Blog

  • বগুড়ার পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গ-ণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    বগুড়ার পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গ-ণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    জি এম রাঙ্গা :

    বগুড়া: বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে। এ দিবস পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ৫ আগষ্ট আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুহাঃ সুজন শাহ-ই ফজলুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জুলাই গনঅভ্যুত্থান সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর চিত্ত রঞ্জন মিশ্র। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান ও টিএমএসএস এর উপদেষ্টা বিশ্ববিদ্যালয়েরর রেজিস্ট্রার প্রফেসর আনসার আলী তালুকদার। বক্তারা গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং বর্তমান প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। টিএমএসএস-এর শিক্ষা সেক্টরের অধীন পরিচালিত বিশ্ববিদ্যালয় কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং টিএমএসএস-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও বর্তমান তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজ সেবক বিসিএল গ্রুপের এমডি টি.এম আলী হায়দার। তিনি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান’র ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন “এই অভ্যুত্থান ছিল বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ কীভাবে একটি জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে, তা এই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে। তিনি আরও বলেন “নতুন প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে জুলাই গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনাগুলো থেকে আমাদের অনুপ্রেরণা নিতে হবে। টি.এম আলী হায়দার তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে হবে। প্রধান অতিথি পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন “গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে এই অভ্যুত্থান এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। এমন ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সচেতন থাকা কতটা জরুরি।” তিনি আরও বলেন, এই দিবস উদযাপনের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও ইতিহাস সচেতনতা বৃদ্ধি করা। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম-এর একান্ত সচিব সার্বিক মো. ফেরদৌস রহমান। বক্তারা তাঁদের বক্তব্যে সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, জনগণের দুর্বার আন্দোলন এবং এর ফলে অর্জিত সাফল্য নিয়ে গভীর আলোচনা করেন। শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মকে একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।

  • বগুড়ায় গাক-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

    বগুড়ায় গাক-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

    জি এম রাঙ্গা :

    বগুড়া: জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বগুড়ার বনানীর প্রধান কার্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।সংস্থার পক্ষ থেকে দেশজুড়ে সদস্যের মধ্যে গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার, ৫ আগস্ট, গাক-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি আজ আমাদের সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রতিটি সদস্যের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং তাদের বাড়ির আঙিনায় সবুজায়নের মাধ্যমে পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা।’ তিনি আরও জানান, মাসব্যাপী এই কর্মসূচিতে সারা দেশের গাক-এর লক্ষাধিক সদস্যদের মধ্যে সকল শাখার মাধ্যমে ফলজ, বনজ ও ঔষধি এই তিন ধরনের গাছের মোট চারটি করে চারা সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে গাক-এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের তাপমাত্রা কমাতেও সহায়তা করে। এই কর্মসূচি গাক-এর সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ। আমরা আশা করি, আমাদের সদস্যরা এই চারাগুলো সযত্নে পরিচর্যা করে বড় করে তুলবেন, যা আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে।’ এছাড়াও অনুষ্ঠানে যুগ্ম পরিচালক মোঃ রবিউল ইসলাম এবং সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার বক্তব্য প্রমুখ বক্তব্য দেন। তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা শুধু গাছ বিতরণ করছি না, বরং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে জনগণকে সরাসরি সম্পৃক্ত করছি। একটি গাছ যেমন আমাদের পুষ্টির চাহিদা মেটায়, তেমনই এটি কার্বন শোষণ করে বাতাসকে বিশুদ্ধ রাখে। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুবিধাভোগী সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতীকী হিসেবে ২ শতাধিক সদস্যের হাতে বিভিন্ন জাতের ৪টি করে গাছের চারা তুলে দেওয়া হয়। গাক আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে সবুজ বনায়ন বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একটি ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

  • পুঠিয়ায় গ-ণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলো-চনা সভা ও আনন্দ মিছিলের  

    পুঠিয়ায় গ-ণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলো-চনা সভা ও আনন্দ মিছিলের  

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

     পুঠিয়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়। পুঠিয়া উপজেলা চত্ত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে উপজেলার মহাসড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও ২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম। পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রী কমিটির অন্যতম সদস্য বুবক্কর সিদ্দিক সভাপতিত্বে বক্তব্য  রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম মিন্টু, সাবেক পৌর মেয়র ও সাবেক পৌর বিএনপির সভাপতি আসাদুল ইসলাম আসাদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু হায়াত, উপজেলা বিএনপির সদস্য সচিব এনতাজুল ইসলাম বাবু, কৃষক দলের আহবায়ক রিপন রেজা, সদস্য সচিব মাহাবুবুর রহমান, সেচ্ছাসেবক দলের  ওয়াসিম আলী, জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন, যুবদলের মাসুদ রানা, ছাত্রদলের হুমায়ন কবির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, রাকিব চেয়ারম্যান। 

    এছাড়াও পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।

    মাজেদুর রহমান (মাজদার) 
    পুঠিয়া, রাজশাহী।

  • কালকিনিতে জুলাই গ-ণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বিএনপি’র স-মাবেশ

    কালকিনিতে জুলাই গ-ণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বিএনপি’র স-মাবেশ

    রতন দে,মাদারীপুরপ্রতিনিধিঃ
    মাদারীপুরের কালকিনিতে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বেলা ১২ টায় উপজেলার ডাকবাংলা মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র গণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। মঞ্চে বিশেষ বক্তব্য রাখেন গণঅভ্যুত্থানের নিহত শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সদস্য সচিব মাহবুব মুন্সী সহ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ। সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতা তালুকদার খোকন এর নেতৃত্বে একটি বিজয় র‍্যালি বের করা হয়। এ সময় র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা ভবনের সামনে এসে শেষ হয়।

  • সলঙ্গায় গ-ণঅভ্যুথান দিবস পালিত

    সলঙ্গায় গ-ণঅভ্যুথান দিবস পালিত

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    জুলাই গণঅভ্যুথানে নিহতদের কবরে শ্রদ্ধাঞ্জলী,গণমিছিল,বিজয় মিছিল,আলোচনা সভা,দোয়াসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে আজ মঙ্গলবার সলঙ্গায় গণঅভ্যুথান দিবস পালিত হয়।এ উপলক্ষ্যে সলঙ্গা থানা জামায়াত,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে কর্মসুচী পালন করেন।সলঙ্গা থানা শাখা জামায়তের উদ্যোগে সলঙ্গা ডিগ্রী কলেজ  জামে মসজিদ হতে বাদ আছর গণমিছিল বের করা হয়।সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীদের দোয়া,আলোচনা সভা ছাড়াও উৎসব মুখর পরিবেশে নানা কর্মসুচী পালিত হয়।অনুরুপ ভাবে সলঙ্গা ডিগ্রী কলেজ,সলঙ্গা ফাজিল মাদ্রাসা,সলঙ্গা মহিলা কলেজ,সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়,সলঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়,দাদপুর জি.আর ডিগ্রী কলেজ,ফুলজোড় ডিগ্রী কলেজসহ থানার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গণঅভ্যুথান দিবস পালন করেন।এ ছাড়াও জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সলঙ্গা থানা শাখার আয়োজনে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আছর শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

  • সুন্দরগঞ্জে  ডাক্তার দেখা-নোর কথা বলে  বাবাকে নিয়ে গিয়ে ২ মেয়ে লি-খে নি-লেন ৫ বিঘা জমি

    সুন্দরগঞ্জে  ডাক্তার দেখা-নোর কথা বলে বাবাকে নিয়ে গিয়ে ২ মেয়ে লি-খে নি-লেন ৫ বিঘা জমি

    আনিসুর রহমান আগুন।।

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাবাকে ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে এসে ২ মেয়ে দলিল করে নিলেন ৫ বিঘা জমি।

    পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় গ্রামের মৃত এছার উদ্দিনের ছেলে বৃদ্ধ আবুল হোসেন (৮০)কে তারই দুই মেয়ে পারুল বেগম ও জবা বেগম গত মাসের ৩/০৭/২৫ইং তারিখে স্বামীর বাড়ি হতে এসে ডাক্তার দেখানো কথা বলে সুন্দরগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে নিয়ে যায়। পরে মেয়ে পারুল বেগম তার স্বামী হায়দার আলী ও মেয়ে জবা বেগম তার স্বামী মঞ্জু মিয়ার সহায়তায় সুকৌশলে পিতা আবুল হোসেনের নিকট দুটি দলিল করে নেন। যার প্রথম দলিল নং ৪৮৯৫, তারিখ- ০৩/০৭/২৫ ইং, জমির  ৮৪ শতক। দ্বিতীয় দলিল নং- ৪৮৯৬, তারিখ- ০৩/০৭/২৫ ইং, জমির পরিমাণ-১০২ শতক। এদিকে বৃদ্ধ আবুল হোসেনের একমাত্র ছেলে ৫ জন কন্যা সন্তান রেখে মারা যান। ছেলের অনুপস্থিতিতে দাদা আবুল হোসেন ৫ নাতনির যাবতীয় দায়িত্ব নেন। বয়সের ভারে আবুল হোসেন খুবই ক্লান্ত ও অসুস্থ। এই অসুস্থতাকে কাজে লাগিয়েই মেয়ে জামাইরা সব জমিজমা লেখা নিয়ে তাকে বৃদ্ধ বয়সে নিঃস্ব করে ফেলেছে।  এনিয়ে ভুক্তভোগী আবুল হোসেনের সাথে কথা বলতে গেলে তিনি কিছুই জানেন না ছাড়া আর কোন কথা বলতে পারেন না। এব্যাপারে তার ২ নাতনি কেঁদে কেঁদে বলেন, আমাদের বাবার অনুপস্থিতিতে দাদাই আমাদের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু আজকে ফুফিফুফারা দাদার অক্ষম বয়সে বাড়িভিটেসহ সব জমি লিখে নিয়েছে। এখন আমাদের কি হবে? এখনও আমাদের বিয়েও হয়নি। আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেছে এখন আমরা কোথায় যাব? কি হবে আমাদের ভবিষ্যৎ। এছাড়া আবুল হোসেনের আরও মৃত মেয়ের ঐশী নামে এক কন্যা সন্তান আছে। তারও ভবিষ্যৎ অন্ধকার। বিষয়টি নিয়ে আদালতে দলিল রদের মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। আবুল হোসেনের ছেলের ৫ কন্যা ও মৃত মেয়ের ১ কন্যা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জমির দলিল ফেরতের জন্য সহযোগিতা কামনা করছেন।

  • কুমিল্লায় জুলাই গ-নঅভ্যুত্থান দিবস পা-লন

    কুমিল্লায় জুলাই গ-নঅভ্যুত্থান দিবস পা-লন

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন, 

    জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নানা আয়োজনে কুমিল্লায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’।

    আলোচনা সভা, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচিতে মুখর ছিল পুরো জেলা।

    মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নগরীর উত্তর রামপুর এলাকায় ২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।

    জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার নাজির আহম্মেদ খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সভাপতি আবু রায়হান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    আলোচনা সভায় বক্তারা বলেন, “২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিবাদের এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা ন্যায় ও অধিকার নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি।”

    অনুষ্ঠান শেষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

    এদিকে বিকালে অলোচনা ও বিজয় র‌্যালীর আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন সংগঠন ও ছাত্র শিবিরের পক্ষ থেকে। 

    জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পৃথক কর্মসূচিতেও দিনব্যাপী কুমিল্লা ছিল উদ্দীপ্ত ও উৎসবমুখর।

  • চারঘাট জামায়াতের উদ্যোগে গ-নঅভ্যুথানের প্রথম বার্ষিকী উপলক্ষে গ-ণমিছিল অনুষ্ঠিত

    চারঘাট জামায়াতের উদ্যোগে গ-নঅভ্যুথানের প্রথম বার্ষিকী উপলক্ষে গ-ণমিছিল অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর চারঘাট উপজেলার উদ্যোগে জুলাই-আগষ্ট গনঅভ্যুথানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (০৩ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় সরদহ সরকারী কলেজ মাঠ হতে -চারঘাট বাজার হয়ে উপজেলা গেট পর্যন্ত হাজার হাজার বিভিন্ন শ্রেণী-পেশার জনতার স্বতঃফুর্ত অংশগ্রহণে এই ঐতিহাসিক গণমিছিল সফল ভাবে শেষ হয়।

    চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা নায়েবে আমীর মোঃ মইনুল হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ শোয়েব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ মোঃ শফিকুল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফেল রানা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব মোঃ তরিকুল ইসলাম।

    আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল্লাহ, উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং পৌরসভা ও ইউনিয়ন সমূহের আমীর, সভাপতি ও সেক্রেটারি গণ সহ উপজেলা জামায়াত ও শিবিরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও জনসাধারণ।

    উক্ত গণমিছিলে প্রধান অতিথি সহ অতিথিবৃদ্ধ বলেন, ২০০৮ সালের ১/১১ এর কুশীলবদের মাধ্যমে ক্ষমতায় বসে ফ্যাসিবাদি শক্তি। ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন ২০২৪ সালে একদলীয় ডামি নির্বাচনের পাশাপাশি বিচারব্যবস্থা, প্রশাসন, আইন-অঙ্গনসহ সরকারী সকল প্রতিষ্ঠান দলীয় করনে মেধাবীদের বাদ দিয়ে মেধাহীন আওয়ামী রাষ্ট্র গঠনের প্রচেষ্টা করা হয়। যা ছাত্ররা না মেনে প্রতিবাদ করে এবং তা গণবিপ্লবে রূপ নেই।

    অতিথিবৃন্দ বলেন, ফ্যাসিবাদী সরকার তার গদি টিকিয়ে রাখার জন্য যে অমানবিক নির্যাতন করেছে আমরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। জুলাই-আগস্টে শহীদদের সর্বোচ্চ ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করে মহান রবের নিকটে তাদের শাহাদাত কবুলিয়াত কামনা করার পাশাপাশি এই গনঅভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্যে দোয়া করেন।

    প্রধান অতিথি জুলাই-আগষ্টের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চেতনা বুকে লালন করে দেশের স্বাধীনতা ও সারভৌমত্ব রক্ষায় আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সকলের জন্য মহান রবের নিকট কল্যান কামনা করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট,রাজশাহী।

  • জুলাই গ-নঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    জুলাই গ-নঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
    জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলায় অংশ নেন প্রাক্তন ফুটবলার, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
    জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রীতি ম্যাচের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাইফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোঃ আফাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল,
    এডহক কমিটির সদস্য আহসান উল্লাহ স্বপন, আরিফ খান, খালেদ সাইফুল্লাহ, মাহির তাজওয়ার ওহি।
    প্রীতি ফুটবল ম্যাচে লাল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সবুজ দলের অধিনায়ক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। কাকভেজা বৃষ্টিতে খেলায় মেতে উঠেন বিভিন্ন পেশার এ মানুষেরা।

  • শার্শার রুদ্রপুর ৫ ই আগষ্ট গ-নঅভ্যুত্থান দি-বস পালন

    শার্শার রুদ্রপুর ৫ ই আগষ্ট গ-নঅভ্যুত্থান দি-বস পালন

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৫ ই আগষ্ট গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিবসের সুচনা করা হয়।

    পরে সাবেক সেনা সদস্য আবুল হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসেন মন্টু, কায়বা ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, ওয়ার্ড বিএনপির সদস্য ইনছান আলী, হাসান সর্দার, নাসির উদ্দীন মিন্টু,, আলী হোসেন, রবিউল হোসেন, আসাদুজ্জামান খোকা সহকারী শিক্ষক ফিরোজা খাতুন, উঞ্জিলা খাতুন ও আব্দুর রব প্রমুখ।

    সব শেষে রাষ্ট্র্রের কল্যানে ও শহীদদের স্মরনে বিশেষ মোনাজাত করা হয়।