Blog

  • নলছিটিতে অভিভাবক সম্মেলন–২০২৫ ও দোয়া মাহফিল অ-নুষ্ঠিত

    নলছিটিতে অভিভাবক সম্মেলন–২০২৫ ও দোয়া মাহফিল অ-নুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম নাঈম

    শনিবার (৪ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় ডেবরা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত, এ মহতী অনুষ্ঠানে এলাকার অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সভাপতিত্ব করেন মাওলানা মোঃ মিজানুর রহমান।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রধান মেহমান ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নলছিটির মডেল কেয়ারটেকার হযরত মাওলানা নুরুজ্জামান।

    এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আতাউর রহমান সামিম, মোঃ মোর্শেদ আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ রেজাউল করিম মোল্লা এবং সার্বিক দিক নির্দেশনায় ছিলেন অত্র মক্তবের শিক্ষক মোঃ রাকিব হোসাইন।

    বক্তারা তাঁদের আলোচনায় ডেবরা জামে মসজিদ মক্তবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ইসলামী শিক্ষা বিস্তারে এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তাঁরা বলেন, এ ধরনের সম্মেলন শিশুদের নৈতিক বিকাশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    শেষে দোয়া মাহফিলে দেশ, জাতি ও মক্তবের শিক্ষার্থীদের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংব-র্ধনা

    পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংব-র্ধনা

    নিতিশ চন্দ্র বর্মন,বিশেষ প্রতিনিধি ।।
    পঞ্চগড়স্থ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে আজ শনিবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে পঞ্চগড় শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এমরান আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আফরোজা বেগম রীনা, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মকবুল হোসেন ও জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে সাদেকা সুলতানা, কৃতি শিক্ষার্থীদের মধ্যে বুয়েটের মুনাওয়াত, হাবিপ্রবির আমিনা আশরাফী, ঢাবির শতাব্দী রায় বক্তব্য দেন।
    কি
    ক্রিয়েটিভ আইটি ও পঞ্চগড় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবু হিরনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসনা হেনা মন ও মাফরুহা বেনিস।
    অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৭৪ জন কৃতি শিক্ষার্থী ও ৪৮ তম বিসিএস পরীক্ষায় মেডিকেল অফিসার হিসেবে সুপারিশকৃত ৮ জনকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে গোলাপ ফুল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
    শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা এত হয়।

  • বাগেরহাটে সাংবাদিক হ-ত্যার বিচা-র ও শা-স্তির দা-বিতে বাগেরহাট প্রেসক্লাবের মা-নববন্ধন

    বাগেরহাটে সাংবাদিক হ-ত্যার বিচা-র ও শা-স্তির দা-বিতে বাগেরহাট প্রেসক্লাবের মা-নববন্ধন

    শেখ সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি :

    বাগেরহাটে কর্মরত দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৪ অক্টোবর ২০২৫) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বাগেরহাট প্রেসক্লাব।

    মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, আইনজীবী, সমাজসেবক ও সাধারণ মানুষ অংশ নেন।

    এ সময় বক্তারা বলেন, একজন নির্ভীক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের শাসনের প্রতি এক গভীর আঘাত। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

    মানববন্ধনে সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম,এসময় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা একাত্মতা প্রকাশ করেন এবং নিহত সাংবাদিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।###

  • ডিএফইডি  (ডাম)ফাউন্ডেশন ম্যানেজারের বিরু-দ্ধে মি-থ্যা মা-মলা প্র-ত্যাহারের প্র-তিবাদে সংবাদ সম্মেলন

    ডিএফইডি  (ডাম)ফাউন্ডেশন ম্যানেজারের বিরু-দ্ধে মি-থ্যা মা-মলা প্র-ত্যাহারের প্র-তিবাদে সংবাদ সম্মেলন

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

    পুঠিয়ায় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) এর ম্যানেজারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, সাময়িক বরখাস্ত প্রত্যাহার ও স্বপদে পুনর্বহাল এবং এক নারী কর্মীর শ্লীলতাহানির ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীরা।শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায পুঠিয়া উপজেলা সদরের ডিএফইডি ব্রাঞ্চ অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ করেন, রাজশাহী জোন-২ এর পুঠিয়া ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার মিনার হোসেন দীর্ঘদিন ধরে ব্রাঞ্চ পুঠিয়া অফিসের নারী কর্মীকে কু-প্রস্তাব ও প্রমোশনের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কের চাপ দিয়ে আসছিলেন। অভিযোগকারী নারী কর্মী জানান, একদিন দুপুরে অফিসে একা অবস্থায় তিনি ম্যানেজারের শ্লীলতাহানির শিকার হন। ওই সময় ফিল্ড থেকে আরেক কর্মী ফয়সাল মাহমুদ অফিসে প্রবেশ করলে ম্যানেজার দ্রুত রুমে চলে যান। ঘটনার পর তিনি সহকর্মীদের বিষয়টি জানান এবং ব্রাঞ্চ ম্যানেজারকে অবগত করেন। পরে ম্যানেজার অফিসে এসে এরিয়া ম্যানেজারকে ফোনে বিষয়টি জানালে উল্টো ফয়সাল মাহমুদকে বদলি করে দেওয়া হয়। কর্মীরা আরও জানান, ঘটনার পরদিন ৪ সেপ্টেম্বর এরিয়া ম্যানেজার তাদের ম্যানেজারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন এবং পরদিন (৫ সেপ্টেম্বর) কোনো তদন্ত ছাড়াই ব্রাঞ্চ ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করা হয়। এর পর থেকে অফিস কার্যক্রম বন্ধ হয়ে গেছে, ফলে কর্মীরা বেতন-ভাতা থেকে বঞ্চিত ও সদস্যরা হয়রানির শিকার হচ্ছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মীরা অভিযোগ করেন, কর্তৃপক্ষ বারবার বিষয়টি জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না; বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্ত এরিয়া ম্যানেজারকে সাভার অফিসে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে করে ন্যায়বিচার নিয়ে সংশয় দেখা দিয়েছে। কর্মীরা দ্রুত ন্যায়সংগত তদন্ত, অফিসের কার্যক্রম পুনরায় চালু ও বরখাস্তকৃত ম্যানেজারকে স্বপদে পুনর্বহালের দাবি জানান। সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন, ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম, ফিল্ড অফিসার নাহিদা আক্তার, ফায়সাল আহম্মেদ,। এছাড়াও সংবাদ সম্মেলনে জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদ কর্মীগণেরা। #

    মাজেদুর রহমান (মাজদার) 
    পুঠিয়া, রাজশাহী।

  • ফুলবাড়ীয়ায় জামায়াত-শিবিরের নেতা কর্মীদের মা-নববন্ধন

    ফুলবাড়ীয়ায় জামায়াত-শিবিরের নেতা কর্মীদের মা-নববন্ধন

    মো: সেলিম মিয়া ফুলবাড়িয়া : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জামায়াত-শিবিরের ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারী আব্দুর রাজ্জাক একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করায় বিক্ষোভের সৃষ্টি হয়েছে।

    শনিবার (৪ অক্টোবর) দুপুরে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-ফুলবাড়ীয়া সড়কে বিক্ষুব্ধ জামায়াত-শিবিরের শতশত নেতাকর্মী অভিযোগ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

    মানববন্ধনে বক্তারা অধ্যাপক মোঃ জসিম উদ্দিন কে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে এমপি মনোনয়নের দাবিতে স্লোগান দেন এবং দায়েরকৃত অভিযোগ দ্রুত প্রত্যাহারসহ উপজেলা সেক্রেটারি আব্দুর রাজ্জাককে অবাঞ্চিত ঘোষণার দাবি জানান।

    থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ীয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক নয়জন জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। রাসেল মিয়া (৪৫), আশিকুর রহমান আশিক (৬১), ইউসুফ আলী (৪৩), জাকির হোসেন মঞ্জু (৫০), সানাউল্লাহ বিএসসি (৩৮), আব্দুল গনি (৭৫), আব্দুল মালেক খলিফা (৬৫), ডাঃ মাহতাব উদ্দিন (৬০) ও আহসান (৪৫)।

    অভিযুক্ত নেতাকর্মীরা অনতিবিলম্বে এই মিথ্যা ও বানোয়াট অভিযোগ প্রত্যাহারের জোর দাবি জানান।

  • ফুলবাড়িয়ায় শিয়ালের কাম-ড়ে ইউপি সদস্যসহ ১০ জন আহ-ত

    ফুলবাড়িয়ায় শিয়ালের কাম-ড়ে ইউপি সদস্যসহ ১০ জন আহ-ত

    মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাধাকানাই ইউনিয়নের ৩টি গ্রামে শিয়ালের কামড়ে ইউপি সদস্য সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গত শনিবার ভোর ৬টা হতে সকাল ১০ টা পর্যন্ত শিয়াল বিভিন্ন গ্রামে আক্রমন করে। রইল্লারপাড়ের স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে শিয়ালকে চারদিক থেকে ঘিরে মেরে ফেলে।

    পলাশতলী গ্রামের মো. সেলিম মিয়া জানান, আমাদের এলাকায় ব্যাপক আখ (জিআই পণ্য) চাষ হয়। আর শিয়াল থাকার জন্য আখ ক্ষেত নিরাপদ। তাই শিয়ালের দেখা আমরা অহরহ পাই। মাঝে মধ্যে শিয়াল পাগল হলে মানুষকে আক্রমণ করে।

    গত শনিবার ভোর ৬টার দিকে ওয়াশ রুম থেকে বের হয়ে বাড়ির উঠানে দাড়িয়ে ছিলাম। ঐ সময় শিয়াল আমাকে আক্রমণ করতে তেড়ে আসে। আমি তকতা (কাঠের টুকরা) দিয়ে বাড়ি (আঘাত) দেই। শিয়াল দৌড়ে চলে যায়। আমার পাশের বাড়ির (চালাপাড়া) ইউপি সদস্য হযরত আলী (৫০), রফিকুল ইসলাম (৪০), জালাল উদ্দিন (৬০), শুভ (১৫), সাজেদা (৩২), জলপাইতলা গ্রামের রাইসুল ইসলাম (২৬), হাতেম আলী (৬০), আলম ফরাজী (৫০), রইল্লারপাড়ের ইউসুফ আলী (৪০), হাছেন আলী (৪৮)। একদিনে ১০ জন আহত হওয়ার ঘটনায় এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    আহত রফিকুল ইসলাম বলেন, ‘আমি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ায় সময় হঠাৎ আখক্ষেত থেকে একটা শিয়াল দৌড়ে এসে আমাকে কামড় দেয়।

    আহত ইউপি সদস্য হযরত আলী বলেন, আমি সকালে আখক্ষেত পেঁচানোর (আখক্ষেত বাঁধা) সময় হঠাৎ করে একটি শেয়াল এসে আমার হাঁটুর নিচে কামড় দিয়ে চলে যায়। ফুলবাড়িয়া উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ফোন দেওয়া হলে, তারা ময়মনসিংহ এসকে হাসপাতালে যাওয়ারা পরামর্শ দেন। আহতরা ময়মনসিংহ এসকে (সূর্যকান্ত হাসপাতাল) হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

  • ময়মনসিংহে ইসলামি আন্দোলনের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীর ফ্রী চিকিৎসা সে-বা

    ময়মনসিংহে ইসলামি আন্দোলনের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীর ফ্রী চিকিৎসা সে-বা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের চরাঞ্চলের গরীব অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিতে ফ্রী মেডিকেল ক্যাম্প এর ব্যাবস্থা করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ।

    শুক্রবার (৩ অক্টোবর) ৪নং পরানগঞ্জ ও ৩নং বোররচর ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর উদ্বোধন করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও ময়মনসিংহ-৪ আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন। এ ক্যাম্পের মাধ্যমে স্থানীয় ৫শতাধিক গরীব অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামি আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও ময়মনসিংহ-৪ আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনয়ন প্রত্যাশী, হাড় জোড়া রোগের বিশেষজ্ঞ, ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডা. মোঃ নাছির উদ্দীন বলেন- ময়মনসিংহ সদরে আগামী দিনের নেতৃত্ব পরিবর্তন করে এখানে সৎ যোগ্য দক্ষ নেতা নির্বাচনের জন্য এসব সাধারণ মানুষ প্রচেষ্টা ও সমর্থন চাই। আগামী দিনে যেকোনো পরিস্থিতি থেকে ময়মনসিংহ সদরের মানুষের সত্যিকার মুক্তির জন্য সাধারণ জনগণ অবশ্যই সৎ যোগ্য ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সাড়ে তিন লাখ স্থানীয় মানুষের কল্যাণ নিশ্চিত করবে। তিনি আরো বলেছেন, চিকিৎসা সেবা সহ মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সদরের মানুষের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি, গৃহ নির্মাণে সহযোগিতা, যুবকদের সমাজকল্যাণ মূলক কাজে ভূমিকা রাখা, তরুণ যুবকদের নৈতিকতা তৈরিতে আমরা নানাবিধ কার্যক্রম পরিচালনা করছি। একটি উন্নত ও শিক্ষিত সদর উপজেলা গড়তে আমরা সামগ্রীক সহযোগিতা অব্যহত রাখবো। আপনারা কষ্ট করে আজ এখানে চিকিৎসা সেবা নিতে এসেছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। আগামী দিনে আমরা সদর উপজেলার ১১টি ইউনিয়নে একই সাথে সকল সেবা ও সমাজকল্যাণমূলক কাজ পরিচালনা করবো ইনশাআল্লাহ। ইতোমধ্যেও অধিকাংশ ইউনিয়ন পরিষদ এলাকায় আমরা সেবা কার্যক্রম পরিচালনা করেছি, ভবিষ্যতেও সকল রোগের চিকিৎসা সেবা সহ সমাজ কল্যাণমূলক কাজ বিস্তরভাবে সদরের সবস্থানে আমরা পৌঁছিয়ে দিতে চাই। সে লক্ষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলের সহযোগীতা চান অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহের সভাপতি গোলাম মুরশেদ রানা এবং জেলা উত্তর ময়মনসিংহের অর্থ সম্পাদক মোঃ রহিম মক্কা।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা মাফুজুর রহমান, সহ-সভাপতি ডা. মোঃ রিয়াজ উদ্দিন, সেক্রেটারি হাফেজ আবু হানিফ, জয়েন্ট সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রহমাতুল্লাহ, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার, দপ্তর সম্পাদক মোঃ আল-আমিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন এবং ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত।

    স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, চরাঞ্চলের মতো দুর্গম এলাকায় এমন মেডিকেল ক্যাম্পিং সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারি। আয়োজক সংগঠন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তারা।

  • বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানানোর  ষড়যন্ত্রকে প্রতিহত করতে সকলকে এগিয়ে আসতে হবে – অধ্যক্ষ জিয়া উদ্দিন শাকির

    বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রকে প্রতিহত করতে সকলকে এগিয়ে আসতে হবে – অধ্যক্ষ জিয়া উদ্দিন শাকির

    ষ্টাফ রিপোর্টারঃ
    বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি,ময়মনসিংহ জেলা শাখার সভাপতি, ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও যুগ্ম আহবায়ক , কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক অধ্যক্ষ জিয়া উদ্দিন শাকির বলেছেন,একটি মহল বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । তারা আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ ঘোলাটে ও প্রতিকূল করার অপচেষ্টা চালাচ্ছে । পাহাড়ে অস্থিরতা সহ বিভিন্নমুখী দৃশ্যমান অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে । তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে যাতে কোন দেশপ্রেমিক সরকার ক্ষমতায় না আসতে পারে এবং এদেশকে ভারতের করদ রাজ্যে পরিনত করা যায় । তিনি বাংলাদেশেকে তাবেদার রাষ্ট্র বানানোর যে কোন ষড়যন্ত্র প্রতিহত করার জন্য রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবী,সুধী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান ।

    গত ২৭শে সেপ্টেম্বর রোজ শনিবার বিকাল ৪:০০ ঘটিকায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি তারাকান্দা উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ জিয়া উদ্দীন শাকির এসব কথা বলেন।

    তারাকান্দা উপজেলা কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক জনাব অধ্যাপক রিয়াজুল ইসলাম নাদিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্টা প্রফেসর নাসিরউদ্দিন ,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক মাসুম বিল্লাহ। সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব জনাব অধ্যাপক আবু সাঈদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    সম্মেলনে অধ্যাপক রিয়াজুল ইসলাম নাদিমকে সভাপতি, অধ্যাপক আবু সাঈদকে সাধারন সম্পাদক এবং এবং অধ্যাপক ইকরাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে তারাকান্দা উপজেলা কলেজ শিক্ষক সমিতি গঠন করা হয়।

  • ন্যায়নিষ্ঠ শা-সন ছাড়া জাতির মুক্তি নেই: নিউমুরিং উঠান বৈঠকে শফিউল আলমের ক-ঠোর বার্তা

    ন্যায়নিষ্ঠ শা-সন ছাড়া জাতির মুক্তি নেই: নিউমুরিং উঠান বৈঠকে শফিউল আলমের ক-ঠোর বার্তা

    শহিদুল ইসলাম,
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নিউমুরিং সাংগঠনিক ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত উঠান বৈঠক শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। বৈঠককে ঘিরে স্থানীয় এলাকাবাসীর ব্যাপক আগ্রহ দেখা যায়। পাড়া-মহল্লার গণ্যমান্য ব্যক্তি, তরুণ-যুবক, নারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

    প্রধান অতিথি জামায়াত মনোনীত চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ শফিউল আলম তাঁর বক্তব্যে বলেন—“এই দেশকে দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে হলে ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রয়োজন। ইসলাম যে ইনসাফভিত্তিক শাসনের দিকনির্দেশনা দিয়েছে, তা আজ অকার্যকর করে রাখা হয়েছে। ফ্যাসিবাদী সরকারের শাসনামলে বিচারহীনতার সংস্কৃতি, প্রশাসনের দুর্নীতি ও নির্বাচনী কারচুপির মাধ্যমে দেশকে অচলাবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে।”

    নারীর অধিকার প্রসঙ্গে তিনি আরও বলেন—“ইসলামই নারীর প্রকৃত সম্মান ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। কিন্তু বর্তমান শাসকগোষ্ঠী নারীর সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। প্রতিদিন নির্যাতন, ধর্ষণ ও হত্যার খবর প্রকাশিত হচ্ছে। এই শাসনব্যবস্থা জনগণকে ভয়ভীতির মধ্যে রেখে টিকে আছে। তাই সময় এসেছে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই ব্যর্থ শাসকগোষ্ঠীর অবসান ঘটানোর।”

    চট্টগ্রাম মহানগর মজলিসের শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর জনাব আবুল মোকাররম বলেন—“ভোটাধিকার হরণ করে গড়ে তোলা রাষ্ট্র জনগণের কল্যাণ করতে পারে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে শফিউল আলমকে বিজয়ী করতে হবে।”

    থানা শূরা সদস্য মোঃ ফখরুল ইসলাম বলেন—“জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। জনগণই রাষ্ট্রের মালিক। তাই এখনই সময় সরকারকে বাধ্য করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার আদায়ের।”

    ৩৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহেদ স্থানীয় উন্নয়ন ব্যর্থতার অভিযোগ তুলে বলেন—
    “রাস্তা-ঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ জনসেবামূলক কাজে চরম অনিয়ম চলছে। সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে তাদের ন্যায্য সেবা থেকে।”

    এছাড়া বক্তব্য রাখেন—আবদুর রহিম বিশ্বাস, আবুল কালাম, গাজী ওমর ফারুক, জি এম রাসেল, মোঃ আনিসুর রহমান, মাষ্টার আলী নেওয়াজ ও মোঃ মোনাব। বক্তারা সবাই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

    বৈঠকের মূল আলোচনায় উঠে আসে—১) দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার,২) নারীর অধিকার সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার হুঁশিয়ারি,৩) বর্তমান শাসনব্যবস্থার ব্যর্থতার তীব্র সমালোচনা,৪) জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক,৫) ভোটাধিকার ফিরিয়ে আনার দৃঢ় প্রতিজ্ঞা

    রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের উঠান বৈঠক জনগণের মধ্যে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের চেতনা জাগ্রত করছে। বক্তাদের কঠোর বার্তা ভবিষ্যতের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

    দোয়া ও শপথের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে। বক্তা ও অংশগ্রহণকারীরা একযোগে শপথ নেন—“ন্যায়ভিত্তিক নেতৃত্ব ছাড়া জাতির মুক্তি নেই। দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনগণকেই রাস্তায় নামতে হবে।”

  • গরিব-দুঃখী মানুষের স-মস্যার কথা শুনে তাৎক্ষণিক সমা-ধান করেন ডিসি মুফিদুল আলম

    গরিব-দুঃখী মানুষের স-মস্যার কথা শুনে তাৎক্ষণিক সমা-ধান করেন ডিসি মুফিদুল আলম

    স্টাফ রিপোর্টারঃ
    সাধারণত দরিদ্র ও অসুস্থ মানুষ তার কাছে ছুটে আসেন। নানা জনের নানা সমস্যা সমাধানের পাশাপাশি দরিদ্রদের সব ধরনের সহায়তা দেন। আবার কেউ কোন সমস্যা নিয়ে আসলে মনোযোগ সহকারে শুনে তাৎক্ষণিক প্রযোজনীয় ব্যবস্থা নেন এজন্য সবার পছন্দের মানুষ ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম।

    মানবিক সেবা দেওয়ায় অসুস্থ মানুষের ভরসাস্থল হয়ে উঠেছেন মুফিদুল আলম । ক্রমেই জেলা কার্যালয়ে এসব মানুষের আনাগোনা বাড়ছে। কারও কিডনিতে সমস্যা, কারও ক্যানসার, কারও বিষব্যথা, কারও চোখে সমস্যা, কারও জটিল সমস্যা। এসব সমস্যা নিয়ে সবাই ডিসির কাছে হাজির হচ্ছেন প্রতিনিয়ত।

    জেলা প্রশাসক মুফিদুল আলম দরিদ্র অসুস্থ মানুষের কথা শুনছেন। কাউকে ঢাকায় পাঠাচ্ছেন ক্যানসার হাসপাতালে, কাউকে কিডনি চিকিৎসার জন্য হাসাপাতালে পাঠাচ্ছেন। কাউকে পাঠাচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে।

    প্রতিনিয়ত সেবা দেওয়ার জন্য অসংখ্য মানুষ হাজির হচ্ছেন জেলা প্রশাসকের কাছে। জানাচ্ছেন তাদের সমস্যা। ছোট ছোট অসুস্থতাজনিত সমস্যার জন্য জেলা প্রশাসক মুফিদুল আলম নিজ উদ্যোগে আর্থিক সহায়তা দিচ্ছেন। সেবাপ্রার্থীদের দু’চারজন আবার অর্থ নিতে অনিচ্ছুক। তাদের দাবি ওষুধ কিনে দিতে হবে। জেলা প্রশাসক তাৎক্ষণিক তাদের ওষুধ কিনে দিচ্ছেন। জটিল রোগীদের চিকিৎসায় বেশি টাকা খরচ হতে পারে; তাই সরকারি সহায়তার ব্যবস্থা করছেন।

    সম্প্রতি জেলা প্রশাসক মুফিদুল আলম এর কাছে হাজির হয়েছেন এক গরীব অসহায় মানুষ। ময়মনসিংহ জেলা সদরের একটি ইউনিয়নের বাসিন্দা। কাজকর্ম করতে পারেন না। জায়গাজমি নেই। কোনোমতে দু’বেলা দু’মুঠো খাবার পেলেও তার অসুস্থতার চিকিৎসা করাতে পারছেন না। তাই তিনি জেলা প্রশাসক মুফিদুল আলমের কাছে হাজির। জেলা প্রশাসক তার কথা শুনে ও দেখে তাকল আর্থিক সহায়তা দেন। এভাবে মানবিক সেবা দেওয়ায় অসুস্থ মানুষের ভরসাস্থল হয়ে উঠেছেন মুফিদুল আলম। শুধু অসুস্থতা নয়,যে কোন ধরণের সহযোগীতা জেলা প্রশাসকের কাছে গিয়ে পাওয়া যায় বলে তাকে মানবিক ডিসিও বলছেন ময়মনসিংহের মানুষ।

    জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, একটা সময় অফিস কক্ষে গণশুনানি অনুষ্ঠিত হতো। এ শুনানিতে জেলার বিভিন্ন এলাকার লোকজন আসতেন। এদের কেউ অল্প বয়সী, কেউ বয়স্ক।

    তিনি বলেন, অফিস কক্ষের মধ্যে ছিমছাম পরিবেশে অনেকে কথা বলতে সংকোচ করতেন, কেউ কেউ তাদের সকল সমস্যা খুলে বলতে পারতেন না। এখন প্রকাশ্যে গণশুনানির ব্যবস্থা করা হয়েছে। এতে মানুষের মধ্যে সংকোচ থাকছে না। তাদের মনের কথা খুলে বলছেন।

    জেলা প্রশাসক বলেন, ‘সুশাসনে গড়ি, বৈষম্যমুক্ত বাংলা’ স্লোগান সামনে রেখে কাজ করছি আমরা। চেষ্টা করছি, সাধারণ মানুষের কথা শুনে সেবা দিতে। এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

    জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গত এক বছরে গণশুনানিতে অসংখ্য মানুষ তাদের সমস্যা নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছেন। তাদের সবার সমস্যা সমাধান করেছেন জেলা প্রশাসক। দিয়েছেন আর্থিক সহায়তা।

    প্রকাশ্যে গণশুনানির ব্যবস্থা করেছেন ডিসি মুফিদুল আলম-

    জেলা প্রশাসক হিসেবে ময়মনসিংহে মুফিদুল আলম যোগদানের পর থেকে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিয়েছেন নানা উদ্যোগ। এরই অংশ হিসেবে জেলা প্রশাসক শুরু করেছেন প্রকাশ্যে গণশুনানি। নিজের অফিস কক্ষের বাইরে খোলা জায়গায় গণশুনানিতে সাধারণ মানুষের সমস্যার কথা শুনে সমাধানের পথ বলে দিয়ে আপনজনে পরিণত হয়েছেন। এই ব্যতিক্রমী উদ্যোগে সমস্যার সমাধান মিলছে হাজার হাজার মানুষের।

    তার অফিসে গ্রামের একজন সাধারণ কৃষক কিংবা দিনমজুর গেলেও হাসিমুখে কথা বলেন। ময়মনসিংহে যোগদানের পর থেকে একের পর এক ব্যতিক্রমী চিন্তা চেতনায় আকৃষ্ট করলেও এবার এক অকল্পনীয় নজির স্থাপন করেছেন এই জেলা প্রশাসক। সপ্তাহের বুধবার বেশি সময় নিয়ে প্রকাশ্যে তিনি সাধারণ মানুষের কথা শোনেন। সেই সঙ্গে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন।

    জেলা প্রশাসক মুফিদুল আলম সাধারণত প্রতিদিন জনসাধারণের কথা শোনেন-
    জেলা প্রশাসক মুফিদুল আলম সাধারণত প্রতিদিন জনসাধারণের কথা শোনেন। তবে বিশেষভাবে প্রতি বুধবার দীর্ঘ সময় নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জমির একসনা বন্দোবস্ত প্রাপ্তি, আইনগত সহায়তা, আর্থিক সহায়তা, টিআর, জিআর. সরকারি ডেউটিন, চিকিৎসা সহায়তা, মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্তি, প্রতিবন্ধী ভাতা প্রাপ্তি, বিধবা ভাতা প্রাপ্তি, বাল্যবিয়ে রোধ, জমিজমা বিরোধ সংক্রান্ত, ঘর মেরামত, পড়ালেখার খরচ চালানো, শীতের পোশাক প্রাপ্তি, ধর্মীয় কার্যাদিসহ বিভিন্ন বিষয় জেলা প্রশাসককে জানান গরিব-দুঃখী মানুষ। জেলা প্রশাসক সবার সমস্যা সমাধান করে দেন।