Category: Uncategorized

  • দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- শিমুল বিশ্বাস

    দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- শিমুল বিশ্বাস

    এম এ আলিম রিপনঃ বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । রবিবার পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বদরুন্নেছা কিন্ডার গার্টেন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান যেই করুক তার কোন পরিচয় জানতে চাইবে না,তিনি কোন দলের কোন ধর্মের,কোন গোত্রের সেটি জানাও বড় বিষয় নয়। যে জ্ঞানী তার থেকে জ্ঞান আহরণ করতে হবে। সমাজকে আলোকিত করে বাংলাদেশ থেকে সকল অনাচার ও অন্যায় পরাজিত করে উন্নত বাংলাদেশ গঠনের জন্য তরুণদের কাজ করতে হবে। সকল ধরনের দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতিকে কোনো পরাশক্তিও দমাতে পারে না এবং জাতীয় অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারে না। আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হওয়াতেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। যেকোন কিছুর বিনিময়ে এ ঐক্য বজায় রাখতে হবে।শিমুল বিশ্বাস বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতার আকাঙ্খা পদদলিত করে আধিপত্যবাদের দোসর দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিলো। আজ জুলাই ও আগষ্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পরও সে চক্র একই ষড়যন্ত্র করছে। ছাত্র শ্রমিক জনতার গনঅভ্যুত্থানের আকাঙ্খাকে নসাৎ করার চক্রান্ত করছে। তাই দেশের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসররা বিভিন্ন ফাঁদ পাতছে। কোনক্রমেই সে ফাঁদে পা দেওয়া যাবে না।তিনি বলেন, বিএনপি সবসময়ই বলছে ক্ষমতার জন্য আমরা রাজনীতি করি না। বিএনপি জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। বাকস্বাধীনতা জন্য রাজপথে আন্দোলন করেছি। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছি। আর জনগন যদি বিএনপিকে নির্বাচিত করে তাহলে সকলকে নিয়ে এবং সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়েই রাষ্ট্র পরিচালনা করবে। বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রউফ খানের সভাপতিত্বে ও সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.শরিফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস ও সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন বদরুন্নেছা কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুস সামাদ খান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন,সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন খান ও বদরুন্নেছা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষিকা মোছা. ফাতেমাতুজ্জোহরা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • তানোরের লালপুর মডেল কলেজ শিক্ষা বিস্তারে ভুমিকা রাখছে

    তানোরের লালপুর মডেল কলেজ শিক্ষা বিস্তারে ভুমিকা রাখছে

    আলিফ হোসেন তানোরঃ
    রাজশাহীর তানোরে গ্রামীণ জনপদের অধিবাসিদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েদের মাঝে শিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে চলেছে লালপুর মডেল কলেজ। গ্রামীণ পরিবেশেও শহরের মতো আধূনিক পাঠদান দেয়া হচ্ছে।অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশ, নেই কোনো হৈহুল্লোড়, নেই কোনো কোলাহল একদম নিরব-নিস্তব্ধ। তানোর উপজেলা সদর থেকে মাত্র ৬ কিলোমিটার দুরে লালপুর বাজার সংলগ্ন অবস্থান প্রতিষ্ঠানটির। গ্রামীণ পরিবেশ তবে শহরের মতো আধূনিক মানসম্মত পাঠদানের কোনো কমতি নেই। শহরের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদানের যেসব আধুনিক সুযোগ-সুবিধা বা উপকরণ থাকে সেই সুযোগ-সুবিধা বা উপকরণ হয়তো বা এখানে নাই। তবে পাঠদানের ক্ষেত্রে তাদের থেকে তারা কোনো অংশেই পিছিয়ে নেই। এখানে তার যেনো পুরোটাই রয়েছে। প্রতিষ্ঠানটির রয়েছে একদল দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। যারা বিষয় ভিত্তিক মানসম্মত আধূনিক পাঠদানের মাধ্যমে পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুনসুর রহমানের
    আন্তরিক প্রচেস্টা, পরিচালনা কমিটি, অভিভাবক ও শিক্ষকদের সহায়তায় কলেজের সেই সম্ভবনা তৈরী হয়েছে। অধ্যক্ষ ও শিক্ষকদের আন্তরিক প্রচেস্টায় সম্ভব হচ্ছে শতভাগ উপস্থিতিতে টেকশই পাঠদান মূল্যায়ন এবং শিক্ষার্থী ও অভিভাবক পর্যায়ে স্বপ্ন বিনির্মাণ। উন্নত ও বাস্তব সম্মত শিক্ষার জন্য চলছে, প্রশিক্ষণ ও বিশ্লেষণ।
    জানা গেছে বিগত ১৯৯৯ সালে উপজেলা সদর থেকে প্রায় ৬ কিলোমিটার দুরে তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুর গ্রামে এক একর জমির উপর লালপুর মডেল কলেজ স্থাপন ও ২০১০ সালে এমপিওভুক্তকরণ হয়। কলেজে ২৪ জন শিক্ষক ও ১০ জন কর্মচারী এবং প্রায় ২৫০ জন শিক্ষার্থী রয়েছে। গত শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষায় ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে একজন অনুপস্থিত এবং ৪৫ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৩ জন এপ্লাস পেয়েছেন পাশের হার শতকরা ৯২ শতাংশ। লালপুর মডেল কলেজের মাধ্যমে গ্রামীণ জনপদের ছেলেমেয়েদের ঘরের পাশে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃস্টি হয়েছে। শহর বা গ্রাম বলে কোনো কথা নয় প্রতিষ্ঠান প্রধানের সদিচ্ছা থাকলে যে কোনো স্থানে সুন্দর পরিবেশে সৃষ্টি ও মানসম্মত শিক্ষা প্রদান করে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা যায় লালপুর মডেল কলেজ তার উজ্জ্বল দৃষ্টান্ত। কলেজে বিভিন্ন বিষয়ে নিয়মিত বিতর্ক প্রতিযোগীতা, চিত্রাঙ্কন, খেলা-ধূলা ও বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করা হয় এতে একদিকে শিক্ষার্থীরা যেমন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ অন্যদিকে সৃজনশীল ও মননশীল হিসেবে গড়ে উঠছে। কলেজের অবকাঠামো, শিক্ষাপোকরণ, জনবল, শিক্ষার্থী ও পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল ধরে রেখেছেন।
    এবিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুনসুর রহমান বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও তারা মানসম্মত শিক্ষা প্রদানে প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেন, তাদের একটা একাডেমিক ভবন প্রয়োজন, তাহলে তারা শিক্ষা বিস্তারে আরো বেশী অবদান রাখতে পারবেন।#

  • দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

    দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে এনজিও সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর উদ্যোগে সাবান, এমএইচএম কীটসহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলার মহব্বতপুর বাজারে সুরমা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এফআইভিডিবি’র সুরমা ইউনিয়নের ২৫০ জন উপকারভোগীর মধ্যে এসব স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ, ইউপি সচিব শামছুল আলম, ইউপি সদস্য মোঃ হাছন আলী দুখু, এফআইভিডিবি’র সুরমা ইউনিয়ন মোবিলাইজার আলমগীর হোসেন, ভলান্টিয়ার আশিস রহমান, সাবিনা আক্তার, সম্পা পুরকায়স্থ প্রমুখ।

  • শেরে_ই বাংলা এ কে  ফজলুল হক এর ১৫১” তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    শেরে_ই বাংলা এ কে ফজলুল হক এর ১৫১” তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    সুমন খান:

    অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫১”তম জন্মবার্ষিকী (১৩ নভেম্বর ২০২৪ )। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবেও ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান। শেরে বাংলা এ কে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও এ কে ফজলুল হকের অবদান ছিলো। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন।
    সেই ধারাবাহিকদের মধ্য দিয়ে,

    সার্ক মিডিয়া ক্লাব সার্ক‌ ভুক্ত দেশের সাংবাদিক ও সাংস্কৃতিক মিডিয়ার ব্যক্তিদের প্ল্যাটফর্ম এর বিশেষ আয়োজনে , শেরে_ই বাংলা একে ফজলুল হক এর ১৫১ তম জন্মবার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ও গুণীজনদের সম্মাননা প্রদান। গত ১৩ ই নভেম্বর ২০২৪ রোজ বুধবার। ইকোনমিক্স রিপোর্টার্স ফোরাম মিলাতন চতুর্থ তোলা পল্টন টাওয়ার বিজয়নগর ঢাকা ,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় বিচারপতি সিকদার মকবুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
    উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ লুৎফর রহমান, (এল রহমান) সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপি,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ নুরুল কবি র, সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক চট্টু বাণী ও ব্যুরো চিপ মাই টিভি চট্টগ্রাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শফিকুর রহমান চেয়ারম্যান বিবিএন নিউজ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রফেসর ড. হামিদা খানম চেয়ারম্যান,পানি বিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
    এস এম মোর্তুজা আলম (বুলবুল)
    পরিচালক, (মার্কেটিং) মডার্ন জমিদার সিটি।বিশেষ অতিথি ছিলেন,
    বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাসুম সম্পাদক ও প্রকাশকমাসিক,মুক্তিযোদ্ধা বার্তা,সম্মাননা গ্রহন করেন ইউনুছ শেখসহকারী শিক্ষক,৪৯নং আংগারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,শরীয়তপুরসদর, শরীয়তপুর।
    মাস্টার ট্রেইনার(বাংলা)ধীরেন্দ্রনাথসাহা ,সভাপতি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বড়াইগ্রাম নাটোর।মোঃ কামাল উদ্দীন রিজিয়ন চেয়ারপার্সন (এইচটিএমএল) লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ A1 বাংলাদেশ,জাতীয় দৈনিক সংবাদদিগন্ত,সিনিয়র স্টাফ রিপোর্টার…সুমন খান,
    জাতীয় দৈনিক সংবাদ দিগন্তর স্টাফ রিপোর্টার চৌধুরী।ডক্টর মোঃআশরাফুল হক মিয়া
    প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক অটিজম ট্রিটমেন্ট এন্ড রিসার্চ সেন্টার,
    অসীম কুমার ঘোষ পরিচালক (মার্কেটিং)প্রোব বাংলাদেশ লিঃ,
    মাহফুজুর রহমান মামুন প্রধান সমন্বয়কারী অনুষ্ঠান উদযাপন কমিটি,

    সভাপতিত্ব করেন। সাব্বির আহমেদ রাজু ভারপ্রাপ্ত সভাপতি, সার্ক মিডিয়া ক্লাব।

  • পাইকগাছায় চিংড়ীতে অপদ্রব্য পুশ – ৩ ব্যবসায়ী কে জরিমানা

    পাইকগাছায় চিংড়ীতে অপদ্রব্য পুশ – ৩ ব্যবসায়ী কে জরিমানা

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় চিংড়ীতে অপদ্রব্য পুশ করায় ৩ ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে। সোমবার সকালে উপজেলার লতার শংকরদানায় বিভিন্ন মৎস্য ডিপোতে মৎস্য ও মৎস্যপন্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে পুশ বিরোধী অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় চিংড়ীতে অপদ্রব্য পুশ করায় ৩ ব্যাবসায়ীকে ১৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন নৌ ফাঁড়ি পুলিশের এসআই শরীফ আল মামুন ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের পাইকগাছার রাড়ুলীর ভাঙ্গন ও জলাবদ্ধতা এলাকা পরিদর্শন

    উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের পাইকগাছার রাড়ুলীর ভাঙ্গন ও জলাবদ্ধতা এলাকা পরিদর্শন

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) ।।
    পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের জেলে পল্লীর ভাঙ্গন ও বাঁকা চরের জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেছেন উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সোমবার সকালে প্রথমে রাড়ুলী জেলে পল্লীর কপোতাক্ষের ভাঙ্গনকবলিত এলাকা এবং পরে বাঁকা চরের জলাবদ্ধতা এলাকা পরিদর্শন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, রাড়ুলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ, শেখ সাদেকুজ্জামান, প্রভাষক আব্দুল মোমিন, ইউপি সদস্য আব্দুল হামিদ, বিশ্বনাথ ভট্টাচার্য, অখিল কুমার মন্ডল, লিয়াকত আলী, বকুল বিশ্বাস, বজলুর রহমান মোড়ল, বাবু সামাদ মোড়ল, মানিক বিশ্বাস, নুর ইসলাম, মনোরঞ্জন বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস, কাকলি বিশ্বাস, অন্তরা বিশ্বাস, জয়ন্ত দাশ, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু, ফিল্ড অফিসার তুষার কান্তি বাইন, ফিল্ড অর্গানাইজার চিত্ত রঞ্জন মন্ডল, নাসরীন আরা, সুপ্রিয়া মন্ডল ও শুভঙ্কর বিশ্বাস।
    উল্লেখ্য রাড়ুলী জেলে পল্লীর প্রভাষক মোমিন সানার বাড়ির পূর্ব পাড়া হতে পশ্চিম পাড়ার খেয়াঘাট পর্যন্ত কপোতাক্ষ নদের ভয়াবহ ভাঙ্গনে অব্যাহত রয়েছে। এর ফলে ৮০০ মিটার এলাকা জুড়ে কোন বাঁধ নাই। এছাড়া নদের অব্যাহত ভাঙ্গনে অসংখ্য ঘরবাড়ি নদের ভিতরে বিলীন হয়ে গিয়েছে। এর ফলে গৃহহীন হয়েছে জেলে পল্লীর অসংখ্য পরিবার। বাঁধ না থাকায় প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগ এবং বর্ষা মৌসুমে এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এলাকাবাসীর দাবি আগামী বর্ষা মৌসুমের আগেই ৮০০ মিটার এলাকার বাঁধ নির্মাণ এবং জিও ব্যাগ স্থাপন অথবা ব্লক দিয়ে ভাঙ্গন রোধ করতে হবে। যদিও ভাঙ্গনকবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সাড়ে ৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে।
    অপরদিকে কপোতাক্ষ নদ খনন করার পর থেকে বাঁকা চর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এর ফলে প্রতিবছর ৭০০ বিঘা জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে এলাকাবাসী। এলাকাবাসীর তথ্য অনুযায়ী ওই এলাকার পানি সরবরাহের জন্য গোড়ার খাল নামের একটি সরকারি খাল রয়েছে। যা পলী জমে ভরাট হয়ে গেছে। দেড় হাজার মিটার দৈর্ঘ্যের খালটি খনন করতে হবে। সম্পূর্ণ খাল খনন করা সম্ভব না হলে নুন্যতম ৬০০ মিটার খাল খনন এবং বাঁধের উপর খালের সংযোগ স্থলে একটি মিনি স্লুইচ গেট নির্মাণ করতে হবে। এব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের নেতৃবৃন্দ।

  • পঞ্চগড়ে টাকা আত্মসাতের অভিযোগ আওয়ামীলীগ নেত্রী সাকীর বিরুদ্ধে

    পঞ্চগড়ে টাকা আত্মসাতের অভিযোগ আওয়ামীলীগ নেত্রী সাকীর বিরুদ্ধে

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড়:

    পঞ্চগড়ে অস্তিত্বহীন নিজের একই প্রতিষ্ঠানে জেলা পরিষদের বার বার বরাদ্দ, মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানসহ প্রায় ২০ লাখ টাকা আত্মাসাতের অভিযোগ উঠেছে-পৌর কৃষকলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য আকতারুন নাহার সাকীর বিরুদ্ধে।

    এর আগেও তার বিরুদ্ধে প্রকল্প বরাদ্দ দিয়ে ৫০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশ হলেও, ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। যদিও অভিযুক্ত এই নারী নেত্রী বলেছেন, বরাদ্দের টাকা দিয়ে কাজ করেছি। অস্তিত্বহীন প্রতিষ্ঠানে বরাদ্দের বিষয়ে জানান, প্রতিষ্ঠানগুলো স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পের যে অর্থ উত্তোলন করা হয়েছে, সেটা দিয়ে আসবাবপত্র ক্রয় করি।

    স্থানীয় সচেতন নাগরিকরা জানান, আওয়ামীলীগের এই নেত্রী এক সময়ে বিএনপি সমর্থিতা ছিলেন। ২০০৮ সালে জাতীয় নির্বাচনের পর ভোল পাল্টে হলেন আওয়ামীলীগার। একে একে হলেন- স্বেচ্ছাসেবকলীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, জেলা আওয়ামীলীগের সদস্য, পৌর কৃষক লীগের সভাপতি এবং জেলা পরিষদের সদস্যও। দলীয় প্রভাব খাটিয়ে করে বসলেন চারটি প্রতিষ্ঠান। সেখানে বরাদ্দ নিয়ে লুটপাট করেছেন, প্রায় ২০ লাখ টাকারও বেশী।দূর্নীতি দমনসহ প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছেন তারা।

    জানাযায়, জেলা পরিষদ থেকে অর্থ বছর ২০১৭-১৮ থেকে ২০২১-২২ অর্থ বছর পর্যন্ত আওয়ামীলীগের এই নেত্রী তার নিজের প্রতিষ্ঠান মারেয়া মহিলা সমিতির নামে তিন দফায় সাড়ে ছয় লাখ, পরস্পর মহিলা সমিতির নামে দুই দফায় চার লাখ, পরস্পর মাদক নিরাময় কেন্দ্রের নামে দুই বারে পাঁচ লাখ, পরস্পর গ্রন্থাগার নামে দুই লাখ টাকা বরাদ্দ নিয়েছেন। এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে অনুদান নিয়েছে পরস্পর মহিলা সমিতির নামে দুই দফায় ৯০ হাজার, মারেয়া সমিতির নামে ৪০ হাজার টাকা।

    সরজমিনে গিয়ে জানাযায়, বোদা উপজেলার মারেয়া এলাকায় শ্রী মনি ভূষনের কাছে ছয় শতক জমি ক্রয় করেন, পঞ্চগড় শহরের ডোকরোপাড়া এলাকার আকতারুন নাহার সাকী। তার পর একটি ঘর তুলে নাম দেয় মারেয়া মহিলা উন্নয়ন সমিতি। এলাকাবাসীরা বলেন, ঘরটি সবসময় বন্ধ থাকে, বছরে দুই একবার খুলতে দেখা যায়। পরস্পর মাদক নিরাময় কেন্দ্র ও পরস্পর গ্রন্থাগারটি কোথাও খুঁজে পাওয়া যায়নি। তবে পরস্পর মহিলা সমিতি ওই নারী নেত্রীর বাড়িতে।

    অপসারিত জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ জানান, প্রকল্পের অর্ধেক টাকা নিয়ে কাজ করার পর, বাকী বিল তোলার নিয়ম। আমি পরিষদে আসার পর ওই নামের স্ক্রীমগুলোতে বরাদ্দ দেওয়া হয়নি। যা বরাদ্দ দিয়েছে আগের চেয়ারম্যান।

  • শরণখোলায় ডাঃ শর্মী রায়ের যোগদান বন্ধের দাবিতে মানববন্ধন ঝা-ড়ু মিছিল

    শরণখোলায় ডাঃ শর্মী রায়ের যোগদান বন্ধের দাবিতে মানববন্ধন ঝা-ড়ু মিছিল

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়কে শরণখোলায় পদায়নের প্রতিবাদে মানব বন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন ছাত্র-জনতা। (১৮ নভেম্বর) সোমবার সকালে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাঁচ রাস্তায় এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

    মানববন্ধনে বক্তরা বলেন, ডা. শর্মী রায় একজন দুর্নীতিবাজ ও আওয়ামী লীগের দালাল। তাকে শরণখোলায় পদায়ন করা হলে তা মেনে নেওয়া হবেনা। তাছাড়া শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস একজন ভাল মানুষ। বড় অংকের টাকার বিনিময়ে প্রিয় গোপালকে সরিয়ে দুর্নীতিবাজ শর্মী রায়কে শরণখোলায় বদলি করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ার করেন বক্তারা।
    পরে তারা একটি ঝাড়– মিছিল বের করে।

    এর আগে তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিকল্পনা হিসেবে পদায়নের খবরে চিলতমারীতে তার যোগদান ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও স্থানীয়রা। তারা চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দফায় দফায় বিক্ষোভ। পরে বিক্ষুব্ধ জনতা ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমনের সাথে দেখা করলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর আশ্বাস দেন।

    ডা. শর্মী রায় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। এ কারণে স্থানীয়রা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ,মানব বন্ধন ও ঝাড়– মিছিল করে।
    তার বিরুদ্ধে ইতোপূর্বে করোনা কালিন কোভিড-১৯ এর স্বেচ্ছাসেবকদের নামে সরকারি অর্থ আত্মস্বাতের অভিযোগসহ নানাবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে স্বেচ্ছাসেবক, স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধন, বিক্ষোভ, ঝাড়ু মিছিলসহ একের পর এক নানা কর্মসূচি অব্যাহত রাখেন, যার প্রেক্ষিতে দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রচার হওয়ায় বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে নিয়ে ডা. শর্মী রায়কে জেলার চিতলমারী উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্ব ও পরিচালক (চ.দা.) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ আদেশ প্রদান করা হয়।রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে তারা ডা. শর্মী রায়কে যোগদান করতে না দেওয়ার জন্য দাবী জানান। পরে বিক্ষুব্ধ জনতা ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন তালুকদারের সাথে দেখা করলে তিনি উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানানোর আশ্বাস দেন।

    এর আগে গত ১৪ নভেম্বর দুপুর ৩ টায় সাধারন শিক্ষার্থী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু স্টাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বরে চিতলমারীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে ডাক্তার শর্মী রায়কে যোগদানের না করার জন্য মিটিং-মিছিল ও মানবন্ধন করেন।# ##** ছবি সংযুক্ত আছে ** ## **

  • অত্যাচারী বাচ্চু সিকদারের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গ্রামবাসীর অভিযোগ দায়ের

    অত্যাচারী বাচ্চু সিকদারের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গ্রামবাসীর অভিযোগ দায়ের

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চিহ্নিত চোরাকারবারী, ভূমি খেকো, জুলুমবাজ বাচ্চু সিকদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিন গ্রাম বাসি শতাধিক মানুষেরা লিখিতভাবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
    সোমবার দিন ব্যাপী প্রায় তিন গ্রামের শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গরা সম্মিলিতভাবে জেলার সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসে গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ভৌরব হাঁটি গ্রামের বাসিন্দা বাচ্চু সিকদারের জুলুম অত্যাচার থেকে মুক্তি পেতে এবং বাচ্চু সিকদারের সকল অপকর্মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে অভিযোগ দায়ের করা হয়। গ্রাম বাসীর পক্ষে এই অভিযোগ দায়ের করেন ইউনিয়নের কামারভিটা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মোঃ আনোয়ার এবং একই গ্রামের বাসিন্দা মৃত মোঃ জামাল মিয়ার পুত্র মোঃ সবুজ মিয়া। এসময় প্রায় শতাধিক মানুষেরা উপস্থিত ছিলেন। জানা যায় পার্শ্ববর্তী ভৈরব হাটি গ্রামের বাচ্চু সিকাদর, পিতা: মঞ্জুর আলী সিকদার, একজন আওয়ামীলীগ নেতা। সে বিগত ৪/৫ বছর আগে ঐ এলাকায় প্রশাসনের নীতিমালা উপেক্ষা করে
    একটি নিজম্বপার্ক স্থাপন করে যা বাচ্চু নগর পার্ক নামে পরিচিতি পেয়েছে সুনামগঞ্জ সদর উপজেলায়। পার্ক স্থাপনের পর লক্ষ করে দেখা যায় দর্শনার্থীদের বিনোদনের জায়গার নামে সে ঐ পার্কে অসামাজিক কার্যকলাপ সহ ভারতীয় চুরাই ব্যবসা, মাদক জাতীয় পন্য আদান প্রদানের একটি কেন্দ্রস্থল বানিয়ে রেখেছে। এছাড়াও সে ঐ পার্কে জুর পূর্বক ভাবে অন্যের রের্কডীয় ভূমি এবং অনেকের দখলিয় জমি ক্ষমতাবলে অন্যায় ভাবে দখল করে উক্ত পার্কে সীমানা বৃদ্ধি করে রেখেছে। তিন গ্রামের কৃষকের সুনালী ফসল ধানের ক্ষেত পার্কের উত্তর পার্শে¦ রয়েছে যা প্রতি বছর গ্রামের কৃষক ঐ ফসল ঘরে তুলেন পার্কের উপর অবস্থীত তিন গ্রামের মানুষের যাতায়াতের রাস্তা দিয়ে। পূর্ব পুরুষ হইতে ব্যবহৃত চলা চলের ঐ রাস্তার উপর দিয়ে ছোট ঠেলা ঘাড়ি ও টলি গাড়ি ব্যবহার করে ফসল ঘরে তুলে আসছেন গ্রামবাসী। বর্তমানে ঐ রাস্তার উপর দিয়ে চলাচল করে কৃষকের ফসলী জমি রূপন করতে বা ফসল ঘরে আনতে মারাত্বক ভাবে বাধার সম্মুখিন হচ্ছেন তিন গ্রামের মানুষেররা বাচ্চু সিকাদরের জুলুম অত্যাচারের কারনে। শুধু তাই নয় পার্ক স্থাপনের পর থেকেই স্বাধীন ভাবে চলাচল এবং ফসল রূপনসহ গবাদি পশু মাঠে আনা নেওয়া করতে পারছি না গ্রামবাসী। বাচ্চু সিকদার কর্তৃক রাস্তা বন্ধ করার কারনে। এ বিষয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে জিজ্ঞেস করিলে সে সাফ জানিয়ে দেয় পার্কের উত্তর পার্শে অবস্থিত কোন ফসল আনতে রাস্তা দিবে না। অথচ ঐ রাস্তাটি তিন গ্রাম (কামার ভিটা, কান্দাপাড়া, গুদিগাঁও) মানুষের চলা চলের একমাত্র অবলম্বন। উল্লেখ্য যে, ঐ পার্কে প্রতিদিন সন্ধার পরে চলে মাদক, জোয়া এবং বখাটেদের আড্ডার আসর যা সমাজের এক ক্ষতির কারন হয়ে দাড়িয়েছে। দিন দিন ধ্বংশের দিকে ঠেলে দিচ্ছে যুব সমাজকে। বিশেষ করে পার্কে গুরতে আসা দর্শনার্থীরাও পরেন বাচ্চু বাহিনীর ছিনতাইয়ের কবলে।
    তার অত্যাচারে যেমন অতিষ্ঠ এলাকাবাসী তেমনি দর্শনার্থীরাও পরেন ছিনতাইয়ের কবলে। বাচ্চু সিকদারের এসব কর্ম কান্ডের ফলে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি কামার ভিটা গ্রামের যুব সমাজ জুয়া, মদ, মাদক সেবন করে চলে যাচ্ছে ধ্বংশের পথে। এসব বিষয়ে যেই প্রতিবাদ করে তাকেই পরতে হয় বাচ্চু বাহীনির সন্ত্রাসী হামলার মুখে। তার বিরোদ্ধে অনেক বার বিগত দিনের এমপি এড. পীর মিসবাহ, আলহাজ্ব মতিউর রহমানসহ অনেকের কাছে মৌখিক ভাবে গন্যমান্য ব্যাক্তিবর্গ দ্বারা যানানো হয়। কিন্তু সে দলীয় ক্ষমাতার বলে বার বার মানুষের উপর জুলুম অত্যাচার করেই চলেছে। তার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ দায়ের করিলে তাকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয় বলে ও জানান অভিযোগকারীরা । বর্তমানে অন্তবর্তী কালীন সরকার ক্ষতায় আসার পর ও থামেনি বাচ্চু সিকাদরের অপকর্ম ও জুলুম অত্যাচার। বাচ্চু সিকদারের জুলুম অত্যাচার থেকে গ্রাম বাসীর মুক্তিপেতে এবং তার ব্যাক্তিগত পরিবেশ দুষনকারী পার্কের বিরুদ্ধে নিতিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহনসহ গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি দখল মুক্ত করে ভারতীয় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ছিনতাই কারীদের গডফাদার, বাচ্চু সিকাদারের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য এই অভিযোগ দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত গতিতে বাচ্চু সিকদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই দাবি তাদের।###

  • মুন্সীগঞ্জে নামের কারণে উন্নয়ন বঞ্চিত শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়

    মুন্সীগঞ্জে নামের কারণে উন্নয়ন বঞ্চিত শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি নামের কারণেই আওয়ামীলীগ সরকারের ১৬ বছরের শাসনামলে কোন রকম উন্নয়ন হয়নি বলে অভিযোগ রয়েছে । বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে শিক্ষা প্রতিষ্ঠানটির নামকরণ হওয়ায় বিদ্যালয়টি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে বলে মনে করছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। দীর্ঘ বছর উন্নয়ন ও বরাদ্দ বঞ্চিত হওয়ায় বিদ্যালয়টি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
    বিদ্যালয়ের ৭০-৮০ শতাংশ খেলার মাঠ দখল করে নিয়েছে আওয়ামীলীগ। ১৫০ শতাংশ খেলার মাঠের জমি থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করার নামে আওয়ামীলীগ স্কুলের ওই জমি দখল করে নেয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিমউদদীন জানান, তারা আদালতে মামলা করেছিলেন, আদালত নিষেধাজ্ঞা জারি করে। এরপরও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করার সময় তাদের স্কুলের ৭০-৮০ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়।
    এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যায়। বিদ্যালয়ের নানা সমস্যা ও উন্নয়নমূলক কাজ করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত দিলেও কোন কাজ হয়নি। টিআর প্রকল্পসহ একটি টাকাও বিদ্যালয়ের নামে বরাদ্দ হয়নি। দিনেদিনে বিদ্যালয়টি ধ্বংসস্ত্তপে পরিণত হয়েছে।
    জানা গেছে, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল ১৯৯৪। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ে পাসের হার ভালোই। এসএসসিতে পাসের গড় হার ৯২%। ২০২২ সালে ৯৭.৬৭%, ২০২৩ সালে ৮০% এবং ২০২৪ সালে ৮৯.০৪%।
    বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বছরের পর বছর সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও বিদ্যালয়ের অনুকূলে একটি টাকাও বরাদ্দ দেয়নি সরকার। বর্তমানে বিদ্যালয়টি জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। নানা সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় ২৮ বছর আগে বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ করা হয়। এরপর দীর্ঘদিন সংস্কার ও মেরামত না হওয়ায় আস্তর খুলে পড়ছে, রং নষ্ট হয়ে শেওলা ধরেছে। ফ্লোর সম্পূর্ণ নষ্ট হয়ে ফেটে গর্ত হয়ে গেছে। দরজা ও জ্বালানা স্থাপন এবং সিঁড়ির রেলিং স্থাপন জরুরি। বিদ্যালয়টির পুরাতন ভবন সংস্কার, মেরামত ও চুনকামের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মুন্সীগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে বার বার আবেদন করেও কোন প্রতিকার হয়নি।
    বিদ্যালয়ে প্রবেশের রাস্তাটি খানা-খন্দকে পরিণত হয়েছে। খানা-খন্দগুলো বালু দিয়ে ভরাট করা জরুরি। এই স্কুলের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র ঘরের। শিক্ষার্থীরা নামমাত্র সেশন ফি, ভর্তি ফিতে ভর্তি হয়ে বিনাবেতনে অধ্যয়ণ করে। এতে বিদ্যালয় ফান্ডে কোন অর্থ নেই। জাইকার অর্থায়নে বিদ্যালয়ে একটি ওয়াশ ব্লক নির্মাণ দরকার। আধুনিক ও বাস্তব সম্মত শিক্ষার ছোঁয়া লাগানোর জন্য কম্পিউটার ও ল্যাব দরকার। বিদ্যালয়ে কোন শহীদ মিনার নেই। প্রতিবছর মহান শহীদ দিবসে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য বিদ্যালয়ে গিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। বিদ্যালয়টিতে কোন গেইট নেই। বিদ্যালয়ের গেইট ও প্রাচীর নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে। কিন্তু কোন প্রতিকার বা উদ্যোগ নেয়া হচ্ছে না। বর্তমানে পুরাতন জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের শ্রেণি পাঠদান কার্যক্রম চলছে। এই বিদ্যালয়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ভবন উন্নয়ন প্রকল্পে অত্র বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা জরুরি বলে মনে করছেন তাদের অভিভাবকরা। এই বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং মুন্সীগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে।
    শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন জানান, আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে স্কুলের নামে একটি টাকাও বরাদ্দ হয়নি। একেরপর এক আবেদন করেছি। শুধু বিদ্যালয়টি নামের কারণে আওয়ামী লীগ সরকার টিআর প্রকল্পসহ উন্নয়নে কোন বরাদ্দ দেয়নি৷ স্কুলের সংস্কার, মেরামত, নতুন ভবন নির্মাণসহ অন্যান্য সমস্যাগুলো উল্লেখ করে নতুন করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করছেন বলে তিনি জানান।