংসদ নির্বাচন বান-চালের প্রতি-বাদে গৌরনদীতে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ

    কে এম সোয়াব জুয়েল,
    গৌরনদী প্রতিনিধি।।
    বরিশালের গৌরনদীতে বিএনপি দলের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীন শ্লোগান, বক্তব্য এবং আগামি জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    গৌরনদী, আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গৌরনদী বাসস্ট্যান্ডে পৌঁছে শেষ হয়। বিক্ষোভ মিছিলের শুরুতে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্কব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের দায়িত্বে আকন কুদ্দুসুর রহমান। এর পরে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ অডিটরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সম সাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    বীর মুক্তিযোদ্ধা এস এম আফজাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের দায়িত্বে আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহুরুল ইসলাম জহির, এসএম মনিরুজ্জামান, মঞ্জুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, হোসনেয়ারা বেবি, আবুল হোসেন লাল্টু, মাসুদ হাসান মিটু। বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোল্লা মাহফুজ, আগৈলঝাড়া উপজেলা যুবদল নেতা মো. হেমায়েত, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • সুনামগঞ্জ জেলা পর্যায়ে হারপি প্রকল্পের অবহি-তকরণ সভা অনুষ্ঠিত

    সুনামগঞ্জ জেলা পর্যায়ে হারপি প্রকল্পের অবহি-তকরণ সভা অনুষ্ঠিত

    ‎কে এম শহীদুল সুনামগঞ্জ:
    সুনামগঞ্জ জেলা পর্যায়ে হারপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
    ‎‎ঢাকা আহ্ছানিয়া মিশন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সার্বিক তত্ত্বাবধানে এডিএইচ (Aktion Deutschland Hilft) জার্মান এর অর্থায়নে, ১ জুন ২০২৫ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা সদর উপজেলার জয়শ্রী, ধর্মপাশা সদর ও সেলবরষ ইউনিয়ন এবং তাহিরপুর উপজেলার উত্তর বড়দল, উত্তর শ্রীপুর ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে Haor Resilience ‎and Preparedness Initiatives (HaRPI) Project বাস্তবায়ন করছে।
    এরই ধারাবাহিকতায় ২৩জুলাই রোজ বুধবার জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এক অবহিতকরণ সভা অনুষ্টিত হয় । প্রকল্পটি ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার ঝুঁকিপূর্ণ গ্রামবাসীর দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১ জুন ২০২৫ সাল হতে নভেম্বর ২০২৬ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এমনটিই আলোচনা করা হয়। ২৩ জুলাই বুধবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইখতিয়ার আলমের সঞ্চালনায় ও ঢাকা আহ্ছানিয়া মিশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ সাজেদুল কাইয়ুম দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ডিভিশন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার কাজল এ ড্রং প্রমূখ।সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।
    ‎এছাড়াও আরো উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম , যুগ্ম পরিচালক ঢাকা ,মো: জাহাঙ্গীর আলম, ছানোয়ার হোসেন খান পাঠান প্রমুখ।

  • গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক

    গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক।

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে বিচারপ্রার্থী জনগণের জন্য আদালত সংশ্লিষ্ট তথ্য প্রাপ্তি সহজলভ্য করতে দেশের সকল জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চীফ মেট্রোপলিটন আদালতের ন্যায় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আজ থেকে এই সেবা চালু হলো। গোপালগঞ্জের বিচারপ্রার্থী সকল জনগণ এই কেন্দ্র থেকে সেবা গ্রহণ করতে পারবেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) এ সেবা প্রদান করা হবে।

    এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের নীচ তলায় প্রধান ফটকের পাশেই
    আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় তিনি গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ), সৈয়দ আরাফাত হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীদের সাথে নিয়ে তিনি ফিতা কেটে, বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে তথ্য ও সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র এ্যাড. আলহাজ্ব আজগর আলী খান।

    এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) শাহনাজ নাসরীন খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) জহির উদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৩য় আদালত) নাজমুন নাহার সুমি, যুগ্ম জেলা ও দায়রা জজ আলাউল আকবর ও মোঃ এনায়েত উল্লাহ, সিনিয়র সহকারী জজ মোঃ সালাহ উদ্দীন, মোঃ শফিকুল ইসলাম, মো: সালমান আহমেদ শুভ,
    সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা রোজী, অনুশ্রী রায়, ফাহমিদা পিয়া, সহকারী জজ অমল কুমার দাস, রুবাইয়া ইয়াসমিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবির হোসেন, লাবনী খাতুন, জেলা ও দায়রা জজ আদালতের জিপি এ্যাড. এম এ সেলিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এ্যাড. তৌফিকুল ইসলাম, সিনিয়র এ্যাড. আহমেদ নওশের আলী, আলহাজ্ব এস এম নাহাজ পাশা, আলহাজ্ব মোঃ আব্দুল হালিম, শেখ মাসুদ আলী, আওলাদ আলী মোল্লা, গোলাম মেহেদী খান, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড. আনোয়ারুল ইসলাম সিকদার, নাজির হোসেন সমাদ্দার, সহ-সম্পাদক ইকবাল হোসেন, লাইব্রেরী সম্পাদক এস এম আমজাদ হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা হান্নান মোল্লা, ভারপ্রাপ্ত নাজির খোন্দকার আবু সাইদ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কা-টা পড়ে মা-নসিক প্র-তিবন্ধী নারীর মৃ-ত্যু

    ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কা-টা পড়ে মা-নসিক প্র-তিবন্ধী নারীর মৃ-ত্যু

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। মৃত নারীর নাম আনচি খাতুন। জানাগেছে, বুধবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে কালীগঞ্জের বাবরা রেলগেট সংলগ্ন খামারমুন্দিয়া মাঠ এলাকায় চলন্ত সিমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    স্থানীয়রা জানান, আনচি খাতুন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রায়ই এলাকা থেকে নিরুদ্দেশ হয়ে যেতেন। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে অসাবধানতাবশত রেললাইনের ওপর চলে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।