Blog

  • ধামইরহাটে বিএনপি’র আদর্শে অ-নুপ্রাণিত হয়ে আদিবাসী সম্প্র-দায়ের ২০ জনের বিএনপিতে যো-গদান

    ধামইরহাটে বিএনপি’র আদর্শে অ-নুপ্রাণিত হয়ে আদিবাসী সম্প্র-দায়ের ২০ জনের বিএনপিতে যো-গদান

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
    নওগাঁর ধামইরহাটে বিএনপি’তে যোগদান করেছে আদিবাসী সম্প্রদায়ের সম্প্রদায়ের ২০জন সাঁওতাল। ২৭ সেপ্টেম্বর বিকেলে ১নম্বর ধামইরহাট ইউনিয়ন বিএনপি’র প্রোগ্রামে ২০ জন সাঁওতাল আদিবাসী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি’র আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি’তে যোগদান করেন। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপি’র সভাপতি এম এ ওয়াদুদ তাদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব মোঃ হানজালা নেতাকর্মীদের সংগঠিত ও একাত্বতা থাকতে আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম লিটন, ধামইরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী কবির দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, সাংগঠনিক মো. সম্পাদক মুত্তালেব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।

  • আগামী সংসদ নির্বাচনে জামায়াত কে বিজয়ী করতে যুবকদের আ-হবান – অধ্যক্ষ নাজমুল হক

    আগামী সংসদ নির্বাচনে জামায়াত কে বিজয়ী করতে যুবকদের আ-হবান – অধ্যক্ষ নাজমুল হক

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে “যুব সমাবেশ – ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪ টায় বাকড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

    ভায়ালক্ষীপুর ইউনিয়ন জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মোঃ মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় এবং ভায়ালক্ষীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আনারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট-বাঘা-০৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওঃ মোঃ শফিকুল ইসলাম, মাষ্টার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফেল রানা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, চারঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ এজারুল ইসলাম, ভায়ালক্ষীপুর ইউনিয়ন সেক্রেটারি মোঃ কামরুজ্জামান রায়হান।

    উক্ত সমাবেশে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ যুবকদের ইসলামের মহান আদর্শের অনুসরণ ও প্রচারের আহ্বান জানান এবং শহীদদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।

    অতিথিবৃন্দ যুবক দের আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার প্রত্যায় ব্যাক্ত করেন।

    প্রধান অতিথি যুব সমাবেশে অংশগ্রহণকারী সকলের জন্য মহানরবের নিকট কল্যান কামনা করে দোয়া করেন এবং যুবকদের নেতৃত্বে জামায়াতকে আগামীদিনে বিজয়ী  করতে আহবান জানান।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • ‎বাহুবলে চীনা নাগরিকের আ-ত্মগোপনে রহ-স্য ঘ-নিভুত।। তথ্য নিয়ে মীমের পিতার লু-কোচুরি

    ‎বাহুবলে চীনা নাগরিকের আ-ত্মগোপনে রহ-স্য ঘ-নিভুত।। তথ্য নিয়ে মীমের পিতার লু-কোচুরি


    ‎হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবলে কথিত প্রেমিকার বাড়িতে চীনা যুবকের আগমনের পর হঠাৎ আত্মগোপনে রহস্য আরও ঘনিভুত হচ্ছে। তাই ইয়ং (৩৭) নামের চীনা যুবক চিচুয়ান প্রদেশের নাগরিক। তার পিতার নাম তা ইন চুং। সে গত ২৪ সেপ্টেম্বর বিকেলে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের খিলবামৈ গ্রামের দিনমজুর মোহাম্মদ আলীর বাড়িতে আসে।

    ‎বাহুবলের পল্লীতে চীনা নাগরিকের আগমনে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য । আশপাশের লোকজনের মাধ্যমে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশের গোচরে আসে। লোক মারফত খবর জানতে পেরে খিলবামৈ গ্রামের ওই বাড়িতে যান সংবাদ কর্মীরা। এ সময় দিনমজুর মোহাম্মদ আলীর মেয়ে সাদিয়া সুলতানা মীম (১৯) জানায়, তার সাথে অনলাইনে পরিচয়ের সূত্র ধরে তাই ইয়ং তাদের এখানে এসেছে এবং  বিয়ে করে সাথে নিয়ে যেতে চায় চীনে দেশে । অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়া সাদিয়া সুলতানা মীমও জানায়, গুগল ট্রান্সলেশনের মাধ্যমে কথোপকথন হয় তাই ইয়ং ও মীমের। স্থানীয় ভাষা ছাড়া ইংরেজি সহ অন্য কোন ভাষাও বুঝতে পারে না চীনা যুবক।
    ‎পুলিশ অবগত হওয়ার পরও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। পরদিন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় বাহুবলে চীনা নাগরিকের আগমনের খবর প্রকাশ হওয়ার পর দুইজন পুলিশ মীমের পিত্রালয়ে যান বলে স্থানীয়রা জানান। কিন্তু ২৫ সেপ্টেম্বর মধ্য রাতেই ওই বাড়ি ছাড়েন চীনা নাগরিক। সাথে নিয়ে যান মীমসহ তার মাকে। নোহা গাড়িযোগে গোপনে চলে যেতে সহযোগিতা করেন একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে অটো চালক রাজু মিয়া।
    ‎শনিবার বিকেলে মোহাম্মদ আলীর বাড়িতে গেলে দেখা যায় দরজায় তালা। ফোনে যোগাযোগ করলে মোহাম্মদ আলী জানান তিনি চুনারুঘাটে। চীনা নাগরিক তাই ইয়ং এবং মীম সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ আলী বলেন সে চলে গেছে তার দেশে। মীম ও তা মা কোথায় এর উত্তর দিতে তিনি অপারগতা প্রকাশ করেন।
    ‎স্থনাীয় একাধিক সূত্র জানায়, চীনা এ যুবক মাস খানেক আগেও এ বাড়িতে এসে গেছে। প্রথম বিষয়টি এভাবে সারা পড়েনি। এবার স্থানীয়দের কানাঘুষা ও মিডিয়ার লোকদের জেনে যাওয়ায় মীমের পরিবার সতর্কতা হিসেবে চলে গেছে আত্মগোপনে। তারা নাকি বর্তমানে অবস্থান করছে ঢাকার পল্লবী থানার মিরপুর কালাপানি এলাকায়। সরকারি একাধিক সংস্থাও অনুসন্ধান শুরু করেছে এ ব্যাপারে। একটি গোয়েন্দা সূত্র জানায়, বেশ কিছু দিন আগে বিদেশি প্রতারক চক্র সম্পর্কে সরকারিভাবে সতর্কতা জারী করা হয়। এতে বলা হয়, বিদেশি এ চক্রটি প্রেম অথবা লোভনীয় অফারের মাধ্যমে বাংলাদেশের সুন্দরী নারীদের বিয়ের ফাঁদে ফেলে মাফিয়া চক্রের হাতে তুলে দেয়। এধরনের ঘটনা দেশের একাধিক স্থানে সংঘটিত হয়েছে বলে সতর্ক বার্তায় বলা হয়।

    ‎এ ধরনের আশঙ্কার কথা বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামও জানান।




  • পাইকগাছায় বিভিন্ন পূজামন্ডপে বিএনপির পক্ষ থেকে সিসি ক্যামেরার প্রদান

    পাইকগাছায় বিভিন্ন পূজামন্ডপে বিএনপির পক্ষ থেকে সিসি ক্যামেরার প্রদান

    ইমদাদুল হক ,পাইকগাছা (খুলনা)।।

    পাইকগাছায় আনুষ্ঠানিক ভাবে উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা ও পৌরসভার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মন্ডপে সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। খুলনা -৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রদান করেন।
    শনিবার সকালে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদের বাসভবনে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন। যুগ্ম আহ্বায়ক তুষার কান্তি মন্ডলের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাব্লু , পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফ এম এ রাজ্জাক। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা,প্রভাষক আবু সালেহ মোহাম্মদ ইকবাল, মাষ্টার বাবর আলী গোলদার,আবু মুসা, আছাদুজ্জামান খোকন, আঃ মজিদ গোলদার, শেখ আনারুল ইসলাম,মেছের আলী সানা,প্রণব কান্তি মন্ডল, মাষ্টার মুজিবুর রহমান,সায়েদ আলী বাবলা,অধীর মন্ডল, বাবুরাম মন্ডল,মোনহর সানা, মিজান জোয়ার্দার, দিপংকর সিকদার, সুরঞ্জন চক্রবর্তী ও বিভাসেন্দু সরকার, হুরায়রা বাদশা, মোঃ আরিফ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রায়হান পারভেজ টিপুসহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ ছিলেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় কৃষি অফিসের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে  কৃষি অর্থনীতি বদ-লে যাচ্ছে

    পাইকগাছায় কৃষি অফিসের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষি অর্থনীতি বদ-লে যাচ্ছে

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) ।।
    পাইকগাছা : প্রযুক্তি ও মাল্টিলেয়ার পদ্ধতিতে এক জমিতে একসঙ্গে একাধিক ফসল উৎপাদনে বদলে যাচ্ছে পাইকগাছার কৃষি অর্থনীতি। কৃষকের পুনর্বাসন ও প্রণোদনা, ফসল উৎপাদন এবং তদারকি বাড়ায় বর্তমানে চাহিদার অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদনে সক্ষম হয়েছেন পাইকগাছার কৃষকেরা।

    সরকার উপকূলীয় অঞ্চলের লবণাক্ত জমিতে বহুমুখী ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষিভিত্তিক বিভিন্ন প্রকল্প গ্রহণ করায় এর সুফল পাচ্ছেন প্রান্তিক কৃষকেরা। ফলে পাইকগাছা উপজেলার ১০ টি ইউনিয়নে খালে-বিলে কৃষকের চালে মৎস্য ঘেরের আইলে শোভা পাচ্ছে লাউ, ঢেঁড়স, করলা, মিষ্টি কুমড়া, তরমুজ, বরবটি, শিম, ঝিঙে, কুমড়া, পেঁপে, শসা, পুঁইশাক, লালশাকসহ নানা ধরনের সবজি।
    কৃষি অফিসের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মৌসুমভিত্তিক প্রশিক্ষণ ও বিনা মূল্যে সার ও বীজ প্রদান করে কৃষকদের প্রশিক্ষিত করা হয়েছে। ফলে রবি মৌসুমে গম, আলু, মিষ্টি আলু, সরিষা, ভুট্টা, মরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া, মসুর, মুগ, খেসারি, মটর, মাষকলাই, তরমুজসহ শীতকালীন শাকসবজির উৎপাদন গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে। পাইকগাছার কৃষকেরা এখন নিজেরাই নিজেদের পুষ্টি ও খাদ্য তৈরি করছেন।
    উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকরা কৃষিবিপ্লব ঘটিয়েছেন। উপজেলার দেলুটির ২২ নং পোল্ডারের ডিহিবুড়া খালের দুই পাড়ে বিধান মণ্ডল মাছ চাষের পাশাপাশি তিনি পতিত জমি চাষের আওতায় এনে আধুনিক কৃষি প্রজেক্ট তৈরি করেছেন। খালের পাড়ে জমিতে চাষ করা হয়েছে দেশি-বিদেশি নানা জাতের ফল-সবজি। গদাইপুর ইউনিয়ানের পুরাইকাটি বিলে ঘেরের আইলে শেখ আহসান উল্লাহ গ্রীষ্মকালীন তরমুজ, লাউ, করলা, শসা, সহ বিভিন্ন ধরনের সবজি ঘেরে আইলে চাষ করেছেন। তারা এক ফসলি জমিতে এখন বহু ফসলি জমিতে রূপান্তরিত করেছেন। ফলে কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠছেন ।
    পাইকগাছা কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় মাছের ঘেরের আইলে ২৩৪ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। লতা ও দেলুটিতে তরমুজের ফলন খুব ভালো হয়েছে। গত পাঁচ বছরে উপজেলায় রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। বারবার প্রাকৃতিক দুর্যোগের বিপর্যয় কাটিয়েও কৃষকরা খাদ্যশস্য উৎপাদনে উল্লেখ যোগ্যভাবে সফল হয়েছেন। দানা শস্যের পাশাপাশি শাকসবজি উৎপাদনেও রেকর্ড সৃষ্টি করেছে পাইকগাছার কৃষকরা।
    উপকূলীয় উপজেলা হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা, লবণাক্ততা, সেচের পানির দুষ্প্রাপ্যতাসহ বিভিন্ন সমস্যা কৃষি উন্নয়নের ক্ষেত্রে প্রধান অন্তরায়। ২০০৭ সালে সিডর ও ২০০৯ সালে আইলায় উপকূলীয় এলাকায় কৃষি মারাত্মক ক্ষতির শিকার হয়। এরপরে বুলবুল, আম্পান, ইয়াস ও করোনার প্রভাবে সামগ্রিক কৃষি খাতকে বিপর্যস্ত করে তোলে।
    দুই যুগ আগেও উপকূলীয় এলাকার জমিতে একটি বা দুটি ফসল হতো। বছরের অধিকাংশ সময় কৃষিজমি পতিত অবস্থায় থাকত। এখন সেসব জমিতে তিন থেকে চারটি ফসল উৎপাদন হচ্ছে। আবার একই জমিতে মাল্টিলেয়ার পদ্ধতিতে একসঙ্গে একাধিক ফসলও চাষ হচ্ছে। এভাবে জমির বহুমুখী ব্যবহারে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য।
    পাইকগাছা উপজেলা কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন বলেন, আমাদের বৈজ্ঞানিকরা প্রতিনিয়ত নতুন নতুন জাত উদ্ভাবন করছেন এ অঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য। উদ্ভাবিত কার্যকরী প্রযুক্তিগুলো মাঠ পর্যায়ে দ্রুত জনপ্রিয় করতে প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা উচ্চফলনশীল জাতগুলোর উপযোগিতা যাচাইয়ের পর পতিত জমি চাষাবাদের আওতায় আনা হচ্ছে। ফসল নিবিড়তায় কৃষিতে বৈচিত্রতা অর্জন করা সম্ভাব হয়েছে। দেশের দক্ষিণঞ্চলের লবণাক্ত উপজেলা পাইকগাছায় চাষ উপযোগী সবজি, ফল, ডাল, আলু, তরমুজ, গম, ভুট্টা উৎপাদন বাড়ানো ও কৃষকদের আয় বাড়ানোর পথ সহজ হবে।

  • মাদারীপুরের খোয়াজপুরে ফ্রি চি-কিৎসা ও বিনামূল্যে ওষুধ বি-তরণ

    মাদারীপুরের খোয়াজপুরে ফ্রি চি-কিৎসা ও বিনামূল্যে ওষুধ বি-তরণ

    আরিফুর রহমান, মাদারীপুর:
    মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার এ কর্মসূচির আয়োজন করে আল্লামা নূর মোহাম্মাদ সমাজ কল্যাণ পরিষদ এবং প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।

    দিনব্যাপী এ আয়োজনে শত শত মানুষ চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়া অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস. এম. সম্রাট রোমান, মো. আলমগীর ফকির, অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ (সভাপতি, নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা), বায়েজিদ মিয়া (প্রতিষ্ঠাতা ও সভাপতি, পাশে আছে মাদারীপুর), এইচ. এম. রেজাউল হক (উপদেষ্টা, তারুণ্য পরিবার মাদারীপুর), জি. এম. পলাশ (যুগ্ম সাধারণ সম্পাদক, মানবকল্যাণ সংগঠন মাদারীপুর) এবং সোহাগ হাসান (প্রতিষ্ঠাতা, তারুণ্য পরিবার মাদারীপুর)। মোঃ রঞ্জু মুন্সি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    আরিফুর রহমান মাদারীপুর।

  • দোয়ারাবাজারে ডোমখালী নদীর ওপর ব্রিজ নির্মাণের দা-বিতে মা-নববন্ধন

    দোয়ারাবাজারে ডোমখালী নদীর ওপর ব্রিজ নির্মাণের দা-বিতে মা-নববন্ধন

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ডুম-খালী নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোজাউড়া গ্রামে বরকতনগর, রাখালকান্দি, রামনগরসহ সুরমা, বোগলাবাজার ও সদর ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    মানববন্ধনে বক্তারা বলেন, ডুম-খালী নদীর ওপর সেতু না থাকায় প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের ভোগান্তি সীমাহীন। প্রায়ই দুর্ঘটনা ঘটে হতাহতের ঘটনা ঘটছে।

    সাবেক ইউপি সদস্য আলতাব হোসেন বলেন, ‘তিন ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষসহ শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার করছে। এখানে দ্রুত ব্রিজ নির্মাণ করা জরুরি।’

    মাস্টার ফয়সল আহমদ বলেন, ‘গোজাউড়া অংশে ব্রিজ না থাকায় দুই পাড়ের কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছেন। প্রতিনিয়ত শিশু ও শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা দ্রুত সেতু নির্মাণের জোর দাবি জানাচ্ছি।’
    মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— মফিজ আলী, ডালিম মিয়া, করম আলী, আবু বকর, নুর মিয়া, মখলিছ মুল্লা, ছাতির আলী, শুক্কুর আলী, আপ্তাব মিয়া, আকবর আলী, আমির আলী, আখলুছ আলী, রুহুল আমিন, আলতাব আলী, আব্দুল করিম, আবু তাহের প্রমুখ।

  • রাজশাহীর গোদাগাড়ীতে ম-রদেহ স-মাহিত করতে আর একজনের মৃ-ত্যু, দুজন নি-খোঁজ

    রাজশাহীর গোদাগাড়ীতে ম-রদেহ স-মাহিত করতে আর একজনের মৃ-ত্যু, দুজন নি-খোঁজ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও দুজন এখনও নিখোঁজ রয়েছে।

    শনিবার সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৬০) এবং তাঁর বাড়ি পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া গ্রামে। আর নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দিলীপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)।

    এ সংবাদ শুনার পর আত্নীয় স্বজন, এলাকাবাসী পদ্মানদীর ধারে ব্যাপক লোকজন ভীড় জমাচ্ছেন। শেষ খবর পর্যন্ত তাঁদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নিয়ে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

    স্থানীয়রা জানান, আজ সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ মারা যান। তাঁর মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। একটি নৌকা মরদেহটি চরে রেখে আরও আত্মীয়স্বজনকে নিতে এপারে আসে। ২০-২৫ জন ওই নৌকায় করে নদী পার হচ্ছিলেন। তখনই স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।

    মৃত্যু ব্যক্তির মরদেহ সমাহিত করার জন্য এসে আর মানুষের মৃত্যুর ঘটনায় এলাকায় হৃদয় বিদারক ঘটনায় আশেপাশের বাতাস ভারী হয়ে উঠেছে, কে কাকে শান্তনা দিবে যেন সবাই ভাষা হারিয়ে ফেলেছেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী ।

  • ঝিনাইদহে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডু-বে দুই শিশুর ম-র্মান্তিক মৃ-ত্যু

    ঝিনাইদহে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডু-বে দুই শিশুর ম-র্মান্তিক মৃ-ত্যু

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দোগাছি গ্রামের রিপন মণ্ডলের ছেলে লামিম হোসেন (৫) এবং পার্শ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে আপন হোসেন (৭)। তারা মামাতো-ফুফাতো ভাই। স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু ছিপ নিয়ে খালে মাছ ধরতে যায়। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায় এবং তীব্র স্রোতে ভেসে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।” বিকেলে পারিবারিকভাবে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ছোট্ট দুই প্রাণের অকাল মৃত্যুর ঘটনায় দোগাছি ও আশপাশের গ্রামগুলোতেশোকের ছায়া নেমে এসেছে ।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • পীরগঞ্জ বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

    পীরগঞ্জ বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

    পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ আয়োজনে ইনুয়া সরকারি প্রার্থমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই স্বাস্থ্য ক্যাম্পেইন হয়।

    পীরগঞ্জ গুডনেইবারস সিডিপি ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে স্বাস্থ্য ক্যাম্পেইনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, পীরগঞ্জ হাসাপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামাল আহমেদ,
    সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হাসান, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান, সংস্থার ডাক্তার মোঃ ফাইজুর রহমান ফাহাদ প্রমুখ।

    স্বাস্থ্য ক্যাম্পেইনে দিনাজপুর মেডিকেল কলেজের হাসপাতালের প্রফেসর ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার এস কে সাদেক আলী, দিনাজপুর মেডিকেল কলেজের কনসালটেন্ট, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রামিম ইসলাম ইবনে নূর এবং একই হাসপাতাল চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তার রেজাউল আলম রেজা ১শত ৬৫ জন জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

    অপরদিকে সংস্থাটি স্বাস্থ্য ও পুষ্টি খাদ্য উপকরণ হাউজিং সামগ্রী স্বল্পমূল্যে বিতরণ করেন।