Blog

  • ঝিনাইদহে কি-ন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবা-দ স-ম্মেলন

    ঝিনাইদহে কি-ন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবা-দ স-ম্মেলন

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ না দিয়ে জেলায় জেলায় প্রথমিক শিক্ষা অফিস ঘেরা ও মার্চ ফর ঢাকা কর্মসুচি গ্রহন হুসিয়ারী দিয়েছে ঝিনাইদহ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

    সংগঠনটির জেলা শাখা মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসুচির হুসিয়ারী দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাহীনুর আলম লিটন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা নেতা গোলাম মোস্তফা চঞ্চল, আতিয়ার রহমান, বজলুর রহমান, কাজী মনজুরুল হক ও কামরুজ্জামান লিটন।

    লিখিত বক্তব্যে বলা হয়, বৃত্তি পরীক্ষা শুধু আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস ও সামাজিক স্বীকৃতি। শিশুদের এই মৌলিক অধিকার কেড়ে নেওয়ার কারো ক্ষমতা নেই। অথচ সচিবালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ঘাপটি মেরে থাকা কুচক্রি মহল প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ না দিয়ে বৈষম্যমুলক দৃষ্টান্ত স্থাপন করেছে।

    সংবাদ সম্মেলনে বলা হয়, কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতে না পারলে যে মানসিক চাপ ও যন্ত্রনার শিকার হবে তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • সুজানগরে বর্ণা-ঢ্য আয়োজনে জাতীয় যুব দি-বস পালিত

    সুজানগরে বর্ণা-ঢ্য আয়োজনে জাতীয় যুব দি-বস পালিত

    এম এ আলিম রিপন, সুজানগর : প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব র‍্যালি, শপথ পাঠ,আলোচনা সভা, প্রশিক্ষিত যুবক এবং যুব মহিলাদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণের মাধ্যমে পাবনার সুজানগরে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫।

    মঙ্গলবার(১২ আগস্ট) বেলা ১১টায় বের হওয়া র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় বৈষম্যহীন দেশ গড়তে যুব সমাজের দক্ষতার উপর গুরুত্ব আরোপ করে প্রধান অতিথির বক্তব্যে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, যুব সমাজ যে কোন দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তাদের মেধা,সৃজনশীলতা,সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল। তাই দেশের যুবকদের মাদক, সন্ত্রাস, চঁাদাবাজি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ পরিহার করে প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে ।

    দেশের উন্নয়নের ধারায় সরকার যুব সমাজকে সম্পৃক্ত করেছে ব্যাপকভাবে উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগ গ্রহণ করে নতুন বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজ নিজেদের যোগ্য করে গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে সুজানগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর দেশের যুব সমাজকে দক্ষ মানবসম্পদে উন্নীত করার লক্ষ্যে প্রযুক্তিসহ বিভিন্ন কারিগরি ,বৃত্তিমূলক এবং কৃষিভিত্তিক বহুমুখী প্রশিক্ষণ প্রদান করে আসছে। যুবরাই দেশের প্রাণশক্তি। সবাই যুবদের ক্ষমতায়ন ও তাদের অধিকার রক্ষায় আরো বেশি সচেতন হবে আশাবাদ ব্যক্ত করে যুব উন্নয়ন কর্মকর্তা বলেন,একটি জাতিকে এগিয়ে নিতে সর্বমহল থেকে সবাইকে সচেতন হতে হবে।

    অবৈধ উপায়ে অর্থ রোজগারের পথ পরিহার করে যুবদের দক্ষতাপূর্ণ আত্মনির্ভরশীল ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে বলে জানান। সুজানগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা প্রকৌশলী মো.আসাদুন্নবী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, ছাত্র প্রতিনিধি আমির ফাহাদ, নাবিল হোসেন, নাজিম উদ্দিন মন্ডল ও দেলোয়ার হোসেন সাইদী খান প্রমুখ বক্তব্য রাাখেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে উপজেলার ১৫ জন যুব প্রশিক্ষণ প্রাপ্ত যুবক এবং যুব মহিলাদের মাঝে ১৫ লাখ টাকার ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • ঝিনাইদহের প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে দি-শেহারা কৃষক

    ঝিনাইদহের প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে দি-শেহারা কৃষক

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহে টানা বৃষ্টিতে জেলার ছয়টি উপজেলার প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টির পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক কৃষক এখনো জমিতে নতুন করে ধান রোপণ করতে পারছেন না। ফলে দিশেহারা হয়ে পড়েছেন ঝিনাইদহের কৃষকরা। ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, হরিণাকু-ু ও শৈলকূপা উপজেলায় সবজি ক্ষেত, ধানের বীজতলা ও সদ্য রোপণ করা আমন ধান ডুবে গেছে। ঝিনাইদহ কৃষি বিভাগ জানিয়েছে, জেলার ছয়টি উপজেলায় এ পর্যন্ত প্রায় ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

    ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের তেতুলতলা, বিষয়খালী, মহারজপুরসহ বেশ কয়েকটি গ্রামের জমিতে এখনো পানি জমে থাকায় নতুন করে ধান রোপণ করতেও পারছেন না।

    সদর উপজেলার ভাদালিয়াডাঙ্গার কৃষক আনিছুর রহমান জানান আমদের মাঠে ধান বলতে আর কিছু নেই সব পানির নিচে তলিয়েগেছে। তিনি আরও বলেন কিছু মানুষ যারা বিলে পুকুর কেটে মাছ চাষ করছে তাদের জন্যও মাঠের পানি খাল দিয়ে বের হচ্ছে না যার ফলে মাঠে পানি জমেছে বেশি।

    শৈলকূপা উপজেলার চড়িয়ারবিল গ্রামের আলমগীর হোসেন জানান, আমার ১০ কাঠা মরিচ, দশ কাঠা পটল, পাঁচ কাঠা বেগুন আবাদ ছিল। টানা বৃষ্টির কারণে সব পানির নিচে তলিয়ে আছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলো মরে যাবে। আমি এ ক্ষতি কীভাবে পুষিয়ে উঠব বুঝ
    তে পারছি।

    কালীগঞ্জ উপজেলার তেতুলবাড়িয়া গ্রাামের কৃষক জাহিদ হাসান জানান, আমার ১০ কাঠা মরিচ ও ১০ কাঠা পটল পানিতে তলিয়ে আছে। পানি সরার সঙ্গে সঙ্গে গাছগুলো মরতে থাকবে। কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের কৃষক শাহাজান আলী জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আমার এক বিঘা জমির ধান পানিতে ডুবে আছে। কম বেশি সব কৃষকের ক্ষতি হয়েছে। আমন ধান আদৌ ঘরে তুলতে পারব কি না জানি না।

    মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের মিজানুর রহমান জানান, আমার চার বিঘা জমির ধান পানির নিচেই তলিয়ে গেছে। আবারও নতুন করে ধানের চারা রোপণ করতে হবে। কিন্তু ধানের চারা পাব কোথায়।

    ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্ঠি চন্দ্র রায় বলেন, ‘কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের সহায়তায় বাঁধ অপসারণের কাজ চলছে। বেশ কিছু জায়গায় সমস্যা সমাধান করা হয়েছে, বাকি অংশেও কাজ চলছে। যেখানে যেখানে বাঁধের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল ইতিমধ্যে সেগুলো অপসারণ করা হয়েছে। বাকি সে সব বাঁধ এখনো অপসারণ করা হয়নি, সেগুলোও অপসারণের চেষ্টা করে যাচ্ছি।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • দোয়ারাবাজারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিব-স উপলক্ষে র‍্যালি ও আলো-চনা সভা অনুষ্ঠিত

    দোয়ারাবাজারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিব-স উপলক্ষে র‍্যালি ও আলো-চনা সভা অনুষ্ঠিত

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

    মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল ১১ টায়
    উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়ব্রত নাগ,
    এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ। প্রথমে তিনি সবাইকে শপথ বাক্য পাঠ করান।
    সহকারী যুব উন্নয়ন অফিসার আসাদ উল্যাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন,
    কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা প্রকৌশলী মো.আব্দুল হামিদ উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, সহকারী শিক্ষা অফিসার দীন মোহাম্মদ, প্রাণী সম্পদ কর্মকর্তা এমদাদুল হক,
    মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন
    সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, দোয়ারাবাজার প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ও সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ।
    এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন সমবায় ও যুব সংগঠনের নেতৃবৃন্দরা।

    আলোচনা সভায় বক্তরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান উত্তর তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তর কার্যক্রম অব্যাহত আছে। যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। জুলাই গণঅভ্যুত্থানের ন্যায় বৈষম্য ও অন্যায়ের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী যুব সমাজকে যুব উন্নয়ন অধিদপ্তর আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানব সম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করছে।
    এসময় যুবসংগঠনের মধ্যে যুব ঋণের চেক, সাটিফিকেট, ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

  • ধামইরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দি-বস পালিত

    ধামইরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দি-বস পালিত

    আবুল বয়ান: ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১২ আগষ্ট মঙ্গলবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সনদ বিতরণ, পুরস্কার বিতরণ ও ঋণ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবাল ও সালমা খাতুন জুলির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার। যুব সমাজের উদ্দেশ্যে উদ্দোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি সর্বোপরি সৎ ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ইউএনও জেসমিন আক্তার তরুন যুবকদের আহবান জানান।
    অনুষ্ঠানে যুব দিবসের গুরুত্ব তুলে ধরে আরও বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, ওসি ইমাম জাফর, সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আলমগীর হোসেন আরাফ, সফল সংগঠক নূর ইসলাম, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিগণ। শপথ বাক্য পাঠ করান যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। আলোচনা শেষে গাভী ও গবাদি পশু পালনের জন্য ৪ জনকে বিভিন্ন অংকের মোট ২লক্ষ ৩০ হাজার টাকা ঋণের চেক প্রদান এবং সফল যুব সংগঠক নূর ইসলাম, জাহিদ ইকবাল ও রাসেল মাহমুদকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।

  • তেঁতুলিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দি-বস পালিত

    তেঁতুলিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দি-বস পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

    মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ এর আয়োজন করেন।

    উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মো. নাফিজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার মো. মামুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী, উপজেলা মৎস্য অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স অফিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব প্রমূখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, উদ্যোক্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিওকর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

    সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মো. নাফিজুল ইসলাম জানান, অনুষ্ঠান শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে দুই জন উদ্যোক্তাকে ২লাখ ৫০ হাজার টাকার নগদ চেক প্রদান করা হয়েছে। তাঁরা হলেন, আব্দুল্লাহ ইবনে বিন মোস্তফা হাদিনকে কম্পিউটারের জন্য ১লাখ ৫০ হাজার টাকা এবং ছলেমান হোসেন সাঈম কে ছাগল ও মুরগি পালনের জন্য ১লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া গরু মোটাতাজা করণ প্রশিক্ষণপ্রাপ্ত ৩০জনের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বা-হিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

    লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বা-হিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

    এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা :

    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ পালিত হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করেন লালমনিরহাট আনসার ব্যাটালিয়নে (৩৪ বিএন) পরিচালক ও অধিনায়ক মোঃ কামারুজ্জামান। আজ ১২ আগষ্ট সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অধিনায়ক তার দপ্তরের সামনে একটি আমড়া গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে অধিনায়ক মোঃ কামারুজ্জামান বলেন, “একটি গাছ একটি জীবন। প্রতিটি গাছের চারা শুধু আমাদের পরিবেশকেই সবুজ রাখে না, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।” তিনি বাহিনীর সকল সদস্যকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন এবং লাগানো চারাগুলোর নিয়মিত পরিচর্যার নির্দেশ দেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ, কোম্পানি কমান্ডার মোঃ হামিদুর রহমান, কোম্পানি কমান্ডার তরুণ কুমার ঘোষ এবং ব্যাটালিয়নের সকল পদবির সদস্যবৃন্দ। এই কর্মসূচির আওতায় লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের বিভিন্ন স্থানে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হবে। ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ বাহিনীর সদস্যদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং স্থানীয় পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

  • নড়াইলে নারিকেল গাছ পরিষ্কার করতে যেয়ে প-ড়ে কিশোরের মৃ-ত্যু

    নড়াইলে নারিকেল গাছ পরিষ্কার করতে যেয়ে প-ড়ে কিশোরের মৃ-ত্যু

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল সদর উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব শিকদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
    রাকিব হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার প্রবাসী কাদের শিকদারের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাকিব শিকদার নামে ওই কিশোর নিজ বাড়ির পাশে প্রতিবেশীর একটি নারিকেল গাছে ওঠে পরিষ্কার করার জন্য। এ সময় অসাবধানবশত বৃষ্টিতে ভেজা নারিকেল গাছের ডগায় পাড়া দিলে সে গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে তার পা ভেঙ্গে পরিষ্কার ও বুকে-মাথায় আঘাত পায়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লীপিকা রাণী বিশ্বাস বলেন, বেলা ১১টা ৪০ মিনিটের সময় রাকিব নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে।

    হবখালি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ইব্রাহিম হোসেন নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালের দিকে প্রতিবেশীর বাড়িতে থাকা নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব গুরুতর আহত হয় পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা গেছে।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ

    মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ

    শহিদুল ইসলাম,
    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ঝিনাইতহের মহেশপুরে পিচের রাস্তায় উপর নিম্ন মানের ইট ভাটার ঘ্যাস নামক মাটির কাঁদা দেওয়ায় পিচলে পড়ছে চলন্ত মোটরসাইকেল, ভোগান্তি পাচ্ছে পথচারিরা।
    কাঁদা পানি নিরশনের জন্য মহেশপুর উপজেলার এস’বিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপির ৯নং ওয়ার্ড কাকিলাদাড়ী গ্রামের মেইন সড়কে পিচ রাস্তার উপর দেওয়া হয়েছে নিম্ন মানের ইট ভাটার ঘ্যাস নামক কাঁদা মাটি, এতে পিচলে পড়েছে একাধিক চলন্ত মোটরসাইকেল চরম ভোগান্তিতে জনসাধারণ।

    বিষয়টি নিযে স্বরজমিন গিয়ে দেখা যায় ইউপির ৯ নং ওয়ার্ড কাকিলাদাড়ী গ্রামের কাঁটাখালি হইতে গ্রামে যেতে মেইন সড়কে কাঁদা পানি নিরশনে মানুষ ও যান চলাচলের জন্য এস’বিকে ইউপি চেয়ারম্যান পাঁকা সড়কের উপর নিম্ন মানের ইটের ঘ্যাস দেয়, যাহা ইট ভাটার ঘ্যাস নামক কাঁদা মাটি।

    এব্যাপারে কাকিলাদাড়ী গ্রামে বসবাসকারি ও ষ্টাম্প ভ্যান্ডারি ও মহেশপুর বাস মালিক সমিতির সভাপতি এম এ ওয়াদুদ বলেন, বর্ষা মৌসুমে কাঁদা ও গর্ত ভরাটে গত দুই দিন আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাস্তার উপর এই নিম্ন মানের ঘ্যাস মাটি দিয়ে চলাচলের অনুপযোগী করে।
    এতে গত দুই দিনে আমি সহ ৮/১০টি মোটরসাইকেল পিচলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এছাড়া কৃষকের চাষাবাদ বহনকারী পাওয়ার টিলার সহ পথচারীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবিষয়ে ৯নং ওযার্ড ইউপি সসস্য বিপুল হোসেন জানান এব্যাপারে তার কিছুই জানা নেই। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান নুথান চৌধুরীর সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

  • বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে হেম গ্র্যান্ড সে-ক্টরের স্টাফ ওরিয়েন্টেশন অ-নুষ্ঠিত

    বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে হেম গ্র্যান্ড সে-ক্টরের স্টাফ ওরিয়েন্টেশন অ-নুষ্ঠিত

    এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।।

    দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস তাদের সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় বগুড়ার টিএমএসএস ট্রেনিং সেন্টারে হেম গ্র্যান্ড সেক্টরের নতুন কর্মীদের জন্য একটি ব্যাপক ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করেছে। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল নতুন কর্মীদের সংস্থার নীতি, লক্ষ্য এবং কর্মপরিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া, যাতে তারা টিএমএসএস’র উন্নয়নমূলক কার্যক্রমে কার্যকর ভাবে ভূমিকা রাখতে পারেন। বগুড়ায় ১২ আগস্ট অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি তাঁর মূল্যবান বক্তব্যে নতুন কর্মীদের উদ্দেশ্যে বলেন “টিএমএসএস শুধু একটি সংস্থা নয়, এটি একটি বৃহৎ পরিবার। দেশের সামগ্রিক উন্নয়নে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্রঋণ খাতে আমাদের দায়িত্ব অনেক। আমি আশা করি, আপনারা নিজেদের সততা ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করবেন এবং সংস্থার লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের সাবেক কোষাধ্যক্ষ ও উপদেষ্টা আয়েশা বেগম এবং ট্রেনিং ও এডুকেশন সেক্টরের প্রধান ফয়জুন নাহার। তাঁরা নতুন কর্মীদের অনুপ্রেরণা দিয়ে সংস্থার প্রতি তাদের দায়বদ্ধতা এবং কর্মজীবনের সফলতার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। হেম গ্র্যান্ড সেক্টরের আওতাভুক্ত স্বাস্থ্য, শিক্ষা এবং ক্ষুদ্রঋণ খাতের নতুন প্রোগ্রাম অফিসার সহ অন্যান্য কর্মীরা এই ওরিয়েন্টেশনে অংশ নেন। টিএমএসএসের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের ওরিয়েন্টেশন কর্মসূচি কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মজীবনে সাফল্য অর্জনে সহায়ক। এর মাধ্যমে নতুন কর্মীরা সংস্থার মূল্যবোধ ও কাজের ধরন সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পান, যা তাদের দায়িত্ব পালনে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে। টিএমএসএস কর্তৃপক্ষ আরও জানায়, এই সফল ওরিয়েন্টেশন কর্মসূচিটি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ সৃষ্টি করেছে। এটি সংস্থার উন্নয়ন লক্ষ্য গুলোকে আরও গতিশীল করবে বলে আশা করা যায়। অনুষ্ঠানটিতে নির্বাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।