Blog

  • রামগড়ে অ-বৈধভাবে বালু উত্তোলন” ১ মাসের কা-রাদণ্ড 

    রামগড়ে অ-বৈধভাবে বালু উত্তোলন” ১ মাসের কা-রাদণ্ড 

    রামগড় প্রতিনিধি 

     রামগড় উপজেলা ১নং রামগড় ইউনিয়নের ওয়াইফাপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে কৃষি জমির উপরিভাগের মাটি, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র বিনষ্টের কারণে মো: আবুল কাশেম (৫৬) নামে এক ব্যক্তিকে এক মাসের সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  রাতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এর পরিচালিত ভ্রাম্যমান আদালত এই জরিমানা ও সাজা দেয়া হয়।

     অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) এর ধারা ৭ক এর উপধারা (গ) ও (ঘ)  এর অপরাধে মো: আবুল কাশেম নামের ব্যক্তিকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত। অর্থদণ্ড অনাদায়ে আসামীকে এক মাসের সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে। একিসাথে অবৈধভাবে উত্তোলনকৃত ৩৭০০ ঘনফুট বালু জব্দ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

    বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম জনান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রাকৃতিক পরিবেশসহ আশেপাশের ভূমিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের জীবন ও জীববৈচিত্র হুমকির মুখে পড়ছে। এসব অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
    মোহাম্মদ এমদাদ খান 

    রামগড় প্রতিনিধি 

  • নড়াইলের ঘনবসতিপূর্ণ এলাকায় পৌরসভার  ময়লার ভা-গাড় দুর্গ-ন্ধ থেকে বাঁ-চতে চায় গ্রামবাসী

    নড়াইলের ঘনবসতিপূর্ণ এলাকায় পৌরসভার ময়লার ভা-গাড় দুর্গ-ন্ধ থেকে বাঁ-চতে চায় গ্রামবাসী

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের ঘনবসতিপূর্ণ এলাকায় ময়লার ভাগাড় দুর্গন্ধ থেকে বাঁচতে চায় গ্রামবাসী। ক্লিন নড়াইল-ড্রিম নড়াইল। এটি শহরের ময়লা-অবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন প্রকল্পের একটি প্ল্যাটফর্ম। এই প্রকল্পের কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। ফলে ময়লার দুর্গন্ধ পথচারীরা এখন বিরক্ত হয়ে পড়ছে। এই প্রকল্প সম্পন্ন করতে অন্যত্র সরিয়ে নিতে যাওয়ার জন্য এলাকাবাসীরা দাবি জানিয়েছেন। তারা ময়লা-আবর্জনা দুর্গন্ধ থেকে বাঁচতে চায়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইল পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে স্থাপিত নড়াইল পৌরসভা। ৮০ দশকে দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নতি হয়েছে। দেরিতে হলেও নড়াইল পৌর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ২০১৬ সালের ডিসেম্বর মাসে গড়ে তোলা হয় ‘ক্লিন নড়াইল, ড্রিম নড়াইল’ নামে একটি বিশেষ প্রকল্প। যার কাজ হলো শহরের প্রতিটি বাড়ি থেকে ময়লা-আবর্জনা নিয়ে একটি নির্দিষ্ট স্থানে জমা করা। বি আই আর ডি (বোর্ড ফর ইন্টিগ্রেটেড রুলার ডেভেলপমেন্ট) নামে একটি বেসরকারি সংস্থাকে কাজটি করার জন্য দায়িত্ব দেয় নড়াইল পৌরসভা। আর এসব কাজ যৌথভাবে তদারকি করবে জেলা প্রশাসন এবং পৌরসভা।
    নাগরিকদের প্রয়োজনের তাগিদে যে কথা সেই কাজ। ২০১৭ সালের জানুয়ারি থেকেই কাজ শুরু হয়। কাজের শুরুতে জেলা প্রশাসন নড়াইল-যশোর সড়কের নতুন বাস টার্মিনালের সামনের গর্তে ময়লা-আবর্জনা ফেলার নির্দেশ দেওয়া হয়। বি আই আর ডি, এ জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ করে। ময়লা-আবর্জনা বহনের জন্য ১৩টি ভ্যানগাড়ি ব্যবহার করা হয়। টার্মিনালের সামনের গর্তে ময়লা-আবর্জনা ফেলার কারণে আশপাশের বাসিন্দাসহ টার্মিনালে থাকা কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের রাত যাপনে দুর্বিষহ হয়ে পড়ে।
    পরবর্তীতে সেনাবাহিনীর তদারকিতে শহরের রাস্তা প্রশস্ত করণ কাজ শুরু হলে ওই গর্ত থেকে ময়লা-আবর্জনা অন্যত্র নেওয়ার সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসন নড়াইল-যশোর সড়কের সীতারামপুর সেতুর পশ্চিম পাশ বেছে নিয়ে জমি অধিগ্রহণ করে সেখানেই ময়লা-আবর্জনা ফেলার সিদ্ধান্ত হয়। কিন্তু ময়লার দুর্গন্ধে সীতারামপুর গ্রামের বাসিন্দাদেরও একই অবস্থা শুরু হয়।
    সরেজমিনে দেখা গেছে, নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় পৌর ভাগাড় বানিয়ে সেখানে শহরের যত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। গ্রামবাসীর অভিযোগ সেতুর পশ্চিম পাশে ময়লা-আবর্জনা আর পূর্বপাশে শুকরের মলমূত্রের দুর্গন্ধে কৃষি জমিতে কাজ করা যায় না। মাছের ঘেরে খাবার দিতে অসুবিধা হচ্ছে। কৃষি জমিতে ফসল উৎপাদনসহ খাল-বিলে মাছ মারা ও ধরা যায় না। তাদের দাবি ভাগাড় এখান থেকে সরিয়ে নিয়ে এলাকার মানুষকে মুক্ত বাতাসে বসবাস করার সুযোগ করে দিন ।
    সীতারামপুর গ্রামের প্রবীণ ব্যক্তি মনোরঞ্জন বিশ্বাস বলেন, ‘যারা এখানে ময়লা-আবর্জনা ফেলার অনুমতি দিয়েছেন তারা হয়তো সরেজমিন এলাকা ঘুরে দেখেননি। ঘনবসতিপূর্ণ এলাকায় কেমন করে ময়লা-আবর্জনা ফেলার ভাগাড় বানিয়ে দিলেন বোধগম্য হয় না।’ তিনি দাবি করেন, দ্রুত এখান থেকে ময়লার ভাগাড় অন্যত্র সরিয়ে নিয়ে এলাকার মানুষকে মুক্ত বাতাসে বসবাস করার সুযোগ করে দেবেন ।
    মুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য অজিত কবিরাজ বলেন, ‘এখানে ময়লার ভাগাড় করার জন্য ইউনিয়ন পরিষদের কোনো অনুমতি নেওয়া হয়নি। নড়াইল-যশোর সড়কের সীতারামপুর গ্রামের মাছের ঘেরসংলগ্ন ভাগাড় বানিয়ে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। যে কারণে এলাকাবাসীর বসবাসে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
    তিনি বলেন, ময়লার দুর্গন্ধে এলাকার কৃষক ও মৎস্যচাষীদের কাজ করতে চরম অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে । অন্য কোনো ফাঁকা স্থান বেছে নিয়ে সেখানে ময়লা-আবর্জনার ভাগাড় নির্মাণে প্রয়োজনী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।’
    জানতে চাইলে নড়াইল পৌর প্রশাসক জুলিয়া সুকায়না বলেন এ বিষয়ে এলাকাবাসী অথবা ইউনিয়ন পরিষদ থেকে কেউ কোনো আবেদন করেননি। আবেদন পেলে বিষয়টি ভেবে দেখা যেতে পার। তা ছাড়া অর্থ বরাদ্দসাপেক্ষে অন্যত্র ফাঁকা স্থান দেখে ভাগাড় নির্মাণে পরিকল্পনা করা হতে পারে।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • জামায়াত সাম্প্র-দায়িক স-ম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী-ময়মনসিংহে কামরুল আহসান এমরুল

    জামায়াত সাম্প্র-দায়িক স-ম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী-ময়মনসিংহে কামরুল আহসান এমরুল

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৪ (সদর) আসনেে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন-
    বাংলাদেশ জামায়াত ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। এদেশে হিন্দু, মুসলিমসহ সকল সম্প্রদায়ের জনগণের সমান অধিকার রয়েছে। সকল ধর্মের লোকজন তাদের স্ব স্ব ধর্মীয় অনুষ্ঠান যাতেনির্বিঘ্নে পালন করতে পারে সেক্ষেত্রে জামায়াত ইসলামী সর্বদা সহযোগিতা করছে এবং আগামীতেও করবে।

    আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম্প্রতি তিনি ময়মনসিংহ নগরীর লহোরী রেস্টুরেন্টে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এসময় সভায় অন্যান্যেদর মাঝে জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার, মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি গোলাম মহসিন খানসহ মহানগর ও জেলা জামায়াত এবং মহানগর ও জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার ১৫ টির অধিক মন্দির কমিটির নেতৃবৃন্দ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

    এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন- আমরা অনেক ভালো আছি, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এ শহর সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। আর ৫ আগষ্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যেভাবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে এসে দাঁড়িয়েছে, সম্প্রীতি বজায় রাখতে এবং সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষা ও নিরাপত্তায় জামায়াতের কর্মীরা যেভাবে ঢাল হয়ে ভুমিকা রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। বিগত স্বৈরাচার মিডিয়ার মাধ্যমে জামায়াত সম্পর্কে যা ছড়িয়েছে তা যে শুধুই মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডা ছিলো তা জামায়াত তাদের বর্তমান কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। জামায়াত নেতৃবৃন্দ তাদের আচার-আচরণ ও কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে জামায়াতের কাছে সকল ধর্মালম্বীরা নিরাপদ।

    বক্তব্যে মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল আরও বলেছেন- জামায়াত সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, আমাদের দ্বারা আপনাদের কোন ক্ষতি হোক এমন টা আমরা চিন্তাই করতে পারি না। আপনাদের ব্যবসা, চাকুরী আপনারা সুন্দর ভাবে করতে পারেন সেদিকে আমরা সবসময় সচেতন। আমাদের কোন কর্মী আপনাদের কোন ক্ষতি করার কথা চিন্তাও করে না, বরং আপনাদের সুরক্ষায় সব সময় সচেতন নজরদারি রাখবে।

    এসময় জেলা আমীর আব্দুল করিম বলেন আমরা সবসময় আপনাদের সাথে আছি। যে কোন সমস্যা আমরা একসাথে সমাধান করবো, যে কোন অপরাধ আমরা একসাথে প্রতিরোধ করবো।

    মতবিনিময় শেষে নৈশভোজের আয়োজন করে মহানগর জামায়াত। এসময় মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং যে কোন প্রয়োজনে জামায়াত নেতৃবৃন্দ কে পাশে পাবে বলে আশ্বাস দেন।

  • ইনক্লুসিভ এডুকেশনের লক্ষ্যে ঢাকায় স্পোর্টস ও IEC সাম-গ্রী বি-তরণ

    ইনক্লুসিভ এডুকেশনের লক্ষ্যে ঢাকায় স্পোর্টস ও IEC সাম-গ্রী বি-তরণ

    খাইরুল ইসলাম মুন্না।।

    ন্যাশনাল ইয়ুথ ফোরাম, ঢাকা এর উদ্যোগে এবং VSO Bangladesh এর সহায়তায় Volunteering for Development Programme in Bangladesh এর আওতাধীন ACTIVE PROJECT এর অধীনে স্পোর্টস সামগ্রী ও IEC সামগ্রী বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়।

    কার্যক্রমটি সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় ও কলেজ (প্রাইমারি শাখা) এবং আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় (সেকেন্ডারি শাখা)-এ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জন্য শিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও আনন্দমুখর করে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    অনুষ্ঠানে ন্যাশনাল ইয়ুথ ফোরাম, ঢাকা থেকে সভাপতি ইত্তেকাফ দিনার আপেল, সাধারণ সম্পাদক রিজওয়ান আহমেদ, সদস্য আবু শাফায়েত, সুশ্মিতা দেবনাথ, নাবিলা তাবাসসুম, রাসেল রানা এবং সাদিয়া সুলতানা উপস্থিত ছিলেন। এছাড়াও উভয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন এবং এই উদ্যোগকে স্বাগত জানান।

    এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ক্রীড়া সামগ্রীর মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত হবে এবং IEC সামগ্রী ব্যবহার করে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সচেতনতা সম্পর্কে আরও অবগত হতে পারবে।

    ন্যাশনাল ইয়ুথ ফোরাম, ঢাকা বিশ্বাস করে, ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জনে তরুণদের নেতৃত্ব অপরিহার্য ভূমিকা পালন করবে।

  • আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দো-য়া মাহফিল অনুষ্ঠিত

    আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দো-য়া মাহফিল অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় জালাল প্লাজা (২য় তলা) অবস্থিত ফুট ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব”-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫ইং) রাত ৮টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আশুলিয়া থানা কমিটির ১নং সহ-সভাপতি, ব্যবসায়ী ও সমাজসেবক জনাব বকুল ভুঁইয়া। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)।

    প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান (লিটন)। বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি এম এ হান্নান চৌধুরী, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মোল্লা, আশুলিয়া থানা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক খন্দকার মোঃ তোফাজ্জল হোসেন।

    এছাড়াও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ এবং আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক কহিরুল ইসলাম খাইরুল, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ চিশতী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য দাউদুল ইসলাম (নয়ন), পলাশ হাওলাদার, মোকাম্মেল মোল্লা সাগরসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

    আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মোঃ সাদেক হোসাইন। নিহত সাংবাদিক ও জুলাই আগষ্টে নিহতদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা শেষে আমন্ত্রিত অতিথিদেরকে রাতের খাবারের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বকুল ভুঁইয়া বলেন, সবার কাছে অনুরোধ কেউই এমন কোনো কাজ করবেন না যে বিএনপির বদনাম হয়, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি দিয়ে আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের নামে অপপ্রচার চালাচ্ছে সৈরাচারমুক্ত সুবিধাবাদ বিরোধী এক্সপ্রেস আপনারা ভালো হয়ে যান, অপপ্রচার বন্ধ করুন, সাংবাদিকরা যেকোন ব্যক্তির সাথে ছবি তুলতে পারেন, সবখানেই তারা প্রবেশ করতে পারেন। মেম্বার চেয়ারম্যান ও এমপি মন্ত্রীর সাথে সাংবাদিকদের ছবি থাকা দোষের নয়। সবশেষে এলাকার উন্নয়নমূলক কাজগুলো করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন বকুল ভুঁইয়া।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নলছিটিতে বর্ণাঢ্য গণসমা-বেশ ও মিছিল

    ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নলছিটিতে বর্ণাঢ্য গণসমা-বেশ ও মিছিল

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বাদ আসর এক বিশাল বর্ণাঢ্য গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নলছিটি বাসস্ট্যান্ড শহীদ সেলিম চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও শহীদ সেলিম চত্ত্বরেই শেষ হয়। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে স্লোগানে স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। তাদের প্রধান দাবি— প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন।

    সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা ডা. মোঃ সিরাজুল ইসলাম সিরাজী বলেন, “পুরনো পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আবারও ফ্যাসিস্ট সরকার তৈরি হবে। সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা। আগে রাষ্ট্র সংস্কার, তারপর নির্বাচন—এই মূলমন্ত্র অনুসরণ করতে হবে।” তিনি আরও যোগ করেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্র বিপন্ন হবে।

    সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা সভাপতি মাওলানা মোঃ শাহাজালাল হোসাইন জিহাদী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস মল্লিক। এছাড়াও বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস হাওলাদার, মাওলানা মোঃ জাকির হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবির মৃধা, মোহাম্মদ মুসা সরদারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • দৈনিক প্র-লয় সাফল্যের এক বছর, নতুন পথে অগ্রযাত্রা

    দৈনিক প্র-লয় সাফল্যের এক বছর, নতুন পথে অগ্রযাত্রা

    নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ এক বছরের পথচলা শেষে আজ এক অনন্য অর্জনের দিগন্তে পৌঁছেছে দৈনিক প্রলয় । প্রতিষ্ঠার শুরু থেকে পাঠকের আস্থা, নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি ইতিমধ্যে দেশের পাঠকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর এই বিশেষ মুহূর্তে আমরা ফিরে দেখি আমাদের সাফল্যের গল্প, পাঠকের ভালোবাসা এবং আগামী দিনের স্বপ্ন।

    দৈনিক প্রলয় পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকাল ৫ ঘটিকার সময় পত্রিকাটির হল রুমে কেক কাটার মধ্যে দিয়ে পত্রিকাটির সফলতা কামলনার উদ্দেশ্য এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    দৈনিক প্রলয় পত্রিকাটির প্রধান সম্পাদক লায়ন মির্জা সোবেদ আলী রাজা এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন দৈনিক রূপছায়ার ভারপ্রাপ্ত সম্পাদক, মোঃ মেহেদী হাসান, অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপদেষ্টা মন্ডলের সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান মোল্লা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম সভাপতি, আহমেদ আবু জাফর, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক, মোহম্মদ মাসুদ, দৈনিক আমাদের কন্ঠ নির্বাহী সম্পাদক, মিয়াজী সেলিম আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক নির্বাহী সদস্য, এইচ এম আল আমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, মোঃ ফখরুল ইসলাম , সিনিয়র সাংবাদিক বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়নের পরিষদের সভাপতি, রেজাউল ওয়াদুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, এনামুল ইসলাম তুহিন, দৈনিক রূপছায়া নির্বাহী সম্পাদক, আরিফুল ইসলাম, দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক, শহিদুল ইসলাম, দৈনিক প্রলয় পত্রিকার যুগ্ন সম্পাদক, মোঃ আনিসুর রহমান, দৈনিক প্রলয় ব্যবস্থাপনা সম্পাদক, আতিকুর রহমান শিপন, দৈনিক প্রলয়র ময়মনসিংহ ব্যুরো প্রদান, সুমন ভট্টাচার্য, রেজাউল ওয়াদুদ প্রমুখ।

    গত এক বছরে দেশ ও জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দৈনিক প্রলয় সর্বদা ছিল নির্ভরযোগ্য সংবাদমাধ্যম। গ্রামীণ জনপদের সমস্যা থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনের বড় ঘটনা—সবকিছুই নিরপেক্ষ ও সাহসী ভঙ্গিতে তুলে ধরেছে এ পত্রিকা। দুর্নীতি, অনিয়ম, সামাজিক বৈষম্য ও জনগণের ন্যায়বিচারের বিষয়গুলোতে নিরলসভাবে সোচ্চার থেকেছে দৈনিক প্রলয় । পাশাপাশি সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া ও তরুণ প্রজন্মের ইতিবাচক কর্মকাণ্ডের চিত্রও সমান গুরুত্বের সাথে প্রকাশ করেছে।

    এক বছরের এই যাত্রায় পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের সহযোগিতা আমাদের প্রাপ্তি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে গেছি, পেয়েছি সাধারণ মানুষের আস্থা। সমালোচনা ও পরামর্শকে পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করে আমরা প্রতিনিয়ত নিজেদের উন্নত করতে সচেষ্ট থেকেছি।

    প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের কাছে শুধু উৎসব নয়—এটি নতুন অঙ্গীকার, নতুন দায়িত্ব ও নতুন যাত্রার সূচনা। ভবিষ্যতে আরও শক্তিশালী, আধুনিক ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশ ও জাতির পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। পাঠকের চাহিদা অনুযায়ী প্রযুক্তি নির্ভর সাংবাদিকতা, গবেষণাধর্মী প্রতিবেদন এবং জনসচেতনতামূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
    আমরা বিশ্বাস করি—পাঠকের ভালোবাসা ও আস্থাই আমাদের মূল শক্তি। আগামী দিনের পথচলায় এই আস্থা নিয়েই দৈনিক প্রলয় এগিয়ে যাবে নতুন আলোর পথে, নতুন অঙ্গীকারে।

  • পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে সুজানগরে জামায়াতের বিক্ষো-ভ মি-ছিল

    পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে সুজানগরে জামায়াতের বিক্ষো-ভ মি-ছিল

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পিআর পদ্ধতিসহ ৫দফা দাবিতে সুজানগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কে,এম,হেসাব উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই-আযম, উপজেলা জামায়াতের সেক্রেটারী (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর আমীর রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারী মকবুল হোসেন বকুল মাস্টার, উপজেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়ালিউল্লাহ বিশ্বাস, বায়তুল মাল সম্পাদক রাফি আহমেদ ফুল, উপজেলা ওলামা মাশায়েক বিভাগের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কলাণ ফেডারেশনের সভাপতি রস্তম আলী মোল্লা, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মাজেদ মাস্টার, উপজেলা ইসলামী ছাত্রশিবির নেতা আব্দুল মমিন ও হোসাইন প্রমুখ।
    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর ও পাবনা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে,এম হেসাব উদ্দিন বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন পিআর পদ্ধতিতে নির্বাচন। কেননা প্রত্যেকটি ভোটের মূল্যায়নের একমাত্র পন্থা হলো পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি নিয়ে গড়িমসি না করে প্রয়োজনে গণভোট দিয়ে পক্ষেবিপক্ষে জনমত যাচাই করুন। জুলাই সনদ বাস্তবায়নের পরেই নির্বাচন দিতে হবে। ফ্যাসিস্ট ও দোসরদের বিচার নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
    তিনি বলেন, জামায়াতে ইসলামী বরাবরই চেয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাক। কিন্তু দেখা যাচ্ছে, একটি রাজনৈতিক মহলের প্রভাব খাটানোর ফলে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। আমরা দাবি করছি, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচন দিতে হবে।
    অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দ্যেশে জামায়াত নেতা অধ্যাপক হেসাব উদ্দিন বলেন, কোনো সংকট তৈরি না করে জুলাই সনদের ভিত্তিতে আপনারা নির্বাচন অনুষ্ঠান করুন। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে আবারও ফ্যাসিজমের জন্ম হবে, আরেকটি হাসিনা সরকারের জন্ম হবে। বাংলার মানুষ আর ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলে গলা ও পুরুষাঙ্গ কে-টে হ-ত্যা

    নড়াইলে গলা ও পুরুষাঙ্গ কে-টে হ-ত্যা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে ইজিবাইক চালককে গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যা। নড়াইল সদর উপজেলায় আকবার মুন্সি নামে এক বৃদ্ধ ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যার অভিযোগ উঠেছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের একটি বাঁশ বাগানের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
    এ সময় লাশটি গাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল।
    নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • ধামইরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষো-ভ মি-ছিল ও সমা-বেশ অনুষ্ঠিত

    ধামইরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষো-ভ মি-ছিল ও সমা-বেশ অনুষ্ঠিত

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে জামায়াতে ইসলামীর ডাকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বিকেল ৪ টায় ধামইরহাট ফুটবল মাঠ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং আমাইতাড়া বাজারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা কামরুজ্জামান জুয়েল। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রিয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলার নায়েবে আমীর, ধামইরহাট-পত্নীতলা এলাকার এমপি প্রার্থী ইঞ্জিঃ এনামুল হক। আরও বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি, নওগাঁ জেলা যুব বিভাগের সভাপতি ও ধামইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ আহমেদ, নওগাঁ জেলা ওলামা বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক মাওলানা একেএম ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা নায়েবে আমীর সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ আতাউর রহমান, নায়েবে আমীর মাওলানা আমানুল্লাহ, নায়েবে আমীর আঃ আজিজ, উপজেলা সেক্রেটারি রেজোয়ান হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি আবু সালেহ মুসা মুন্না, ছাত্রশিবির ধামইরহাট উপজেলা সভাপতি আব্দুল্লা আল মামুন, হেরার কাফেলা সাহিত্য-সাংকৃতিক সংসদের প্রধান শিল্পি আঃ মুমিন। বক্তাগণ কেন্দ্রিয় কর্মসূচি অনুযায়ী ৫ দফা দাবি তুলে ধরেন এবং দাবির পক্ষে কঠোর হুসিয়ারি উচ্চারণ করেন।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।