Blog

  • গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব বসতি দি-বস পালিত

    গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব বসতি দি-বস পালিত

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব বসতি দিবস-২০২৫ পালিত হয়েছে।

    গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ভবনের সামনে থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান -এর নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল এক র‍্যালী বের হয়। “পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া – এ প্রতিপাদ্যে র‍্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসন ভবনের সামনে ফিরে শেষ হয়।

    পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, এনডিসি অনিরুদ্ধ দেব রায়, গোপালগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বি এম জুবায়ের হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. তৌফিকুল ইসলাম, নারী উদ্যোক্তা অনিমা সরকার,
    উ-বিভাগীয় প্রকৌশলী সিভিল
    (সিভিল) সমীর কুমার কুন্ডু, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) তনময় কর্মকার, উপসহকারী প্রকৌশলী কায়েস মাহমুদ, জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, সিনিয়র হিসাব সহকারী রইজ আহমেদ, অফিস সহকারী আমিনুল ইসলাম, মনিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ঠিকাদার, বিভিন্ন পেশাজীবী ও সুধীজন উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “পরিকল্পিত নগরায়ন একটি দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। শহরের উন্নয়ন কেবল অবকাঠামো নয়, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা চাই, গোপালগঞ্জ হোক একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব শহরের মডেল।”

    বিশেষ অতিথি পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “একটি সুন্দর ও নিরাপদ নগর গড়ে তুলতে সু-শৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা, নাগরিক শৃঙ্খলা ও সচেতনতা অত্যন্ত জরুরি। নগর উন্নয়নের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাও নিবিড়ভাবে সম্পর্কিত। আমরা সবাই মিলে সচেতন হলে গোপালগঞ্জকে একটি নিরাপদ ও আধুনিক নগরে রূপান্তর করা সম্ভব।

    সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল।

    দিবসটির প্রতিপাদ্যের আলোকে স্বর্ণেন্দু শেখর মন্ডল, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এসময় তিনি বলেন, পরিকল্পিত নগরায়ন, টেকসই অবকাঠামো এবং পরিবেশবান্ধব উন্নয়নই নিরাপদ ও বাসযোগ্য শহর গঠনের মূল চাবিকাঠি। উল্লেখ্য, জাতিসংঘ ১৯৮৫ সালে বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং ১৯৮৬ সাল থেকে এটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

  • রাজশাহীর পুঠিয়ায় সোহেল হ-ত্যা মা-মলার আ-সামি গ্রেফতারের দাবিতে মান-ববন্ধন ও সড়ক অব-রোধ

    রাজশাহীর পুঠিয়ায় সোহেল হ-ত্যা মা-মলার আ-সামি গ্রেফতারের দাবিতে মান-ববন্ধন ও সড়ক অব-রোধ

    পুঠিয়ায়(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার প্রধান ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে অংশগ্রহণ করেন নিহত সোহেলের পিতা মোঃ লীলতাব আলী, স্ত্রী মোছাঃ নিঝুম আক্তার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহাফুজুর রহমান বাবলু বিএনপি ওয়ার্ড সভাপতি আলফাজ সরকার   এবং মানববন্ধন পরিচালনা করেন মোঃ আশারাফ, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য। জানা গেছে, মানববন্ধনে পুঠিয়া থানাধীন জরমডাঙ্গা, কান্দ্রা ও শাহ্বাজপুর পারশাহ্ বাজপুর এলাকার কয়েকশ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মহাসড়ক অবরোধ করে প্রায় ২৫ মিনিট অবস্থান নেয়, ফলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। মানববন্ধনে নিহত সোহেলের পিতা লীলতাব আলী, মাহফুজুর রহমান বাবলু, হাফেজ আঃ রহমান, হাফেজ আশরাফুল ইসলাম,  মোঃ সুইট  হোসেন,আলতাব  হোসেন, মোঃ রাজা সরকার,  প্রমুখ বক্তব্য রাখেন।বক্তারা অভিযোগ করেন, ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সংঘটিত সোহেল হত্যাকাণ্ডের দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুঠিয়া থানা পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করেনি। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অনতি বিলম্বে খুনের আসামি গ্রেফতার না হলে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”  

    বক্তারা জানান, একাধিকবার থানায় গিয়েও    আসামিদের গ্রেফতার করা হয়নি। পুলিশের আশ্বাসে বারবার অপেক্ষা করেও তারা কোনো অগ্রগতি দেখতে পাননি। বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত আসামিদের গ্রেফতার না করলে এলাকাবাসী থানাঘেরাও কর্মসূচি ঘোষণা করবে।

    মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে বেলা ১১:২০ ঘটিকায় শেষ হয় এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়।

    উল্লেখ্য, এ ঘটনায় পুঠিয়া থানায় হত্যা মামলা (মামলা নং- ০৮/১৪৮; তারিখঃ ১০/০৯/২০২৫; ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়। #

    মাজেদুর রহমান (মাজদার) 

    পুঠিয়া, রাজশাহী।

  • নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে ছাত্র জনতার দশ দফা দাবিতে অব-স্থান কর্মসূচি

    নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে ছাত্র জনতার দশ দফা দাবিতে অব-স্থান কর্মসূচি

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটির ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়নে দশ দফা দাবিতে সোমবার সকাল ৯:৩০ মিনিট থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা।উপজেলার প্রায় দুই লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের দায়িত্ব নিয়ে দাড়িয়ে থাকা হাসপাতালটিতে নানান সংকটে ধুকছে স্বাস্থ্য সেবা।চিকিৎসক সংকট সহ নানামুখী সমস্যায় জর্জরিত হাসপাতালটিকে বাচিয়ে তুলতে এই অবস্থান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের নলছিটির ছাত্র ও জনতা।
    জানা গেছে হাসপাতালটিতে প্রায় এক যুগ ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার,আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও অচল হয়ে পরে আছে সেটি।এছাড়াও চিকিৎসক পদায়ন, সকল প্যাথলজিক্যাল টেস্ট চালু করা,ডিজিটাল এক্সরে চালু সহ দশ দফা দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।তাদের দাবিগুলো হলো-
    ১।যত দ্রুত সম্ভব সকল শূন্যপদে এমবিবিএস চিকিৎসক পদায়ন।
    ২।বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু করানো,অন্তত সপ্তাহে তিন দিন সিজারিয়ান সেকশন চালু করা।
    ৩।বন্ধ থাকা আলট্রাসনোগ্রাম মেশিন চালু করা
    ৪।নতুন ডিজিটাল এক্সরে মেশিন বরাদ্দ আনানো।
    ৫।প্যাথলজিতে রক্ত পরিসঞ্চালন,ডেঙ্গু,টাইফয়েড,সেরাম ক্রিয়িটিনিন,লিপিড প্রোফাইল সহ সকল টেস্ট চালু করা এবং রক্তের ক্লাবের অনুমোদন ও হাসপাতালে রুম বরাদ্দ দেয়া।
    ৬।লোড শেডিং বা প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ের জন্য হাসপাতালে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা করা বা পুরো হাসপাতালে সোলার পাওয়ারিং করা।
    ৭।অচল সব পানির ফিল্টার সচল করানো।
    ৮।সরকারিভাবে ভর্তি ও আউটডোরে রোগীদের জন্য সম্ভাব্য সকল ঔষধের ব্যবস্থা করা।
    ০৯।নিরবচ্ছিন্ন এম্বুলেন্স সার্ভিস নিশ্চিতকরনে পর্যাপ্ত জ্বালানি তেল বরাদ্দ করন।
    ১০।সামান্য রোগে বরিশাল রেফার বন্ধ করা এবং রোগীদের সার্বিক হয়রানি বন্ধ করতে হবে।।

    এসময় আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি আদায়ে যথাযথ নিশ্চয়তা দেয়ার আগ পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে।
    আন্দোলনে সংহতি জানিয়ে একাত্মতা প্রকাশ করেছে নলছিটি উপজেলা হেফাজতে ইসলাম,ইসলামি ছাত্র আন্দোলন এবং নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদল।এছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ,সেবা গ্রহিতা,শ্রমিকরা এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।

  • থানচিতে প্রবারণা পূর্ণিমার উদযাপন

    থানচিতে প্রবারণা পূর্ণিমার উদযাপন

    থানচি (বান্দরবান)প্রতিনিধি :মথি ত্রিপুরা।

    বান্দরবানের থানচিতে বৌদ্ধ ধর্মালম্বীদের পল্লীগুলোতে প্রবারণা পূর্ণিমা ওয়াগ্যোয়াই পোয়ে: পালিত হয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
    প্রতি বছরের মতো এবারও তিন দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে এ উৎসব। এই তিন দিনব্যাপী বিহারে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, অষ্টম ও পঞ্চশীল শীল গ্রহণ, প্রদীপ পূজা, ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন করা হয়।
    একদিকে এ উৎসবের ঘিরে পল্লীগুলোতের তরুণ-তরুণীরা দলবেঁধে নতুন ধানের চাল ও বিন্নি চালের পিঠা তৈরি করবে এবং ভোরে সেগুলো ভগবান বুদ্ধকে দান করবে। পাশাপাশি প্রতিবেশীদের মধ্যেও পিঠা বিতরণ করা হবে।
    থানচি ওয়াগ্যোয়াই পোয়েঃ উদযাপন কমিটি সংশ্লিষ্টরা জানান, বর্ণাঢ্য শোভাযাত্রা, ওয়াগ্যোয়াই পোয়ে: মূল্যায়ন সভা, রথযাত্রা উৎসর্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়েছে।
    অন্যদিকে থানচির চার ইউনিয়নের বৌদ্ধ ধর্মালম্বীদের বিহারগুলোতে বুদ্ধস্নান, প্রদীপ পূজাসহ চলছে ধর্মীয় ও আদি সামাজিক নানান ঐতিহ্যের অনুষ্ঠান এবং জগতের মঙ্গল কামনায় বিহারে বিহারে চলছে প্রার্থনা।
    থানচি থানার অফিসার মো: নাছির উদ্দিন মজুমদার জানান, প্রবারণা পূর্ণিমা উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের টিম মোতায়েন থাকবে।

  • ইসলামী ব্যাংকে অবৈ-ধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে কুমিল্লায় বিভিন্ন শাখার  মান-ববন্ধন

    ইসলামী ব্যাংকে অবৈ-ধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে কুমিল্লায় বিভিন্ন শাখার মান-ববন্ধন

    মোঃতরিকুল ইসলাম তরুন,

    ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল, মেধাভিত্তিক নিয়োগ প্রদান এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে গ্রাহকরা হয়েছে।

    সোমবার (৬ অক্টোবর) সকালে ইসলামী ব্যাংক কুমিল্লা প্রধান শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ব্যানের এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একই সময় ব্যাংকের চকবাজার, পদুয়ার বাজার ও ক্যান্টনমেন্টসহ জেলার বিভিন্ন শাখার সামনে এই কর্মসূচি পালন করা হয়।

    কুমিল্লা শাখার সামেন মানববন্ধনে বক্তরা বলেন, এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৩৪০ জনের অবৈধভাবে নিয়োগে বিপর্যয়ের মুখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল)। তাদের মধ্যে ছিল অনেকেরই ভুয়া সার্টিফিকেট। এতে ব্যাংকটির সেবার মান ও নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে। অনিয়ম করে এসব অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীর জন্য প্রতি বছর ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে ব্যাংকটির।

    এ ছাড়াও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পানের দোকানদার, গৃহকর্মী, অটোরিকশাচালক, রাজমিস্ত্রির সহকারী এবং রংমিস্ত্রিসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিকে এই বিশাল সংখ্যক নিয়োগ দেয়া হয়েছিল। এসব নিয়োগে কয়েকশ’ কোটি টাকার অনিয়ম ঘটেছে বলেও দাবি করা হয়।

    চকবাজার শাখার গ্রাহকরা ব্যাংক কর্মকর্তাদের সতর্ক করে বলেন, অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত না করলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে। সুতরাং ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের জন্য জোর দাবী জানান।

    বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের কুমিল্লা শাখার আহ্বায়ক নুরে আলম বাবু, সদস্য সচিব খালেদ হোসেন মজুমদার, সদস্য আমান উল্লাহ, মোজাম্মেল হক ফয়সাল, সাইফুল আলম ও মহিবুর রহমান, চকবাজার শাখার গ্রাহক ফোরামের সদস্য কামাল উদ্দিন, সাদেকুল ইসলাম, সাইফুল ইসলাম, পদুয়ার বাজার শাখার বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের কামরুল হাসন, মোতাহের আলম ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

  • নিরীহ ব্যক্তিকে মা-রধর থেকে র-ক্ষা করায় কিশোরকে কুপি-য়ে হ-ত্যা, গ্রে-প্তার : ১

    নিরীহ ব্যক্তিকে মা-রধর থেকে র-ক্ষা করায় কিশোরকে কুপি-য়ে হ-ত্যা, গ্রে-প্তার : ১

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোরকে কুপিয়ে হত্যার দুদিন পর মামলা ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
    র‍্যাব জানিয়েছে, উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় সন্ত্রাসীরা এক নিরীহ মানুষকে মারধর করার সময় তাদের কবল থেকে ছাড়িয়ে নেওয়ায় কিশোর মারওয়ান হোসেন বিজয়কে (১৮) হত্যা করা হয়।
    সোমবার (৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বেগমগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাফায়েত হোসেন সৈকত (২০) উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্বএকলাশপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে।
    উপজেলার কল্লা মার্কেট এলাকায় গত ৩ অক্টোবর রাত ১০টার দিকে এ হত্যাকান্ড ঘটে। নিহত বিজয় উপজেলার হাজীপুর গ্রামের রবি মেম্বার বাড়ির শাহীন চৌধুরীর ছেলে।

  • গৌরনদীতে তিতুমীর কলেজ ছাত্রদল নেতার উপর আ.লীগ  নেতা ও তার পুত্র ছাত্রলীগ নেতার হাম-লা, আহ-ত-৫

    গৌরনদীতে তিতুমীর কলেজ ছাত্রদল নেতার উপর আ.লীগ নেতা ও তার পুত্র ছাত্রলীগ নেতার হাম-লা, আহ-ত-৫

    কে এম সোয়েব জুয়েল,
    গৌরনদী প্রতিনিধি
    বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক মেয়র মোঃ আলাউদ্দিন ভুইয়া (৫৭) তার পুত্র সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য অনিক ভূইয়া ও তাদের সহযোগীরা রোববার রাতে গৌরনদী উপজেলার আশোকাঠি ফিলিং ষ্টেশনে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক নুর হোসেন আকাশ (৩২)র উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ৫ ছাত্রদল নেতা আহত হন। এ ঘটনায় সোমবার গৌরনদী মডেল থানায় লিখিত দায়ের করেছে। ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদ হামলাকারী আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন ভূইয়া ও পুত্র ছাত্রলীগ নেতা অনিক ভূইয়াকে গ্রেপ্তারের দাবিতে সোমবার বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা গৌরনদী বাসষ্টান্ডে অনুষ্ঠিত হয়।
    প্রত্যক্ষদর্শী, স্থাণীয় লোকজন ও ছাত্রদলনেতারা জানান, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক নুর হোসেন আকাশ রোববার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে রাত ৯টার দিকে গৌরনদী উপজেলার আশোকাঠি ফিলিং ষ্টেশনে পৌছে জুতা পায়ে শৌচাগারে যান। এ সময় পাম্পের কর্মচারী মহিউদ্দিন (২৫) বাধা দিলে এ নিয়ে কর্মচারীর সাথে ছাত্রদল নেতার কথার কাটাকাটির এক পর্যায়ে পাম্পের মালিক আওয়ামীলীগ নেতা ও সাবেক মেয়র আলাউদ্দিন ভূইয়া ও তার পুত্র কলেজ ছাত্রলীগ নেতা দলবল নিয়ে ছাত্রদল নেতার উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল গোমস্তাসহ শতাধিক ছাত্রদল নেতারা ঘটনাস্থলে পৌছে আওয়ামীলীগ নেতা আলাউদ্দিনের কাছে হামলার কারন জানতে চান । উভয়ের মধ্যে তর্কাতর্কির এক এক পর্যায়ে ছাত্রদল নেতা কর্মিরা পাল্টা হামলা চালিয়ে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক মেয়র মোঃ আলাউদ্দিন ভুইয়া (৫৭) তার পুত্র সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য অনিক ভূইয়াকে মারধর করে।
    তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক নুর হোসেন আকাশ অভিযোগ করে বলেন, আমি জুতা পায়ে ওয়াস রুমে গেলে কর্মচারীর সঙ্গে তর্ক হওয়ার মধ্যেই আকস্মীকভাবে আমার উপর পাম্পের মালিক আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন ও তার ছেলে ছাত্রলীগ নেতা অনিক ভুইয়া হামলা চালায়। এ প্রসঙ্গে জানতে চাইলে গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল গোমস্তা অভিযোগ করে বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতার উপর অন্যায়ভাবে আওয়ামীরীগ নেতা আলাউদ্দিন ও তার পুত্র ছাত্রলীগ নেতা অনিক ভূইয়া দলবল নিয়ে হামলা চালিয়ে আহত কাছে। বিষয়টি জানার পরে আমারা পাম্পে এসে হামলার কারন জানতে চাইলে আমাদের উপর পুনরায় পিতাপুত্র দলবল নিয়ে হামলা চালায়। পরবর্তিতে ছাত্রদল পাল্টা হামলা চালায় । ছাত্রদল নেতার উপর হামলার অভিযোগ সম্পর্কে জানতে আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন ভূইয়া ও তার পুত্র অনিক ভুইয়ার কাছে ফোন দিলে তা ধরেননি। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাতে ছাত্রদল নেতার উপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদ হামলাকারী আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন ভূইয়া ও পুত্র ছাত্রলীগ নেতা অনিক ভূইয়াকে গ্রেপ্তারের দাবিতে সোমবার বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা গৌরনদী বাসষ্টান্ডে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভার সভাপতিত্বে করেন উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেলে গোমস্তা। বক্তব্য রাখেন ছাত্রদল উপজেলা, পৌর ও কলেজ কমিটির নেতৃবৃন্দ।

  • মোরেলগঞ্জে প্রেসক্লাব সভাপতির প্র-য়াত মাতার রু-হের মা-গফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে প্রেসক্লাব সভাপতির প্র-য়াত মাতার রু-হের মা-গফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির ॥
    বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. শহিদুল ইসলামের প্রয়াত মমতাময়ী মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    জানা যায়, মরহুমা ১৯৮৮ সালের ৬ অক্টোবর মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। তাঁর স্মরণে সোমবার এশার নামাজের পর মোরেলগঞ্জ চাউলাপট্রি জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    দোয়া পরিচালনা করেন চাউলাপট্রি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আলী। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

    পরবর্তীতে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে দ্বিতীয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন জামে মসজিদের মোয়াজ্জেম ও হাফেজ মোঃ আবুল বাসার, বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম ও কারী আবুবকর, সুতালড়ী সফিজউদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জাহিরুল আলমসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক সদস্যরা।

    দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার শান্তি ও পরিবারের সদস্যদের প্রতি আল্লাহর রহমত কামনা করা হয়।

  • সাংবাদিক হায়াত হ-ত্যায় জড়িত দুই আ-সামি গ্রে-প্তার

    সাংবাদিক হায়াত হ-ত্যায় জড়িত দুই আ-সামি গ্রে-প্তার

    শেখ সাইফুল ইসলাম কবির.বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনকে হত্যার সঙ্গে জড়িত দুই আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

    রবিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকার নিউ গোল্ডেন সিটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ অক্টোবর) বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন, মো. ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) এবং মো. আশিকুল ইসলাম ওরফে আশিক (২৫)। তারা দুজনই বাগেরহাট সদর উপজেলার গোপালকাটি গ্রামের বাসিন্দা।

    ডিবি পুলিশের এসআই স্নেহাশিস দাশ বলেন, মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল প্রযুক্তিগত সহায়তা ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হই। পরে ঢাকার আশুলিয়া এলাকায় অবস্থানরত দুই আসামিকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।”

    তিনি আরও বলেন, “আসামিরা প্রাথমিকভাবে জানিয়েছে যে, সাংবাদিক হায়াত উদ্দিনের ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে পূর্বপরিকল্পিতভাবে তারা হায়াত উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। ঘটনার দিন গ্রেপ্তার হওয়া আসামি দুজনসহ তাদের সহযোগীরা ধারালো চাপাতি, রামদা, ছুরি, লোহার রড ও হাতুড়ি নিয়ে মোটরসাইকেলে করে গিয়ে সাংবাদিক হায়াত উদ্দিনের ওপর হামলা চালায়। এতে তার মাথা, ঘাড়, পাঁজর, পেট ও পায়ে গুরুতর জখম হয়। পরে গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

  • ত্রিশালে ইসলামী ব্যাংকে ‘অ-বৈধ’ নি-য়োগ বা-তিলের দাবিতে মা-নববন্ধন

    ত্রিশালে ইসলামী ব্যাংকে ‘অ-বৈধ’ নি-য়োগ বা-তিলের দাবিতে মা-নববন্ধন

    নিজস্ব প্রতিবেদক

    ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ প্রভাব খাটিয়ে ‘অবৈধভাবে’ ও ‘অদক্ষদের’ নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামি ব্যাংক গ্রাহক ফোরাম এবং
    সচেতন পেশাজীবী সমাজ। মানববন্ধন থেকে তারা অবৈধ নিয়োগ বাতিলের পাশাপাশি গত ২০১৭- ২৪ পর্যন্ত ব্যাক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবি জানান।

    সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টায় ময়মনসিংহের ত্রিশালে ইসলামী ব্যাংক ভবনের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন করেছে সংগঠনগুলো।

    মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপ ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে বিভিন্ন অঞ্চল থেকে গোপনে হাজার হাজার অযোগ্য লোক নিয়োগ দিয়ে ব্যাংকের সার্বিক পরিবেশ ধ্বংস করেছে।

    তারা দাবি করেন, নিয়োগপ্রাপ্তদের অনেকে গ্রাহকসেবায় অদক্ষ, দুর্ব্যবহার করেন এবং আঞ্চলিক ভাষায় কথা বলেন; যা দেশের অন্যান্য অঞ্চলের গ্রাহকদের জন্য সমস্যার। বক্তারা তাদের অবিলম্বে বহিষ্কার করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

    বক্তারা আরো জানান, এস আলমের ছত্রছায়ায় ব্যাংকে অনিয়ম, অর্থপাচার ও লোন জালিয়াতি বেড়েছে। ফলে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে এবং ডলারের সংকটসহ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। তারা বলেন, বাক্স বসিয়ে লোক নিয়োগ দিয়ে দেশব্যাপী ব্যাংক পরিচালনা করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

    এ সময় বক্তারা ইসলামী ব্যাংকের নিয়োগ, অডিট, কোর গভর্ন্যান্সসহ সার্বিক ব্যবস্থার সংস্কার এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

    মানববন্ধনে জানানো হয়, সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষ অবৈধ নিয়োগপ্রাপ্তদের দক্ষতা যাচাইয়ে ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র মাধ্যমে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে। পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছিল ৫ হাজার ৩৮৫ জন কর্মকর্তাকে। কিন্তু এর মধ্যে মাত্র ৪১৪ জন অংশ নিয়েছেন। বাকি ৪ হাজার ৯৭১ জন পরীক্ষায় অংশ নেননি। যারা পরীক্ষায় অংশ নেয়নি ব্যাংক কর্তৃপক্ষ তাদের ওএসডি করে এবং ৪০০ জনকে চাকরিচ্যুত করে।

    ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হওয়া, অযোগ্য নিয়োগ, অনিয়মতান্ত্রিক ঋণ বিতরণসহ বিভিন্ন ঘটনা এস আলমের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ঘটছে। বক্তারা এ সব নিয়োগ বাতিল করে, পাচারকৃত অর্থ উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    ইসলামী ব্যাংকের গ্রাহক মাওলানা শাকিবুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশীত কমিটির ত্রিশালের আহবায়ক আজিজুল হক হাসিম,সাধারণ সম্পাদক এনামুল হক, ইসলামি ব্যাংক গ্রাহক ফোরাম ত্রিশালের সভাপতি মজিবুর রহমান মোল্লাহ,সাধারণ সম্পাদক সাংবাদিক এটিএম মনিরুজ্জামান, গ্রাহক ফয়সাল খান,মাওলানা আমিরুল ইসলাম প্রমূখ।