Blog

  • গোপালগঞ্জে মা/দকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    গোপালগঞ্জে মা/দকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    “খেলা ধুলায় বাড়ে বল – মাদক ছেড়ে মাঠে চলে” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে
    গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ – ২০২৬ -এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।

    গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ শাহীন সুলতান রাজা।

    চূড়ান্ত টুর্নামেন্টের পর অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ- জামান আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার (ট্রফি ও ক্রেস্ট) তুলে দেন।

    এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ

    সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ এবং আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
    গত সোমবার উপজেলার কলেজ মোড়ে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক এ মান্নান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক শাহ মোঃ রেদওয়ানুর রহমান, মোঃ এমাদুল হক, এটিএম ঈমান আলী মামুন, মোঃ আলাউদ্দিন মজুমদার শাহিন,মোঃ শহিদার রহমান জাহাঙ্গীর, মোঃ আব্দুল মতিন সরকার, মো. আতাউর রহমান, মো. হযরত বেল্লাল, ইঞ্জিনিয়ার মো. রুবেল মিয়া প্রমূখ।
    পরে সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটে এ মান্নান আকন্দকে (দৈনিক সমকাল/দৈনিক মাধুকর) আহবায়ক, মো. আতাউর রহমান মুকুলকে (দৈনিক মাতৃজগত/দৈনিক বাংলা ৭১ প্রতিদিন) সদস্য সচিব ও শাহ মো. রেদওয়ানুর রহমান, (দৈনিক আমাদের সময়) মো. এমাদুল হক (দৈনিক আমার দেশ), এটিএম ঈমান আলী মামুন (দৈনিক দিনকাল), মো. শহিদার রহমান জাহাঙ্গীর(দৈনিক জনসংকেত) এবং ইঞ্জিনিয়ার মো. রুবেলকে (দৈনিক ঘোষণা) যুগ্ম আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এ ছাড়া আলোচনা সভায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভায় বিভিন্ন পত্রিকায় কর্মরত উপজেলার ২৪ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

  • মুন্সীগঞ্জে কামরুজ্জামান রতনের কর্মী সমর্থনে ধানের চারা রোপন

    মুন্সীগঞ্জে কামরুজ্জামান রতনের কর্মী সমর্থনে ধানের চারা রোপন

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মুন্সীগঞ্জ ৩ আসনের প্রার্থী কামরুজ্জামান রতনের কর্মী সমর্থনে মুন্সীগঞ্জের সুপারমার্কেট অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১”র পাদদেশে
    ধানের চারা রোপন ।

    ৭ই জানুয়ারি রোজ বুধবার বেলা ১১ টার সময়
    মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের জাতীয়তাবাদী দল বিএনপি’র মুন্সীগঞ্জ ৩ আসনের পদপ্রার্থী কামরুজ্জামান রতনের উত্তর ইসলাম সুরের কর্মী সমর্থনে মুন্সীগঞ্জ সুপারমার্কেট গোল চত্তরে ধানের চারা রোপন করেন ।

    উক্ত সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ আজিম প্রধান, মোহাম্মদ জাতীয়তাবাদী চালক দল মুন্সিগঞ্জ সদর শাখার সাধারণ সম্পাদক সেলিম ফরাজী, মোঃ আউয়াল প্রধান, মোঃ আলমগীর পাঠান, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ মোসলেম সহ জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সিগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের
    কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

  • যুগ যুগ ধরে দেশ ও জাতির অধিকার রক্ষায় সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের নি/রলস ভূমিকা

    যুগ যুগ ধরে দেশ ও জাতির অধিকার রক্ষায় সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের নি/রলস ভূমিকা

    হেলাল শেখ: যুগ যুগ ধরে দেশের সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির অধিকার রক্ষায় বহুমুখী ভূমিকা পালন করে আসছেন। সমাজের প্রতিটি স্তরের খবর তারা তুলে ধরেন, কিন্তু দুঃখজনকভাবে তাদের নিজস্ব খবর রাখার মতো মানুষ খুব কমই দেখা যায়।

    মানবাধিকার লঙ্ঘন, অন্যায়- অবিচার, নির্যাতন কিংবা হত্যাকাণ্ডের মতো ঘটনায় কোনো নাগরিক ভিকটিম হলে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ঐক্যবদ্ধভাবে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়ে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। তবে অভিযোগ রয়েছে—এই সাংবাদিক ও মানবাধিকার কর্মীরাই যখন বিপদে পড়েন, তখন তাদের পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে জনপ্রতিনিধি হিসেবে মেম্বার, চেয়ারম্যান, এমপি কিংবা মন্ত্রী নির্বাচিত হলে তাদের জন্য সবাই এগিয়ে আসেন। কেউ কেউ অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন, এসব অনিয়ম-দুর্নীতির চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরলেই সাংবাদিকদের বিরুদ্ধে নানামুখী চাপ, হুমকি ও হয়রানির সৃষ্টি হয়। এতে করে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা প্রায়ই ঝুঁকির মুখে পড়েন।

    সচেতন মহলের মতে, দেশ ও জাতির স্বার্থে যারা নির্ভীকভাবে সত্য তুলে ধরছেন, তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

  • বরগুনা তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ ক/র্মশালা অনুষ্ঠিত

    বরগুনা তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ ক/র্মশালা অনুষ্ঠিত

    মংচিন থান তালতলী বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলী উপজেলা বিএনপি কার্যালয়ের হলরুমে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে আয়োজিত এ কর্মশালায় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের টিম লিডার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকন মো. মামুন। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি।

    উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জহিরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন,মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ.এম. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মহিবুল্লাহ মহিব, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইয়েদুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক জাহিদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের ছাত্রদলকে আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত করার লক্ষ্যেই ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আজকের কর্মশালায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা আদর্শ ও লক্ষ্যচেতনায় একতাবদ্ধ।

    বক্তারা আরও বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করে বরগুনা-১ আসনটি প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উৎসর্গ করা হবে। দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং চলমান আন্দোলনকে বিজয়ে রূপ দিতে আসন্ন নির্বাচনে বরগুনা-১ আসনে বিএনপির প্রার্থীকে জয়ী করতে তালতলী ছাত্রদলের নেতাকর্মীদের আরও সক্রিয় ও দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি।।

  • মোরেলগঞ্জে ৮৯ প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বীজ–সার ও কৃষি উপকরণ সোনালি ধানের স্বপ্নে কৃষকের চোখে মুখে স্বস্তির হাসি

    মোরেলগঞ্জে ৮৯ প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বীজ–সার ও কৃষি উপকরণ সোনালি ধানের স্বপ্নে কৃষকের চোখে মুখে স্বস্তির হাসি

    এস. এম. সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি :
    খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও প্রান্তিক কৃষকের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮৯ জন প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে উন্নতমানের বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রবি ২০২৫–২০২৬ মৌসুমকে সামনে রেখে এই সহায়তা কার্যক্রম মোরেলগঞ্জের কৃষকদের মাঝে নতুন আশার আলো জ্বালিয়েছে।
    প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশীপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে মোরেলগঞ্জ অফিসার্স ক্লাব চত্বরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
    হাতে চাষাবাদের ক্যালেন্ডার, চোখে নতুন মৌসুমের স্বপ্ন—দীর্ঘ অপেক্ষার পর নাম ডাকার সঙ্গে সঙ্গে কৃষকেরা একে একে বীজ–সার গ্রহণ করে ঘরে ফেরেন। মাঠে নামার প্রস্তুতিতে তাঁদের মুখে ছিল আত্মবিশ্বাস আর স্বস্তির ছাপ।
    কী কী সহায়তা পেলেন কৃষকেরা
    উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের উফশী ও হাইব্রিড বোরোধান, সরিষা, গম ও পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। পাশাপাশি প্রদান করা হয় ইউরিয়া, ডিএপি, এমওপি, জৈব সার, জিপসাম, জিংক, বোরণ, ম্যাগনেশিয়াম, বীজ শোধক, বালাইনাশক, ড্রাম, সাইনবোর্ড এবং রোপণের জন্য নগদ সহায়তা।
    বিভাগীয় তথ্য অনুযায়ী—
    ▪ সরিষা বীজ পেয়েছেন ৪ জন
    ▪ গম বীজ পেয়েছেন ২ জন
    ▪ পেঁয়াজ বীজ পেয়েছেন ৮ জন
    ▪ বোরোধানের বীজ পেয়েছেন ৪৫ জন
    সূর্য মূখী বীজ পেয়েছেন ১৬ জন
    সব মিলিয়ে মোট ৮৯ জন কৃষক এই কৃষি সহায়তার আওতায় এসেছেন।
    ‘এক ইঞ্চি জমিও অনাবাদী নয়’—প্রধান অতিথি
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ–সার তুলে দেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) অপূর্ব লাল সরকার।
    তিনি বলেন,
    “প্রান্তিক কৃষকদের শক্তিশালী করা ছাড়া দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সরকার চায়—এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। তাই কৃষকের কাছে সময়মতো উন্নতমানের বীজ ও সার পৌঁছে দিতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”
    তার বক্তব্যে কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।
    কৃষি কর্মকর্তার আশাবাদ
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম।
    তিনি বলেন,
    “মোরেলগঞ্জের কৃষকেরা বরাবরই পরিশ্রমী। সরকারি এই বিনামূল্যের বীজ–সার বিতরণ কর্মসূচি তাদের উৎপাদন ব্যয় কমিয়ে এনে ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
    তিনি আরও জানান, সরকারি বীজ ও সার বাজারের তুলনায় অধিক মানসম্পন্ন হওয়ায় ফলন ২০–২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।
    কৃষকের কণ্ঠে স্বস্তির ভাষা
    গোলবুনিয়া গ্রামের কৃষক মফিজুল ইসলাম বলেন,
    “এখন বাজারে সার–বীজের দাম আকাশছোঁয়া। সরকারের এই সহায়তা না পেলে আবাদ শুরু করাই কঠিন হতো।”
    আরেক কৃষক রফিকুল মল্লিক বলেন,
    “হাইব্রিড বীজ পেয়ে আমরা খুব খুশি। ভালো ফলনের আশা করছি।”
    উৎপাদনে ইতিবাচক পরিবর্তন
    কৃষি বিভাগ জানায়, গত কয়েক বছরে সরকারি কৃষি প্রণোদনার ফলে মোরেলগঞ্জ উপজেলায় ধান উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ পর্যন্ত প্রায় ৬ হাজার কৃষক এই কর্মসূচির মাধ্যমে উপকৃত হয়েছেন। বেড়েছে কৃষকের আয়, বদলেছে জীবনমান।
    চলতি মৌসুমে এই বীজ–সার বিতরণের মধ্য দিয়ে মোরেলগঞ্জের মাঠে মাঠে আবারও জেগেছে সোনালি ধানের স্বপ্ন—আর সেই স্বপ্নেই কৃষকের মুখে ফিরেছে স্বস্তির হাসি।

  • নাটোরের নলডাঙ্গায় রেল কলোনীতে আগুন  ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণ 

    নাটোরের নলডাঙ্গায় রেল কলোনীতে আগুন  ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণ 

    এ,কে,এম,খোরশেদ আলম।।
    নাটোর জেলা প্রতিনিধি:

    নাটোরের নলডাঙ্গায় রেল কলোনীতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণ করা হয়েছে। 

    নলডাঙ্গা হাট রেলস্টেশনের দক্ষিণে রেল কলোনীর মুসা সরদারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

    এলাকাবাসী ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানাযায়, রেল কলোনীর বাসিন্দা বিপ্লবের ছোট ছেলে বিজয় (৪) প্রচন্ড শীতে খেলার সময় গ্যাস লাইট দিয়ে খড়ির ঘরের খড়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে উঠার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুনে খড়ির ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। 

    নলডাঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার রুস্তম আলী জানান, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই।

  • ময়মনসিংহ প্রেসক্লাবের  নির্বাচন’ ব/ন্ধের দাবিতে সাংবাদিক সমাজে তীব্র ক্ষো/ভ

    ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাচন’ ব/ন্ধের দাবিতে সাংবাদিক সমাজে তীব্র ক্ষো/ভ

    নিজস্ব প্রতিবেদকঃ
    ময়মনসিংহ প্রেসক্লাবকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ, অনিয়ম ও তথাকথিত প্রহসনের নির্বাচনের অভিযোগে স্থানীয় সাংবাদিক সমাজে চরম বিভাজন সৃষ্টি হয়েছে। জোরপূর্বক ক্ষমতা দখল, অস্বচ্ছ নির্বাচন এবং অ-পেশাদারদের অন্তর্ভুক্তির মাধ্যমে প্রেসক্লাবকে একটি বিশেষ গোষ্ঠীর আখড়ায় পরিণত করার অভিযোগ তুলেছেন ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির নেতৃবৃন্দ ও অধিকার বঞ্চিত সাংবাদিকরা।

    সংস্কার কমিটির দাবি, বিগত ৪/৫ বছর ধরে অন্তত দেড় শতাধিক পেশাদার সাংবাদিক তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত হয়ে আসছেন। ‘প্রেসক্লাব ফর প্রেসম্যান’ এই মূলনীতি বাস্তবায়নের লক্ষ্যে তারা ধারাবাহিকভাবে সংবাদ প্রতিবেদন প্রকাশ, আন্দোলন-সংগ্রাম, মানববন্ধন, ঘেরাও কর্মসূচি পালন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যৌক্তিক দাবি-দাওয়া উল্লেখ করে স্মারকলিপি প্রদান করলেও আজ পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি।

    সংস্কার কমিটির অভিযোগ, ময়মনসিংহ প্রেসক্লাবের জেলা প্রশাসক দীর্ঘদিন ধরে সভাপতির পদ আঁকড়ে ধরে রেখেছেন এবং পদ থেকে অব্যাহতি না নিয়ে নানাবিধ সুযোগ-সুবিধা গ্রহণ করছেন। মাঝে মধ্যে সমঝোতার আলোচনার প্রস্তাব তুলে পেশাদার সাংবাদিকদের আশ্বস্ত করা হলেও বাস্তবে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি।

    এদিকে প্রেসক্লাবের সদস্য তালিকা নিয়েও ব্যাপক প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সাংবাদিকতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন অনেক ব্যক্তিকে সদস্যভুক্ত করা হয়েছে। এতে প্রকৃত পেশাদার সাংবাদিকরা কোণঠাসা হয়ে পড়ছেন এবং সংগঠনের মূল উদ্দেশ্য থেকে প্রেসক্লাব ক্রমশ বিচ্যুত হচ্ছে।

    সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি বেশ কয়েকটি সুস্পষ্ট প্রস্তাব উত্থাপন করেছে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে নির্বাচনের পূর্বে উভয় পক্ষের সমন্বয়ে একটি এডহক কমিটি গঠন, যোগ্য ও পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে হালনাগাদ সদস্য ও ভোটার তালিকা প্রণয়ন, একটি খসড়া গঠনতন্ত্র প্রণয়ন,
    সম্মিলিতভাবে সাধারণ সভা (এজিএম) আয়োজনের মাধ্যমে গঠনতন্ত্র অনুমোদন এবং এসব প্রক্রিয়া সম্পন্নের পর একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।

    এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির মুখ্য সংগঠক, গোলাম কিবরিয়া পলাশ বলেন, সংস্কার ছাড়া ময়মনসিংহ প্রেসক্লাবের যে কোনো নির্বাচন হবে প্রহসন। এ ধরনের নির্বাচন সাংবাদিক সমাজের ঐক্য বিনষ্ট করবে এবং পেশাদারিত্বকে আরও প্রশ্নবিদ্ধ করবে। তাই অবিলম্বে সংস্কার কার্যক্রম সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

    তিনি আরও বলেন, প্রেসক্লাব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি পেশাদার সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষার একটি প্রতিষ্ঠান। সেখানে অস্বচ্ছতা ও অনিয়ম চলতে দেওয়া যায় না।

    সংস্কার কমিটির নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়ন না হলে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ময়মনসিংহ প্রেসক্লাব সত্যিকার অর্থে পেশাদার সাংবাদিকদের একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ সংগঠন হিসেবে পুনর্গঠিত হতে পারে।

  • বানারীপাড়ায় অ/স্ত্রসহ আ.লীগ নেতা তারিকুল ইসলাম গ্রে/ফতার

    বানারীপাড়ায় অ/স্ত্রসহ আ.লীগ নেতা তারিকুল ইসলাম গ্রে/ফতার

    বানারীপাড়া প্রতিনিধি //
    বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক মো. আলী হাসানের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা তারিকুল ইসলাম (তারেক)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

    অভিযানকালে তারিকুল ইসলামের বাড়ি থেকে একটি পাইপগান,আট রাউন্ড গুলি,দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

    এ বিষয়ে বানারীপাড়া থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    মোঃ সাব্বির হোসেন ।।

  • জেলা প্রশাসককে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতির পদ ছেড়ে প্র/হসনের নির্বাচন বাতিলের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

    জেলা প্রশাসককে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতির পদ ছেড়ে প্র/হসনের নির্বাচন বাতিলের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

    স্টাফ রিপোর্টার।।
    জেলা প্রশাসককে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতির পদ থেকে সরে যাওয়া এবং সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন বাতিলের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৭ জানুয়ারী বেলা ১২ টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির আহŸায়ক আজগর হোসেন রবিনের সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক আজহারুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-সদস্য সচিব শিবলী সাদিক খান, মুখ্য সংগঠক, মোঃ আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জল খান, গোলাম কিবরিয়া পলাশ, সুমন ভট্টাচার্য্য, নজরুল ইসলাম মিন্টু, রোকসানা আক্তার, তাসলিমা রত্মা, সাদেকুর রহমান সাদেক, নাজমুল হাসান রাজু খান, সেলিম সাজ্জাদ এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক জহর লাল দে, যুগ্ম আহŸায়ক ইউসুফ খান লিটন, সংগঠক- আরিফ রব্বানী, ইয়াহিয়া আরিফ, আবুল কালাম আজাদ, এজি জাফর, খায়রুল বাশার, নিহার রঞ্জন কুন্ডু, আব্দুস সাত্তার, আব্দুল হাকিম, আব্দুল মালেক, মোঃ আজাহারুল ইসলাম, মমতাজ বেগম পপি, মোমেনা আক্তার, দিলরুবা আক্তার, নূরুন নাহার মুক্তি, জামাল উদ্দিন, রাফিদুল ইসলাম সোহেল, দ্বীন ইসলাম, আতিকুর রহমান শাওন, শেখ সোহেল মিয়া, মোঃ জুয়েল, এহতেশামুল হক সুমন, মোঃ মাকছুদুল হুদা, মোছাঃ রিক্তা বেগম, মাসুদ রানা প্রমুখ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
    এ সময় বক্তরা বলেন ময়মনসিংহ প্রেসক্লাবকে ‘‘প্রেসক্লাব ফর প্রেসম্যান’’ করার প্রয়োজনে কর্মরত সাংবাদিকদের নামের তালিকা নির্ধারন, গঠনতন্ত্রের খসড়া প্রণয়ন, সাধারণ সভায় অনুমোদনের ব্যবস্থা গ্রহণ, চুড়ান্ত ভোটার তালিকা নির্ণয় করার মধ্য দিয়ে নির্বাচনের দাবী করা হয়। এতে বলা হয় পেশাজীবী সাংবাদিক সংগঠন/ক্লাবে শুধুমাত্র সাংবাদিকরাই থাকবে।
    অপরদিকে অসাংবাদিক, আমলা, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ীরা প্রেসক্লাবের সদস্য থাকতে পারবে না বলে সাংবাদক নেতৃবৃন্দ জোরদাবী জানিয়েছেন। তাঁরা অবিলম্বে ময়মনসিংহ প্রেসক্লাবের আসন্ন প্রহসনের নির্বাচন বন্ধ করে এর সুষ্ঠ সমাধান করার জন্য (সভাপতি) জেলা প্রশাসকের নিকট দাবী করেছেন। তা না হলে নির্বাচন সংক্রান্ত ঘটনার বিষয়ে কোন অপ্রিতিকর কিছু ঘটলে এর দায় দায়িত্ব সভাপতি জেলা প্রশাসককেই বহন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।