Blog

  • গাজীপুরের সাংবাদিক তুহিনসহ নিহ-ত সকল সাংবাদিকদের আ-ত্মার মা-গফিরাত কামনায় দো-য়া অনুষ্ঠিত

    গাজীপুরের সাংবাদিক তুহিনসহ নিহ-ত সকল সাংবাদিকদের আ-ত্মার মা-গফিরাত কামনায় দো-য়া অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের আয়োজনে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও সাগর রুনিসহ যেসকল সাংবাদিক হত্যার শিকার হয়েছেন এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং সাংবাদিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত।

    মঙ্গলবার (১২ আগষ্ট ২০২৫ইং) রাত ৮টায় আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের আয়োজনে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা ক্যাফে ঊষা হোটেলে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

    এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ), এসময় উপস্থিত ছিলেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান (লিটন), আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক কহিরুল ইসলাম খাইরুল, সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ চিশতী, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, কোষাধক্ষ্য নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য দাউদুল ইসলাম নয়ন, পলাশ হাওলাদার, মোজাম্মেল মোল্লা সাগর, আল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক গোলাপী আক্তার তিশা, শাকিল শেখ, সবুজ খান, আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমরান খান এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক, ক্যাফে ঊষা হোটেলের ম্যানেজার আব্দুল হালিম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাংবাদিক নেতৃবৃন্দ উক্ত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সারাদেশে যেসকল সাংবাদিককে হত্যা করা হয়েছে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সকল হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, সেই সাথে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে সামান্য খাবার বিতরণ করা হয়।

  • শিবচরে ব্র্যাকের কর্মশালা: নি-রাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুন-রেকত্রীকরণে জোড়

    শিবচরে ব্র্যাকের কর্মশালা: নি-রাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুন-রেকত্রীকরণে জোড়

    মাদারীপুর প্রতিনিধি:
    মাদারীপুরের শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২)” প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন হায়দার এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সচিব মো. আমিনুল হক।

    কর্মশালার শুরুতে পরিচয় পর্ব ও কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শিবচর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার হাসান আল মামুন। পরে স্বাগত বক্তব্য ও প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপদ অভিবাসন, প্রকল্পের সার্বিক কার্যক্রম ও পুনরেকত্রীকরণ প্রক্রিয়া তুলে ধরেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাদারীপুর জেলার সেক্টর স্পেশালিস্ট (ইকোনমিক রিইন্ট্রিগ্রেশন) মাহফুজুল ইসলাম।

    প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জাকির হোসেন হায়দার বলেন, “ব্র্যাক একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। দেশ ও মানবতার সেবায় তাদের কার্যক্রম প্রশংসনীয়। মাঠ পর্যায়ে বিদেশফেরত অভিবাসীদের নিয়ে এভাবে পরিকল্পিত কাজ করা সম্ভব—এটি আমার ধারণার বাইরে ছিল। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।”

    তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান এবং যেকোনো সহযোগিতার আশ্বাস দেন।

  • ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুর-স্কার পে-লেন আরিফুর রহমান

    ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুর-স্কার পে-লেন আরিফুর রহমান

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠি জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘জেলা শ্রেষ্ঠ যুব সংগঠক’ হিসেবে সম্মাননা পেয়েছেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান।
    ২০১৬ সালে প্রতিষ্ঠিত ইয়ুথনেট গ্লোবাল প্রতিষ্ঠার শুরু থেকেই যুবদের নিয়ে সমাজ বদলের স্বপ্ন লালন করে আসছেন আরিফুর রহমান। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের ৫০টি জেলা ও বিশ্বের ১১টি দেশে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, সবুজ দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান বিষয়ে নেতৃত্ব দিচ্ছে। তার নেতৃত্বে মানতা সম্প্রদায়ের ১৭৮টি পরিবারকে সহায়তা প্রদানসহ নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় আমফান ও কোভিড-১৯ সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
    ২০২৪ সালে ইয়ুথনেট গ্লোবাল বিশ্বের সেরা পাঁচ যুব সংগঠনের একটি হিসেবে ইয়াং অ্যাক্টিভিস্ট সামিট-এর স্বীকৃতি অর্জন করে।
    পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় আরিফুর রহমান বলেন, “আমি বিশ্বাস করি তরুণরাই পারে সমাজ বদলাতে। আমাদের শক্তি, সাহস আর সচেতনতাই পারে পৃথিবীকে বাঁচাতে। তাই আমি কাজ করে যাচ্ছি, যেন আরো হাজারো তরুণ সমাজ পরিবর্তনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।”
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জেলা সিভিল সার্জন, ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অনুষ্ঠানে
    ঝালকাঠি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ তিন শতাধিক যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিকল্প জায়গায় স্থা-নান্তরের দা-বিতে চলনবিল রক্ষা আ-ন্দোলনের সংবাদ স-ম্মেলন

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিকল্প জায়গায় স্থা-নান্তরের দা-বিতে চলনবিল রক্ষা আ-ন্দোলনের সংবাদ স-ম্মেলন

    পাবনা প্রতিনিধিঃ

    চলনবিল রক্ষায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত বুড়ি পোতাজিয়া থেকে বিকল্প জায়গায় স্থানান্তরের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে চলনবিল রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, আমরা চলনবিলের বিনিময়ে বিশ্ববিদ্যালয় চাইবো না। আমাদের প্রাণের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য বিকল্প জায়গা খোঁজা দরকার। আমরা যেমন বিশ্ববিদ্যালয়ও চাই তেমনি চলনবিলও চাই। সিরাজগঞ্জের শাহজাদপুরের বুড়ি পোতাজিয়া নামক স্থানের পরিবর্তে যদি অন্য কোন স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় তাহলে বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে, চলনবিলও রক্ষা পাবে।

    মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় পাবনার চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত চলনবিল রক্ষা আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতৃবৃন্দ। 

    চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব ও বাপা’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব পাঠ করেন ডাঃ এস এম আতিকুল আলম। 

    সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের অন্যতম বৃহৎ বিল চলনবিল। চলনবিলের সুবিধাভোগি মানুষের সংখ্যা ১ কোটিরও বেশি। পদামা, আত্রাই, বড়াল, নন্দকূজা, গুমানীসহ সকল নদী, বিল, খাল, ক্যানেল, পুকুরসহ চলনবিলে যে পানির উৎস, এটাই চলনবিলের সৌন্দর্য্য প্রাণ-প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ। বিশাল জলরাশির চলনবিলের পানি যমুনা নদীতে পতিত হওয়ার একমাত্র মুখ হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়া নামক স্থান। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই বুড়ি পোতাজিয়াতেই স্থাপন করার প্রস্তাব করা হয়েছে। 

    সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বুড়ি পোতাজিয়ার কিছু অংশ ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের জন্য বালু ফেলে ভরাট করা হয়েছে। গোহালা নদীর উপর একটি ছোট স্লুইসগেট দিয়ে নদীটিকে সংকুচিত করা হয়েছে। পদ্মা, আত্রাই, বড়াল, নন্দকূজাসহ ৪৭টি নদী,র১৬৩টি বিল, ৩০০টির বেশি ক্যানেল ও লক্ষাধিক পুকুরের সমন্বয়ে বিশাল চলনবিলের যে জলরাশি তা প্রবাহিত হওয়ার একমাত্র পতিত মুখে যদি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়,নতাহলে হাজার বর্গকিলোমিটারের চলনবিল জলাবদ্ধতার শিকারসহ নানা রকমের বিপর্যয়ের মুখে পড়বে। উজান থেকে ভাটির দিকে চলনবিলের পানি প্রবাহ কমে গেলে বাঘাবাড়ি নৌবন্দরও সংকটে পড়বে। 

    সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বিভিন্ন সময় চলনবিলে সরকারি, বেসরকারি পর্যায়ের অপরিকল্পিত কর্মকান্ড এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে চলনবিল অস্তিত্ব সংকটে পড়েছে। এখন যদি বুড়ি পোতাজিয়ায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, তাহলে এটি হবে চলনবিল ধ্বংসের সর্বশেষ পেরেক। চলনবিল হয়তো এভাবেই হারিয়ে যাবে। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য বিকল্প জায়গা খোঁজার দাবি করছি। আমরা বিশ্ববিদ্যালয়ও চাই, চলনবিলও চাই।

    সংবাদ সম্মেলনে বলা হয়,নএ বিষয়ে ইতোমধ্যে পরিবেশ উপদেষ্টা,রশিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।  

    তোফাজ্জল হোসেন বাবু, পাবনা।

  • তালতলীতে লজিক প্রকল্পের আওতাভুক্ত যুবদের অংশগ্রহণে স-মন্বয় সভা

    তালতলীতে লজিক প্রকল্পের আওতাভুক্ত যুবদের অংশগ্রহণে স-মন্বয় সভা

    তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে উপজেলা পর্যায়ে লজিক প্রকল্পের আওতাভুক্ত যুবদের অংশগ্রহণে প্রকল্পের কার্যক্রমের সাথে সরাসরি সংযোগ স্থাপন ও অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ ঘটিকায় প্রকল্পের আয়োজনে উপজেলার হাসপাতাল সড়কে অবস্থিত কারিতাস ভবনের কৃষ্ণচূড়া সম্মেলন কক্ষে দিন ব্যাপী এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপস্থিত ছিলেন লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী জনাব মো. জিল্লুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো. জালাল উদ্দীন, প্রকল্প ইন্জিনিয়ার জনাব মো. কায়সার আহমেদ, উপজেলা ফ্যাসিলিটেটর দীপঙ্কর চন্দ্র দাস।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার প্রকল্পভুক্ত ০৪ টি ইউনিয়নের (পচাঁকোড়ালিয়া, বড়বগী, নিশানবাড়িয়া এবং সোনাকাটা) বিভিন্ন ওয়ার্ডের সিআরএফ সহযোগীদের ১৬-২৯ বছর বয়সী ছেলে-মেয়েদের মধ্য থেকে প্রতি ইউনিয়নে ১০ জন করে মোট ৪০ জন যুবসদস্য এবং প্রকল্পে কর্মরত বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটরগণ।

    সভায় জেলা সমন্বয়কারী জনাব মো. জিল্লুর রহমান প্রকল্পের অংশীজন হিসেবে যুবদের করনীয় বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করেন। প্রকল্পের আওতায় গঠিত জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতিগুলোকে সকল ধরনের সহোযোগিতা প্রদান করার জন্য যুবদের উদ্বুদ্ধ করেন। এ সময়  তিনি বলেন, ‘আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে, যুব জনগোষ্ঠীকে সম্পদে রুপান্তর করতে হবে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে পিছিয়ে পড়া উপকূলীয় অঞ্চলের যুবশক্তিকে কর্ম-উপযোগী করে গড়ে তুলতে হবে।’

    যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, ‘আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়। যুবদের উন্নয়নে আমাদের পক্ষ থেকে সকল ধরনের সহোযোগিতা প্রদান করা হবে।’
     
    উলেখ্য উপজেলার ৪টি ইউনিয়নে (পচাঁকোড়ালিয়া, বড়বগী, নিশানবাড়িয়া এবং সোনাকাটা) ২০১৭ সাল থেকে স্থানীয় সরকার বিভাগ কতৃক বাস্তবায়নাধীন “লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প” চলমান রয়েছে।

    সভা সঞ্চালনা করেন পচাঁকোড়ালিয়া ইউনিয়নের কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটর মো. জাকারিয়া মাহমুদ জাহিদ।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি।।

  • মোংলায় বরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর জন্মদিনে দো-য়া মাহফিল

    মোংলায় বরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর জন্মদিনে দো-য়া মাহফিল

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, বিশিষ্ট ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে মোংলায় কেককাটা, আলোচন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার সন্ধ্যায় মিঠাখালী বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ উপজেলা ও পৌর’র উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, জেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সুব্রত মজুমদার, বাগেরহাট জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সহ-সভাপতি মহসিন পাটোয়ারী, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা সভাপতি মো. শাহ আলম শেখ, সাধারন সম্পাদক মেহেদি হাসান সবুজ, পৌর সভাপতি মো. সেলিম হাওলাদার, পৌর সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. বাহাদুর মজুমদার, পৌর তাতী দলের সদস্য সচিব মো. সোহাগ, সুন্দরবন ইউনিয়নের সভাপতি শাহ জালাল ফরাজি, শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি খান জাহান আলী, মিঠাখালী ইউনিয়ন যুবদল নেতা মো. শাহ আলম শিপন, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোড়ল প্রমুখ।
    এসময় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকোর জন্ম হয়েছিল বাংলাদেশের উন্নয়নের জন্য, ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য। অতি অল্প সময়ের মধ্যে ক্রীড়াঙ্গনে বিভিন্ন কাজের মাধ্যমে আরাফাত রহমান কোকো নিজেকে স্মরণীয় করে রেখেছেন। দুর্ভাগ্য আমাদের এই অত্যন্ত মেধাবী ক্রীড়া সংগঠককে মঈন উদ্দিন-ফখরুদ্দিন সরকার নির্মমভাবে, অন্যায়ভাবে নির্যাতন করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থ অবস্থায় তিনি মারা গিয়েছেন। গোটা জাতি বিগত ১৭বছর শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ছিল। দেশের মানুষের ভোটাধিকার ও বাক-স্বাধীনতা হরণ করা হয়েছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের বিদায় হয়েছে।
    কোকো হত্যার বিচার বাংলার মাটিতেই হবে উল্লেখ করে বক্তারা আরো বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল একটি গণতান্ত্রিক সরকারের জন্য। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না। দুই সহস্রাধিক শহীদের রক্তে অর্জিত বিপ্লবকে সফল করতে বিএনপি বদ্ধ পরিকর।
    এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    আলোচনা শেষে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কমনায় ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • ১৮ বছর পর মোরেলগঞ্জে বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল-রাজনৈতিক মাঠে চা-ঞ্চল্য

    ১৮ বছর পর মোরেলগঞ্জে বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল-রাজনৈতিক মাঠে চা-ঞ্চল্য

    শেখসাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেটানা ১৮ বছর পরে আগামি শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রান চাঞ্চল্য বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল। এ কাউন্সিলে গঠন করা হবে উপজেলা বিএনপির কমিটি। এর আগে সর্বশেষ কমিটি গঠন হয়েছিলো ২০০৭ সালে। ওই সময় সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক এমপি ড. মিয়া আব্বাস উদ্দিন। সাধারণ সম্পাদক হয়েছিলেন শহিদুল হক বাবুল।

    এর পরে আর বিএনপি সাংগঠনিকভাবে সোজা হয়ে দাড়াতে পারেনি। আওয়ামী লীগের যাতাকলে পড়ে দলীয় কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। নেতাকর্মীরা গায়েবী মামলাসহ নানা ধরণের মামলা হামলায় সর্বশান্ত হন। অনেকে বাড়িঘর, সংসার ছেড়ে অন্যত্র চলে গেছেন।

    ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গায়েবী মামলার রূপকার ফ্যাসিষ্ট হাসিনা সরকার পতনের আন্দোলন থেকে শুরু করে পলায়নের পরে স্বশব্দে রাজপথে ফেরে বিএনপি।

    তখন থেকে মোরেলগঞ্জ উপজেলায় দৃশ্যমান সাংগঠনিক কার্যক্রম শুরু হয় দলটির। পর্যায়ক্রমে উপজেলার ১৬টি ইউনিয়ন, ১৪৪ টি ওয়ার্ড ও পৌরসভা বিএনপির কাউন্সিল শেষ করে সকল ইউনিটে ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়।

    এই কমিটিরগুলোর প্রতিটি থেকে (পৌরসভা বাদে) ৫জন করে মোট ১ হাজার ১৩৬ জন ভোটার উপজেলা কাউন্সিলে ভোট দিবেন। তাদের ভোটে নির্বাচিত হবেন উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও দু’জন সাংগঠনিক সম্পাদক।

    ১৫ আগস্ট অনুষ্ঠিতব্য কাউন্সিলকে ঘিরে উপজেলা বিএনপির গ্রুপিং দৃশ্যমান হয়েছে। দুটি প্যানেল ঘোষণা হয়েছে। এর একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন ও অপরটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক উন্মুক্ত বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

    তার সমর্থিত প্যানেলের সভাপতি পদে রয়েছেন অধ্যাপক আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ ও সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক ফায়জুল হক।

    অপরদিকে কাজী খায়রুজ্জামান শিপন সমর্থন করেছেন সভাপতি পদে শহিদুল হক বাবুল ও সাধারণ সম্পাদক পদে ফকির রাসেল আল ইসলামকে।

    আসন্ন দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে মোট প্রার্থী হয়েছেন ৩ জন। এরা হচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল ও যুগ্ম আহ্বায়ক এফ.এম শামীম আহসান।

    সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আফজাল জোমাদ্দার ও হোগলাপাশা ইউনিয়ন বিএনপির সদস্য অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ।

    সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ৫ জন। প্রার্থীরা হলেন, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, খেলাফত হোসেন খসরু, অধ্যাপক ফায়জুল হক, ইউনুস আলী আকন, জাহাঙ্গীর হোসেন লাভলু ও তালুকদার ফিরোজ শাহ।

    টানা দেড় যুগ পরে বিএনপির কাউন্সিল ঘিরে গোটা উপজেলায় দলীয় কার্যক্রমে বেশ সাড়া পড়েছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। বিতরণ করছেন নানা অঙ্গিকার সংবলিত লিফলেট। বিরামহীনভাবে চলছে তাদের পথসভা, উঠান বৈঠক, গ্রুপিং, লবিং ও তদবির। উপজেলা সদরসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় শোভা পাচ্ছে প্রার্থীদের পক্ষে ভোট ও দোয়া চেয়ে শাটানো ব্যানার ফেষ্টুন।

    সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান বাচ্চু বলেন, ১৮ বছর পরে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কাউন্সিলকে ঘিরে উৎসবের আমেজ বইছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ আগস্ট বিএনপির মিলন মেলা বসবে।

    কাউন্সিল সফল করতে কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। ব্যাপক সাজগোছ, অতিথি নিমন্ত্রণ, মিডিয়াকর্মীদের উপস্থিতি ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে বলেও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জানান।

  • চারঘাট উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে যুব সমা-বেশ অনুষ্ঠিত

    চারঘাট উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে যুব সমা-বেশ অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে “যুব সমাবেশ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় নন্দনগাছী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

    শলুয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ সুফেল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
    মাষ্টার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চারঘাট উপজেলা নিমপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান মিজান সহ পৌরসভা ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

    উক্ত সমাবেশে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ যুবকদের ইসলামের মহান আদর্শের অনুসরণ ও প্রচারের আহ্বান জানান এবং শহীদদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।

    অতিথিবৃন্দ বিশ্ব যুব দিবস উপলক্ষে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার প্রত্যায় ব্যাক্ত করেন।

    প্রধান অতিথি যুব সমাবেশে অংশগ্রহণকারী সকলের জন্য মহানরবের নিকট কল্যান কামনা করে দোয়া করেন এবং বিশ্ব যুব দিবস পালনের সার্বিক সাফাল্য কামনা করেন।

    মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী ।।

  • ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের মাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের মাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সর্বমোট ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১২ আগষ্ট ( মঙ্গলবার) সকালে রানীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় |

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজওয়ানুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ হোসেন,মোকাদ্দেস ইবনে সালাম ও আমিনা বেগম সহ প্রধান শিক্ষকগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন | মাসিক সমন্বয় সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয় |

  • ভাটিয়াপাড়া হাইওয়ে থা-নার আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি পুলিশিং স-ভা অনুষ্ঠিত

    ভাটিয়াপাড়া হাইওয়ে থা-নার আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি পুলিশিং স-ভা অনুষ্ঠিত

    কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

    সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক” এই স্লোগান বাস্তবায়নে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার আয়োজনে আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

    এই সংক্রান্তে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বক্তব্য রাখেন, ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ।

    এ সময় সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।