Blog

  • জুলাই বি-প্লবের প্রেরণায় উজ্জীবিত হয়ে শিক্ষা,স্বাস্থ্য সহ দেশকে এগিয়ে নিতে হবে- ডিসি মুফিদুল আলম

    জুলাই বি-প্লবের প্রেরণায় উজ্জীবিত হয়ে শিক্ষা,স্বাস্থ্য সহ দেশকে এগিয়ে নিতে হবে- ডিসি মুফিদুল আলম

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ‘জুলাই বিপ্লব বৈষম্যহীন ন্যায়ভিত্তিক অধিকারপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় চিরকাল অনুপ্রেরণা যোগাবে। জুলাই বিপ্লবের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ দেশকে সামনে দিকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে।’

    সোমবার (২৮ জুলাই ২০২৫) সকালে ময়মনসিংহ সিভিল সার্ভিস অফিস হল রুমে সিভিল সার্জন অফিসের আয়োজিত জুলাই পুনর্গঠন অনুষ্ঠান -২০২৫ উদযাপন উপলক্ষে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পেট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    এসময় তিনি বলেন-‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত এই প্রদর্শনীকে মনের চোখ দিয়ে দেখতে হবে। চিন্তা চেতনায় জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হবে। প্রত্যাহিক কর্মে এর প্রতিফলন থাকতে হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দেশ ও জাতি পুনর্গঠনে কাজ করতে হবে।

    সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, এর আন্তরিক সহযোগিতায় এই অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা,
    স্বাস্থ্য অধিদপ্তরের( মহাখালীর) উপ-পরিচালক ডাক্তার এস এম শাহরিয়ার, জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম,স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (ইপিআই), ময়মনসিংহের ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ, সিভিল সার্জনের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সৈয়দ জাবেদ হোসেন,
    জুনিয়র কনসালটেন্ট (সিডিসি),মেডিকেল অফিসারবৃন্দ,সিনিয়র ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সহ অন্যান্য সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, আজ আমরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচি পালন করছি। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করি এবং তাঁর আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। এসময় তিনি বলেন, শহীদ সাগরের স্মৃতিকে সম্মান জানাতেই এই আয়োজন। গত জুলাইয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের সবার প্রতি আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। তাঁদের সাহস ও নিঃস্বার্থতার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব।

  • লালমনিরহাটে ট্রেনের মু-খোমুখি সং-ঘর্ষের ঘটনা ঘটেছে

    লালমনিরহাটে ট্রেনের মু-খোমুখি সং-ঘর্ষের ঘটনা ঘটেছে

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।। 

    লালমনিরহাট শহরের বিডিআর গেট এলাকায় মুখোমুখি দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

    (২৮ জুলাই)২০২৫ইং সোমবার দুপুর ২টার দিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা ৬৬ নম্বর কমিউটার ট্রেনটি লালমনিরহাটে প্রবেশের সময় বিডিআর গেট এলাকায় রাজধানী ঢাকা থেকে আসা ৩০১১ সিরিজের লালমনি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

    স্থানীয় সূত্র ও রেলওয়ে বিভাগ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রী নামিয়ে দেয়। পরে আন্তঃনগর ট্রেনটি সালটিংয়ের উদ্দেশ্যে মোগলহাট রেললাইনের দিকে যাচ্ছিল। এ সময় একই লাইনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬৬ নম্বর কমিউটার ট্রেনটি ঢোকার সময় বিডিআর গেট এলাকায় এই সংঘর্ষ ঘটে।

    দুর্ঘটনার পর থেকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে পার্বতীপুরগামী কমিউটার ট্রেনটি ঘটনাস্থলে আটকে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ লাইন মেরামত ও রেক উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

    ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের নিরাপত্তা বিভাগের লালমনিরহাট অঞ্চলের কর্মকর্তা বেনজির আহমেদ জানান, “দুর্ভাগ্যবশত কোনো যাত্রী হতাহত হননি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে নিরাপত্তা বাহিনী। উদ্ধারকাজও শুরু হয়েছে।”

    লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, “ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তদন্তে প্রকৃত কারণ জানা যাবে।”

    হাসমত উল্লাহ ।।

  • পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণে কর্মশালা

    পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণে কর্মশালা

    এম এ আলিম রিপন সুজানগর : গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক উপ- প্রকল্পের প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন( পিকেএসএফ) এর সহযোগিতায় ও প্রতিশ্রুতি আয়োজনে সুজানগর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হাসান। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আলমগীর হোসেন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম, মিজানুর রহমান, সঁাথিয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ফারহাদ হোসেন ও আকাশ মাহমুদ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের গুরুত্ব ও করণীয় এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের চ্যালেঞ্জ ও সমাধান সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় পাবনার সদর, সঁাথিয়া, বেড়া ও সুজানগর উপজেলার কৃষকসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।।

  • বিএডিসির খাল এখন কৃষকের গলা-র কাঁ-টা খনন না করায় ঝিনাইদহে ত্রিশ গ্রামের দশ হাজার হেক্টর জমির ফসল ত-লিয়ে গেছে

    বিএডিসির খাল এখন কৃষকের গলা-র কাঁ-টা খনন না করায় ঝিনাইদহে ত্রিশ গ্রামের দশ হাজার হেক্টর জমির ফসল ত-লিয়ে গেছে

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    প্রথম দেখলে মনে হবে এ এক মহাসমুদ্র। চারিদিকে পানি থৈ থৈ করছে। মাঠের পর মাঠ কৃষকের ফসলী জমি ডুবে আছে। কৃষকের রোপনকৃত হাজার হাজার হেক্টর জমির ধান ক্ষেত পানির নিচে। এ অবস্থায় কৃষকের আহাজারী দিনকে দিন বাড়লেও পানি নিষ্কাশনের কোন উপায় নেই।

    সরজমিন দেখা গেছে, ঝিনাইদহের সদর উপজেলার সাধুহাটী ও মধুহাটী ইউনিয়নে বিএডসির খননকৃত খালগুলো ভরাট হওয়ায় তা এখন কৃষকের গলার কাঁটা হিসেবে দেখা দিয়েছে। পানি প্রবাহ না থাকায় মাঠের পর মাঠ ডুুবে আছে। এতে ওই এলাকার ত্রিশ গ্রামের কৃষক পড়েছে বিপাকে।
    তথ্য নিয়ে জানা গেছে, সাধুহাটি ইউনিয়নের বংকিরা, নাথকুন্ডু, ডহরপুকুর, বেজিমারা, ছাইভাঙ্গা, পোড়াহাটি, শরৎগঞ্জ, আসাননগর, ভুলটিয়া, দশমাইল, জীবনে, ওয়ারিয়া, শ্যামনগর, ছয়ঘরিয়া, মামুনশিয়া, চোরকোল, শ্রীপুর, পয়াদপুর, রাঙ্গিয়ারপোতা, ডাকবাংলা, বেড়াশূলা, বাথপুকুর, মাটিকুমরা, নবিননগর, গোবিন্দপুর, যাদবপুর, গোপালপুর, দোবিলা গ্রামের মাঠ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
    এলাকার কৃষকদের ভাষ্য বংকিরা গ্রামের কাজলের খাল, পয়াদপুর খাল এবং মামুনশিয়া খাল দীর্ঘদিন খনন না করায় পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে গত ৪/৫ বছর ধরে কৃষকরা সঠিকভাবে ফসল ফলাতে পারছে না। এ বছর টানা বৃষ্টিতে মাঠের পানি গ্রামের দিকে ধাবিত হচ্ছে।
    বংকিরা গ্রামের কৃষক শরিফুল ইসলাম জানান, এ বিষয়ে তারা বিএডিসি ঝিনাইদহ দপ্তরে যোগাযোগ করলে কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেন এবং ভরাট হওয়া খাল খনন করা হবে বলে জানান। কিন্তু তারা আশার বানী শোনালেও কোন কাজ হয়নি। কৃষকের জীবন মান উন্নয়নের জন্য বংকিরা গ্রামের কাজলের খাল, মামুনশিয়া খাল এবং পয়াদপুর খাল খননের ব্যবস্থা গ্রহণ করা জরুরী বলেও ওই কৃষক জানান।
    রাঙ্গিয়ারপোতা গ্রামের কৃষক আব্দুল হাকিম জানান, ১০ গ্রামের পানি কাজল খাল দিয়ে প্রবাহিত হয়। এই পানি ভেদড়ির বিল হয়ে মামুনশিয়া খাল দিয়ে পয়াদপুর খালের মাধ্যমে চিত্রা নদীতে পড়ে। কিন্তু উৎস্যমুখ কাজলের খাল ভরাট হয়ে কচুরিপনায় ছেয়ে গেছে। ফলে পানি বের হতে পারছে না। এতে বংকিরা, গোবিন্দপুর, মোহাম্মদপুর, আসাননগর, মামুনশিয়া ও চুয়াডাঙ্গার জীবনা গ্রামের পানি জমে জলাবদ্ধতার সৃৃষ্টি হচ্ছে।
    স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম মনসাদ জানান, জলাবদ্ধতার বিষয়টি তুলে ধরে তারা এলাকার খালগুলো খননের জন্য বিএডিসির ক্ষুদ্রসেচ বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে লিখিতভাবে আবেদন করেছেন। কিন্তু এখনো তিনি দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহন করেননি। এলাকাবাসি দ্রুত খালগুলো সংস্কার করে কৃষকদের জনদুর্ভোগের হাত থেকে রক্ষার দাবী জানান।
    এ বিষয়ে ঝিনাইদহ বিএডিসির (সেচ) সহকারী প্রকৌশলী সৌরভ কুমার বিশ্বাস জানান, কৃষকদের কাছ থেকে খবর পেয়ে তিনি সরজমিন পরিদর্শন করেন। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে মাঠের পর মাঠ পানিতে ডুবে আছে। পানি বের হতে পারছে না। তিনি এ বিষয়ে নির্বাহী প্রকৌশলীর দপ্তরে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন। আশা করা যায় দ্রুত বিষয়টি সমাধান করতে পারবো।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • দোয়ারাবাজারে নিরীহ পরিবারকে ইউপি সদস্যের হুম-কি” জীবনের নি-রাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

    দোয়ারাবাজারে নিরীহ পরিবারকে ইউপি সদস্যের হুম-কি” জীবনের নি-রাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

    হারুন অর রশিদ।।
    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জামিল খাঁন কর্তৃক হত্যার হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ওয়াহাব আলীর পরিবার।

    সোমবার (২৮ জুলাই) দুপুর ১ টায় দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বোগলাবাজার ইউনিয়নের নোয়াডর গ্রামের ওয়াহাব আলী’র স্ত্রী ও পুত্র সন্তানেরা। এর আগে ঘটনার দিন শনিবার দুপুরে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওয়াহাব আলী’র পুত্র সজিব মিয়া

    লিখিত সংবাদ পাঠে সজিব মিয়া বলেন,
    শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টার দিকে একই গ্রামের বর্তমান ইউপি সদস্য জামিল খাঁন’র গরু ওয়াহাব আলী’র পুত্র সজিব খাঁন’র ফসলি জমিতে রোপন করা ধানের চারা খেয়ে ফেলে। এতে সজিব মিয়া গরুটির মালিকের পরিচয় জানতে চাইলে জামিল খাঁনের ছোট ভাই আল-আমিন খাঁন গরুটি তাদের নয় বলে অস্বীকার করেন। পরে সজিব মিয়া একটি পাইপ দিয়ে গরুর শরীরে আঘাত করলে গরুটি জামিল খাঁনের বাড়িতে চলে যায়। পরবর্তীতে সজিব মিয়া বাড়িতে চলে গেলে কিছুক্ষণ পর আল আমিন খাঁন উল্টো গিয়ে জিজ্ঞেস করে যে গরুর শরীরে আঘাত করলে কেনো! এবং আল-আমিন খাঁন অকাট্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় সজিব মিয়া গালিগালাজ করতে বারন করলে আল-আমিন খাঁন হুমকি দিয়ে চলে যায়। হুমকি দিয়ে বলে এর পরিনাম বুঝতে পারবি। এর কিছুক্ষণ পর ইউপি সদস্য জামিল খাঁন এবং আল -আমিন খাঁনের নেতৃত্বে তার ভাই লিটন খাঁন ও জামিল খাঁনের পুত্র রনি খাঁনসহ বাড়ির লোকজন দেশীয় অস্ত্র, দা,ছুরি ও লাঠিসোঁটা দিয়ে সজিব মিয়া’র বাড়িতে হামলা ও ভাংচুর করে নগদ ৫ লাখ টাকা, স্বর্নালংষ্কার ও বসত ঘরে আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। অভিযোগ করে বলেন, এবিষয়ে শনিবার বিকালে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও থানা পুলিশের কোন তৎপরতা পায়নি ভুক্তভোগী পরিবার।

    সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, জামিল খাঁনের একটি সিন্ডিকেট বাহিনী আছে। তাদের দিয়ে সীমান্ত চোরাচালান ব্যবসা নিয়ন্ত্রণ করে। নিরীহ মানুষের জমিজমা দখল করে। দল ক্ষমতায় না থাকলেও জামিল খাঁনের ভয়ে এলাকায় কেউ তাদের বিরোধিতা করতে সাহস পায়না।
    এঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় জামিল খাঁন তার ছেলে এবং পুত্ররা ভুক্তভোগী পরিবারকে হুমকি প্রদান করে, যদি থানায় দায়ের করা অভিযোগ তুলে না নেওয়া হয়। তাহলে তাদেরকে এর খেসারত দিতে হবে। তাদেরকে প্রানে বাঁচতে দিবেনা। জামিল খাঁন কর্তৃক এমন হুমকির অভিযোগে নিরাপত্তা হীনতায় ভুগছে নিরীহ এই পরিবার। নিজেদের নিরাপত্তা পেতে প্রশাসনের সঠিক ভূমিকা ও হস্তক্ষেপ চেয়ে এই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী আব্দুল ওয়াহাব মিয়া’র পুত্র মামলার বাদী সজিব খাঁন,শরিফ খাঁন, আব্দুল ওয়াহাব মিয়া’র স্ত্রী জমিলা খাতুন।
    এসময় নোয়াডর গ্রামের নুরান খানের পুত্র এমেল খাঁন,মোজাম্মেল খাঁন এর স্ত্রী বিলকিস আক্তার, মোশাররফ খাঁন এর স্ত্রী সগিতা আক্তার ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    থানায় দায়ের করা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে, মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই আশরাফ উদ্দিন বলেন,রবিবার ঘটনাস্থলে গেলে বাদী সজিব মিয়াকে বাড়িতে না পাওয়ায় তদন্ত করা হয়নি। আজ আবারও যাবো।

  • বগুড়ায় মা-দকদ্রব্য নি-য়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের টিএমএসএস মা-দকাসক্তি নি-রাময় কেন্দ্র পরিদর্শন

    বগুড়ায় মা-দকদ্রব্য নি-য়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের টিএমএসএস মা-দকাসক্তি নি-রাময় কেন্দ্র পরিদর্শন

    জিএম রাঙ্গা।।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ হাসান মারুফ রবিবার বগুড়ায় অবস্থিত স্বনামধন্য আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস পরিচালিত মানসিক রোগ, মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের মাধ্যমে মাদকাসক্তি প্রতিরোধ, নিরাময়ে সরকারি ও বে-সরকারি সংস্থার মধ্যে সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত টিএমএসএসের এই শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের সংস্থাটি পরিচালিত, নিরাময় কেন্দ্রটি পরিদর্শনের পর মহাপরিচালক কেন্দ্রের কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নেয়। আলোচনা সভায় টিএমএসএস-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক এবং বর্তমান তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজ সেবক বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি এম আলী হায়দার মাদকের ভয়াবহতা ও কুফলতা সম্পর্কে নানা পরামর্শ মূলক দিক নির্দেশনা দেন। তিনি বলেন “টিএমএসএস দীর্ঘদিন ধরে মাদকাসক্তদের চিকিৎসা সেবা ও পুনর্বাসনে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।” তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের এই পরিদর্শনকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে বলেন “এটি আমাদের কাজের প্রতি অনুপ্রেরণা যোগাবে।” মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফ টিএমএসএসের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি মাদকাসক্তি প্রতিরোধ ও নিরাময়ে বে-সরকারি সংস্থার ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, “মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি এবং এর বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সভায় অন্যদের মধ্যে টিএমএসএস হেলথ গ্র্যান্ড সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান ও টিএমএসএস মেডিকেল কলেজের পরিচালক অবঃ ব্রিঃ জেঃ ডাঃ মোঃ জামিলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে টিএমএসএস’র উপদেষ্টা, পর্ষদ পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা এবং মিডিয়া কর্মীসহ বহুসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এই পরিদর্শনের মধ্য দিয়ে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কার্যক্রমে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে বিদ্যমান সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে এবং সমাজের এই মারাত্মক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা নতুন গতি পাবে বলে সংশ্লিষ্ট সকলে আশাবাদ ব্যক্ত করেছেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ হাসান মারুফ বগুড়ার টিএমএসএস পরিচালিত মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রটি পরিদর্শন করায় টিএমএসএস পরিবারের পক্ষ থেকে সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও বিসিএল গ্রুপের এমডি টি এম আলী হায়দার তাঁর প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। মহাপরিচালককে টিএমএসএসের পক্ষ থেকে অভিনন্দিত করায় তিনিও সকলের প্রতি ধন্যবাদ জানান।

  • বাবুগঞ্জে বাস-মোটরসাইকেল সং-ঘর্ষে প্রা-ণ গে-লো এক যুবকের

    বাবুগঞ্জে বাস-মোটরসাইকেল সং-ঘর্ষে প্রা-ণ গে-লো এক যুবকের

    বাবুগঞ্জ প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

    আজ সোমবার (২৮ জুলাই ২০২৫) ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের কামিনী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আনুমানিক সকাল ১১টার দিকে বৃষ্টির মধ্যে কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
    স্থানীয়রা জানায়, দুর্ঘটনার শব্দ শুনে তারা ছুটে আসেন, কিন্তু ততক্ষণে মোটরসাইকেল আরোহী আর বেঁচে ছিলেন না, তবে নিহত নাম ঠিকানা এখনো শনাক্ত করা যায়নি।
    এই দুর্ঘটনা আবারও প্রমাণ করে, ঢাকা-বরিশাল হাইওয়ে এখন এক মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে।
    নিত্যদিনের এই প্রাণহানির ঘটনা মানুষ আর মেনে নিতে পারছে না। জনসাধারণ দ্রুত ছয় লেনের মহাসড়ক বাস্তবায়নের দাবি জানাচ্ছে।
    জীবন এতটাই অনিশ্চিত হয়ে গেছে, সকালে বাসা থেকে বের হলে কেউ নিশ্চিত না সন্ধ্যায় ফেরার সুযোগ মিলবে কি না!

  • বাবুগঞ্জে প্র-তিবন্ধী শিউলীকে তালিকাভুক্তের নি-র্দেশ দিলেন ইউএনও ফারুক আহমেদ

    বাবুগঞ্জে প্র-তিবন্ধী শিউলীকে তালিকাভুক্তের নি-র্দেশ দিলেন ইউএনও ফারুক আহমেদ

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বাসিন্দা শিউলী আক্তারের নাম দীর্ঘদিন ধরে প্রতিবন্ধীর তালিকায় না থাকায় মানবিক উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারুক আহমেদ।

    তিনি সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা দেন যাতে শিউলীকে দ্রুত সরকারি প্রতিবন্ধী তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং প্রযোজ্য সুবিধাগুলো প্রদান করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান এবং উপজেলা পরিষদের (সিএ) শাহরিয়ার বাবু।

    স্থানীয়রা ইউএনওর এই মানবিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

  • জামাগলঞ্জে কয়েকজন পুলিশ উপর হ-য়রানির অ-ভিযোগে  এনে মানববন্ধন ও বিক্ষোভ

    জামাগলঞ্জে কয়েকজন পুলিশ উপর হ-য়রানির অ-ভিযোগে এনে মানববন্ধন ও বিক্ষোভ

    কে এম শহিদুল্লাহ,
    সুনামগঞ্জপ্রতিনিধি:
    সুনামগঞ্জের জামালগঞ্জ থানার পুলিশ কর্তৃক নিরীহ ব্যাক্তিদের গ্রেফতার ও হয়রানিসহ নারীদের সাথে অশালীন আচরণের প্রতিবাদে এবং পুলিশের উদ্যেশ্য মুলক হয়রানি থেকে মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার দুপুর ২ঘটিকায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামবাসীর আয়োজনে স্থানীয় হাজারি মার্কেট পয়েন্টে শতাধীক ভূক্তভোগী নারী পুরুষের উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    মানব বন্ধনে বক্তব্য রাখেন
    জামালগঞ্জ থানাধীন ভাটি লালপুর গ্রামের বাসিন্দা ভূক্তভোগী মোঃ আব্বাস আলী, মোঃ ফরিদ আলী, মুর্শেদ আলম, সুলতান মিয়া, আব্দুর রহমান,সিদ্দিকুর রহমান, রেখা বেগম,নাসিমা বেগম,জোৎস্না বেগম,লায়লি আক্তার,জালেহা বেগম, সুফলা বেগমসহ আরোও অনেকে ।
    মানব বন্ধনে ভূকভোগী উপস্থিত নারীরা জানান গভীর রাতে জামালগঞ্জ থানার কয়েকজন পুলিশ হঠাৎ করে ঘরে ঘরে ডুকে ঘুমন্ত অবস্থায় নারীদেরকে টেনে হেঁচড়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন এবং বিছানার কেতা বালিশ ছুঁড়ে ফেলে দেন। একজন আসামিকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে সারা গ্রামবাসীকে উদ্দেশ্য মুলক ভাবে হয়রানিসহ নিরিহ ৩ জনকে মামলা ছাড়াই ধরে নিয়ে যান পুলিশ। কান্না জড়িত কন্ঠে কয়েকজন নারী বলেন আমরা কিছুই জানিনা, অকারনেই আমাদের উপর কোন মামলা মোকদ্দমা ছাড়াই জামালগঞ্জ থানার পুলিশের এসআই টিংকু তার সাথে আরও ৫/৬ জন পুলিশ আমাদের ঘরে উদ্দেশ্য মুলক ভাবে ডুকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন? শুধু তাই নয় ঘরে থাকা স্কুল পড়ুয়া মেয়েদের সামনে পুলিশের ঘরে ডুকে তল্লাশি চালিয়ে এমন আচরণ সারা গ্রাম বাসির মনে আতঙ্ক সৃষ্টি করেছে? উপজেলার ভাটি লালপুর গ্রামে শতশত নারী পুরুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানিসহ গ্রামের মহিলাদের ঘরে ঘরে ডুকে অশালীন ভাষায় গালিগালাজ তাদের সাথে অসাধারণের প্রতিবাদে এবং নিরীহ গ্রামবাসীর মুক্তির দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। পুলিশের এমন অসাধাচারণের বিচারের দাবি জানিয়ে এবং পুলিশের হয়রানি থেকে মুক্তির দাবী জানান ভূক্তভোগী গ্রামবাসী। উর্ধ্বতন কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা তাদের।##

  • ‎পাবনায় প্রবীণ অধ্যাপককে কু-পিয়ে আহ-তকারী সন্ত্রা-সীদের দ্রুত গ্রে-প্তার দাবিতে মানববন্ধন

    ‎পাবনায় প্রবীণ অধ্যাপককে কু-পিয়ে আহ-তকারী সন্ত্রা-সীদের দ্রুত গ্রে-প্তার দাবিতে মানববন্ধন

    ‎পাবনা প্রতিনিধিঃ

    ‎পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক জওহরলাল বসাক তুলশীর উপর হামলা এবং তাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পাবনার বিভিন্ন সংগঠন।

    ‎সোমবার (২৮ জুলাই) দুপুরে সরকারী এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদ ও ছাত্র শিবির এডওয়ার্ড কলেজ শাখা পৃথকভাবে মানববন্ধন কর্মসূচী পালন করে। এছাড়াও সকাল ১১ টার দিকে শহরেরর জয় কালি বাড়ি মন্দির এলাকায় জেলা সনাতনী হিন্দু সম্প্রদায়ের ব্যানারে মানববন্ধন করা হয়।

    ‎মানববন্ধনে বক্তারা বলেন, বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি পাবনার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। হাজার হাজার শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক তিনি। তার উপর সন্ত্রাসী হামলা কোনভাবেই মেনে নেওয়া যাবে না। ২৪ ঘন্টা পার হলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। যা দুঃখজনক। পুলিশ চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন বক্তারা। 

    ‎বক্তারা বলেন, একটি শ্রেণীর লোকজন তার থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ের চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু আল্লাহ তাকে হায়াত রেখেছেন বিধায় এখনো বেঁচে আছেন। চাঁদাবাজরা সব খানেই বেপরোয়াভাবে উঠেপড়ে লেগেছে। এদের লাগাম প্রশাসন ধরতে পারছে না। প্রশাসন থানায় বসে বসে কি করে যে একজন শিক্ষককে কুপিয়ে আহত কারীদের গ্রেফতার করতে পারছে না। অথচ সিসি ফুটেজ দিয়ে শনাক্ত করা সহজ। শনাক্ত না করে প্রশাসন শিক্ষক সমাজ ও ছাত্র সমাজের সঙ্গে মশকরা করছেন। 

    ‎মানববন্ধনে উপস্থিত ছিলেন, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি- আরিফ হাসান, সেক্রেটারি মামুন আল হাসান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, শামসুজ্জোহা মুসলিম হল সভাপতি মেহেদী হাসান।

    ‎গত রোববার (২৭ জুলাই) দুপুরে পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকায় নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭) কে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। আহত জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তবে কী কারণে তার ওপর হামলা ও তার বাড়িতে তছনছ করা হয়েছে, তা জানা যায়নি। তার উপর হামলার ঘটনায় পাবনার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।

    তোফাজ্জল হোসেন বাবু, পাবনা।।