Blog

  • শহী-দ মাহফুজের কবর জিয়া-রত করলেন মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

    শহী-দ মাহফুজের কবর জিয়া-রত করলেন মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধ:

    জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর এলাকায় পুলিশের গুলিতে শহীদ হওয়া ১০ম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমানের কবর জিয়ারত করেছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

    মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের বাইনতলা গ্রামে মাহফুজের পিতা আব্দুল মান্নান হাওলাদারকে সঙ্গে নিয়ে তাঁর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ।

    এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সমাজসেবা অফিসার গৌতম বিশ্বাস, বিআরডিবি কর্মকর্তা, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, খাদ্য কর্মকর্তা দ্রুব্য মন্ডল এবং আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

    পরে শহীদ মাহফুজসহ ‘জুলাই বিপ্লবে’ শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    কবর জিয়ারতের সময় মাহফুজের পিতা আব্দুল মান্নান ও মা বেগম বিবি কান্নায় ভেঙে পড়েন। আবেগঘন কণ্ঠে আব্দুল মান্নান বলেন,
    “আমার সন্তানসহ অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট তাড়িয়ে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। ওই আওয়ামী ফ্যাসিস্ট যেন আর এ দেশে ফিরতে না পারে সেদিকে সকলে খেয়াল রাখবেন।”

  • নলছিটির দুই জুলাই শ-হীদের কবরে পুস্পস্তবক অর্পন,দোয়া মো-নাজাত ও আ-লোচনা সভা

    নলছিটির দুই জুলাই শ-হীদের কবরে পুস্পস্তবক অর্পন,দোয়া মো-নাজাত ও আ-লোচনা সভা

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ০৫ আগস্ট গন অভ্যুত্থান দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে জেলার নয়জন শহীদের কবরে একযোগে সকাল নয়টায় পুস্পস্তবক অর্পন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে ৫ আগস্ট সকাল নয়টায় জুলাইতে শহীদ নলছিটির দুইজন শহীদ সেলিম তালুকদার এবং শহীদ নাঈম হোসেনের কবরে পুস্পস্তবক অর্পন ও দোয়া মোনাজাত করেছে জেলা প্রশাসনের প্রতিনিধি দল।কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সার্বিক খোজখবরও নেন তারা।

    এসময় শহীদ সেলিম তালুকদারের কবরস্থানে উপস্থিত ছিলেন তার পিতা সুলতান তালুকদার,জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান,স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম,নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:আবু সালেহ মোহাম্মদ ইফাদ ইশতিয়াক,পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম,উপজেলা প্রকৌশলী ইকবাল কবির সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা

    এবং শহীদ নাঈমের কবরাস্থানে পুস্পস্তবক অর্পন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল আমীন মোল্ল্যা,উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি,নলছিটি থানার পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম,রানাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম লাভলু সহ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    পুস্পস্তবক অর্পন শেষে ২০২৪ সালের জুলাই গন অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।দোয়া পরিচালনা করেন নলছিটি মডেল মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান।

    এছাড়াও এদিন সকাল এগারোটায় জেলা শিল্প কলা একাডেমিতে আলোচনা সভা ও জোহর নামাজ বাদ পৃথক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির ক-মিটিতে

    জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির ক-মিটিতে

    কে এম শহিদুল্লাহ,
    সুনামগঞ্জ প্রতিনিধি:
    আওয়ামী সরকার পতনের পর সুনামগঞ্জের জামালগঞ্জের আওয়ামীলীগ কর্মী জিয়াউর রহমান জিয়া বিএনপির কমিটিতে যোগদান করেছেন। গত ১৫ বছর আওয়ামী লীগের গুনগান গেয়ে সব ধরনের সুবিধা ভোগ করে এবার বিএনপির দলে যোগদান করে কমিটির মধ্যে জায়গা করে নিচ্ছেন অনেকে। যার মধ্যে অন্যতম রয়েছেন সাবেক আওয়ামী লীগের সক্রিয় কর্মী জামালগঞ্জ উপজেলাধীন উত্তর কামলা বাজ গ্রামের বাসিন্দা মোঃ হারিছ মিয়ার পুত্র ১৫ বছরের আওয়ামী লীগের সক্রিয় কর্মী জিয়াউর রহমান জিয়া। আওয়ামী লীগ সরকার পতনের পর নিজের রুপ পাল্টিয়ে বনে গেছেন বিএনপি নেতা। বর্তমানে তিনি গত ৩১/৭/২০২৫ইং তারিখে জামালগঞ্জ উপজেলার ০৬নং উত্তর ইউনিয়ন বিএনপির (শংশোধিত) আহব্বায়ক কমিটির সদস্য হিসেবে কমিটিতে তালিকাভুক্ত হন। তার এই রুপ বদলের ডিগবাজি দেখে হতভঙ্গ হয়ে অবাক হন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা? তাকে নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়।
    জানা যায় জিয়ার আপন মামা মোহাম্মদ আলী,জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকাকালীন সময়ে সুনামগঞ্জ -১ আসনের আওয়ামী লীগের বিতর্কিত এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে মামা সম্বোধন করে তার পরিবারের সদস্যরা সকল সুযোগ সুবিধা নিয়েছেন । এছাড়াও পরে যখন ঐ আসনে নৌকার প্রার্থী হিসেবে এডভোকেট রঞ্জিত সরকার আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পান তখন জিয়াউর রহমান জিয়া ও তার সহোদর দুই ভাই শহিদুল ইসলাম ও আতাউর রহমান নৌকার পক্ষে প্রতিটি নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভাবে সরাসরি অংশগ্রহন করেন।
    শুধু তাই নয় বিগত সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী এডভোকেট রঞ্জিত সরকার এর পক্ষে তাদের নিজ সেন্টারে নৌকা মার্কার প্রার্থীকে বিপুল পরিমাণ ভোট দিয়ে পাশ করানোর জন্য চ্যালেঞ্জ করেন এবং সেই নির্বাচনে নৌকার প্রার্থী রঞ্জিত সরকার বিজয়ী হন। এমপি হওয়ার পর এডভোকেট রঞ্জিত সরকার হয়ে যায় তাদের পারিবারিক সম্পর্কের আত্মীয়। আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন ১৫ বছর আওয়ামী লীগের এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সুসম্পর্ক স্হাপন করে আওয়ামী লীগের প্রতিটি মিটিং মিছিলসহ সকল কার্যক্রমে অংশগ্রহণ করেন দল বদলের রুপকার জিয়াউর রহমান জিয়া ও তার ভাইয়েরা।অন্যদিকে বিগত দিনে বিএনপির কোন কার্যক্রমে তাদের পাওয়া যায়নি? তার এই রুপ বদলের কারণ জানতে চাইলে
    জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মোহন জানান ২০১৩ সালে ঘরে ঘরে ঘুরেও বিএনপির কমিটিতে আসার জন্য লোক পাইনি ? আওয়ামী লীগের ভয়ে কেউ বিএনপিতে যোগদান করতে এগিয়ে আসেনি। আমরা জেল জুলুম তোয়াক্কা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করি। এখন বিএনপির ভাল সময়ে কিছু সুযোগ সন্ধানী আওয়ামী ফ্যাসিবাদী কিছু দালালরা ছদ্মবেশে বিএনপির কমিটিতে যোগদান করছে। তাদের মধ্যে জামালগঞ্জ ৬নং উত্তর ইউনিয়নের জিয়াউর রহমান জিয়ার নাম উঠেছে? আমি জেলা কমিটির কাছে দাবী জানাই এদের মতো চোদ্দবেশিদের যেন তদন্তের মাধ্যমে সাংগঠনিক ভাবে কমিটি থেকে বহিষ্কার করে বিএনপি দলকে সুসংগঠিত করেন এবং ত্যাগী নেতা কর্মীদের কমিটিতে সুযোগ দেওয়া হয়l
    এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমার জানা নেই এখন শুনেছি, তবে আওয়ামী লীগের সাথে জিয়াউর রহমান জিয়ার সম্পৃক্ততার সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।##

  • মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় কামিল হাদীস বিভাগের স-বক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় কামিল হাদীস বিভাগের স-বক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    এস.এম. সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি :
    বাগেরহাটের মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার আয়োজনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কামিল (হাদীস বিভাগ) শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিল আজ অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাদীস বিষয়ক সবক প্রদান করেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সালেহ সাহেব, সাবেক অধ্যক্ষ, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আব্দুর রহমান, অধ্যক্ষ, নেছারিয়া কামিল মাদ্রাসা, খুলনা এবং আলহাজ্ব হযরত মাওলানা আবু বক্কার মোহাম্মদ আব্দুল্লাহ, সাবেক অধ্যক্ষ, আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসা।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা ড. মোঃ রুহুল আমীন খান, অধ্যক্ষ, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা।

    ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে কামিল হাদীস বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত অতিথিদের মূল্যবান নসিহত ও দোয়ার মাধ্যমে অনুপ্রাণিত হন।#** ছবি সংযুক্ত আছে।

    #

  • বৈষম্য বিরো-ধী ছাত্র-জনতার আন্দোলনে নিহ-ত ৪ শহী-দের ক-বর জি-য়ারত করলো শ্রীপুর উপজেলা প্র-শাসন 

    বৈষম্য বিরো-ধী ছাত্র-জনতার আন্দোলনে নিহ-ত ৪ শহী-দের ক-বর জি-য়ারত করলো শ্রীপুর উপজেলা প্র-শাসন 

    জিল্লুর রহমান,
    মাগুরা প্রতিনিধি 

    মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই ছাত্র-জনতার আন্দোলনে উপজেলার নিহত ৪ শহীদের কবর জিয়ারত করা হয়েছে। মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ শাহরিয়ার সোহান, মুত্তাকিন বিল্লাহ, ফরহাদ হোসেন ও আসিব ইকবালের কবর জিয়ারতের সময় তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুল হক, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমির এমবি বাকের, মাগুরা জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল আমিন পাপন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকৌশলী কর্মকর্তা প্রসেনজিৎ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির, ওসি তদন্ত আবু বক্কর সিদ্দিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

     এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন শ্রীপুর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মো. লিয়াকত আলী।

  • ৫ আগস্টের চে-তনায় তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলেছে বিএনপি

    ৫ আগস্টের চে-তনায় তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলেছে বিএনপি

    শহিদুল ইসলাম,
    বিশেষ প্রতিনিধিঃ

    ছাত্র-জনতার রক্তে অর্জিত ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের রাংগুনিয়ায় বিজয় র‍্যালি ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার ইছাখালী থেকে রোয়াজার হাট সড়ক পর্যন্ত র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

    র‍্যালিতে নেতৃত্ব দেন রাংগুনিয়া-৭ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর সন্তান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজামুল হক তপন, ইলিয়াস সিকদার ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ভিপি আনছুর উদ্দিন।

    র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় ইলিয়াস সিকদার বলেন, “ছাত্র-জনতা তাদের তাজা রক্ত দিয়ে ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে বিজয় এনেছে। এই অর্জন বৃথা যেতে দেওয়া যাবে না। দিনটিকে স্মরণীয় করে রাখতে হবে প্রতিটি প্রজন্মের কাছে।”

    ছাত্রদল নেতা ভিপি আনছুর উদ্দিন বলেন, “৫ আগস্টে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করছি। আহতদের প্রতিও রইল আমাদের সহমর্মিতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

    আরও উপস্থিত ছিলেন—রাংগুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. পারভেজ, কলেজ শাখার সহ-সভাপতি মোহাম্মদ ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী, ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর, সদস্য সচিব হেলাল আহমদ, যুগ্ম আহ্বায়ক গাজী নাজিম উদ্দিন, রায়হান, কুদ্দুস, জিসাস কমিটির যুগ্ম সচিব জসিম সিকদার, ছাত্রদলের মোজাম্মেল হক মানিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোহা, চন্দ্রঘোনা যুবদলের শওকত, আবছার, তৈয়ব, আমিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।

  • শ্রীপুরে সাব-রেজিস্ট্রারের বিরু-দ্ধে অ-নিয়ম ও দূ-র্নীতির অ-ভিযোগ

    শ্রীপুরে সাব-রেজিস্ট্রারের বিরু-দ্ধে অ-নিয়ম ও দূ-র্নীতির অ-ভিযোগ

    জিল্লুর রহমান,
    মাগুরা প্রতিনিধি :

    মাগুরার শ্রীপুর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। শ্রীপুর সাব-রেজিস্ট্রার শুভ্রা রানী বাড়ৈ এর বিরুদ্ধে এ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলেছে সাব রেজিস্ট্রার অফিসে আসা ভোগান্তির শিকার গ্রাহকেরা।

    সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, শুভ্রা রানী বাড়ৈ সাব রেজিস্ট্রার অফিসে যোগদানের পর থেকেই সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করেই নিজের মনগড়া আইন দিয়ে সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। ফলে একাধারে সরকার যেমন বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে, অপরদিকে চরম ভোগান্তিতে পড়ছে জমি ক্রেতা-বিক্রেতারা।

    অনুসন্ধানে জানা যায়, সাব রেজিস্ট্রার পদে যোগদানের পর থেকেই তিনি ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়ে কোন জমি রেজিস্ট্রি করছেন না। ফলে সরকারি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। দলিলকৃত দলিল প্রতি ১০০০ টাকা ও প্রতি লাখ টাকা পনে ৮ হাজার টাকা উৎকোচ না দিলে তিনি উক্ত দলিল রেজিস্ট্রি করেন না। এছাড়াও এনআইডি কার্ড ও পর্চায় নামের বানান ভুল থাকলে বিজ্ঞ আদালতের এফিডেভিট থাকা সত্বেও উৎকোচ না দিলে তিনি সে দলিলও রেজিস্ট্রি করেন না।

    এ ব্যাপারে কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা হলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, নাম বললে আমাদের দলিল রেজিস্ট্রি হবে না। কিন্তু তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সত্য। আমরা উক্ত কর্মকর্তার এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

    এ বিষয়ে জানতে সাব রেজিস্টার শুভ্রা রানী বাড়ৈকে মুঠোফোনে বারবার চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • জেলা বা-পার সভাপতির এলপিজি স্টেশনসহ চার ফিলিং স্টেশনকে জ-রিমানা

    জেলা বা-পার সভাপতির এলপিজি স্টেশনসহ চার ফিলিং স্টেশনকে জ-রিমানা

    পঞ্চগড় প্রতিনিধি :

    পঞ্চগড়ের বোদা উপজেলায় ওজনে কম দেওয়াসহ এক্সপ্লোসিভ অ্যাক্ট এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের বিভিন্ন বিধি লঙ্ঘনের দায়ে চারটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ফুয়াদ। অভিযানকালে তাকে সহায়তা করে বোদা থানা পুলিশের একটি দল।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ফুয়াদ বলেন, “বিভিন্ন পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করে ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে এক্সপ্লোসিভ অ্যাক্ট ও পরিমাপ আইনের নানা বিধি লঙ্ঘনের বিষয়েও অভিযোগ উঠেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

    জরিমানা পাওয়া চারটি ফিলিং স্টেশন হলো: কাশ-রদ এলপিজি ফিলিং স্টেশন – The Explosive Act, 1884 এর Section 5(3) ধারায়, নর্দান এলপিজি ফিলিং স্টেশন – The Explosive Act, 1884 এর Section 5(3) ধারায়, মেসার্স শাবাব ফিলিং স্টেশন – ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারায় এবং মেসার্স জান্নাত ফিলিং স্টেশন – ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারায় জরিমানা করা হয়।

    এ বিষয়ে কাশ-রদ এলপিজি স্টেশনটির মালিক এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল খায়েরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আসেন সরাসরি সাক্ষাতে কথা বলি এ বলে মোবাইল এর সংযোগ বিচ্ছিন্ন করেন।”

  • পঞ্চগড়ে খড়ির ঘরে জ-বাই করা বৃ-দ্ধার লা-শ উ-দ্ধার 

    পঞ্চগড়ে খড়ির ঘরে জ-বাই করা বৃ-দ্ধার লা-শ উ-দ্ধার 

    পঞ্চগড় প্রতিনিধি :

    পঞ্চগড়ে রফিকুল ইসলাম ডুবু (৭৪)নামের এক বৃদ্ধ পাহারাদারকে জবাই করে খুন করেছে দূর্বৃত্তরা।মঙ্গলবার (৫ আগষ্ট)সকালে সদর উপজেলার টুনিরহাট বাজারে এ ঘটনা ঘটে।নিহত রফিকুল ইসলাম বাহাদুর নারায়নী দক্ষিণ টুনিরহাট এলাকার মৃত মহিরউদ্দিনের ছেলে।তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

    অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো:শইমি ইমতিয়াজ জানান,লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ করছে। আশা করছি খুব দ্রুত সময়ে খুনের সাথে জরিতদের আটক করতে পারব।

    স্থানীয়রা বলেন,রফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় সোমবার রাতেও মাজেদুল ইসলামের খড়ির ঘরের পাহাড়াদার ছিলেন।মঙ্গলবার সকালে কাঠুরিয়া বাচ্চা, কাঠ কাটতে আসে বৃদ্ধের গলাকাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করে।পরে লোকজন ছোটাছুটি করে আসে পুলিশে খবর দেয়।

    পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছেন।

    স্থানীয়দের ধারনা কোন অপরাধ ঢাকতে রফিকুল ইসলামকে হত্যা করা হয়েছে।তবে জুয়া খেলার সাথে জরিত থাকতেন তিনি।

  • গ-ণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মোংলায় বিএনপির বিজয় র‍্যালি সমা-বেশ

    গ-ণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মোংলায় বিএনপির বিজয় র‍্যালি সমা-বেশ

    মোংলা প্রতিনিধি:
    ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মোংলায় বিএনপি বিজয় র‍্যালি ও সমাবেশ করেছে। পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শ্রমিক সংঘ চত্বর থেকে এ বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের শ্রমিক সংঘ চত্বরে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত বিজয় সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।
    সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অনেক বিএনপির নেতা-কর্মীরাও শহীদ হয়েছেন। সুতরাং এ অর্জন আমাদের সকলেরই। ২৪-এর জুলাইয়ে আমাদের তরুণরা রক্তস্নাত এ পলল ভূমিতে মুক্তির বীজ বপণ করেছে। দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছে জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ মৃত্যুই সেখানে শেষ কথা নয়।

    ‘মাতৃভূমি অথবা মৃত্যু–সময়ের সাহসী এ অঙ্গীকারকে ধারণ, পালন ও লালন করেই আমাদের তরুণরা সাফল্যের এক মহাকাব্য রচনা করেছে জুলাইয়ে। ফ্যাসিস্ট আরোপিত কালচারাল হেজিমনির ফ্রেম ভেঙে দিয়ে দেশজ সংস্কৃতির বিকাশ ঘটাতে বাংলাদেশের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই সাথে এই অর্জনকে ধরে রাখতে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। এ বিজয় র‍্যালি ও সমাবেশে কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।