Blog

  • পাইকগাছায় শারদীয় দূর্গাপূজা সফল করার লক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃ-বৃন্দের সাথে ম-তবিনিময় সভা

    পাইকগাছায় শারদীয় দূর্গাপূজা সফল করার লক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃ-বৃন্দের সাথে ম-তবিনিময় সভা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ।।

    খুলনার পাইকগাছায় শারদীয় দূর্গাপূজা সফল করা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে খুলনা-৬ আসনের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুরে উপজেলার সরল কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুরঞ্জন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রতাশী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক। মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট দিপংকর সাহা, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুরাম মন্ডল, উজ্জ্বল বিশ্বাস, গোলক চন্দ্র সরকার, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, ইদ্রিস শেখ ও তেজেন্দ্র নাথ মন্ডল।

    ইমদাদুল হক
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় পুলিশের অ-ভিযানে ৪৭ পিচ ইয়া-বাসহ গ্রে-প্তার এক

    পাইকগাছায় পুলিশের অ-ভিযানে ৪৭ পিচ ইয়া-বাসহ গ্রে-প্তার এক

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি ।।

    খুলনার পাইকগাছা কপিলমুনি ফাঁড়ি পুলিশের অভিযানে ৪৭ পিচ ইয়াবাসহ এক জনকে আটক করেছে পুলিশ।শনিবার সকালে উপজেলার কপিলমুনি পুলিশ ফাঁড়ির এএসআই শাহিনুর রহমান ও পুলিশ সদস্য মো. জুয়েল রানা দুর্গাপূজা উপলক্ষে টহলের সময় কপিলমুনি ইউপির উত্তর নাজিরপুর গ্রামের রশিদ ফকিরের ছেলে ইয়াবা ব্যবসায়ী ফয়সাল ফকির (২০) কে ৪৭ পিচ ইয়াবাসহ আটক করে।

    এএসআই শাহিনুর রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষে থানা ওসি মো. রিয়াদ মাহমুদের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। তার ই অংশ হিসেবে সন্দেহজনক ঘোরাঘুরির সময় ফয়সাল ফকিরকে তল্লাশি চালিয়ে দুটি প্যাকেটে লুকিয়ে রাখা ৪৭ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

    কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আজগর হোসেন জানান, আটককৃতকে থানায় পাঠানো হয়েছে।

  • নেছারাবাদে খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ফ্রী মেডিকেল ক্যাম্প

    নেছারাবাদে খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ফ্রী মেডিকেল ক্যাম্প

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, কেন্দ্রীয় সংসদ এর উদ্যোগে দেশমাতা বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    ২৭ সেপ্টেম্বর, শনিবার সকাল দশটায় উপজেলার স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমী প্রাঙ্গনে এবং বিকাল তিনটায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঐ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এর সৌজন্যে ঐ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় ২ শতাধিক অসুস্থ সাধারণ মানুষকে ফ্রী চিকিৎসা ও ফ্রীতে ঔষধ দেয়া হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ তৌহিদুল ইসলাম সদস্য সচিব পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দল, আশরাফুল আলম সেতু জেলা আহ্বায়ক কমিটি ১ নং সদস্য। স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ কাজি কামাল, সাংগঠনিক সম্পাদক হাফিজ সিকদার এবং নেছারাবাদ উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক তপু রায়হান, সদস্য সচিব মহাসিন মিয়া, যুগ্ন আহবায়ক জসিম তালুকদার ,যুগ্ন আহবায়ক শাখাওয়াত হোসেন এবং পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম মিজান, সদস্য সচিব মোহাম্মদ আল মামুন ভূঁইয়া, মোঃ মিরাজুল ইসলাম যুগ্না আহবায়ক, এবং রাকিব হোসেন লিমন সদস্য।

  • কুমিল্লাতে দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দঃজেলা বিএনপির সম্মেলন অ-নুষ্ঠিত

    কুমিল্লাতে দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দঃজেলা বিএনপির সম্মেলন অ-নুষ্ঠিত

    কুমিল্লা জেলা প্রতিনিধিঃ তরিকুল ইসলাম তরুন,

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুমিল্লা দক্ষিণ জেলার দ্বিবার্ষিক কাউন্সিল সফলভাবে অনুষ্ঠিত হয়।

    ২৭ সেপ্টেম্বর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ২৭ শে সেপ্টেম্বর শনিবার ঐতিহাসিক টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়। দলীয় নেতা-কর্মীদের ব্যাপক অংশগ্রহণ ও উদ্দীপনাময় পরিবেশে এই কাউন্সিল সম্পন্ন হয়। এতে

    প্রধান অতিথি হিসেবে গণ্য আসন অলংকৃত করেন দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উক্ত

    কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে দলীয় নীতিমালা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কাউন্সিলের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরকত উল্লাহ বুলু। এছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী।

    কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম এবং কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

    কাউন্সিলে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী আহবায়ক জাকারিয়া তাহের সুমন ( শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, জাতীয় কার্যনির্বাহী কমিটি, (বিএনপি)

    সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ডিপি ওয়াসিম।

    কাউন্সিলে বক্তারা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে ও প্রস্তুত করার জন্য নেতা-কর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দঃ জেলা বিএনপির নব সহ সভাপতি আমিরুজ্জামান আমির,
    সাধারন সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদস্য মোজাহিদ চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণা-ঢ্য র‍্যালী

    বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণা-ঢ্য র‍্যালী

    কে এম সাইফুর রহমান, 
    নিজস্ব গোপালগঞ্জঃ   

    ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের লক্ষ্য। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে পর্যটন’। এবার পরিবেশবান্ধব ও টেকসই পর্যটনের ওপর জোর দেওয়া হয়েছে।

    বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালিত হয়েছে। 

    দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়। 

    এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন, সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমান, টুরিস্ট পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান, উপপরিদর্শক মোঃ মোকাররম হোসেন, প্রসনজিৎ রায়, মাসুদ রানা সহ সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্দ্যোগে সেনবাগে মে-ধা উৎসব- ২০২৫ অনুষ্ঠিত

    সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্দ্যোগে সেনবাগে মে-ধা উৎসব- ২০২৫ অনুষ্ঠিত

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর সেনবাগ উপজেলায় ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীবৃন্দ এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সংবর্ধনা প্রদান এবং সর্বোচ্চ গড় নম্বর প্রাপ্ত দুইজন শিক্ষার্থীকে “গোল্ড মেডেল” প্রদান অনুষ্টান, সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে আজ ২৭ সেপ্টেম্বর শনিবার সকালে সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
    উক্ত অনুষ্ঠান সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদূর রহমান রাকিবের সঞ্চালনায় ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক- শিক্ষানুরাগী জনাব লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শিরীন আক্তার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম,
    সেনবাগ থানার অফিসার ইনচার্জ জনাব এস এম মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: বোরহান উদ্দিন, প্রধান উপদেষ্টা সৈয়দ হারুন ফাউন্ডেশন ও সিইও, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি জনাব আলহাজ্ব আবদুস সাত্তার, সেনবাগ উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক জনাব মাষ্টার মনিরুল ইসলাম,সেনবাগ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মাষ্টার আমিন উল্যাহ বিএসসি সহ প্রমুখ নেতৃবৃন্দ।

    উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সৈয়দ হারুন ফাউন্ডেশনের সভাপতি,সম্পাদক ও সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,অভিভাবক-অভিভাবিকা,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

  • নলছিটিতে জমি বিরো-ধে মাদরাসা শিক্ষক ও প্রবাসীকে কু-পিয়ে জ-খম যুবলীগ নেতার

    নলছিটিতে জমি বিরো-ধে মাদরাসা শিক্ষক ও প্রবাসীকে কু-পিয়ে জ-খম যুবলীগ নেতার

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

    এজাহার সূত্রে জানা গেছে, সুবিদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রাসেল সরদার, আওয়ামী কৃষকলীগের সম্পাদক নজরুল মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রাজ্জাক সরদারসহ মোট ৭ জন নামীয় আসামি ও অজ্ঞাত আরও ৪/৫ জন বাদী মোঃ নাজমুল ইসলাম (৩৮) ও তার স্বজনদের উপর হামলা চালায়।

    বাদী অভিযোগ করেন, তিনি সরমহল ও গোদন্ডা মৌজায় ৬০ শতাংশ জমি সাব কবলা দলিল মূলে ২০২২ সালে ক্রয় করেন। কিন্তু আসামিরা দীর্ঘদিন ধরে তাকে জমি বুঝিয়ে দেয়নি। এ নিয়ে আলোচনার একপর্যায়ে আসামিরা দা, রামদা, লোহার রড ও লাঠি-সোটা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বাদী নাজমুল ইসলাম গুরুতর আহত হন। তার চাচা শাহাদাৎ হোসেন ও আবুল বাশারকেও কোপ ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

    পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় বাদী নাজমুল ইসলাম নলছিটি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

    বাদী মাওঃ নাজমুল ইসলাম দারুণনাজাত কামিল মাদরাসার শিক্ষক ও মোঃ শাহাদাত হোসেন সরদার কুয়েত প্রবাসী এবং আবুল বাশার শ্রমিকদলের রাজনীতির সাথে জরিত।

    এ বিষয়ে ভুক্তভোগী মোঃ সাইফুল সরদার বলেন, আমি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, আমার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারনে বিগত সতেরো বছর ধরে পতিত আওয়ামী লীগের এসব সন্ত্রাসী লোকজন আমাদের নিয়মিত হুমকি-ধামকি, পুলিশি হয়রানি ও নানা ধরনের ক্ষতির মুখে ফেলেছে। সে কারণেই আমরা বাড়িঘর ছেড়ে দূরে থাকতে বাধ্য হয়েছি। আজ আবারও আমার বাবা ও চাচাতো ভাইদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়েছে। এতে তারা গুরুতর আহত হয়েছেন, দু’জনেরই মাথায় জখম হয়েছে। নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে, বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন। আমরা এর সুষ্ঠু বিচার দাবী করছি।

    এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ সভাপতি রাসেল সরদারের ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যায়নি।

    স্থানীয়রা জানান, উল্লেখিত আওয়ামী লীগ নেতারা এলাকায় প্রভাব বিস্তার করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে।

    নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • তেঁতুলিয়ায় বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযা-পন

    তেঁতুলিয়ায় বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযা-পন

    বাবুল হোসেন,
    পঞ্চগড় প্রতিনিধি:
    ‘টেকসই উন্নয়নে পর্যটন’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের উত্তরতম জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নর্থবাংলা ট্রাভেল এন্ড টুরিজমের আয়োজনে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেতুলতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়।

    শোভাযাত্রায় অংশগ্রহণ করেন স্থানীয় পর্যটনপ্রেমী, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শোভাযাত্রাটি তেঁতুলিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তেঁতুলতলায় এসে শেষ হয়।

    এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক এম এ বাসেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার এম এ আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুসা মিয়া, উপজেলা জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ছাত্র দলের সভাপতি ও তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সাইদার রহমান বাবলু,তেঁতুলিয়া সদর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, শালবাহান ইউনিয়ন জাগপার সভাপতি আকবর হোসেন, সিনিয়র আইনজীবী মনোয়ার হোসেন, নর্থবাংলা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এর পরিচালক আহসান হাবীব ও রনি মিয়াজি, তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সাবেক সভাপতি সোহরাব আলী,সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান হাবীব, তেঁতুলিয়া রিকশা-ভ্যান সমিতির সভাপতি মনসুর আলী, নর্থবাংলা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এর পরিচালক মণ্ডলীর সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব,স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন,হিমালয়ের পাদদেশে অবস্থিত তেঁতুলিয়া বাংলাদেশের এক অনন্য পর্যটন গন্তব্য। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মেঘ ছোঁয়া কাঞ্চনজঙ্ঘা, সমতলের চা বাগান, ঐতিহাসিক স্থাপনা ও স্থানীয় সংস্কৃতি – সব মিলিয়ে রয়েছে বিশাল সম্ভাবনা। সরকারের সহায়তা ও স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে এখানকার পর্যটন খাত আরও এগিয়ে যেতে পারে।

    তাঁরা আরও বলেন, শুধু দৃশ্যমান প্রকৃতি নয়, তেঁতুলিয়ার রয়েছে ঐতিহাসিক গুরুত্বও। বাংলাবান্ধা চারদেশীয় স্থলবন্দর, ঐতিহাসিক তেঁতুলগাছ, ডাকবাংলো পিকনিক কর্নারসহ বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকদের মুগ্ধ করে। আলোচনা সভায় উপস্থিত বক্তারা পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং পরিবেশবান্ধব উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

    তাঁরা বলেন,টেকসই পর্যটন নীতি বাস্তবায়নের মাধ্যমে তেঁতুলিয়াকে দেশের অন্যতম প্রধান পর্যটন হাবে রূপান্তর করা সম্ভব। এছাড়াও তেঁতুলিয়া উপজেলাকে পর্যটননগরী হিসাবে ঘোষণা করতে হবে।

  • নলডাঙ্গা পেস্টিসাইড অফিসার্স এ্যাসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি রাশেদুল, সাধারণ সম্পাদক আল-আমিন

    নলডাঙ্গা পেস্টিসাইড অফিসার্স এ্যাসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি রাশেদুল, সাধারণ সম্পাদক আল-আমিন

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি:

    “কৃষি ও কৃষকের সেবায় আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় কর্মরত বিভিন্ন বালাইনাশক কোম্পানীর অফিসারদের নিয়ে ‘নলডাঙ্গা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশন’ এর কমিটি গঠন করা হয়েছে।

    পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা শেষে কমিটিতে মোঃ রাশেদুল ইসলাম মধু (সুরভী এগ্রো ইন্ডাস্ট্রিজ) টেরিটোরী এক্সিকিউটিভ কে সভাপতি ও মোঃ আল-আমিন সরদার (টাটা ক্রপ কেয়ার কোম্পানী) সিনিয়র মার্কেটিং অফিসার কে সাধারন সম্পাদক ও ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
    উপদেষ্টামন্ডলীরা হলেন মো: মাহাবুর রহমান (এগ্রিসোর্স) মো: হেলাল মন্ডল ( এগ্রো অ্যারেনা) মো: মাসুদুর রহমান (ব্যাবিলন) মো: হাসানুজ্জামান (ব্যাবিলন) মো: মিলন আলী (সী-ট্রেড) মো: জাহাঙ্গীর আলম (গ্রীন বাংলা) মো: দারা উদ দৌলা (মিমপেক্স)

    কমিটির অন্যান্য সদস্যরা হলো, সহ-সভাপতি মো: জহিরুল ইসলাম (হিয়া ) যুগ্ন- সাধারন সম্পাদক মো: জেকের আলী (ম্যাপ) মো: মেহেদী হাসান (লারসেন) মো: মাহাবুব (ম্যাকডোনাল্ড) সাংগঠনিক সম্পাদক মো: শিমুল প্রাং (এগ্রিসোর্স) অর্থ বিষয়ক সম্পাদক মো: শহিদুল (হেকেম) ও মো: মাসুদ রানা (বঙ্গ এগ্রিটেক), দপ্তর সম্পাদক মো: আব্দুস সালাম (সুইট) প্রচার সম্পাদক মো: নাসিম আলী (এ্যাথারটন) তথ্য বিষয়ক সম্পাদক মো: আ: বারিক (বায়োসেফ),
    ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: আব্দুল কাফি (ঐক্য) ,আইন বিষয়ক সম্পাদক মো: মহিনুর ইসলাম (গ্রীন বাংলা),ধর্ম বিষয়ক সম্পাদক মো: খাইরুল ইসলাম (ইনতেফা)

    কমিটি গঠন শেষে উপদেষ্টা মো: মাহাবুর রহমান (এগ্রিসোর্স) বক্তব্যে বলেন, ‘সারাদেশের বিভিন্ন জেলা উপজেলায় এই ধরণের কমিটি রয়েছে। তারই ধারাবাহিকতায় এই উপজেলায় কর্মরত সকল অফিসারদের একই প্লাটফর্মে এনে কৃষি ক্ষেত্রে সেবার মান বাড়াতেই আমাদের এই সংগঠন করা’। আমরা আশাবাদী এই সংগঠনের মাধ্যমে উপজেলার কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে’। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

  • বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ময়মনসিংহে র‍্যা-লি ও আ-লোচনা সভা

    বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ময়মনসিংহে র‍্যা-লি ও আ-লোচনা সভা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে “টেকসই উন্নয়নে পর্যটন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে পর্যটন কেন্দ্র জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি
    নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম-পর্যটন খাতকে ভবিষ্যতে এগিয়ে নিতে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলকে একসাথে কাজ করতে হবে। পর্যটনে বিনিয়োগের পাশাপাশি পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। পর্যটনে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের ভাবমূর্তি তৈরিতে এই শিল্পের ভূমিকা অনেক। তাই এটিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এশিয়ার অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

    এসময় জেলা প্রশাসক আরও বলেন-পর্যটন কেবল অর্থনীতিকে নয়, সংস্কৃতি ও সমাজকেও প্রভাবিত করে। আমাদের ঐতিহ্যবাহী হস্তশিল্প, গ্রামীণ জীবনধারা কিংবা আঞ্চলিক খাবার-সবই পর্যটকদের কাছে আকর্ষণীয়। তবে বাণিজ্যিকীকরণের ফলে এসব ঐতিহ্য হারানোর ঝুঁকিও রয়েছে। তাই দরকার কমিউনিটির অংশগ্রহণ, ন্যায্য আয়ের বণ্টন এবং স্থানীয় দক্ষতা বৃদ্ধির উদ্যোগ। এভাবেই আগামীতে পর্যটন খাত হয়ে উঠবে সংস্কৃতিবান্ধব ও সামাজিকভাবে গ্রহণযোগ্য।