এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর উপজেলা জামায়াতের আমীর ও পাবনা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক (ভুয়া) আইডি খুলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইঙ্গিত করে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি অবগত হওয়ার পরপরই গত ৫ অক্টোবর এ বিষয়ে সুজানগর থানায় জিডি করেছেন জামায়াত নেতা অধ্যাপক কেএম হেসাব উদ্দিন, যার জিডি নং-নাম্বার ২৮৭।
জানাযায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধ্যাপক কেএম হেসাব উদ্দিন নামের একটি ফেইক আইডি ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট অপবাদ ছড়ানো হয়েছে। এ ভুয়া (ফেইক) আইডি থেকে মিথ্যা, ভিত্তিহীন, কুরুচিপূর্ণ, অপমানজনক ও মানহানিকর তথ্য উপস্থাপন করায় এসব অপপ্রচারের কারণে রাজনৈতিক ব্যক্তিবর্গ অনেকটাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।
থানা পুলিশ বলছে, এ আইডি সনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা শাখার (সিআইডি) স্পেশাল ব্রাঞ্চের (আইটি শাখা) কাজ করছে। এ অপপ্রচারকারি ব্যক্তিদের ফেইক আইডি সনাক্ত হলেই সাইবার ট্রাইবুনালে মামলা করা হবে।জামায়াত নেতা অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বলেন, ‘আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট অপবাদ ছড়ানো হয়েছে। আমি এবিষয় নিয়ে আইনি ব্যবস্থা নিয়েছি। আশা করছি পুলিশ দ্রুত সময়ের ভিতরে ফেইক আইডি সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন,‘ফেইক আইডির বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আইডি সনাক্ত করা হলেই পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Blog
-

সুজানগরে জামায়াত আমীরের নামে ফে-ইক আইডি খুলে অ-পপ্রচার,থানায় জিডি
-

ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ বাস্তবায়ন উপলক্ষে কনসালটেশন ক-র্মশালা অনুষ্ঠিত
ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
ঝিনাইদহে আজ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ বাস্তবায়ন উপলক্ষে এক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয় । জেলা শহরের আরাপপুর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান। ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, টাইফয়েড একটি জীবানুবাহিত রোগ। এটি পানি ও খাবারের মাধ্যমে মানবদেহে সংক্রমণ ছড়ায়। আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। সারাদেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হবে। তিনি এই কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। জেলায় কর্মরত ৪০ জন সংবাদকর্মী অংশ নেন।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান, জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম, ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সহ সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি আলাউদ্দিন আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু প্রমুখ এ কর্মশালায় সরাসরি উপস্থিত ছিলেন।
আতিকুর রহমান
ঝিনাইদহ। -

দোয়ারাবাজারে ইউএনও’র ক-ঠোর পদক্ষেপ: চিলাই নদীতে বাঁশের ব্যারিকেড স্থা-পন
হারুন অর রশিদ,
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃচিলাই নদীর অবৈধ বালু লুটপাট ঠেকাতে ইউএনও”র ব্যতিক্রম বাঁশের ব্যারিকেড
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। উপজেলার শরীফপুর গ্রামসংলগ্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বাঁশের ব্যারিকেড স্থাপন করা হয়েছে, যাতে কোনোভাবেই অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন সম্ভব না হয়।
দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন পয়েন্টে রাতের আঁধারে বালু উত্তোলন চলছিল বলে অভিযোগ রয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিজমি ও বসতবাড়ি ধসে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
স্থানীয়রা জানান, প্রশাসনের এ উদ্যোগের ফলে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন,চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষিজমি ক্ষতির মুখে পড়ছিল। প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছে আইন অমান্যকারী কেউ ছাড় পাবে না।
তিনি আরও বলেন,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন–২০১০ অনুযায়ী অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলন করতে পারবে না। পরিবেশ ও কৃষি রক্ষায় মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় কৃষকরা জানান, অতিরিক্ত বালু তোলার কারণে নদীর তীর ভেঙে যাচ্ছে এবং ফসলি জমি নষ্ট হচ্ছে। তারা প্রশাসনের এই পদক্ষেপকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
পরিবেশবিদ সংশ্লিষ্টরা মনে করেন, চিলাই নদীতে প্রশাসনের এ উদ্যোগ শুধু নদীর ভারসাম্য রক্ষায় নয়, বরং পুরো এলাকার পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ অন্যান্য নদীতেও গ্রহণ করা হবে।
উল্লেখ্য, চিলাই নদী দোয়ারাবাজার উপজেলার একটি গুরুত্বপূর্ণ নদী, যা স্থানীয় কৃষি, মাছধরা ও নৌযান চলাচলের জন্য বিশেষ ভূমিকা রাখে। তবে অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর গভীরতা ও প্রবাহ ব্যাহত হয়ে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে।
-

ধামইরহাটে রাস্তার পাশে যুবকের ম-রদেহ উ-দ্ধার
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে রাস্তার পাশে যুবকের জখমী মরদেহ উদ্ধার করেছে থানাপুলিশ। ৭ অক্টোবর সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের চকগড়িয়া রাস্তার চকবদন এলাকায় এই ঘটনা ঘটে। সূত্র জানায়, সেননগর গ্রামের বিনয় রবিদাসের ছেলে নিতাই রবিদাসকে ৭ অক্টোবর সকালে উপজেলার চকবদন এলাকায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। তাৎক্ষনিক ভাবে থানা পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ধামইরহাট থানার ওসি ঈমাম জাফর জানান, উদ্ধারকৃত যুবকের মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, তবে সেটি নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে, রিপোর্ট পেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।
স্থানীয়রা নিতাই রবিদাসকে ৬ অক্টোবর ফতেপুর বাজার এলাকায় চা খেতে দেখেছেন বলে জানান। তবে এটি হত্যা নাকি একটি দুর্ঘটনায় মৃত্যু সেটি এখন জনমনে প্রশ্ন। অপেক্ষা ময়না তদন্ত রিপোর্টের।আবুল বয়ান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।। -

পাইকগাছায় কাগজি লেবুর বাম্পার ফলন
ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
পাইকগাছায় কাগজি লেবুর বাম্পার ফলন হয়েছে। তবে, লেবুর বাম্পার ফলন হলেও, কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না, যা তাদের হতাশ করছে। আর বাজারে লেবুর চাহিদা কম থাকায় ব্যবসায়ীদের ব্যবসা মন্দা যাচ্ছে।
লেবুর মধ্যে কাগজিলেবু তুলনামূলকভাবে ছোট বলে এর অন্য নাম হয়েছে পাতিলেবু। আবার পাত মানে ভাত খাওয়ার থালায় এর ব্যবহার রয়েছে বলেও এর নাম পাতি লেবু হতে পারে। ছোট হলেও কাগজি লেবুর যে সুঘ্রাণ তা আর কোন লেবুতে নেই। এ লেবুর গাছ খুব বড় হয় না, ডালপালা কিছুটা লতানো ও ঝোপাল, কাঁটাময়। পাতা ডিম্বাকার ও ছোট, চকচকে সবুজ। ফুলের রঙ সাদাটে। কাগজিলেবু লম্বাটে, খোসা মসৃণ ও পাতলা, সবুজ ও চকচকে। খোসায় নখের আঁচড় দিলে কাগজিলেবুর বিশেষ ঘ্রাণ পাওয়া যায়, যা অন্য কোন লেবুতে পাওয়া যায় না। প্রায় সারা বছরই গাছে ফুল ফল ধরে। তবে মে থেকে সেপ্টেম্বরের মধ্যে বেশি লেবু ধরে। কাগজিলেবু অম্লরসযুক্ত। ভেতরের কোষ হালকা সবুজাভ সাদা ও রসে পরিপূর্ণ থাকে। পরিণত হলে বেশি রস হয়। ভেতরে স্বল্প বীজ হয়। বর্তমানে বীজবিহীন জাতও উদ্ভাবন করা হয়েছে।
কাগজি লেবু একটি সুপরিচিত ও জনপ্রিয় ফল। এটি ভিটামিন সি সহ বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক। প্রতিদিন লেবু খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজমশক্তি ভালো হয় এবং ত্বক ও দাঁত সুস্থ থাকে। প্রতিদিন লেবুর রস গরম পানিতে মিশিয়ে, ভাতের সাথে বা সালাদে যোগ করে, অথবা লেবুর শরবত বানিয়ে খেলে লেবুর রস হজম প্রক্রিয়াকে সহজ করে। তবে, অতিরিক্ত লেবু খাওয়া এড়িয়ে যাওয়াই ভালো, কারণ এটি কিছু ক্ষেত্রে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা তৈরি করতে পারে। প্রতিদিনের খাদ্য তালিকায় কাগুজিলেবু যোগ করা স্বাস্থ্যের জন্য উপকারী।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় ছড়ানো ছিটানো ভাবে প্রায় ২২ হেক্টর জমিতে কাগুজি লেবুর চাষ হয়। সব মিলিয়ে উপজেলায় ৫০ হাজারের উপরে লেবুর গাছ আছে। উপজেলার গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়ুলী ইউনিয়নে আংশিক এলাকায় লেবুর বাগান রয়েছে। গদাইপুর ইউনিয়নের মটবাটী, হিতামপুর,গদাইপুর ও গোপালপুর গ্রামে বাণিজ্যিক ভাবে লেবুর বাগান গড়ে উঠছে। বিশেষ করে বাগান মালিকরা বাগানের বেড়া দিতে প্রয়োজনীয় বাঁশের মূল্য বেশি হওয়ায় তারা বাগানের চারপাশে সীমানা দিয়ে লেবু গাছ লাগিয়ে বাগান সুরক্ষা করছে। লেবু গাছে ছোট ছোট কাঁটা থাকায় গরু, ছাগল, ভেড়া প্রবেশ করতে পারে না। একদিকে বেড়া দেয়ার খরচ বাঁচে ও অন্যদিকে আইলে লেবু গাছ লাগিয়ে বাগান মালিকরা লাভবান হচ্ছে।
জুন ও জুলাই মাস লেবুর ভরা মৌসুম থাকে। আগস্ট মাস থেকে লেবু হলুদ হয়ে ঝরে পড়তে থাকে। এক একটি বড় লেবু গাছে ৫শ থেকে ১ হাজার লেবুর ফলন হয়। উপজেলার চেচুয়া গ্রামের লেবু ব্যবসায়ী আব্দুর রহিম জানান, এ বছর লেবুর ব্যবসা খুব খারাপ যাচ্ছে। তারা লেবু বাগানে মালিকের কাছ থেকে প্রতিটি লেবু ৭৫ পয়সা বা এক টাকা দরে ক্রয় করে ঢাকাসহ বিভিন্ন শহরে সরবরাহ করছে। এ বছর স্থানীয় বাজরেও লেবুর চাহিদা কম। এলাকার হাট-বাজারে খুচরা ছোট লেবু ১-২ টাকা ও বড় লেবু ৩ টাকা দরে বিক্রয় হচ্ছে। গদাইপুর গ্রামের লেবু বাগান মালিক আবুল কাশেম বলেন, এ বছর লেবুর চাহিদা নেই, দামও কম। গাছের লেবু হলুদ হয়ে ঝরে পড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: একরামুল হোসেন জানান, পাইকগাছা উপকূলের এ এলাকা লবণাক্ত হওয়ায় ৩/৪টি ইউনিয়নে কাগুজিলেবু আবাদ হয়। কাগজিলেবু লাভ জনক হওয়ায় ক্ষেতের আইলের পাশাপাশি বাণিজ্যিক ভিত্তিকে লেবু বাগান তৈরী শুরু হয়েছে। লেবু বাগান লাগাতে তেমন কোন খরচ হয় না, সামান্য পরিচর্যা করলে লেবু বাগান থেকে প্রচুর ফলন পাওয়া যায়। এ ব্যাপারে কৃষি অফিস থেকে লেবু বাগান তৈরী করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা। -

র্যাব-১২ এর অভি-যানে ২ জন আ-সামি গ্রে-ফতার
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে সদর থানা এলাকা হতে বহুল আলোচিত সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ি থামিয়ে প্রকাশ্যে ডাকাতি মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে সন্দিগ্ধ ২ জন আসামি গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
১। গত ০৩ অক্টোবর ২০২৫ তারিখ সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতি করা হচ্ছে, এমন একটা ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে ২০-৩০ বছর বয়সী ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের মারধর করে এবং প্রাইভেটকার ভাঙচুর করে সঙ্গে থাকা মালামাল লুটপাট করে। ডাকাতির সময় ডাকাতদের প্রত্যেকের হাতে ছিল তিন-চার ফুট লম্বা রামদার মতো দেশীয় অস্ত্র। তারা যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সড়কের পাশের ধানক্ষেতের অন্ধকার দিয়ে পালিয়ে যায়। ডাকাতির সময় প্রাইভেট কারের অন্তত ০৪-০৫ জন আহত হয়। ডাকাতির পর পরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়, মামলা নং-১, তারিখ-৫/১০/২৫ খ্রি. ।
২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় গত ০৬ অক্টোবর ২০২৫ খ্রিঃ,বিকাল ১৭.৩০ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ২টি পৃথক অভিযান করে “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায়” ০২ জন সন্দিগ্ধ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে আসামি মোঃ বাবু (৩৪), এর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতা করার অপরাধে ১৫ টি মামলা এবং সাহা (২৯) এর নামে ০৩ টি মামলা রয়েছে।
৩। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ বাবু (৩৪), পিতা-রহম আলী শেখ, সাং-মোহনপুর ২। সাহা (২৯), পিতা-সহিদ, সাং-নতুন সয়দাবাদ সর্ব থানা- সিরাজগঞ্জ সদর, জেলা- সিরাজগঞ্জ ।
৪। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতুু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।
-

জামালপুর সদরের কুখ্যা-ত মা-দক সম্রা-ট লিটন চট্টগ্রামে আ-টক
বিশেষ প্রতিনিধিঃ
কুখ্যাত মাদক সম্রাট মোঃ আজিবুল আলম ওরফে লিটন ( ৫১) কে গত ৬ অক্টোবর চট্টগ্রামে আটক করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চট্টগ্রাম মেট্রোপলিটন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক গোপাল কৃষ্ণ দাস এর নেতৃত্বে একটি টিম সকাল প্রায় ০৯:৩০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রো কোতোয়ালী থানাধীন স্টেশন রোড পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযানে ৮৪৫ পিস ইয়াবা সহ আসামী মো: আজিবুল আলম লিটন (৫১) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত লিটন গ্রেফতারকৃত লিটন জামালপুর সদর উপজেলার ৫ নং ইটাইল ইউনিয়নের রুহুলী চরপাড়া (ডাক্তার বাড়ি) গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। সে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম থেকে ইয়াবা এনে তার নিজ এলাকা সহ বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করতো। গ্রেফতারকৃত আসামী মোঃ বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
-

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গৌরনদীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে কারিতাস বরিশাল আঞ্চলিক অফিসের উদ্যোগে র্যালি বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী কারিতাস কার্যালয় থেকে র্যা লী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কারিতাস মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কারিতাসের আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে এবারের মূল প্রতিপাদ্য বিষয় “এক দিন তুমি পৃথিবী গড়েছো আজ আমি স্বপ্ন গড়বো সযত্বে তোমাকে রাখবো আগলে” উপর আলোচক ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক , গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, সধিীর কুমার, প্রবীন ক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাহেব আলী, সমাজসেবা অফিসের সহকারী মোঃ শরিফুল ইসলাম, কারিতাস কর্মকর্তা সুনীল চন্দ্র মল্লিক, মিস্টার পল রায় সহ অন্যান্যরা। পরে অতিথিবৃন্দ ক্যাথলিক চার্চ চত্বরে বৃক্ষ রোপন করেন। -

গৌরনদীতে কেন্দ্রীয় ছাত্রদল নেতার উ-পর হাম-লাকারী আ.লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রে-প্তারের দাবিতে বিক্ষো-ভ
কে এম সোয়েব জুয়েল,
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক মেয়র মোঃ আলাউদ্দিন ভুইয়া (৫৭) তার পুত্র সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য অনিক ভূইয়া ও তাদের সহযোগীরা রোববার রাতে গৌরনদী উপজেলার আশোকাঠি ফিলিং ষ্টেশনে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক নুর হোসেন আকাশ (৩২)র উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছে । ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদ হামলাকারী আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন ভূইয়া ও পুত্র ছাত্রলীগ নেতা অনিক ভূইয়াকে গ্রেপ্তারের দাবিতে বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা গৌরনদী বাসষ্টান্ডে অনুষ্ঠিত হয়।
ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদ হামলাকারী আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন ভূইয়া ও পুত্র ছাত্রলীগ নেতা অনিক ভূইয়াকে গ্রেপ্তারের দাবিতে বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা গৌরনদী বাসষ্টান্ডে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভার সভাপতিত্বে করেন উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেলে গোমস্তা। বক্তব্য রাখেন ছাত্রদল উপজেলা, পৌর ও কলেজ কমিটির নেতৃবৃন্দ। ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক নুর হোসেন আকাশ রোববার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে রাত ৯টার দিকে গৌরনদী উপজেলার আশোকাঠি ফিলিং ষ্টেশনে পৌছে জুতা পায়ে শৌচাগারে যান। এ সময় পাম্পের কর্মচারী মহিউদ্দিন (২৫) বাধা দিলে এ নিয়ে কর্মচারীর সাথে ছাত্রদল নেতার কথার কাটাকাটির এক পর্যায়ে পাম্পের মালিক আওয়ামীলীগ নেতা ও সাবেক মেয়র আলাউদ্দিন ভূইয়া ও তার পুত্র কলেজ ছাত্রলীগ নেতা দলবল নিয়ে ছাত্রদল নেতার উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল গোমস্তাসহ শতাধিক ছাত্রদল নেতারা ঘটনাস্থলে পৌছে আওয়ামীলীগ নেতা আলাউদ্দিনের কাছে হামলার কারন জানতে চান । উভয়ের মধ্যে তর্কাতর্কির এক এক পর্যায়ে ছাত্রদল নেতা কর্মিরা পাল্টা হামলা চালিয়ে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক মেয়র মোঃ আলাউদ্দিন ভুইয়া (৫৭) তার পুত্র সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য অনিক ভূইয়াকে মারধর করে। -

নোয়াখালীতে ৩২০০ পিস ইয়া-বাসহ মা-দক ব্যবসায়ী আট-ক
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালী জেলার সুধারাম মডেল থানার একটি চৌকস দল নোয়াখালী জেলা স্কুলের মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মতিউর রহমান (৪৫) কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন দোহাজারি নামক স্থান থেকে বিশেষ কৌশলে তার পেটের ভিতরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে নোয়াখালী জিলা স্কুলের মেইন গেইটের সামনে অবস্থান করছিলো।গ্রেফতারকৃত আসামীর নিকট হতে প্রাপ্ত তথ্য যাচাইয়ের জন্য আসামীকে মর্ডান হাসপাতাল, নোয়াখালী নিয়ে এক্সরে করলে তার পাকস্থলিতে ডিম্বাকার আকৃতির বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে মর্ডান হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সহায়তায় গ্রেফতারকৃত আসামীকে মলত্যাগ করিয়ে ৬৪ টি ডিম্বাকার আকৃতির প্যাকেট অপসারণ করা হয়।প্রতিটি প্যাকেটের ভিতর ৫০ পিস করে সর্বমোট ৩২০০ (তিন হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত আসামীর নামে চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বিভিন্ন থানায় সর্বমোট ০৫টি মাদক মামলা রয়েছে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে তার নাম মোঃ মতিউর রহমান (৪৫), পিতা- আফতাব উদ্দিন (মৃত), মাতা- আয়েশা খাতুন (মৃত), সাং- কেন্দুয়া আফতাব উদ্দিন মাওলানার বাড়ি, ০৬নং ওয়ার্ড, ডাকুয়া ইউনিয়ন, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ, বর্তমান সাং- উল্লাপাড়া (কাশেম সওদাগর বাড়ি), দোহাজারি রেল স্টেশনের পূর্ব পাশে, ০৭নং পৌর ওয়ার্ড, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম বলে প্রকাশ করে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।