Blog

  • শিক্ষার্থীদের হাত ধরেই নবীন বিশ্ববিদ্যালয় ম-হীরুহ হয়ে ওঠে:গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক

    শিক্ষার্থীদের হাত ধরেই নবীন বিশ্ববিদ্যালয় ম-হীরুহ হয়ে ওঠে:গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক

    কে এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেছেন, যেকোনো নবীনতম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাত ধরেই একদিন মহীরুহ হয়ে ওঠে। তাই সকল হীনমন্যতা দূরে সরিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রেখে শিক্ষার্থীদেরকে সেই পথ তৈরি করতে হয়।

    রোববার (১০ আগস্ট) পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সকাল সাড়ে ১০ টায় স্থানীয় একটি অডিটোরিয়ামে পিবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর আরো বলেন, শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব শিক্ষার্থীদের সেই স্বপ্ন বাস্তবায়ন করা। এসময় তিনি বিশ্ববিদ্যালয়কে সকল ধরনের রাজনীতি থেকে মুক্ত রাখার আহ্বান জানান।

    এর আগে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার মৃত্যুতে শোক প্রকাশ এবং তাদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

  • ‎কালীগঞ্জে সাংবাদিক তুহিন হ-ত্যার প্র-তিবাদে মা-নববন্ধন

    ‎কালীগঞ্জে সাংবাদিক তুহিন হ-ত্যার প্র-তিবাদে মা-নববন্ধন

     

    ‎মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ‎গড় (১১ আগস্ট)সোমবার সকাল ১১:০০টায় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লাডলার, সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় সাংবাদিকরা তুহিন হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

    ‎তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

    ‎সমাবেশে বক্তব্য রাখেন আবদুল মালেক,কালীগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি , আসাদুজ্জামান সাজু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামঙ লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক, রমজান আলী,রিপোর্টস ক্লাব কালীগঞ্জ লালমনিরহাট, আরো উপস্থিত ছিলেন মশিউর রহমান তরু, সভাপতি রিপোর্টাস

     ক্লাব কালীগঞ্জ লালমনিরহাট, হাসমত উল্লাহ, 

    সাধারণ সম্পাদক রিপোর্টাস ক্লাব কালীগঞ্জ লালমনিরহাট। কালীগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,কালীগঞ্জ রিপোর্টাস ক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব, সহ আরও অনেকে।

    ‎বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে হত্যা করা শুধু নৃশংস নয়, এটি গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার ওপর চরম আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

    হাসমত উল্লাহ ।

  • চট্টগ্রামে অ-স্ত্র উ-দ্ধার, মা-দক দ-মন ও কিশোর গ্য-াং ধ্বং-সে অ-ভিযানের সিদ্ধান্ত

    চট্টগ্রামে অ-স্ত্র উ-দ্ধার, মা-দক দ-মন ও কিশোর গ্য-াং ধ্বং-সে অ-ভিযানের সিদ্ধান্ত

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আজ রোববার (১০ আগস্ট) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা ও মহানগর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সভায় অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করে বিভিন্ন থানায় লুণ্ঠিত অস্ত্র পুনরুদ্ধার, পূর্বে ইস্যুকৃত অস্ত্রের বৈধতা যাচাই, অযোগ্য ব্যক্তির লাইসেন্স বাতিল এবং সব ধরনের অস্ত্রের ওপর গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

    গ্রাম আদালতের চেয়ারম্যানদের অনুপস্থিতিতে মামলা নিষ্পত্তি ব্যাহত হওয়ায় ইউনিয়ন পরিষদকে আরও সক্রিয় করে জনসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও রেলপথে মাদক চোরাচালান রোধে টাস্কফোর্স অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

    কিশোর অপরাধ ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, অনিবন্ধিত সিএনজি শনাক্তকরণ ও ব্যবস্থা গ্রহণ, চিহ্নিত স্থানে শিক্ষা কার্যক্রম বন্ধ করে ধর্ষণ ও যৌন নির্যাতন প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে—এ মর্মে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

    এছাড়া উচ্ছেদ অভিযান, বালি উত্তোলন বন্ধ, পাহাড় কাটা রোধ, খুন-ডাকাতি-চাঁদাবাজি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, রেল ও সড়কপথে মাদক পাচার প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং জানমাল রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। যানজট নিরসনে ফুটপাত দখল করে দোকান স্থাপন বন্ধেরও নির্দেশনা দেওয়া হয়।

    কৃষি খাতে ব্লক সুপারভাইজারদের দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর জোর দিয়ে সার ও বীজ বিতরণ এবং কৃষি পরামর্শে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়, যাতে কৃষকদের ক্ষতি রোধ করা যায়। রাউজানসহ জেলার সকল ঝুঁকিপূর্ণ এলাকায় রাজনৈতিক অপতৎপরতা নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনেরও সিদ্ধান্ত হয়।

    জন্মাষ্টমী ২০২৫ উদযাপন উপলক্ষে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন এবং অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি জোরদারের সিদ্ধান্ত হয়। পাশাপাশি পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়।

    সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জেলা ও মহানগরের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাংবাদিক তুহিন হ-ত্যার বি-চারের দা-বিতে মুরাদনগরে  বাংলাদেশ সাংবাদিক সমিতির মা-নববন্ধন

    সাংবাদিক তুহিন হ-ত্যার বি-চারের দা-বিতে মুরাদনগরে  বাংলাদেশ সাংবাদিক সমিতির মা-নববন্ধন

    মোঃতরিকুল ইসলাম তরুন, 

    গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে প্রকাশ্য কু’পিয়ে হত্যার বিচারের দাবিতে

    মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখা,

    রবিবার (১০ আগস্ট )  কুমিল্লা -সিলেট আঞ্চলিক  মহাসড়কের কোম্পানীগঞ্জে 

    এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    সাংবাদিক সমিতির সদস্য নাজমুল হাসানের সঞ্চালনায় ও সাংবাদিক সমিতির  সহ-সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এন এ মুরাদ। তিনি বলেন,  ” গাজীপুরে প্রকাশ্যে আসাদুজ্জামান তুহিন হত্যাই  প্রমাণ করে এখনো আমরা স্বাধীন হতে পারেনি। পতিত হাসিনা সরকার যেমন গণমাধ্যমের বাকস্বাধীনতা  কেড়ে নিয়ে সাংবাদিক  খুন ঘুমে জড়িত ছিলো। বর্তমান পরিস্থিতিও তেমন।

    গাজীপুরে সাংবাদিক তুহিন শুধু  পেশাগত দায়িত্ব পালন করছিলেন। আর এতে ক্ষুব্ধ হয়ে

    তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।  এটি খুবই নিন্দনীয়। এ হত্যা  আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অশনি সংকেত। সারাদেশে সাংবাদিকের ওপর  হত্যা  ও নির্যাতন বেড়ে গেছে।  এগুলো করে   গণমাধ্যমকে  দাবিয়ে  রাখা যাবেনা।  তিনি অরো বলেন,  সাগর রুণির মতো অন্তহীন তদন্ত চাইনা আমরা। তুহিন হত্যার বিচারকে  তদন্তের গেঁড়াকলে দীর্ঘ সময়  না করে  দ্রুত সময়ে আটককৃত  আসামীদের দৃষ্টান্তমূলক  শাস্তির  ব্যাবস্থা করতে হবে ”। 

    মানববন্ধনে  আরো  বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মুরাদনগর উপজেলা শাখার সাধারণ সাধারণ সম্পাদক ও

    দৈনিক যুগান্তর প্রতিনিধি জালাল আহমেদ,বক্তব্যতে 

    জালাল আহমেদ বলেন, সারাদেশে সাংবাদিক সুরক্ষা আইন করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আসাদুজ্জামান তুহিন ছিলো আমাদের সহকর্মী। তুহিন হত্যায় যারা

    জড়িত তাঁদের দৃষ্টান্ত মূলক  বিচার না হলে আমরা বড়ধরনের আন্দোলন করতে বাধ্য হবো।

    এতে আরো বক্তব্য রাখেন,  সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম,  যুগ্ব সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সহ সভাপতি আবুল বাশার, সহ সভাপতি আক্তার হোসেন ভূইয়া, সাংবাদিক মো. ইউনুছ মিয়া, মিজানুর রহমান ও সুজন মুন্সি প্রমুখ। 

    এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন   সংগঠনের সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

  • ৮০ নং শাহাপুর পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষকের অ-পসারনের দা-বিতে মা-নববন্ধন

    ৮০ নং শাহাপুর পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষকের অ-পসারনের দা-বিতে মা-নববন্ধন

    শেখ তৈয়ব আলী, খুলনা।

    ৮০ নং শাহাপুর পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকের অপসারনের দাবিকে ১০ আগষ্ট রবিবার সকাল ১১ টায় শাহাপুর এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ মানববন্ধন করেন পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে।
    পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলাবতী দেওয়ান একজন বিতর্কিত শিক্ষক। তার বিরুদ্ধে এলাকাবাসীর বিস্তর অভিযোগ, শিক্ষকদের মধ্যে গ্রুপিং ও দলাদলি সৃষ্টির কারণে শিক্ষার মান নিম্নগামী হচ্ছে। গাইড ও লেখচার কোম্পানীর নিকট থেকে অর্থ নেওয়া ও তাদের প্রকাশিত বই স্কুলের শিক্ষার্থীদের কিনতে বাধ্য করা সরকারি বিদ্যালয়ের বরাদ্দকৃত সরকারি বই পুস্তক বিক্রি করা নিয়ম না মেনে ক্লাশে গড় হাজির থাকা কোমলমতি শিশুদের বাঁশের কঞ্চি দিয়ে প্রহার করে তাদের রক্তাক্ত করা শিশুদের মধ্যে ভয় ভীতিকর পরিস্থিতি তৈরী করা এসকল বিষয়ে তাকে একাধিকবার এলাকাবাসী ও অভিভাবকদের তরফ থেকে সতর্ক করা হলেও সে কারো কথায় কর্ণপাত না করে তিমি নিজের ইচ্ছামত স্কুল পরিচালনা করছেন। শিক্ষার্থীদের অভিভাবকগন প্রধান শিক্ষকের নিকট কিছু জানতে চাইলে তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি দেখানো হয়। অবশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ একত্রিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়া খুলনা এর নিকট প্রধান শিক্ষকের দুর্নীতি ও অপসারণের দাবিতে লিখিত বক্তব্য প্রদান ও মানববন্ধন করেন। অভিভাবক সহ এলাকাবাসীর জোর দাবি অনতিবিলম্বে এই লীলাবতী দেওয়ান প্রধান শিক্ষক এর অপসারণ চায়।

  • গোপালগঞ্জ সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট টিমের নতুন কমিটি ঘো-ষণা

    গোপালগঞ্জ সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট টিমের নতুন কমিটি ঘো-ষণা

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ সরকারি কলেজে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য শিক্ষার্থীদের ৫৩ সদস্য বিশিষ্ট নতুন যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন করা হয়েছে। যেখানে চীফ এডভাইজার হিসাবে দায়িত্বে রয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার এবং যুব রেড ক্রিসেন্ট শিক্ষক ইন-চার্জ হিসাবে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফকরুজ্জামান।

    নবগঠিত কমিটির নেতৃত্বে আছেন সজিব শেখ (টিম লিডার), রাব্বি খা (ডেপুটি লিডার-১) এবং নিতু মনি (ডেপুটি লিডার-২)। কার্যক্রমের সুচারু ও কার্যকর বাস্তবায়নের জন্য সদস্যদের ৫টি বিশেষায়িত দলে ভাগ করা হয়েছে।

    প্রতিটি দলে একজন করে সাব-টিম লিডার ও দুইজন করে সাব-ডেপুটি টিম লিডার সহ সদস্যরা কলেজ ও স্থানীয় পর্যায়ে মানবিক সেবা, প্রাথমিক চিকিৎসা সেবা, রক্তদান, সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন।

    এই কমিটির মাধ্যমে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা মানবিক কার্যক্রমে আরও সু-সংগঠিত হয়ে সমাজের প্রতি তাদের দায়িত্বশীল ভূমিকা পালনে সাফল্য অর্জন করবে এবং মানবতার সেবায় শিক্ষার্থীদের উৎসাহিত করে গোপালগঞ্জ তথা দেশের সমাজ উন্নয়নে এক অনন্য অবদান রাখবে এমনটি প্রত্যাশা সকলের।।

  • রুপলালের লা-শ মহা-সড়কে রেখে বিচা-রের দা-বিতে স্থানীয়দের মহা-সড়ক অ-বরোধ

    রুপলালের লা-শ মহা-সড়কে রেখে বিচা-রের দা-বিতে স্থানীয়দের মহা-সড়ক অ-বরোধ

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
    রংপুরের তারাগঞ্জে রুপলাল ও প্রদ্বীপ আলোচিত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে স্তরের স্থানীয মানুষ। রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৬ টায় থেকে দের ঘন্টা ব্যাপী রংপুর সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লাশ নিয়ে অবরোধ করেন তারা।

    ঘটনাস্থল গিয়ে জানা যায়, রাজনৈতিক নেতা সহ উপজেলার সর্বস্তরের মানুষ রুপলালের লাশ রাস্তায় রেখে অবরোধ করে। রুপলাল ও তার ভাগিন জামাই প্রদীপকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও জড়িতদের গ্রেপ্তার না করায় বিক্ষুব্ধ হয়ে রুপলাল দাসের লাশ মহাসড়ক রেখে অবরোধ করেন তারা। এসময় বিএনপি নেতা আহসান হাবীব খান সাবু মর্মান্তিক এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। পুলিশের উপস্থিতিতে এই হত্যাকান্ড হয়েছে বলে অবরোধ স্থনে পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং পুলিশেরও বিচার দাবি করেন বিক্ষুব্ধরা।

    পরে বাংলাদেশ সেনাবাহিনীর তারাগঞ্জ উপজেলার ক্যাম্প থেকে সেনা কর্মকর্তা ও সদস্যরা এসে নিহত পরিবারের পক্ষে বিক্ষুব্ধ জনতার দাবি মেনে নেওয়ার আশ্বস্ত করে মহা সড়কের অবরোধ ভেঙে যান চলাচল স্বাভাবিক করে ।

    উল্লেখ্য যে, গতকাল (৯ আগস্ট) শনিবার চোর সন্দেহে রুপলাল ও তার ভাগিন জামাই প্রদীপ দাস গণপিটুনিতে নিহত হয়। এ ঘটনার প্রায় ২৪ ঘন্টা অতিবাহিত হলেও জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বর্তমান মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা, ঘটনাস্থলে এসে দোষীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার, দ্রুত বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতার আশ্বাস দেন।

  • আশুলিয়ায় ৮টি অটোরিকশাসহ দুই চো-র গ্রে-ফতার

    আশুলিয়ায় ৮টি অটোরিকশাসহ দুই চো-র গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অটোরিকশা চুরির ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজতে থেকে ৮টি অটোরিকশা উদ্ধার করা হয়।

    শনিবার (০২ আগস্ট২০২৫ইং) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান। এর আগে শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গী ও রাতে কেরানীগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলো-খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার পলাশপুর ক্ষেতাচোড়া খালের পাড় এলাকার মৃত রুহুল খানের ছেলে আল আমিন (৪২) ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পূর্ব ডাউয়াবাড়ী এলাকার শফিকুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (২৭)।

    পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৪টারদিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের সদস্য নাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি অটোরিকশা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ পূর্ব তাড়াইল এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের অন্যতম সদস্য আল আমিনকে রাত ৮টারদিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৭টি অটোরিকশা উদ্ধার করা হয়।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, শনিবার সকালে ৭দিনের রিমান্ড আবেদন করে গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

  • সাংবাদিক তুহিন হ-ত্যা মা-মলার আ-সামিদের দ্রু-ত গ্রে-ফতার-অ-ভিযানিক দল পুরস্কৃত

    সাংবাদিক তুহিন হ-ত্যা মা-মলার আ-সামিদের দ্রু-ত গ্রে-ফতার-অ-ভিযানিক দল পুরস্কৃত

    হেলাল শেখঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার আসামিদের দ্রুততম সময়ে গ্রেফতার করায় অভিযানিক দলের সদস্যদের পুরস্কৃত করেছেন জিএমপি’র সম্মানিত কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান।

    পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন ডিবি (উত্তর ও দক্ষিণ), বাসন থানার অভিযানিক দল এবং এলআইসি, জিএমপি’র সদস্যবৃন্দ।

    এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।

    কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, “সাংবাদিক সমাজ আমাদের অংশ, তাদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার প্রমাণ করে, পুলিশ জনগণের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।” এদিকে সাংবাদিক হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করায় সাংবাদিক সমাজ এই অভিযানিক দলকে ধন্যবাদ জানিয়েছেন।

  • সারাদেশে ভে-জাল ও মে-য়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে অনেকেই কোটি কোটি টাকার মা-লিক

    সারাদেশে ভে-জাল ও মে-য়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে অনেকেই কোটি কোটি টাকার মা-লিক

    হেলাল শেখ ঃ ঢাকার আশুলিয়ার জামগড়া ছয়তলা বেরুণ এলাকাসহ বিভিন্ন এলাকায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকান থেকে কিনে প্রতারণার শিকার হচ্ছেন ভোক্তারা। সারাদেশে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিয়োমিত না করায় ঢাকার আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় ফার্মেসি দোকান রাস্তার ফুটপাতের দোকানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ অবাধে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। এসব ওষুধ সেবন করে মানুষের রোগ ভালো না হয়ে আরো কঠিন রোগ শরীরে বাসা বাঁধছে বলে অনেকেই জানান।
    রবিবার (১০ আগষ্ট ২০২৫ইং) সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত আশুলিয়ার বাইপাইল-আবাদুল্লাহপু সড়কের ফুটপাত দখল করে দোকান বসিয়ে অবাধে বিক্রি করা হচ্ছে ভেজাল ও নকল ওষুধ, সেই সাথে কিছু ফার্মেসি দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখা যায়, বিশেষ করে রাস্তার পাশে ফার্মেসিতে ধুলাবালির সাথে একাকার করে চলছে ব্যবসা। এর আগে গত বছরে দুপুর থেকে সন্ধা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়ার ইউনিক বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন, এ সময় নোভা হসপিটালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সাহারা মডাণ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শেফা ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় ইউনিক মেডিসিন কর্ণার ও সামিহা ফার্মেসী দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ার অপরাধে ব্যবসার লাইসেন্স বাতিল/ব্যবসায়িক কার্যক্রম স্থগিতকরণের নোটিশ দেয়া হয়।
    নোটিশে উল্লেখ- এমতাবস্থায়, কেন আপনার ব্যবসার লাইসেন্স বাতিল/ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করিবার জন্য নির্দেশ প্রদান করা হইবে না তাহা অত্র নোটিশ প্রাত্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারী কার্যালয়ে উপস্থিত হইয়া কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হইল। এ অভিযান করেন মোঃ আব্দুল জব্বার মন্ডল, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়, ঢাকা। এর আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় আশুলিয়ার জামগড়া ওষুধের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ধামরাই মেডিসিন কর্ণার বন্ধ করে পায়ের জুতা ফেলে রেখে পালিয়ে যায়। উক্ত অভিযানের দিনও একই কাজ করেছে তারা, এসময় ধামরাই মেডিসিন কর্ণার ওষুধের দোকান প্রতিষ্ঠানের ম্যানেজার ইউনিক মেডিসিন কর্ণার ও সামিহা ফার্মেসীর দোকানদারকে দোকান বন্ধ করতে বললে তারা ওই কথা শুনে তাদের ওষুধের দোকান বন্ধ করে পালিয়ে যায়। জানা গেছে, শেফা ফার্মেসীর মালিক তার নামের আগে ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন লিখে ডাক্তার হিসেবে রোগী দেখেন। সূত্র জানায়, সাভার আশুলিয়ায় অবৈধ ওষুধ ক্রয়-বিক্রয় করে গত ১২-১৫ বছরে অনেকেই কোটি কোটি টাকার মালিক বনে গেছেন, যেমনটি ধামরাই মেডিসিন কর্ণার এর মালিক।
    সরেজমিনে গিয়ে জানা যায়, ডিম, তেলসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বাড়ানো হয়েছে, বর্তমানে গত ৩-৪দিন ধরে আবার চিনি ও তেলের দাম বাড়ানো হয়েছে, চিনি প্রতি কেজি ১৩০ টাকা থেকে ১৪০ টাকা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করলে সিন্ডিকেটের মাধ্যমে কেউ কোনো জিনিসপত্রের দাম বৃদ্ধি করতে পারতো না।
    এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়ায় ডিমের ৩টি আড়তকে মোট ৪ লক্ষ ৫০ হাজার জরিমানাসহ ১টি প্রতিষ্ঠানের কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর। ওইদিন শনিবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ি বাজার এলাকায় ডিমের আড়তে প্রথমে অভিযান পরিচালনা শুরু করেন ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় কয়েকজন অসাধুডিম ব্যবসায়ীকে আটক করা হয়, আটককৃতরা হলেন-আসিফ হোসেন এন্টারপ্রাইজ ডিমের আড়তের মালিক শাহ আলম হোসেন ও এসজে এগ্রো এর মালিক স্বপন ইসলাম, পরে তাদেরকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
    জাতীয় ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ডিমসহ বিভিন্ন জিনিসপত্রের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ায় ডিমের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এভাবে কারসাজির মাধ্যমে ডিমের দাম বৃদ্ধি করা ইত্যাদি অপরাধে আসিফের ডিমের আড়তকে ১ লক্ষ টাকা, এস জে এগ্রো ডিমের আড়তকে ১ লক্ষ টাকা এবং আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুরের সরকার মার্কেটের ফয়সাল এন্টারপ্রাইজকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করাসহ ৩টি প্রতিষ্ঠান ডিমের আড়ৎকে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুইটি প্রতিষ্ঠানের মালিক জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয় এবং পরে জরিমানা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
    উল্লেখ্য কাজী ফার্মে উৎপাদিত সব ডিম প্রস্তাবিত দরের চেয়ে বেশি দর হাঁকিয়ে নিলামের মাধ্যমে সব ডিম ক্রয় করে অতি মুনাফা লাভের আশায় বাজারে অস্থিরতা সৃষ্টি করে তারা। উক্ত প্রতিষ্ঠানে ডিম ক্রয়-বিক্রর কোনো কাগজপত্র দেখাতে পারেনি, এমনকি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ৩০ জুন ২০২২ইং তারিখে মেয়াদোত্তীর্ণ দেখা যায় তখন। এ সকল অপরাধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফয়সাল এন্টারপ্রাইজের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিলো কিন্তু আইন অমান্য করে তারা পরের দিন থেকেই তাদের প্রতিষ্ঠান খোলা রাখেন। এ রকম অনেক প্রতিষ্ঠান রয়েছে আশুলিয়ায়। আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন এলাকায় ভুয়া ডাক্তার, ভুয়া কবিরাজ, ভুয়া উকিল, লাইসেন্সবিহীন ওষুধের দোকান, সিন্ডিকেটের মাধ্যমে নকল ও ভেজাল ওষুধ বিক্রি ও বিভিন্ন নকল পণ্য দোকানে ওপেন বিক্রি করা হচ্ছে। ফুটপাত দখল করে ভ্রাম্যমান ওষুধের দোকান, ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও সরকারি আইন না মানার অপরাধে দোষীদের আটক করে জেল জরিমানা করার দাবী জানান সচেতন মহল। সারাদেশে সংশ্লিষ্ট প্রশাসনের আবারও অভিযান চালানোর অনুরোধ করেন ভোক্তারা।