Blog

  • পঞ্চগড়ে যুবকের র-হস্যজনক মৃ-ত্যু

    পঞ্চগড়ে যুবকের র-হস্যজনক মৃ-ত্যু

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে রাজিউল ইসলাম (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। হত্যা না স্বাভাবিক মৃত্যু এ নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

    রবিবার (১০ আগস্ট) সকালে ভজনপুর ইউনিয়নের কাউরগছ গ্রামে তার নিজ বাড়ির ২০০ থেকে ৩০০ গজ দূর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজিউল ইসলাম নাজমুল হকের ছেলে।

    স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাজিউল রাতে বাজারে যায়। এরপর সেখান থেকে নদীতে মাছ মারতে যায়। পরে রাতে বাড়ি ফেরার পথে বাড়ি থেকে ২০০ থেকে ৩০০ গজ দূরে পড়ে যায়। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

    পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে।

    তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, মরদেহ উদ্ধারের সময় শরীরে কোন আঘাতের চিহ্ন বা কোন আলামত পাওয়া যায়নি। নিহতের পরিবার বলছে তার বুকের ব্যথা ছিল। ধারণা করা হচ্ছে বুকের ব্যথা থেকেই তার মৃত্যু হয়েছে। এরপরও ময়নাতদন্তে রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

    এদিকে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের হয়নি, অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

  • গৌরনদী বাসষ্টান্ড ব্যবসায়ীদের স-ঙ্গে পৌর প্রশাসক,  ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গৌরনদী বাসষ্টান্ড ব্যবসায়ীদের স-ঙ্গে পৌর প্রশাসক, ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কে এম সোয়েব জুয়েল,
    গৌরনদী প্রতিনিধি ঃ গৌরনদী বাসষ্টান্ড ব্যবসায়ীদের সঙ্গে গৌরনদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র মতবিনিময় সভা গতকাল সকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় গৌরনদী বাসষ্টান্ডের অবৈধ উচ্ছেদ, ফুটপাত নির্মানসহ ব্যবসায়ী সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। গৌরনদী বাসষ্টান্ডের শোভাবর্ধনে প্রশাসন ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন, গৌরনদী বাসষ্টান্ড ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন আর রশিদ, নির্বাহী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাদশা মিয়া, সাবেক পৌর কাউন্সিলর ব্যবসায়ী মোঃ ফরিদ হোসেন মিয়া, ব্যবসায়ী ও উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন, মোঃ টুটুল শরীফ । ব্যবসায়ীরা প্রশাসনকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।
    ছবিসহ
    গৌরনদীতে কিশোর কবি সুকান্ত ভট্রাচার্যের জন্ম-মৃত্যু ও কবিতা
    মালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
    গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ, বাংলা ভাষা ও বাঙালী সংস্কৃতি সমাজের যৌথ উদ্যোগে রোববার বিকেলে কবি কিশোর সুকান্ত ভট্রাচার্যের জন্ম-মৃত্যু ও কবিতা মালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইস্যলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনতোস দাস। বিশেষ অতিথি ছিলেন কবি মহাদেব বসু, কবি অধ্যাপক আব্দুল হাকিম, নিজাম উদ্দিন কলেজের প্রভাষক প্রকাশ চন্দ্র রায়, কবি মোঃ শাহ আলম, প্রমথ সরকার, কবি রত্ব রেজাউল করিম, সাংবাদিক খোকন আহম্মেদ হীরা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বাংলা ভাষা ও বাঙালী সংস্কৃতি সমাজের সাধারন সম্পাদক ডাঃ মনীষ চন্দ্র বশ্বিাস।
    ছবিসহ
    ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি
    অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    ৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে রোববার আই ক্যাম্পের উদ্ধোধন করা হয়। ক্যাম্পের উদ্ধোধন করেন প্রধান অতিথি ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। ক্যাম্পের মাধ্যমে হতদরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, চোখের সানি, নেত্রনালী অপারেশন, বিনামূল্যে চশমা ও ঔষাধ সরবারহ করা হয়।
    আই ক্যাম্প প্রকল্প ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সদস্য আব্দুল হাকিম, সাংবাদিক সোলায়মান তুহিন। চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষ হাসপাতালের চক্ষু চিকিৎসক ডাঃ বেনজীর বুশরা, কাউন্সিলর ছিলেন সিগ্ধা গোলদার, শামীমা ফেরদৌস, বৃষ্টি মন্ডল। বক্তব্য রাখেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশনের তদারককারী মো. মোফাজ্জেল হোসেন। উল্লেখ্য ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে প্রতি তিন মাস অন্তর এ সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। এ ছাড়া প্রতি সপ্তাহের শনিবার ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনা পয়সার হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এবারের ক্যম্প ২৬২ জনরোগীকে সেবা প্রদান করা হয়। তার মধ্যে ৬৯ জন ছানি ও ৮ জন নেত্রনালী রোগীকে বিনামূল্যে অপারেশন করানো হয়। ১৮৫ জনকে বিনামূল্যে অষুধ বিতরন করা হয়।

  • মব সৃষ্টি যেন মানুষের নে-শায় প-রিণত হয়েছে”রুপলাল হ-ত্যাকান্ড তার জ-লজ্যান্ত প্রমাণ

    মব সৃষ্টি যেন মানুষের নে-শায় প-রিণত হয়েছে”রুপলাল হ-ত্যাকান্ড তার জ-লজ্যান্ত প্রমাণ

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে দুইজনের নিহত হয়েছে। গতকাল শনিবার (৯ আগস্ট) রাত আনুমানিক ৯টায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় ঘটে এ ঘটনা। নিহত ব্যক্তিদ্বয় হলেন- একজন কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার রূপলাল দাস (৪০) ও মিঠাপুকুরের বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫)।
    নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, রূপলাল দাসের মেয়ের বিবাহের আলোচনা চলছিল মিঠাপুকুরের শ্যামপুরে। আজ রোববার বিবাহের দিন-খন ঠিক করার কথা ছিল। বিবাহর বিষয়ে আলোচনার জন্য প্রদীপ দাস নিজের ভ্যান চালিয়ে রূপলাল দাসের বাড়ির উদ্দেশ্যে আসার পথে সয়ার ইউনিয়নের কাজীরহাট এলাকায় পৌঁছালে পথ ভুল হয়েছে ভেবে রুপলালকে ফোন করেন। সেখানে রূপলাল গিয়ে দুজনে রিকশায় চড়ে ঘনিরামপুর গ্রামের পথে রওনা হন।
    স্থানীয়দের দাবি, চোর হলেও কি মানুষকে পিটিয়ে মারা যায়? নিহত রুপলাল ছিলেন অতি সরল মানুষ, তারাগঞ্জ বাজারে মুচির কাজ করত। আজ তার মেয়ে নুপুরের বিবাহের দিনধার্য করার কথা। চোর সন্দেহে এভাবে দুইজন মানুষকে মেরে ফেলার ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। রুপলালের বৃদ্ধ মা সহ তাঁর দুই মেয়ে এক ছেলে এবং নিহত প্রদ্বীবের অসহায় স্ত্রী সহ পলাশী, দুলাল, আপন নামে তিন সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী রুপলালের মৃত্যুতে পরিবারটি আজ দিশেহারা। চোর হলেও কি তাঁদের পিটিয়ে মারা যায়? নিহতদ্বয়ের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন এলাকাবাসী।
    ভাগিন জামাই সহ রাত আনুমানিক ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে তাঁদেরকে ভ্যান চোর সন্দেহে কয়েকজন আটক করেন এবং প্রদীপ দাসের ভ্যানে থাকা বস্তা থেকে বেশ কয়েকটি প্লাস্টিকের ছোট বোতল বের করেন। বোতল সিপি খুললে ভেতরে থাকা তরলের গন্ধে অসুস্থ হয় বুড়িরহাটের মেহেদী হাসান ও পাশারিপাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেন। এতে লোকজনের সন্দেহ আরও বেড়ে যায়। পরে অজ্ঞান পার্টি ভেবে তাঁদের মারধর শুরু করেন। মারতে মারতে তাঁদেরকে বটতলা থেকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে আসে। খবর পেয়ে রাত ১১টায় পুলিশ তাঁদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্বব্যরত ডা. রূপলাল দাসকে মৃত. ঘোষণা করেন। গুরুতর আহত প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোররাতে তিনিও মারা যান।
    সোশ্যাল মিডিয়া (ফেসবুকে) একটি ভিডিওতে দেখা যায় রুপলাল বারবার আকৃতি জানাচ্ছে আমাকে পুলিশের হাতে দিন আমি চোর না আগামীকাল আমার মেয়ের বিয়ে।

    স্থানীয়রা বলছেন, রুপলাল খুব সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন,হত্যা যেন মানুষের নেশায় পরিণত হয়েছে , বুড়িরহাটের রুপলাল হত্যাকাণ্ড তার জলজ্যান্ত প্রমাণ, তারাগঞ্জ বাজারে মানুষের জুতা সেলাই করে চলতেো তার সংসার, মব সৃষ্টি করে ওই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান তারা।

    এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, অজ্ঞানপার্টি সন্দেহে গণপিটুনির শিকার হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বস্তা উদ্ধার করা হয়েছে। বোতলে দুর্গন্ধযুক্ত তরল পদার্থ আছে, পরীক্ষা-নিরিক্ষা করার পর বোঝা যাবে সেগুলো আসলে কি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • তুহিন হ-ত্যাসহ সকল সাংবাদিক হ-ত্যা নি-র্যাতনের বি-চার নি-শ্চিত করতে হবে -শিবলী সাদিক খান

    তুহিন হ-ত্যাসহ সকল সাংবাদিক হ-ত্যা নি-র্যাতনের বি-চার নি-শ্চিত করতে হবে -শিবলী সাদিক খান

    নিজস্ব প্রতিনিধিঃ

    ‎বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নির্মম হত্যাকান্ডের
    প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুর চান্দনা চৌরাস্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৯ আগস্ট) বিকাল ৩টায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে তুহিন হত্যাকান্ডের ঘটনাস্থলে মানবন্ধনে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের আলোর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান বলেন সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক হত্যা এবং নির্যাতনের সকল ঘটনার ন্যায় বিচার নিশ্চিত হবে। গণমাধ্যমে স্বাধীন মুক্ত চর্চার সুযোগ রাষ্ট্রীয় ভাবে দিতে হবে। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি বলেন গাজীপুর চৌরাস্তাসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যস্থতম এলাকা গুলোতে চোর, ছিনতাইকারী, প্রতারক চক্রের আবাসস্থল হয়ে গেছে এরা মানুষকে সর্বশান্ত করে আহত নিহতের ঘটনা ঘটাচ্ছে এদের নির্মূল করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপরতা বৃদ্ধি করতে হবে।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন (নীলু), বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ শারমিন সুলতানা মিতু, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুবকর সিদ্দিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর দপ্তর সম্পাদক রাকিবুল হাসান আহাদ, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, কাজী রোকেয়া কেয়া, ক্রাইম রিপোর্টার, ক্রাইমপেট্রোল বিডি। মোছাঃ নাছিমা আক্তার রেনু, গাজীপুর মহানগর প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ সমাচার।

    ‎এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আকরামুল ইসলাম, আমির, মোঃ জামাল উদ্দিন, রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    মানববন্ধন শেষে চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক সহ বিভিন্ন সড়ক ঘুরে এসে পুনরায় চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে শেষ হয়।

    বিএমইউজে’র মানববন্ধনের সাভার সভাপতি সোহেল আহমেদ বলেন সারাদেশে ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটছে। অপরাধীদের বিচার না হওয়ায় এসব ঘটনা বেড়েই চলেছে। তিনি বলেন যেহেতু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেছেন ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র দিতে চেয়েছেন তাই আগামী ৩ মাসের মধ্যে তুহিন হত্যার বিচার সম্পন্ন ও দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। অন্যথায় সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

  • হাটিকুমরুল গোলচত্বর মহাসড়ক অ-বরোধ,দু-র্ভোগে যাত্রী

    হাটিকুমরুল গোলচত্বর মহাসড়ক অ-বরোধ,দু-র্ভোগে যাত্রী

    এম এ সালাম,
    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও ডিপিপি অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করতে হাটিকুমরুল রোড গোল চত্বরে বিক্ষোভ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৭২ ঘন্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।
    এদিকে,মহাসড়ক অবরোধের কারণে উত্তরবঙ্গের চারটি রুটে হাজার হাজার পরিবহণ দাঁড়িয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে উত্তরাঞ্চলের মানুষ।
    আজ রবিবার (১০ আগষ্ট) সকাল ১১টায় সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্বরে ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা, ঢাকা-রংপুর মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোডের ধোপাকান্দি এলাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস দাবীতে বিভিন্ন শ্লোগান দিয়েছে।
    শিক্ষার্থীদের দাবী আট বছর ধরে ভাড়া করা ভবনে নানা দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের।সাত দফায় ডিপিপি সংশোধন করে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্প প্রায় ৯৩ দশমিক ৫০ শতাংশ ব্যয় কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনার পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি। বিশ্বকবি রবীন্দ্র নাথের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে। আমরা বারবার আন্দোলন করার পরও শুধু আশ্বস্তই করা হয়েছে।
    হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন বন্ধ করে বিক্ষোভ করেছে। তবে যানবাহনগুলো শহর দিয়ে পার করা হচ্ছে।

  • যশোরের শার্শার সীমান্তঞ্চলে ব-ন্যা পরিস্থিতি-এখনো ধেয়ে আসছে ইছা-মতী নদীর পানি

    যশোরের শার্শার সীমান্তঞ্চলে ব-ন্যা পরিস্থিতি-এখনো ধেয়ে আসছে ইছা-মতী নদীর পানি

    আজিজুল ইসলাম, যশোরঃ নিম্নচাপ ও ভারতীয় ইছামতি নদীর জোয়ারের পানি অব্যাহত ভাবে প্রেবশ করায় যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর, বাইকোলা, ভবানীপুর, দাউদখালী ও গোগা বিলপাড়া গ্রামের শতাধিক পরিবার পানি বন্দী জীবন যাপন করছেন। মাট ঘাট ডুবে গেছে। অনেকের ঘর বাড়িতে পানি প্রবেশ করেছে। গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। জনজীবনে নেমে এসেছে অশান্তি। অনেকের উনুনে পানি ওঠার কারনে রান্না করতেও অসুবিধা হচ্ছে। গোল খাদ্যের অভাবে কচুরিপানা পানা খাওয়ানো হচ্ছে গবাদিপশুদের।

    রুদ্রপুর গ্রামের মফিজুল ইসলাম জানিয়েছেন, তার বাড়ির চারপাশে মাজা পানি। কলার ভেলায় করে তিনি যাতায়াত করছেন। আবুল হোসেন জানিয়েছেন, তার পাড়ার ২৫/৩০ টি পরিবার গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা এখন নৌকায় যাতায়াত করছেন। মসজিদে যেতেও নৌকায় আসতে হচ্ছে।
    ঐ গ্রামের খোস্তো নামে এক ব্যাক্তি জানিয়েছেন, এমনিতেই বিল ফসলের ওপরে নির্ভরশীল এখানকার মানুষজন। কিন্তু ত্রুটিপূর্ণ স্লুইসগেট নির্মানের ফলে ইছামতী নদীর জোয়ারের পানিতে প্রতিবছর প্লাবিত হয় বিলের জমি। এসমস্যা ৫০ বছর ধরে চলছে। তার ওপর চলকি বছর অতি বৃষ্টির পানি ইছামতী নদীর পানি অব্যাহতভাবে প্রবেশ করায় বিল ছাপিয়ে পানি লোকের ঘর বাড়িতে ঢুকে পড়েছে। বন্যা পরিস্থিতির আকার ধারণ করেছে। মানুষের কাজ নেই, অনেকের ঘরে খাবার নেই। দুরবস্থার মধ্য দিন কাটছে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর।

    হাফিজুর রহমান জানিয়েছেন, তার বাড়ীর চারিপাশে পানি। ঘরের ভেতরেও পানি। ইট দিয়ে খাট উচু করে তার ওপর পরিবার নিয়ে বাস করছেন। ঘরে পানি ঢোকার কারণে রান্না করতে পারছে না। এদিকে ঘরে চাল নেই। ত্রানও কেউ দিচ্ছে না।
    কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি,শুস্ক মৌসুমে খাল সংস্কারসহ নতুন ভাবে স্লুইসগেট নির্মান ও পানি নিস্কাসনের দাবি জানিয়েছি। তিনি বিষয়টি দেখার প্রতুশ্রুতি দিয়েছেন।

  • সেনবাগে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা শরিয়ত উল্ল্যাহ মিয়ার দা-ফন স-ম্পন্ন

    সেনবাগে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা শরিয়ত উল্ল্যাহ মিয়ার দা-ফন স-ম্পন্ন

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক শরিয়ত উল্লাহ মিয়ার( ৭৬) দাফন সম্পন্ন হয়েছে। ৯ জুলাই শনিবার ১১টায় মরহুমের নিজ বাড়ীর সামনে সেনবাগ উপজেলা কমিশনার (ভুমি)জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের পক্ষ হতে গার্ড অব ওনার প্রদান সহ সকল আনুষ্ঠানিকতা শেষে জানাজা সম্পন্ন করে তাকে কল্যান্দী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, মোহাম্মদ পুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, বর্তমান প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, সহ: প্রধান শিক্ষক আবু তাহের সেলিম, ৬নং কাবিল পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ গন,পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা,গণমাধ্যম কর্মী সহ প্রায় সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।উল্লেখ্য,বীরমুক্তিযোদ্ধা শরিয়ত উল্লাহ মিয়া ঐতিহ্যবাহী মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ৪ বারের নির্বাচিত সদস্য ছিলেন,উপজেলা আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা হিসেবে দক্ষতা ও সুনামের সহিত ৬নং কাবিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।কল্যান্দী বাজার কমিটির সভাপতি, বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক সহ অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছিলেন। তিনি একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী ছিলেন। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

  • অ-সুস্থ বিএনপি নেতার শ-য্যপাশে মতিন

    অ-সুস্থ বিএনপি নেতার শ-য্যপাশে মতিন

    আলিফ হোসেন,
    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দা উপজেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন টুকু গুরুতর অসুস্থ হয়ে মান্দা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    এদিকে ৯ আগস্ট শনিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপি সভাপতি ও নওগাঁ-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এম এ মতিন নেতাকর্মী নিয়ে মান্দা উপজেলা হাসপাতালে গিয়ে অসুস্থ বিএনপি নেতা টুকুর চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।এ সময় তিনি তার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।#

  • সুজানগরে সংবাদ স-ম্মেলনে বিএনপি নেতা মজিবর খাঁসহ ৭ নেতাকর্মীর বহি-ষ্কারাদেশ প্র-ত্যাহারের দা-বি

    সুজানগরে সংবাদ স-ম্মেলনে বিএনপি নেতা মজিবর খাঁসহ ৭ নেতাকর্মীর বহি-ষ্কারাদেশ প্র-ত্যাহারের দা-বি

    এম এ আলিম রিপন.সুজানগরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সুজানগর পৌর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান খানসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ৭জন নেতা-কর্মীকে কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার বেলা ১১টায় সুজানগরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সুজানগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক(বহিস্কৃত) মোঃ মজিবর রহমান খান বলেন,আমি সুজানগর উপজেলা যুবদলের সহ-সভাপতি, সুজানগর উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদকসহ দলটির গুরুত্বপূর্ণ পদে থেকে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি এবং সর্বশেষ সুজানগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম। এরই মধ্যে গত ৯ জুলাই একটি মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সুজানগর পৌরবাজারের নন্দিতা সিনেমা হল রোডে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই। অথচ একটি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার ভাবমূর্তি নষ্ট ও রাজনৈতিকভাবে ঘায়েল করার হীন উদ্দেশ্যে ওই ঘটনার সাথে আমাকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালায় এবং থানায় একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়। সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার দাবি করে মজিবর রহমান খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে পুনর্বিবেচনা করে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করার বিনীত অনুরোধ জানান।
    সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেন, ষড়যন্ত্র করে কখনো নেতৃত্বকে মুছে ফেলা যায় না। বিএনপি নেতা মজিবর রহমান খান রাজপথের লড়াকু সৈনিক। দুঃসময়ের পরীক্ষিত জাতীয়তাবাদী নেতা, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত নিবেদিতপ্রাণ একজন জননেতা।
    আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে মিছিল-মিটিং- সমাবেশে ছিলেন অগ্রভাগে। মজিবর রহমান খান একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা। তিনি দলের দুর্দিনে, আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রতিটি কর্মসূচি সফল করেছেন। দল থেকে তার বহিষ্কারাদেশ বলবৎ রাখলে দলটির কার্যক্রম স্থবির হয়ে পড়বে। তাই তারা বিএনপি নেতা মজিবর রহমান খানসহ সহযোগী অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
    সংবাদ সম্মেলনে সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুল বাতেন, পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি(বহিস্কৃত) রুহুল খান, পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য বাবলু, উপজেলা পৌর যুবদল নেতা (বহিষ্কৃত) মোঃ মানিক খান ও মোঃ আব্দুল হালিম শেখ এবং সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শাকিল খানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।।

  • শীর্ষ সন্ত্রা-সী জলি-ল আদালত থেকে জা-মিনে এসে আবারও করছে বিভিন্ন অ-পরাধমূলক ক-র্মকাণ্ড

    শীর্ষ সন্ত্রা-সী জলি-ল আদালত থেকে জা-মিনে এসে আবারও করছে বিভিন্ন অ-পরাধমূলক ক-র্মকাণ্ড

    হেলাল শেখঃ বৈষম্যবিরোধী আন্দোলনে ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার উপর গুলি করে মানুষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে নিজে এসব মামলা থেকে কৌশলে বাঁচতে উল্টো ভুয়া বাদী সেজে অনেক সাধারণ মানুষের নামে মিথ্যা অভিযোগ এনে মিথ্যা মামলা করে সায়েব আলী জলিলসহ অনেকেই। কয়েকজন আটক হলেও অন্যদেরকে এখনো আটক করা হয়নি। এই সায়েব আলী জলিল শীর্ষ সন্ত্রাসী মুন্নার সহযোগী বলে পুলিশ জানায়।
    শনিবার (৯আগষ্ট ২০২৫ই) জানা যায়, সায়েব আলী জলিল অস্ত্রসহ একাধিক মামলার আসামী। আশুলিয়ায় কে এই জলিল? মামলাবাজি, ফিটিংবাজি ও চুরি, ছিনতাই ও অস্ত্র মামলায় একাধিকবার পুলিশ ও র‍্যাব তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারা পাঠিয়েছেন, বর্তমানে এই জলিল কেরানীগঞ্জ কারাগারেই বন্দী রয়েছে। তার পরিবার তাকে জামিনের চেষ্টা করছেন বলে জানা গেছে, এই জলিল আশুলিয়াবাসী সাধারণ মানুষকে হয়রানি করে অতিষ্ঠ করে তুলেছে। তাই তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগীরাসহ সচেতন মহল।
    জানা গেছে, মোঃ আঃ জলিল, পিতা: মোঃ আঃ খলিল, মাতা: মোসাঃ কুলসুম বিবি, তার বর্তমান ঠিকানাঃ চারাবাগ,ডাকঘরঃ আশুলিয়া, বাসাইদ, ৪ নং ওয়ার্ড, আশুলিয়া ঢাকা। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার পৌরসভা’র ৭নং ওয়ার্ড রঙ্গার চর দর্পগ্রামে জলিল এর গ্রামের বাড়ি। সে কখনো আওয়ামীলীগ, কখনো বিএনপি, কখনো জামায়াত, কখনো আওয়ামীলীগ নেতা রাজু আহমেদ এর বাহিনীর লিডার, আরো অনেক পরিচয়ে বহুরূপী এই মোঃ আঃ জলিল তার অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে।
    সূত্র-আশুলিয়া থানার মামলা নং ১৫, তারিখ ০৮/০৯/২০২৪ইং এই মামলার ভুয়া বাদী মোঃ সায়েব আলী জলিল মামলাবাজ প্রতারক চক্র, এরকম অনেক মামলার ভুয়া বাদী সেজে তারা সাধারণ মানুষের নাম দিয়ে অর্থনৈতিক ক্ষয়ক্ষতিসহ হয়রানি করার একাধিক অভিযোগ রয়েছে। এই সাহেব আলী জলিল ভুয়া বাদীর বিস্তারিত দেশ টিভি’র প্রায় ৫ মিনিটের সংবাদ ও যমুনা টিভি’র ৩৮ মিনিটের সংবাদ প্রকাশ হয়েছে, সেই সাথে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়ে “বেড়িয়ে আসছে থলের বিড়াল”। জানা গেছে, এই সায়েব আলী জলিল এর বিরুদ্ধে অস্ত্র মামলা, ৫ আগষ্টের আন্দোলনে গুলি করা ও হত্যাচেষ্টা এবং হত্যা মামলাসহ ৫-৬টি মামলা রয়েছে, মোঃ আঃ জলিল অস্ত্র মামলায় হাজিরা দিতে গেলে ঢাকায় আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত জলিল কারাগারে বন্দী আছেন।
    উক্ত জলিলকে আবারও আশুলিয়া থানা পুলিশের হেফাজতে এনে একটু আদরযত্ন করলে তার কাছে ৫ আগষ্টের ছাত্র-জনতার হত্যার অনেক তথ্য পাওয়া যেতে পারে বলে অনেকেই অভিমত প্রকাশ করেন। তারা ৫ আগষ্টে গুলি করে সাধারণ ছাত্র-জনতাকে হত্যা কেন করছে ? আর এই হত্যাকাণ্ডের ঘটনা আড়াল করতে সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীকে বিভিন্নভাবে কেন হয়রানি করছে? তারা হত্যাচেষ্টা ও হত্যা মামলা এবং অস্ত্র মামলার আসামী, অনেকেই ধারণা করছেন যে, ৫ আগষ্ট থানার অস্ত্র লুটপাট ও অগ্নিসংযোগের সাথে এই সায়েব আলী জলিল জড়িত থাকতে পারে। উক্ত ব্যাপারে সঠিকভাবে তদন্ত করে দোষীদেরকে আটকের পর তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানান ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।