আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে চাঞ্চল্যকর ১১ লাখ ৩০ হাজার টাকার চুরির ঘটনায় মাত্র ৩৪ ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করে চুরি হওয়া টাকা উদ্ধার করে সাড়া ফেলেছে তানোর থানা পুলিশ। দ্রুত এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন।
জানা গেছে, গত ২৮ জুলাই সোমবার দুপুরে তানোর সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির টাকা নিয়ে আসা এক বৃদ্ধা নারীর ব্যাগ থেকে ১১ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়ে যায়। ঘটনার পরপরই তিনি তানোর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ গ্রহণের সঙ্গে সঙ্গেই তানোর থানা পুলিশ ওসি আফজাল হোসেনের নেতৃত্বে ঘটনার তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা হয়। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাঁধাইড় ইউনিয়নের একান্নপুর গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাইদুর রহমানের পুত্র চোর আরজেদ আলীকে (৩৪) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় ১০ লাখ ৯৫ হাজার টাকা।
ওসি আফজাল হোসেন জানান, “ঘটনার পর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। দ্রুত সময়ে অপরাধীকে শনাক্ত করে গ্রেফতার ও চুরি যাওয়া অর্থ উদ্ধার করতে পেরেছি—এটাই আমাদের লক্ষ্য ছিল। তানোর থানা সবসময় অপরাধ নির্মূলে জনগণের পাশে আছে এবং থাকবে। অপরাধ করে কেউ পার পাবে না।” তিনি আরও বলেন, “পুলিশ সদস্যদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের কারণেই এ সফলতা এসেছে।”
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আরজেদ আলী আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য হতে পারে। তার বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এত অল্প সময়ের মধ্যে একটি বড় চুরির রহস্য উদঘাটন এবং চুরি যাওয়া অর্থ উদ্ধার নিঃসন্দেহে পুলিশের একটি ব্যতিক্রমী সাফল্য। তারা বলেন, “ওসি আফজাল হোসেন যে সাহস, দূরদর্শিতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন অফিসার থাকলে জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে আস্থা আরও দৃঢ় হবে।” তানোর থানার এ সাফল্যে রাজশাহীর সাধারণ মানুষের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ও সম্মানও বেড়েছে।#
Blog
-
তানোরে ওসি আফজালের নে-তৃত্বে সফল অভি-যান- ১০ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার চো-র গ্রে -প্তার
-
সলঙ্গায় সাংবাদিকের পিতার স্মর-ণে দো-য়া মাহফিল
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক, জাতীয় “দৈনিক ভোরের দর্পণ” ও সিরাজগঞ্জের বহুল প্রচারিত “দৈনিক কলম সৈনিক” পত্রিকার সলঙ্গা প্রতিনিধি, সাংবাদিক হোসেন আলীর মরহুম পিতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।বুধবার (৩০ জুলাই) বাদ আছর সলঙ্গা দিগর নুরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে নুরানী মাদ্রাসার সকল শিক্ষক/শিক্ষার্থী,স্থানীয়
সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ অনেক মুসুল্লীগণ উপস্থিত ছিলেন। । উল্লেখ্য,সলঙ্গা থানার বওলাতলা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক,ধর্মভীরু ও তরুণ সাংবাদিক হোসেন আলীর পিতা ইসহাক আলী প্রামানিক গত বছর ৩০ জুলাই ইন্তেকাল করেন। তার স্মরণে
মোনাজাত পরিচালনা করেন, মুফতি মাও: আব্দুল ওহ্হাব। -
নলডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
এ,ক,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি ।।নাটোরের নলডাঙ্গায় ২০২২-২০২৩ সালের এস.এস.সি ও এইচ.এস.সি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের নলডাঙ্গা উপজেলার মোট ৩২ জন মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
বুধবার বেলা এগারোটায়(৩০ জুলাই) নলডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আসমা শাহীন এই ক্রেস্ট ও সনদ প্রদান করেন । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
জান্নাত আরা ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালি, নলডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, একাডেমি সুপারভাইজার আব্দুল্লাহ আনসারী, নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ নয়ন প্রামাণিক , অভিভাবক সামসুল নাহার ।
বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন হলেও গুণগত মান তেমন পরিলক্ষিত হচ্ছে না। শুধু শিক্ষিত হলেই হবেনা তাদেরকে নৈতিক ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ বর্তমান মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে, পরিবার,সমাজে এমন কি রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য এর আগে ওই ৩২ জনের মধ্যে এস.এস.সি পর্যায় দশ হাজার এবং এইচ.এস.সি পর্যায়ের পঁচিশ হাজার করে টাকা ও মোবাইলের মাধ্যমে প্রদান করা হয়। -
কুড়িগ্রামে জমি স্কুলের- বে-চে দিলেন প্রধান শিক্ষক বেলাল হোসেন
গোলাম মোস্তফা (রাঙ্গা)
বিশেষ প্রতিনিধি।।জমি স্কুলের, বেচে দিলেন প্রধান শিক্ষক বেলাল হোসেন। নাগেশ্বীর ডায়নারপাড় বহমুখী উচ্চ বিদ্যালয়ের ৪৭শতক জমি বিক্রি করে দেওয়ার লিখিত অভিযোগ উঠেছে প্রধান বেলাল হোসেনের বিরুদ্ধে। আর ওই জমি কিনেছেন স্থানীয় মন্তাজ আলী, মফিজুর ইসলাম ও শাহজাহান আলী। এ বিষয়ে প্রতিষ্ঠানে তদন্ত করে তদন্ত প্রতিবেদনটি যথাযথ কর্তৃপক্ষকে জমা দেয়া হয়েছে বলে জানালেন উপজেলা শিক্ষা অফিসার। অপরদিকে ভুক্তভোগী সাহাবুদ্দীনের অভিযোগ নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম ওই স্কুলের প্রধান শিক্ষক বেলাল হোসেনের কাছে মোটা অংকের অর্থ নিয়ে ভুয়া প্রতিবেদন দেয়ার শঙ্কায়। জানা গেছে, এমপিওভুক্ত স্কুল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডায়নারপাড় বহমুখী উচ্চ বিদ্যালয়। স্থানীয় সাহাবুদ্দীন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে, ডায়নারপাড় বহমুখী উচ্চ বিদ্যালয়ের নামে শিক্ষানুরাগী খলিলুর রহমান ৬জানুয়ারি ২০০৪খ্ৰী. ২৭৮নম্বর দানপত্র দলিলে ৪৭শতক জমি লিখে দেয়। অভিযোগে উল্লেখ্য, স্কুলের প্রধান শিক্ষক বেলাল হোসেন ফ্যাসিস্ট নেতার দাপটে গত ১০জুন ২০০৪সালে ৪৪৫১ কবলা মূলে মফিজুল ইসলাম কে ১৮শতক, ৪৪৫০ কবলা মূলে মন্তাজ আলী কে ১২শতক ও ৪৪৫২ কবলা মূলে শাহজাহান আলী কে ১৭শতক জমি ২৩লাখ ৫০হাজার টাকায় নিয়ে বিক্রি করে। এছাহাক আলী গংয়ের দানকৃত ৮৯শতক জমির মধ্যে ২০শতক জমিতে চলছে স্কুলের শিক্ষা কার্যক্রম। অবশিষ্ট জমি স্কুল সংলগ্ন ইসমাইল, সুরুজ, হাবিল, সাইদুল সহ ১০টি পরিবারের কাছে মোটা অংকের অর্থ নিয়ে বসতভিটা করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সঞ্জিত কুমার, আব্দুস সাত্তার ও ইয়াকুব আলী বলেন, প্রধান শিক্ষক বেলাল হোসেন স্কুলের নামের ৪৭শতক জমি ৩জনের নিকট বিক্রি করে টাকা আত্মসাৎ করে। মাত্র ২০শতক জমিতে স্কুল অবশিষ্ট জমিতে বসতবাড়ি করে অর্থ হাতিয়ে নেন প্রধান শিক্ষক। অভিযোগ করেও মেলেনি ফলাফল। অভিযোগকারী সাহাবুদ্দীন বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ডিসি ও ইউএনও কে অভিযোগ করা হলেও নাগেশ্বরী মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম তদন্ত করেন। এখনো আমরা বিচার পাইনি। ন্যায় বিচার দাবি করছি। অপরদিকে নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম ওই স্কুলের প্রধান শিক্ষক বেলাল হোসেনের কাছে মোটা অংকের অর্থ নিয়ে ভুয়া প্রতিবেদন দেয়ার অভিযোগ করেন। ডায়নারপাড় বহমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন বলেন, একটা প্রতিষ্ঠানের দোষ ত্রুটি থাকবে। ২০০৪সাল থেকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেকে অভিযোগ করে কিছুই করতে পারেনি। চাকরি শেষ হবে যাব টাকা পাব। নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম বলেন, ডাইনাপার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় জমি অবৈধভাবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানে তদন্ত করে তদন্ত প্রতিবেদনটি যথাযথ কর্তৃপক্ষকে জমা দেয়া হয়েছে।
-
মোংলায় বা-ঘ র-ক্ষায় সচে-তনতা সৃষ্টিতে বা-ঘ মহ-ড়া ও প্রীতি ফুটবল ম্যাচ
বায়জিদ হোসেন, মোংলাঃ
বাঘ ও সুন্দরবন রক্ষায় সচেতনতা সৃষ্টিতে মোংলায় বাঘ মহড়া এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বুধবার বিকেলে মিঠাখালী বাজার মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ ও বাঘ মহড়া অনুষ্ঠিত হয়। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ওয়াইল্ড টিম’র আয়োজনে এই বাঘ মহড়া ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল ৪টায় বাঘ মহড়া ও প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, ক্রীড়া ব্যক্তিত্ব উপজেলা বিএনপির নেতা শেখ রুস্তম আলী, বিএনপি নেতা এমরান হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’র মোংলার সভাপতি ক্রীড়াবিদ মোঃ শাহ আলম শেখ, ক্রীড়াবিদ রকিবুল ইসলাম, কোকো ক্রীড়া সংসদের মেহেদী হাসান সবুজ, সোহেল হাওলাদার, ধরা’র নেতা নাজমুল হক, পরিবেশকর্মী হাছিব সরদার, বাদাবন সংঘের মেহেদী হাসান বাবু, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান, ছাত্রনেতা শেখ শুভ, মঈনউদ্দীন প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম বলেন বাঘ রক্ষায় সচেতনতা বাড়াতে হবে। সুন্দরবনে বাঘ চোরাচালানের আন্তর্জাতিক চক্রকে রুখতে হবে। সুন্দরবন সংলগ্ন এলাকার বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসন করে সবাইকে বাঘ বন্ধু হতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানের বাঘ মহড়া পরিবেশনা করেন ওয়াইল্ড টিম’র ভিটিআরটি’র সদস্যরা। এরপরে প্রীতি ফুটবল ম্যাচ অংশনেন মিঠাখালী ইউনিয়ন বনাম চাঁদপাই ইউনিয়ন। খেলা শুরুর আগে কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম মিঠাখালী বাজার মসজিদ চত্বরে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
-
৪ লাখ টাকা চু-রি ২ বছর পর রহ-স্য উদঘাটন ও আসা-মী গ্রে-ফতার করলো পিবিআই
আরিফ রব্বানী,
ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকা থেকে অভিনব কৌশলে জনৈক শামছুল আলম (৬৫) নামের এক ব্যক্তির ব্যাগ থেকে ০৪ লাখ টাকা চুরির ঘটনায় ২ ০২ বছর পর রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করেছে ময়মনসিংহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ হান্নান মিয়া (৬২)। সে ঢাকার কোতোয়ালী থানার মৃত আলী মিয়ার ছেলে। তাকে গত ২৯ শে জুলাই মঙ্গলবার ঢাকার চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ পিবিআই পুলিশ।পিবিআই সুত্র জানিয়েছে গত ২০২২ সালের ৯,নভেম্বর দুপুর অনুমান ০১ টার সময় ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকায় পূবালী ব্যাংক থেকে শামছুল আলম টাকা উত্তোলন করে একই এলাকার জনতা ব্যাংকে লেনদেন করে। জনতা ব্যাংকে লেনদেন করার পর তার নিকট থাকা ০৪ লাখ টাকা নিয়ে ছোট বাজার লিমা প্রিন্টিং প্রেস এর সামনে আসামী মাত্রই অজ্ঞাতনামা ব্যক্তিরা তার কাপড়ে ময়লা ছিটিয়ে দেয় এবং তাদের একজন বলে আপনার কাপড়ে ময়লা কিসের। তখন সে তার নিকটে ব্যাগে থাকা ০৪ লাখ টাকা পাশে রেখে জামা কাপড় পরিষ্কার করা অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তি ব্যাগসহ ০৪ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে শামসুল আলম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-৪৫(১১)২২, ধারা- ৩৭৯ পেনাল কোড দায়ের করেন। কোতোয়ালী থানা পুলিশ তদন্ত করে বিজ্ঞ আদালতে চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করলে বিজ্ঞ আদালতের নির্দেশে পিবিআই ময়মনসিংহ জেলা মামলাটির তদন্তভার গ্রহন করে এবং এসআই(নিঃ) মোহাম্মদ বিল্লাল মিয়া তদন্তকারী কর্মকর্তা হিসেবে মামলার তদন্ত কার্যক্রম শুরু করেন।
অ্যাডিশনাল আইজিপি, পিবিআই মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে পিবিআই, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার এর সার্বিক দিকনির্দেশনায় মামলাটির রহস্য উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তারের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ বিল্লাল মিয়াসহ পিবিআই এর চৌকস কিছু পুলিশ অফিসারদের নিয়ে
একটি বিশেষায়িত টিম গঠন করে। বিশেষায়িত এই টিম ঘটনার তারিখ ও সময়কার সংগ্রহকৃত সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে চোরের চেহারা সনাক্ত করে। তথ্য-প্রযুক্তি ও এআই এর সহায়তায় সিসি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিবিআই ময়মনসিংহের আভিযানিক টিম গত মঙ্গলবার রাতে চুরির ঘটনায় জড়িত আসামী মোঃ হান্নান (৬২), পিতা- মৃত আলী মিয়া কে বাসা নং-৯৬, নাজিম উদ্দিন রোড, চকবাজার ঢাকা থেকে গ্রেফতার করা হয়।পিবিআই এর জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হান্নান ০৪ লাখ টাকা চুরি করার বিষয়ে স্বীকার করে। ৩০ জুলাই মঙ্গলবার আসামী হান্নানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে গ্রেফতারকৃত আসামী ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় নিজের অপরাধের দায় সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
এবিষয়ে পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বলেন, প্রকাশ্যে দিবালোকে জনবহুল এলাকায় অভিনব কায়দায় চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেবিষয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি জনাকীর্ণ এলাকায় সংঘটিত হওয়ায় প্রকৃত চোরকে সিসিটিভির ফুটেজ দেখে সনাক্ত করা কঠিন হচ্ছিলো। প্রায় ০২ বছর ধরে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত চোরকে সনাক্তপূর্বক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামী হান্নান মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ০৪ লাখ টাকা চুরি করার বিষয়ে স্বীকার করে। জানা যায় আসামী আন্তঃজেলা চোর দলের সদস্য, সে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় এইরূপভাবে চুরি করে থাকে এবং তার নামে পূর্বের একাধিক মামলা রয়েছে। আসামী হান্নান বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি প্রদান করেছে, ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করছি, মামলার তদন্ত অব্যাহত আছে, ঘটনার সাথে আর কারা কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
-
মা-দক ব্যব-সায়ী শাহীন আলমের প্রায় ৭ কোটি টাকার সম্পদ ক্রো-ক করেছে সিআইডি
হেলাল শেখঃ পাবনা জেলার আতাইকুলা থানার কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহীন আলমের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট, সিআইডি-এর তৎপরতায় প্রায় ৭ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ প্রদান করেছে আদালত।
সিআইডি সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগে শাহীন আলমের বিরুদ্ধে আতাইকুলা থানায় মামলা নং-১০, তারিখ ১৪/০৩/২০২৩, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী-২০১৫)-এর ৪(২) ধারায় মামলা রুজু করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি অপরাধলব্ধ অর্থে ১৯২.৬৭ শতাংশ জমিসহ বিভিন্ন মূল্যবান স্থাবর সম্পত্তি অর্জন করেন, যার বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা। সিআইডির আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত এই সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।এছাড়াও, তদন্তে শাহীন আলমের নামে থাকা ১০টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৬ কোটি ৬২ লাখ ১ হাজার ৬৪ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। বর্তমানে এসব হিসাবে ৪২ লাখ ৪৩ হাজার ৩৮৭ টাকা জমা রয়েছে, যা আদালতের নির্দেশে ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে। শাহীন আলম নিজেকে একজন দুগ্ধ ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও, তদন্তে উঠে এসেছে তিনি আতাইকুলা উপজেলায় একটি সংঘবদ্ধ মাদক চক্রের নেতৃত্ব দিচ্ছেন। এ চক্রের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচার করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন।
অভিযুক্ত ব্যক্তির নামে দেশের বিভিন্ন স্থানে আরও স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজে অনুসন্ধান অব্যাহত রয়েছে। আইন অনুযায়ী মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের আওতায় আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে সিআইডি পুলিশ জানিয়েছেন।
-
পঞ্চগড়ে চিকিৎসক সেজে ওটি বয়ের অপারেশন: মালিক কা-রাগরে
বাবুল হোসেন,
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়া ওয়ার্ডবয় দিয়ে অপারেশন কার্যক্রম পরিচালনা ও ব্যাপক অনিয়ম ও মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র দিয়ে প্রাইভেট ক্লিনিক চালু রাখায় নিরাময় নার্সিং হোম ক্লিনিক মালিক উজ্জল সরকারকে (৬০) আটক করা হয়।
বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী বোদা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় বোদা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা লুৎফুল কবিরসহ সেনাবাহিনীর একটি দল ও বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে ডাক্তার ছাড়াই ওয়ার্ডবয় দিয়ে অপারেশনসহ ব্যাপক অনিয়ম করার অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে আটক করে বোদা থানায় সোপর্দ করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে বোদা থানায় স্যানিটারী ইন্সপেক্টর বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে ওই মামলায় বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় ক্লিনিকের ওয়ার্ড বয় অভি সরকার পলাতক রয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকার পেয়াদাপাড়া এলাকার জামাল হোসেনের স্ত্রী কোহিনূর বেগম পেটের টিউমার জনিত কারণে নিরাময় নার্সিং হোমে চিকিৎসার জন্য আসেন। সেখানে আসার পর মামলার দ্বিতীয় আসামি অভি সরকার নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে কোহিনুর বেগমের টিউমার অপারেশন করান। ২৭ জুলাই দুপুরে আরেক অজ্ঞাতনামা গর্ভবতী এক নারী চিকিৎসার জন্য ক্লিনিকে ভর্তি হলে রোগীর সিজার করার প্রয়োজন হলে সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কাল বিলম্ব করতে থাকে। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যেতে বলে। সেখানে গিয়ে তারা সময় মত অপারেশন করাতে না পেরে ওই রুগী একটি মৃত সন্তান প্রসব করে। বোদা উপজেলার নিরাময় নার্সিং হোমে এর আগেও ভুল চিকিৎসা দিয়ে প্রতারণার অভিযোগ উঠে উঠেছিল।
নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ডাক্তার ছাড়াই অপারেশন, পরীক্ষা না করেই রিপোর্ট প্রদান, নিয়মিত ডাক্তার না থাকায় ক্লিনিক মালিক নিজেই ব্যাপস্থাপত্র দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে সেবা গ্রহীতাদের।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা লুৎফুল কবির জানান, নিরাময় নার্সিং হোম অ্য্ন্ড্ ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সসহ কোন ধরণের আপডেট কাগজপত্র পাওয়া যায় নাই। তাছাড়া নারীর ডাক্তার ছাড়া ওয়ার্ডবয় দিয়ে অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে বিষয়টি সত্যতা পাওয়া গেছে।
বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, আটককৃত উজ্জল সরকারের বিরুদ্ধে ক্লিনিক পরিচালনার ক্ষেত্রে ব্যাপক অনিয়মের দায়ে বোদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত উজ্জল সরকার পৌর সদরের নগর কুমারী এলাকার বিধূভুষনের পুত্র ও পলাতক অভি সরকার একই এলাকার নিখিল চন্দ্র সরকারের ছেলে।
-
ময়মনসিংহ সদরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদরে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ জুলাই) সদর উপজেলা পরিষদের হলরুমে জা*পানি পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায়
সদর উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ময়মনসিংহ সদর উপ*জেলায় (উপজেলা পর্যায়ে) শ্রেষ্ট শিক্ষার্থীদের পুর*স্কার, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর, মোঃ আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু মেধাবী শিক্ষার্থী হিসেবে সার্টিফিকেট অর্জন করলেই হবেনা। একজন দায়িত্বশীল, মানবিকবোধ সম্পন্ন মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। এ জন্য পরিবারের পক্ষ থেকে তাদেরকে আরো বেশি কাউন্সিলিং করতে হবে।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সোনিয়া সোহেলী।
এছাড়া সভায় বক্তব্য রাখেন, মহাকালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন সাকির, ময়মনসিংহ জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক (পদার্থ) এনামুল হক, হাজী ওসমান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, কৃতি শিক্ষার্থীদের পক্ষে শিহাব আকন্দ, অভিভাবকদের পক্ষে অনিকা দাস।
মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নারায়ণ চন্দ্র দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন কলেজ, ভোকেশনাল কলেজ ও মাদ্রাসার (আলিম) পর্যায়ের ৩১ জন কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও কৃতি শিক্ষার্থীগণ।
-
চারঘাটে ব্রাক শিখা প্রকল্পের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের আওতায় রাজশাহীর চারঘাট উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে (জিবিভি) উপজেলা পর্যায়ের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১০ টার দিকে চারঘাট মডেল মসজিদের সভা কক্ষে নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন।
ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের প্রজেক্ট অফিসার সাবির হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ‘শিখা’ প্রকল্পের জেলা টেকনিক্যাল ম্যানেজার মিতা সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম। এছাড়াও শিখা প্রকল্পের নির্ধারিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি মোঃ মোতাহার হোসেন বলেন, “নারী ও শিশুদের প্রতি যৌন হয়রানি, শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, বুলিং এবং বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ প্রতিরোধে স্কুল পর্যায় থেকেই সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবিষয়ে বড় ভুমিকা পালক করবে শিখা প্রকল্প। তাই আমরা তাদেরকে সার্বিক সহযোগীতা প্রদান করবো।
‘শিখা’ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত চার বছর মেয়াদী একটি উদ্যোগ, যা ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত বাস্তবায়িত হবে। রাজশাহীসহ দেশের ছয়টি জেলা ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশালে এই প্রকল্পের কার্যক্রম চলমান।
প্রকল্পের মূল লক্ষ্য হল শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা ও অনলাইন প্ল্যাটফর্মে নারীদের প্রতি যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা। এ উপলক্ষে পুঠিয়া উপজেলায় ৯ স্কুলসহ রাজশাহীতে ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সচেতনতা এবং সহায়তা কর্মসূচি চালানো হবে।
সভায় শিক্ষকমণ্ডলী, সাংবাদিক এবং ব্র্যাক প্রতিনিধিরা যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে করণীয় বিষয়ে গবেষণালব্ধ তথ্যের আলোকে আলোচনা করেন এবং একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।
‘শিখা’ প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও স্থানীয় সংগঠনগুলোকে সম্পৃক্ত করে সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা, আইনি সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা হবে বলে জানানো হয়।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।।