আরিফ রব্বানী।
ময়মনসিংহ ব্যুরোঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ২ নং পুটিজানা ইউনিয়ন বিএনপির জন সমাবেশ অনুষ্ঠিত হয়।শনিবার (২ আগষ্ট) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২ নং পুটিজানা ময়নার বাজারের বিএনপির মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেতা সুলতান আহমদ,
সঞ্চালনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন রবিন।
জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নেতা,জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)এর সহ সভাপতি ও ফুলবাড়ীয়া ময়মনসিংহ সমিতি ঢাকার নির্বাহী সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।বক্তব্য রাখেন
বিএনপির নেতা আজিজুল হক লিখন,
স্বেচ্ছাসেবক দলের নেতা ওমর ফারুক,
বিএনপির নেতা ছিদ্দিকুর রহমান,
যুবদলের নেতা প্রকৌশলী আনোয়ার হোসেন সেলিম সরকার প্রমুখ।প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন,মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো।আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে যাকে ধানের শীষের মনোনয়ন দেয়া হবে আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করবো।
তিনি বলেন,বর্তমানে বিএনপি ক্ষমতা না আসলেও একটি মহল নিজেদেরকে ক্ষমতাসীন মনে করে অন্যায়-অপকর্ম করে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে সুন্দর সুশৃংখল দেশ গঠন করা হবে।জন সমাবেশ শেষে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
Blog
-
মাদ-ক স-ন্ত্রাস ও চাঁ-দাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো- অধ্যক্ষ সিরাজ
-
সলঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
এম এ সালাম,
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় জুলাই জাগরন ও মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও জুলাই জাগরণে আহত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সলঙ্গা থানা ছাত্র শিবিরের আয়োজনে থানা ছাত্র শিবির শাখার সভাপতি মহসিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারি সেক্রেটারি জেনারেল ও উল্লাপাড়া-সলঙ্গা আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মওলানা রফিকুল ইসলাম খান। অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর,ডেপুটি এটর্নি জেনারেল আসাদ উদ্দিন,রায়গঞ্জ -তাড়াস আসনে জামায়াতের মনোনীত প্রার্থী,কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শায়েখ ড.আব্দুস সামাদ, সলঙ্গা থানা শাখা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ,জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আজিজসহ অনেকে। অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ জন শিক্ষার্থী,জুলাই বিপ্লবে আহত ২২ জন শিক্ষার্থীসহ মেধাবী ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট,ফুলের স্টিকার দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
-
আশুলিয়ায় আওয়ামী লীগের তিন নেতা গ্রে-ফতার
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় আওয়ামী লীগের ৩জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ!
শনিবার (২ আগস্ট ২০২৫ইং) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান। এর আগে গত শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-আশুলিয়ার শিমুলিয়া এলাকার হাজী জয়নাল আবেদীনের ছেলে সেলিম কবির (৪৮)। তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন বাইখির এলাকার মৃত আহমেদ সাঈদ মিয়ার ছেলে মিলন মিয়া (৫০)। তিনি আশুলিয়ার কুরগাও সোসাইটি থেকে আ. লীগের মিসিল মিটিংয়ে সক্রিয় থাকতেন ও উসকানিমূলক লেখা লেখি করেন। আশুলিয়ার কুমকুমারী এলাকার মৃত হাজী বিল্লাল মৃধার ছেলে হাজী মোশাররফ মৃধা (৪৮)। তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার শিমুলিয়া, কুঁরগাও ও কুমকুমারী এলাকা থেকে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তারা আত্মগোপনে থেকে আওয়ামী লীগের মিছিলে অংশ গ্রহণসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলো বলে জানায় পুলিশ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, শনিবার সকালে গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে সেলিম কবিরের ৫ দিনের দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে তিনি জানান।
-
সাভার ও কেরানীগঞ্জে অ-বৈধভাবে ব্যাটারি গলি-য়ে সি-সা তৈরির মাধ্যমে ভ-য়াবহ পরিবেশ দূ-ষণ
হেলাল শেখঃ ঢাকা জেলার সাভার ও কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ব্যবহৃত এসিড ব্যাটারি গলিয়ে সিসা তৈরি করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।
শনিবার জানা গেছে, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এসব এলাকায় স্থাপিত হয়েছে ব্যাটারি গলানোর ছোট ছোট কারখানা, যা দিনরাত চিমনি দিয়ে নির্গত করছে বিষাক্ত ধোঁয়া। পাশাপাশি জমিতে ও পানিতে মিশছে মারাত্মক ক্ষতিকর রাসায়নিক, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি।
বিশেষজ্ঞদের মতে, ব্যাটারি গলানোর সময় নির্গত হওয়া সিসা ও সালফিউরিক অ্যাসিড মানবদেহে ক্যানসার, শ্বাসকষ্ট, কিডনি বিকলসহ নানা জটিল রোগের সৃষ্টি করতে পারে। এসব কারখানার আশপাশে বসবাসকারী মানুষ ও শিশুরা মারাত্মক জীবনের ঝুঁকিতে রয়েছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করছেন, একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এসব অবৈধ কারখানা দিন দিন বেড়েই চলেছে।
পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি। প্রয়োজন যথাযথ তদন্ত, অবৈধ কারখানাগুলোর তালিকা প্রণয়ন এবং পরিবেশবিধি অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন সচেতন মহল।
-
গোপালগঞ্জে জেলা প্রশা-সকের উ-দ্যোগে প্রথমবারের মতো মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জে এই প্রথম জেলা প্রশাসক (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের উদ্যোগে এস.এস.সি, এস.এস.সি (ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা -২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা পরিষদের সহযোগিতায় শনিবার (২ আগস্ট) সকাল ১০ টায় গোপালগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
জেলার ৫টি উপজেলার এস.এস.সি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো “মেধাবী শিক্ষার্থীদের মিলন মেলা”। অনুষ্ঠানে জেলার মোট ৬৪৪ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “স্কুল ও কলেজ সময়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নির্দিষ্ট কারণ ছাড়া অনুপস্থিতি কোনোভাবেই কাম্য নয়।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার গুণগত মান উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে। লেখাপড়া শিখে জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হওয়া বাঞ্ছনীয়। মনে প্রাণে দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের কল্যাণে কাজ করতে হবে, ভবিষ্যতে দেশ পরিচালনায় তোমরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলায় প্রথমবারের মতো ব্যাপক এ মহতী আয়োজনে উপস্থিত কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ জেলা প্রশাসক মহোদয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিবছর এস.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদানের এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীনের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন।
এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মাসুম বিল্লাহ, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মুনমুন পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসতাইন বিল্লাহ, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ সিকদার, গোপালগঞ্জ এস. কে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (চীফ ইন্সট্রাক্টর) কল্যান কুমার বিশ্বাস, গোপালগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহে আলম, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
-
সংবাদ সম্মেলনে অভি-যোগ: পটিয়ায় নুরুল হক হ-ত্যার আ-সামিরা প্রকাশ্যে, পরিবার শ-ঙ্কায়
মহিউদ্দিন চৌধুরী।।
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হওয়া বৃদ্ধ নুরুল হকের পরিবার দাবি করেছে—মামলার ১৪ আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেফতার করা হলেও বাকি আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পরিবারটিকে হুমকি দিয়ে যাচ্ছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।শনিবার (২ আগস্ট) দুপুরে পটিয়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহত নুরুল হকের ছেলে জামাল উদ্দিন এসব অভিযোগ তুলে ধরেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ৩০ মে সকাল সাড়ে ১১টার দিকে জুমার নামাজ পড়তে ঘর থেকে বের হলে পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষ কাউসারুল হক বাপ্পার নেতৃত্বে তার বাবার ওপর হামলা চালানো হয়। লোহার রড, দা ও গাছের বাটাম দিয়ে আঘাত করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। হামলায় নিহতের ছেলে, ভাই, স্ত্রী, চাচা-চাচি এবং ৯০ বছরের বৃদ্ধা মাও গুরুতর আহত হন।
ঘটনার পর পটিয়া থানায় দায়ের করা মামলায় ১৪ জনকে আসামি করা হয়। তবে এলাকাবাসীর সহযোগিতায় মো. সেলিমুল হক সেলিম নামে একজনকে গ্রেফতার করা গেলেও বাকি আসামিরা এখনো গ্রেফতার হয়নি। প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ারও অভিযোগ করেছেন তারা।
সংবাদ সম্মেলনে জামাল উদ্দিন বলেন, “আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কিন্তু কোনো আশ্বাস বাস্তবে রূপ নেয়নি। খুনিরা এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমাদের নিরাপত্তা নেই।”
তিনি খুনিদের দ্রুত গ্রেফতার, পরিবারের নিরাপত্তা নিশ্চিত, সুষ্ঠু তদন্ত ও আসামীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রশাসন, র্যাব, জেলা প্রশাসক এবং চট্টগ্রামের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নুরুল হকের সহধর্মিনী ছেমন নাহার ও নজরুল ইসলাম প্রমুখ।
-
বরগুনার তরুণদের বলি-ষ্ঠ নেতৃত্বে উদ্ভাসিত ইয়ুথ কপ
খাইরুল ইসলাম মুন্না।।বিশেষ প্রতিনিধি :
পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা এখন আর কেবল সম্ভাবনার কথা নয় বরং এটি সময়ের দাবি। সেই দাবিকে সামনে রেখেই বরগুনায় অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক ইয়ুথ কপ ২০২৫ সম্মেলন।
শনিবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরগুনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে একশনএইডের সহযোগিতায় জলবায়ু ভিত্তিক তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইটার্স, গ্রীনপিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, দুর্বার ইয়ুথ নেটওয়ার্ক ও সোনার বাংলা ইয়ুথ ক্লাবের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইয়ুথ ক্লাইমেট এক্টিভিস্ট ইফতার ইমার উপস্থাপনায় সম্মেলনে বিশেষজ্ঞদের থিমেটিক আলোচনা, তরুণদের অভিজ্ঞতা ভাগাভাগির সেশন, দলীয় আলোচনার মাধ্যমে সুপারিশমালা প্রস্তুত ইত্যাদি পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন বরগুনার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক গৌতম চন্দ্র দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন আরাফাত রানা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, সিবিডিপির প্রধান নির্বাহী জাকির হোসেন মিরাজ, সংগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী মুনির হোসেন।
এসময় বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুব আলম মান্নু, ব্রাইটার্সের ডিরেক্টর সোহানুর আমিন, ক্লাইমেট এক্টিভিস্ট সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, মালেক মিঠু, শাহ আলী, ইয়ুথ ক্লাইমেট এক্টিভিস্ট সাংবাদিক মহিউদ্দিন অপু, গ্রীনপিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি খাইরুল ইসলাম মুন্না, দুর্বার ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি ইবরার হোসেন নিঝুম, সোনার বাংলা ইয়ুথ ক্লাবের সভাপতি হেদায়েতউল্লাহ, ছাত্র নেতা মুহিদ নিলয়, আলোকচিত্রী আরিফুল মুরাদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করে জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা, সংকট, অভিযোজন পদ্ধতি ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি পড়ে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর। বিশেষ করে নারী, শিশু ও তরুণদের ওপর। অথচ নীতিনির্ধারণী আলোচনায় তাদের অংশগ্রহণ এখনো অপ্রতুল। ইয়ুথ কপ ২০২৫ সেই সীমাবদ্ধতা ভাঙার একটি সাহসী উদ্যোগ।
ফুলঝুরি ইউনিয়নের রিয়াদুল ইসলাম নামের এক অংশগ্রহনকারী বলেন, বর্ষা এলেই আমাদের ঘর-বাড়ি ডুবে যায়, ফসল নষ্ট হয়, শিক্ষা বিঘ্নিত হয়। কিন্তু আমাদের কথা নীতিনির্ধারকরা শুনছেন না। আজকের এই সম্মেলন আমাদের মতামত পৌঁছে দেওয়ার একটি সুযোগ তৈরি করেছে।
দুর্বার ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি ইবরার হোসেন নিঝুম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত বরগুনায় এই সম্মেলনের মূল লক্ষ্য ছিলো বরগুনার তরুণদের জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতন করে দক্ষতা উন্নয়নের মাধ্যমে জলবায়ুবান্ধব নেতৃত্ব গড়ে তোলা এবং নীতিনির্ধারকদের সঙ্গে তাদের সেতুবন্ধন তৈরি করা।
গ্রীনপিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি খাইরুল ইসলাম মুন্না বলেন, এই সম্মেলনের মাধ্যমে তরুণরা কেবল নিজেদের মধ্যে সংযোগ তৈরি করেনি বরং জলবায়ু বিষয়ে ভাবতে, প্রশ্ন তুলতে ও সমাধান খুঁজতে উদ্বুদ্ধ হয়েছে। জলবায়ু পরিবর্তন এখন আর কেবল বৈজ্ঞানিক বা রাজনৈতিক আলোচনা নয়। এটি হয়ে উঠেছে তরুণদের জীবন ও ভবিষ্যতের প্রশ্ন।
উল্লেখ্য, এই আঞ্চলিক সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ৯টি ফোকাস গ্রুপ আলোচনা ও ৪টি কী-ইনফরম্যান্ট ইন্টারভিউ পরিচালিত হয়। এসব আলোচনায় স্থানীয় যুবদের জীবনের বাস্তব অভিজ্ঞতা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে তাদের লড়াই, অভিযোজন কৌশল এবং নেতৃত্বের ইচ্ছাশক্তি উঠে আসে। শেষাংশে অংশগ্রহণকারীরা বরগুনায় জলবায়ু প্রতিশ্রুতিতে জলবায়ুবান্ধব জীবনযাপন, সচেতনতা ছড়িয়ে দেওয়া, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আন্তর্জাতিক জলবায়ু নীতিতে তরুণদের কণ্ঠস্বর জোরালো করার অঙ্গীকার করেন।
-
তালতলীতে রাখাইন সম্প্রদায়ের জমি দখ-লের চে-ষ্টা ও চাঁ-দাবাজি মাম-লায় ৪ জন কা-রাগারে
তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
বরগুনায় তালতলী উপজেলার ঠাকুরপাড়া এলাকার সংখ্যালঘু রাখাইন পরিবারের কাছে চাঁদা দাবি ও রাতের আঁধারে ঘর তুলে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ইউনুছ হাওলাদার গং এর বিরুদ্ধে । এ ঘটনায় সম্প্রতি ভুক্তভোগী চান চান রাখাইন বাদী হয়ে বরগুনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তালতলী থানাকে এজাহার হিসেবে গন্য করার নির্দেশ দেন।আসামিরা হলেন- একই এলাকার ইউনুছ হাওলাদার (৫৭), মহিউদ্দিন মাসুদ (৫২), আয়নাল মুসুল্লী (৫৫) ও আনোয়ার হোসেন (৫২)। এছাড়াও অজ্ঞাতনামা ১০-১২ জন।
মামলা সূত্রে জানা যায়, আসামিরা গত ০৬ জুলাই সকালে বাদী চান চান রাখাইনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করলে চান চান রাখাইনের পৈত্রিক সম্পত্তি চরপাড়া মৌজা জেএল নং -৪০ এসএ খতিয়ান নং ০৮ এর জমি দখলের জন্য রাতের আঁধারে ঘর তুলে। আসামিরা চাঁদাবাজি ও ভূমি দস্যু জাল-জালিয়াতির মামলা জি,আর ২৭৩/১৩ (তাল) এবং সি,আর ১৫০/১৪ (তাল) নং মামলায় জেল হাজত খাটিয়াছে এবং আমার ক্ষতি সাধন করার জন্য পায়তারা খুজিতে থাকে বলে মামলায় উল্লেখ করা হয়। এ মামলায় আসামিরা আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।
আসামিরা কারাগারে থাকায় তাদের পরিবারের সাথে একাধিকবার যোগাযোগ করেও সাড়া মেলেনি।
ভুক্তভোগী রাখাইন চান চান বলেন, আমরা সংখ্যালঘু হওয়ায় আমাদের জমিজমা দখলের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে পুলিশ ও প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
মংচিন থান
তালতলী প্রতিনিধি। -
পঞ্চগড় জেলায় এলপিজি পাম্প ব্যবসায় একচ্ছত্র আ-ধিপত্য কা-য়েমে নব কৌ-শল
বাবুল হোসেন,
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলায়
এলপিজি পাম্প ব্যবসায় একক আধিপত্য বিস্তার কায়েমে নব কৌশল গ্রহণ করেছে এলপিজি পাম্প ব্যবসায়ী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত যা জানা যায়, দেশের সর্ব উত্তরে হিমালয়ের পাদদেশে সীমান্তে অবহেলিত জনপদের জেলা পঞ্চগড়। এখানে জেলা শহরে নেই কোন এলপিজি পাম্প। বিধায় জেলার মোটর কার, মাইক্রোবাস মালিকেরা এলপিজি সুবিধা বঞ্চিত। জেলা শহরের প্রায় ৫ কি.মি দূরে একটি এলপিজি পাম্প থাকলেও জেলা শহরের কার, মাইক্রো ও মোটর মালিকদের যেতে হয় ৫ কি. মি দূরে। এ যেন খাজনার চেয়ে বাজনা বেশী। এলপিজি গ্যাস গাড়িতে ভরার আগেই শত খানেক টাকা দূরত্বের কারণে জরিমানা। আবার অন্যদিকে একাধিক পাম্প না থাকায় কখনো লোড কম, নানা টালবাহানায় দিতে হয় বাড়তি জরিমানা। জেলা শহরের মাইক্রোবাস চালকরা জানায়, জেলা শহরে কোন এলজিপি পাম্প না থাকায় আমরা লোকসান গুনতে বাধ্য হচ্ছি। সম্প্রতি পঞ্চগড় জলার স্থানীয় এক অষ্ট্রেলিয়া প্রবাসী জেলা শহরের অনতিদূরে একটি এলজি পি পাম্প বসানোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে। কিন্তু একচ্ছত্র ব্যবসায় আধিপত্যে, লোকসানের আশায় ৫ কিমি দুরের এলজি পি পাম্প মালিক বুমেরাং হয়। এ যেন গাছের টাও খাব নিচের টাও খাব। সুত্রে জানা জায় জেলা শহরে পাম্প নির্মাণ হলে জেলা শহরের দুরের পাম্প মালিক কে লোকসান গুনতে হবে। তাই কৌশলে জেলা শহরে এলপিজি পাম্প নির্মাণ হলে পাম্প ব্লাষ্ট হয়ে হতে পারে অনকে জীবন নষ্টের কারন। কিন্তু জেলার প্রতিটি ঘরেই প্রায় রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার। যা, যে কোন সময় ব্লাষ্ট হয়ে হতে পারে জীবন নাষের মহা দূর্ঘটনা। সম্প্রতি ঢাকার মাইল ষ্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বংসী ঘটনা পরিকল্পিত ছিলনা। তাই বলে উত্তরার ডিয়া বারী এলাকার সব স্কুল,কলেজ বাড়ি সরাতে বলা যাবে না। এতে রাষ্ট্র ও জনগন হবে মহা ক্ষতির সম্মুখীন। ঠিক একি ভাবে জেলা শহরে এলজিপি পাম্প বসালে বাষ্ট হয়ে জনজীবনে ক্ষতি হবে এ কাল্পনি অজুহাত মুলত অভিযোগ কারীদের স্বার্থ সংরক্ষণের এক অভিনব কৌশল। এ যেন মানুষ মরবে বলে নতুন জন্মানো মহা পাপ। তথ্য প্রযুক্তি ও উন্নয়নের যুগে আরো বেশি সুবিধা, আরো কম খরচে জীবন অতিবাহিত সকলের কাম্য। অভিজ্ঞ মহল দাবি তুলেছে পেট্রোল, অকটেন ডিজেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে, কম মুল্যের জ্বালানি এলজিপি পাম্প জেলা শহরে একাধিক বসানো প্রয়োজন। -
ময়মনসিংহে এএসআই আয়েছ মাহমুদ এর অভি-যানে প্রাইভেটকারসহ ৩ জু-য়ারি গ্রে-প্তার
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের সদর উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩ জুয়ারিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার, ৩টি সিএনজি এবং এক জুয়াড়ির বিকাশ একাউন্টে থাকা ৪ লাখ টাকা জব্দ করা হয়।শনিবার (২ আগস্ট) দুপুরে সংশ্লিষ্ট জুয়া আইনের মামলায় এই আসামিদের ময়মনসিংহ চীফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়। এর আগে গতরাতে (১ আগষ্ট) কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম এর নির্দেশনা মোতাবেক এসআই শাফায়েত হোসেন ও এএসআই আয়েছ মাহমুদ সঙ্গীয় অফিসার্স ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে সদর উপজেলার ভাবখালি কাচারি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর এলাকার এই জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করে।
আসামিরা হলেন- নরসিংদী রায়পুরা থানা এলাকার বাসিন্দা মৃত মতিন খানের ছেলে মোঃ শাকিল খান (৪০), নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের বাসিন্দা মৃত ইমাম হোসেনের ছেলে আল আমিন (৪৫) এবং ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামের মৃত উশন আলীর ছেলে আশরাফুজ্জামান খান মোতালেব (৫৮)।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন গৌরীপুর, ত্রিশাল ও সদর উপজেলার সীমান্তঘেঁষা দুর্গম চরাঞ্চল চরভাবখালী নামক স্থানে নিয়মিত জুয়ার আসর চলছিল। ভাবখালী ইউনিয়ন বিট পুলিশিং দায়িত্বে থাকা কোতোয়ালি মডেল থানার এএসআই আয়েছ মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে উক্ত জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করার পরিকল্পনা করেন এবং ওসি শিবিরুল ইসলামের পরামর্শ মোতাবেক অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করাসহ জুয়াড়ীদের যাতায়াতের ব্যবহৃত প্রাইভেটকার ও সিএনজি জব্দ করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, আসামিদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এবিষয়ে জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম বলেন, এর আগেও এই আসরে পুলিশ ৪ থেকে ৫ বার অভিযান চালিয়েছে। এছাড়াও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৭ জন গ্রেপ্তার হয়েছিল। এধরনের অভিযান নিয়মিত চলবে।