Blog

  • পঞ্চগড়ে হাড় কাঁ/পানো শীত, তাপমাত্রা নেমেছে ৭.৫ ডিগ্রিতে

    পঞ্চগড়ে হাড় কাঁ/পানো শীত, তাপমাত্রা নেমেছে ৭.৫ ডিগ্রিতে

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :
    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি শীত মৌসুমে তাপমাত্রা আরও কমে নতুন করে তীব্র রূপ ধারণ করেছে। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসের কারণে জেলার স্বাভাবিক জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা।

    বুধবার (৭ জানুয়ারি) ভোর ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।

    এর আগের দিন মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার। মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।

    মঙ্গলবার ভোর থেকেই পুরো জেলা ঘন কুয়াশায় ঢেকে যায়। দুপুরের পর কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে বুধবার সকাল পর্যন্ত আবারও সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। মহাসড়কে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে দেখা গেছে।
    টানা শীত ও কুয়াশার প্রভাবে জেলার গ্রাম ও শহরের বিভিন্ন এলাকায় সকালবেলা কাজে বের হতে পারছেন না দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। অনেকেই কাজে যেতে দেরি করছেন। শীত নিবারণের জন্য ভোর থেকেই বিভিন্ন এলাকায় খড়কুটো, শুকনো পাতা ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ক্রমাগত ওঠানামা করছে। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

  • আয়কর রিটার্নে টাইপিং ভু/ল ছিল, আইনগতভাবে সংশো/ধন করা হয়েছে: সারজিস আলম

    আয়কর রিটার্নে টাইপিং ভু/ল ছিল, আইনগতভাবে সংশো/ধন করা হয়েছে: সারজিস আলম

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে অংশগ্রহণকারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম বলেছেন, মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্যে একটি অনিচ্ছাকৃত টাইপিং ভুল ছিল। বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে আইনগত প্রক্রিয়ায় সংশোধন করা হয়েছে।

    বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    সারজিস আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে তার হলফনামার তথ্য ও আয়কর রিটার্নে গরমিল নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা বিভ্রান্তিকর। তিনি জানান, অনিচ্ছাকৃতভাবে আইনজীবীর ভুলে ৯ লাখ টাকার স্থলে ২৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছিল।

    সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পেইড প্রোপাগান্ডা সেল থেকে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে গাড়িতে করে সহযোগিতা করেছি-এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন।

    একই সঙ্গে বিএনপির দিকেও অভিযোগ তুলে সারজিস আলম বলেন, বর্তমানে তাদের পক্ষ থেকেও নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তাদের লোকজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে, যা অতীতে আওয়ামী লীগ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

    নিজের পেশা সম্পর্কে সারজিস আলম বলেন, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত। কোনো ধরনের তথ্য গোপন করা হয়নি বলে দাবি করে তিনি বলেন, যা সত্য, সেটাই আমরা দেখিয়েছি।

    স্ত্রীর সম্পদ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, তিনি সদ্য বিবাহিত। তার স্ত্রী এখনো পড়াশোনা করছেন এবং গৃহিণী। কোনো ব্যবসা বা পেশার সঙ্গে তিনি যুক্ত নন।

  • গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অ/নিয়ম ও দুর্নী/তির অভিযোগ, ত/দন্তের দাবি

    গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অ/নিয়ম ও দুর্নী/তির অভিযোগ, ত/দন্তের দাবি

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের গোবরা রুস্তম আলী চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তাহমিনা আক্তারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।

    বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত করে, বিধি বহির্ভূতভাবে এক শিক্ষককে দীর্ঘমেয়াদি ছুটি প্রদান এবং এর বিনিময়ে ব্যক্তিগত সুবিধা গ্রহণের অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী অভিভাবকেরা।

    অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক নাহিদা আক্তার ২০২৩ সালের ১ অক্টোবর যোগদানের মাত্র তিন মাসের মাথায় দীর্ঘমেয়াদি শিক্ষা ছুটিতে যান। সরকারি বিধিমালা অনুযায়ী, কমপক্ষে দুই বছর চাকুরির বয়স না হলে এ ধরনের ছুটি পাওয়ার বিধান নেই। অভিযোগ রয়েছে, এই ছুটির অনুমতির বিনিময়ে নাহিদা আক্তারের বেতন-ভাতার একটা অংশ প্রধান শিক্ষক ও কয়েকজন কর্মচারী ভাগ করে নিচ্ছেন। এছাড়া আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যে, এই অনৈতিক সুবিধার বিনিময়ে প্রধান শিক্ষকের মেয়েকে নাহিদা আক্তারের স্বামীর মাধ্যমে ঢাকার একটি বিদ্যালয়ে চাকুরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
    অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এবং হাজিরা খাতায় স্বাক্ষর করে ব্যক্তিগত কাজে বাহিরে চলে যান। ইংরেজি শিক্ষকের অনুপস্থিতিতে লাইব্রেরিয়ান ও অন্য বিষয়ের শিক্ষকদের ‘প্রক্সি শিক্ষক’ হিসেবে দেখানো হয়েছে, যা বিধিবহির্ভূত। লাইব্রেরিয়ান অমিত বেপারী প্রক্সি দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন। অন্য এক শিক্ষক প্রক্সি দেওয়ার কথা স্বীকার করলেও টাকা নেওয়ার বিষয়টি এড়িয়ে গেছেন।

    অভিযুক্ত শিক্ষক নাহিদা আক্তার সাংবাদিকদের কাছে ছুটির বিষয়টি স্বীকার করে বলেন, কর্তৃপক্ষ তাকে ছুটি দিয়েছে। প্রধান শিক্ষকের মেয়ের চাকুরির বিষয়ে তিনি বলেন, তিনি আমাদের পরিচালিত স্কুলে সাময়িকভাবে কাজ করেছেন। তিনি প্রক্সি শিক্ষকদের টাকা দিয়েছেন বলে স্বীকার করেছেন।
    প্রধান শিক্ষক তাহমিনা আক্তার সাংবাদিকদের নিকট প্রক্সি শিক্ষক নিয়োগের কথা স্বীকার করলেও, এটি বিধি সম্মত কি না— এমন প্রশ্নে এড়িয়ে যান। তিনি দাবি করেন, প্রক্সি শিক্ষক থাকায় এটি পূর্ণাঙ্গ ছুটির আওতায় পড়ে না।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাংবাদিকদের জানিয়েছেন, প্রক্সি শিক্ষক দিয়ে ছুটি কাটানোর কোনো বিধান নেই। এছাড়া দুই বছর পূর্ণ না হলে দীর্ঘমেয়াদি শিক্ষা ছুটি দেওয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন। অনিয়মের এই খবরে ক্ষোভ প্রকাশ করে অভিভাবক ও এলাকাবাসী অবিলম্বে তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রু/হের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রু/হের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শহিদুল ইসলাম
    মহেশপুর (ঝিনাইদাহ) সংবাদদাতাঃ-

    ৬ ডিসেম্বর বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ফতেপুর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায এক দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ গোলাম ফারুক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র প্রধান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মহি, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আসলাম পার্ভেজ লিটন, ফতেপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ উমর আলী ভুইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, মীর মোঃ কবীর হোসেন, সজল মিয়া সহ ইউপির ৯ টি ওযার্ড বিএনপির সভাপতি সম্পাদক সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    শহিদুল ইসলাম
    মহেশপুর ঝিনাইদহ।।

  • র‌্যাব-১২ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে হ/ত্যা মামলার প/লাতক আ/সামী গ্রে/ফতার

    র‌্যাব-১২ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে হ/ত্যা মামলার প/লাতক আ/সামী গ্রে/ফতার

    প্রেস বিজ্ঞপ্তি।।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

    ১। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদী মোঃ মিনহাজ (৩৫), পিতাঃ মোঃ নুরুল হক, সাং-ঝলঝলী, ডাকঘরঃ পলাশবাড়ী, থানাঃ বীরগঞ্জ, জেলাঃ দিনাজপুর। ভিকটিম মোছাঃ রুপালী আক্তার (২৪), আসামীগণ (১) মোঃ হযরত আলী (২৮), পিতা-মোঃ গোলাম মোস্তফা, (২) মোঃ গোলাম মোস্তফা (৫৫), পিতা-সামছুল হক, (৩) মোছাঃ নুরুন্নাহার খাতুন (৪৫), স্বামী-মোঃ গোলাম মোস্তফা, (৪) হালিমা (২৬), পিতা-মোঃ গোলাম মোস্তফা, (৫) হেলেনা (২০) স্বামীঃ লিটন সর্ব সাং- চর তালতলা, ডাকঘরঃ শশুয়া-১৯৬০, থানাঃ ভুয়াপুর, জেলাঃ টাঙ্গাইল, (৬) শাহাজামাল মন্ডল (৭০), পিতা-অজ্ঞাত, (৭) মোছাঃ সখিনা বেগম (৬৫), স্বামী-শাহাজামাল মন্ডল, উভয় সাং-সিঙ্গারবিল হালদিয়া, ইউপি-কাওয়াকোলা, থানা ও জেলা-সিরাজগঞ্জ। উক্ত বাদীর ছোট বোন মোছাঃ রুপালী আক্তার (২৪) এর সহিত অনুমান ৫ বছর পূর্বে আসামী মোঃ হজরত আলী (২৮) এর ইসলামি শরীয়াহমতে বিবাহ হয়। বিবাহের পর হতে বাদীর বোন রুপালীকে তার স্বামী ও অন্যান্য আসামীগণ সহকারে প্রায়শই কারনে অকারনে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। গত ০৯/০৬/২০২৫ তারিখে সকাল অনুমান ১০০০ ঘটিকার উপরোক্ত আসামীগণ সহকারে ভিকটিমকে সঙ্গে করে সিরাজগঞ্জ সদর থানাধীন ০৮ নং কাউয়াখোলা ইউপি ওয়ার্ড নং-০৩ সিঙ্গার বিল হালদিয়া সাকিন ভিকটিম এর নানা শ্বশুড়ের বাড়ীতে বেড়াতে আসেন। পরবর্তীতে একই তারিখ ১৫:০০ ঘটিকায় ঘটনাস্থলের পাশের বাড়ীর এক লোক ভিকটিমের চাচীর নাম্বারে ফোন দিয়ে জানান যে, ভিকটিম পানিতে ডুবে মারা গেছে। এই সংবাদ পেয়ে বাদী ঘটনাস্থলে আসেন এবং ভিকটিম এর লাশ বাড়ীর উঠানে দেখতে পায়। বাদীর ধারণা উপরোক্ত আসামীগণ তার ছোট বোন রুপালীকে গত ০৯/০৩/২০২৫ তারিখ বেলা ১৪:০০ ঘটিকা হইতে ১৫:০০ ঘটিকার মধ্যে যেকোন সময়ে সিরাজগঞ্জ থানাধীন সিঙ্গাবিল হালদিয়া গ্রামস্থ বাদীর ছোট বোনের নানা শশুর এর বাড়ীতে হত্যা করে তার লাশ গুম করার উদ্দেশ্যে সিঙ্গা বিল হালদিয়া যমুনার শাখা নদীতে ফেলে দেয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-৩১, তারিখ-১০/০৬/২০২৫, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০।

    ২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ০৫ জানুয়ারী ২০২৬ খ্রিঃ, বিকাল ১৬.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানি এবং র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর যৌথ আভিযানিক দল ‘‘টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার লতিফপুর এলাকা’’ হতে হত্যা মামলার ২নং পলাতক আসামী মোঃ গোলাম মোস্তফাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ৩।গ্রেফতারকৃত আসামী ১। মোঃ গোলাম মোস্তফা (৫৫), পিতা- সামছুল হক, সাং- চর তালতলা, থানাঃ ভুয়াপুর, জেলাঃ টাঙ্গাইল

    ৪। গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

  • মুকসুদপুরে একাধিক মামলার আ/সামি আ. লীগ নেতা খলিলুর রহমান শেখকে আ/টক করেছে পুলিশ

    মুকসুদপুরে একাধিক মামলার আ/সামি আ. লীগ নেতা খলিলুর রহমান শেখকে আ/টক করেছে পুলিশ

    গোপালগঞ্জ প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার পলাতক আসামি খলিলুর রহমান শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে নাশকতার অভিযোগে আটক করেছে পুলিশ।

    মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির একটি দল মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে জলিরপাড় বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটককৃত খলিলুর রহমান শেখ উপজেলার ননীক্ষীর ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত নাসির উদ্দিন শেখের ছেলে।

    মুকসুদপুর থানা সূত্রে জানাগেছে, খলিলুর রহমানের বিরুদ্ধে দেশবিরোধী নাশকতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক কককমো. মনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, খলিলুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

  • তিস্তার চর এলাকায় পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে

    তিস্তার চর এলাকায় পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ দেশের সর্ব বৃহৎ সেচ প্রকল্প তিস্তায়
    বন্যা নেমে যাওয়ার পর তিস্তার পানি একটি নির্দিষ্ট গতিসীমার মধ্যে প্রভাবিত হয়।,এতে করে পানির গতিসীমার স্রোত ব্যবতিত দুই পার্শেই চর পরে যায়।
    তিস্তার চর এলাকায় ভুট্টা, গম, আলু মিষ্টি কুমড়া চাষের পাশাপাশি পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে কৃষকের।
    চর যেন, চর নয়, তিস্তার চর এলাকা এখন সোনালী শস্যে ভরা ক্ষেত।
    বর্ষা মৌসুমে তিস্তার বন্যায় ভেসে যায় ঘর বাড়ি, প্লাবিত হয় হাজার হাজার গ্রাম,, ভেসে যায় গবাদি পশু, হাঁস, মুরগি । অনেকেই হয় ভিটামাটি হারা।
    বর্ষার পর কার্তিক আর অগ্রহায়ণ মাসে তিস্তার চর এলাকায় ভুট্টা, গম,আলু পেঁয়াজ, রসুন , আদা সহ শীত কালীন বিভিন্ন রবি শস্য চাষের ধুম পরে যায়।
    কৃষকের মুখে হাসি। আনন্দ আর কান্না ঘীরে তিস্তার চরবাসী। বর্ষায় কান্না, কার্তিক আর অগ্রহায়ণ মাসে শীত কালীন রবি শস্য ভরা ক্ষেতে কৃষকের মুখে হাসি।
    তথ্য মতে নীলফামারী জেলার ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না জানান, চলমান মৌসুমে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ৭৬ হেক্টর জমি। উপজেলার তিস্তার চর এলাকা সহ কয়েকটি ইউনিয়নে সরকারী ভাবে মোট ৭৬ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করার জন্য কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ।

  • সলঙ্গায় নির্বাচনী উঠান বৈ/ঠক

    সলঙ্গায় নির্বাচনী উঠান বৈ/ঠক

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গা পরিষদ কার্যালয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল দুপুরে সলঙ্গা ইউনিয়ন পরিষদে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করণ এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে এ উঠান বৈঠক করা হয়।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা,৮ নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উঠান বৈঠকে বিস্তারিত বর্ণনা করেন।এ সময় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারক রফিকুল ইসলাম মন্টু,সকল ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • চারঘাটে ভেজাল গুড়ের কারখানায় অ/ভিযান

    চারঘাটে ভেজাল গুড়ের কারখানায় অ/ভিযান

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর ডালিপাড়া গ্রামে কিছু অসাধু ব্যবসায়ী খেজুরের রস না থাকলেও খেজুরের গুড় প্রস্তুত কৃত্তিম রঙ সুগন্ধ ও চিনি দ্বারা করছেন।

    গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।

    ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩, ৪৩ ধারা লংঘন করায় অসাধু ব্যবসায়ীদের মোবাইল কোর্টের মাধ্যমে ৩ কারখানা মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    উপজেলার মেরামতপুর ডালিপাড়া গ্রামের রাকিম এর ছেলে সেলিম আলীর বাড়িতে অভিযান চালিয়ে
    ভেজাল গুড় তৈরি করার অপরাধে ১০ হাজার টাকা, একই এলাকার মৃত হাতেম আলীর ছেলে বজলুর রহমানের বাড়িতে ৩০ হাজার টাকা ও বড়বড়িয়া গ্রামের আজাহার আলীর ছেলে আফতাবের বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    জনস্বার্থে ও সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যয় করেছেন উপজেলা প্রশাসন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • পঞ্চগড় পৌরসভায় সোলার লাইট প্রকল্পে অ/নিয়ম, দুদকের অ/ভিযান

    পঞ্চগড় পৌরসভায় সোলার লাইট প্রকল্পে অ/নিয়ম, দুদকের অ/ভিযান

    মোহাম্মদ বাবুল হোসেন জেলা প্রতিনিধি, পঞ্চগড়:
    পঞ্চগড় পৌরসভায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বাস্তবায়িত সোলার স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পে বাজার মূল্যের তুলনায় কয়েকগুণ বেশি দামে সরঞ্জাম ক্রয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
    মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয় পঞ্চগড় পৌরসভায় এ অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী।
    এনফোর্সমেন্ট টিম পৌরসভার প্রশাসক, নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রকল্পের বিভিন্ন ডকুমেন্টস পর্যালোচনা করেন।
    দুদক সূত্রে জানা যায়, প্রায় ৯৯ লাখ ৮৬ হাজার ৩২৪ টাকা ব্যয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মোট ৭৫টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।
    প্রাথমিকভাবে পর্যালোচিত রেকর্ডপত্রে দেখা যায়, প্রতিটি সোলার স্ট্রিট লাইট স্থাপনে ব্যয় দেখানো হয়েছে এক লাখ ৩৩ হাজার ১৫০ টাকা, যা বাজারমূল্যের তুলনায় অতিরিক্ত বলে অভিযোগ রয়েছে।
    অভিযানকালে দুদক টিম পৌরসভার চারটি ভিন্ন স্থান থেকে সোলার স্ট্রিট লাইট, সোলার প্যানেল ও ব্যাটারির মডেলের ছবি সংগ্রহ করে। এসময় স্থানীয় বাসিন্দারা কয়েকটি সোলার স্ট্রিট লাইট অকেজো অবস্থায় রয়েছে বলে জানান।
    দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয় সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল স্ট্রিট লাইটগুলে বাজার মূল্যের তুলনায় কয়েকগুণ বেশি দামে ক্রয় করা হয়েছে। আমরা রেকর্ডপত্রসহ কোন কোম্পানির লাইটগুলো বাস্তবে লাগানো হয়েছে- সেগুলোরও তথ্য সংগ্রহ করেছি, পরবর্তীতে ফিল্ডেও ভিজিট করেছি। আমরা কোম্পানির সঙ্গেও কথা বলবো। আমরা সার্বিক তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে কমিশনে পাঠাবো এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনি ব্যাবস্থা নিব।