Blog

  • পটুয়াখালীতে ছাত্র-জনতা বিরো-ধী কর্মকর্তার আয়োজনে ‘জুলাই যো-দ্ধাদের’ অংশগ্রহন নিয়ে বিত-র্ক

    পটুয়াখালীতে ছাত্র-জনতা বিরো-ধী কর্মকর্তার আয়োজনে ‘জুলাই যো-দ্ধাদের’ অংশগ্রহন নিয়ে বিত-র্ক

    আল আমিন মোল্লা,
    পটুয়াখালী প্রতিনিধি।

    গত বছর ৩ আগস্ট ছাত্র-জনতার বিপক্ষে সরাসরি মিছিলে অংশ নেওয়া ও ভাইরাল স্লোগানদাতা হিসেবে পরিচিত বিতর্কিত সরকারি কর্মকর্তা ডা. খালেদুর রহমান মিয়ার আয়োজনে অংশ নিয়েছেন পটুয়াখালীর জুলাই যোদ্ধারা। ফলে পটুয়াখালীর রাজনৈতিক ও সচেতন মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও প্রতিক্রিয়া।

    ২৮ জুলাই (সোমবার) সকাল ১০টা ৩০ মিনিটে পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয় “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ ও আলোচনা সভা”। আয়োজক ছিলেন জেলা সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া। কিন্তু এই আয়োজনের পেছনের ইতিহাসই এখন প্রশ্নবিদ্ধ।

    গত বছরের ৩ আগস্ট ঢাকার রাজপথে ছাত্র-জনতা বিরোধী মিছিলে অংশ নিয়ে “এক দফা কবর দে” স্লোগান দেন ডা. খালেদুর রহমান মিয়া। এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিনি বুকে কালো ব্যাজ ধারণ করে মিছিল করছেন। এই ভিডিও প্রকাশের পর দেশের বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে ছাত্র-জনতা এবং নাগরিক সমাজ ক্ষোভ প্রকাশ করে। ফ্যাসিবাদী সরকার পতনের পর তিনি পটুয়াখালীতে সিভিল সার্জন হিসেবে যোগদান করেন, যা নিয়েও তীব্র বিতর্ক হয়। তার ছাত্র-জনতা বিরোধী সক্রিয় অংশগ্রহণ ও সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কিত একটি নিউজ ২৬ জুলাই জাতীয়, আঞ্চলিক, স্থানীয় ও বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়। এরপর থেকে স্থানীয়ভাবে তার বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতার মধ্যে ব্যাপক সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।

    চলতি সময়ে বিতর্কিত ওই কর্মকর্তা নিজেকে ‘সততার প্রতীক’ ও ‘জুলাই আন্দোলনের সহযোদ্ধা’ হিসেবে প্রচার করছেন, তার আয়োজনে জুলাই আন্দোলনের অগ্রসৈনিকদের অংশগ্রহণ অনেকের কাছে অপ্রত্যাশিত লেগেছে। আন্দোলনের নৈতিকতা ও স্মৃতি রক্ষার প্রশ্নে এ অংশগ্রহণকে “আদর্শচ্যুতি” হিসেবেও ব্যাখ্যা করছেন অনেকে।

    জুলাই যোদ্ধা তোফাজ্জেল বলেন, সিভিল সার্জন এর অফিসে নাকি কয়টা নিয়োগ এজন্য নাকি তার বিরুদ্ধে লাগা হইছে। সে যেদিন সে প্রথম জয়েন করছে তারপরই এই ভিডিওটা আমি দেখছি। এটা তো শুধু আমার কাছে না এটা পটুয়াখালীর ম্যাক্সিমাম সাংবাদিক বা কম বেশি যারা আছে সবাই দেখছে। এখন নিয়োগের সময়ে এই বিষয়টা সামনে আসছে। এ বিষয়ে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সিভিল সার্জনকে খালি খালি ধরে লাভ নাই। উনি তো শুধু মিছিলে নামছে এর চেয়ে বড় অপরাধীও প্রকাশ্যে ঘুরে বেড়ায়।তাকে নিয়ে আমাদের কোন প্রতিক্রিয়া নাই।

    আরেক জুলাই যোদ্ধা সালমান বলেন, আসলে এ ব্যপারে আমি শুনেছি। কি করা যায় সবার সাথে আলাপ করে বিষয়টি দেখতেছি। তাছাড়া এ ব্যপারে ডিসি স্যরকে অবগত করেছি।

    সাধারণ নাগরিক, শিক্ষক ও সংস্কৃতিকর্মীদের একটি অংশ বলছেন, “যে কর্মকর্তা ছাত্রদের কবর দিতে চেয়েছেন, তার সেমিনারে ছাত্রদের শহীদের নাম জপা একটা পরিহাস। এটা নীরব আপসের নমুনা।”

  • নতুন বাজার পত্রিকার বার্তা সম্পাদক এস মিজানের মৃ-ত্যুতে নতুন বাজার পরিবারে শো-ক

    নতুন বাজার পত্রিকার বার্তা সম্পাদক এস মিজানের মৃ-ত্যুতে নতুন বাজার পরিবারে শো-ক

    নতুন বাজার পত্রিকার বার্তা সম্পাদক এস মিজানুল ইসলাম (৬০) মৃত্যুবরন করেছেন। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সোমবার (২৮ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে স্ট্রোকজনিত কারনে তিনি ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। নতুন বাজার পত্রিকার বার্তা সম্পাদক এস মিজানুল ইসলাম দৈনিক ইত্তেফাক ও ডেইলী বাংলাদেশ টুডে,দৈনিক ইনকিলাব,দৈনিক যুগান্তর,আজকের কাগজ,নিউ নেশন সহ বহু মিডিয়ায় তিনি কাজ করেছেন।

    এছাড়াও তিনি প্রগতি লেখক সংঘ ও খেলাঘর আসরসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃত্বের সম্মুখভাগে ছিলেন। কবি, লেখক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম সন্ত্রাস, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখতে গিয়ে বহুবার হামলা মামলার শিকার হয়েছেন।

    আজ (সোমবার) বাদ জোহর তার নিজ গ্রাম বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে প্রথম ও বাদ আসর উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের ওলিয়ার বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

    নতুন বাজার পত্রিকার বার্তা সম্পাদক এস মিজানুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নতুন বাজার পরিবারের সকল সদস্যবৃন্দ ও প্রতিনিধিগন।

  • গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট ও সনদ প্রদান অনুষ্ঠান

    গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট ও সনদ প্রদান অনুষ্ঠান

    কে এম সোয়েব জুয়েল।।
    ‎‎গৌরনদী প্রতিনিধি।
    পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)–র আওতায় গৌরনদী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বরিশালের গৌরনদীতে ২০২২-২০২৩র এসএসসি ও এইচএসসি পাশ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেষ্ট ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    ‎অনুষ্ঠানে করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির সভাপতিত্বে ‎প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি কলেজ শাখার উপ-পরিচালক মো. নুরুল হক সিকদার। ‎বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত বরিশাল জেলা শিক্ষা অফিসার মো. হারুনুর রশিদ, গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সরকারি গৌরনদী কলেজের সহকারী অধ্যাপক মো. ইউনুস মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন। ‎বক্তব্য রাখেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক শিল্পি রানী মন্ডল,মাহিলাড়া কলেজের সাবেক শিক্ষার্থী আসাদুল মৃধা। ‎অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের কার্যক্রমে গুণগত পরিবর্তন আনতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতার পরিবেশ তৈরি হচ্ছে, যা সামগ্রিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে সহায়ক হবে। ‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহিলাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জিনাত জাহান খান।

  • এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভো-গান্তি কমাতে কুমিল্লায় ইসলামি ছাত্র আন্দোলনের উদ্যাগে হেল্প ডেস্ক

    এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভো-গান্তি কমাতে কুমিল্লায় ইসলামি ছাত্র আন্দোলনের উদ্যাগে হেল্প ডেস্ক

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
    এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তি কমাতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ইসলামি ছাত্র আন্দোলন কুমিল্লা সরকারি কলেজ শাখা। প্রতিটি পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি কলেজের সামনে স্থাপন করা হচ্ছে একটি হেল্প ডেস্ক, যা পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

    সোমবার (২৮ জুলাই) সকালে প্রতিদিনের মতো কলেজের মূল ফটকের সামনে হেল্প ডেস্ক স্থাপন করে সংগঠনটি। হেল্প ডেস্ক থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম, স্কেল, খাবার পানি ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়া অভিভাবকদের জন্য প্যান্ডেলের নিচে বসার জন্য চেয়ার, খাবার পানি এবং স্যালাইন সরবরাহের ব্যবস্থা রাখা হয়।

    হেল্প ডেস্কের এই কার্যক্রমকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এই সহায়তামূলক কার্যক্রম নিয়মিত চালু রাখার আহ্বান জানান।

    একজন অভিভাবক খাদিজা আক্তার বলেন, “আমার মেয়ে যখন এসএসসি পরীক্ষা দেয়, তখন সেন্টারের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। কিন্তু এবার এখানে এসে এমনভাবে বসতে পারব, তা কল্পনাও করিনি। যারা এই আয়োজন করেছে, তাদের ধন্যবাদ জানাই। আশা করি প্রতিটি পরীক্ষায় এবং শহরের অন্যান্য কেন্দ্রেও তারা এমন উদ্যোগ অব্যাহত রাখবে।”

    ইসলামি ছাত্র আন্দোলন কুমিল্লা সরকারি কলেজ শাখার সভাপতি কাইফ বিন হাবিব ভূঁঞা বলেন, “পরীক্ষার্থীদের সঠিক কেন্দ্র খুঁজে পেতে সহায়তা, নিরাপদ স্থানে ব্যাগ ও মোবাইল রাখা, পানি সরবরাহ, প্রয়োজনীয় কলম-পেন্সিল বিতরণ এবং তথ্য সহায়তা প্রদানের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকরা যেন কোনো বিড়ম্বনার শিকার না হন, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

    এই উদ্যোগ কুমিল্লা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সচেতন অভিভাবক ও শিক্ষার্থীরা।

  • জুলাই গ-ণঅভ্যুত্থানে সকল শ-হীদদের স্মরণে মোংলায় ছাত্রদলের শো-ক র‍্যালী ও স্ম-রণ সভা

    জুলাই গ-ণঅভ্যুত্থানে সকল শ-হীদদের স্মরণে মোংলায় ছাত্রদলের শো-ক র‍্যালী ও স্ম-রণ সভা

    বায়জিদ হোসেন,

    মোংলা প্রতিনিধিঃ

    জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে মোংলায় ছাত্রদলের শোক র‍্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর ও উপজেলা ছাত্রদলের আয়োজনে সোমবার দুপুর ১২টার দিকে পৌর মার্কেট চত্বর থেকে বের হওয়া শোক র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, জুলাই-আগস্টের অর্জনকে আমাদের ধরে রাখতে হবে। সবার অবস্থান থেকে সতর্ক থাকতে হবে, কোনভাবে কেউ যেন এ অর্জনকে ছিনিয়ে নিতে না পারে। এখন বিভিন্ন ধরণের লোক ষড়যন্ত্র করছে। বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যোগ দিয়েছিলো পরবর্তীতে তাদের কার্যকলাপ আমাদের মর্মাহত ও ব্যথিত করেছে। এর সাথে আবার সবাই জড়িত নয়। একটা গোষ্ঠী চেষ্টা করছে এই বিপ্লবকে তাদের মত ব্যবহার করতে। তারা তাদের মত ধান্দাবাজী করতে চাচ্ছে। কিছু চাঁদাবাজ তৈরি হয়েছে যারা সর্বত্র চাঁদাবাজী করছে। এর সাথে জুলাই বিপ্লবের কোন সম্পর্ক নেই। জুলাই আন্দোলন হয়েছিলো সমতার জন্য, ন্যায্যতার জন্য। আমরা বিএনপি সমমনা দল নিয়ে ১৭ বছর আন্দোলন করেছি। কিন্তু যখন সকলে একসাথে রাস্তায় নেমে আসি তখন ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এখান থেকেও আমাদের শিক্ষা নিতে হবে। আগামীতে যেন এমন ফ্যাসিস্ট বাংলাদেশে আর না হয়।  

    এ শোক র‍্যালী ও স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর যুবদলের সদস্য সচিব এম, এ কাশেম, উপজেলা যুবদলের সদস্য সচিব শফরুল হায়দার সুজন, সাবেক ছাত্র নেতা খালেদ মাহমুদ সোহাগ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাসির মুসাল্লী, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর সাগর, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, মোংলা সরকারি কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান শাওন ও সাগর নিলয়।

  • মোংলায় মেধাবী শিক্ষার্থীদের সং-বর্ধনায় বক্তারা

    মোংলায় মেধাবী শিক্ষার্থীদের সং-বর্ধনায় বক্তারা

    বায়জিদ হোসেন, মোংলাঃ

    শিক্ষার উদ্দেশ্য হলো নৈতিক ও মানবিক গুনাবলীসম্পন্ন মানুষ হওয়া। আলোকিত ও আনন্দিত মানুষ হতে হবে। শ্রেণীকক্ষ নির্ভর বা পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞান আনন্দের হয় না। শিক্ষার আসল উদ্দেশ্য কখনোই চাকরি বা বাণিজ্য নয়। এর উদ্দেশ্য হলো মনুষ্যত্ব, নৈতিকতা, মানবিকতা নিয়ে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে তৈরি করা।  ২৮ জুলাই সোমবার সকালে চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল ক্যাম্পাসে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

    সোমবার সকাল ১০টায় সংবর্ধনা অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথির বক্তৃতা করেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সমাজসেবক আবু হোসাইন পনি, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রশিদুজ্জামান শিশির, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শেখ রুস্তুম আলী, প্রাক্তন ছাত্র শেখ শাকির হোসেন, এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী হাওলাদার ইমপিয়াস হোসাইন, স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান কার্নিজ প্রমূখ।  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পড়াশোনায় মনোযোগী হতে হবে। আধুনিক জ্ঞান বিজ্ঞান আয়ত্ত করতে হবে। পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য ও দেশপ্রমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।  সততা, নৈতিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের প্রয়োজনে নিবেদিত হতে হবে।  সভাপতির বক্তব্যে মোঃ নূর আলম শেখ বলেন স্বপ্ন লালন ও কঠোর পরিশ্রম করতে হবে। কখনো হতাশ হওয়া যাবেনা। টাকার পেছনে না ছুটে যা ভালো লাগে তাই করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই মেধাবী শিক্ষার্থীদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয়া হয় এবং তাদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

  • প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলামের দা-ফন সম্পন্ন – বিভিন্ন মহলের শো-ক

    প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলামের দা-ফন সম্পন্ন – বিভিন্ন মহলের শো-ক

    মোঘল সুমন শাফকাত, বরিশাল প্রতিনিধি।।

    বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কমিশন ও এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলাম (৬০)  মৃত্যুবরন করেছেন। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সোমবার (২৮ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে স্ট্রোকজনিত কারনে  তিনি ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক এস মিজানুল ইসলাম দৈনিক ইত্তেফাক ও ডেইলী বাংলাদেশ টুডের বানারীপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি বানারীপাড়ার নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, প্রগতি লেখক সংঘ ও খেলাঘর আসরসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃত্বের সম্মুখভাগে ছিলেন। কবি, লেখক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম সন্ত্রাস, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখতে গিয়ে বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন। মরহুম সাংবাদিক এস মিজানুল ইসলাম দৈনিক খবরের কাগজের বরিশাল ব্যুরো প্রধান এসএম মঈনুল ইসলাম সবুজের বড় ভাই ও বরিশাল জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সারের সম্মন্ধি (স্ত্রীর বড় ভাই)।আজ (সোমবার) বাদ জোহর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে প্রথম ও বাদ আসর উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের ওলিয়ার বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। সাংবাদিক এস মিজানুল ইসলামের মৃত্যুতে প্রেসক্লাব সভাপতি ইলিয়াস শেখ, সাধারন সম্পাদক মোঘল সুমন শাফকাত, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুরুজ্জামান পলাশ সহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মা-নববন্ধন

    প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মা-নববন্ধন

    নাজিম উদ্দিন রানা::
    প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের সুযোগ প্রদান ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে।

    সোমবার (২৮ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

    এসময় লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি রেজাউল করিম সুমন, সদর উপজেলা সভাপতি মোহাম্মদ হানিফ, সেক্রেটারি রিয়াজুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা সভাপতি মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারি মিজানুর রহমান, রামগঞ্জ উপজেলা সভাপতি এমরান হোসেন, রায়পুর উপজেলা সেক্রেটারি খালেদ মাহমুদ, কেয়ার এডুকেশন এর প্রধান শিক্ষক আসাদুজ্জামান।

    মানববন্ধনে বক্তারা বলেন, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। অথচ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে তাদের বঞ্চিত করা হচ্ছে, যা চরম বৈষম্য ও বৈধ অধিকার হরণ।”

    তারা আরও বলেন, “সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি শিক্ষার্থীরাও মেধার বিচারে সমান। তাই সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
    পরে একটি স্বারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরণ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ে।

  • বাংলাদেশের  স্বাধীনতা এনে দিয়েছিল এই তরুণরা – নাহিদ ইসলাম

    বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল এই তরুণরা – নাহিদ ইসলাম

    মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ একটি পরিবর্তনের সন্ধিক্ষণে আছে। জাতীয় নাগরিক পার্টী একটি নতুন রাজনৈতিক দল। তারুণ্যের শক্তি নির্ভর রাজনৈতিক দল। নতুন দিনের বার্তা নিয়ে সারাদেশে সকল মানুষের জন্য কাজ করতে চায়।
    আমরা গত ৫০ বছরের বাংলাদেশের রাজনীতি দেখেছি, গণঅভ্যুথানের মাধ্যমে একটি শক্তির উত্থান ঘটেছে। আপনারা জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন কারণ এই তরুণরা আপনাদের কথা বলতে চায় এবং সাথে থাকতে চায় ইনশাআল্লাহ হতাশ হবেন না। জুলাই গণঅভ্যুত্থানে আপনাদেরকে হতাশ করেনি। একটি ফ্যাস্টিট স্বৈরাচার সরকারের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল এই তরুণরা। সেই তরুণদের নেতৃত্ব দিতে চাই, ক্ষমতা দিতে চাই। একটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের জন্য কাজ করতে চাই, ইনকিলাব-ইনকিলাব।
    দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসাবে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরের চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপি’র কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম এ সব কথা বলেন। এ সময় এনসিপি’র যুগ্ম আহবায়ক জাবেদ রাসিন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
    এনসিপি’র কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলামের বক্তব্য শুনার জন্য বিকাল থেকেই রাস্তাসহ বিভিন্ন দোকানে উৎসুক জনতা অপেক্ষা করতে থাকে। কেন্দ্রীয় নেতার আগমনের বার্তায় চত্বর কানায় কানায় পুর্ণ হয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাদের কড়া নিরাপত্তায় মঞ্চে উঠেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

  • প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের দা-বীতে উল্লাপাড়ায় কেজি স্কুলের শিক্ষার্থীদের মা-নববন্ধন

    প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের দা-বীতে উল্লাপাড়ায় কেজি স্কুলের শিক্ষার্থীদের মা-নববন্ধন

    এম এ সালাম,
    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সান ফ্লাওয়ার কিন্ডার গার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ উল্লাপাড়ায় মানববন্ধন করেছেন অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
    আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

    মানববন্ধনে উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী পড়াক্রম কুন্ডু বলেন, বৃত্তি পরীক্ষা সব শিক্ষার্থীর অধিকার। সরকারি-বেসরকারি বিভাজন করে শিশুদের শিক্ষা-অধিকার হরণ করা হচ্ছে। আমরা এই বৈষম্য মানি না মানবো না

    মানববন্ধনে সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক বলেন,বৈষম্য দুর করনের জন্য হাজারো শিক্ষার্থী এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে। অথচ শিক্ষা ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে। বৈষম্যের কারনে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের স্বপ্নভঙ্গের কারণ হবে। শিক্ষা একটি মৌলিক অধিকার, সেখানে কোনো প্রকার বৈষম্য মেনে নেওয়া যায় না। তাই আমরা দাবি করি, পূর্বে মতই সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ সৃষ্টি করবে।

    এক শিক্ষার্থীর অভিভাবক পুজা কুন্ডু বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা উৎসাহিত হয় ও নিজেদের মেধার প্রমাণ দেয়। কিন্ডারগার্টেন বা বেসরকারি স্কুলে পড়ালেখা করলেই কেন বঞ্চিত হবে—এ প্রশ্ন তোলেন তারা।

    মানববন্ধন থেকে দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয় এবং সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান বক্তরা।