Blog

  • ঝিনাইদহের শৈলকুপা তী-ব্র ভা-ঙনে কয়েকটি গ্রাম বি-লীন হতে চলেছে

    ঝিনাইদহের শৈলকুপা তী-ব্র ভা-ঙনে কয়েকটি গ্রাম বি-লীন হতে চলেছে

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    তীব্র ভঙনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কয়েকটি গ্রাম বিলীন হতে চলেছে। গ্রামের পর গ্রাম নদী ভাঙনের গর্জন। গ্রামবাসির কপালে চিন্তার ভাজ। কখন সর্বনাশী গড়াই কেড়ে নেয় শেষ সম্বল ভিটেবাড়ি এই চিন্তায় দিশেহারা। ইতোমধ্যে গ্রামের মানুষ তাদের মাঠের ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন।বড়ুরিয়া গ্রামের জাহাঙ্গীর মন্ডল জানান, তার ১০ বিঘা ফসলি জমি নদী গর্ভে চলে গেছে। ভাঙন যেভাবে তীব্র থেকে তীব্রতর হচ্ছে তাতে ভিটেবাড়িও ঠেকাতে পারবেন না।নদী ভাঙন এলাকা পরিদর্শন করে দেখা যায়, গ্রামের প্রতিটি মানুষ আতংকে বসবাস করছেন। গত জুন মাসের শুরুর দিকে নদী ভাঙন শুরু হয়। এখন পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পাট, কলা ক্ষেত ও হলুদের জমিসহ ভাঙতে শুরু করেছে ফসলি জমি।পানি উন্নয়ন বোর্ডের ফেলা জিওব্যাগও শ্রোতের তীব্রতায় ভেসে যাচ্ছে। অনেকে ঘরবাড়িও হারিয়ে নিঃস্ব হয়ে গ্রাম ছেড়েছেন। গড়াই নদীর ভাঙনে ক্রমশঃ পাল্টে যাচ্ছে গোটা গ্রামের মানচিত্র। শৈলকুপা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, শৈলকুপায় গড়াই নদীর বহমান অংশ কুড়ি কিলোমিটার। যার মধ্যে বড়ুরিয়া গ্রামের ওপর দিয়ে প্রবাহমান দেড় কিলোমিটার. কৃষ্ণনগর এক কিলোমিটার, গোসাইডাঙ্গা ৫শ’ মিটার, মাদলা এলাকায় দেড় কিলোমিটার, মাঝদিয়া গ্রামে এক কিলোমিটার এবং লাঙ্গলবাধ এলাকায় ৫শ’ মিটার ভাঙনপ্রবন। তবে বেশি ভাঙন তীব্রতা বড়ুরিয়া গ্রামের দেড় কিলোমিটার অংশে। বড়ুয়া গ্রামের বাবুল মোল্লা জানান, ১৯৬২ সালের পর থেকে নদী ভাঙন শুরু হলেও গেল ২০ বছরে তীব্রতা বেড়েছে কয়েকগুন। সিএস রেকর্ড অনুযায়ী বড়ুয়া মৌজায় ব্যক্তি মালিকানাধীন জমির পরিমাণ ১৪শ’ ৫৭ বিঘা। আর খাস জমি আছে ১৪৩ বিঘা। নদী ভাঙনের ফলে এখন জমির পরিমাণ দাড়িয়েছে গড়ে ২৫০ বিঘায়। গ্রামটিতে বসবাস করতেন ৭শ’ পরিবার, কিন্তু এখন বসবাস করেন ২শ’ পরিবার। বাকি ৫শ’ পরিবার অন্যত্র চলে গেছেন বলে গ্রামবাসি দাবি করেন।

    এদিকে গড়াই নদীর ওপারে কুষ্টিয়ার খোকসা উপজেলার গনেশপুর আদর্শ গ্রাম। এপারের জমি ভেঙে ওপাশে জেগে ওঠা চরের জমিতে কুষ্টিয়ার মানুষ শৈলকুপার কোন মানুষকে যেতে দেয় না বলে অভিযোগ স্থানীয়দের। আবার চর উদ্ধারেও কেউ ব্যবস্থা নেয় না। পানি উন্নয়ন বোর্ডে পক্ষ থেকে ২০১৯ ও ২০২১ সালে ডিপিপি প্রকল্প পরিকল্পনা কমিশনে দাখিল করা হলেও তা আলোর মুখ দেখেনি। চলতি বছরে গড়াইয়ের ভাঙন রোধে অস্থায়ী ভিত্তিতে সমীক্ষা কাজের আওতায় ১৭৫ কেজি ওজনের বালি ভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে। পহেলা জুন থেকে শুরু হওয়া প্রকল্পটি শেষ হবে ২০২৬ সালের জুন মাসে। ১৩ কোটি টাকা’র এই প্রকল্পিটি বাস্তবায়িত হবে চার ধাপে। বড়ুরিয়া গ্রামের বাসিন্দা সুন্দরী খাতুন বলেন, আমাদের প্রায় ৩০ বিঘা জমি ছিল, এখন তা ১০ বিঘায় দাড়িয়েছে। একই গ্রামের বাসিন্দা মনি মোল্লা বলেন, বড়ুয়া গ্রামের প্রায় ১৪শ’ বিঘা জমি চলে গেছে কুষ্টিয়ার অংশে। তিনি আরো জানান, এপাশ থেকে ভেঙে নদীর ওপারে চর জেগে উঠেছে। সেখানে কুষ্টিয়ার খোকসা উপজেলার মানুষ জবরদখল করে খাচ্ছে। প্রশাসনের কেউ উদ্যোগ নেয় না এই জমি উদ্ধারে। ফলে ক্রমেই গ্রামের মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে।

    বিষয়টি নিয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, বর্তমানে বর্ষার শুরুতে ভাঙন রোধে অস্থায়ী সমীক্ষা কাজ চলমান আছে। আগামী বছরের জুন মাস পর্যন্ত কয়েকটি ধাপে কাজটি চলবে। এরপর স্থায়ী কাজ করা হবে বরাদ্দের ভিত্তিতে। নদীর এই অংশটুকু অবতল হওয়াতে পানির চাপ বৃদ্ধিতে পলি সরে ভাঙন দেখা দেয়। তবে জমি উদ্ধারের বিষয়টি জেলা প্রশাসনের কাজ বলে তিনি জানান।
    ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, শৈলকুপা অংশ ভেঙে নদীর ওপারে কুষ্টিয়া অংশে জেগে ওঠা চরের জমি উদ্ধার ও সেখানে যেন শৈলকুপার মানুষ চাষাবাদ করতে পারে সে বিষয়ে উদ্দোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, জেলা প্রশাসন ও অন্যান্য দফতরের সম্মিলিত বৈঠকের পর জরিপ করে সীমানা নির্ধারণের জন্য সরকারের জরিপ অধিদফতরে পত্র পাঠানো হয়েছে। আশা করা যায় সরকার দ্রুতই বিধিসম্মতভাবে নদী পাড়ের সমস্যার সমাধান করতে পারবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • গাজনার বিলে অভি-যানে ৪ লাখ টাকার অ-বৈধ চায়না জাল জ-ব্দ

    গাজনার বিলে অভি-যানে ৪ লাখ টাকার অ-বৈধ চায়না জাল জ-ব্দ

    এম এ আলিম রিপন,সুজানগর :পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে অভিযান চালিয়ে ১০০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। ২৪ জুলাই (বৃহস্পতিবার) বদনপুর, জোড়পুকুরিয়া, বিলবন্ধনখালি সহ গাজনার বিলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জব্দকৃত ৮০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা। মেবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
    উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, মাছসহ অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব সংকটের অন্যতম কারণ এই চায়না দুয়ারি জাল। জলজ পরিবেশের বাস্তুসংস্থানের জন্য মারাত্নক ক্ষতিকর অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে এবং পুলিশের সহযোগিতায় এ অভিযান অব্যাহত থাকবে।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সিটি গভর্ন্যান্সে দেশের সেরা চসিক, পুরস্কার গ্রহণ করলেন মেয়র ডা.শাহাদাত

    সিটি গভর্ন্যান্সে দেশের সেরা চসিক, পুরস্কার গ্রহণ করলেন মেয়র ডা.শাহাদাত

    শহিদুল ইসলাম,

    বিশেষ প্রতিনিধিঃ

    সাংগঠনিক দক্ষতা, আর্থিক ব্যবস্থাপনা ও নাগরিক সম্পৃক্ততাসহ ১৫টি সূচকে এগিয়ে থেকে দেশের সেরা সিটি কর্পোরেশনের স্বীকৃতি পেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাৎসরিক মূল্যায়নে দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে শীর্ষস্থান অর্জন করে চসিক।

    এই অসাধারণ অর্জনের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

    বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত “সিটি কর্পোরেশন পরিচালন ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্র ২০২০-২০৩০” বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভা এবং “সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি (C4C-2)” প্রকল্পের জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটির সভায় এ পুরস্কার প্রদান করা হয়।

    স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরের মূল্যায়নে ১৫টি সূচকের ভিত্তিতে সিটি গভর্ন্যান্স কার্যক্রম মূল্যায়ন করা হয়। চলতি বছরের ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই মূল্যায়নে চসিক প্রথম স্থান অর্জন করে, যা ধারাবাহিক উন্নয়ন ও সুশাসনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

    পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,
    “এই স্বীকৃতি চট্টগ্রামবাসীর। নগরবাসীর আস্থা, কর্মকর্তাদের পরিশ্রম এবং সম্মিলিত টিমওয়ার্কের ফলেই আজ এই অর্জন সম্ভব হয়েছে। এই সফলতা নগরবাসীকে উৎসর্গ করছি। ইনশাআল্লাহ চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তোলা হবে।”

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই অর্জন নগর উন্নয়ন ও প্রশাসনিক দক্ষতার নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

  • গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য

    কে এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ

    ১. ২০ জুলাই ২০২৫, রবিবার, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য সকল বিভাগ ও দপ্তরে আইপি ফোন সংযোগ চালু করা হয়েছে।

    ২. ২১ জুলাই ২০২৫, সোমবার, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

    ৩. ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, গোপালগঞ্জে কারফিউ ও জরুরি অবস্থা শেষে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।

    ৪. ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    ৫. জুলাই ২০২৪ আন্দোলনের শহীদদের 
    স্মারণে আগামীকাল শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

  • পাবনার আমিনপুরের গোলাবাড়ি ব্রীজ ঝু-কিপূর্ণ-রাস্তার বে-হাল দশা

    পাবনার আমিনপুরের গোলাবাড়ি ব্রীজ ঝু-কিপূর্ণ-রাস্তার বে-হাল দশা

    হেলাল শেখঃ পাবনার আমিনপুর থানার অন্তর্গত পূর্বে সাগরকান্দি ইউনিয়নের সাত পাড়া কদিম মালঞ্চি গ্রাম, পশ্চিমে রূপপুর গ্রাম ( মাঝখানে গোলাবাড়ি ঘাট ব্রীজ) এলাকার গুরুত্বপূর্ণ ব্রীজটি এখন এলাকাবাসীর জন্য এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রীজটির পাটাতন নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় ফাটল ও ধ্বসে পড়া অংশে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

    ব্রীজটির ওপর দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্যবাহী যান ও সাধারণ মানুষ চলাচল করে। কিন্তু বর্তমানে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

    একই সঙ্গে আশেপাশের রাস্তাগুলোর অবস্থাও খুবই নাজুক। খানাখন্দে ভরা রাস্তাগুলোতে বৃষ্টির পানি জমে আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, বারবার অভিযোগ জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

    স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চলাফেরা করতে হচ্ছে। ছোট ছোট দুর্ঘটনা তো লেগেই আছে, বড় কিছু ঘটার আগেই ব্যবস্থা না নিলে বড় বিপর্যয় অনিবার্য।”

    এলাকার বিএনপির নেতা হালিম মন্ডল, ছালাম মন্ডল ও জামায়াতে ইসলামীর নেতা কিয়াম উদ্দিন, পল্লী চিকিৎসক রাজ্জাক সহ এলাকাবাসী দ্রুত ব্রীজ ও রাস্তার সংস্কারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ করছেন।

  • স্বরূপকাঠী জগন্নাথকাঠি বন্দরের নব নির্মিত টলশেড এর- শুভ উদ্বোধন

    স্বরূপকাঠী জগন্নাথকাঠি বন্দরের নব নির্মিত টলশেড এর- শুভ উদ্বোধন

    নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।

    দীর্ঘ প্রতিক্ষার পর উদ্বোধন হলো নেছারাবাদ উপজেলা জগন্নাথকাঠি বন্দরে সবজি ব্যবসায়ীদের জন্য নবনির্মিত টলশেড ঘর।

    বৃহস্পতিবার বেলা ১২টার সময় ঐ টলশেড ঘর এর উদ্বোধন করেন জনাব মোঃ জাহিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার।

    জগন্নাথকাঠী বন্দর ব্যবসায়ী সমিতি আহবায়ক এর কাজী আনিসুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তাপস কুমার ঘোষ, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ বনি আমিন, মোঃ শফিকুল ইসলাম ফরিদ সাবেক মেয়র স্বরূপকাঠি পৌরসভা, আহবায়ক পৌর বিএনপি, মোঃ ওয়াহিদুজ্জামান মানিক সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও যুগ্ম আহবায়ক পৌর বিএনপি, নাসির উদ্দীন তালুকদার যুগ্ম আহবায়ক নেছারাবাদ উপজেলা বিএনপি, শ্রী খোকন শাহা বিশিষ্ট জগন্নাথকাঠি বন্দর ব্যবসায়ী ও কমিটির সদস্য এছাড়া বন্দরের ব্যবসায়ীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ প্রমূখ।

    উল্লেখ্য তিনটি টলশেডে ৩৬জন ব্যবসায়ীদের মধ্যে লটারির মাধ্যমে পজিশন বরাদ্দ দেওয়া হয়।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।

  • বাবুগঞ্জের অ-নুমোদনহীন টায়ার রি-সাইক্লিং প্লান্টে বিষা-ক্ত গ্যাস নি-র্গমন, পরিবেশ বিপ-র্যয়ের শ-ঙ্কা

    বাবুগঞ্জের অ-নুমোদনহীন টায়ার রি-সাইক্লিং প্লান্টে বিষা-ক্ত গ্যাস নি-র্গমন, পরিবেশ বিপ-র্যয়ের শ-ঙ্কা

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামে গড়ে উঠেছে একটি অনুমোদনহীন টায়ার রিসাইক্লিং প্লান্ট। পুরাতন টায়ার কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থের সহায়তায় পুড়িয়ে কৃত্রিম উপায়ে তেল উৎপাদনের কাজ চলছে সেখানে।

    স্থানীয়দের অভিযোগ, এই প্রক্রিয়ায় প্রতিনিয়ত নির্গত হচ্ছে বিষাক্ত ধোঁয়া ও কার্বন গ্যাস, যা আশপাশের পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে। ধোঁয়ার গন্ধ ও বাতাসে ছড়িয়ে পড়া রাসায়নিক পদার্থে শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষ শ্বাসকষ্ট, চোখে জ্বালাপোড়া ও মাথাব্যথার মতো শারীরিক সমস্যায় ভুগছেন।

    এলাকাবাসী জানিয়েছেন, কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র বা সরকারি অনুমোদন ছাড়াই এ প্লান্টটি পরিচালিত হচ্ছে। প্রশাসনের নিকট বারবার অভিযোগ জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে জানান তারা।

    পরিবেশবাদীরা এ ধরনের কার্যক্রমকে জনস্বাস্থ্য ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

  • বাবুগঞ্জের এ-তিম শিক্ষার্থীদের পাশে এবি পার্টি নেতৃবৃন্দ ইউরোপ প্রবাসীর অনুদান হস্তান্তর

    বাবুগঞ্জের এ-তিম শিক্ষার্থীদের পাশে এবি পার্টি নেতৃবৃন্দ ইউরোপ প্রবাসীর অনুদান হস্তান্তর

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের উত্তর বাড়ইখালী গ্রামের দারুল উলূম নূরানী হাফিজি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর ইয়াতিম শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এলেন এক ইউরোপ প্রবাসী ভাই। তাঁর পাঠানো আর্থিক অনুদান মাদ্রাসা কমিটির হাতে তুলে দেন স্থানীয় এবি পার্টির নেতৃবৃন্দ।
    অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি পার্টির বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, সদস্য সচিব জি এম রাব্বি, যুগ্ম সদস্য সচিব রায়হান, হায়দার কাকা, নাইম ভাই, লাবলু সহ আরও অনেকে।
    এই মহতী উদ্যোগে প্রবাসী ভাইকে কৃতজ্ঞতা ও এবি পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী।

  • প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তরভুক্ত করার দাবীতে পীরগঞ্জে মা-নববন্ধন ও সমাবেশ

    প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তরভুক্ত করার দাবীতে পীরগঞ্জে মা-নববন্ধন ও সমাবেশ

    পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তরভুক্ত করার দাবীতে মানববন্ধন, সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বরকর লিপি দিয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন তারা। পরে পূর্বচৌরাস্তায় সমাবেশ করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি দেওয়া হয়। সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসাসিয়েশনের পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহেরুল ইসলাম, আল হাসানাহ স্কুলের পরিচালক ইত্তেশাম উল হক মিম, মোমোরিয়াল স্কুলের পরিচালক দেলোয়ার হোসেন জুয়েল, ফুলকুড়ি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক হাসান আলী, ইকো পাঠশালার উপাধ্যক্ষ লায়লা পারভিন, গ্রিন লাইন স্কুলের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন সরকার, হলিল্যান চাউল্ড কেয়ার পরিচালক আমিনুল ইসলাম, বৈরচুনা আইডিয়াল কেজি স্কুলের সহকারি শিক্ষক আবু সায়েম প্রমুখ।

  • বিএনপি নেতা শেখ আব্দুর রউফকে কু-পিয়ে জ-খম করার ঘটনায় গ্রেফ-তার-৩

    বিএনপি নেতা শেখ আব্দুর রউফকে কু-পিয়ে জ-খম করার ঘটনায় গ্রেফ-তার-৩

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব(বহিষ্কৃত) শেখ আব্দুর রউফকে কুপিয়ে জখম করার ঘটনায় বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে কামাল শেখ, তালেব খান ও লিটন খান নামে ৩ আসামীকে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা। পরে সুজানগর থানায় তাদের হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের থানা পুলিশ পাবনা আদালতে প্রেরণ করলে আদালত ওই ৩জনের জামিন নামঞ্জুর করে পাবনা জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। কামাল শেখ সুজানগর পৌরসভার চর সুজানগর এলাকার মৃত মোহর শেখের ছেলে, তালেব খান হাকিমুদ্দিনের ছেলে ও লিটন খান একই এলাকার আরশেদ খানের ছেলে। উল্লেখ্য, গত ৯ জুলাই বুধবার সুজানগর পৌর বাজারের নন্দিতা সিনেমা হলরোডে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে এবং ২৫ নেতাকর্মী আহত হন।
    এ ঘটনায় গত ১১ জুলাই রাতে গুরুতর আহত সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব(বহিষ্কৃত) শেখ আব্দুর রউফের ছেলে আদনানুর রউফ রুদ্র বাদী হয়ে সুজানগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খঁাকে প্রধান আসামি করে ২৩ জনের নামে মামলা দায়ের করেন। সেই মামলার কামাল শেখ ২ নং, তালেব খান ১১ নং ও লিটন খান ২২ নং এজাহারনামীয় আসামী। স্থানীয়রা জানায় , কামাল শেখ ও তালেব খার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসীমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
    সুজানগর থানা অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, মামলার অপর আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা প্রতিনিধি।।