Category: Uncategorized

  • ঘাটাইলে বিএনপি নেতাদের বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোপ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    ঘাটাইলে বিএনপি নেতাদের বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোপ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    ঘাটাইল প্রতিনিধি: মোঃ রায়হান মিয়া

    টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম ও উপজেলা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলাকে বহিষ্কারের প্রতিবাদে ১৯ নভেম্বর সন্ধ্যায় এক বিক্ষোপ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে ঘাটাইল কলেজ মোড় বিজয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা ছাত্রদলের  সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন, উপজেলা ছাত্রদলের  সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীন। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর। এছাড়াও বিক্ষোপ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।

  • জেলা পুলিশ নীলফামারীর  মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    জেলা পুলিশ নীলফামারীর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারী।
    মঙ্গলবার ১৯ নভেম্বর সকাল ১১: ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারী কনফারেন্স রুমে অক্টোবর-২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য পুলিশ সুপার, নীলফামারী জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, মহোদয়।
    মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার অক্টোবর ২০২৪ মাসের থানা ভিত্তিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়।
    মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী মোস্তফা মঞ্জুর, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; এ, কে, এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) নীলফামারী, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ নীলফামারী, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর সহ জেলা পুলিশ নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
    মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় নীলফামারী জেলা হতে অবসর গ্রহণকৃত কনস্টেবল জনাব মোঃ আব্দুস সালাম এবং কনস্টেবল জনাব মোঃ ফারুক হোসেন কে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন। এসময় পুলিশ সুপার মহোদয় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান। অবসরকালীন যে কোন সমস্যায় সহযোগিতার আশ্বাস দেন ও অবসর জীবনে সুস্বাস্থ্য কামনা করেন।

  • মধুপুরে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

    মধুপুরে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

    আব্দুল হামিদ,
    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুরে সামাজিক সুরক্ষার আওতায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ও বিধবা ভাতার অর্থ ডিজিটাল কৌশলে হাতি নেয়া একটি চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইনের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।
    সোমবার (১৮ নভেম্বর) ১২ টার দিকে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালের সামনে মেম্বার ফোরামের ব্যানারে এমন মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের সদস্য (ইউপি সদস্যগণ) সহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক ভুক্তভোগী নারী পুরুষগণ অংশ নেন।
    মানববন্ধনে অংশ নেওয়া মেম্বার ফোরামের নেতা অরণখোলা ইউপি মেম্বার সুলতান আহমেদ, আউশনারা ইউপি সদস্য বাহারুল, বেরীবাইদ ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, ভাতাভোগীদের টাকা মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে আসার পর অফিস থেকে ফোন দিয়ে নাম ঠিকানা সব যাচাই করার মাধ্যমে পিন নম্বর নিয়ে টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এই চক্রের সাথে সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইনের যোগসাজস আছে বলে তারা অভিযোগ করেন।
    মানববন্ধনে অংশ নেওয়া উপজেলার ৩ নং বেরিবাইদ ইউনিয়নের চুনিয়া এলাকার বাসিন্দা মাজেদা বেগম বলেন, ‘আগে নিয়মিত বয়স্কভাতা পেলেও এখন আর পান না। তার ভাষ্যমতে, আশেপাশের অনেকেই ভাতার টাকা পাননি। সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে বলা হয়, তাদের টাকা অন্য কেউ তুলে নিয়েছে।
    শোলাকুড়ী ইউনিয়নের ঢেওয়েরচালা গ্রামের ময়নাল, কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাসিল গ্রামের ছবিরন বেগম, আলোকদিয়ার দিগরবাইদ গ্রামের ময়মনার একই অভিযোগ। আয়শা বেগম বলেন, ‘কেউ যদি আমাদের টাকা তুলে নেয় তাহলে তারও তো ডকুমেন্ট থাকবে। সেটিও আমাদের দেওয়া হচ্ছে না। কোনও বিষয়ই আমাদের জানানো হচ্ছে না করণীয়ও বলা হচ্ছে না। উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ভাতার টাকা না পাওয়ায় ভুক্তভোগীগণ মানববন্ধনে অংশ নেন।
    মানববন্ধনের পর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন সাংবাদিকদের কাছে অভিযোগ ভিত্তিহীন দাবী করেন। তিনি জানান, ৫ মাস ধরে তিনি এ উপজেলায় এসেছেন। আগের তালিকায় কাউকে প্রতিস্থাপন বা বাদ দেয়ার সুযোগ নেই। তিনি আসর পর একবার ভাতার অর্থ এসেছে। নগদ মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে ভাতার টাকা আসে। এখানে দুর্নীতি করার সুযোগ নেই।
    তিনি আরও জানান, বর্তমানে প্রতিবন্ধী জরিপ কাজ চলমান। স্বচ্ছতার সাথে কাজটি করা হচ্ছে। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে তার ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • সনাতনী- ” অবধূত সংঘ বাংলাদেশ এর কার্তিকী পর্বোৎসব- ২০২৪

    সনাতনী- ” অবধূত সংঘ বাংলাদেশ এর কার্তিকী পর্বোৎসব- ২০২৪

    কে এম সোহেব জুয়েল ঃ অবধূত সংঘ বাংলাদেশ এর উদ্যোগে প্রতিবারের ন্যায় বাং-২৫ শে কার্তিক ১১ই নভেম্বর সোমবার হইতে বাং-১ অগ্রহায়ণ ১৭ই নভেম্বর রবিবার পর্যন্ত এবারও বরিশাল পোনাবালিয়া ত্রম্ব্যকেশ্বর ভৈরব ৩ নং আন্তর্জাতিক পিঠস্থান ও শক্তিমঠ ঠাকুর বাড়িতে ৭দিন ব্যাপি কার্তিকী পর্বোৎসব- ২০২৪ পালিত হয়।

    এই বিশাল অনুষ্ঠানটি সু-সম্পূর্ণ ও সার্থক করার লক্ষ্যে বর্তমান প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ ছিল চোখে পড়ার মত ও প্রশংসিত।
    (পুরো এরিয়া সিসি ক্যামেরার আওতাভুক্ত ছিল)

    এই মহা শান্তি উৎসবে সনাতনী অবধূত সংঘের প্রায় ৩০ হাজার গুরু-ভক্ত ভাই-বোনের সমন্বয় ঘটে, এসময় এক মহামিলন-মেলায় পরিণত হয়।
    বিভিন্ন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে থেকে ৭দিনের এই ব্যাপক উৎসবটি পূর্ণতা পায়।
    এসময় শ্রী শ্রীমৎ ১০৮ স্বামী দয়ানন্দ গুরু মহারাজ, শ্রী শ্রীমৎ ১০৮ স্বামী অমলানন্দ গুরু মহারাজ ও লক্ষ্মী মাতাজীর স্বরণে ৩২ প্রহর নাম কীর্তন ও মহা প্রসাদ বিতরণ কার্যক্রম চলমান থাকে।
    কীর্তনীয়াদের মাঝে প্রথম ও দ্বিতীয় থেকে শুরু করে দশম পর্যন্ত স্বর্ণ এবং রুপার মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।
    এদিকে জীব ও জগতের শান্তি কামনায় মহাযজ্ঞ করেন বর্তমান অবধূত ভক্ত সন্তানের স্বশরিরস্ত বর্তমান ঠাকুর শেখরানন্দ গুর মহারাজ।

    অবধূত সংঘের কার্তিকী পর্বোৎসব সংহতি প্রকাশ করেন- অবধূত সংঘ বাংলাদেশের আহ্বায়ক : আর কে মন্ডল (রবিন),
    বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,
    আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন বাংলাদেশ),
    সৎসঙ্গ বাংলাদেশ,
    হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশ।
    আপম শান্তি প্রিয় জনসাধারণ প্রমূখ্।
    বিশ্ব শান্তি প্রার্থনার মধ্যে দিয়ে মহা উৎসবটির সমাপ্তি ঘাটে।।

  • সুন্দরগঞ্জে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ

    সুন্দরগঞ্জে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

    সোমবার সকালে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আবায়ক মোঃ বাবুল আহমেদ,সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক,উপজেলা জামাতে ইসলামের আমির মোঃ শহিদুল ইসলাম,পৌর জামাতে ইসলামের আমির একরামুল হক,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাশেদুল কবির,কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিজানুর রহমান,সাংবাদিক শাহজাহান মিঞা, উপ-সহকারী কৃষি অফিসার সাদেক হোসেন (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ আব্দুর রাজ্জাক,মোঃ মোখলেসুর রহমান  প্রমুখ। যেসব রবি ফসলের বীজ বিতরণ করা হবে সেগুলো হল-সরিষা- ২ হাজার ৫০০ জন, গম- ৬০০ জন, ভুট্টা-৫৭০জন, খেঁসারি-৭০ জন, চিনাবাদাম ১৩০ জন, সূর্য মুখী- ৩০ জন, পিঁয়াজ- ৩০ জন, মুগ- ৮০ জন, সয়াবিন- ৩০ জন, অড়হড়- ৩০ জন ও মসুর-৭০ জন কৃষককে দেয়া হবে।

    এবছর উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভাযর মোট ৪ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এসব প্রণোদনার বীজ ও সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

  • বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-জেলা প্রশাসক

    বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-জেলা প্রশাসক

    এম এ আলিম রিপনঃ পাবনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন বৈষম্যহীন, উন্নত, সমৃদ্ধ ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সোমবার সকাল ১০টায় সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, রাষ্ট্রের নিয়মানুযায়ী সকল কর্মকর্তাকে তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। উপজেলার সকল সরকারি দপ্তর ও ভূমি অফিসসহ সব প্রতিষ্ঠানে জনগণ ঘুষমুক্ত ও হয়রানীমুক্ত সেবা পাবে। এই প্রতিষ্ঠানগুলো জনগণের। তারা যাতে প্রতিষ্ঠানে আসতে ভয় না পায় কর্মকর্তাদেরকে সেদিকে সজাগ থাকতে হবে । বৈষম্যহীন উন্নত এবং সমৃদ্ধ দেশ গড়তে হলে সবাইকে তাদের নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শুধু বক্তব্য বিবৃতি দিলে হবেনা। বক্তব্য বিবৃতির সাথে কাজের মিল থাকলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযম, উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জসিম বিশ্বাস, সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই খান সাগর, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন, বাগানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মানিকহাট মাদ্রাসার মুহতামিম মুফতি আক্তার হোসেন, ছাত্র প্রতিনিধি অন্তু কাজী, তৌফিক, ফজলে রাব্বী ও আরিফুল ইসলাম প্রমুখ । মতবিনিময় সভার শুরুতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জেলা প্রশাসকের সমীপে সুজানগর উপজেলার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। এছাড়া এদিন উপজেলা পরিষদ চত্বরে কদবেল গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা)প্রতিনিধি।

  • পলাশবাড়ীর মহদীপুর ইউপি’র (ভারঃ)চেয়ারম্যান বাবু’র বিরু-দ্ধে অনাস্থার অভিযোগ

    পলাশবাড়ীর মহদীপুর ইউপি’র (ভারঃ)চেয়ারম্যান বাবু’র বিরু-দ্ধে অনাস্থার অভিযোগ

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধার পলাশবাড়ীর উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থার অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের সকল ইউপি সদস্যরা।

    ১৮ই নভেম্বর সোমবার দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই লিখিত অভিযোগ করেন ওই ইউনিয়নের সকল ইউপি সদস্যরা।

    উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, অভিযোগ পেয়েছি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    উক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবু শনিবার রাতে জোরপূর্বক বিভিন্ন ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগ রবিবার সন্ধ্যায় ভুক্তভোগী ইউপি সদস্যগণ এক সংবাদ সম্মেলন করেন।।

  • দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- শিমুল বিশ্বাস

    দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- শিমুল বিশ্বাস

    এম এ আলিম রিপনঃ বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । রবিবার পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বদরুন্নেছা কিন্ডার গার্টেন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান যেই করুক তার কোন পরিচয় জানতে চাইবে না,তিনি কোন দলের কোন ধর্মের,কোন গোত্রের সেটি জানাও বড় বিষয় নয়। যে জ্ঞানী তার থেকে জ্ঞান আহরণ করতে হবে। সমাজকে আলোকিত করে বাংলাদেশ থেকে সকল অনাচার ও অন্যায় পরাজিত করে উন্নত বাংলাদেশ গঠনের জন্য তরুণদের কাজ করতে হবে। সকল ধরনের দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতিকে কোনো পরাশক্তিও দমাতে পারে না এবং জাতীয় অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারে না। আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হওয়াতেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। যেকোন কিছুর বিনিময়ে এ ঐক্য বজায় রাখতে হবে।শিমুল বিশ্বাস বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতার আকাঙ্খা পদদলিত করে আধিপত্যবাদের দোসর দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিলো। আজ জুলাই ও আগষ্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পরও সে চক্র একই ষড়যন্ত্র করছে। ছাত্র শ্রমিক জনতার গনঅভ্যুত্থানের আকাঙ্খাকে নসাৎ করার চক্রান্ত করছে। তাই দেশের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসররা বিভিন্ন ফাঁদ পাতছে। কোনক্রমেই সে ফাঁদে পা দেওয়া যাবে না।তিনি বলেন, বিএনপি সবসময়ই বলছে ক্ষমতার জন্য আমরা রাজনীতি করি না। বিএনপি জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। বাকস্বাধীনতা জন্য রাজপথে আন্দোলন করেছি। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছি। আর জনগন যদি বিএনপিকে নির্বাচিত করে তাহলে সকলকে নিয়ে এবং সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়েই রাষ্ট্র পরিচালনা করবে। বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রউফ খানের সভাপতিত্বে ও সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.শরিফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস ও সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন বদরুন্নেছা কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুস সামাদ খান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন,সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন খান ও বদরুন্নেছা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষিকা মোছা. ফাতেমাতুজ্জোহরা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • তানোরের লালপুর মডেল কলেজ শিক্ষা বিস্তারে ভুমিকা রাখছে

    তানোরের লালপুর মডেল কলেজ শিক্ষা বিস্তারে ভুমিকা রাখছে

    আলিফ হোসেন তানোরঃ
    রাজশাহীর তানোরে গ্রামীণ জনপদের অধিবাসিদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েদের মাঝে শিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে চলেছে লালপুর মডেল কলেজ। গ্রামীণ পরিবেশেও শহরের মতো আধূনিক পাঠদান দেয়া হচ্ছে।অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশ, নেই কোনো হৈহুল্লোড়, নেই কোনো কোলাহল একদম নিরব-নিস্তব্ধ। তানোর উপজেলা সদর থেকে মাত্র ৬ কিলোমিটার দুরে লালপুর বাজার সংলগ্ন অবস্থান প্রতিষ্ঠানটির। গ্রামীণ পরিবেশ তবে শহরের মতো আধূনিক মানসম্মত পাঠদানের কোনো কমতি নেই। শহরের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদানের যেসব আধুনিক সুযোগ-সুবিধা বা উপকরণ থাকে সেই সুযোগ-সুবিধা বা উপকরণ হয়তো বা এখানে নাই। তবে পাঠদানের ক্ষেত্রে তাদের থেকে তারা কোনো অংশেই পিছিয়ে নেই। এখানে তার যেনো পুরোটাই রয়েছে। প্রতিষ্ঠানটির রয়েছে একদল দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। যারা বিষয় ভিত্তিক মানসম্মত আধূনিক পাঠদানের মাধ্যমে পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুনসুর রহমানের
    আন্তরিক প্রচেস্টা, পরিচালনা কমিটি, অভিভাবক ও শিক্ষকদের সহায়তায় কলেজের সেই সম্ভবনা তৈরী হয়েছে। অধ্যক্ষ ও শিক্ষকদের আন্তরিক প্রচেস্টায় সম্ভব হচ্ছে শতভাগ উপস্থিতিতে টেকশই পাঠদান মূল্যায়ন এবং শিক্ষার্থী ও অভিভাবক পর্যায়ে স্বপ্ন বিনির্মাণ। উন্নত ও বাস্তব সম্মত শিক্ষার জন্য চলছে, প্রশিক্ষণ ও বিশ্লেষণ।
    জানা গেছে বিগত ১৯৯৯ সালে উপজেলা সদর থেকে প্রায় ৬ কিলোমিটার দুরে তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুর গ্রামে এক একর জমির উপর লালপুর মডেল কলেজ স্থাপন ও ২০১০ সালে এমপিওভুক্তকরণ হয়। কলেজে ২৪ জন শিক্ষক ও ১০ জন কর্মচারী এবং প্রায় ২৫০ জন শিক্ষার্থী রয়েছে। গত শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষায় ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে একজন অনুপস্থিত এবং ৪৫ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৩ জন এপ্লাস পেয়েছেন পাশের হার শতকরা ৯২ শতাংশ। লালপুর মডেল কলেজের মাধ্যমে গ্রামীণ জনপদের ছেলেমেয়েদের ঘরের পাশে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃস্টি হয়েছে। শহর বা গ্রাম বলে কোনো কথা নয় প্রতিষ্ঠান প্রধানের সদিচ্ছা থাকলে যে কোনো স্থানে সুন্দর পরিবেশে সৃষ্টি ও মানসম্মত শিক্ষা প্রদান করে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা যায় লালপুর মডেল কলেজ তার উজ্জ্বল দৃষ্টান্ত। কলেজে বিভিন্ন বিষয়ে নিয়মিত বিতর্ক প্রতিযোগীতা, চিত্রাঙ্কন, খেলা-ধূলা ও বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করা হয় এতে একদিকে শিক্ষার্থীরা যেমন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ অন্যদিকে সৃজনশীল ও মননশীল হিসেবে গড়ে উঠছে। কলেজের অবকাঠামো, শিক্ষাপোকরণ, জনবল, শিক্ষার্থী ও পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল ধরে রেখেছেন।
    এবিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুনসুর রহমান বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও তারা মানসম্মত শিক্ষা প্রদানে প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেন, তাদের একটা একাডেমিক ভবন প্রয়োজন, তাহলে তারা শিক্ষা বিস্তারে আরো বেশী অবদান রাখতে পারবেন।#

  • দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

    দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে এনজিও সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর উদ্যোগে সাবান, এমএইচএম কীটসহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলার মহব্বতপুর বাজারে সুরমা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এফআইভিডিবি’র সুরমা ইউনিয়নের ২৫০ জন উপকারভোগীর মধ্যে এসব স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ, ইউপি সচিব শামছুল আলম, ইউপি সদস্য মোঃ হাছন আলী দুখু, এফআইভিডিবি’র সুরমা ইউনিয়ন মোবিলাইজার আলমগীর হোসেন, ভলান্টিয়ার আশিস রহমান, সাবিনা আক্তার, সম্পা পুরকায়স্থ প্রমুখ।