Blog

  • বাবুগঞ্জে প্র-তিবন্ধী শিউলীকে তালিকাভুক্তের নি-র্দেশ দিলেন ইউএনও ফারুক আহমেদ

    বাবুগঞ্জে প্র-তিবন্ধী শিউলীকে তালিকাভুক্তের নি-র্দেশ দিলেন ইউএনও ফারুক আহমেদ

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বাসিন্দা শিউলী আক্তারের নাম দীর্ঘদিন ধরে প্রতিবন্ধীর তালিকায় না থাকায় মানবিক উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারুক আহমেদ।

    তিনি সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা দেন যাতে শিউলীকে দ্রুত সরকারি প্রতিবন্ধী তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং প্রযোজ্য সুবিধাগুলো প্রদান করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান এবং উপজেলা পরিষদের (সিএ) শাহরিয়ার বাবু।

    স্থানীয়রা ইউএনওর এই মানবিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

  • জামাগলঞ্জে কয়েকজন পুলিশ উপর হ-য়রানির অ-ভিযোগে  এনে মানববন্ধন ও বিক্ষোভ

    জামাগলঞ্জে কয়েকজন পুলিশ উপর হ-য়রানির অ-ভিযোগে এনে মানববন্ধন ও বিক্ষোভ

    কে এম শহিদুল্লাহ,
    সুনামগঞ্জপ্রতিনিধি:
    সুনামগঞ্জের জামালগঞ্জ থানার পুলিশ কর্তৃক নিরীহ ব্যাক্তিদের গ্রেফতার ও হয়রানিসহ নারীদের সাথে অশালীন আচরণের প্রতিবাদে এবং পুলিশের উদ্যেশ্য মুলক হয়রানি থেকে মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার দুপুর ২ঘটিকায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামবাসীর আয়োজনে স্থানীয় হাজারি মার্কেট পয়েন্টে শতাধীক ভূক্তভোগী নারী পুরুষের উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    মানব বন্ধনে বক্তব্য রাখেন
    জামালগঞ্জ থানাধীন ভাটি লালপুর গ্রামের বাসিন্দা ভূক্তভোগী মোঃ আব্বাস আলী, মোঃ ফরিদ আলী, মুর্শেদ আলম, সুলতান মিয়া, আব্দুর রহমান,সিদ্দিকুর রহমান, রেখা বেগম,নাসিমা বেগম,জোৎস্না বেগম,লায়লি আক্তার,জালেহা বেগম, সুফলা বেগমসহ আরোও অনেকে ।
    মানব বন্ধনে ভূকভোগী উপস্থিত নারীরা জানান গভীর রাতে জামালগঞ্জ থানার কয়েকজন পুলিশ হঠাৎ করে ঘরে ঘরে ডুকে ঘুমন্ত অবস্থায় নারীদেরকে টেনে হেঁচড়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন এবং বিছানার কেতা বালিশ ছুঁড়ে ফেলে দেন। একজন আসামিকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে সারা গ্রামবাসীকে উদ্দেশ্য মুলক ভাবে হয়রানিসহ নিরিহ ৩ জনকে মামলা ছাড়াই ধরে নিয়ে যান পুলিশ। কান্না জড়িত কন্ঠে কয়েকজন নারী বলেন আমরা কিছুই জানিনা, অকারনেই আমাদের উপর কোন মামলা মোকদ্দমা ছাড়াই জামালগঞ্জ থানার পুলিশের এসআই টিংকু তার সাথে আরও ৫/৬ জন পুলিশ আমাদের ঘরে উদ্দেশ্য মুলক ভাবে ডুকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন? শুধু তাই নয় ঘরে থাকা স্কুল পড়ুয়া মেয়েদের সামনে পুলিশের ঘরে ডুকে তল্লাশি চালিয়ে এমন আচরণ সারা গ্রাম বাসির মনে আতঙ্ক সৃষ্টি করেছে? উপজেলার ভাটি লালপুর গ্রামে শতশত নারী পুরুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানিসহ গ্রামের মহিলাদের ঘরে ঘরে ডুকে অশালীন ভাষায় গালিগালাজ তাদের সাথে অসাধারণের প্রতিবাদে এবং নিরীহ গ্রামবাসীর মুক্তির দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। পুলিশের এমন অসাধাচারণের বিচারের দাবি জানিয়ে এবং পুলিশের হয়রানি থেকে মুক্তির দাবী জানান ভূক্তভোগী গ্রামবাসী। উর্ধ্বতন কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা তাদের।##

  • ‎পাবনায় প্রবীণ অধ্যাপককে কু-পিয়ে আহ-তকারী সন্ত্রা-সীদের দ্রুত গ্রে-প্তার দাবিতে মানববন্ধন

    ‎পাবনায় প্রবীণ অধ্যাপককে কু-পিয়ে আহ-তকারী সন্ত্রা-সীদের দ্রুত গ্রে-প্তার দাবিতে মানববন্ধন

    ‎পাবনা প্রতিনিধিঃ

    ‎পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক জওহরলাল বসাক তুলশীর উপর হামলা এবং তাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পাবনার বিভিন্ন সংগঠন।

    ‎সোমবার (২৮ জুলাই) দুপুরে সরকারী এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদ ও ছাত্র শিবির এডওয়ার্ড কলেজ শাখা পৃথকভাবে মানববন্ধন কর্মসূচী পালন করে। এছাড়াও সকাল ১১ টার দিকে শহরেরর জয় কালি বাড়ি মন্দির এলাকায় জেলা সনাতনী হিন্দু সম্প্রদায়ের ব্যানারে মানববন্ধন করা হয়।

    ‎মানববন্ধনে বক্তারা বলেন, বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি পাবনার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। হাজার হাজার শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক তিনি। তার উপর সন্ত্রাসী হামলা কোনভাবেই মেনে নেওয়া যাবে না। ২৪ ঘন্টা পার হলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। যা দুঃখজনক। পুলিশ চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন বক্তারা। 

    ‎বক্তারা বলেন, একটি শ্রেণীর লোকজন তার থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ের চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু আল্লাহ তাকে হায়াত রেখেছেন বিধায় এখনো বেঁচে আছেন। চাঁদাবাজরা সব খানেই বেপরোয়াভাবে উঠেপড়ে লেগেছে। এদের লাগাম প্রশাসন ধরতে পারছে না। প্রশাসন থানায় বসে বসে কি করে যে একজন শিক্ষককে কুপিয়ে আহত কারীদের গ্রেফতার করতে পারছে না। অথচ সিসি ফুটেজ দিয়ে শনাক্ত করা সহজ। শনাক্ত না করে প্রশাসন শিক্ষক সমাজ ও ছাত্র সমাজের সঙ্গে মশকরা করছেন। 

    ‎মানববন্ধনে উপস্থিত ছিলেন, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি- আরিফ হাসান, সেক্রেটারি মামুন আল হাসান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, শামসুজ্জোহা মুসলিম হল সভাপতি মেহেদী হাসান।

    ‎গত রোববার (২৭ জুলাই) দুপুরে পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকায় নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭) কে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। আহত জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তবে কী কারণে তার ওপর হামলা ও তার বাড়িতে তছনছ করা হয়েছে, তা জানা যায়নি। তার উপর হামলার ঘটনায় পাবনার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।

    তোফাজ্জল হোসেন বাবু, পাবনা।।

  • জামালগঞ্জে শা-লিসি ব্যাক্তির উপর  মি-থ্যা মাম-লা দায়েরের প্র-তিবাদে বিক্ষো-ভ মি-ছিল

    জামালগঞ্জে শা-লিসি ব্যাক্তির উপর মি-থ্যা মাম-লা দায়েরের প্র-তিবাদে বিক্ষো-ভ মি-ছিল

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    সুনামগঞ্জের জামালগঞ্জের সেলিমগঞ্জ-শরীফপুর গ্রামে শালিসি ব্যাক্তির উপর, চাঁদা দাবির মিথ্যা অভিযোগ এনে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার বেলা ৩টায় জামাল গঞ্জ থানাধীন সেলিমগঞ্জ-শরীফপুর এলাকাবাসীর উদ্যোগে সেলিমগঞ্জ বাজার পয়েন্টে এই মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন শালিস ব্যক্তিত্ব মোঃ সামছুল হক, শরীরপুর জামে মসজিদের ইমাম মাওলানা বিলাল আহমদ,মোঃ নুরুল ইসলাম, আলাউদ্দিন,ফিরোজ মিয়া,আফাজ উদ্দিন,আমির হোসেন,রফিক মিয়া,স্বপ্ন মিয়া,নাজির হোসেন, জসিম উদ্দিন,আনিস মিয়া, হাবিব মিয়া, সাবেক ফেনারবাক ইউনিয়নের ৪নং ওয়ার্ডেরয় সাবেক কাউন্সিলর মোঃ ফজলুল মিয়া প্রমুখ। এছাড়াও আরও বক্তব্য রাখেন মোদাব্বির হোসাইন, আব্দুল আওয়াল,জিন্নাত আলী, মোঃ হাবিবুর রহমান, সালাউদ্দিন, ইকবাল হোসেন প্রমুখ।
    মানব বন্ধনে বক্তারা বলেন মিথ্যা মামলা দায়েরকারী শরীরপুর গ্রামের বাসিন্দা মৃত রুহুল আমিননের পুত্র টগবাজ দিলোয়ার হোসেন( মরি)’র দায়ের করা মিথ্যা মামলার ও হয়রানির প্রতিবাদে এবং নিরীহ ব্যাক্তিদের মিথ্যা মামলা থেকে মুক্তিসহ দাবি জানান মানববন্ধনে বক্তারা। এছাড়াও মানববন্ধনে এলাকাবাসী প্রায় কয়েকশত মানুষ অংশ গ্রহণ করেন।###

  • মোস্তফা আলমের আজ প্রথম মৃ-ত্যুবার্ষিকী

    মোস্তফা আলমের আজ প্রথম মৃ-ত্যুবার্ষিকী

    পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের পিতা পীরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সামাজিক ব্যক্তিত্ব মোস্তফা আলমের আজ (২৮ জুলাই) প্রথম মৃত্য বার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া খায়েরের আয়োজন করা হয়েছে।

  • মেধাবী ও অ-সচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিলো গোবিপ্রবি প্রশাসন

    মেধাবী ও অ-সচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিলো গোবিপ্রবি প্রশাসন

    কে এম সাইফুর রহমান, 
    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ১০৯১ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বৃহৎ পরিসরে এমন উদ্যোগ নিলো প্রশাসন।

    আজ সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় একাডেমিক ভবনের মুক্তমঞ্চে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে প্রত্যেক সেমিস্টারের প্রথম থেকে পঞ্চম মেধাক্রমের ৮০০ জন মেধাবী শিক্ষার্থী ও ২৯১ জন অস্বচ্ছল শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ প্রদান করা হয়।

    উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দীন খান বলেন, মেধার স্বীকৃতির নজির স্থাপন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ। আসলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে যেমন বৈশিষ্ট্য হওয়া উচিত, এখানে তার সম্পূর্ণ বিপরীত অবস্থা। বিগত সময়ে প্রতিষ্ঠানের কথা না ভেবে ব্যক্তিস্বার্থ হাসিল করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইউজিসি সেই চেষ্টা করছে, যাতে বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে। যাতে প্রকৃত মেধাবীরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীরা হিসেবে নিয়োগ পায়। তিনি আরো বলেন, আমি প্রত্যাশা করছি, বর্তমান প্রশাসন এই বিশ্ববিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমাদের ভুলে গেলে চলবে না, ব্যক্তিগত এজেন্ডা সবসময় ক্ষতিকর। পূর্বে সকলে মিলে লেজুরবৃত্তিক চর্চা করায় বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের চর্চা হয়নি। নতুন জ্ঞান উৎপাদন হয়নি। বিশ্ববিদ্যালয়ের বর্তমান দায়িত্বশীলরা সেদিকে মনোযোগী হবেন। কেননা আমরা হাজারো লাশের বোঝা বহন করে চলছি।

    অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই আমরা পাহাড়সম সমস্যা থেকে বেরোনোর প্রয়াস চালাচ্ছি। শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্যমী করে তুলতে আজকে ২১ লাখ টাকার বেশি ব্যয় করে মেধাবৃত্তি দেয়া হলো। এর আগে আমরা ১০ লাখ টাকা ব্যয় করে ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড দিয়েছি। এছাড়াও স্বনির্ভর কর্মসূচিতে ১০০ শিক্ষার্থী নিয়োজিত রয়েছে। এই কর্মসূচি বাঁচিয়ে রাখতে প্রতিমাসে দুই লাখ টাকা ব্যয় করতে হবে। আমরা এতোসব করছি, কারণ আমরা চাই এই বিশ্ববিদ্যালয়টি বি গ্রেড থেকে এ গ্রেডভুক্ত বিশ্ববিদ্যালয়ে উন্নীত হোক। আমরা ইউজিসির সম্মানিত সদস্য ড. তানজিমউদ্দীন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি,  সম্প্রতি আমাদের দুটি বিভাগ হিট প্রজেক্ট প্রাপ্ত হয়েছে। আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা এবং অডিটোরিয়াম, রাস্তাঘাট তথা অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করবেন। যাতে করে শিক্ষার্থীরা বি গ্রেড থেকে এ গ্রেডের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিজেদের পরিচয় দিতে পারে।   

    বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, মেধার পরিচয় দিয়ে যে শিক্ষার্থীরা আজকে বৃত্তি গ্রহণ করছে, তাদের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। তারা যেনো শত প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা করছি। শিক্ষার্থীদের মাথায় রাখতে হবে, আজ থেকে তাদের সফলতার শুরু; তাই থেমে গেলে চলবে না।

    বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, মেধাবী শিক্ষার্থীদের আজকের এই স্বীকৃতি ছোটো হলেও এর ভারত্ব অনেক বেশি। কারণ এটি মনে প্রাণে ধারণ না করলে সামনে এগোনো সম্ভব নয়।

    গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। শিক্ষার্থীরা যাতে আরো বেশি গবেষণামুখী হয়ে ওঠে, তাদের গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশ পায়; একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চলমান প্রজেক্টগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয়, সেজন্য ইউজিসি ও সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

    এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মেধাবৃত্তির স্বীকৃতি শিক্ষার্থীদের সুস্থ প্রতিযোগিতার পথে অনুপ্রেরণা সৃষ্টি করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে ক্যারিয়ার গড়তেও সাহায্য করবে।

    এর আগে অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। গত রবিবার রাতে প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীন সাংবাদিক মেহের এলাহীর সভাপতিত্বে এবং সহ সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের পৃষ্ঠপোষক রকিবুল হাসান, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি ফজলুল কবীর, সাবেক সহ সভাপতি মামুনুর রশিদ, দপ্তর ও সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন প্রমূখ। শেষে দোয়া পরিচালনা করেন পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম।

  • চাটমোহরে কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি তুহিনের গণসংযোগ

    চাটমোহরে কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি তুহিনের গণসংযোগ

    পাবনা প্রতিনিধিঃ

    পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। তিনি একাধিক পথসভায় বক্তব্য দেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

    রবিবার (২৭ জুলাই) হাসান জাফির তুহিন চাটমোহর উপজেলার রেলবাজার এলাকার সাপ্তহের বড় হাট অমৃতকুন্ডা সহ পৌর সদরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এরআগে গত শুক্রবার ও শনিবার তিনি ফৈলজানা, পার্শ্বডাঙ্গা ইউনিয়নসহ ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলায় গণসংযোগ করেন। এসময় ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আরিফা সুলতানা রুমা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, বিএনপি নেতা ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ মাহমুদুল আলম, জাহাঙ্গীর আলম, লিখন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ হোসেন শামীম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আহমেদ, উপজেলা কৃষকদলের আহবায়ক লিটন বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

    তোফাজ্জল হোসেন বাবু, পাবনা।।

  • ময়মনসিংহ সদরে জুলাই পু-নর্জাগরণ‌ উপলক্ষ্যে আয়োজিত বইমেলার সমাপনী অনুষ্ঠিত

    ময়মনসিংহ সদরে জুলাই পু-নর্জাগরণ‌ উপলক্ষ্যে আয়োজিত বইমেলার সমাপনী অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণ‌ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষ্যে সদর উপজেলা প্রশাসন আয়োজিত ০৩ দিনব্যাপী বইমেলার সমাপ্ত হয়েছে।

    সোমবার (২৮ জুলাই) ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ০৩ দিনব্যাপী এই বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

    প্রধান অতিথি বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান বলেন, নিজেকে মানুষ রুপে প্রকাশ করার অন্যতম মাধ্যম হচ্ছে বই পড়া। বই হতে পারে আমাদের সব থেকে বড় সঙ্গী। যার মাধ্যমে আমাদের সর্বোচ্চ মেধা বিকাশ ঘটে থাকে।

    তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য আরো বলেন, বই পড়ার মাধ্যমে আমরা ন্যায় ও অন্যায়ের মধ্যে প্রভেদ করতে পারি। তাই আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি সমসাময়িক গল্পের বই পড়তে হবে, যা আমাদের সঠিক মানুষ হওয়ার পথ-প্রদর্শক হতে পারে।

    সমাপনী বক্তব্য ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স বলেন, বই আমাদের পরম বন্ধু। তাই আমাদের সকলকে বই পড়ার প্রতি আগ্রহী হতে হবে। তাহলেই আমরা নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।

    এছাড়া ও সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।
    অনুষ্ঠানের শেষ পর্বে বইমেলায় অংশগ্রহণকারী ১৭ টি স্টলের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়।

    এর আগে জুলাই মাসের গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য বহন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে গত ২৬শে জুলাই শনিবার দুপুরে এই বই মেলার উদ্বোধন করা হয়।

  • ব্রাহ্মণপাড়া উপজেলা আইন শৃ-ঙ্খলা উন্নতির লক্ষে মাসিক সভা

    ব্রাহ্মণপাড়া উপজেলা আইন শৃ-ঙ্খলা উন্নতির লক্ষে মাসিক সভা

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিমাসের ন্যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার দুপুরে ব্রাহ্মনপাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস মাহমুদা জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা তদন্ত অফিসার ট্রমার্স বড়ুয়া,সাংবাদিকদের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহম্মেদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল নয়ন,সাংবাদিক আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস মিয়া,দুলালপুর ইউপি চেয়ারম্যান মোঃ রিপন, ছাত্রপ্রতিনিধি মোঃমাসুদ আলম,মোঃ ইথার,জামাতের আমীর মোঃ রেজাউল করিম, এছাড়া বিজিবির প্রতিনিধি,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রমূখ।সভাপতির বক্তব্য বলেন ময়লা অপসারণের কমিটি গঠন করা হয়েছে, জায়গা নির্ধারনের কাজ চলমান, সিএনজি ভাড়া বৃদ্ধি নিয়ে অভিযান অব্যাহত আছে, লাইসেন্স বিহীন যানবাহনের বিরুদ্ধে এবং ভাড়া বৃদ্ধির বিষয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যাবস্থা নেওয়া হবে।