Category: Uncategorized

  • নেছারাবাদে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা যার কোন কিছু জানেনা উপজেলা বন বিভাগের কর্মকর্তা

    নেছারাবাদে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা যার কোন কিছু জানেনা উপজেলা বন বিভাগের কর্মকর্তা

    আনোয়ার হোসেন,

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    পিরোজপুরে নেছারাবাদ উপজেলা জালাবাড়ি ইউনিয়নে সামাজিক বনায়নের রোপন করা গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। যার বাজার মূল্য আনুমানিক ১০/১৫ হাজার টাকা। তবে কে বা কারা ঐ গাছ কেটে নিয়েছে জানেনা বন বিভাগের কর্মকর্তা মোশারফ হোসেন। জানতে পারলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন।

    ১৫ই নবেম্বর শুক্রবার খুব ভোরে ১টি গামারি ও,১টি আকাশমনি গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসীর মাধ্যমে জানা যায় গত শুক্রবার খুব ভোরে বন বিভাগের গাছ কেটে নিয়ে যাচ্ছে তারা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জলাবাড়িতে সরজমিনে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখতে পাওয়া যায়। এলাকাবাসী বিষয়টি বনবিভাগকে অবহিত করলে উপজেলা বনবিভাগের লোকজন ঘটনা স্থলে পৌছাবার পূর্বে গাছ নিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা।

    এ বিষয়ে জলাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন,আমি আপনাদের মাধ্যমে গাছ কাটার খবর জানতে পারলাম। এলাকার লোক আমাকে কেউ জানায়নি।

    এ বিষয়ে বন বিভাগ কর্মকর্তা মোশারফ হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে লোক পাঠিয়েছিলাম কিন্তু গাছ উদ্ধার করতে পারিনি। তবে কারা গাছ কেটে নিয়েছে আমদের তদন্ত চলমান রয়েছে।এটা প্রমানিত হলে আমরা আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • শের_ই বাংলা এ কে  ফজলুল  জন্মবার্ষিক উপলক্ষে বিচারপতির হাত থেকে সম্মাননা গ্রহণ করেন -সাংবাদিক সুমন খান

    শের_ই বাংলা এ কে ফজলুল জন্মবার্ষিক উপলক্ষে বিচারপতির হাত থেকে সম্মাননা গ্রহণ করেন -সাংবাদিক সুমন খান

    স্টাফ রিপোর্টার:

    অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫১”তম জন্মবার্ষিকী (গত ১৩ নভেম্বর ২০২৪ )। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবেও ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান। শেরে বাংলা এ কে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও এ কে ফজলুল হকের অবদান ছিলো। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন।
    সেই ধারাবাহিকদের মধ্য দিয়ে,

    সার্ক মিডিয়া ক্লাব সার্ক‌ ভুক্ত দেশের সাংবাদিক ও সাংস্কৃতিক মিডিয়ার ব্যক্তিদের প্ল্যাটফর্ম এর বিশেষ আয়োজনে , শেরে_ই বাংলা একে ফজলুল হক এর ১৫১ তম জন্মবার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ও গুণীজনদের সম্মাননা প্রদান। গত ১৩ ই নভেম্বর ২০২৪ রোজ বুধবার। ইকোনমিক্স রিপোর্টার্স ফোরাম মিলাতন চতুর্থ তোলা পল্টন টাওয়ার বিজয়নগর ঢাকা ,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় বিচারপতি সিকদার মকবুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
    উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ লুৎফর রহমান, (এল রহমান) সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপি,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ নুরুল কবি র, সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক চট্টু বাণী ও ব্যুরো চিপ মাই টিভি চট্টগ্রাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শফিকুর রহমান চেয়ারম্যান বিবিএন নিউজ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রফেসর ড. হামিদা খানম চেয়ারম্যান,পানি বিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
    এস এম মোর্তুজা আলম (বুলবুল)
    পরিচালক, (মার্কেটিং) মডার্ন জমিদার সিটি।বিশেষ অতিথি ছিলেন,
    বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাসুম সম্পাদক ও প্রকাশকমাসিক,মুক্তিযোদ্ধা বার্তা,সম্মাননা গ্রহন করেন ইউনুছ শেখসহকারী শিক্ষক,৪৯নং আংগারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,শরীয়তপুরসদর, শরীয়তপুর।
    মাস্টার ট্রেইনার(বাংলা)ধীরেন্দ্রনাথসাহা ,সভাপতি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বড়াইগ্রাম নাটোর।মোঃ কামাল উদ্দীন রিজিয়ন চেয়ারপার্সন (এইচটিএমএল) লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ A1 বাংলাদেশ,জাতীয় দৈনিক সংবাদদিগন্ত,সিনিয়র স্টাফ রিপোর্টার…সুমন খান,
    জাতীয় দৈনিক সংবাদ দিগন্তর স্টাফ রিপোর্টার চৌধুরী।ডক্টর মোঃআশরাফুল হক মিয়া
    প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক অটিজম ট্রিটমেন্ট এন্ড রিসার্চ সেন্টার,
    অসীম কুমার ঘোষ পরিচালক (মার্কেটিং)প্রোব বাংলাদেশ লিঃ,
    মাহফুজুর রহমান মামুন প্রধান সমন্বয়কারী অনুষ্ঠান উদযাপন কমিটি,

    সভাপতিত্ব করেন। সাব্বির আহমেদ রাজু ভারপ্রাপ্ত সভাপতি, সার্ক মিডিয়া ক্লাব।

  • চেয়ারম্যান কর্তৃক জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    চেয়ারম্যান কর্তৃক জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউপির চেয়ারম্যা ন(ভারঃ) রাহিদুল ইসলাম বাবু কর্তৃক জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    ১৭ই নভেম্বর রোববার সন্ধ্যায় পলাশবাড়ী পৌর শহরের তিনমাথা মোড়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন ওই ইউনিয়নের ৮নং ইউপি সদস্য আনারুল ইসলাম ঠান্ডা তার লিখিত বক্তব্যে বলেন,শনিবার ১৬ই নভেম্বর রাত প্রায় ১১টার দিকে ইউপি চেয়ারম্যান (ভারঃ) রাহিদুল ইসলাম বাবু’র নেতৃত্বে জামায়াত নেতা গোলাম মোস্তফা,সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার,মানিক সরকারশরিফুল ইসলাম,মাহমুদসহ ২৫/৩০টি মোটরসাইকেল যোগে তার বাড়ীতে উপস্থিত হয়ে জীবন নাশের হুমকিসহ বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেন। একইভাবে ইউপি সদস্য তোতা মিয়ার বসতবাড়ীতে উপস্থিত হয়ে ভয়ভীতি দেখিয়ে তারও স্বাক্ষর নেন। পরে বিষয়টি নিয়ে অন্যান্য ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করলে তারা আইনগত ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেন।

    সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইউপি সদস্যরা বলেন,তারা উক্ত দুর্নীতিবাজ নারী লোভী লম্পট ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে সকল ইউপি সদস্য মিলে অনস্থা প্রস্তাব আনয়ন করবেন।

    সংবাদ সম্মেলনে ইউপি সদস্য তোতা মিয়া,আবুল কালাম আজাদ,আজাদুল ইসলাম,নওশা সরকার, ফিরোজ মিয়া সহ ৬জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।।

  • ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লা-শ উদ্ধার

    ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লা-শ উদ্ধার

    ফুলবাড়িয়া প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। স্থানীয় ও প্রতিবেশীরা জানায়, পৌরসভার ৩নং ওয়ার্ডের আব্দুল খালেকের বাসায় তিনতালায় এক বছর ধরে ভাড়াটিয়া হিসেবে আছে। ইউপি চেয়ারম্যান পাস করার পর প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। গত মঙ্গলবার দ্বিতীয় স্ত্রী নাসিমার সঙ্গে ঝগড়া হয়। পরে নাসিমা তার ভাই জুয়েলকে ফোন দিয়ে আসতে বলে, জুয়েল এলেই তাকে মারপিট শুরু করে চেয়ারম্যান। সন্ধ্যায় নাসিমা ভাইকে নিয়ে বাড়িতে চলে যায়। গত দুইদিন ধরে চেয়ারম্যানের বোন চায়না ফোন দিলে ভাই ফোন রিসিভ করে না, তাতে সন্দেহ হলে সকাল ১১টায়  ছুটে আসে ভাইয়ের বাসায়। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে ফ্যানে সঙ্গে ঝুলে থাকতে দেখতে পায়। দুইদিন আগে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সে মাদকাসক্ত ছিল ও পারিবারিক কলহের কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান জানান, আমি ঘটনাস্থলে আছি লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। মেডিকেল রিপোর্ট আসলে পরে দেখা যাবে, পরিবারের কেউ মামলা করতে আসলে মামলা নেয়া হবে। আমি শুনেছি সে নাকি মাদকাসক্ত ছিল এবং পারিবারিক কলহ আছে।

  • নওগাঁয় বিএনপি ও জামায়াত সমর্থিত ৬৭ জন আইন কর্মকর্তা নিয়োগ

    নওগাঁয় বিএনপি ও জামায়াত সমর্থিত ৬৭ জন আইন কর্মকর্তা নিয়োগ

    আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিবেদক নওগাঁ: নওগাঁ আদালতে ৬৭ জন আইন কর্মকর্তার নিয়োগ দেওয়া হয়েছে। নওগাঁ জেলায় সরকারের পক্ষে দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনার জন্য বিএনপি ও জামায়াত সমর্থিত ৬৭ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা ও প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ মো. রফিকুল ইসলামকে সরকারি কোঁসুলি (পিপি) এবং নওগাঁ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক সারওয়ার জাহানকে গর্ভমেন্ট প্লিডার (জিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে, ওই ৬৭ জন আইনজীবী জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের কাছে তাঁদের যোগদানপত্র জমা দেন এবং জেলা প্রশাসক তা গ্রহণ করেন। ১৮ নভেম্বর সোমবার থেকে তারা তাঁদের নতুন দায়িত্ব পালন শুরু করবেন।

    নিয়োগ পাওয়া আইনজীবীরা জানিয়েছেন, নওগাঁ আদালতে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া ৬৭ জনই বিএনপি ও জামায়াত সমর্থিত। অন্য কোনো রাজনৈতিক দলের আইনজীবীকে অন্তর্ভুক্ত করা হয়নি। নবনিযুক্ত পিপি, এ জেড এম রফিকুল ইসলাম বলেন, ‘আজ জেলা প্রশাসকের কাছে আমাদের যোগদানপত্র জমা দিয়েছি। আগামীকাল থেকে আমরা আইনগত দায়িত্ব পালন শুরু করব। আমাদের লক্ষ্য হলো, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং বিচারপ্রার্থীদের সঠিক বিচার নিশ্চিত করা।’ এছাড়া, ফৌজদারি মামলা পরিচালনার জন্য জেলা ও দায়রা জজ আদালতে ২ জন অতিরিক্ত সরকারি কোঁসুলি এবং ৩৪ জন সহকারী সরকারি কোঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৪ জন আইনজীবী নিয়োগ পেয়েছেন। এদিকে, ১০ নভেম্বর আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারি আইন কর্মকর্তাদের এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে, পূর্বে নিয়োগপ্রাপ্ত সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্ব বাতিল করা হয়েছে।

    আব্দুল মজিদ মল্লিক 
    নওগাঁ। 

  • ইউএন‘র বদলীর আদেশ প্রত্যাহারের দাবী, বেতাগীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

    ইউএন‘র বদলীর আদেশ প্রত্যাহারের দাবী, বেতাগীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

    বেতাগী(বরগুনা)প্রতিনিধি:

    বরগুনার বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় নান শ্রেনী পেশার জনসাধারণ। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেতাগী শহরে প্রবেশের মুখ ঘেরাও করা হয় এবং টাউন ব্রিজ ও বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে কর্মসূচির স্থলে পুলিশ আসলে শিক্ষার্থীরা পরবর্তি ঘোষণা দিয়ে শৃঙ্খললভাবে কর্মসূচি সাময়িক বন্ধ করে নিজ বাড়িতে ফেরেন শিক্ষার্থীরা।
    কর্মসূচি চলাকালীন তারা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ গত ৩০ জুন ২০২৩ তারিখে বেতাগীতে যোগদানের পর থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে উন্নয়নমূলক কাজ করেছেন। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন করেছেন। আর বেতাগীতে যাকে পদায়ন করেছে বাউফলের ইউএনও বশির গাজী। তিনি একজন বিতর্কিত কর্মকর্তা। তাকে অপসারণের জন্য আজ একইদিনে আন্দোলন করছেন বাউফলের ছাত্রজনতা। এরকম একজন কর্মকর্তাকে কোনভাবেই বেতাগীতে মেনে নেয়া হবে না। তারা আরো বলেন, ফারুক আহমেদ একজন জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি স্বার্থন্বেষী গোষ্ঠী তাকে এখান থেকে প্রত্যাহারের জন্য চক্রান্ত করছে।আমরা ইউএও‘র বদলীর আদেশ প্রত্যাহ্র হওয়ার আগ পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবো।
    এদিকে বদলীর বিষয়ে বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন জানান, অভ্যান্তরীণ কারনে নিয়মিত কাজের অংশ হিসেবে তাদের বদলী করা হয়েছে। অন্য দিকে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানান, বেতাগী ইউএনওর বদলীর জন্য শিক্ষার্থীদের আন্দোলনের বিষয় বরিশালের বিভাগীয় কমিশনার মহোদয়কে অবিহিত করা হয়েছে। গত ১০ নভেম্বর স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদকে পটুয়াখালী বাউফল উপজেলায় একই পদে পদায়নের আদেশ দেন।

  • কারিতাস আলোক -৩ প্রকল্প আওতাধীন কৃষক দলের অভিজ্ঞতা বিনিময়

    কারিতাস আলোক -৩ প্রকল্প আওতাধীন কৃষক দলের অভিজ্ঞতা বিনিময়

    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে কারিতাস আলোক – ৩ প্রকল্প আওতাধীন কৃষক দলের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাইনামারী এলাকায় কারিতাস আলোক -৩ প্রকল্পের আয়োজনে রবিবার কুষক দলের অংশ গ্রহনে এ অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ১২টি কৃষক দলের সদস্য/ সদস্যা গন অংশগ্রহণ করেন। আলোচনা সভায় জৈব পদ্ধতিে শাকসবজি চাষ নিয়ে বিস্তর আলোচনা করা হয় । আলোচনা সভা শেষে নিজেদের সংরক্ষিত বীজ একে অপরের মাঝে বিনিময় করেন।

  • গাইবান্ধায় ডাক বিভাগের ইডি প্রথা বাতিল ও রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে আলোচনা

    গাইবান্ধায় ডাক বিভাগের ইডি প্রথা বাতিল ও রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে আলোচনা

     মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে ডাক বিভাগের ইডি প্রথা বাতিল ও রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে উপজেলা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলা ডাকঘর চত্বরে গাইবান্ধা জেলা শাখার বৈষম্য বিরোধী ইডি কর্মচারী জোটের আয়োজনে ও সমন্বয়ক বৈষম্য বিরোধী ইডি কর্মচারী জোটের নেতা মোঃ ফিরোজ কবিরের আহবানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পোস্ট মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ইডি কর্মচারী জোটের প্রধান সমন্বয়ক মোঃ আবু জাহিদ, ইডি কর্মচারী মিজানুর রহমান প্রমূখ। সভায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌর সভার ডাক বিভাগের সকল কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, দেশের অবহেলিত এই আর্দশ সেবাদানকারী কর্মচারীদের দুঃখ দুর্দশা দেখার কেউ নাই। একারণে তাদের বেতনভাতা বৃদ্ধির দাবি জানিয়ে সংশ্লিষ্ট উর্ধতন মহলের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

  • তারেক রহমানের নেতৃত্বেই একটি মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে – ড. ফরিদ

    তারেক রহমানের নেতৃত্বেই একটি মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে – ড. ফরিদ

    বায়জিদ হোসেন।।

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।
    তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নারী-পুরুষ উভয়কেই রাজনীতিতে সমান সমান ভূমিকা রেখে দলের হয়ে কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই একটি মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে।
    হিন্দুসহ সংখ্যালঘুদের পুঁজি করে বাংলাদেশে রাজনীতি করেছে পতিত আওয়ামী লীগ। অথচ তাদের জন্য কিছুই করেনি এই ফ্যাসিস্ট দলটি। এমন মন্তব্য করে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পরিবেশবিদ ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র গঠন হলে সেখানে সংখ্যালঘুসহ নারী-পুরুষের কোন বৈষম্য থাকবেনা।

    শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভার খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নারীদের সকল ক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে এবং নারীদের অংশগ্রহণের মধ্যে দিয়ে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মান করতে হবে। কারণ শুধু পুরুষকে দিয়ে এই কাজ সম্ভব না।

    বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মী হারিয়েছি, অনেক কিছুই হারিয়েছি জীবনে। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি, বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিনত হয়েছে। এজন্য বিএনপিকে ভাঙতে পারে নাই। বিএনপি আজ অনেক শক্তিশালী। বিএনপিকে যারা যখনই থামাতে গিয়েছে, তখনই তারা ধ্বংস হয়েছে। বিএনপি কোথায় আর যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ কোথায়?
    রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন বিএনপি এ মহিলা সমাবেশের আয়োজন করে। মহিলা সমাবেশে আরো উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম ও সদস্য হাওলাদার মুজিবুর রহমান বাবুল ও মাস্টার মুজিবুর রহমান যোয়ারদার, সহ অন্যান্যরা।
    এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • মরহুম মওলানা  এডভোকেট’র আব্দুল হাই এর ১৮ তম মৃত্যু বার্ষিকী

    মরহুম মওলানা এডভোকেট’র আব্দুল হাই এর ১৮ তম মৃত্যু বার্ষিকী

    প্রেস বিজ্ঞপ্তি-
    ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সদস্য সচিব আজিজুল হাই সোহাগের পিতা প্রাক্তন এজিপি মাওঃ আব্দুল হাই এডভোকেট’র ১৮ তম মৃত্যু বার্ষিকী। ২০০৬ সালের এই দিনে সেরিব্রাল ভাস্কুলাইটিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শ্যয্যাশায়ী অবস্থায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।
    তিনি কর্মজীবনে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় ও ঈশ্বরগঞ্জের কুমারুল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৭৭ সালে ময়মনসিংহ জজ আদালতে আইনজীবী হিসেবে যোগদান করেন। ১৯৮৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দীর্ঘ ১৩ বছর ঈশ্বরগঞ্জ সিঃ সহকারী জজ আদালতে সরকারী উকিল (এজিপি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি হাফিজ্জী হুজুর (রঃ)’র বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ঈশ্বরগঞ্জ আইজীবী সমিতি ও চরহোসেনপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক, ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
    ময়হুমের আত্নার মাগফিরাত কামনায় পারিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়ার আহবান করা হয়েছে।