Category: Uncategorized

  • কুড়িগ্রাম পুলিশের অভিযানে মামলাসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৩

    কুড়িগ্রাম পুলিশের অভিযানে মামলাসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৩

    এম এস সাগর, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম:

    কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে ২৩জনকে গ্রেফতার করেছে। জিআর, সিআর ও নিয়মিত মামলাসহ মাদক বিক্রেতা-সেবনকারীসহ বিভিন্ন অপরাধের সাথে জ্বড়িতদের গ্রেফতার করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের নির্দেশে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন নেতৃত্বে সকল পুলিশ প্রশাসন মাদক ও জঙ্গিবাদবিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে ‘স্মার্ট পুলিশ’ অভিপ্রায়ে দুর্বার গতিতে কুড়িগ্রামের জনসাধারণের টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

    কুড়িগ্রামে গত ২৪ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃত জিআর ওয়ারেন্ট মূলে নাগেশ্বরী ২, ফুলবাড়ী ১, ভূরুঙ্গামারী ১, রৌমারী ২জন এবং সিআর ওয়ারেন্ট মূলে রাজারহাট ১, উলিপুর ১, ফুলবাড়ী ২, ভূরুঙ্গামারী ১জন। জিআর সাজা ওয়ারেন্ট মূলে উলিপুর থানায় ১জন। নিয়মিত মামলায় গ্রেফতার কুড়িগ্রাম ৩, উলুপুর ৫, নাগেশ্বরী ১জন। পূর্বের মামলায় গ্রেফতার কুড়িগ্রাম সদর থানায় ১জন। ১৫১ধারায় কুড়িগ্রাম সদর থানায় ১জনসহ মোট ২৩জন আসামী গ্রেফতার করে।

    ভুরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ রুহুল আমিন এবং কচাকাটা থানা অফিসার ইনচার্জ বিশ্বদেব রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের মহাপরিদর্শক (আইজিপি)’র উদ্দেশ্য পুলিশ হোক জনবান্ধব। কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের নির্দেশনায় বিভিন্ন অপরাধ ও মাদকদ্রব্য নির্মূলে নিয়মিতভাবে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। আমরা আমাদের দায়িত্ব থেকে থানার সকল শ্রেণীর মানুষদের সেবা প্রদান করে আসছি।

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গত ২৪ঘন্টার বিভিন্ন অপরাধে ২৩গ্রেফতার করা হয়েছে। অপরাধের সাথে সাথে যেই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।

    কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্ব-সাধারণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। জেলায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের গ্রেফতার করতে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে। যেকোন তথ্য জানাতে সরাসরি পুলিশ সুপার অথবা ৯৯৯ এ ফোন করার আহবান জানান তিনি।

  • পদযাত্রা সফল করতে ঝিনাইদহ জেলা বিএনপির লিফলেট বিতরণ

    পদযাত্রা সফল করতে ঝিনাইদহ জেলা বিএনপির লিফলেট বিতরণ

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিংশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী ১৯ আগস্ট পদযাত্রা সফল করেতে জনগনের মাঝে লিফলেট বিতরন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বৃহস্পতিবার জেলা শহরের বিভিন্ন স্পটে দাড়িয়ে বিএনপি নেতারা এই প্রচারণা চালান। পদযাত্রা সফল করতে ১০টি গ্রæপ গঠন করে শহরের বিভিন্ন এলাকার পথচারী, দোকানী, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরন করা হয়। এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুজ্জামান পপ্পু, জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রণক, জেলা যুবদলের সাধারন সম্পাদক আশরাফুর ইসলাম পিন্টু, জেলা ছাত্র দলের সভাপতি সোমেনুজ্জামান সোমেন ও জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মানিকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ বলেন, আওয়ামীলীগ সরকার গণতন্ত্রের টুটি চেপে ধরেছে। তারা সংবিধানের দোহাই দিয়ে মানুষের মৌলিক অধিকার, গনতন্ত্র ও মানবাধিকার বিপন্ন করেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, সংবিধান তো সেটাই, যেটা দেশের মানুষ চাই। নির্যাতিত গনতন্ত্রমনা মানুষের এই ভাষা যদি শেখ হাসিনা সরকার না বোঝে তবে তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলে এম এ মজিদ উল্লেখ করেন।

  • ময়মনসিংহের ঘাগড়ায় পোনা মাছ অবমুক্ত করণ কর্মসূচির উদ্বোধন

    ময়মনসিংহের ঘাগড়ায় পোনা মাছ অবমুক্ত করণ কর্মসূচির উদ্বোধন

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সদরে মৎস কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটে প্রাতিষ্ঠানিক পুকুর ও উম্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছেন ময়মনসিংহ সদর উপজেলা মৎস অফিস।

    বৃহস্পতিবার (১৭) দুপুরে সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ময়মনসিংহের আয়োজনে পোনা মাছ অবমুক্তি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম যৌথভাবে এসব মাছ অবমুক্তকরণ করা হয়।

    অবমুক্ত করা মাছের মধ্যে রুই, কাতল, বড় মৃগেল মাছ, মাঝারি ও ছোট সাইজের প্রায় লক্ষাধিক মাছের পোনা রয়েছে।

    এ সময় ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান মাছের নিরাপদ প্রজনন ও নিধন বন্ধে খালকে মাছের অভয়াশ্রম ঘোষণার দাবি করেন। ঘাগড়াবাসীর আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে যা কার্যকর ভূমিকা পালন করবে।

    পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারজানা হোসেন প্রমুখ।

  • পাইকগাছা উপজেলা ও পৌর তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

    পাইকগাছা উপজেলা ও পৌর তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী
    তাঁতীদলের খুলনা জেলা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা তাঁতীদলের পাইকগাছা শাখায় টি এম মঈনউদ্দীন শিমুল কে আহবায়ক এবং মারুফুল হক প্রিন্স কে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। শনিবার বিকেলে পৌরসভার বাতিখালী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত তাঁতীদলের কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা তাঁতীদলের আহ্বায়ক আলহাজ্ব মেহেদী আহছান মিন্টু। প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন, জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহামুদ আলম লোটাস। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য এড. জিএম আঃ সাত্তার ও শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় বক্তৃতা করেন, আনিসুজ্জামান, মোঃ নাহিদ, প্রণব কান্তি মন্ডল, মেছের আলী সানা, সরদার ফারুখ আহমেদ, এস এম মোহর আলী, আবুল কাশেম সরদার, আজহারুল গাজী, শফিক ম্যোল্লা, আলমগীর হোসেন, মনিরুজ্জামান মনি, হুরাইরা বাদশা, গোলাম রাব্বানী, আঃ সালাম মোড়ল, আসাদুজ্জামান মামুন, মোঃ মাসুম, সালমান, মোঃ জালাল, মহিউদ্দিন, টিএম শিমুল, শহিদুর রহমান, রাসেল হুসাইন, আঃ কুদ্দুস, শেখ জাকির আহমেদ, আলমগীর হোসেন, রাশেদ বিশ্বাস, আবু হাসান প্রমুখ। এসময়ে উপজেলা ও পৌর তাঁতীদলের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দুই সদস্যের আহবায়ক কমিটি আহবায়ক ও সদস্য সচিব কে আগামী ৭দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির গঠনের নির্দেশনা দেয়া হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সমাপনী সভা অনুষ্ঠিত

    কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সমাপনী সভা অনুষ্ঠিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ উপলক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে সমাপনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (৩০শে জুলাই) বেলা ১১টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাপনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ের সমাপনী মতবিনিময় সভার আয়োজন করেন উপজেল মৎস্য দপ্তর।

    এর আগে গত মঙ্গলবার (২৫শে জুলাই) বেলা ১১টার দিকে অডিটোরিয়া হলে মতবিনিময় সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব জি আর সরোয়ারের, সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ কবির, তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ,কালীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি,সাধারণ সম্পাদক আবু সাঈদ। স্বাগত বক্তব্য : মো: সাইয়েদুল মোফাচ্ছালীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কালীগঞ্জ, লালমনিরহাট। সফল মৎস্য চাষি ও জাতীয় মৎস্য রৌপ্য পদক প্রাপ্ত : মো: জয়নাল আবেদীন, তালুক বানীনগর মৎস্যজীবির পক্ষে : মো: আব্দুস সালাম, ভোটমারী।

    কালীগঞ্জ উপজেলায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ সকল অনুষ্ঠান ১ম দিন: ২৪/০৭ বেলা ১১:৩০ ঘটিকা

    মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময় সভা।উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ।ব্যাপক প্রচার প্রচারণা সমগ্র কালীগঞ্জ উপজেলা। ২য় দিন: ২৫/০৭ বেলা ১১:৩০ ঘটিকা ব্যানার ফেস্টুন সহযোগে বর্ণাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ চতুরে। সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয উপজেলা পরিষদ হলরুমে। পোনামাছ অবমুক্তকরণ উপজেলা পরিষদ পুকুর। ৩য় দিন। ২৬/০৭ বেলা ১১:৩০ ঘটিকা প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাকিনা ইউনিয়ন পরিষদ হল রুমে।৪র্থ দিন: ২৭/০৭ বেলা ১১:৩০ ঘটিকা মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও জলাশয়ের পানির ভৌত ও রাসায়নিক পরীক্ষা হয়। মহিষামুড়ি আবাসন, কাকিনায় অনুষ্ঠিত হয়। ৫ম দিন: ২৮/০৭ বেলা ১০:৩০ ঘটিকা। মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও জলাশয়ের পানির ভৌত ও রাসায়নিক পরীক্ষা মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন। কাকিনা দুল্লা বিল, কাঞ্চনশ্বর অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ দিন: ২৯/০৭/বেলা ১১:০০ ঘটিকা সুফলভোগীদের মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতহয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে। ৭ম দিন ৩০/০৭/২০১৩ জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান বেলা ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে।

    মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম নিয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়াও উপজেলার প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিদের নিয়ে তাদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেছেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহে যে সকল কার্যক্রম হাতে নেয়া হয়েছিলো তার বিস্তারিত বর্ননাও তুলে ধরেন ও বাস্তবায়ন করেছেন। এসময় কালীগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

    হাসমত উল্লাহ।

  • বানারীপাড়ায় বাড়ছে  ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

    বানারীপাড়ায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা ॥ বানারীপাড়া উপজেলায় ক্রমশ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে প্রায় অর্ধশত ডেঙ্গু রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন। এছাড়া বানারীপাড়া থেকে সরাসরি বরিশাল শেবাচিম হাসপাতালে গিয়েও অনেক ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। বাসায় থেকেও চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ। গড়ে প্রতিদিন ৭-৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। এর মধ্যে শিশু রোগীও রয়েছে। বুধবার ২৬ জুলাই দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়. ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন । এদের মধ্যে মাত্র একজন নারী রোগী মশারী টাঙ্গিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। বাকীরা গরমের অজুহাত দেখিয়ে মশারী ছাড়া রয়েছেন। ফলে ওইসব রোগীদের মাধ্যমে সাধারণ অন্য রোগীদের ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ বলেন, বানারীপাড়ায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও তা এখন পর্যন্ত উদ্বেগজনক নয়। রোগীদের ফ্রি চিকিৎসাসেবা দেওয়ার জন্য হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এ রোগ ব্যপক ছড়াতে না পারে সেজন্য সবাইকে সচেতন হতে হবে। এদিকে বানারীপাড়া পৌর শহরে কালেভদ্রে মশক নিধনে স্প্রে করতে দেখা গেলেও ইউনিয়ন পর্যায়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে না করায় এডিস মশা সৃষ্টি হয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে পারে।#

  • মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে মাই টিভির১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে মাই টিভির১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    মোঃতরিকুল ইসলাম তরুন,কুমিল্লা থেকে।

    সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও মাইটিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার স্থানীয় একটি পার্টি সেন্টারে ইফতার পূর্বে এক আলোচনা সভা মাইটিভির মুরাদনগর প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সভাপতি আবদুল কাইয়ুম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

    এতে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরুন,
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ রাজিব আহাম্মদ,
    কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী,
    জাতীয় সাংবাদিক সংস্থার মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এমকেআই জাবেদ ও সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুবকর সবুজের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির সাংবাদিক নেছার উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আনোয়ার পাশা, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম মজুমদার, সদস্য মাজহারুল ইসলাম, আক্তার হোসেন ও সুজন মুন্সী প্রমুখ।

    ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কুড়াখাল কুরুন্ডী দাখিল মাদরাসার সুপার মাওলানা আ ন ম জসিম উদ্দিন মোল্লা,

  • সুজানগরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    সুজানগরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    এম এ আলিম রিপন,সুজানগর: পাবনার সুজানগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । পরে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেনন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন ও থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ,এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • হবিগঞ্জে গৃহ হস্তান্তর উপলক্ষে জেলা  প্রশাসনের প্রেসব্রিফিং

    হবিগঞ্জে গৃহ হস্তান্তর উপলক্ষে জেলা প্রশাসনের প্রেসব্রিফিং

    সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের প্রেসব্রিফিং অনুষ্টিত হয়েছে। সোমবার ২০ মার্চ দুপুর ৩:৩০ মিনিট জেনারেল প্রশাসক সম্মেলন কনফারেন্স রুমে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা পাল এর সভাপতিত্বে ও আর ডিসি কামরুজ্জামানের সঞ্চালনায় প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, টিভি জার্নালিস্ট সভাপতি আব্দুল হালিম, সাবেক সভাপতি এডভোকেট রুহুল আমিন শরিফ, বিটিভি ক্যামেরাম্যান সৈয়দ সালিক, সাংবাদিক শরিফ চৌধুরী, সৈয়দ মশিউর রহমান, আজারুল ইসলাম মুরাদ, মীর কাদির প্রমুখ।

    প্রেসব্রিফংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা পাল জানান আগামী ২২ মার্চ হবিগঞ্জ সদর ৭৫ টি এর মধ্যে ৪র্থ পর্যায়ে ২৯টি লাখাই ৩৫ টি, শায়েস্তাগঞ্জ ১২০টি এর মধ্যে ৭২ টি, নবীগঞ্জ ২৭০ টি, আজমিরীগঞ্জ ১৩০ টি, বানিয়াচং ১৭৭ টি, চুনারুঘাট ৯৭ টি, মাধবপুর ১০৯ টির মধ্যে ৩ টি,
    বাহুবল স্নানঘাট দফে মুদাফরপুর মৌজায় ৩৫ টি, সাতকাপন ইউনিয়নের হরহরিয়া মৌজার ৩৭টি, লামাতাশি ইউনিয়নের ধুনিয়াখালি মৌজার ২৫টি ও মিরপুর ইউনিয়নের শ্রীপুর মৌজায় ৪০ টি ঘর সহ মোট ১৩৭টি ঘর-ক, শ্রেনীর ভুমিহীনদের মাঝে হস্তান্তর করা হবে।

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত

    প্রেস বিজ্ঞপ্তি

    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র সহ-অর্থায়নে, ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম যৌথভাবে ‘Foster Responsible Digital Citizenship to Promote Freedom of Expression in Bangladesh’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ডিজিটাল সিটিজেন হতে সহায়তা করা এবং তাঁদের মাঝে গঠনমূলকভাবে স্বাধীন মত প্রকাশের চেতনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রকল্পের সূচনা। এই প্রকল্পের অংশ হিসেবে, ১৬ মার্চ, ২০২৩ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    এই প্রতিযোগীতায় প্রতিযোগী অংশ নিয়েছেন বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত চারটি দলে মোট ১২ জন শিক্ষার্থী এবং দর্শক হিসেবে উপস্থিত ছিল বিভিন্ন বিভাগ থেকে শিক্ষকসহ প্রায় ২০০ জনের অধিক শিক্ষার্থী। দর্শকদের জন্যও সেশনে রাখা হয় আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন।

    আয়োজনের শুরুতেই বক্তব্য রাখেন এফআরডিসি প্রকল্প পরিচালক আসিফ আহমেদ তন্ময়। প্রকল্প সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করতে গিয়ে তিনি বলেন- “আমরা এই প্রকল্পের মাধ্যমে তরুণ সমাজকে ডিজিটাল সিটিজেনশিপ শিক্ষার ধারণা বিভিন্ন সম্পর্কে সকলকে পরিচিত করার উদ্যোগ নিয়েছি। আর এই উদ্যোগের অংশ হিসেবেই আজকের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। আমরা মনে করি এই জ্ঞানের চর্চা থেকেই শিক্ষার্থীরা অনলাইনে স্বাধীন ও গঠনমূলক উপায়ে মত প্রকাশ উদ্বুদ্ধ হবে এবং তাদের দায়িত্বশীল আচরণ করতে সহায়তা করবে।”

    ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম থেকে বক্তব্য প্রদান করেন নাইরা নিজাম। তিনি বলেন- “এফআরডিসি প্রকল্পের মাধ্যমে আমরা মুক্তচিন্তার বিকাশ ও অনলাইনে ইতিবাচক চর্চার জন্য সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছি। এই প্রচেষ্টার একটি অংশ হিসেবে আজকের আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতা ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছি।”

    পরবর্তীতে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো: ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন- “বিতর্ক প্রতিযোগিতা মনের জানালার উন্মেষ ঘটানোর জন্য উত্তম একটি মাধ্যম। আজকের এই আয়োজনে সকল বিতর্ক প্রতিযোগী এবং উপভোগকারী সকল দর্শককে সাধুবাদ জানাই এমন একটি ভালো উদ্যোগে যুক্ত হবার জন্য।”

    প্রতিযোগিতায় দুই ধাপে বিতর্কের আয়োজন করা হয়। প্রথম ধাপের দুই বিজয়ীর মাঝে চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বের বিষয় ছিলো- ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ভালোর চেয়ে ক্ষতিই বেশি নিয়ে আসে।’ প্রতিযোগিতায় তাদের অসাধারণ বাগ্মিতায় বিজয়ী হয়: মো: সাব্বির হোসেন, জাহানারা জবা এবং ফরিদা আক্তার ফারজানা। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো: তারিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক মৃধা মো: শিবলী নোমান।

    প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোষণা, পুরস্কার বিতরণী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বশির আহমেদ-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সুন্দর এই আয়োজন শেষ হয়।

    এফআরডিসি প্রকল্পের নানান সচেতনতা কর্মকান্ডের পাশাপাশি রয়েছে একটি বিনা মূল্যের অনলাইন কোর্সের ওয়েবসাইট। ওয়েবসাইট https://www.digitalcitizenbd.com/-এ আছে তরুণ সমাজবান্ধব বিভিন্ন উদ্যোগ যা থেকে শিক্ষার্থীরা ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন শিক্ষণীয় বিষয় জানতে পারবেন এবং একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে বিশ্লেষণধর্মী চিন্তা চর্চার পদ্ধতি সম্পর্কে জানবেন। যা তাঁদের ডিজিটাল দুনিয়ায় বিচরণের ক্ষেত্রে আচরণগত পরিবর্তন এনে একজন গর্বিত ডিজিটাল নাগরিকে পরিণত হতে সহায়তা করবে।