এম এ আলিম রিপন,সুজানগরঃ সুজানগর পৌর শহরের হোটেল ও দোকান-পাটের সকল ময়লা আবর্জনা ফেলানো হয় সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সামনে। ফেলানো নোংরা ময়লা আবর্জনার দুর্গন্ধে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীসহ শিক্ষক- শিক্ষার্থীদের। শুধু ময়লা আবর্জনার দুর্গন্ধই নয়, ফঁাকা জায়গা হওয়ায় কলেজের সামনের সড়কের ব্রীজের উপর বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করার পাশাপাশি দিনে-রাতে প্রায় সবসময় আড্ডা চলে মাদকসেবী ও উচ্ছৃঙ্খল বখাটেদের। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা।
কলেজের শিক্ষার্থীরা জানান , কলেজ গেটের সামনে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের রাস্তাটা ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে চলাচলের সময় দুর্গন্ধে দমবন্ধ হয়ে বমি আসে। নাক চেপে ধরে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। প্রচণ্ড দুর্গন্ধে অতিষ্ঠ আমরা। এতে সাধারণ শিক্ষার্থী ও হাজারো পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টিসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ময়লার দুর্গন্ধে নাপ চেপে রাস্তা পারাপার করতে হচ্ছে আমাদের। তা ছাড়া কলেজের সামনে এ ময়লার স্তূপ হওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ।
সুজানগর মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী দারিন ফারহা প্রিয়ন্তী বলেন, ময়লা আবর্জনার দুর্গন্ধ সহ্য করে নাকে কাপড় দিয়ে প্রতিদিন এ পথ দিয়ে কলেজে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি ময়লা ফেলানোয় কলেজের সামনে বেড়েছে কুকুরের উপদ্রব। ফলে আমাদের কুকুরের কামড়ের ভয় নিয়েই কলেজে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়রা জানান, শুধু হোটেল ব্যবসায়ীই নয়, বাজারের অনেক ব্যবসায়ীই তাদের প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা কলেজের সামনে এনে প্রতিনিয়ত ফেলে যায়। কোনো ধরনের নিয়ম-নীতিই মানছে না তারা । শুধু ময়লা আবর্জনার দুর্গন্ধই নয়, ফঁাকা জায়গায় হওয়ায় মহিলা কলেজের সামনের এ সড়কে বসে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করার পাশাপাশি দিনে-রাতে প্রায় সবসময় আড্ডা চলে মাদকসেবী বখাটেদের আর এগুলো বন্ধের দাবি জানিয়েছে শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী।
পৌরসভার কঞ্জারভেন্সি ইন্সপেক্টর হাসান উদ্দিন জানান, পৌরসভার পরিছন্নতাকর্মীরা পৌর বাজারে নিয়মিত ময়লা পরিষ্কার করে থাকে এবং গাড়ি গিয়ে রাস্তার সব স্থান থেকে প্রতিদিন ময়লা আর্বজনা নিয়ে আসে। কিন্তু হোটেল ব্যবসায়ীদের প্রতিদিন নির্দিষ্ট স্থানে ময়লা আর্বজনা জমা রাখতে বলা হলেও তারা তা মানছে না।
সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী বলেন, কলেজের ৬ শতাধিক শিক্ষার্থীসহ আমাদের শিক্ষকদের সার্বক্ষণিক এ ভাগাড়ের আর্বজনার দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে।
সুজানগর থানার ওসি মজিবর রহমান জানান, মাদকের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
সুজানগর মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি কে,এম হেসাব উদ্দিন জানান , কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাসহ পথচারীরা দুর্গন্ধ সহ্য করে এ পথ দিয়ে চলাচল করে থাকে। তাই সবার অসুবিধার কথা চিন্তা করে অতিদ্রুতই এ স্থানটিতে ময়লা আবর্জনা ফেলা বন্ধে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।
উপজেলা নির্বাহী অফিসার ও সুজানগর পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ সোমবার জানান, হোটেল মালিকসহ অন্যান্য ব্যবসায়ীদের কলেজের সামনে ময়লা আবর্জনা না ফেলানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত স্থানে ময়লা আবর্জনা না ফেলানোর নির্দেশনা কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।









