Blog

  • জুলাই বি-প্লবকে স্মর-ণীয় করে রাখতে ভালুকায়  ফুটবল ম্যাচে মু-খোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

    জুলাই বি-প্লবকে স্মর-ণীয় করে রাখতে ভালুকায় ফুটবল ম্যাচে মু-খোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

    আরিফ রববানী ময়মনসিংহ
    জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে ময়মনসিংহের ভালুকায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজন করেছে এক ব্যতিক্রমধর্মী খেলা—”জুলাই স্মৃতি” প্রীতি ফুটবল ম্যাচ। আগামী ২৯ জুলাই (সোমবার) দুপুর ৩টা ৩০ মিনিটে ভালুকা সরকারি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে।

    স্থানীয় ফুটবল খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই ম্যাচে দুই জনপ্রিয় আন্তর্জাতিক দল ব্রাজিল বনাম আর্জেন্টিনা নামে দুই পক্ষ ভাগ হয়ে মাঠে নামবে। ম্যাচটির সভাপতিত্ব করবেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

    এ প্রসঙ্গে ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন—”জুলাই আন্দোলনের স্মৃতি ধারণ করেই আমরা এই প্রীতি ম্যাচের আয়োজন করেছি। তরুণদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও ক্রীড়ার মাধ্যমে ইতিবাচক মনোভাব গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ভালুকার ক্রীড়াঙ্গনকে আরো প্রাণবন্ত করতে প্রশাসন সবসময় পাশে থাকবে।”

    উপজেলা ক্রীড়া সংস্থা আশা প্রকাশ করেছে, খেলাটি শুধু বিনোদন নয়, বরং সামাজিক সংহতি, সৌহার্দ্য এবং খেলাধুলার প্রতি যুবসমাজকে উৎসাহিত করবে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও ক্রীড়া অনুরাগীদের উপস্থিতিতে মাঠটি রঙিন হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

    উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ভালুকার খেলাধুলাকে সামনের দিকে এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনার কথা ব্যক্ত করেন। এছাড়াও জুলাই বিপ্লব আমাদের জীবনে একটা নতুন দোয়ার খুলে দিয়েছেন সেটাকে কীভাবে কাজে লাগিয়ে ক্রীড়াকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে কথা বলেন তিনি।

  • সুন্দরবনের চুনকুরি নদী থেকে আহ-ত কচ্ছপ উদ্ধার করেছে কোস্ট গার্ড

    সুন্দরবনের চুনকুরি নদী থেকে আহ-ত কচ্ছপ উদ্ধার করেছে কোস্ট গার্ড

    শেখ তৈয়ব আলী, খুলনা।

    শুক্রবার ২৫ জুলাই ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

    তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক ও কার্যকর অভিযান পরিচালনা করে যাচ্ছে।

    এরই ধারাবাহিকতায়, গত ২৪ জুলাই ২০২৫ তারিখ বৃহস্পতিবার দুপুর ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন দোবেকী কর্তৃক মালঞ্চ ও চুনকুরি নদীতে নিয়মিত রুটিন টহল পরিচালনা করা হয়। টহল চলাকালীন কোস্ট গার্ড সদস্যগণ চুনকুরি নদীতে ভাসমান অবস্থায় একটি গুরুতর আহত (এক পা বিচ্ছিন্ন) কচ্ছপ দেখতে পায়। আহত কচ্ছপটির অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে কোস্ট গার্ড সদস্যগণ তৎক্ষণাৎ কচ্ছপটিকে উদ্ধার করে কোস্ট গার্ড স্টেশন দোবেকীতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

    পরবর্তীতে আহত কচ্ছপটি দোবেকী বন বিভাগের নিকট হস্তান্তর করা হয় এবং বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে কচ্ছপটিকে দোবেকী বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়।

    তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।

  • জুলাই শ-হীদদের স্মরণে গোবিপ্রবিতে বিনামূল্যে হেলথ ক্যাম্প শুরু

    জুলাই শ-হীদদের স্মরণে গোবিপ্রবিতে বিনামূল্যে হেলথ ক্যাম্প শুরু

    কে এম সাইফুর রহমান, 
    নিজস্ব প্রতিনিধিঃ 

    জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী মহান শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিনামূল্যে হেল্থ ক্যাম্প শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

    জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও সোসাইটি ফর এসিস্ট্যান্স টু হিয়ারিং ইস্পেয়ার্ড চিলড্রেনের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই হেল্থ ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

    দ্বিতীয় ধাপের হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী ২৯ ও ৩০ জুলাই। এতে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ৮জন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে কনসালটেশন ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

    হেল্থ ক্যাম্পের উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। ঢাকা থেকে আগত বেশ অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকরা এখানে সেবা প্রদান করছেন। আজকের হেল্থ ক্যাম্পে মূলত রোগ শনাক্ত করা, ব্যবস্থাপত্র দেয়া এবং সঙ্গে কিছু ঔষধ সরবরাহ করা হচ্ছে।

  • দোয়ারাবাজারে আবু হেনা আজিজকে সংবর্ধনা

    দোয়ারাবাজারে আবু হেনা আজিজকে সংবর্ধনা

    হারুন অর রশিদ,

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
    সুনামগঞ্জের দোয়ারাবাজারে মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাটাখালী বাজারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)।

    সংগঠনের আহ্বায়ক মাশুক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু হেনা আজিজ।

    বক্তব্যে তিনি বলেন, ‘আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আজীবন জাতীয়তাবাদী শক্তির পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। ষড়যন্ত্রকারীরাই ফ্যাসিবাদের দোসর—এদের মানুষ চিনে।’

    তিনি আরও বলেন, ‘এখন সময় ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার। বিভাজন ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।’

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মজিবুর রহমান, গৌছ আলী, আবদুল আলীম প্রমুখ।

    বক্তারা বলেন, ‘দলের দুর্দিনে আবু হেনা আজিজ যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন, তা অনস্বীকার্য। তিনি নানাভাবে নির্যাতনের শিকার হয়েও নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং দলের আদর্শে অবিচল থেকেছেন।’

    সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • তা-বেদারি নয় ত্যা-গের রাজনীতি চাই: চরমোনাই পীর সাহেব

    তা-বেদারি নয় ত্যা-গের রাজনীতি চাই: চরমোনাই পীর সাহেব

    এস.এম. সাইফুল ইসলাম কবির :প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার এবং সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালুর দাবি জানিয়ে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

    বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৫টায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাপুড়িয়া পট্টিতে আয়োজিত এক বিশাল গণসমাবেশে তিনি বলেন, ‘বিদেশী প্রেসক্রিপশন বাস্তবায়নকারী তাবেদার ও চাঁদাবাজ দখলদারদের এদেশের মাটিতে কোনো ঠাঁই নেই। আমরা ফ্যাসিস্টদের তাড়িয়েছি, আর তাদের ফিরে আসার পথ রুদ্ধ করবো।’

    গণসমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা এইচএম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মাওলানা আব্দুল মজিদ এবং জামায়াতে ইসলামীর বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।

    এছাড়া বক্তব্য রাখেন বাগেরহাট জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা ইউসুফ ইকবাল, মনোনীত প্রার্থী মাওলানা ওমর ফারুক বিন নূরী, শিক্ষক রুহুল আমীন সরদার, উপজেলা সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহসহ আরও অনেকে।

    সমাবেশ শুরুর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হলে কাপুড়িয়া পট্টি জনসমুদ্রে রূপ নেয়। প্রবল বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা সমাবেশস্থলে দীর্ঘক্ষণ অবস্থান করেন এবং চরমোনাই পীর সাহেবের বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবণ করেন। পীর সাহেব চরমোনাই আরও বলেন, “ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমেই দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে।”

    গণসমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও এর প্রভাব এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। স্থানীয়ভাবে এ সমাবেশকে ইসলামী আন্দোলনের সাংগঠনিক শক্তির বড় বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

  • গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মি-থ্যা মা-মলা প্র-ত্যাহারের দাবিতে বিক্ষো-ভ

    গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মি-থ্যা মা-মলা প্র-ত্যাহারের দাবিতে বিক্ষো-ভ

    রাসেল শেখ,
    গাজীপুর প্রতিনিধিঃ
    গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং যুগ্ন আহবায়কসহ সকল নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল। এসময় তারা ভূমিদস্যু, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ইসলাম উদ্দিন গংয়ের শাস্তি এবং তাদেরকে দল থেকে বহিষ্কারের দাবী করেন।

    বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা বিক্ষোভ মিছিল করেন।

    গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া এবং যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন জসিম তাজ। তাদের দাবী গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন গং এক নারীকে দিয়ে তাদের কেসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করে।

    মিছিল শেষ সমাবেশে তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া এবং যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন জসিম তাজসহ দলের কোনো নেতাকর্মী কখনোই কোনো ধরনের চাঁদাবাজির সাথে জড়িত ছিল না। একটি সাজানো চাঁদাবাজি মামলা দিয়ে তাদেরকে আসামী করা হয়েছে। রাজনৈতিকভাবে দলীয় নেতাকর্মীদের কাছে স্বেচ্ছাসেবক দলের সুনাম নষ্ট করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ তদন্ত করে চাঁদাবাজির সাথে জড়িত ব্যাক্তিদেরকে আইনের আওতায় নিয়ে বিচারের দাবী করছি।

    প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সম্পাদক ফখরুল ইসলাম সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, শাকিল আহমেদ, সাবেক জাসাস নেতা জসীম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান, মনোয়ার হোসেন, ছাত্রদলের তানভীর ইসলামসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। প্রতিবাদ সভা শেষে তারা মহাসড়কের পাশে ইসলাম উদ্দিনের কুশপুত্তলিকায় আগুণ দিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানান।

  • কুমিল্লায় দঃজেলা বিএনপির উদ্যাগে গন মিছিল ও বিক্ষো-ভ সমাবেশ

    কুমিল্লায় দঃজেলা বিএনপির উদ্যাগে গন মিছিল ও বিক্ষো-ভ সমাবেশ

    তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের গুরুত্বপূর্ণ শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ মিথ্যাচার এবং সকল ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সমাবেশের পূর্বে শহরের প্রধান প্রধান সড়কে গন মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলে বিএনপির উচ্চ পর্যায় নেতাদের বিরুদ্ধে ভিন্ন মতাদর্শের বক্তব্যের প্রতিবাদে স্লোগান দেওয়া হয়েছে।
    সমাবেশ বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সাংসদ জননেতা মনিরুল হক চৌধুরী,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান ওয়াসিমসহ অন্যান্য নেতৃবিন্দ।

  • প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈ-ষম্যের প্র-তিবাদে তারাগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষকদের মা-নববন্ধন 

    প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈ-ষম্যের প্র-তিবাদে তারাগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষকদের মা-নববন্ধন 

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি :

    প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখায় তীব্র প্রতিবাদ জানিয়ে রংপুরের তারাগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষকেরা। ‘জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’—এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর।

     এ সময় বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি—সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সমান শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত না হলে এই আন্দোলন আরও ছড়িয়ে পড়বে।

    গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির তারাগঞ্জ উপজেলা শাখা। এতে স্থানীয় প্রায় ২৫টি কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা চালু থাকলেও, সমানভাবে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের সেই সুযোগ না দেওয়া এক চরম বৈষম্য। এটি শুধু সংবিধানের শিক্ষা-সমতার নীতির পরিপন্থী নয়, বরং শিশুদের অধিকার হরণ করার শামিল।”

    বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাদেকুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা সভাপতি বকুল ইসলাম, সদস্য কাজী সমাছুল হুদা। এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা বক্তব্য রাখেন।  তারা অবিলম্বে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানান। 

    বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাদেকুল ইসলাম বলেন, একই পাঠ্যক্রমে পড়ালেখা করেও শুধু প্রতিষ্ঠানগত পার্থক্যের কারণে একজন শিশুকে তার মেধা যাচাইয়ের সুযোগ থেকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।কিন্ডারগার্ডেন ও বেসরকারি প্রতিষ্ঠানের বাচ্চাদেরও বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। তা না হলে আমরা এই বৈষম্যের বিরুদ্ধে  জোরদার আন্দোলন গড়ে তুলব।

    তারাগঞ্জের এমএইচ আইডিয়াল স্কুলের নির্বাহী পরিচালক মো. মোতালেব হোসেন বলেন,
    “আমাদের শিক্ষার্থীরা বছরের পর বছর ধরে মেধার পরিচয় দিয়ে এসেছে। অথচ এবার হঠাৎ করে তাদের বঞ্চিত করা হলো কোনো কারণ ছাড়া। এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।”

    ইকরচালী শিশু একাডেমির সহকারী শিক্ষক মাহাবুল ইসলাম বলেন,
    “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারকে সহায়তা করছে শিক্ষার আলো ছড়িয়ে দিতে। অথচ আমরা আজ বঞ্চনার শিকার। আমাদের শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতেই আজকের এই প্রতিবাদ।”

    ইয়ার্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষক জরিবুল ইসলাম বলেন, “একটি শিশুর মেধা যাচাইয়ের ক্ষেত্রে তার স্কুল সরকারি না বেসরকারি—এটা কোনো মানদণ্ড হতে পারে না। আমরা চাই সবাই সমান সুযোগ পাক।”

    মানববন্ধন শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর জন্য প্রস্তুত নেওয়া হয় ।

  • মি-থ্যা অভি-যোগে থানায়  মা-মলা দেয়ার পা-য়তারা প্র-তিবাদে বিএনপির একাংশ

    মি-থ্যা অভি-যোগে থানায় মা-মলা দেয়ার পা-য়তারা প্র-তিবাদে বিএনপির একাংশ

    আনোয়ার হোসেন,
    নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।

    নেছারাবাদের সমুদয়কাঠি ইউনিয়নে একের পর এক মিথ্যে চাঁদাবাজির অভিযোগ দিয়ে চাঁদা দাবি করে আসছে বিএনপির পরিচয় দেয়া একটি গ্রুপ।

    বিএনপির সদস্য না এমন লোকদিয়ে প্রথমে থানায় অভিযোগ করান পরে শুরু হয় মামলা নেয়ার জন্য চলে তদবির বানিজ্য। ঐ মামলায় আসামি করা হয়েছে নিরীহ মানুষকে। বিএনপির আর একাংশ ঐ মিথ্যে মামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন।তাদের দাবি শুধু মাত্র ব্যাক্তিগত আক্রোশ মেটাতে ,জমিজমা নিয়ে বিরোধ ছিলো এমন লোকদের নামে মামলা দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে মামলা থেকে নাম বাদ দেয়ার কথা বলে।

    সম্প্রতি সেহাংগল গ্রামে ফয়সাল নামে এক মাদকাসক্তকে দিয়ে করানো হয়েছে মিথ্যে অভিযোগ। এলাকাবাসীর দেয়া তথ্যে মতে যার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

    এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে এবং নিরপরাধ ব্যবসায়ীদেরকে মিথ্যা মামলা ও চাঁদাবাজির কবল থেকে রক্ষার জন্য সেহাংগল বিক্ষোভ করে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একাংশের নেতৃবৃন্দ।

    মঙ্গলবার (২২ জুলাই) বিএনপির একাংশের নেতৃবৃন্দ ঐ বিক্ষোভ করে।এ সময় তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সর্বস্তরের ব্যবসায়ী মহল ও জনগণকে এ বিষয়ে একসাথে দুষ্কৃতকারীদের প্রতিহত করার আহ্বান জানায়। সেহাংগল গ্রামে চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে নাজেহাল পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করছে এবং এই সমস্ত অনাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানাচ্ছে। এ সময় বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দলের ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক লিটন, যুবদলের সদস্য আব্দুল কাইউম, পলাশ দাস, ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ জাকির হোসেন, শাকিল আহমেদ থানা ছাত্রদলের সাবেক সদস্য।

    অভিযোগের বিষয় ফয়সাল এর মা বলেন, ফয়সাল তো পুলিশ দেখলেই পালিয়ে পেড়ায় ওর নামে থানায় মাদক মামলা ছিলো। হয়তো টাকার লোভ দেখিয়ে তাকে দিয়ে থানায় মামলা করিয়েছে কেউ।

    ফয়সালের খালা লায়লা বলেন, আমি তাকে জিগ্যেস করেছিলাম তুমি কেন মামলা দিয়েছো নিরীহ মানুষের নামে। ও আমাকে জানিয়েছে তাকে একটা মটরসাইকেল কিনে দিলে মামলা তুলে নিবো।

    এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমিন জানান,আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করতেছি। আমরাও চাইনা কোন নিরীহ মানুষ মামলার শিকার হোক।এটা আমাদের এসপি সাহেবের নির্দেশ।

  • রংপুর ও নীলফামারী আদালতে ২টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মাম-লা দা-য়ের

    রংপুর ও নীলফামারী আদালতে ২টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মাম-লা দা-য়ের

    প্রেস বিজ্ঞপ্তি।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে অনুযায়ী ২৪ জুলাই ২০২৫ খ্রি: তারিখে নিম্ন বর্ণিত ০২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, রংপুর এবং বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, নীলফামারী বরাবর মামলা দায়ের করা হয়।

    মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচ্ছে:
    ০১। মোঃ শফিউল ইসলাম সোহেল (৪০), মেসার্স স্বাদ আইক্রিম ফ্যাক্টরি, শাহবাজ (কাউনিয়া থানার বিপরীতে), কাউনিয়া, রংপুর; পণ্য- আইসক্রিম
    ০২। মোছাঃ মনিরা সুলতানা (২৭), মেসার্স রিয়াদ পিভিসি পাইপ, নতুন পুলিশ লাইনের সামনে, সদর, নীলফামারী; পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিবিসি-ইউ, ইউজড ফর পর্টেবল ওয়াটার সাপ্লাই

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।